ভুয়া মুক্তিযোদ্ধাদের আইনের আওতায় আনা হবে

ভুয়া মুক্তিযোদ্ধাদের আইনের আওতায় আনা হবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম বলেছেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করে আইনের আওতাঢ আনা হবে । আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান উপদেষ্টা। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সঙ্গে এ অধিবেশন হয়। এসময় উপদেষ্টা বলেন, ডিসিরা অভিযোগ করেছেন বিভিন্ন জায়গায় ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছেন এদের ব্যাপারে জেলায় জেলায় মুক্তিযোদ্ধারা খুবই সোচ্চার। এদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য জেলা প্রশাসকদের পক্ষ থেকে জানানো হয়েছে। তিনি বলেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) পুনর্গঠন করা হয়েছে। জামুকার যে আইন ছিল সেটাতে সংশোধনী আনতে হচ্ছে।

ফের ৯ দেশ থেকে বিতাড়িত ৪৭ পাকিস্তানি 

ফের ৯ দেশ থেকে বিতাড়িত ৪৭ পাকিস্তানি একদিন পর ফের সৌদি আরব, আজারবাইজানসহ ৯ দেশ থেকে অন্তত ৪৭ জন পাকিস্তানিকে বিতাড়িত করা হয়েছে। অভিবাসন সূত্রের বরাত দিয়ে আজ এই তথ্য জানিয়ে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মাদক পাচারের অভিযোগে নতুন করে ৬ জন পাকিস্তানিকে বহিষ্কার করেছে সৌদি। এছাড়া ৪ জন পাকিস্তানিকে ‘বিরক্তিকর’ উল্লেখ করে তাদের দেশ থেকে বের করে দিয়েছে আজারবাইজান। অবৈধভাবে মালয়েশিয়া ও ইরাকে অনুপ্রবেশের চেষ্টাকালে ৪ জনকে বিতাড়িত করা হয়েছে। সেইসঙ্গে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে থেকেও ২ জন পাকিস্তানিকে বের করে দেওয়া হয়েছে। পাশাপাশি বিদেশে যাওয়ার প্রাক্বালে জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দর বিমান থেকে ৩০ পাকিস্তানিকে নামানো হয়েছে। এর আগে গতকাল জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, গত দুইদিনে ১১ দেশ থেকে অন্তত ১৭০ পাকিস্তানিকে বিতাড়িত করা হয়েছে।

 আঙুলে চোট কুনেমানের  তবু পিছাবে না বোলিং অ্যাকশনের পরীক্ষা 

আঙুলে চোট কুনেমানের  তবু পিছাবে না বোলিং অ্যাকশনের পরীক্ষা   সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন অস্ট্রেলিয়ার ম্যাথু কুনেমান। দুই টেস্টে ১৭ দশমিক ১৮ গড়ে ১৬ উইকেট শিকার করে বড় অবদান রেখেছেন এই বাঁহাতি স্পিনার। তবে সিরিজ শেষেই তার বিরুদ্ধে সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠে, যার ফলে তাকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে। বোলিং অ্যাকশনের পরীক্ষা দেয়ার আগে কুনেমানের অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডে একটি ম্যাচ খেলার কথা ছিল। তবে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিতে তাসমানিয়ার হয়ে খেলতে পারছেন না তিনি। এর প্রধান কারণ হলো তার আঙুলের চোট। তবে এই চোটের কারণে তার বোলিং অ্যাকশনের পরীক্ষা পিছিয়ে যাচ্ছে না। তিনি পুরোনো বুড়ো আঙুলের চোট নিয়েই পরীক্ষা দেবেন।

