স্কাউটারদের মধ্যে গাছের চারা বিতরণ

স্কাউটারদের মধ্যে গাছের চারা বিতরণ ‘এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই’- এই স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে বন বিভাগের সহযোগিতায় দুই শতাধিক গাছের চারা বিতরণ করেছে সদর উপজেলা প্রশাসন। তারুণ্যের উৎসব উপলক্ষে স্কাউটারদের মধ্যে এই চারা বিতরণ করা হয়। আজ সকালে প্রধান অতিথি হিসেবে চারাগুলো বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন। এসময় সামাজিক বনায়ন ও নার্সারি প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী বন সংরক্ষক নায়েমা আক্তার, উপজেলা বন কর্মকর্তা সতেন্দ্র নাথ সরকারসহ অন্যরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় চত্বরে চারাগুলো বিতরণ করা হয়।      

কিডস ভ্যালি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

কিডস ভ্যালি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বেলেপুকুর মহল্লায় অবস্থিত কিডস ভ্যালি স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ মহিবুর রহমান কামাল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন, বিশিষ্ট আইনজীবী এফ কে এম লুৎফর রহমান ফিরোজ, বিশিষ্ট চিকিৎসক ডা. ইসমাইল হোসেন, এলজিইডি’র সহকারী প্রকৌশলী শহীদুজ্জামান, পৌরসভার সাবেক কাউন্সিলর রবিউল ইসলাম রবি, সাংবাদিক মিজানুর রহমান কুটু। এছাড়াও উপস্থিত ছিলেন- বেলেপুকুর কিডস ভ্যালি স্কুলের ম্যানেজিং কমিটির সহসভাপতি সাইনুল ইসলাম, সদস্য দেলোয়ার হোসেন, ওবায়দুল হক, শামসুল হুদা সনি, প্রধান শিক্ষক জালাল উদ্দিনসহ অন্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুলটির শিক্ষিকা সুফিয়া। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ১১টিরও বেশি ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে অতিথিদের হাত থেকে পুরস্কার গ্রহণ করে শিক্ষার্থীরা।  

গোমস্তাপুরে তারুণ্য উৎসব ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

গোমস্তাপুরে তারুণ্য উৎসব ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোমস্তাপুরে তারুণ্য উৎসব ক্রীড়া প্রতিযোগিতার সমাপণী খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা। আজ বিকেলে আহম্মদী বেগম সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সমাপণী খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। এসময় উপস্থিত ছিলেন, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, চৌডালা ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, রহনপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, যুব উন্নয়ন কর্মকর্তা মো: পারভেজ, সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা। প্রতিযোগিতার ক্রিকেট খেলায় রহনপুর পৌরসভা চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয়েছেন পার্বতীপুর ইউনিয়ন, ব্যাডমিন্টনে রাধানগর ইউনিয়ন চ্যাম্পিয়ন ও রহনপুর পৌরসভা রানার্সআপ হয়েছেন। এছাড়া ফুটবল খেলায় চৌডালা ইউনিয়ন ১-০ গোলে রহনপুর ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছেন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।  

