বিপিএম-পিপিএম পদক প্রত্যাহার ১০৩ পুলিশ কর্মকর্তার 

বিপিএম-পিপিএম পদক প্রত্যাহার ১০৩ পুলিশ কর্মকর্তার সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনসহ ১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার করা হয়েছে। ২০১৮ সালের নির্বাচনের দায়িত্বে ছিলেন এই ১০৩ পুলিশ কর্মকর্তা। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমদে স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গতকাল এ আদেশ জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত বিতর্কিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত ১০৩ জন কর্মকর্তার অনুকূলে প্রদানকৃত বাংলাদেশ পুলিশ পদক-২০১৮ এর বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)/বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা)/রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)/রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) নির্দেশক্রমে প্রত্যাহার করা হলো।

১৭ লাখ মৃত ভোটার ভোট দিয়েছে জানিয়েছে সিইসি

১৭ লাখ মৃত ভোটার ভোট দিয়েছে জানিয়েছে সিইসি ভোটার তালিকায় প্রায় ১৭ লাখ মৃত ভোটার ছিল বলে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ওরাই কবর থেকে ভোট দিয়েছে। মৃত ভোটার আমাদের ধারণার বাইরে ছিল। আজ রাজধানীর ইটিআই ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন ডেমোক্রেসি-আরএফইডির নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সিইসি নাসির উদ্দিন বলেন, সাংবাদিকদের সংগঠনগুলোতে সঠিক ভোট হয়। যদি সাংবাদিক সংগঠনগুলোর মতো নির্বাচন করা যেতো তাহলে ভালে হতো। সাংবাদিকদের সংগঠনের ভোটে কোনো ঝামেলা নাই, কোনো কারচুপি নাই, অভিযোগও নাই।

সামরিক বাহিনীর পলাতকদের গ্রেপ্তারের নির্দেশ শ্রীলঙ্কায়

সামরিক বাহিনীর পলাতকদের গ্রেপ্তারের নির্দেশ শ্রীলঙ্কায় শ্রীলঙ্কার সরকার দেশটির সামরিক বাহিনীর সব পলাতকদের অবিলম্বে গ্রেপ্তারের নিদের্শ দিয়েছে। আজ শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব সম্পথ থুয়াকোন্তা এ তথ্য জানিয়েছেন। সিনহুয়া নিউজের খবর জানানো হয় কলম্বোতে এক সংবাদ সম্মেলনে থুয়াকোন্তা বলেন, এই নির্দেশ কয়েকদিন আগে জারি করা হয়েছে। মেলিটারি পুলিশ অন্যান্য সংস্থার সহায়তায় এই অভিযান পরিচালনা করবে। কর্তৃপক্ষ শিগগির অপরাধমূলক কর্মকা-ে জড়িত সক্রিয় কর্তব্যরত সামরিক কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। শ্রীলঙ্কার পুলিশ সম্প্রতি জানিয়েছে, তারা সংগঠিত অপরাধে জড়িত ৫৮টি গ্যাং এবং তাদের প্রায় ১ হাজার ৪০০ সহযোগীকে চিহ্নিত করেছে।  

