৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সাধারণ এবং কারিগরি-পেশাগত উভয় ক্যাডারের পদসমূহের প্রার্থীদের মধ্যে ৭২০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এ সূচি প্রকাশ করা হয়। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ৯ এপ্রিল সকাল ১০টায় আগারগাঁওয়ে কমিশনের কার্যালয়ে শুরু হওয়া এ পরীক্ষা চলবে ২১ এপ্রিল পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তির ১৬ নম্বর অনুচ্ছেদের শর্তানুযায়ী লিখিত পরীক্ষায উত্তীর্ণ প্রার্থীদের জন্য নির্ধারিত অনলাইন ফরম কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে।
গ্যারান্টার বিশ্বব্যাংক এলএনজি আনতে ৪২৭০ কোটি ঋণ

গ্যারান্টার বিশ্বব্যাংক এলএনজি আনতে ৪২৭০ কোটি ঋণ ধারাবাহিকভাবে কমছে দেশীয় গ্যাসের উৎপাদন। গ্যাসের চাহিদা পূরণে বাড়ানো হচ্চে উচ্চমূল্যে আমদানীকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহ। কিন্তু ডলারসংকটের কারণে সরকার চাইলেও বাড়তি এলএনজি আমদানি করতে পারছে না। এতে গ্যাসের চাহিদা ও সরবরাহে বড় ঘাটতি থাকছে।এ অবস্থায় সরকার আগামী অর্থবছরে (২০২৫-২৬) এলএনজি কিনতে বিশ্বব্যাংকের সহায়তায় ঋণ নিচ্ছে। ৩৫ কোটি মার্কিন ডলার বা ৪ হাজার ২৭০ কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং পেট্রোবাংলার কর্মকর্তারা বলেছেন, বিশ্বব্যাংকের কারিগরি সহায়তায় ঋণের প্রক্রিয়া শুরু হয়েছে। এতে নিশ্চয়তাদানকারী হিসেবে থাকবে বিশ্বব্যাংক। আগ্রহী ব্যাংকগুলোর প্রস্তাব নিয়ে তাদের সঙ্গে সমঝোতা করবে জ্বালানি বিভাগ। ডলারের সংকট থাকায় এলএনজি আমদানি বিল নিয়মিত পরিশোধ করা যাচ্ছে না। এখনো এলএনজি বিল বকেয়া ২০ কোটি ডলারের বেশি।
হাসানের দ্রুত সেঞ্চুরিতে কিউইদের উড়িয়ে দিল পাকিস্তান

হাসানের দ্রুত সেঞ্চুরিতে কিউইদের উড়িয়ে দিল পাকিস্তান পাকিস্তানের জার্সিতে এটি ছিল হাসান নাওয়াজের তৃতীয় ম্যাচ। নিউ জিল্যান্ডের বিপক্ষে চলমান ৫ ম্যাচ সিরিজের প্রথমটিতেই অভিষিক্ত হয়েছিলেন এই ওপেনিং ব্যাটসম্যান। আর নেমেই করলেন দেশটির জার্সিতে দ্রুততম সেঞ্চুরি। আজ অ্যাকল্যান্ডের এডেন পার্কে বাঁচামরার লড়াইয়ে, টস জিতে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। মার্ক চ্যাপম্যানের ঝড়ো ৯৪ রানের উপর ভর করে ২০৪ রানের পুঁজি পায় স্বাগতিক নিউ জিল্যান্ড। ২০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে, ওপেনার হাসান বিধ্বংসী ব্যাটিং করতে থাকে। পেয়ে যান শতনের দেখা। পাকিস্তানের ইতিহাসে এটি আবার দ্রুততম। এই ২২ বছর বয়সী ব্যাটসম্যান ৪৪ বলের তিন অংকে পৌঁছান, যা ২০২১ সালে বাবর আজমের ৪৯ বলের সেঞ্চুরি রেকর্ড ভেঙে দেয়।
ভিনিসিয়ুসের অন্তিম মুহূর্তের গোলে বাঁচল ব্রাজিল