চাঁপাইনবাবগঞ্জে চালককে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪

চাঁপাইনবাবগঞ্জে চালককে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪, খন্ডিত অটোরিক্সা উদ্ধার সদর উপজেলায় অটোরিক্সা কেড়ে নিতে তরুণ চালককে নেশাগ্রস্থ করে গলায় মাফলার পেঁচিয়ে হত্যার ঘটনায় সরাসরি জড়িত দু’জন এবং ওই অটোরিক্সার খন্ডাংশ কিনে নেবার দায়ে দুই ভাঙ্গাড়ী ব্যবসায়ীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিলিং মিশনে সরসরি অংশ নেয়া দু’জন হচ্ছে- রাজশাহীর তানোর থানার কলমা গ্রামের একরামুল হকের ছেলে রকি ও রাজশাহীর মতিহার থানার কাজলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে জনি। ভাঙ্গাড়ী ব্যবসায়ী দু’জন হচ্ছে- তানোরের হাতিশাহিলপাড়া গ্রামের মৃত ফয়জুদ্দিন মন্ডলের ছেলে জুয়েল ও নওগাঁর মান্দা থানার চৌবাড়িয়া পশ্চিমপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে সানোয়ার হোসেন। আজ সকাল সাড়ে ১১টায় পুলিশ সুপার রেজাউল করিম নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং-এ ঘটনার বিস্তারিত তুলে ধরে বলেন, গত শনিবার সকালে মরদেহ উদ্ধারের পর রাতে হত্যা মামলা হবার ২৪ ঘন্টার মধ্যেই পুলিশ অভিযানে হত্যা রহস্য উদঘাটন, জড়িতদের গ্রেপ্তার এবং কেড়ে নেয়া অটোরিক্সার খন্ডিত অংশ, খন্ডিত অংশ বিক্রির ৩৯ হাজার টাকা উদ্ধার হয়েছে। পুলিশ সুপার আরও বলেন,গত শনিবার সকালে সদর উপজেলার আতাহার নয়ানগর এলাকায় সরকারি সার গোডাউনের নিকট চাঁপাইনবাবগঞ্জ থেকে আমনুরাগামী আঞ্চলিক সড়ক পাশের একটি সরিষা ক্ষেত থেকে অটোরিক্সা চালক শ্রী পলাশের (১৭) প্রায় অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। সে সদর উপজেলার সুন্দরপুর কালিনগর গোদাইটোলা গ্রামের শ্রী লাকফরের ছেলে। মরদেহ উদ্ধারের সময় তার অটোরিক্সা ও মোবাইল ফোন পাওয়া যায় নি। এ ঘটনায় ওইদিন অজ্ঞাতনামাদের আসামী করে হত্যা মামলা করে তার বাবা। এর আগে পলাশ গত ১২ ফেব্রুয়ারী সকালে বাড়ি থেকে অটোরক্সিা নিয়ে প্রতিদিনের ন্যয় ভাড়ার জন্য বের হবার পর ওইদিন সন্ধ্যা থেকে নিখোঁজ হয়। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। এদিকে, মামলার পর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে যাত্রীবেশে হত্যায় অংশ নেয়া রকি ও জনিকে তাদের শ্মশুরবাড়ি সদর উপজেলার মহারাজপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের দেয়া তথ্যে ভাঙ্গাড়ী ব্যাবসায়ী জুয়েলকে রাজশাহীর তালন্দ বাজারের সমাসপুর মোড়ের নীরব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ হতে ও অপর ব্যবসায়ী সানোয়ারকে নওগাঁর নিয়ামতপুর থানার নাকোল মোড়ের এনএস ট্রেডার্স নামের ভাঙ্গাড়ী দোকান হতে গ্রেপ্তার করা হয়। হত্যায় জড়িত দু’জনকে জিজ্ঞসাাবাদে জানা যায়, তারা নিহত পলাশকে কিছুদিন থেকে চিনত। তাদের মধ্যে কিছুটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কও ছিল। গত শনিবার তারা নাচোল থেকে পলাশের অটো ভাড়া নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদরের উদ্দেশ্য যাত্রা করে। পথে তারা একত্রে মদ পান করে। এরপর পলাশকে ওই রাতেই হত্যা করে মরদেহ ফেলে রেখে অটো নিয়ে পালিয়ে যায়। আজ দুপুরে হত্যায় জড়িত রকি ও জনিকে স্বীকারোক্তিমূলক জবানবন্দী গ্রহণের জন্য এবং ব্যবসায়ী দু’জনকে চোরাই মাল কেনার দায়ে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে ও অন্য আর কেউ অপরাধে জড়িত কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান পুলিশ সুপার রেজাউল করিম।

