ছুটির দিনে আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

ছুটির দিনে আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর ঢাকার বাতাসের মানে ছুটির দিনেও কোনো উন্নতি নেই। এই শহরের বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। বিশ্বের দূষিত শহরের তালিকায় বেশির ভাগ সময়ই শীর্ষ ১০ শহরের মধ্যে অবস্থান করে ঢাকা। আজ সকাল ৯ টা নাগাদ আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৩৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১২তম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। একই সময়ে, ৭২২ স্কোর নিয়ে প্রথম স্থানে আছে ইরাকের রাজধানী বাগদাদ। এছাড়াও একই তালিকায় ৩৬০ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে আছে কুয়েতের রাজধানী কুয়েত সিটি। তৃতীয় অবস্থানে থাকা সৌদি আরবের রাজধানী রিয়াদের স্কোর ২৩৮ এবং রাজধানী ঢাকা ১৩৪ স্কোর নিয়ে ১২তম অবস্থানে রয়েছে।
বাংলাদেশ পুলিশের নতুন লোগো প্রকাশ

বাংলাদেশ পুলিশের নতুন লোগো প্রকাশ বাংলাদেশ পুলিশের নতুন লোগো প্রকাশ করা হয়েছে। এতে আছে জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ এবং পাটপাতা। পাটপাতার ওপরে লেখা আছে ‘পুলিশ’ শব্দটি। গতকাল পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিক) নাসিমা বেগম স্বাক্ষরিত এক অফিশিয়াল চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের বিদ্যমান মনোগ্রাম বা লোগো পরিবর্তনের গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নতুন মনোগ্রাম বা লোগো চূড়ান্ত করা হয়েছে। তা ইতোমধ্যে কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়ে প্রজ্ঞাপন জারির অপেক্ষায় আছে। এজন্য জেলা বা ইউনিটে ব্যবহৃত পতাকা, সাইনবোড, ইউনিফর্মসহ অন্যান্য সামগ্রী পরবর্তীত মনোগ্রাম বা লোগো ব্যবহারের নিমিত্তে প্রস্তুত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। প্রজ্ঞাপন জারি হওয়ামাত্রই এটি যথাযথভাবে ব্যবহার করতে হবে।
ভারতে ঝড়-বজ্র ও ভারী বৃষ্টিতে ৮১ জনের মৃত্যু

ভারতে ঝড়-বজ্র ও ভারী বৃষ্টিতে ৮১ জনের মৃত্যু ভারতে ভারী বৃষ্টিসহ ঝড়ের তা-ব ও বজ্রপাতে বিহার, উত্তর প্রদেশে এবং পশ্চিমবঙ্গে ৮১ জনের মৃত্যু হয়েছে; সেই সঙ্গে ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত ৪৮ ঘণ্টায় বিহারে অন্তত ৫৮, উত্তরপ্রদেশে ২২ এবং পশ্চিমবঙ্গে একজনের মৃত্যু হয়েছে। তবে বিহার ও উত্তর প্রদেশে মৃত্যুর সংখ্যা বাড়ার আশঙ্কা করছে রাজ্য দুটির প্রশাসন। বিহারের রাজ্য সরকারের দেয়া তথ্য অনুযায়ী, নালন্দা জেলাতেই অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। ভোজপুরে ৫ জন এবং গয়া জেলায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া পটনা, গোপালগঞ্জ, মুঙ্গের, সমস্তীপুর, জেহানাবাদ, মুজাফফরপুর, আরারিয়া ও বেগুসরাইয়ে মৃত্যুর খবর রয়েছে। বজ্রপাতে নিহতদের পরিবারকে ৪ লাখ টাকা করে আর্থিক সাহায্য দেয়ার কথা বলেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। সরকারি কর্মকর্তাদের দেয়া তথ্য অনুযায়ী, বিহারে এর আগে বজ্রাপাতে এত মানুষের মৃত্যুর নজির নেই।
পিএসএলের প্রাইজমানির তালিকা প্রকাশ শুরু আজ থেকে

পিএসএলের প্রাইজমানির তালিকা প্রকাশ শুরু আজ থেকে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ থেকে মাঠে গড়াচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম সংস্করণ। তার আগে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির প্রাইজমানি ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি। ৬ দলের এই টুর্নামেন্টে শুধু চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের পুরস্কারের আর্থিক মূল্য প্রকাশ করেছে পিসিবি। চ্যাম্পিয়ন দল ৫ লাখ ডলার বা ৬ কোটি টাকার বেশি এবং রানার্স-আপের জন্য বরাদ্দ ২ লাখ ডলার বা প্রায় আড়াই কোটি টাকা। আজ থেকে শুরু হওয়া টুর্নামেন্টে প্রথম ম্যাচে শাহীন আফ্রিদির লাহোর কালান্দার্স মুখোমুখি হবে শাদাব খানের ইসলামাবাদ ইউনাইটেডের।
আইপিএলে ইতিহাস গড়লেন কোহলি

