ব্যাংককে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

ব্যাংককে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন বিমসটেক সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ব্যাংককে পৌঁছেছেন। আজ স্থানীয় সময় দুপুর ১২টায় প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সুবর্ণ ভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংযুক্ত মন্ত্রী জিরাপরন সিন্দোপ্রাই। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এসব তথ্য জানা যায়। সকাল ৮টা ৫৫ মিনিটে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশে যাত্রা করে। বিমসটেক সম্মেলন ২ থেকে ৪ এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে।

যুক্তরাষ্ট্রের পণ্যের শুল্ক পর্যালোচনা করছে বাংলাদেশ

  যুক্তরাষ্ট্রের পণ্যের শুল্ক পর্যালোচনা করছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের শুল্ক পর্যালোচনা করছে বাংলাদেশ। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর দ্রুত শুল্ক যৌক্তিকীকরণের বিকল্পগুলো চিহ্নিত করছে, যা এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সহায়ক হবে। আজ এক বিবৃতিতে এমনটি জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। আগের দিনই যুক্তরাষ্ট্র দেশে দেশে নতুন করে শুল্ক বসানর পদক্ষেপের কথা জানায়। যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব পণ্যের ওপর ব্যাপক হারে আমদানি শুল্ক আরোপের পরিকল্পনা জানিয়েছেন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর অংশ হিসেবে বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক বসছে। এতদিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক ছিল।

বিসিবির চুক্তি থেকে নাম প্রত্যাহার করেছেন জাহানারা

বিসিবির চুক্তি থেকে নাম প্রত্যাহার করেছেন জাহানারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন অলরাউন্ডার জাহানারা আলম। জাতীয় দলে খেলার জন্য এখনো মানসিক ভাবে ফিট না হওয়ায়, জাহানারার অনুরোধে ক্রিকেট বোর্ড তাকে চুক্তি থেকে বাদ দেয়। অস্ট্রেলিয়া থেকে এই বিষয়টি নিশ্চিত করেছেন জাহানারা। চুক্তি অনুযায়ী চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বেতন-ভাতা পাবেন জাহানারা। মার্চ থেকে তিনি আর চুক্তিতে থাকছেন না। গত ৭ মার্চ জাহানারার বর্তমান অবস্থা জানতে তাকে বিসিবির নারী বিভাগ থেকে মেইল করা হয়। সেই সময় জাহানারা বিসিবিকে জানান, তিনি এখনো খেলার মতো অবস্থায় নেই। তাই যেন তাকে চুক্তি থেকে বাদ দেওয়া হয়। মুঠোফোনে জাহানারা বলেন, “আমি আরও আগেই জানিয়েছিলাম চুক্তিতে না রাখতে। কিছুদিন আগে আমার কাছে মেইল করে বিসিবি। আমি জানিয়েছি, এখনো জাতীয় দলে খেলার অবস্থা নেই। কিছু সময় লাগবে। আর চুক্তিতে যেন না রাখে সেটাও বলেছি।” সিডনি ক্রিকেট ক্লাবের আমন্ত্রণে জাহানারা অস্ট্রেলিয়া যান। সেখানে ক্লাবটির হয়ে বিভিন্ন টুর্নামেন্টে নিয়মিত খেলছেন বাংলাদেশি এই তারকা ক্রিকেটার।