বলিউড সুপারস্টার ভাইজানের  প্রথম প্রেম ও ১৮ নারী 

বলিউড সুপারস্টার ভাইজানের  প্রথম প্রেম ও ১৮ নারী বলিউড সুপারস্টার সালমান খানের প্রেমিকাদের নামের তালিকা অনেক দীর্ঘ। প্রেম যমুনায় ভেসে বেড়ালেও কারো সঙ্গে গাঁটছড়া বাঁধা হয়নি তার। মেঘে মেঘে বেলা অনেক গড়িয়েছে। বয়স ঊনষাট চললেও এখনো ব্যাচেলর সালমান খান। কী কারণে সংসারী হননি যদিও তা অজানা। শাহীন জাফরি সালমান খানের  প্রথম প্রেমিকার নাম শাহীন জাফরি। মাত্র ১৯ বছর বয়সে এই মডেলের সঙ্গে সম্পর্কে জড়ান সালমান। তাকে নিয়ে লেখা বই ‘বিং সালমান’-এ এই তথ্য উল্লেখ করেছেন লেখক জসিম খান। বলিউড সুপারস্টার অশোক কুমারের নাতনি শাহীন জাফরি। সালমানের সঙ্গে শাহীনের প্রথম দেখা কলেজে। তারা একই কলেজে পড়াশোনা করতেন। সেখান থেকেই বন্ধুত্ব ও প্রেম। ১৯৮৮ সালে মুক্তি পায় সালমানের প্রথম সিনেমা। তখন সংগীতা বিজলানির সঙ্গে দেখা হয় সালমানের। এ অভিনেত্রীকে দেখার পর তার দিকে আকৃষ্ট হয়ে পড়েন এই তারকা। ফলে ভেঙে যায় শাহীন-সালমানের প্রেম। পার্সিস খামবাতা সালমান খান তার জীবনের প্রথম দিকে মডেল-অভিনেত্রী পার্সিস খামবাতার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। আশির দশকের শেষের দিকে সালমানের সঙ্গে পার্সিসের সম্পর্ক গড়ে ওঠে। তবে এই সম্পর্ক খুব বেশি দিন স্থায়ী হয়নি বলে জানা গেছে। ফারিয়া আলম সালমান খানের সঙ্গে নাম জড়িয়েছে ফারিয়া আলমের। ১৯৮৬ সাল সালমানের সঙ্গে প্রাক্তন ফুটবল দলের কর্মকর্তা ফারিয়া আলম সম্পর্ক জড়ান বলে গুঞ্জন রয়েছে। সেই সময়ে এই জুটির সম্পর্কের খবর বেশ মনোযোগ কেড়েছিল। শোনা যায়, সালমানের উঠতি ক্যারিয়ারে অনেক সাপোর্ট দিয়েছিলেন ফারিয়া। সংগীতা বিজলানি সালমানের প্রেমিকাদের তালিকায় আরো একটি আলোচিত নাম সংগীতা বিজলানি। শোনা যায়, এই অভিনেত্রীর সঙ্গে বিয়ের পরিকল্পনাও করেছিলেন সালমান। শুধু তাই নয়, বিয়ের কার্ডও ছাপা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে বিয়ে ভেঙে দেন সালমান।  এরপর ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিনের সঙ্গে সম্পর্কে জড়ান সংগীতা। সোমি আলী পাকিস্তানি বংশোদ্ভূত, বলিউড অভিনেত্রী সোমি আলীর সঙ্গে সালমানের প্রেমের কথা কারো অজানা নয়। আজও বিটাউনে কান পাতলেই তা শোনা যায়। সালমানের সঙ্গে সোমি আলী ১৯৯১ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত সম্পর্কে ছিলেন তারা। এ জুটির প্রেমে খলনায়িকা হিসেবে আবির্ভাব ঘটে বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়ার। এক সাক্ষাৎকারে সোমি আলী জানান, সালমানের সঙ্গে তার সম্পর্ক ভেঙেছিল ঐশ্বরিয়ার কারণেই। ঐশ্বরিয়া রাই বচ্চন ঐশ্বরিয়া-সালমানের প্রেমের খবরও কারো অজানা নয়। ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমার সেট থেকে তাদের প্রেমের সূচনা। তাদের নিয়ে বলিপাড়ায় অনেক চর্চা হয়েছে। কিন্তু এ সম্পর্ক এক সময় ভেঙে যায়। পরবর্তীতে অভিনেতা অভিষেক বচ্চনকে বিয়ে করেন ঐশ্বরিয়া। স্নেহা উল্লাল ২০০৫ সালে ‘লাকি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন স্নেহা উল্লাল। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেন সালমান খান। স্নেহা দেখতে অনেকটা ঐশ্বরিয়ার মতো। বিশ্ব সুন্দরীর সঙ্গে প্রেম ভাঙার পর স্নেহাকে বলিউডে নিয়ে আসেন সালমান। বলিউডে পা রাখার পরই সালমানের সঙ্গে নাম জড়ায় স্নেহার। পরে এ অভিনেত্রী দাবি করেন— “সালমান খান তার বন্ধু।” ক্যাটরিনা কাইফ সালমানের জীবনে এসেছিলেন আরেক বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ২০০৫ সালে ভাই সোহেল খানের প্রযোজনায় ব্যবসাসফল সিনেমা ‘ম্যায় নে পেয়ার কিউ কিয়া’ সিনেমায় সালমানের বিপরীতে অভিনয় করেন ক্যাটরিনা। তাদের মধ্যে প্রেমের সম্পর্কও তৈরি হয়। তবে একটা সময়ে গিয়ে এ প্রেম ভেঙে যায়। পরে আবারো সালমান-ক্যাটরিনাকে নিয়ে নানা গুঞ্জন ছড়াতে শুরু করে। একসঙ্গে জুটি বেঁধে সিনেমাও করেন তারা। কিন্তু অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন ক্যাটরিনা। কয়েক বছর আগে তারা বিয়ে করেন। এখন ভিকির ঘরণী ক্যাটরিনা। ব্রুনা আব্দুল্লাহ ব্রাজিলের মডেল-অভিনেত্রী ব্রুনা আব্দুল্লাহ। ক্যাটরিনা কাইফের সঙ্গে প্রেম ভাঙার পর ব্রুনার সঙ্গে নাম জড়ায় সালমান খানের। এ জুটির সম্পর্ক নিয়ে নানা ফিসফাস যখন বলিপাড়ায় উড়ছে, তখন স্থানীয় মিডিয়া নজর বাড়ায় তাদের দিকে। কিন্তু এরপরই আলাদা হয়ে যান তারা। তাদের সম্পর্ক খুব একটা দীর্ঘস্থায়ী হয়নি। জেরিন খান ‘বীর’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে অভিনেত্রী জেরিন খানের। এতে সালমান খানের বিপরীতে অভিনয় করেন তিনি। মূলত, ক্যাটরিনা অন্যের বাহুডোরে যাওয়ার পর তার মতো দেখতে জেরিন খানকে বলিউডে নিয়ে আসেন সালমান খানই।  