ভিনিসিয়ুসের অন্তিম মুহূর্তের গোলে বাঁচল ব্রাজিল দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাইয়ের টেবিলে, এমনিতেই ব্রাজিলের অবস্থান ছিল নড়বড়ে। আজ সকালে যখন ম্যাচের শেষ বাঁশি বাজানোর অপেক্ষায় ছিলেন রেফারি তখন কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলের সমতায় ছিল সেলেসাওরা। তবে একদম শেষ দিকে ত্রাতা হয়ে আসলেন ভিনিসিয়ুস জুনিয়র। ফলে ঘরের মাঠে ২-১ ব্যবধানে কলম্বিয়াকে হারিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসল ব্রাজিল। তবে আজকের ম্যাচে জয় না পেলে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে নেমে যেতে হতো দরিভাল জুনিয়রের দলকে। ঘরের মাঠ মানে গারিনভা স্টেডিয়ামে অবশ্য দাপট দেখিয়েছে ব্রাজিলই।
অতি দরিদ্র পরিবারের অর্থনৈতিক উন্নয়ন ও শিশুদের পুষ্টি চাহিদা পূরণে নগদ অর্থ সহায়তা প্রদান

অতি দরিদ্র পরিবারের অর্থনৈতিক উন্নয়ন ও শিশুদের পুষ্টি চাহিদা পূরণে নগদ অর্থ সহায়তা প্রদান অতি দরিদ্র পরিবারের অর্থনৈতিক উন্নয়ন ও শিশুদের পুষ্টি চাহিদা পূরণে চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে, বালিয়াডাঙ্গা ও চর অনুপনগর ইউনিয়নের ১০০ জন অতি দরিদ্র পরিবারের মাঝে, ১ হাজার ৮০০ টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এই ১০০টি পরিবার ইতিমধ্যেই চাঁপাইনবাবগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ অফিস এর সহায়তায়, গবাদী পশু পালনের উপর ২ দিনব্যাপি প্রশিক্ষণ গ্রহণ করেন। এখন তারা নিজেদের ব্যবসা পরিকল্পনা অনুযায়ী গবাদীপশু – ছাগল, ভেড়া, হাঁস-মুরগী ইত্যাদি ক্রয় করে তা পালন করা শুরু করবেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মো: আতাউল হক কমল, চর অনুপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাদি, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: আব্দুল মান্নান ডলার। এছাড়া, অনুষ্ঠানটির সার্বিক সহযোগীতায় ছিলেন, চাঁপাইনবাগঞ্জ এরিয়া প্রোগ্রাম-ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র প্রোগ্রাম অফিসার মি. শ্যামল এইচ কস্তা ও মি. সুজন গ্রেগরী।
আরএমটিপি-ডেইরি প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শণ

আরএমটিপি-ডেইরি প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শণ রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফর্মেশন প্রজেক্ট (আরএমটিপি-ডেইরি) প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শণ করেছেন পিকেএসএফ এর উপ-ব্যবস্থাপক শাহরিয়ার আল মাহমুদ। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহীতে প্রয়াসের ইউনিট-১৮ ও ইউনিট-২০ এর পবা ও মোহনপুর উপজেলায় বাস্তবায়িত কার্যক্রম পরিদর্শণ করেন। এসময় উপস্থিত ছিলেন প্রয়াসের প্রাণিসম্পদ কর্মকর্তা ও আরএমটিপি ডেইরি প্রকল্পের ফোকাল পার্সন ডা. রাজিন বিন রেজাউল, প্রকল্প ব্যবস্থাপক ডা. মাহমুদুল হাসান, প্রাডাক্ট প্রোমোশন অ্যান্ড মার্কেটিং অফিসার কৃষিবিদ তহুরুল ইসলাম ও সহকারি ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর আকরাম আলী মোল্লা। পরিদর্শনকালে তাঁরা ভ্রাম্যমান দুগ্ধ পণ্য বিক্রয় কেন্দ্র, গাভী পালন উদ্যোক্তা উন্নয়ন প্রদর্শনী এবং উদ্যোক্তা পর্যায়ে ভার্মি কম্পোস্ট উৎপাদন খামার পরিদর্শণ করেন। উল্লেখ্য প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) প্রকল্পের ভ্যালু চেইনে সম্পৃক্ত স্টেকহোল্ডারদের উন্নয়নের মাধ্যমে মানসম্মত দুধ উৎপাদন ও দুগ্ধজাত পণ্যের বহুমাত্রিকীকরণ উপপ্রকল্পের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ সদর রাজশাহী সদর, গোদাগাড়ী, পবা ও মোহনপুর উপজেলায় কাজ করছে।
রাজশাহীতে প্রয়াসের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্বুদ্ধকরণ সমাবেশ