মনে হয়েছিল সব শেষ- বললেন সারা

মনে হয়েছিল সব শেষ- বললেন সারা বলিউড অভিনেতা সাইফের উপর হামলার খবর মধ্যরাতে পান বড় মেয়ে সারা আলি খান। সেই মুহূর্তে ঠিক কী করা উচিত বুঝে ওঠার আগেই একের পর এক ফোন। আসতে থাকে নানা আপডেট। এমন রাত আগে কখনও আসেনি তার জীবনে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে বাবার উপর হামলার দিনের ঘটনা বর্ণনা করেন সারা। হামলার পরের দিন সকালেই হাসপাতালে ছুটে গিয়েছিলেন তিনি। কয়েকটা দিন যে কতটা অনিশ্চয়তার মধ্যে কেটেছে সারার, সে কথাও জানান। সাক্ষাৎকারে সারা বলেন, ‘আমি ভেঙে পড়েছিলাম। সত্যি বলতে আর কিছু মনে পড়ছে না। এতটাই ভয় পেয়েছিলাম যে পাথরের মতো হয়ে গিয়েছিলাম। বাবাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখন ওই ১৫ থেকে ২০ মিনিট সময়টা গোটা জীবনের মতো মনে হয়েছিল। তারপর ধীরে ধীরে হাসপাতাল থেকে আপডেট পেয়ে স্বস্তি পাই।’ বাবাকে যে দিন হাসপাতাল থেকে হাসি মুখে বেরিয়ে আসতে দেখেন, সেই দিন খানিক স্বস্তি পেয়েছিলেন সারা। সারা আরও বলেন, ‘তিনি ঠিক এমনই। এটাই তার স্বভাব এবং চার সন্তানের বাবা হিসেবে তাকে দেখাতেই হতো যে তিনি একদম ঠিক আছেন। বাবা সবসময়ই একজন ফাইটার। কখনও হাল ছাড়েন না। তাই বাবা হিসেবে তিনি দেখানোর চেষ্টা করেন সব ঠিক আছে। আমিও এটা বাবার থেকেই শিখেছি।’ চাপের মধ্যেও সাইফ জানেন কীভাবে নিজেকে শান্ত রাখতে হয়। তাই সারার কথায়, ‘আতঙ্কের পরিস্থিতিতে বাবা অন্যদের তুলনায় অনেক ভালো। আমি তো প্রথমেই আতঙ্কিত হয়ে যাই। কাঁদতে থাকি।’ প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি মধ্যরাতে সাইফ আলি খানের মুম্বইয়ের বাড়িতে ঢুকে পড়ে এক দুষ্কৃতী। একের পর এক ছুরিকাঘাত করেন অভিনেতাকে। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করাতে হয় তাকে।

 আবারও বিয়ের গুঞ্জন র দক্ষিণী তারকা প্রভাসের

আবারও বিয়ের গুঞ্জন র দক্ষিণী তারকা প্রভাসের ভারতের দক্ষিণী সিনেমার তারকা প্রভাস রাজু অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলে যে গুঞ্জন ছড়িয়েছিল, সেটি ‘সত্যি নয়’ বলে নিশ্চিত করেছে অভিনেতার মিডিয়া টিম। টিমের পক্ষ থেকে বলা হচ্ছে, এই খবর একেবারেই অসত্য। নায়কের বিয়ে নিয়ে এ ধরনের গুঞ্জন সত্যি হিসেবে ধরে না নিতে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে। গত কয়েক বছর ধরে ৪৬ বছর বয়সী প্রভাসকে নিয়ে নানা রকমের গুঞ্জন রটেছে। দক্ষিণী অভিনেত্রী আনুশকা শেঠির সঙ্গে নাম জড়িয়েছিল প্রভাসের, বিয়ের গুঞ্জনও শোনা গিয়েছিল। ‘আদিপুরুষ’ সিনেমা করার সময় হিন্দি সিনেমার অভিনেত্রী কৃতি শ্যাননের সঙ্গেও নাম জড়ায় প্রভাসের। এবার কদিন আগে সোশাল মিডিয়াসহ ভারতের মূলধারার বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, হায়দরাবাদের এক প্রভাবশালী ব্যবসায়ীর মেয়ের সঙ্গে বিয়ে হচ্ছে প্রভাসের। সম্বন্ধের সেই বিয়ের প্রস্তুতিও নাকি অনেকটা এগিয়ে গিয়েছে। কিন্তু সেই সব কেবলই রটনা বলে জানিয়ে দিল নায়কের মিডিয়া টিম। এর আগে প্রভাস ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, “মানুষ যখন আমার বিয়ে নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, তখন আমি বিরক্ত হই না। আমি বুঝি আমার জন্য উদ্বেগ থেকেই এটা করেন তারা।“