চাঁপাইনবাবগঞ্জে স্মার্ট প্রকল্পের স্টাফ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে স্মার্ট প্রকল্পের স্টাফ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির স্মার্ট প্রকল্পের স্টাফদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সংস্থাটির সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন (স্মার্ট) প্রকল্পের আওতায় এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। শনিবার সকালে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে বক্তব্য দেন- প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। এ সময় হাসিব হোসেন বলেন, আজকের এই প্রোগ্রামের মাধ্যমে স্মার্ট প্রকল্পের যে ধারণা, উদ্দেশ্য এবং প্রকল্প বাস্তবায়নের যে কৌশল, সেগুলো সম্পর্কে জানতে পারলাম। এই প্রকল্পের সফলতা নির্ভর করছে আপনাদের ওপর। আমার বিশ্বাস, আপনারা এই সফলতা অর্জন করতে পারবেন। কারণ, আপনি নিজেকে, দেশকে ও পরিবারকে ভালোবাসেন। এজনই আপনার সফলতা অর্জিত হবে। তিনি আরো বলেন, আপনারা সবাই কাজ করছেন, মানে কষ্ট করছেন। কিন্তু দক্ষতার বিচারে আমরা কাকে প্রথম করব। আমরা কাউকেই ছোট করতে চাই না। ধারাবাহিকতার মাধ্যমে আপনারা উপরের দিকে ওঠে আসবেন। হাসিব হোসেন বলেন- প্রথমে আমাদের নিজেকে ভালোবাসতে হবে। আমরা এখন কর্মের মধ্যে ঢুকে গেছি, এখানে অবহেলা করার সুযোগ নেই নিজেকে ভালো না বাসার। নিজেকে ভালোবাসতে শিখুন, দেশকে ভালোবাসতে শিখুন, পরিবারকে ভালোবাসতে শিখুন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- প্রয়াসের পরিচালক পঙ্কজ কুমার সরকার, সহকারী পরিচালক জুলফিকার আলী ও মু. তাকিউর রহমান, কনিষ্ঠ সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, আঞ্চলিক ব্যবস্থাপক রবিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক ও স্মার্ট প্রকল্পের ফোকাল পার্সন ফারুক আহমেদ। স্মার্ট প্রকল্পের কার্যক্রম সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন স্মার্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত ছিলেন- প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক শাহাদাৎ হোসেন, স্মার্ট প্রকল্পের টেকনিক্যাল অফিসার রিফাত আমিন হিরা, পরিবেশ কর্মকর্তা ইকবাল মাহমুদ, এমআইএস ও ডকুমেন্টেশন অফিসার মোমেনা ফেরদৌস, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুলসহ চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, নাচোল, গোমস্তাপুর এবং রাজশাহীর গোদাগাড়ী ও পবার আঞ্চলিক ব্যবস্থাপক এবং ইউনিট ব্যবস্থাপকগণ। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় এই ওরিয়েন্টেশনের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। উল্লেখ্য, স্মার্ট প্রকল্প নিয়ে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি চাঁপাইনবাবগঞ্জের সদর, শিবগঞ্জ, নাচোল ও গোমস্তাপুর উপজেলায় এবং রাজশাহীর গোদাগাড়ী ও পবা উপজেলায় কার্যক্রম বাস্তবায়ন করছে। এই প্রকল্পের মেয়াদকাল ৪ বছর। এর মাধ্যমে লক্ষিত ক্ষুদ্র উদ্যোক্তা ১ হাজার ৫০০ জনকে ঋণ প্রদান ও অনুদান এবং প্রশিক্ষণ প্রদান করা হবে। এই প্রকল্পের মাধ্যমে রিসোর্স ইফিশিয়েন্ট অ্যান্ড ক্লিনার প্রোডাকশন (আরইসিপি) চর্চার মাধ্যমে আম উৎপাদনকারী, আমচাষি, আম ব্যবসায়ী, আম প্রক্রিয়াজাতকারী (আমসত্ব, আচার, ম্যাংগোবার, ম্যাংগোজুস, ম্যাংগো পাউডার), আমবাজারতাকারী (দেশ ও বিদেশ), আম উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণে সরঞ্জাম বা মেশিনারিজ যানবাহন, নার্সারি, জৈব সার উৎপাদন ও বাজারজাতকারী অর্থাৎ আমের সাথে সংশ্লিষ্ট উদ্যোক্তাগণ এই প্রকল্পের আওতাভুক্ত হবেন।

গোপনে বিয়ে সারলেন অভিনেত্রী নারগিস ফাখরি

গোপনে বিয়ে সারলেন অভিনেত্রী নারগিস ফাখরি বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী নারগিস ফাখরি। তবে, তার বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে আরও সপ্তাহখানেক আগে! শোনা যাচ্ছে, আমেরিকার এক ব্যবসায়ীকে বিয়ে করেছেন নারগিস; বর্তমানে স্বামীকে নিয়ে হানিমুন উদযাপনে ব্যস্ত তিনি। ভারতীয় গণমাধ্যমের খবর, আমেরিকান ব্যবসায়ী টোনি বাগকে বিয়ে করেছেন নারগিস। ক্যালিফোর্নিয়ার বেভারি হিলসের একটি বিলাসবহুল হোটেলে বসে তাদের বিয়ের আসর। খুবই ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের উপস্থিতিতে বিয়ে সারেন তারা। এদিকে নারগিস তার ইনস্টাগ্রামে সুইজারল্যান্ড থেকে হানিমুনের ছবি শেয়ার করেছেন এবং টনির পোস্ট করা স্টোরিগুলোও শেয়ার করেছেন। এতে নিশ্চিত হওয়া যায়, তারা একসঙ্গেই রয়েছেন এবং একান্ত সময় কাটাচ্ছেন। ‘রকস্টার’ এবং ‘ম্যাড্রাস কাফে’র মতো ছবির মাধ্যমে পরিচিতি পান নারগিস ফাখরি। কিন্তু ইন্ডাস্ট্রিজের সঙ্গে অভিনেত্রীর দূরত্ব বেড়েছে অনেকদিন ধরেই। পাড়ি দিয়েছেন মার্কিন মুলুকে। একটা সময় রণবীর কাপুরের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে তার। তারপর প্রায় পাঁচ বছর উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কে ছিলেন। সেই সময় যদিও সম্পর্কের কথা স্বীকার করেননি তিনি। পরে প্রেম ভাঙার পর সম্পর্কের কথা স্বীকার করেন নার্গিস। বলা বাহুল্য, বহুবার মন ভেঙেছে তার! এবার বিয়ে করে সংসারী হলেন নারগিস।

