রমজান ও ঈদে অর্থ স্থানান্তরে ডিএমপি সেবা দেবে ‘মানি এস্কর্ট’এ

রমজান ও ঈদে অর্থ স্থানান্তরে ডিএমপি সেবা দেবে ‘মানি এস্কর্ট’এ পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে কোনো ব্যক্তি, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান অধিক পরিমাণ অর্থ লেনদেন ও স্থানান্তরে সহায়তা প্রয়োজন মনে করলে তাদের এস্কর্ট সেবা দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে ক্রয়-বিক্রয়, ব্যবসা-বাণিজ্য, অর্থের লেনদেন ও স্থানান্তর বৃদ্ধি পাবে। কোনো ব্যক্তি, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান অধিক পরিমাণ অর্থ স্থানান্তরের জন্য পুলিশের সহায়তা প্রয়োজন মনে করলে তাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ এস্কর্ট সেবা দেবে।
সিআইএ’র ইতিহাসে সর্বাধিক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা

সিআইএ’র ইতিহাসে সর্বাধিক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নিজেদের অনির্দিষ্টসংখ্যক কর্মীকে চাকরিচ্যুত করার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। সংস্থাটির এসব কর্মী রিক্রুটিং ও ডাইভারসিটি নিয়ে কাজ করে থাকেন। সিআইএর সাবেক কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। ওই কর্মকর্তারা বলেছেন, সিআইএর ইতিহাসে এটিই হবে সবচেয়ে বেশি সংখ্যায় কর্মী ছাঁটাইয়ের অন্যতম ঘটনা। ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে শপথ নিয়েই দেশের কেন্দ্রীয় সরকারের জনশক্তিতে বৈচিত্র্যের সন্নিবেশ ঘটানো বা ডাইভারসিটির প্রচেষ্টা নিষিদ্ধ করে এমন এক নির্বাহী আদেশ সই করেন। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, আজ সিআইএ বাধ্যতামূলক প্রশাসনিক ছুটিতে থাকা কর্মকর্তাদেরও ডেকে আনেন অফিসে। পরবর্তীতে তাদের পদত্যাগ করতে বলা হয়। নাহলে বরখাস্তের শিকার হতে হবে বলে জানায় সিআইএ। তবে একটি ফেডারেল আদালত দ্রুতই এ পদক্ষেপ স্থগিত করেন।
৪ দিনে রাশমিকা-ভিকি অভিনীত সিনেমার আয় ২৭৩ কোটি টাকা

৪ দিনে রাশমিকা-ভিকি অভিনীত সিনেমার আয় ২৭৩ কোটি টাকা রাশমিকা মান্দানা অভিনীত চলতি বছরে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ‘ছাবা’। লক্ষ্মণ উতেকার নির্মিত এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন ভিকি কৌশল। গত ১৪ ফেব্রুয়ারি ভারতের ৪ হাজার পর্দায় মুক্তি পায় এটি। মুক্তির আগেই বিতর্কে জড়ায় হিন্দি ভাষার ‘ছাবা’ সিনেমা। বাধ্য হয়েই আপত্তি ওঠা গানটি সিনেমা থেকে বাদ দেন নির্মাতারা। এসব বিষয় নিয়ে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হওয়ার আগে থেকেই আলোচনায় এটি। মুক্তির পর দর্শক সমালোচকরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। তা হলে বক্স অফিসে কেমন সাড়া ফেলেছে রাশমিকার এই সিনেমা? স্যাকনিল্কের তথ্য অনুসারে, ‘ছাবা’ চারদিনে শুধু ভারতে আয় করেছে ১৬৮.৬ কোটি রুপি। বিদেশে আয় করেছে ২৭ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১৯৫.৬ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৭৩ কোটি ৬৫ লাখ টাকার বেশি)। ‘ছাবা’ সিনেমার গল্প শিবাজির পুত্র ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের ওপর ভিত্তি করে এগিয়েছে। ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ভিকি কৌশল ও মোগল সম্রাট আওরঙ্গজেবের চরিত্র রূপায়ন করেছেন অক্ষয় খান্না। সম্ভাজি মহারাজের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। তা ছাড়াও অভিনয় করেছেন— আশুতোষ রানা, ডিয়ানা পেন্টি, দিব্যা দত্ত প্রমুখ। দীনেশ বিজন প্রযোজিত এ সিনেমা নির্মাণে ব্যয় হয়েছে ১৪০ কোটি রুপি।
বলিভিয়ায় বাস খাদে পড়ে কমপক্ষে নিহত ৩১