রাজশাহীতে প্রয়াসের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্বুদ্ধকরণ সমাবেশ প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ক্ষুদ্রঋণ কার্যক্রম এর আওতায় রাজশাহী জোনের সকল মাঠ কর্মী, ও উর্ধতন কর্মকর্তাদের নিয়ে ক্ষুদ্রঋণ কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যক্রম কে আরো বেগবান করার লক্ষ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্বুদ্ধকরন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রাজশাহীর বায়ায় অবস্থিত আশ্রয় সেন্টারে সমাবেশে এরিয়া ভিত্তিক চলমান ক্ষুদ্রঋণ কার্যক্রম এর বর্তমান অবস্থা ও আগামীতে কিভাবে অগ্রগতি আনা যায়- তার উপর রিপোর্ট ভিত্তিক পর্যালোচনা করা করা হয়। সমাবেশে মার্ঠ পর্যায়ে বিভিন্ন সমস্যা নিয়ে তথ্য তুলে ধরেন মাঠ কর্মী ও ম্যানেজারবৃন্দ এবং সেই সকল সমস্যা কিভাবে সমাধান করা যাবে তার দিক নির্দেশনা প্রদান করে প্রতিষ্ঠানের পরিচালক (কার্যক্রম) পংকজ কুমার সরকার। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। সকলের উদেশ্যে বলেন ” মাঠ পর্যায়ের সকল সমস্যা সমাধান করে, সকলের প্রচেষ্টায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি একটি আধুনিক মাইক্রোফিন্যান্স প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে এবং বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের জন্য ভুমিকা রাখবে। এর জন্য প্রতিষ্ঠানের কর্মীদের আরো বেশি দক্ষ্য হিসেবে গড়ে তোলার জন্য প্রতিষ্ঠান সকল ধরনের ব্যবস্থা গ্রহন করবে,এর পাশাপাশি কর্মী অফিসাররা আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিজেকে আরো বেশি দক্ষ করে তুলে সচ্চতা জবাবদিহিতা নিশ্চিত করে প্রান্তিক মানুষের জন্য কাজ করে যাবেন। সমাবেশে প্রয়াসের যুগ্ম পরিচালক নাসের উদ্দীন, সহকারি পরিচালক জুলফিকার আলীসহ রাজশাহী, পবা, ভবানীগঞ্জ, আত্রাই, নাটোর জোনের প্রধানসহ বিভিন্ন ইউনিট অফিস এর মোট ১৬৩ জন্য মাঠকর্মী ও কর্মকর্তা গন অংশগ্রহণ করেন।
৬০তম জন্মদিনে প্রেমিকাকে প্রকাশ্যে আনলেন আমির খান