গোমস্তাপুরে বিশ্ব চিন্তা দিবস পালিত

গোমস্তাপুরে বিশ্ব চিন্তা দিবস পালিত গোমস্তাপুরে বিশ্ব চিন্তা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ্ব গার্ল গাইডস্ ও গার্ল স্কাউটস সংস্থার প্রতিষ্ঠা লর্ড বেডেন পাওয়েল এবং বিশ্ব চীফ গাইড লেডী ওলেভ বেডেন পাওয়েল দম্পতির জন্মদিন উপলক্ষে এই দিবসটি পালন করা হচ্ছে। আজ সকালে রহনপুর মহিলা কলেজ মিলনায়তনে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশন গোমস্তাপুর উপজেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ আজিজুর রহমান। অনুষ্ঠানের শুরুতে কেক কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমী সুপারভাইজার আসমা খাতুন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশন সদস্যরা।

গোমস্তাপুরে পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

গোমস্তাপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গোমস্তাপুর উপজেলার আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়,কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, নবীনবরণ এবং সুপ্রীম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার হাসানুজ্জামান রিপনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলাউদ্দিন। প্রধান অতিথির বক্তব্য দেন সুপ্রীম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার (জেলা জজ) হাসানুজ্জামান রিপন। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপারভাইজার আসমা খাতুন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, ব্যবসায়ী ও সমাজসেবক খাইরুল ইসলাম, অভিভাবক রুহুল আমিন। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন ছাত্রি খাতিজা খাতুন, মাহমুদা খাতুন, আনিকা রহমান, বিদায়ী শিক্ষার্থী তাননিম খাতুন, প্রাক্তন ছাত্রী জয়নব খাতুন। আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ, রেজিস্ট্রার (জেলা জজ) হাসানুজ্জামান রিপনকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়েছে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

আসন্ন রমজান ও গরমে  হবে না কোনো লোডশেডিং

আসন্ন রমজান ও গরমে  হবে না কোনো লোডশেডিং বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, ‘আসছে রমজান ও গরমে কোনো লোডশেডিং হবে না। এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির নিচে নামানো যাবে না। গরমে স্যুট পড়ে এসির তাপমাত্রা কম রাখার প্রবণতা থেকে বের হতে হবে। আজ দুপুরে রাজধানীর উত্তরায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) ভবনে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এই পরামর্শ দেন। বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হয়েছে জানিয়ে ফাওজুল কবির বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যাপক চাপ থাকা স্বত্ত্বেও গত ছয় মাসে বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার। বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৪২ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে।  

মালয়েশিয়ায় ৮৫ বাংলাদেশিসহ আটক ৫৯৮ 

মালয়েশিয়ায় ৮৫ বাংলাদেশিসহ আটক ৫৯৮ মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থান করার অপরাধে ৮৫ বাংলাদেশিসহ ৫৯৮ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল (অপারেশনস) জাফরি এমবোক তাহা বলেন, আজ ভোরে দেশটির সেলাঙ্গর রাজ্যের ক্লাংয়ের পাসার মেরু মার্কেট কমপ্লেক্সে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে ৬৩০ জনের কাগজপত্র যাচাই বাছাই শেষে বৈধ নথিপত্র না থাকায় ৫৯৮ জন অভিবাসীকে আটক করা হয়। আটকদের মধ্যে ৮৫ বাংলাদেশি ছাড়াও ৫০০ জন মিয়ানমার, ইন্দোনেশিয়ান ৭, ভারতীয় ৫ এবং ১ জন নেপালি নাগরিক রয়েছেন। যাদের সবার বয়স ১৭ থেকে ৫৭ বছরের মধ্যে। আটককৃতদের তথ্য সংগ্রহ এবং তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। গ্রেপ্তার এড়াতে কিছু অবৈধ অভিবাসী ‘গেরিলা কৌশল’ ব্যবহার করেছিলেন বলে জানিয়েছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ।

পাকিস্তানিদের বাংলাদেশ ভ্রমণে ‘ভিসা ক্লিয়ারেন্স’ লাগবে না

পাকিস্তানিদের বাংলাদেশ ভ্রমণে ‘ভিসা ক্লিয়ারেন্স’ লাগবে না পাকিস্তানের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে এখন আর ভিসার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স প্রয়োজন হবে না। সম্প্রতি বাংলাদেশ সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আগে বাংলাদেশের ভিসার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স নিতে হতো পাকিস্তানিদের। এই ক্লিয়ারেন্স ছাড়া তাদের ভিসা দেয়া সম্ভব ছিল না। সম্প্রতি এই নিয়ম প্রত্যাহার করা হয়েছে এবং এখন পাকিস্তানিরা ক্লিয়ারেন্স ছাড়াই ভিসা পাচ্ছেন। ২০২৪ সালে পাকিস্তানিদের জন্য ২ হাজার ক্লিয়ারেন্স দেওয়া হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স পাওয়ার পরই ভিসা ইস্যু করা হতো। এখন এই নিয়ম বাতিল হয়েছে। এদিকে, পাকিস্তানও বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করেছে। সম্প্রতি পাকিস্তান ১২৬টি দেশের জন্য ভিসা ফি মওকুফ করেছে, তার মধ্যে বাংলাদেশও আছে।