বলিভিয়ায় বাস খাদে পড়ে কমপক্ষে নিহত ৩১ লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় একটি বাস খাদে পড়ে কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। এছাড়া এ দুর্ঘটনায় এক ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জন প্রাপ্তবয়স্ক এবং চারজন শিশুকে হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিবিড় পরিচর্যায় রয়েছেন। স্থানীয় পুলিশের বরাত দিয়ে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার বলিভিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইয়োকাল্লা অঞ্চলে একটি পাবলিক ট্রানজিট বাস খাদে পড়ে যায়। বিভাগীয় পুলিশ কমান্ডের মুখপাত্র কর্নেল লিমবার্ট চোক স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, এ ঘটনায় ৩১ জন নিহত হয়েছেন। আমরা এখনও মরদেহ উদ্ধার করছি। পুলিশের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি রাস্তা থেকে ছিটকে যাওয়ার আগে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ৮০০ মিটার গভীর খাদে পড়ে যায়। পুলিশ কর্মকর্তা বলেন, গাড়িটি যে পাহাড়ি পথে যাচ্ছিল, সেখানে অনেক বাঁক ছিল। দুর্ঘটনার আরেকটি কারণ গতিও হতে পারে বলে তিনি জানান।
একুশে পদক নিতে মঞ্চে উঠবেন একজন বাকিরাও আমন্ত্রিত

একুশে পদক নিতে মঞ্চে উঠবেন একজন বাকিরাও আমন্ত্রিত ২০২৪ সালের সাফজয়ী নারী ফুটবল দলকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক একুশে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয় চেয়েছিল নেপালকে ফাইনালে হারানো ম্যাচে সেরা একাদশে থাকা ১১ জন খেলোয়াড়কে এই পুরস্কার দিতে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে পাঠানো হয় খেলোয়াড়, কোচ, কোচিং স্টাফসহ ৩২ জনের নাম। এরপর শুরু হয় চিঠি চালাচালি। এতে পথ খুলেছে দলের সবার এই স্বীকৃতি পাওয়ার। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবদুল মালেক সাক্ষরিত প্রজ্ঞাপণে ‘বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল’কে পদক গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, দলের পক্ষে একজন মঞ্চে প্রধান উপদেষ্টার নিকট হতে পদক গ্রহণের জন্য সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ন ২০২৪ এর দলনেতার নাম ও একজন বিকল্প খেলোয়াড়ের নাম’ সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠাতে। মঞ্চে উঠতে না পারলেও বাকিরাও আমন্ত্রিত ওই অনুষ্ঠানে। ২০২২ সালে নেপালকে হারিয়ে প্রথমবার সাফের শিরোপা জেতে বাংলাদেশ নারী ফুটবল দল। ২০২৪ সালেও ফাইনালে একই প্রতিপক্ষকে হারিয়ে সাফ শিরোপা অক্ষুণ্ণ রাখেন বাংলার মেয়েরা। দুই আসরেই বাংলাদেশের অধিনায়ক ছিলেন সাবিনা খাতুন।
এবার গায়ক পরিচয়ে আসছেন অক্ষয়