জন্মদিনে প্রেমিকাকে প্রকাশ্যে আনলেন আমির খান ৬০ বছরের জন্মদিন উপলক্ষে সংবাদমাধ্যমের সঙ্গে নিজের প্রেমিকা গৌরী স্প্রাটের পরিচয় করিয়ে দিলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। নিজের প্রাক-জন্মদিনের অনুষ্ঠানে আমির জানালেন, গত দেড় বছর ধরে তারা সম্পর্কে রয়েছেন। তবে গত কয়েক মাস ধরেই বেঙ্গালুরুনিবাসী এই মহিলার সঙ্গে আমিরের সম্পর্কের জল্পনা চলছিল। ভারতীয় সংবাদমাধ্যম আজকালের এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেতার জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে মুম্বাইয়ের এক হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করা হয়। সেখানেই সাংবাদিকদের সঙ্গে গৌরীর পরিচয় করিয়ে দেন আমির। তবে গৌরীর ছবি প্রকাশ না করার অনুরোধ করেন। তিনি জানান, নতুন সম্পর্ক যতটা সম্ভব ব্যক্তিগত রাখতে চান। আমির জানান, তারই প্রযোজনা সংস্থাতে কাজ করেন গৌরী। দীর্ঘ ২৫ বছর ধরে গৌরীর সঙ্গে যোগাযোগ আমিরের। কিন্তু একে অপরের প্রেমে পড়েছেন বছর দেড়েক আগে। গৌরীর সঙ্গে গত দেড় বছর ধরে লিভ-ইন করছেন তিনি। তামিল ও আইরিশ বংশোদ্ভূত গৌরীর একটি ছয় বছরের ছেলেও রয়েছে। এদিকে আমির খানের ৬০তম জন্মদিনে প্রেমের বিষয়ে জানানোর পর ভক্ত-অনুরাগীদের গৌরীকে একঝলক দেখতে মরিয়া হয়ে উঠবে এটা ভেবে তড়িঘড়ি করে একজন ব্যক্তিগত দেহরক্ষীও নিয়োগ করেছেন প্রেমিকার জন্য। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘আমরা মনস্থির করেছি এই সম্পর্ক নিয়ে এখন জনসমক্ষে বলার সময় এসেছে। ১৮ মাস ধরে আমরা সম্পর্কে। এরপর থেকে আমাদের আর আপনাদের কাছে কিছু লুকাতে হবে না।’ গৌরীর নাম প্রকাশ্যে আসার পর থেকেই যে তিনি আলোচনায় থাকবেন, এ কথা বিলক্ষণ বুঝতে পেরেছিলেন আমির। তাই আগেভাগেই একজন দেহরক্ষী নিযুক্ত করেন। এ প্রসঙ্গে আমির বলেন, ‘আমি গৌরীর কথা সকলকে জানানোর আগে থেকেই তার জন্য একজন দেহরক্ষী নিয়োগ করেছি। তবে এটা কেবল আমার নিজের মনের শান্তির জন্য করা।’ ভক্তদের সঙ্গে গৌরীকে পরিচয় করিয়ে দেওয়ারও পরিকল্পনা করেছেন আমির। অভিনেতা জানান, গৌরী এ সবের সঙ্গে তেমন অভ্যস্ত নন। তাই তাকে কিছুটা হলেও সব কিছুর জন্য প্রস্তুত করতে সময় লেগেছে। সংবাদমাধ্যমকে আমির জানান, গৌরীর সঙ্গে আগে শাহরুখ ও সালমানের পরিচয় করিয়ে দেন তিনি। তার পর বাকিদের জানান আমির। ২৫ বছর আগে বেঙ্গালুরুর এই কন্যার সঙ্গে পরিচয় অভিনেতার। দীর্ঘ বছরের এই পরিচয়ের পর বছর দেড়েক ধরে সম্পর্কে রয়েছেন অভিনেতা। তবে এখন সকলের মনে একটাই প্রশ্ন, প্রেমিকা গৌরীর সঙ্গে কি শীঘ্রই গাঁটছড়া বাঁধবেন আমির? নাকি এ ভাবেই কাটিয়ে দেবেন বাকি জীবন। প্রসঙ্গত, ১৯৮৬ সালে অভিনেত্রী রিনা দত্তকে বিয়ে করেছিলেন আমির। তাদের দুই সন্তান রয়েছেন জুনাইদ ও ইরা। ২০০২ সালে রিনার সঙ্গে দাম্পত্যে ইতি টেনেছিলেন অভিনেতা। এরপরই আমিরের সঙ্গে সম্পর্কে জড়ান তারই সহ-পরিচালক কিরণ রাও। ২০০৫ সালে বিয়ে করেছিলেন তারা। তবে ২০২১ সালে যৌথভাবে বিচ্ছেদ ঘোষণা করেছিলেন তারা। আমির ও কিরণেরও এক পুত্র রয়েছে, নাম আজাদ রাও খান। উল্লেখ্য, ‘লাল সিংহ চাড্ডা’ ছবিতে আমিরকে শেষ দেখা গিয়েছিল। তবে ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। ভবিষ্যতে তাকে দেখা যাবে ‘সিতারে জমিন পার’ ছবিতে। চলতি বছরের বড়দিনে মুক্তি পাবে সিনেমাটি।
জেলায় ২,৩২,৮৪৮ জন শিশুকে খাওয়ানো হলো ভিটামিন এ ক্যাপসুল

