তাওহিদ হৃদয়ের নতুন শাস্তিকে হাস্যকর বলেছেন তামিম

তাওহিদ হৃদয়ের নতুন শাস্তিকে হাস্যকর বলেছেন তামিম তাওহিদ হৃদয়ের শাস্তি নিয়ে গত কদিন ধরেই নাটক শুরু হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একটা সমাধান দিলেও তাতে নাটক শেষ বলে ধরে নেওয়া যাচ্ছে না। কেননা মোহামেডানের বর্তমান অধিনায়কের বিষয়েই আজ সংবাদ সম্মেলন ডেকেছিলেন তামিম ইকবাল। তামিমের ডাকে মোহামেডান ক্লাবের ক্রিকেটাররা তো মিরপুরে হাজির হয়েছিলেনই সঙ্গে অন্য দলের ক্রিকেটাররাও আসছিলেন। নিজেদের মধ্যে এক ঘণ্টার বেশি আলোচনা করার পর বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে বৈঠক করেন তারা। সেই আলোচনা শেষেই সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন তামিম। হৃদয়কে নতুন করে শাস্তি দেওয়াকে হাস্যকর বলে জানিয়েছেন তামিম। গত মাসে ডিপিএলের ম্যাচ খেলতে গিয়ে বিকেএসপিতে হার্ট অ্যাটাকে অসুস্থ হওয়া তামিম আজ প্রথমবারের মতো গণ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন।তিনি বলেছেন, ‘তাওহিদ হৃদয়ের দুই ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তখন কেউ নিয়ে কোনো কথা বলেনি। কিছুদিন পর তার শাস্তি দুই ম্যাচ থেকে এক ম্যাচ করা হয়েছে। বিসিবি এটা করেছে। তখনো আমরা কোনো কথা বলিনি। এক ম্যাচ শাস্তি ভোগ করার পর সে দুই ম্যাচ খেলল। তার মানে সে তার শাস্তি ভোগ করেছে। দুই ম্যাচ খেলার পর গতকাল আমরা শুনেছি তাকে আবার এক ম্যাচের জন্য বহিষ্কার করা হয়েছে। এটা কোন নিয়মে করা হয়েছে আমাদের জানা নেই। এটা হাস্যকর। বিসিবি তাকে খেলতে দিয়েছে, আবার কিভাবে শাস্তি দেয়।’ এ ছাড়া ডিপিএলে কিছুদিন আগে এক ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। সেই ম্যাচ নিয়েও কথা বলেছেন তামিম। আজকের মিটিংয়ে বিসিবির আরও দুজন উপস্থিত ছিলেন। তারা হচ্ছেন- ক্রিকেট পরিচলনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন ও আম্পায়ার্স এবং মিডিয়া কমিটির প্রধান ইফতেখার রহমান।

ময়ূখ রঞ্জনকে ‘গাধা’ বললেন ঋত্বিক চক্রবর্তী

ময়ূখ রঞ্জনকে ‘গাধা’ বললেন ঋত্বিক চক্রবর্তী ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলায় কখনও লাফিয়ে, কখনও দৌড়ে- হাত পা ছুঁড়ে চিৎকার চেঁচামেচি করে সংবাদ উপস্থাপনা করেন তিনি। বাংলাদেশকে নিয়ে যত ধরণের উদ্ভট বানোয়াট কথার মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়ে হয়েছেন সমালোচনার পাত্র। তিনি আর কেউ নন- বলছি, কলকাতার মলম বিক্রেতা খ্যাত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষের কথা! এ নিয়ে শুধু বাংলাদেশের মানুষের কাছেই নয়, ওপার বাংলার সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও তাকে নিয়ে সমালোচনা করেন। এবার পরোক্ষভাবে ময়ূখ রঞ্জন ঘোষকে ইঙ্গিত করে একটি পোস্ট দিয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে এক ফেসবুক পোস্টে অভিনেতা লেখেন, ‘ধরুন একটা গাধার নাম দিলেন ময়ূর আর তাকে কালারফুল করতে পাশে বসালেন রঞ্জন, তাহলে পুরোটা হল ‘ময়ূররঞ্জন’।’ ঋত্বিকের সেই পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হয়, হাসির রোল পড়ে যায়। কেউ কেউ দাবি করেন, বছরের সেরা স্যাটায়ার পোস্ট এটি। অর্থাৎ, ময়ূখকে পরোক্ষভাবে গাধা বলে সম্বোধন করলেন কি অভিনেতা, প্রশ্ন বাঁধে অনেকের মনে। তবে ঋত্বিকের মন্তব্যঘর বিশ্লেষণ করে বুঝতে বাকি নেই, ময়ূখের যতো বিতর্কিত কাণ্ডে অতিষ্ঠ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষও। শুধু তাই নয় অভিনেতার সেই ইঙ্গিতপূর্ণ পোস্টের সঙ্গে একমত হয়েছেন তার ভক্তরাও। একজন লিখেছেন, ‘একদম ঠিক বলেছেন।’ আরেকজন লিখেছেন, ‘এসব আজেবাজে লোকদের নিয়ে চিন্তা করা বন্ধ করেন।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘দারুণ, অসাধারণ উপমা।’ ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ও হেড অব ইনপুট হিসেবে কর্মরত ময়ূখ রঞ্জন ঘোষ। তার সঙ্গে টালিগঞ্জের তারকাদেরও রয়েছে বেশ ওঠাবসা। মাঝে মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে টালিউড তারকাদের সঙ্গে দেখা যায় তাকে। যেমন এর আগে ময়ূখের সঙ্গে ছবি তুলে বিপাকে পড়েছিলেন ওপার বাংলার অভিনেতা দেব ও রুক্মিণী মিত্র। এক নেটিজেন কটাক্ষ করে লিখেছিলেন, ‘দেব আর থাকবে না দাদা এবার থাকবে না, রুক্মির কাছে দেব থাকবে না।’  

