গোপন তথ্য ফাঁসের জেরে মেটার ২০ কর্মীকে বরখাস্ত

গোপন তথ্য ফাঁসের জেরে মেটার ২০ কর্মীকে বরখাস্ত মিডিয়াতে গোপন তথ্য ফাঁস করার জেরে ২০ জন কর্মীকে বরখাস্ত করেছে ফেসবুকের মাদার কোম্পানি মেটা। গতকাল দ্য ভার্জ-এ প্রথম প্রকাশিত মেটার এক মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেন। মেটা-র একজন মুখপাত্র এ বিষয়ে বলেছেন, কর্মচারীদের কোম্পানিতে যোগ দিতে হলে কিছু নীতি মেনে চলতে হয়। সেটা পর্যায়ক্রমিকভাবে মনে করিয়েও দেওয়া হয়। কর্মচারীরা জানেন, অভ্যন্তরীণ তথ্য ফাঁস করা নীতির বিরুদ্ধে। উদ্দেশ্য যাই হোক না কেন।
টেনিসে ইতিহাস গড়ল বাংলাদেশের কিশোররা

টেনিসে ইতিহাস গড়ল বাংলাদেশের কিশোররা প্রথমবারের মতো আইটিএফ ওয়ার্ল্ড জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ (অনূর্ধ্ব-১৪)-এর চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়ে নতুন মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশের কিশোররা। বাহরাইনে অনুষ্ঠিত এশিয়া অঞ্চলের বাছাইপর্বে আজ কোয়ার্টার ফাইনালে হংকংকে ২-০ ব্যবধানে হারিয়ে ফাইনাল রাউন্ড নিশ্চিত করেছে বাংলাদেশ। এই জয়ের ফলে তারা ২১ দলের প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছে এবং চেক প্রজাতন্ত্রে অনুষ্ঠিতব্য মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে। মূল আসরটি আগামী ৪ থেকে ৯ আগস্ট অনুষ্ঠিত হবে। এর আগে, গ্রুপ পর্বে বাংলাদেশ তাদের সেরা সাফল্য অর্জন করে শীর্ষ আটে প্রবেশ করে। গতরাতে সৌদি আরবকে ২-০ ব্যবধানে এবং তার আগে নেপালকে ৩-০ ব্যবধানে হারিয়ে এই অসাধারণ কীর্তি গড়ে তারা।
মুশফিক-মাহমুদউল্লাহদের উপর ক্ষোভ ঝারলেন ওয়াসিম জাফর

মুশফিক-মাহমুদউল্লাহদের উপর ক্ষোভ ঝারলেন ওয়াসিম জাফর চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। ভারতের পর বাঁচা-মরার ম্যাচে নিউজিল্যান্ডের কাছেও হেরেছে টাইগাররা। কিউইদের বিপক্ষে ব্যর্থ ছিলেন দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের সমালোচনা করেছেন ভারতের সাবেক ওপেনার ওয়াসিম জাফর। সিনিয়র ক্রিকেটাররা আইসিসি ইভেন্টে পারফর্ম করতে পারেন না উল্লেখ করে একসময় বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের কোচ জাফর বলেন, ‘আমরা শুধুমাত্র সম্ভবত সাকিবকে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে দেখেছি, যেখানে তিনি ব্যতিক্রমী পারফর্মার ছিলেন। আমি জানি না এটি চাপের কারণে হয় কি না, নাকি তারা নিজেরাই অতিরিক্ত চাপ নিয়ে ফেলে, তারা যেন ঠিক পারফর্ম করতেই পারে না।’ ভারতের সাবেক ওপেনার ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক কোচ ওয়াসিম জাফর। ইএসপিএন ক্রিকইনফোর ম্যাচ ডে অনুষ্ঠানে কথা বলতে গিয়ে বাংলাদেশ দলের সিনিয়র নির্ভরতার সমালোচনাই করেছেন জাফর। তিনি বলেন, ‘আজকের শট নির্বাচনও খুব হতাশাজনক ছিল। মুশফিক যে শটটি খেললেন, মাহমুদউল্লাহর সেই বেহিসাবি শট—এটি তো বাঁচা-মরার ম্যাচ ছিল। এ ধরনের ম্যাচে আপনি চান যে তারা সামনে এসে দলকে জেতানোর জন্য খেলুক। কিন্তু দুর্ভাগ্যবশত, আইসিসি ইভেন্টগুলোতে এটাই বাংলাদেশের গল্প হয়ে দাঁড়িয়েছে।’ নিউজিল্যান্ডের বিপক্ষে ৩০০ রান করে যেত বলে মনে করেন জাফর। তিনি বলেন, ‘ওই পিচে সহজেই ৩০০-এর বেশি রান করা যেত। বাংলাদেশের ব্যাটারদের নিজেদেরই দোষ দেওয়া উচিত। বোলারদের কাছে এটা অনেক বেশি চাওয়া যে, তারা নিউজিল্যান্ডকে ২৪০ রানের নিচে অলআউট করবে।’
৩৭ বছরের সংসার ভাঙছে সুনীতা-গোবিন্দর