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল হিজরি ১৪৪৬ সনের পবিত্র শাওয়াল মাস মাস গণনা শুরু এবং পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আগামীকাল সভা করার দিন ঠিক করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। আজ ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বাদ মাগরিব সন্ধ্যা সাড়ে ৬টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে কমিটির সভা অনুষ্ঠিত হবে। এতে ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্ব করার কথা রয়েছে। ওই দিন দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, শীর্ষে চিয়াংমাই

  ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, শীর্ষে চিয়াংমাই বাংলাদেশের জনবহুল শহর ঢাকার বাতাসের মানে ছুটির দিনেও কোনো উন্নতি নেই। তারই ধারাবাহিকতায় আজ ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। আজ সকাল ১০টায় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য বলছে, ১৫৮ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ৪র্থ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। একই সময়ে ১৮৮ স্কোর নিয়ে প্রথম স্থানে আছে থাইল্যান্ডের শহর চিয়াংমাই। এছাড়াও একই তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা নেপালের রাজধানী কাঠমান্ডুর স্কোর ১৭৬ এবং ১৬১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আছে ভারতের রাজধানী দিল্লি।  

২০২৫ সালের প্রথম সূর্যগ্রহণ আজ

২০২৫ সালের প্রথম সূর্যগ্রহণ আজ আজ ঘটতে চলেছে ২০২৫ সালের প্রথম সূর্যগ্রহণ। এটি আংশিক সূর্যগ্রহণ, যা বিশ্বের নির্দিষ্ট কিছু অঞ্চলে দৃশ্যমান হবে। নাসার তথ্য অনুযায়ী, এই গ্রহণটি ইউরোপ, এশিয়া, আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকার কিছু অংশ এবং আর্কটিক অঞ্চলে দৃশ্যমান হবে। বাংলাদেশ ও ভারত থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না। গ্রহণের সময় চাঁদের ছায়া বাংলাদেশের ওপর পড়বে না, তাই এটি দৃশ্যমান হবে না। বাংলাদেশের সময় অনুযায়ী, গ্রহণটি দুপুর ২টা ৫০ মিনিটে শুরু হয়ে সন্ধ্যা ৬টার৪৩ মিনিটে শেষ হবে। এটি সর্বোচ্চ অবস্থানে থাকবে বিকেল ৪টা ৪৭ মিনিটে। এটি বাংলাদেশীদের জন্য দৃশ্যমান হবে না। তবে নিউ ইয়র্ক, বোস্টন, মন্ট্রিয়াল ও কুইবেক শহরসহ আফ্রিকা, সাইবেরিয়া, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এবং ইউরোপের কিছু অঞ্চলে গ্রহণটি দেখা যাবে। এ বছর দুটি সূর্যগ্রহণ হবে-একটি ২৯ মার্চ এবং অপরটি ২১ সেপ্টেম্বর।

ঈদের তারিখ জানাল অস্ট্রেলিয়া

ঈদের তারিখ জানাল অস্ট্রেলিয়া সবার আগে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দেশটিতে আগামী সোমবার ৩১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আজ দেশটির ফতোয়া পরিষদ এই ঘোষণা দিয়েছে। খালিজ টাইমসের খবরে বলা হয়, ভৌগলিক অবস্থানের কারণে বিশ্বে সবার আগে ঈদের ঘোষণা দিয়ে থাকে অস্ট্রেলিয়া। এ বছর সবার আগে রমজান মাস শুরুর ঘোষণাও দিয়েছিল তারা।

ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে

ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা ছাড়িয়ে ১ হাজার ২ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৭৬ জনে। আজ দেশটির জান্তা সরকার এ কথা জানায়। মিয়ানমারের মান্দালয় থেকে এএফপি আজ এ খবর জানায়। সামরিক জান্তার এক বিবৃতিতে বলা হয়েছে, গতকালকের শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ১০০২ জনের মৃত্যু এবং ২ হাজার ৩শ’৭৬ জন আহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। গতকাল দেশটিতে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।