একজনের ওপরে নজরদারি করতে চান সামান্থা

একজনের ওপরে নজরদারি করতে চান সামান্থা প্রেম করে বিয়ে করছিলেন কিন্তু সেই বিয়ে স্থায়ী হয়নি সামান্থা রুথ প্রভুর। শোভিতা ধুলিপালার সঙ্গে নাগা চৈতন্যের ঘনিষ্ঠতা বাড়তে থাকায় বিচ্ছেদ হয়েছিল তাদের। স্বামী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়াচ্ছেন কি না, এই বিষয়ে কখনও জানার চেষ্টা করেছিলেন কি না, নাগার চলাফেরায় কখনও নজরদারি করেননি, সম্প্রতি এমন প্রশ্নের মুখোমুখি হতে হয় অভিনেত্রীকে। ‘সিটাডেল: হানি বানি’ ওয়েব সিরিজে এক গুপ্তচরের চরিত্রে অভিনয় করেছেন সামান্থা। কিন্তু বাস্তবে আড়ি পাতা বা কারও উপর নজরদারি, এ সব কিছুই করেননি তিনি। তবে এক পুরনো সাক্ষাৎকারে আক্ষেপ করে সামান্থা জানিয়েছিলেন, একজনের ওপরে তার নজরদারি চালানো উচিত ছিল। সেই ভিডিও ছড়িয়ে পড়েছিল নেটপাড়ায়। প্রশ্ন উঠেছিল, সামান্থা কি নাগা চৈতন্যের কথা বলছেন? সামান্থা সেই সাক্ষাৎকারে বলেছিলেন, গুপ্তচরের কোনও গুণাগুণ আমার মধ্যে নেই। তবে থাকলে ভালো হত। একজনের উপরে আমি নজরদারি করতাম। হাসতে হাসতেই এই মন্তব্য করেছিলেন অভিনেত্রী। এই মন্তব্য ছড়িয়ে পড়তেই সামান্থার এক অনুরাগী লিখেছিলেন, আমি নিশ্চিত। সামান্থা সম্পর্কে প্রতারিত হয়েছেন। তবে সেই কথা তিনি প্রকাশ্যে বলবেন না। প্রসঙ্গত, ২০২১ সালে দাম্পত্যে ইতি টেনেছিলেন সামান্থা ও নাগা চৈতন্য। গত বছর শোভিতা ধুলিপালাকে বিয়ে করেছেন নাগা। তবে সামান্থা এখনও একা। সব শেষ তাকে দেখা গেছে ‘সিটাডেল: হানি বানি’ ওয়েব সিরিজেই।
আজ টেনিস তারকা মারিয়া শারাপোভার জন্মদিন

আজ টেনিস তারকা মারিয়া শারাপোভার জন্মদিন রাশিয়ান টেনিস তারকা মারিয়া শারাপোভার জন্মদিন আজ। শারাপোভা ১৯৮৭ সালের ১৯ এপ্রিল রাশিয়ার নায়াগানে জন্মগ্রহণ করেন। সাবেক নাম্বার ওয়ান টেনিস তারকা তিনি। টেনিস কোর্টে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে সৃষ্টি করেছেন অসংখ্য ভক্ত-সমর্থক। রাশিয়ান লাস্যময়ী টেনিস তারকা মারিয়া শারাপোভা। টেনিস খেলা শুরু করেন একেবারে ছোটবেলা থেকে। মূলত ২০০০ সালে এডি হার আন্তর্জাতিক জুনিয়র টেনিস প্রতিযোগিতার শিরোপা জয়ের মধ্য দিয়ে তার টেনিস ক্যারিয়ার শুরু। পরের বছর পেশাদার টেনিস খেলোয়াড় হিসেবে নাম লেখান প্যাসিফিক লাইফ ওপেন টেনিসে। বর্তমানে নয় নাম্বার র্যাঙ্কিংয়ে থাকা এই টেনিস তারকা শুধু খেলা দিয়েই নয়, অত্যন্ত ফ্যাশন সচেতনতার জন্যও ব্যাপক পরিচিত। মাত্র ১৪ বছর বয়সে পেশাদার টেনিসে নাম লেখানোর পর জিতেছেন অসংখ্য শিরোপা। এখন পর্যন্ত তিনি পাঁচটি গ্রান্ডস্ল্যামসহ জিতেছেন চৌত্রিশটি ডব্লুউটিএ এককের শিরোপা। রাশিয়ার এক নম্বর এই টেনিস তারকা জিতেছেন দুটি ফ্রেঞ্চ ওপেনে আর একটি করে উইম্বলডন, ইউএস ওপেন ও অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা। টেনিসে অসাধারণ প্রতিভার জন্য ২০১১ সালে তিনি বিশ্বের সেরা ৩০ জন প্রমীলা টেনিস খেলোয়াড়ের তালিকায় জায়গা করে নেন। পরের বছরেই জায়গা করে নেন সর্বকালের সেরা একশ টেনিস তারকার তালিকায়। বেশ কয়েক বছর ধরে কোর্টের বাইরে এই টেনিস সেনসেশন বিশ্বের নামী ব্র্যন্ডের মডেল হিসেবেও কাজ করে আসছেন। ২০০৭ সালে জাতিসংঘের ডেভলপমেন্ট প্রোগ্রম-এর শুভেচ্ছা দুত হিসেবেও নিযুক্ত হন শারাপোভা।
ডিআর কঙ্গোতে অগ্নিকাণ্ডের পর নৌকা ডুবে নিহত ১৪৩

