সিরিয়ায় সরকারি বাহিনী-আসাদ অনুগতদের মধ্যে সংঘর্ষে নিহত ৭০

  সিরিয়ায় সরকারি বাহিনী-আসাদ অনুগতদের মধ্যে সংঘর্ষে নিহত ৭০ সিরিয়ার নতুন সরকারের বাহিনীর সঙ্গে ক্ষমতাচ্যুত বাশার আল আসাদ অনুগতদের তুমুল সংঘর্ষে ৭০ জনেরও বেশি নিহত হয়েছেন। ওই এলাকায় কারফিউ ঘোষণা করা হয়েছে। আজ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। গত ডিসেম্বরে আসাদের পতনের পর থেকে সিরিয়ার ইসলামপন্থী সরকারের সঙ্গে যুক্ত বাহিনীর ওপর এটি সবচেয়ে সহিংস হামলার কয়েকটি। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, বিশাল সামরিক শক্তি জাবলেহ শহরের দিকে যাচ্ছে। গতরাতে সিরিয়ার বার্তা সংস্থা জানিয়েছে, সরকার-সমর্থিত বাহিনী জাবলেহ ও এর আশপাশের এলাকায় আসাদের প্রায় ৭০ যোদ্ধাকে হত্যা করেছে। তাছাড়া ২৫ জনেরও বেশি আসাদ সমর্থককে আটক করা হয়েছে। হোমস ও আলেপ্পো শহরেও সংঘর্ষের খবর পাওয়া গেছে।

ভারত-নিউজিল্যান্ডের লড়াইয়ে আম্পায়ার-রেফারির নাম প্রকাশ

ভারত-নিউজিল্যান্ডের লড়াইয়ে আম্পায়ার-রেফারির নাম প্রকাশ নানা নাটকীয়তার পর্দা নামতে যাচ্ছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির। টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ভারত। আর এই ম্যাচকে সামনে রেখে চারজন আম্পায়ার এবং ম্যাচ রেফারির নামের তালিকা প্রকাশ করেছে আইসিসি। পল রাইফেল এবং রিচার্ড ইলিংওয়ার্থকে ম্যাচ চলাকালীন ফিল্ড আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে। ম্যাচের তৃতীয় আম্পায়ার হবেন জোয়েল উইলসন, আর চতুর্থ আম্পায়ার হিসেবে দেখা যাবে কুমার ধর্মসেনাকে। ম্যাচ রেফারির ভূমিকায় থাকবেন রঞ্জন মাদুগালে। আজ নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। এবার ভারত ও নিউজিল্যান্ডের দল ফাইনাল খেলছে, তাই এই দুই দেশের আম্পায়ারদের প্যানেলে জায়গা দেওয়া হয়নি।

শিবগঞ্জ বিজিবি’র অভিযানে স্মার্টফোন জব্দ

শিবগঞ্জ বিজিবি’র অভিযানে স্মার্টফোন জব্দ   শিবগঞ্জ উপজেলার মনোহরপুর সীমান্তে বিজিবির অভিযানে অবৈধ ও চোারাচালানকৃত ৩০টি ভারতীয় স্মার্টফোন সেট জব্দ করা হয়েছে। তবে এই অভিযানে কেউ আটক হয় নি। বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে দুর্লভপুর ইউনিয়নের ঝাইলপাড়া এলাকায় সীমান্তবর্তী পদ্মা নদীর চরে অভিযান চালিয়ে লুকিয়ে রাখা স্মার্টফোনগুলো জব্দ করা হয়। আজ দুপুর সোয়া ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে অভিযান সম্পর্কে জানানো হয়। ৫৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান জানা, চোরাচালানের জন্য আনা স্মার্টফোনগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সিদ্ধার্থ-কিয়ারার ঘরে আসছে প্রথম সন্তান 