মিশরে ভবন ধসে নিহত ১০ আহত ৮

মিশরে ভবন ধসে নিহত ১০ আহত ৮ মিশরের রাজধানী কায়রোর শ্রমজীবী মানুষের আবাসস্থল কেরদাসায় সোমবার ভবন ধসে ১০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো আটজন। এছাড়াও ধ্বংসস্তুপের নিচে আরো কয়েকজন চাপা পড়ে আছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আল-আখবার আল-ইয়ুম। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পৌঁছেছে। বেসামরিক প্রতিরক্ষা দল ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান করছে। প্রত্যক্ষদর্শীদের মতে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে ভবনটি ধসে পড়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত করছে। আরব নিউজের খবরে বলা হয়েছে, ২ কোটি ৬০ লাখেরও বেশি মানুষের আবাসস্থল কায়রোতে ভবন বিধিমালা অসমভাবে প্রয়োগ করা হয়। সাম্প্রতিক বছরগুলোতে শহরটিতে বেশ কয়েকটি মারাত্মক ভবন ধসের ঘটনা ঘটেছে। ভবনগুলোর জরাজীর্ণ অবস্থা এবং ভবন নির্মাণের নিয়মকানুন মেনে না চলা এসব দুর্ঘটনার জন্য দায়ী।  