এবার গায়ক পরিচয়ে আসছেন অক্ষয় বলিউডে একটা সময় অক্ষয় কুমারের সিনেমা মানেই ২০০ কোটির ক্লাব। বক্স অফিসের খিলাড়ি ছিলেন অক্ষয়। কিন্তু কয়েক বছর ধরে হিটের মুখ দেখছেন না অভিনেতা, বরং সেই ‘বেলবটম’, ‘রামসেতু’, ‘রক্ষাবন্ধন’ ছবি থেকে ফ্লপের শুরু। মাঝে ‘ও মাই গড ২’ অল্প ব্যবসা করলেও কোটি কোটি টাকা রোজগারে ব্যর্থ অক্ষয়। সর্বশেষ মুক্তি পাওয়া তার ‘খেল খেল মে’ ছবি সুপারফ্লপ! এমন পরিস্থিতিতে নতুন পরিচয়ে আসছেন অক্ষয়। সম্প্রতি এই অভিনেতা তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা গেছে, শিবলিঙ্গকে জড়িয়ে বসে রয়েছেন অক্ষয়। ছবি শেয়ার করে অভিনেতা লিখলেন, ওম নম শিবায়, মহাকালের শক্তি আর ভক্তি অনুভব করে নিন। জানা গেছে, অভিনয়ের পাশাপাশি এবার গায়ক হয়ে আসছেন অক্ষয়। নিজেই প্রকাশ্যে আনছেন গানের ভিডিও। আর খিলাড়ি কুমারের গানের যাত্রা শুরু শিব আরাধনার হাত ধরেই। তারই প্রথম ঝলক প্রকাশ্যে আনলেন অক্ষয়। তার এই গানের অ্যালবামের নাম ‘মহাকাল চলো’। গানটিতে অক্ষয় ছাড়া আরো কণ্ঠ দিয়েছেন পলাশ সেন, বিক্রম।
২৯ এপ্রিল থেকে শুরু হবে এ বছর হজযাত্রীদের ফ্লাইট

২৯ এপ্রিল থেকে শুরু হবে এ বছর হজযাত্রীদের ফ্লাইট আগামী ২৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে এ বছরের হজ ফ্লাইট। আজ বিকালে রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ বছর ৮৭ হাজার ১০০ জন পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে। চলবে আগামী ৩১ মে পর্যন্ত। হজ যাত্রীদের পরিবহন ব্যবস্থাপনার অংশ হিসেবে আগের বছরগুলোর মতো এবারও বিমান বাংলাদেশ এয়ারলাইনস মোট হজযাত্রীর অর্ধেক অর্থাৎ ৪৩ হাজার ৫৫০ জন এবং সৌদিয়া এয়ারলাইন্স ও ফ্লাইনাস মিলে বহন করবে বাকি অর্ধেক অর্থাৎ ৪৩ হাজার ৫৫০ জন হজযাত্রী। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ বছর হজের উড়োজাহাজ ভাড়া নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা। সভায় ফ্লাইট সিডিউল, বিদেশে রেজিস্ট্রেশনকৃত বাংলাদেশিদের হজ ফ্লাইট, প্রতিটি ফ্লাইট পরবর্তী যাত্রী সংখ্যা ও অন্যান্য তথ্য পোর্টালে আপলোডকরণ, হজযাত্রীদের লাগেজ ব্যবস্থাপনা পর্যালোচনা এবং হজযাত্রীদের পরিবহন সেবা নিশ্চিতকরণে যথাযথ পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ট্রফির নিরাপত্তায় লাহোর-রাওয়ালপিন্ডিতে ১২ হাজার পুলিশ