ডিআর কঙ্গোতে অগ্নিকাণ্ডের পর নৌকা ডুবে নিহত ১৪৩ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে জ্বালানি বহনকারী একটি নৌকায় আগুন লেগে ডুবে যাওয়ার পর অন্তত ১৪৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরো বহু মানুষ আহত হয়েছেন বলে গতকাল শুক্রবার কর্মকর্তারা জানিয়েছে। উত্তর-পশ্চিম অঞ্চলের জাতীয় ডেপুটিদের একটি প্রতিনিধিদলের প্রধান জোসেফাইন-প্যাসিফিক লোকুমু জানিয়েছেন, গত মঙ্গলবার উত্তর-পশ্চিম কঙ্গো নদী দিয়ে কাঠের একটি নৌকায় শত শত যাত্রী মাতানকুমু বন্দর থেকে বোলোম্বা অঞ্চলের দিকে যাচ্ছিল। এ সময় ইকুয়েটুর প্রদেশের রাজধানী এমবান্ডাকা শহরের কাছে পৌঁছলে নৌকাটিতে আগুন ধরে যায় এবং ডুবে যায়। লোকুমু এএফপিকে বলেন, গত বুধবার ১৩১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার ও শুক্রবার আরো ১২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের শরীর পুড়ে গেছে। স্থানীয় নাগরিক সমাজের নেতা জোসেফ লোকন্ডো বলেন, ১৪৫ জন নিহত হয়েছেন বলে মনে হচ্ছে, কিছু পুড়ে গেছে, অন্যরা ডুবে গেছে বলে তিনি উল্লেখ করেছেন। মৃতদেহগুলো দাফন করতে সাহায্য চেয়েছেন তিনি। লোকুমু জানান, নৌকায় রান্না করার সময় আগুন থেকে জ্বালানি বিস্ফোরণের ফলে আগুন লেগেছে। যার ফলে অনেক শিশু এবং নারী নিহত হয়েছেন। ধ্বংসপ্রাপ্ত জাহাজটিতে মোট কতজন যাত্রী ছিল তা জানা যায়নি। তবে লোকুমু বলেছিলেন, শত শত যাত্রী ছিল। কিছু যাত্রীকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কিছু পরিবার এখনো তাদের প্রিয়জনের খবর জানতে চাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিও ফুটেজে দেখা গেছে, তীর থেকে অনেক দূরে আটকে থাকা একটি লম্বা নৌকা থেকে আগুনের শিখা বের হচ্ছে এবং ছোট জাহাজে থাকা লোকজন তা দেখছে। মধ্য আফ্রিকার একটি বিশাল দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো রাস্তার অভাবে ভুগছে। ফলস্বরূপ প্রায় সবাই হ্রদ, কঙ্গো নদী এবং এর উপনদী দিয়ে ভ্রমণ করে থাকেন। যেখানে প্রায়ই জাহাজডুবির ঘটনা ঘটে এবং বহু মানুষের মৃত্যু হয়। যাত্রীদের তালিকা না থাকায় অনুসন্ধান কার্যক্রম জটিল হয়ে পড়ে এসব ক্ষেত্রে। ২০২৩ সালের অক্টোবরে, ইকুয়েডরে একটি নৌকা ডুবে যাওয়ায় কমপক্ষে ৪৭ জন মারা যায়। স্থানীয় কর্তৃপক্ষের মতে, গত বছরের অক্টোবরে পূর্ব কঙ্গোর কিভু হ্রদে একটি নৌকা ডুবে ২০ জনেরও বেশি লোক মারা যায়। ২০১৯ সালে কিভু হ্রদে আরেকটি জাহাজডুবির ঘটনায় প্রায় ১০০ জনের প্রাণহানির ঘটনা ঘটে।
মেয়ের প্রেমের কথা শুনলে বন্দুক তুলবেন অজয়