আইপিএলে ইতিহাস গড়লেন কোহলি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে বাউন্ডারির দিক দিয়ে আগেই শীর্ষে ছিলেন বিরাট কোহলি। এবার নতুন এক মাইলফলকে পৌঁছে গড়লেন অনন্য রেকর্ড। গতকাল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে খেলতে নেমে আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১ হাজার বাউন্ডারি হাঁকানোর কীর্তি গড়েছেন তিনি। ২৫৭ ম্যাচে তার সংগ্রহ ৭২১ চার ও ২৭৯ ছক্কা। চলতি আইপিএলের পঞ্চম ম্যাচে ঘরের মাঠে দিল্লির বিপক্ষে ১৪ বল মোকাবেলায় ১ চার ও ২ ছক্কায় ২২ রান করে এই মাইলফলক স্পর্শ করেন কোহলি। ম্যাচ শুরুর আগে তার প্রয়োজন ছিল মাত্র দুটি বাউন্ডারি। আইপিএলের বাউন্ডারি তালিকায় কোহলির পেছনে রয়েছেন শিখর ধাওয়ান ৯২০, ডেভিড ওয়ার্নার ৮৯৯ ও রোহিত শর্মা ৮৮৫।
চাঁপাইনবাবগঞ্জে ১৭০০ কোটি টাকার বাঁধ নির্মাণ প্রকল্প গ্রহণ পাউবো’র

চাঁপাইনবাবগঞ্জে ১৭০০ কোটি টাকার বাঁধ নির্মাণ প্রকল্প গ্রহণ পাউবো’র শিবগঞ্জে প্রায় ২৫ কিলোমিটার পদ্মা নদীর ভাঙন কবলিত এলাকা রক্ষায় ১৭০০ কোটি টাকার স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। আজ দুপুরে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের দোভাগী, ঝাইলপাড়া গ্রামে পদ্মা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে এসব কথা জানিয়েছেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ। তিনি আরো বলেন-আপনারা দেখতেই পাচ্ছেন, পদ্মার নদীর ভাঙনের কারণে এই এলাকাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। গত কয়েক বছর ধরে নদী ভাঙনের কারণে খুবই খারাপ অবস্থায় রয়েছে। পদ্মা নদীর অন্যান্য এলাকায় পাড় বেঁধে ফেলা হয়েছে। বাকি ২৫ কিলোমিটার এলাকায় ভাঙন প্রতিরোধে স্থায়ীভাবে বাঁধ নির্মাণের জন্য প্রকল্প হাতে নেয়া হয়েছে। এমনকি প্রকল্পের সম্ভাব্যতা যাচাই সম্পন্ন হয়েছে। আমরা আশাবাদী, সরকার অনুমোদন দিলেই দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করা যাবে। ২৫ কিলোমিটার এলাকায় নদী রক্ষা বাঁধ নির্মাণ হলে পদ্মা নদীতে আর কোনো পাড় বাঁধায়ের কাজ থাকবে না এবং এতে ফসলী জমি ও বসতবাড়ি রক্ষা করা যাবে। বস্থায়ীভাবে বসতবাড়ি ও ফসলী জমি রক্ষার জন্য এই বড় প্রকল্পটি প্রয়োজন আছে এবং সরকারও এই অর্থের সংস্থান করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন অতিরিক্ত সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব বলেন, প্রকল্পের আওতায় সদর ও শিবগঞ্জ উপজেলার ২৫ কিলোমিটার পদ্মা নদীর এলাকাজুড়ে বাঁধ নির্মাণ করা হবে। এরমধ্যে ৪ কিলোমিটার নদী ড্রেজিং কার্যক্রম অন্তর্ভুক্ত করা হয়েছে এই প্রকল্পে। আশা করছি, আগামী বর্ষা মৌসুমের আগেই প্রকল্পের চূড়ান্ত অনুমোদন পেতে বাকি সকল ধাপ সম্পন্ন করতে পারব। প্রকল্পটি বাস্তবায়ন হলে এই এলাকার লোকজন স্থায়ীভাবে নদী ভাঙন থেকে রক্ষা পাবে। নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে অতিরিক্ত সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আব্দুস সামাদ, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী, চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীবসহ অন্যরা।
চাঁপাইনবাবগঞ্জের বিনোদন স্পটগুলো শিশুদের কলকালিতে মুখরিত