ট্রফির নিরাপত্তায় লাহোর-রাওয়ালপিন্ডিতে ১২ হাজার পুলিশ নিরাপত্তায় কোনো রকমের ছাড় দিতে রাজি নয় পাকিস্তান। দীর্ঘ ২৯ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করার সুযোগ পাওয়ায় তাই কঠোর নিরাপত্তা জোরদার করেছে তারা। শুধু দুই ভেন্যুর জন্যই ১২ হাজার পুলিশ সদস্য মোতায়েনের কথা জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো। পাকিস্তানের সেই দুই ভেন্যু হচ্ছে লাহোর ও রাওয়ালপিন্ডি। পাঞ্জাব প্রদেশে অবস্থিত দুটি ভেন্যুই। দুই শহরের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি পাঞ্জাব পুলিশের মুখপাত্রের মাধ্যমে নিশ্চিত করেছে সংবাদমাধ্যমগুলো। পাঞ্জাব পুলিশের মুখপাত্র জানিয়েছেন, ১৮ সিনিয়র অফিসার, ৫৪ ডিএসপি, ১৩৫ পরিদর্শক, ১২ শর বেশি উপপরিদর্শক, এবং ১০ হাজার ৫৫৬ জন কনস্টেবলের সঙ্গে ২০০ বেশি নারী পুলিশ কর্মকর্তা নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন। লাহোরে নিরাপত্তার দায়িত্বে থাকবেন ৮ হাজারের বেশি পুলিশ সদস্য। এর মধ্যে ১২ সিনিয়র অফিসার, ৩৯ ডিএসপি, ৮৬ পরিদর্শক, ৭০০ ঊর্ধ্বতন কর্মকর্তা, ৬ হাজার ৬৭৩ কনস্টেবল এবং ১২৯ জন নারী পুলিশ। অন্যদিকে রাওয়ালপিন্ডিতে থাকবেন ৫ হাজারের বেশি পুলিশ সদস্য। যার মধ্যে ৬ সিনিয়র অফিসার, ১৫ ডিএসপি, ৫০ পরিদর্শক, ৫০০ ঊর্ধ্বতন কর্মকর্তা, ৪ হাজার কনস্টেবল এবং শতাধিক নারী পুলিশ সদস্য। দেশি-বিদেশি সব খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শক-সমর্থকদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার কথা জানিয়েছেন পাঞ্জাবের পুলিশ মহাপরিদর্শক (আইজি) উসমান আনোয়ার। সঙ্গে আইজি আরো জানিয়েছেন, খেলোয়াড়দের আবাসস্থল, যাতায়াত পথ এবং স্টেডিয়ামের আশপাশে সার্চ, সুইপ, কম্বিং ও গোয়েন্দাভিত্তিক বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। আগামীকাল পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু হবে। ম্যাচটি হবে করাচিতে। টুর্নামেন্ট শুরুর পরের দিন ভারতের বিপক্ষে দুবাইয়ে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।
পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিল

পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিল দেশের নাগরিকদের পাসপোর্ট করাতে পুলিশ ভেরিফিকেশন বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। আজ সুরক্ষা সেবা বিভাগ প্রজ্ঞাপন জারি করে। এতে স্বাক্ষর করেছেন অতিরিক্ত সচিব কাজী গোলাম তৌসিফ। পরিপত্রে জানানো হয়, নতুন পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে আবেদনকারীদের পুলিশ ভেরিফিকেশন ব্যতিরেকে পাসপোর্ট প্রদান করতে হবে। বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য পাসপোর্টের নতুন আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জন্ম নিবন্ধন সনদের তথ্যের ভিত্তিতে পাসপোর্ট প্রদান করা হবে। পাসপোর্ট পুনরায় ইস্যুর ক্ষেত্রে বিদ্যমান পাসপোর্টের সঙ্গে চাহিত মৌলিক তথ্যের (নিজ নাম, পিতা-মাতার নাম, জন্ম তারিখ, জন্ম স্থান) পরিবর্তন হলে জাতীয় পরিচয়পত্রে প্রদত্ত তথ্য দিয়ে পাসপোর্ট ইস্যু করা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে। এর আগে ১৬ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিলের ঘোষণা দেন। জনপ্রশাসন সংস্কার কমিশন নাগরিকের পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিলের সুপারিশ করে।
চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে পিঠা মেলা

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে পিঠা মেলা চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে উৎসবমুখর পরিবেশে পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের উৎসব উপলক্ষে এই পিঠা মেলার আয়োজন বলে জানানো হয়। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে আজ দিনভর চলা এই পিঠা মেলায় কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন অতিথি ও দর্শনার্থীদের আগমনে মেলাজুড়ে দেখা যায় উপচেপড়া ভিড়। পিঠা উৎসবকে আরো প্রাণবন্ত করে তুলতে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। কলেজ অধ্যক্ষ ড. বিপ্লব কুমার মজুমদার বলেন, পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমেরর অংশ হিসেবেই এ পিঠা উৎসবের আয়োজন। শিক্ষার্থীরাও বিভিন্ন ধরনের পিঠার সঙ্গে নিজেদেরকে পরিচিত করতে পারবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, মাওলানা আবুজার গিফারী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সাইদুর রহমান, সিটি কলেজের অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকী নয়ন, শাহ নেয়ামতুল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুজ্জামান, অবসরপ্রাপ্ত শিক্ষক শাহ্ আলমসহ বিশিষ্ট ব্যক্তিরা।