মেয়ের প্রেমের কথা শুনলে বন্দুক তুলবেন অজয় বলিউডের সফল তারকা জুটি কাজল- অজয় দেবগন। তাদের একমাত্র কন্যা নাইসা দেবগন এখনও অভিনয়ে আসেনি, কিন্তু এই স্টারকিডকে নিয়ে চর্চার শেষ নাই নেটদুনিয়ায়। প্রায়ই বন্ধুদের সঙ্গে মুম্বাইয়ের রেস্তরাঁ থেকে নৈশভোজ সেরে বের হতে দেখা যায় নাইসাকে। সেই সব ভিডিও স্যোশাল মিডিয়ায ছড়িয়ে পড়ে মুহূর্তেই। কিছু ভিডিও তাকে মাদকাসক্ত হিসেবেও দেখা গিয়েছে বলে দাবি নেটিজেনদের। এ বার মেয়ের প্রেমের বিষয়ে মুখ খুললেন স্বয়ং কাজল। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাতকারে কাজল জানান, প্রেমের বিষয়ে পরামর্শ নিতে কন্যা তার কাছেই আসেন। বাবার সামনে প্রেম নিয়ে আলোচনা করার সাহস নেই নাইসার। কন্যার প্রেমের কথা শুনলে নাকি হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকবেন অজয়! কাজলকে প্রশ্ন করা হয়েছিল, প্রেম-ভালবাসার বিষয়ে ছেলেমেয়েরা কার সঙ্গে কথা বলতে স্বচ্ছন্দ বোধ করেন? উত্তরে কাজল বলেছিলেন, ‘আমি নিশ্চিত, নাইসা কখনওই ওর বাবার কাছে প্রেমিক বা প্রেম নিয়ে কোনও কথা বলতে যাবে না। এই সব শুনলে হয়তো অজয় হাতে বন্দুক তুলে নিয়ে প্রশ্ন করবে, ‘ছেলেটা কোথায়? এখনই ছেলেটাকে সামনে নিয়ে এসো’।’ এই ভেবেই বাবাকে নিজের প্রেম-জীবনের কথা বলার সাহস পান না নাইসা। তবে পুত্র যুগ আবার বাবার সঙ্গে বেশি স্বচ্ছন্দ। এর আগে অজয় এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, পুত্র তার সঙ্গেই প্রেম সংক্রান্ত সব বিষয় নিয়ে আলোচনা করে। যুগের বয়স ১৪ পেরিয়েছে। কিশোর বয়সের প্রেম নিয়ে কোনও কথা বলে সে? প্রশ্ন করতেই অজয় বলেছিলেন, ‘হ্যাঁ, ও আমার সঙ্গে সব আলোচনা করে। আমরা পরস্পরের সঙ্গে খুব খোলামেলা থাকি।’ কাজলকে তার পরবর্তী সিনেমা ‘মা’ তে দেখা যাবে। বর্তমানে অভিনেত্রী সে সিনেমা নিয়েই ব্যস্ত আছেন। ভৌতিক এ সিনেমায় কড়া মায়ের চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। অন্য দিকে, অজয় ব্যস্ত ‘রেড ২’ সিনেমা নিয়ে।
ইয়েমেনে মার্কিন বাহিনীর ব্যাপক হামলায় নিহত বেড়ে ৮০