সিদ্ধার্থ-কিয়ারার ঘরে আসছে প্রথম সন্তান বিয়ের দুবছর পরেই অনুরাগীদের সুখবর দিলেন কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। তাদের সংসারে নতুন অতিথি আসতে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে এ তারকা দম্পতি এমন সুখবর দিয়েছেন। সিদ্ধার্থ ও কিয়ারার দুই জোড়া হাতের উপর রাখা সাদা রঙের ছোট্ট এক জোড়া মোজা। এভাবেই সংসারে নতুন অতিথি আসার ইঙ্গিত দিয়েছেন তারকা দম্পতি। ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের জীবনের সেরা উপহার। শিগগির আসছে।’ পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তাদের শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। বলিউডে একাধিক তারকাও তাদের শুভেচ্ছা জানিয়েছেন। ইশান খট্টর, নেহা ধুপিয়া, হুমা কোরেশি, রিয়া কাপুরসহ আর অনেকেই ভালোবাসায় ভরিয়েছেন হবু মা-বাবাকে। বিয়ের ঠিক পরেই, মানে ২০২৩ সালে একবার এমনও জল্পনা-কল্পনা শোনা গিয়েছিল, মা হতে চলেছেন কিয়ারা। সে সময় জয়পুরে সিনেমার প্রচারে কিয়ারার পরনে ছিল ব্রালেট, তার উপরে রাজস্থানি হাতের কাজের ব্লেজার ও প্যান্ট। তার মধ্যে থেকেই নাকি দেখা যাচ্ছিল তার বেবিবাম্প, এমনটাই দাবি করেছিলেন নেটিজেনরা। তবে সেই জল্পনা যে গুঞ্জন মাত্র, তা সময়ই প্রমাণ করেছে। ২০২৩ সালের সাত ফেব্রুয়ারি রাজকীয় পরিবেশে বিয়ে করেছিলেন সিদ্ধার্থ ও কিয়ারা। একাধিক সাক্ষাৎকারে নিজেদের সম্পর্ক নিয়ে কথা বলেছেন কিয়ারা। সিদ্ধার্থের জন্যই রোজ ঘরে ফিরে আসতে ভালোলাগে বলেও জানান তিনি। কিয়ারা বলেছিলেন, ‘তার (সিদ্ধার্থ) সঙ্গে থাকলে মনে হয় যেন বাড়িতেই রয়েছি। আমি যে বাড়িতে বড় হয়েছি সেখানেও অনেক ভালোবাসা ও আদর পেয়েছি।’ সেই একই ভালোবাসা সিদ্ধার্থের থেকেও পান বলে জানিয়েছিলেন কিয়ারা। প্রসঙ্গত, সিদ্ধার্থ আর কিয়ারা একসঙ্গে জুটি বেঁধে এসেছিলেন ‘শেরশাহ’ ছবিতে। প্রায় দু-তিন বছর চুটিয়ে প্রেম করার পর ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েন এই জুটি। বিয়ের দুবছর পর মা হতে চলেছেন কিয়ারা। কিয়ারাকে আগামী দিনে দেখা যাবে ‘ডন ৩’ সিনেমায়। রণবীর সিংয়ের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। অন্যদিকে সিদ্ধার্থকে ‘পরম সুন্দরী’ সিনেমায় দেখা যাবে।

চাঁদ দেখা যায়নি, মালয়েশিয়ায় রোজা শুরু রবিবার

চাঁদ দেখা যায়নি, মালয়েশিয়ায় রোজা শুরু রবিবার দক্ষিণপূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় আজ শুক্রবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে রমজান মাস শুরু হবে আগামী ২ মার্চ রবিবার থেকে। আগামীকাল শনিবার মালয়েশিয়ায় হবে শাবান মাসের ৩০তম দিন। এর আগে ব্রুনাই ও সিঙ্গাপুরে আজ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশ দু’টিতেও ২ মার্চ রবিবার থেকে শুরু হবে রোজা। ব্রুনাই ও সিঙ্গাপুর উভয় দেশই আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছে। তবে অস্ট্রেলিয়ায় আগামীকাল থেকেই রমজান শুরু হতে যাচ্ছে। বিশ্বের প্রথম দেশ হিসেবে তারা রমজান শুরুর ঘোষণা দেয়। মালয়েশিয়ার উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ‘কিপারস অব দ্য রুলার্স সিল’ সৈয়দ দানিয়াল সৈয়দ আহমেদ টেলিভিশনে দেওয়া সরাসরি ভাষণে রমজানের তারিখ ঘোষণা দেন।

গণঅভ্যুত্থানে আহতদের জুলাই যোদ্ধা স্বীকৃতির গেজেট প্রকাশ

গণঅভ্যুত্থানে আহতদের জুলাই যোদ্ধা স্বীকৃতির গেজেট প্রকাশ ছাত্র-জনতার রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থানে আহত ১ হাজার ৪০১ জনকে ‘জুলাই যোদ্ধা’ স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে সরকার। আজ জুলাই যোদ্ধাদের তালিকা প্রকাশ করে গেজেট প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এ তালিকায় অতি গুরুতর ৪৯৩ জন আহতদের ‘ক’ শ্রেণিতে ও গুরুতর আহত ৯০৮ জনকে ‘খ’ শ্রেণিতে রাখা হয়। আহতদের ধরন ভেদে ‘গ’ শ্রেণির তালিকাও প্রকাশ করবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। গেজেটে আহতদের মেডিকেল কেস আইডি, নাম, বাবা-মার নাম ও স্থায়ী ঠিকানা প্রকাশ করা হয়েছে। এর আগে গত ১৫ জানুয়ারি গণঅভ্যুত্থানে ৮৩৪ জন শহীদের তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়। এসব তালিকা ধরে গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের আর্থিকভাবে সহায়তা করবে সরকার। আহতদের ধরন অনুযায়ী প্রতি মাসে ভাতা দেওয়া হবে।

পণ্যের অহেতুক দাম বাড়ালে ছাড় নয়-প্রাণিসম্পদ উপদেষ্টা

পণ্যের অহেতুক দাম বাড়ালে ছাড় নয়-প্রাণিসম্পদ উপদেষ্টা অন্যায়ভাবে পণ্যের দাম বাড়ালে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, যারা অহেতুক দাম বাড়ায় তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে তরুণদের। আজ সকালে রাজধানীর মেরুল বাড্ডায় রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম, মাংস বিক্রি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন। ফরিদা আখতার বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় বাজারে তদারকি করতে হবে। এবারের রমজান যাতে স্বস্তির হয় সে লক্ষ্যে কাজ চলবে।’  

আজ বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস ঢাকার

আজ বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস ঢাকার বিশ্বে বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। আজ সকাল ৮টা ৪৫ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য। এসময় বায়ুর মানের স্কোর ছিল ২৪৫ অর্থাৎ সেখানকার বায়ু ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে। এ ছাড়া দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের বেইজিং। এই শহরের বায়ুর মানের স্কোর হচ্ছে ১৯০। তালিকায় ১৮৫ স্কোরে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের মুম্বাই, চতুর্থ ভিয়েতনামের হ্যানয় ও পঞ্চম অবস্থানে রয়েছে নেপালের কাঠামা-ু শহর।  

বেক্সিমকো কর্মীদের পাওনা ৫২৫ কোটি টাকা পরিশোধ করবে সরকার

বেক্সিমকো কর্মীদের পাওনা ৫২৫ কোটি টাকা পরিশোধ করবে সরকার ইন্ডাস্ট্রিয়াল পার্কে বেক্সিমকোর লে-অফ হওয়া ১৪টি প্রতিষ্ঠানের ৩৩ হাজার ২৩৪ জন কর্মকর্তা-কর্মচারীকে বেতন বাবদ ৫২৫ কোটি ৪৬ লাখ টাকা পরিশোধ করবে সরকার। আগামী ৯ মার্চ থেকে এই বেতন দেওয়া শুরু হবে এবং সেটি রোজার মাঝামাঝি শেষ করা হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান শ্রম উপদেষ্টা। তিনি বলেন, বেক্সিমকো লিমিটেডের ১৪টি প্রতিষ্ঠানের কর্মীরা চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত বেতন পাবেন । এ জন্য অর্থ বিভাগ তাদের পরিচালন ব্যয় থেকে ৩২৫ কোটি ৪৬ লাখ টাকা এবং শ্রম মন্ত্রণালয় ঋণ হিসেবে বাকি ২০০ কোটি টাকা দেবে।

ঈদের পর জবির ভর্তি কার্যক্রম শুরু হবে: উপাচার্য

ঈদের পর জবির ভর্তি কার্যক্রম শুরু হবে: উপাচার্য রমজানের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সব ইউনিটের ফল প্রকাশ করা হবে এবং রমজানের পর বিশ্ববিদ্যালয়টির ভর্তি কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। আজ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ ‘সি’ ইউনিটের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।