নায়ক মান্না চলে যাওয়ার ১৭ বছর 

নায়ক মান্না চলে যাওয়ার ১৭ বছর তিনি ছিলেন সিনেমা অন্তপ্রাণ মানুষ। সবসময় চিন্তা করতেন কীভাবে সিনেমাকে দেশের মানুষের কাছে পৌঁছে দেয়া যায়। তিনিই আইয়ূব বাচ্চুকে সিনেমার গানে নিয়ে এসেছিলেন ‌‘আম্মাজান’ সিনেমায়। জেমসকে দিয়ে সিনেমার জন্য গান করিয়ে দর্শকের নজর কাড়তে পানির নিচে করেছিলেন শুটিং। এভাবেই প্রতিনিয়ত চমক আর নতুনত্ব দিয়ে সিনেমাকে তিনি দর্শকপ্রিয় করে তুলতেন। তার ছিল সাবলীল অভিনয়ের যোগ্যতা, ভরাট কণ্ঠস্বর। সিনেমার পর্দায় নায়ক হয়ে তিনি নিপীড়িত, বঞ্চিত ও সাধারণ মানুষের পক্ষে লড়েছেন। প্রতিবাদের আওয়াজ তুলেছেন। তাই সাধারণ মানুষের কাছে তার জনপ্রিয়তা ছিলো শীর্ষে। বলছি প্রয়াত নায়ক মান্নার কথা। অমর নায়ক সালমান শাহের মৃত্যুর পর মান্নার অকাল প্রয়াণকেও এ দেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য বিরাট ক্ষতি বলে মানা হয়। অনেকে বলে থাকেন এই দুই নায়ক অকালে চলে না গেলে ঢালিউডের ইতিহাসটা হয়তো অন্যরকম হতে পারতো। আজ নায়ক মান্নার ১৬তম মৃত্যুবার্ষিকী। ১৭ বছর আগে ২০০৮ সালের আজকের দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি। সারাদেশ আচ্ছন্ন হয়ে পড়েছিল শোকে। মৃত্যুর পর তাকে সমাধিস্থ করা হয় নিজ গ্রাম টাঙ্গাইলের এলেঙ্গায়। সেখানেই মায়ের কবরের পাশে ১৭ বছর ধরে চিরনিদ্রায় শায়িত আছেন মান্না। ১৯৬৪ সালের ১৪ এপ্রিল টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গায় জন্মগ্রহণ করেন মান্না। তার পারিবারিক নাম এসএম আসলাম তালুকদার মান্না। নিজ এলাকায় স্থানীয় একটি কলেজে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করে ঢাকা কলেজে স্নাতকে ভর্তি হন মান্না। ১৯৮৪ সালে তিনি এফডিসির নতুন মুখের সন্ধান কার্যক্রমের মাধ্যমে বাংলা চলচ্চিত্রের জগতে আসেন। নায়করাজ রাজ্জাক মান্নাকে প্রথম চলচ্চিত্রে সুযোগ করে দেন। ‘তওবা’র মাধ্যমে সিনেমার জন্য প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান। তবে তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি কাজী হায়াৎ পরিচালিত ‘পাগলী’। ১৯৯১ সালে মোস্তফা আনোয়ার পরিচালিত ‌‘কাসেম মালার প্রেম’ চলচ্চিত্রে প্রথম একক নায়ক হিসেবে চম্পার বিপরীতে অভিনয় করেন। চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে সফল হয়। তবে নায়ক মান্নার রাজত্বের শুরু আরও কিছু পরে। কাজী হায়াতের ‘তেজি’ সিনেমা সুপারহিট হওয়ার পর ঢালিউডে মূলত মান্না যুগের শুরু। এরপর একের পর এক ব্যবসা সফল চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে সেরা নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেন মান্না। অভিনয় জীবনে তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন মান্না। তার অভিনীত উল্লেখযোগ্য ছবি হচ্ছে- তেজি, শান্ত কেন মাস্তান, সিপাহী, যন্ত্রণা, অমর, পাগলী, ত্রাস, জনতার বাশা, লাল বাদশা, আম্মাজান, আব্বাজানা, রুটি, দেশ রী, অন্ধ আইন, স্বামী-স্ত্রীর যুদ্ধ, অবুঝ শিশু, মায়ের মর্যাদা, মা-বাবার স্বপ্ন, হৃদয় থেকে পাওয়া ইত্যাদি। দেশের চলচ্চিত্র যখন অশ্লীলতার সংকটে পড়েছিল, তখন সুস্থ ধারার চলচ্চিত্র নির্মাণের অঙ্গীকার নিয়ে মান্না গঠন করেন ‘কৃতাঞ্জলী চলচ্চিত্র’ নামে একটি প্রযোজনা সংস্থা। তার প্রযোজনায় তৈরি হয় ‘লুটতরাজ’, ‘স্বামী-স্ত্রীর যুদ্ধ’, ‘দুই বধূ এক স্বামী’, ‘মনের সাথে যুদ্ধ’সহ অনেক ব্যবসাসফল ও প্রশংসিত সিনেমা। ‘বীর সৈনিক’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন মান্না। বিমানবালা শেলি মান্নার সঙ্গে সুখী দাম্পত্য জীবন ছিলো মান্নার। তাদের একমাত্র পুত্রের নাম সিয়াম ইলতেমাশ। যুক্তরাষ্ট্রে সিনেমা নির্মাণের ওপর পড়াশোনা করছেন তিনি।

কনসার্ট স্থগিত  হাসপাতালে শাকিরা

কনসার্ট স্থগিত  হাসপাতালে শাকিরা হাসপাতালে ভর্তি করা হয়েছে কলম্বিয়ান পপ তারকা শাকিরাকে। অসুস্থতার কারণে কনসার্ট স্থগিত করেছেন এই তারকা। শাকিরা তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট দিয়ে অসুস্থতার খবর জানান। এ পোস্টে শাকিরা বলেন, “দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, গতকাল (১৬ ফেব্রুয়ারি) রাতে পেটের সমস্যা নিয়ে জরুরি বিভাগে যেতে হয়। আমি এখন হাসপাতালে ভর্তি আছি। আজকে মঞ্চে উঠতে না পেরে ভীষণ খারাপ লাগছে।” রবিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে পেরুর জাতীয় স্টেডিয়ামে শাকিরার কনসার্ট ছিল। দেশটির রাজধানীতে পরপর দুটো শো ছিল। অসুস্থতার কারণে দুটো শো স্থগিত করেছেন এই শিল্পী। তবে নতুন তারিখ নির্ধারণ নিয়ে ইতোমধ্যে কাজ করছেন সংশ্লিষ্টরা। তবে ভক্তদের উদ্দেশ্যে শাকিরা বলেন, “পেরুতে আমার ভক্তদের সঙ্গে পুনরায় একত্রিত হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।” ১৯৭৭ সালে কলম্বিয়ায় জন্মগ্রহণ করেন পপ তারকা শাকিরা। গানের শিল্পী হয়েও মাত্র ৩৩ বছর বয়সে গোটা বিশ্বকে নাচান ‘ওয়াকা ওয়াকা’ গান দিয়ে। ফুটবল মাঠে সেই উন্মাদনার কথা এখনো ভোলেননি শাকিরা ভক্তরা।