ইয়েমেনে মার্কিন বাহিনীর ব্যাপক হামলায় নিহত বেড়ে ৮০ ইয়েমেনের রাস ইসা জ্বালানি বন্দরে ব্যাপক হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৮০ জনে দাঁড়িয়েছে। শনিবার (১৯ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি জানিয়েছে, শুক্রবার সকালে এই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসায় পর এটি ইয়েমেনে যুক্তরাষ্ট্রের চালানো সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে প্রতিবেদনে বলা হয়েছে। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি জানান, হামলার ঘটনায় আহত হয়েছে আরও ১৭১ জন। ডয়চে ভেলে বলছে, নিহতদের মধ্যে সেখানকার বন্দর পরিচালনাকারী সাফার ওয়েল কোম্পানি এবং ইয়েমেন পেট্রোলিয়াম কোম্পানির কর্মীরা রয়েছেন। হতাহতের বিষয়ে ইয়েমেনর স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই তথ্যের বিষয়ে কোনও মন্তব্য করেনি ইউএস সেন্ট্রাল কমান্ড। মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, হুথি সন্ত্রাসীদের তেলের উৎস বিচ্ছিন্ন করে দিতেই এই হামলা চালানো হয়েছে। ডয়চে ভেলে জানিয়েছে, হুথি গত এক দশক ধরে ইয়েমেনের ওই অঞ্চলটি দখলে রেখেছে। ২০২৩ সালের নভেম্বর থেকে তারা লোহিত সাগরের ওই অঞ্চলে চলাচলকারী জাহাজের ওপর বেশ কয়েকবার ড্রোন ওবং মিসাইল হামলা চালিয়েছে। গাজায় দুই মাসের যুদ্ধ বিরতির সময়ে হামলা বন্ধ রেখেছিল হুথি। তবে গাজায় ইসরায়েল পুনরায় হামলা চালানো শুরু করার পর তারাও সাগরে জাহাজের ওপর আক্রমণ চালানোর হুমকি দেয়। এসব হামলার জবাবে মার্কিন বাহিনী ইয়েমেনে আক্রমণ শুরু করেছে।
শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’

শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে পৃথক তিনটি ধাপে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)। শেখ হাসিনা ছাড়া আরও যাদের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে তারা হলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও সাবেক আইজিপি বেনজীর আহমেদ। এনসিবি যে ১২ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করেছে, তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে বাংলাদেশের আদালত থেকে বিভিন্ন মামলায় ওয়ারেন্ট বা গ্রেফতারি পরোয়ানা রয়েছে। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ) ইনামুল হক গণমাধ্যমকে বলেন, বিদেশে পালিয়ে থাকা আসামিদের অবস্থান শনাক্ত করতে ইন্টারপোল সহযোগিতা করে থাকে। অন্যদিকে বিদেশে পলাতক ব্যক্তিদের সম্ভাব্য অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া গেলে সেটিও সংশ্লিষ্ট দেশ ইন্টারপোলকে জানায়। যে ১২ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে, সেগুলো এখন ইন্টারপোলে প্রক্রিয়াধীন।
বিচারকাজ পরিচালনায় দুই বেঞ্চ আপিল বিভাগে

বিচারকাজ পরিচালনায় দুই বেঞ্চ আপিল বিভাগে বিচারকাজ পরিচালনার জন্য আপিল বিভাগে দুটি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। রবিবারের জন্য প্রকাশিত আপিল বিভাগের কার্যতালিকা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, প্রধান বিচারপতির এজলাসে এক নম্বর বেঞ্চে রয়েছেন- বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি রেজাউল হক ও বিচারপতি ফারাহ মাহবুব। দুই নম্বর বেঞ্চে রয়েছেন— বিচারপতি আশফাকুল ইসলাম, বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। ২৪ মার্চ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দুই বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি। তারা হলেন—বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব। পরদিন সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে দুই বিচারপতিকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এরপর এই দুই বেঞ্চ গঠন করা হলো।
৬ দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের কর্মসূচি অব্যাহত

৬ দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের কর্মসূচি অব্যাহত ৬ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শুক্রবার জুমার নামাজের পর ‘কাফন মিছিল’ করেছেন। পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা। আজ বাদ জুম্মা চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির ক্যাম্পাস থেকে মিছিলটি বের করেন। মিছিলটি বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল প্লাজা প্রদক্ষিণ করে সেতুর বারঘরিয়া প্রান্তে মুক্তিযুদ্ধ ভাস্কর্যের পাদদেশে পথসভায় মিলিত হয়। এতে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক টেকনোলজি বিভাগের ৮ম সেমিস্টারের ছাত্র আব্দুর রাহিম, ৭ম সেমিস্টারের ছাত্র মো. রবিন, একই সেমিস্টারের ছাত্র মো. মুসফিক, মেকাট্রনিকস টেকনোলজি বিভাগের ৭ম সেমিস্টারের ছাত্র মেহদী, আরএসি টেকনোলজি বিভাগের ৭ম সেমিস্টারের ছাত্র মো. সালমান। বক্তারা অবিলম্বে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নেয়ার জন্য জোর দাবি জানান। এর আগে গত গতকাল রাতে মশাল মিছিল করা হয়।
হুমকি দিয়ে লাভ নেই, ‘বরবাদ’ প্রসঙ্গে ওমর সানি