চাঁপাইনবাবগঞ্জের বিনোদন স্পটগুলো শিশুদের কলকালিতে মুখরিত চাঁপাইনবাবগঞ্জে ঈদুল ফিতরের দিন থেকেই বিনোদন স্পটগুলো সকল বয়সের মানুষের ভিড়ে মুখরিত থাকছে। দুপুর গড়ানোর পর থেকে ছোট্ট সোনামণিদের নিয়ে পরিবারের লোকেরা ভিড় করছেন। ঈদের ছুটিতে আসা পরিবার পরিজনদের সঙ্গে সময় কাটাতে বিনোদন স্পটগুলোতে আসছেন জেলার বাইরে থাকা মানুষ। চাঁপাইনবাবগঞ্জে জেলা শহরে শিশুদের বিনোদনের প্রধান আকর্ষণীয় স্থান কালেক্টরেট শিশু পার্ক ও জোসনারা শিশু পার্ক। বিকেল থেকে রাত পর্যন্ত দর্শনার্থীদের পদচারণায় মুখর থাকছে বিনোদন স্পটদুটি। এ ছাড়াও ‘শেখ হাসিনা সেতু’ ‘বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু’, ‘বারঘরিয়া দৃষ্টিনন্দন পার্ক’, ‘সোনামসজিদ, তাহখানা, নাচোল স্বপ্নপল্লী, আতাহার নয়ানগরের বিনোদন পার্ক, বাবুডাইং, এগ্রো পার্কসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় জমাচ্ছেন জেলাবাসী।
রবিবার থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু

রবিবার থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু ঈদুল ফিতরের টানা ৯ দিন বন্ধ থাকার পর আগামী ৬ এপ্রিল রবিবার থেকে আবার শুরু হচ্ছে ট্রেডিং কর্পোরোশর অব বাংলাদেশ টিসিবির সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম। স্মার্ট কার্ডধারী ৬০ লাখ পরিবারের মাঝে প্রতি মাসে পণ্য বিক্রি করে টিসিবি। স্মার্ট কার্ড ছাড়া সর্বসাধারণের জন্য ট্রাকে করেও তেল, ডাল, চিনি বিক্রি করে সংস্থাটি। টিসিবি সূত্রে জানা গেছে, ঈদের আগে সর্বশেষ গত ২৭ মার্চ পর্যন্ত সাশ্রয়ী দামে পণ্য বিক্রি কার্যক্রম চালিয়েছিলেন তারা। সরকারি ছুটি শেষে ৬ এপ্রিল আবার এ কার্যক্রম শুরু হবে।
পশ্চিমবঙ্গে ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল

পশ্চিমবঙ্গে ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল পশ্চিমবঙ্গের ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল করেছে ভারতের সুপ্রিম কোর্ট। নিয়োগ প্রক্রিয়ায় কারচুপির দায়ে তাদের চাকরি বাতিল হয়েছে বলে আজ জানিয়েছে সর্বোচ্চ আদালত। আনন্দবাজার অনলাইন খবরে এ কথা বলা হয়েছে। ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনে (এসএসসি) শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে কলকাতা হাই কোর্ট এই সংক্রান্ত শুনানির পর ২০১৬ সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াই বাতিল করে দিয়েছিল। এর ফলে ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি যায়। পশ্চিমবঙ্গ সরকার এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোটের দ্বারস্থ হয়। গত ১০ ফেব্রুয়ারি শীর্ষ আদালতে শেষ হয় এই মামলার শুনানি। গতকাল সুপ্রিম কোর্ট যে তালিকা প্রকাশ করে, তাতে বলা হয়েছিল, আজ র সকালে ২৬ হাজার চাকরি বাতিল মামলার রায় ঘোষণা করা হবে। সেইমতোই ঘোষণা হয় রায়।
পাঁচ টেস্ট, তিন ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টি খেলবে ভারত

পাঁচ টেস্ট, তিন ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টি খেলবে ভারত চলতি বছর ঘরের মাঠে ভারতের সিরিজের সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড বিসিসিআই। সূচিতে দেখা গেছে ২০২৫ সালে নিজেদের মাঠে ভারত চারটি টেস্ট, তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে। আইপিএল শেষে ভারত পাঁচ ম্যাচ টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাবে। এরপর ভারত ঘরের মাঠে আতিথ্য দিবে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকাকে সেটি অক্টোবর ও নভেম্বরে। ২ অক্টোবর আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হবে টেস্ট সিরিজ। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে কলকাতায় ১৪ অক্টোবর থেকে। এরপর দক্ষিণ আফ্রিকাকে আতিথ্য দিবে ভারত। সেখানে প্রোটিয়াদের বিপক্ষে তারা টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষের টেস্ট সিরিজে গৌহাটিতে প্রথমবারের মতো টেস্ট অনুষ্ঠিত হবে।