পরে এ সম্পর্ক থেকে বেরিয়ে আসেন সালমান খান। প্রাক্তন হলেও এখনো জেরিনের সঙ্গে ভালো সম্পর্ক এই নায়কের। ক্লডিয়া সিসলা জার্মানির মডেল-অভিনেত্রী ক্লডিয়া সিসলা। বলিউডে ক্যারিয়ার গড়তে বেশ আগে ভারতে পাড়ি জমান এই অভিনেত্রী। ২০০৯ সালে বিতর্কিত টিভি রিয়েলিটি শো বিগ বসের তৃতীয় আসরে অংশ নেন তিনি। সালমান খানের সঙ্গে চুটিয়ে প্রেম করার কারণে দীর্ঘদিন বলিপাড়ায় চর্চিত হয়েছেন। এ নিয়ে সালমান মুখ না খুললেও কথা বলেছেন ক্লডিয়া। গুঞ্জন উড়িয়ে এই অভিনেত্রী বলেছিলেন— “সালমান আমার প্রেমিক না, সে আমার খুব ভালো বন্ধু।” মেহেক চাহাল নরওয়ের নাগরিক মডেল-অভিনেত্রী মেহেক চাহাল। ২০১১ সালে বলিউডে কাজের উদ্দেশ্যে ভারতে পা রাখেন। টিভি রিয়েলিটি শো বিগ বসের পঞ্চম আসরে অংশ নেওয়ার মাধ্যমে তার যাত্রা শুরু হয়। এ আসরের সঞ্চালক ছিলেন সালমান খান। সালমানের সঙ্গে যখন মেহেকের সাক্ষাৎ হয়, তখন তার বয়স ১৯ বছর। প্রথম সাক্ষাতে বিদেশিনীর সঙ্গে ফ্লার্ট করার চেষ্টা করেন সালমান। এরপর মেহেক-সালমানের প্রেম নিয়ে কম চর্চা হয়নি। হ্যাজেল কিচ ‘হ্যারিপটার’খ্যাত ব্রিটিশ অভিনেত্রী হ্যাজেল কিচ। ২০০৭ সালে প্রভাস অভিনীত তামিল ভাষার ‘বিল্লা’ সিনেমার মাধ্যমে ভারতীয় সিনেমায় অভিষেক ঘটে তার। ব্রিটিশ এই অভিনেত্রী ভারতে পা রাখার পর সর্বাত্মক সহযোগিতা করেন সালমান খান। অনেকে সালমান খানকে তার ‘গডফাদার’ বলেন। ২০১১ সালে সালমানের সঙ্গে ‘বডিগার্ড’ সিনেমায় অভিনয় করেন হ্যাজেল। এ অভিনেত্রীর সঙ্গেও সালমানের প্রেমের সম্পর্ক নিয়ে জোরালো চর্চা হয়েছে। যদিও এ জুটি কখনো নীরবতা ভাঙেননি। এলি আব্রাহাম সুইডিশ-গ্রিক অভিনেত্রী এলি আব্রাহাম। বিতর্কিত টিভি রিয়েলিটি শো বিগ বসে অংশ নিয়ে জনপ্রিয়তা লাভ করেন। এই আসর সঞ্চালনা করেন সালমান খান। ২০১৩ সালে ‘মিকি ভাইরাস’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তার। সালমান খানের সঙ্গে এ অভিনেত্রীর নাম জড়ায়। দীর্ঘ চর্চা হয়েছে এ জুটির প্রেম নিয়ে। এক সাক্ষাৎকারে এলি বলেছিলেন— ‘এ বিষয়ে আমি কোনো উত্তর দেব না।” ডেইজি শাহ সালমান খানের হাত ধরে বলিউডে অভিষেক ঘটে ডেইজি শাহর। ২০১৪ সালে ‘জয় হো’ সিনেমায় সালমানের সঙ্গে অভিনয় করেন তিনি। সিনেমাটিতে কাজ করতে গিয়ে তাদের ঘনিষ্ঠতা বাড়ে। এসব নিয়েই চর্চা শুরু হয় বলিপাড়ায়। আলোচনার মাঝে আলাদা হয়ে যায় তাদের দুটো পথ। তবে এই সম্পর্ক নিয়ে তাদের কেউই মুখ খুলেননি। অ্যামি জ্যাকসন ব্রিটিশ বংশোদ্ভুত ভারতীয় অভিনেত্রী অ্যামি জ্যাকসন। ২০১৬ সালে ‘ফ্রিকি আলী’ সিনেমায় অভিনয় করেন তিনি। এটি প্রযোজনা করেন সালমানের খানের ভাই সোহেল খান। এ সিনেমায় কাজ করতে গিয়ে সালমান খানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে অ্যামির। এরপর এ জুটির অফ-স্ক্রিন রসায়ন নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। তাদের সম্পর্ক নিয়ে নানা চর্চা হলেও মুখ খুলেননি তাদের কেউই। সামান্থা লকউড মার্কিন অভিনেত্রী সামান্থা লকউড। ‘হিরো’খ্যাত এ অভিনেত্রীর নামও জড়িয়েছে সালমান খানের সঙ্গে। ২০২২ সালে ৫৬তম জন্মদিন উদযাপন করেন সালমান খান। জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন সামান্থা। এ অনুষ্ঠানে তোলা সামান্থা-সালমানের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এরপরই শুরু হয় এই যুগলের প্রেমের গুঞ্জন। বিষয়টি নিয়ে কখনো মুখ খুলেননি সালমান। তবে সামান্থা এক সাক্ষাৎকারে এই গুঞ্জন ‘মিথ্যা’ বলে উড়িয়ে দেন। লুলিয়া ভান্তুর রোমানিয়ান মডেল-অভিনেত্রী লুলিয়া ভান্তুর। সালমানের জীবনে যতজন নারী এসেছেন, তার মধ্যে