হুমকি দিয়ে লাভ নেই, ‘বরবাদ’ প্রসঙ্গে ওমর সানি পবিত্র ঈদুল ফিতরে বেশ কটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সবকটি সিনেমাই দর্শকদের মাঝে সাড়া ফেলেছে। তবে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমা নিয়ে অধিক চর্চা হচ্ছে। বক্স অফিসে আয়ের হিসাব ঢাকাই সিনেমার জন্য আশা জাগানিয়া। দেশের নির্মাতা-অভিনেতারা ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমা নিয়ে প্রশংসা করছেন। এবার এ নিয়ে নিজের বক্তব্য জানালেন চিত্রনায়ক ওমর সানি। শুক্রবার (১৮ এপ্রিল) নিজের ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে নিজের ভাবনার কথা জানান ‘কুলি’ তারকা। ওমর সানি বলেন, “এবার ঈদে ‘বরবাদ’ বাম্পার হিট, এটা অস্বীকার করার কোনো কারণ নেই। অন্য সিনেমা সুপার হিট, হিট, ফ্লপ সেটাও অস্বীকার করার কোনো কারণ নেই, ভালোটার প্রশংসা করতেই হবে। আমি বলছি অন্য কথা, হিসাব আমরা যা দেখছি এভাবে যদি কলের পানির মতো টাকা আসতো তাহলে আমরা বসে থাকতাম না, সিনেমা বানাতাম। আমাদেরও প্রোডাকশন ছিল, সিনেমাও বাম্পার হয়েছে সবাই জানে, তার সাথে সাথে কেউ যদি প্রশংসা করে কিংবা সমালোচনা করে তাকে হুমকি দিতে হবে এটা ঠিক না।” ‘ফ্লপ’ নয় ‘হিট’ শব্দটা শুনতে চান ওমর সানি। তা উল্লেখ করে তিনি বলেন, “প্রশংসা করলেও বিপদ, অন্য আরেকজন এসে বলবে, ‘আপনি প্রশংসা করলেন কেন?’ প্রশংসাও করতে হবে, সমালোচনাও করতে হবে, একসাথে কাজও করতে হবে, হুমকি দিয়ে কোনো লাভ নেই; এগুলি শুনতে আর ভালো লাগে না। হিসাব দেবার কিছু নাই, পরবর্তী সিনেমার প্ল্যান করেন চলচ্চিত্রের মানুষ কাজ পাক, সেটা আমরা চাই, বাম্পারহিট শুনতে চাই, সুপারহিট শুনতে চাই, হিট শুনতে চাই, ফ্লপ শব্দটা শুনতে চাই না। শুনতে চাই, এই টাকা দে সিনেমা বানাই।” ওমর সানির বক্তব্যের বিষয়গুলো স্পষ্ট হলেও, কে বা কারা হুমকি দিচ্ছেন সে বিষয়টি পরিষ্কার করেননি। এ নিয়ে নেটিজেনরাও তাকে প্রশ্ন করেছেন। তবে বিষয়টি নিয়ে আলাদা কোনো বক্তব্য পাওয়া যায়নি। ‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। এছাড়াও অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, ইন্তেখাব দিনার, মামুনুর রশীদ প্রমুখ। একটি আইটেম গানে পারফর্ম করেছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান।
চোটে ফিলিপস, গুজরাটে তার বদলি শানাকা

চোটে ফিলিপস, গুজরাটে তার বদলি শানাকা গ্লেন ফিলিপসের চোটের কারণে কপাল খুলল শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকার। আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে ডাক পেয়েছেন তিনি। ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্যেই তাকে কিনে নিয়েছে ফ্র্যাঞ্জাইজিটি। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে কুঁচকিতে চোট পান ফিলিপস। যে কারণে দশ দিন আগেই ছিটকে যেতে হয়েছে তাকে। ইতোমধ্যে নিউজিল্যান্ডে উড়াল দিয়েছেন দুর্দান্ত ফিল্ডিং করা এই কিউই অলরাউন্ডার। শানাকা এর আগেও খেলেছেন গুজরাটের হয়ে। ২০২৩ সালে দলটির হয়ে তিন ম্যাচ খেলে করেছিলেন ২৬ রান। আগামীকাল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে গুজরাট। লিগ টেবিলের শীর্ষে থাকা দিল্লির বিপক্ষে শানাকা একাদশে থাকবেন কিনা তা দেখা যাবে কালকেই।