জেলায় ২,৩২,৮৪৮ জন শিশুকে খাওয়ানো হলো ভিটামিন এ ক্যাপসুল চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ৫৯ বয়সী ২ লক্ষ ৩২ হাজার ৮৪৮ জন শিশুকে উচ্চ ক্ষমতার ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এ উপলক্ষে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে জেলা হাসপাতালের ইপিআই কেন্দ্রে আজ সকাল সাড়ে ৯ টায় শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন, জেলা প্রশাসক আেব্দুস সামাদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ, সিভিল সার্জন ডা. এ.কে.এম শাহাব উদ্দীন, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক শুকলাল বৈদ্য, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মোহাম্মদ সুমন, জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুস সামাদ, সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই সুপারিনটেনডেন্ট এহেতেশামুল হকসহ অন্যরা। জেলার ৫টি উপজেলা ও ৪টি পৌরসভা এলাকার স্থায়ী, অস্থায়ী ও ভ্রাম্যমাণ ১ হাজার ২০৪ টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ক্যাপসুল খাওয়ানো হয়। এজন্য কাজ করে ২ হাজার ৭৮২ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী। যেসব শিশু অসুস্থ রয়েছে তারা সুস্থ হওয়ার পর ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানান সিভিল সার্জন ডা. এ.কে.এম শাহাব উদ্দীন।
ভুল সিগন্যালে রাজশাহীতে দুই ট্রেনের সংঘর্ষ

ভুল সিগন্যালে রাজশাহীতে দুই ট্রেনের সংঘর্ষ রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় ধূমকেতু এক্সপ্রেস ও বাংলাবান্ধা এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, দুই ট্রেনের একটি পরিষ্কারের জন্য ওয়াশপিটে যাচ্ছিল, অন্যটি ওয়াশপিট থেকে বের হচ্ছিল। যাত্রীবিহীন থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে সংঘর্ষের ফলে উভয় ট্রেনের একটি করে বগি লাইনচ্যুত হয়ে পড়েছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম বলেন, ওয়াশপিটে পরিষ্কারের পর বের হচ্ছিল বাংলাবান্ধা এক্সপ্রেস। তখন ভুল সিগন্যালের কারণে পাশের লাইন দিয়ে ঢুকে যায় ধূমকেতু এক্সপ্রেস। এ সময় দুটি ট্রেনের সাইড কলিউশন হয়। পাশাপাশি সংঘর্ষের ফলে উভয় ট্রেনের একটি করে বগি লাইন থেকে নেমে যায়। তবে, যাত্রী না থাকায় কেউ আহত হননি।