এনআইডির সার্ভার থেকে সরাসরি আর কেউ তথ্য পাবে না

এনআইডির সার্ভার থেকে সরাসরি আর কেউ তথ্য পাবে না কোনো প্রতিষ্ঠানকে নির্বাচন কমিশনের (ইসি) সার্ভার থেকে সরাসরি নাগরিকদের তথ্য যাচাই করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবির। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এনআইডির প্রধান কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের এ কথা জানিয়ে এনআইডির ডিজি বলেন, আগে ব্যক্তির নাম ও জন্মতারিখ দেয়ার পর চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর কাছে এনআইডির তথ্যগুলো চলে যেত, এরপর তারা যাচাই করত। সিদ্ধান্ত নিয়েছি, তথ্য যাচাই অনলাইনের মাধ্যমে করে দেব। নাম ও জন্মতারিখ দেওয়ার পর ম্যাচ অথবা নো ম্যাচের মাধ্যমে তাদের এনআইডির তথ্য যাচাই করে দেয়া হবে।  

মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা   স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শুধু তৌহিদী জনতা নয়, মব সৃষ্টিকারী সব জনতার বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হচ্ছে। মবের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। আজ রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দুর্নীতি প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এই ৬ মাসে দুর্নীতি অনেক কমেছে, তবে তা সহনীয় পর্যায়ে আসেনি। দেশের প্রতিটি সেক্টরেই দুর্নীতি আছে, দুর্নীতি কমাতে পারলে দেশকে দ্রুত এগিয়ে নেয়া সম্ভব। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ ভেরিফিকেশন জনগণের ভোগান্তি রোধে তুলে নেওয়া হয়েছে। রোহিঙ্গারা যাতে এনআইডি না পায় সেজন্য ব্যবস্থা নেয়া হবে আর যারা পেয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এসি ২৫ ডিগ্রির নিচে চালালে বিচ্ছিন্ন হবে বিদ্যুৎ সংযোগ

এসি ২৫ ডিগ্রির নিচে চালালে বিচ্ছিন্ন হবে বিদ্যুৎ সংযোগ   আসন্ন রমজানে বিদ্যুৎ সংকট মোকাবিলায় সচিবালয়সহ সরকারি-বেসরকারি অফিস, মসজিদ ও বাসাবাড়িতে এসির ব্যবহার ২৫ ডিগ্রি রাখার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান। আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, এসি চালানোর বিষয়টি পর্যবেক্ষণে বিদ্যুৎ বিভাগের নির্দিষ্ট টিম কাজ করবে। কোথাও নির্দেশনার ব্যত্যয় ঘটলে সে এলাকায় লোডশেডিং করা হবে। গত বছর গরমের তীব্রতা বেড়ে যাওয়ার সময়ে ২ থেকে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি বা লোডশেডিং হয়েছিল। উৎপাদন উঠেছিল ১৬ হাজার মেগাওয়াটের কিছুটা বেশি। সভাশেষে উপদেষ্টা ফাওজুল কবির খান সাংবাদিকদের বলেন, রোজার মাস লোডশেডিং মুক্ত রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে।