২৬ মার্চ চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

২৬ মার্চ চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ২৬ মার্চ চীন সফরে যাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। তিনি বলেন, আগামী ২৮ মার্চ ড. মুহাম্মদ ইউনূস চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। আজ সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে রফিকুল আলম এ তথ্য জানান। ড. ইউনূসের চীন সফর সম্পর্কে মুখপাত্র বলেন, আগামী ২৬ মার্চ বিকেলে প্রধান উপদেষ্টা চীনের উদ্দেশে যাত্রা করার কথা। আগামী ২৭ মার্চ বোয়াও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) সম্মেলনে উদ্বোধনী প্লেনারি সেশনে তিনি বক্তব্য দেবেন বলে আমরা জেনেছি। ওইদিন প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার দিং ঝুঝিয়াংয়ের বৈঠক হতে পারে। রফিকুল আলম বলেন, আগামী ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। আগামী ২৯ মার্চ চীনের পিকিং ইউনিভার্সিটিতে তিনি বক্তব্য দেবেন। পরে তিনি বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা করার কথা রয়েছে।
সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের আরও ৬০ দিন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের আরও ৬০ দিন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তাসহ) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও দুই মাস বাড়ালো সরকার। বৃহস্পতিবার (১৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমার্যাদার কমিশন্ড কর্মকর্তাদের সারা বাংলাদেশে বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। এই ক্ষমতা ১৫ মার্চ থেকে ৬০ দিনের জন্য অর্পণ করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ এর ধারা ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫ (২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার অধীন অপরাধগুলো আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা কর্মকর্তাদের। উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনের পর উদ্ভূত আইনশৃঙ্খলা পরিস্থিতিতে গত ১৭ সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীকে (সেনা, নৌ ও বিমানবাহিনী) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়। পরে এই মেয়াদ একাধিকবার দুই মাস করে বাড়াচ্ছে সরকার।
তবে কি আমির সঙ্গে ‘শত্রুতা’ রণবীরের

তবে কি আমির সঙ্গে ‘শত্রুতা’ রণবীরের আমির খানের ‘পিকে’ সিনেমায় ক্যামিয়ো চরিত্রে দেখা গিয়েছিল রণবীর কাপুরকে। তবে এবার দুই তারকার অনুরাগীদের জন্য সুখবর। একসঙ্গে জুটি বাঁধছেন বলিউডের দুই সুপারস্টার। অন্তত মঙ্গলবার পর্যন্ত সে রকমই ইঙ্গিত দিয়েছেন রণবীর-ঘরনি আলিয়া ভাট। তারপরেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে চর্চা। মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন আলিয়া। সেখানে দেখা যাচ্ছে, অভিনেত্রীর হাতে একটি পোস্টার। ভিডিওতে অভিনেত্রী বলেন, ‘আমি এটা দীর্ঘদিন ধরে আপনাদের দেখানোর অপেক্ষায় ছিলাম। আমার দুই প্রিয় অভিনেতাকে একসঙ্গে দেখা যাবে, তা-ও একে অপরের বিরুদ্ধে।’ এরপরেই পোস্টারে আমির এবং রণবীরের ছবি দেখান আলিয়া। সেখানে দুই অভিনেতার নামের আদ্যক্ষর ব্যবহার করে লেখা, ‘একে ভার্সেস আরকে’। সঙ্গে লেখা, ‘বছরের সবচেয়ে বড় শত্রুতা।’ এই ভিডিও থেকেই বোঝা যাচ্ছে, ছবিটি পরিচালনা করবেন ‘দঙ্গল’ খ্যাত পরিচালক নিতেশ তিওয়ারি। অনুরাগীদের কাছে স্পষ্ট, তাহলে আমির এবং রণবীর একসঙ্গে নতুন কোনো ছবিতে জুটি বাঁধছেন। যদিও আলিয়া নতুন কাজটি নিয়ে এখনই বিশদে কিছু বলতে নারাজ। তবে সূত্রের দাবি, সম্ভবত কোনও নতুন বিজ্ঞাপনী ছবিতে একসঙ্গে কাজ করতে পারেন আমির এবং রণবীর। দুই অভিনেতাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন না। তাই আলিয়াই তাদের হয়ে প্রচারণাটা চালালেন। আমির এবং রণবীর শেষ পর্যন্ত দর্শকের সামনে কীভাবে হাজির হন, তা জানার অপেক্ষায় অনুরাগীরা। এই মুহূর্তে আমির তার প্রযোজিত এবং অভিনীত ‘সিতারে জামিন পর’ ছবিটির মুক্তি নিয়ে ব্যস্ত। অন্যদিকে, সঞ্জয় লীলা বাসনালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিটির প্রস্তুতি শুরু করেছেন রণবীর।
রাজশাহীতে ট্রাক-মোটর সাইকেল সংঘর্ষে নিহত ২ জন শিবগঞ্জের বাসিন্দা

রাজশাহীতে ট্রাক-মোটর সাইকেল সংঘর্ষে নিহত ২ জন শিবগঞ্জের বাসিন্দা রাজশাহীতে ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিবগঞ্জের ২ জন নিহত হয়েছেন। আজ বিকেল সাড়ে ৩টায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পবা উপজেলার হরিপুর কালুর ডাইং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের সেন্টু আলীর ছেলে সাদ্দাম আলী ও একই উপজেলার চাঁনশিকারি খাসেরহাট গ্রামের মানিক আলীর ছেলে শামীম ওসমান। রাজশাহীর দামকুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, মোটর সাইকেল চালক কোনো কারণে রং সাইডে গিয়ে বিপরীত দিক থেকে আসা পাথরভর্তি ট্রাকের নিচে পড়ে যায়। এসময় দুমড়ে-মুচড়ে গিয়ে মোটরসাইকেলটিতে আগুন ধরে যায়। আর মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান দুই আরোহী। ওসি জানান, ঘটনার পর ট্রাকচালক পালিয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের স্বজনদেরও খবর দেওয়া হয়েছে। তারা এলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
মহিলা সংস্থায় প্রশিক্ষণ নেয়া নারী উদ্যোক্তারা পাচ্ছেন ২৭ লাখ টাকা

মহিলা সংস্থায় প্রশিক্ষণ নেয়া নারী উদ্যোক্তারা পাচ্ছেন ২৭ লাখ টাকা চাঁপাইনবাবগঞ্জে ৫০ জন নারী উদ্যোক্তার মধ্যে চেক বিতরণ করা হয়েছে। এ ছাড়া আরো ২শ জনের মধ্যে বিতরণ করা হবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধিনস্থ জাতীয় মহিলা সংস্থার তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় প্রশিক্ষণার্থীদের মধ্যে এই চেক বিতরণ বিতরণ করা হয়। বিজনেস ম্যানেজমেন্ট, ই-কমার্স, ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন অ্যান্ড ইভেন্ট ম্যনেজম্যান্ট, বিউটিফিকেশন, ক্যাটারিং এই ৫ টি ট্রেডে ৫০ জন করে ২৫০ জন নারী উদ্যোক্তা হিসেবে প্রশিক্ষণ নিচ্ছেন। তারা তাদের ভাতা বাবদ পাচ্ছেন প্রায় ২৭ লাখ টাকা। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৫০ জনের মধ্যে চেক বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি জাতীয় মহিলা সংস্থা চাঁপাইনবাবগঞ্জের চেয়ারম্যান জেলা প্রশাসক আব্দুস সামাদ। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রেজাউল করিম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতার, জেলা জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা শফিকুল ইসলাম খানশুর ছাত্র নেতা আবদুর রাহিমসহ অন্যরা। জেলা প্রশাসন ও তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প, চাঁপাইনবাবগঞ্জ সদর এই চেক বিতরণের আয়োজন করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষক আসাদুজ্জামান।
শিবগঞ্জে কাঞ্চন দাসকে বিদায় সংবর্ধনা দিল সনাতন সম্প্রদায়

শিবগঞ্জে কাঞ্চন দাসকে বিদায় সংবর্ধনা দিল সনাতন সম্প্রদায় শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেয়ায়া হয়েছে। আজ দুপুরে শিবগঞ্জ উপজেলার সর্বস্তরের সনাতন সম্প্রদায়ের আয়োজনে বাবুপাড়া দুর্গামন্দির প্রাঙ্গণে এই বিদায় সংবর্ধনা দেয়া হয়। তর্তিপুর মহাশশ্মান কমিটির সভাপতি সাধন চন্দ্র মনিগ্রামের সভাপতিত্বে বক্তব্য দেন, সদ্য বিদায়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, তর্তিপুর মহাশশ্মান কমিটির সাধারণ সম্পাদক কমল কুমার ত্রিবেদী, শ্রী গণপতি বারেক ও নাড়ু গোপাল পালসহ অন্যরা। এ সময় কাঞ্চন কুমার দাস বলেন, আমি আপনাদের কাছে আপনজন হয়ে থাকতে চাই। এখান থেকে চলে গেলেও পিছিয়ে পড়া সনাতন সম্প্রদায়ের উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে সাফল্য তাকে যেনো আনন্দ দেয় তিনি সে প্রত্যাশা করেন। তার এই দীর্ঘ সময়ের কার্যক্রমের সংশ্লিষ্টতায় কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, তিনি তার জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকার সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সম্মাননার ক্রেস্ট তুলে দেয়া হয়।
আন্তর্জাতিক নারী দিবসে বালিয়াডাঙায় আলোচনা সভা

আন্তর্জাতিক নারী দিবসে বালিয়াডাঙায় আলোচনা সভা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বালিয়াডাঙা ইউনিয়নে মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সদর উপজেলার মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুকা বেগম। আরো উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুফতি হানিফ মো: আব্দুল কাদের, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ- চাঁপাইনবাবগঞ্জের প্রোগ্রাম অফিসার উত্তম মন্ডল, বালিয়াডাঙা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটিতে সহযোগিতা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ- চাঁপাইনবাবগঞ্জ। অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে পরিবার থেকেই। কন্যাশিশুদের পড়াশোনা, আত্মনির্ভরশীল হবার জন্য বিভিন্ন ধরনের উন্নয়ন ও দক্ষতামূলক কাজ শেখাতে হবে। যাতে করে তারা ভূলপথে বা উন্নয়নের ধরাছোয়ার বাইরে চলে না যায়। এছাড়াও পরিবারে ছেলেমেয়ে উভয় সন্তানের জন্য সমান খাবার ও অধিকারের ব্যবস্থা করতে হবে।
শিবগঞ্জে গরুকে গোসল করাতে গিয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু

শিবগঞ্জে গরুকে গোসল করাতে গিয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু শিবগঞ্জ উপজেলায় তর্তিপুর সেতু সংলগ্ন পাগলা নদীতে বাবার সাথে নিজেদের পোষা গরুকে গোসল করাতে নিয়ে গিয়ে মারুফ আলী নামে এক শিশুর ডুবে মৃত্যু হয়েছে। সে উজিরপুর ইউনিয়নের উত্তর উজিরপুর গ্রামের মাহিদুর রহমানের ছেলে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকালে তর্তিপুর ব্রীজের পাশে পাগলা নদীতে বাবার সাথে নিজেদের গরুকে গোসল করাতে নিয়ে গিয়ে ডুবে যেতে থাকে সাঁতার না জানা মারুফ। তার বাবা ঘটনা টের পেয়ে তাকে টেনে তোলার চেষ্টা করে ব্যর্থ হলে স্থানীয়রা এগিয়ে এসে তাকে পানি থেকে টেনে তুলে। উদ্ধারের পরপরই মারুফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুপুর পৌনে ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম কিবরিয়া বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
জেলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

জেলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন অধিকার, সমতা, ক্ষমতায়ন-নারী ও কন্যার উন্নয়ন-এই স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এই সভার আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথর বক্তব্য দেন, জেলা প্রশাসক আব্দুস সামাদ। বিশেষ অতিথির বক্তব্য দেন, পুলিশ সুপার রেজাউল করিম। সূচনা বক্তব্য দেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতার। অন্যদের মধ্যে বক্তব্য দেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সাইকী ওদুদ, সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী জাকিয়া সুলতানা, জেলা জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা শফিকুল ইসলাম খানশুর, ব্র্যাকের জেলা সমন্বয়ক মোমেনা খাতুন, ছাত্র নেতা আবদুর রাহিমসহ অন্যরা। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেন-আমরা নারীদের জন্য সমানভাবে কাজের ও শিক্ষার পরিবেশ তৈরির সুযোগ সৃষ্টি করতে পারিনি। সেখানে তাদেরকে সমতা দিলে চলবে না, তাদেরকে ন্যায্যতা দিয়ে উঠিয়ে আনতে হবে। তিনি বলেন-নারীরা চান তাদের কাজের স্বীকৃতি, আমরা যারা পরিবারে পূরুষ আছি তারা নারীদের সম্মান করব, তাদের কাজের স্বীকৃতি দিব। একজন কর্মজীবী নারী ঘুম থেকে উঠে রান্না করবেন, সকলকে খাওয়াবেন, সন্তানের যতœ নিবেন, স্কুলে দেয়ার জন্য প্রস্তুত করবেন, তার পর স্বামীকে অফিস যাবার জন্য প্রস্তুত করে দিবেন, তারপর তিনি অফিসে যাবেন। অফিস থেকে ফিরে এসে আবার সংসারের সব কাজ তাকেই করতে হয়। অথচ আমরা তাকে কতটুকু মর্যাদা দিই। আমাদের এই মানসিকতা পরিবর্তন করতে হবে। নারীদের সুযোগ দিতে হবে। সৃষ্টিশীল কাজ নারীরাই বেশী করেন। সব ক্ষেত্রে নারীরা দক্ষতার সঙ্গে কাজ করছেন। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে জুলাই-আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নারীদের সাহসী অংশগ্রহণের কথা তুলে ধরেন। পুলিশ সুপার রেজাউল করিম তাঁর বক্তব্যে নারীদের জন্য শুধু সেলাই মেশিন প্রশিক্ষণ নয়-তাদের জন্য আধুনিক প্রযুক্তি নির্ভর কাজ দেয়ার আহ্বান জানান। এদিকে, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বারিয়াডাঙা ইউনিয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সদর উপজেলার মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুকা বেগম। আরো উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুফতি হানিফ মো: আব্দুল কাদের, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ- চাঁপাইনবাবগঞ্জের প্রোগ্রাম অফিসার উত্তম মন্ডল, বালিয়াডাঙা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটিতে সহযোগিতা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ- চাঁপাইনবাবগঞ্জ। শিবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সকালে উপজেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আজাহার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতারসহ অন্যরা। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নারীরা উপস্থিত ছিলেন। অন্যদিকে, নাচোলে আন্তর্জাতিক নারী দিবস উদযাপতি হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অদিদপ্তরের আয়োজনে মিনি কন্সফারেন্স রুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতি মাহাতোর সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, তথ্যসেবা কর্মকর্তা ইমরান হক, নাচোল প্রেস ক্লাবের সভাপতি অলিউল হক ডলার, সাংবাদিক এ্যাসোসিয়েনের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, মডেল প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, ব্র্যাকের কর্মসূচী সংগঠক জাহিদুল ইসলাম, ডাসকো ফাউন্ডেশনের প্রতিনিধি নিলুফার ইয়ামিন। এছাড়া অনুষ্ঠানে আরো অন্যেন্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম বাবু, রিপোর্টাস ইউনিটির সভাপতি ইব্রাহীম আলী,সাধারণ সম্পাদক আব্দুল কাদের জিলানীসহ বিভিন্ন নারী উন্নয়ন সমিতির সদস্যবৃন্দ। আলোচনাসভায় স্বাগত বক্তব্যে প্রভাতি মাহাতো নারী দিবসের তাৎপর্য তুলে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার বলেন,“নারী প্রতি অবিচার বা নির্যাতন কোন না খেঅনভাবে পরিবার থেকে শুরু হয়। কন্যা শিশু সন্তানটি প্রথমে নির্যাতনের শিকার হয় তার পরিবার থেকে। পরিবার থেকে অধিকার,সমতা,ও নারীর ক্ষমতায়ন উঠে আসার দরকার। শুধু একটি দিবসই নারী দিবস হিসাবে পালন না করি। প্রতিদিন হবে নারী দিবস। প্রত্যেকদিন নারীকে সম্মান করতে হবে। নারী অধিকার ও পাপ্য সম্মানটুকু দিতে হবে। আমরা সকলে মানুষ । একজন নারীও মানুষ। নারীর সাথে মানুষের মত আচরন করতে হবে। একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠাই একাই পুরুষের দ্বারা উন্নয়ন সম্ভব নয়, একই নারী দ্বারা সম্ভব নয়। উভয় উভয়কে সম্মান করে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একে অন্যের প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে কাজ করলে তখন আমাদের এ দিবসের সফলতা আসবে।”
দক্ষিনী সুপারস্টার বিজয়ের ইফতার পার্টি

দক্ষিনী সুপারস্টার বিজয়ের ইফতার পার্টি পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার পার্টির আয়োজন করেছে দক্ষিণ ভারতের তামিল ছবির চিত্রতারকা ও রাজনীতিবিদ থালাপাথি বিজয়। শুক্রবার সন্ধ্যায় চেন্নাইতে এই ইফতার পার্টি দিয়েছিলেন রাজনৈতিক দল ‘তামিলাগা ভেত্রি কাজাগাম’ (টিভিকে) এর প্রতিষ্ঠাতা চিত্রতারকা বিজয়। তার আমন্ত্রণে স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব এবং চলচ্চিত্র জগতের বেশ কিছু পরিচিত মুখ ইফতারে অংশ নিয়েছিলেন। চেন্নাইয়ের ১৫টি মসজিদের ইমামরাও আমন্ত্রিত ছিলেন ওই ইফতারে। প্রায় তিন হাজার মানুষের অংশ নিতে সুবন্দোবস্ত করা হয়েছিল ইফতারে। জানা গেছে, শুক্রবার সারাদিন রোজা রেখেছিলেন দক্ষিণ ভারতের ওই সুপারস্টার। পরে সন্ধ্যায় রোজা ভাঙার আগে উপস্থিত সকলের সাথে নামাজেও অংশ নিতে দেখা যায় সাদা শার্ট ও স্কাল টুপি পরিহিত অভিনেতাকে। বিজয় সকলকে ‘ভ্রাতৃত্ববোধ’ দেখানোর জন্য এবং তার আমন্ত্রণে ইফতারে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানান। চেন্নাইয়ের রোয়াপেট্টাহ ওয়াইএমসিএ মাঠে আয়োজিত এই ইফতারের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে অভিনেতাকেও অনেক প্রাণোচ্ছল বলে মনে হয়েছিল। অভিনেতার একটি ফ্যান পেজ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করা একটি ছবিতে তাকে আমন্ত্রিত ব্যক্তিদের সাথে সৌজন্য বিনিময় করতে ও দোয়া করতে এবং ধর্মীয় রীতি মেনে তাদের সাথে ইফতার করতে দেখা গেছে। পরিচালক বেঙ্কট প্রভুর অ্যাকশন ছবি ‘দ্য গ্রেটেস্ট অফ অল টাইম’ (GOAT) শেষবার অভিনয় করতে দেখা গেছে বিজয়কে। ওই ছবিতে অন্যদের মধ্যে অভিনয় করেছেন প্রশান্ত, প্রভু দেবা, মোহন, আজমল আমির, বৈভব, স্নেহা, লায়লা, মীনাক্ষী চৌধুরীকে। বিজয়ের পরবর্তী ছবি ‘জন নয়াগন’ মুক্তির অপেক্ষায় রয়েছে। পরিচালক এইচ বিনথের এই ছবিটিতে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওয়ল, প্রকাশ রাজ’এর মত অভিনেতা অভিনেত্রীরা। আগামী বছর ২০২৬ সালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অংশ নিতে পারে বিজয়ের নতুন দল ‘তামিলাগা ভেত্রি কাজাগাম’ (টিভিকে)। ওই নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বিজয়।