৩৭ বছরের সংসার ভাঙছে সুনীতা-গোবিন্দর বলিউড অভিনেতা গোবিন্দ ২০২৩ সালের অক্টোবরে নিজের বাড়িতেই গুলিবিদ্ধ হয়েছিলেন। যে খবরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল বলিপাড়ায়। ওই ঘটনার কেউ কেউ প্রশ্ন তোলেন, স্ত্রী সুনীতাই কি গুলি করেছিলেন গোবিন্দকে? কারণ তাদের দাম্পত্য সম্পর্ক বেশ কিছুদিন হলো ভালো যাচ্ছে না। এর মধ্যে নতুন খবর, বিবাহবিচ্ছেদের পথে গোবিন্দ-সুনীতা। কিন্তু কেন বিচ্ছেদ? দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্য গোবিন্দ ও সুনীতা আহুজার। যদিও সম্প্রতি জানা যায়, এক ছাদের তলায় থাকেন না গোবিন্দ-সুনীতা। এক সাক্ষাৎকারে অভিনেতার স্ত্রী জানান, দুই সন্তানকে নিয়ে তিনি থাকেন একটি ফ্ল্যাটে। ঠিক তার উল্টো দিকে নিজের বাংলোয় একা থাকেন অভিনেতা। অথচ দীর্ঘদিন ধরে বলিউডে ‘সুখী দম্পতি’ হিসাবে পরিচিত ছিলেন তারা। বলিউডে গুঞ্জন রয়েছে, পরকীয়ায় জড়িয়েছেন ষাট বছরের গোবিন্দ! প্রায় অর্ধেক বয়সী মারাঠি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। আর সেই কারণেই নাকি গোবিন্দা-সুনীতার বিয়ে ভাঙতে চলেছে। যদিও এই বিষয়ে অভিনেতা এবং তার স্ত্রী এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি। তবে সাক্ষাৎকারে সুনীতা জানান, আগে দাম্পত্য নিয়ে সুরক্ষিত বোধ করতেন। এখন আর করেন না। তার বক্তব্য, হাতে কাজ না থাকা স্বামীকে নিয়ে চিন্তিত তিনি। সুনীতা বলেন, এখন তো বসেই থাকে। তাই ভয় হয়, কিছু করে না বসে! উল্লেখ্য, মাত্র ১৮ বছর বয়সে গোবিন্দর সঙ্গে বিয়ে হয়েছিল সুনীতার। গোবিন্দ-সুনীতা দুই সন্তান যশবর্ধন এবং টিনার বাবা-মা। ১৯৮৭ সালের ১১ মার্চ তাদের দুজনের বিয়ে হয়। যদিও শুরুর দিকে বিয়ের কথা সামনে আনেননি গোবিন্দ। ভেবেছিলেন বিয়ের কথা ছড়িয়ে পড়লে নায়ক হিসাবে তার খ্যাতি কমবে। তবে তিন বছর পরে তারা বিয়ের কথা সামনে আনেন। তবে দীর্ঘ দাম্পত্যের নানা ঘটনায় গোবিন্দর পাশে সবসময়ই ছিলেন সুনীতা। আর আজ তাদের পথ আলাদা হতে চলেছে।
খ্যাতি সুন্দর একটি হাতব্যাগের মতো বলেছেন শ্রুতি হাসান

খ্যাতি সুন্দর একটি হাতব্যাগের মতো বলেছেন শ্রুতি হাসান ভারতীয় সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান। তার আরেক পরিচয় তিনি বরেণ্য অভিনেতা কমল হাসান ও অভিনেত্রী সারিকার কন্যা। ছোটবেলা থেকেই বাবা-মায়ের খ্যাতি এড়িয়ে চলার চেষ্টা করতেন। এজন্য অপরিচিতদের কাছে নিজের ভুয়া নাম বলতেন শ্রুতি। কয়েক দিন আগে একটি নারী ক্রিকেট টুর্নামেন্টের মধ্যবর্তী অনুষ্ঠানে পারফর্ম করতে বেঙ্গালুরুতে গিয়েছিলেন শ্রুতি হাসান। তার ফাঁকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘থ্রি’ সিনেমা খ্যাত এই অভিনেত্রী। শ্রুতি হাসান বলেন, “আমার বাবা-মা (অভিনেতা কমল হাসান ও সারিকা) বিখ্যাত ব্যক্তিত্ব। এই পরিচয় আমার বিরুদ্ধাচরণ ছিল। এজন্য আমি ভুয়া নাম ব্যবহার করতাম। যাতে আমার বাবা-মায়ের খ্যাতির সঙ্গে আমাকে না জড়ায় এবং কেবল একজন মানুষ হিসেবে বিবেচনা করেন।” খ্যাতিকে হাতব্যাগের সঙ্গে তুলনা করে শ্রুতি হাসান বলেন, “খ্যাতি চিরস্থায়ী জিনিস না, এটি খুবই ক্ষণস্থায়ী। এটি একটি সুন্দর হাতব্যাগের মতো। আপনি যদি পাথর দিয়ে এটি পূর্ণ করেন, তবে আপনার কাঁধে ব্যথা করবে। সুতরাং খ্যাতি আপনাকে খুব হালকাভাবে বহন করতে হবে। কারণ এটি চিরস্থায়ী নয়। যদি কেউ মনে করেন, খ্যাতির উপরে ভিত্তি করে তার আশা-স্বপ্ন, ভবিষ্যৎ গড়বেন, তাহলে সে আকাশে দুর্গ তৈরি করছেন।” স্বাধীনচেতা শ্রুতি হাসান মাত্র ৬ বছর বয়সে গায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু করেন। ২০০০ সালে শিশুশিল্পী হিসেবে রুপালি জগতে পা রাখেন। ২০১১ সালে তেলেগু সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। পরের বছরই ‘থ্রি’ সিনেমায় অভিনয় করে খ্যাতি কুড়ান এই অভিনেত্রী। পরের গল্প সকলেরই জানা। বর্তমানে শ্রুতির হাতে ‘সালার টু’, ‘কুলি’ সিনেমার কাজ রয়েছে। ‘সালার টু’ সিনেমায় প্রভাসের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হবেন তিনি। এটি পরিচালনা করবেন প্রশান্ত নীল।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কারও গাফিলতি ছাড় নয়