আজ পবিত্র শবে-বরাত

আজ পবিত্র শবে-বরাত   আজ দিবাগত রাতে সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে-বরাত পালিত হবে। হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি মুসলমানরা শবে-বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। এ রাতটি ‘লাইলাতুল বরাত’ হিসেবেও পরিচিত। পবিত্র শবে-বরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। এ উপলক্ষে আগামীকাল সরকারি ছুুটি থাকবে। বাণীতে প্রধান উপদেষ্টা পবিত্র শবে-বরাত উপলক্ষ্যে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে আন্তরিক মোবারকবাদ জানান।

দেশে ফিরলেন অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা

দেশে ফিরলেন অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগদান শেষে দেশে ফিরেছেন অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বিকেল ৫টায় তাকে বহনকারী ফ্লাইট ঢাকার হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ড. আহমেদ বেলহুল আল ফালাসি প্রধান উপদেষ্টাকে দুবাই বিমানবন্দরে বিদায় জানান। প্রধান উপদেষ্টা এমিরেটসের একটি ফ্লাইটে দেশ ফিরেছেন। এর আগে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগ দিতে গত ১২ ফেব্রুয়ারি দুবাই সফরে যান প্রধান উপদেষ্টা। সেখানে আমিরাতের বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে দেখা করেন প্রধান উপদেষ্টা।  

ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে

ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে   চলতি বছরের শুরু থেকেই ঢাকার বাতাসের মান অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে। আজ সকালেও বায়ুদূষণের মাত্রা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার। সকাল ৯টা ৩০ মিনিটে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ঢাকার একিউআই স্কোর ১২২। বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যার একিউআই স্কোর ২৩৮। এই মাত্রা নাগরিকদের জন্য ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে। একই সময়ে মিয়ানমারের ইয়াঙ্গুন ১৮৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

পাকিস্তানে শ্রমিক বহনকারী ট্রাকে বিস্ফোরণে নিহত ১০

পাকিস্তানে শ্রমিক বহনকারী ট্রাকে বিস্ফোরণে নিহত ১০ পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কয়লা খনি শ্রমিকদের বহনকারী একটি ট্রাকে বোমা হামলায় অন্তত ১০ জন ও অনেকে আহত হন। আজ বেলুচিস্তান প্রদেশের হারনাই এলাকায় যাওয়ার সময় ট্রাকটিতে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) আঘাত হানে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দারিদ্র্যপীড়িত বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর কয়েক দশক ধরে চলা বিদ্রোহের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী লড়াই করে যাচ্ছে। ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা শাহজাদ জাহরি বার্তা সংস্থা এএফপিকে বলেন, হারনাই জেলায় এক হামলায় খনির ১০ শ্রমিক নিহত হয়েছেন। গাড়িটি কয়লা খনির শ্রমিকদের বহন করছিল। হতাহতদের বেশিরভাগই দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোয়াত উপত্যকা ও অন্যান্য এলাকার বাসিন্দা।

দক্ষিণ কোরিয়ায় নির্মাণাধীন রিসোর্টে অগ্নিকান্ডে নিহত ৬

দক্ষিণ কোরিয়ায় নির্মাণাধীন রিসোর্টে অগ্নিকান্ডে নিহত ৬ দক্ষিণ কোরিয়ার বন্দর নগরী বুসানে একটি হোটেল রিসোর্ট নির্মাণস্থলে অগ্নিকান্ডে ৬ জন নিহত হয়েছেন। ছাদে আশ্রয় নেয়া প্রায় ১৪ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার জন্য একটি হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। বুসান অগ্নিনির্বাপণ ও দুর্যোগ সদর দপ্তর জানিয়েছে, বিস্তীর্ণ নির্মাণস্থল থেকে প্রায় ১০০ জনকে সরিয়ে নেয়া হয়েছে। সেখানে মাটির ওপরে ১২ তলা এবং নীচে ৩টি ভবনে কাজ চলছিল। অগ্নিনির্বাপণ সংস্থা জানিয়েছে, ভবনের প্রথম তলায় একটি ইনডোর সুইমিং পুলের থাকা দাহ্য পদার্থ থেকে আগুন লেগেছে বলে মনে হচ্ছে। দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মোক এক বিবৃতিতে আগুন নেভানোর জন্য উপলব্ধ সকল সম্পদ ব্যবহারের নির্দেশ দিয়েছেন, তার কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে।

দ্বিতীয়বারের মতো আইপিএলের সূচিতে আবারও পরিবর্তন

দ্বিতীয়বারের মতো আইপিএলের সূচিতে আবারও পরিবর্তন দ্বিতীয়বারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সূচি পরিবর্তন এসেছে। নতুন সূচিতে ২২ মার্চ থেকে শুরু হবে টুর্নামেন্ট। ভারতীয় ক্রিকেট বোর্ডের এ বছর আইপিএলের নতুন সূচি নির্ধারণ করার কথা জানিয়েছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। আগামী ১৪ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল এবারের আইপিএল। কিন্তু পরে তা বদল করে ২১ মার্চ করা হয়েছে। এবার সেটি আরও একদিন পিছিয়ে ২২ মার্চ করা হয়েছে। পাকিস্তান ও আরব আমিরাতে হওয়া ‘হাইব্রিড’ মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হবে আগামী ৯ মার্চ। তাই খুব তাড়াতাড়ি আইপিএল শুরু না করে তারিখ পেছানো হয়েছিল। ২২ মার্চ থেকে শুরু হলেও আগামী ২৫ মে আইপিএলের ফাইনাল হবে। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ও সম্প্রচারকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা শেষে চূড়ান্ত সূচি খুব শিগরিই ঘোষণা করবে বলে জানা গেছে।