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কারও গাফিলতি ছাড় নয় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো বাহিনীর কারও গাফিলতি পেলে ছাড় দেয়া হবে না। আজ জাতীয় শহীদ সেনা দিবসে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। চুরি, ডাকাতি, ছিনতাই রোধে গতরাত থেকে শুরু হয়েছে যৌথ অভিযান। এ অভিযান সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অভিযান পরিচালনায় কোনো বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে যদি কোনো ধরনের গাফিলতি পেলে কাউকে ছাড় দেয়া হবে না। অভিযান যেভাবে সাজিয়েছি, যদি কোনো জায়গায় কোনো কর্মচারী বা কোনো বাহিনীর সদস্যের মধ্যে গাফিলতি থাকে, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
সারাদেশে র্যাবের ২১৮ টহল দল মোতায়েন

সারাদেশে র্যাবের ২১৮ টহল দল মোতায়েন চোর, ছিনতাইকারী, ডাকাত ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে দেশব্যাপী ২১৮টি টহল দল মোতায়েন এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। আজ সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, রাজধানীতে ৬৯টি, ঢাকার বাইরে ১৪৯টিসহ সারাদেশে সর্বমোট ২১৮টি টহল দল মোতায়েন এবং সাদা পোশাকে র্যাবের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা সৃষ্টিকারী বা পরিকল্পনাকারী, চোর, ডাকাত, ছিনতাইকারী ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে দেশব্যাপী র্যাবের রোবাস্ট পেট্রোল ও চেকপোস্ট স্থাপনসহ অভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে।
উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ

উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। আজ দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, দুপুর থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় একটি বৈঠক হচ্ছে। বৈঠক শেষে যমুনার সামনে এ বৈঠকের বিষয়ে সাংবাদিকদের জানানো হবে। অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন নাহিদ ইসলাম।
পদোন্নতি দিয়ে ৯ বিভাগ ও মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

পদোন্নতি দিয়ে ৯ বিভাগ ও মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ বাণিজ্য মন্ত্রণালয়, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, সেতু বিভাগসহ ৯ বিভাগ ও মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে ৯ বিভাগ ও মন্ত্রণালয়ে নিয়োগের তথ্য জানা গেছে। সচিব পদে পদোন্নতি দিয়ে তাদের বিভিন্ন দপ্তরে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেছেন উপসচিব জামিলা শবনম। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।
দুটি প্রীতি ম্যাচ খেলতে আমিরাতে পৌঁছেছে নারী ফুটবল দল

দুটি প্রীতি ম্যাচ খেলতে আমিরাতে পৌঁছেছে নারী ফুটবল দল দুটি প্রীতি ম্যাচ খেলতে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বাফুফে জানিয়েছে, সোমবার মধ্যরাতে ঢাকা ছাড়ে দলটি। আজ বাংলাদেশ সময় সকাল ৯টায় তারা পৌঁছায় আমিরাতে। আগামীকাল এবং ২ মার্চ ম্যাচ দুটি আয়োজিত হবে। প্রথমটি ফিফা প্রীতি ম্যাচ হলেও দ্বিতীয়টি ফিফা উইন্ডোর বাইরে পড়ায় শুধুই প্রীতি ম্যাচ। ম্যাচ দুটি সামনে রেখে গত বৃহস্পতিবার ২৩ সদস্যের দল ঘোষণা করেন প্রধান কোচ পিটার বাটলার। এই দলে জায়গা হয়নি সাফজয়ী দলের ১৮ জন বিদ্রোহী ফুটবলারের।