কঠোর প্রতিযোগিতা নিয়ে বললেন বিটিএস দলনেতা আরএম

কঠোর প্রতিযোগিতা নিয়ে বললেন বিটিএস দলনেতা আরএম কোরিয়ান পপুলার মিউজিক বা ‘কে-পপ’ এর কঠোর প্রতিযোগিতা নিয়ে মুখ খুললেন দক্ষিণ কোরীয় পপ ব্যান্ড বিটিএস গ্রুপের দলনেতা আরএম। তাকে প্রশ্ন করা হয়েছিল, ‘কে-পপ’ তারকারা প্রতিযোগিতায় টিকে থাকার জন্য বছরের পর বছর কঠোর প্রশিক্ষণের মধ্য দিয়ে যান। এমনকি অভিষেকের পরেও তারা নিজেদেরকে ওই প্রতিযোগিতার দিকে ঠেলে দেন। এই ব্যবস্থা সম্পর্কে আপনার মতামত কী?” বিষয়টি নিয়ে কথা বলায় তেমন আগ্রহ দেখালেন না বিটিএস দলনেতা আরএম। তিনি বলেন, “আমি যখন এই ধরনের প্রশ্নের উত্তর দিই আমার কোম্পানি তা পছন্দ করে না। কারণ এ ব্যাপারে আমি খুব অল্প জ্ঞান রাখি। আবার দেখা যায়, কিছু সাংবাদিক শিরোনাম লিখে ফেলবেন- ‘আরএম এটিকে ভয়ঙ্কর ব্যবস্থা আখ্যা দিয়েছেন এবং বলেছেন এটি তরুণদের ধ্বংস করে!’ অথচ আমার মতে এটি একটি নিজস্ব পন্থা। যে ব্যবস্থা অনন্য একটি শিল্পকে গঠনে ভূমিকা পালন করেছে। সময়ের সঙ্গে সঙ্গে চুক্তির শর্তাবলী এবং প্রশিক্ষণ পদ্ধতির মতো বিষয়গুলোর ক্ষেত্রে উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।” এরপর তাকে জিজ্ঞাসা করা হয়, “কে-পপের তারুণ্য, পরিপূর্ণতার প্রতি আবেশ এবং ক্রমাগত উত্তেজনা কি কোরিয়ান সংস্কৃতির জন্য অনন্য কিছু?” জবাবে কোরিয়ার অতীত, বর্তমান এবং আজকের অতি-প্রতিযোগিতামূলক মানসিকতার পেছনের ইতিহাসের গুরুত্ব সম্পর্কে তুলে ধরেন আরএম। তিনি বলেন, “পশ্চিমারা বুঝতে পারে না। কোরিয়া এমন একটি দেশ যেখানে আক্রমণ হয়েছিল, ধ্বংস করা হয়েছিল এবং তারপর দেশটিকে দুই ভাগে বিভক্ত করা হয়েছিল। মাত্র ৭০ বছর আগে আমাদের কিছুই ছিল না। আমরা এমন একটি দেশ ছিলাম যার আইএমএফ এবং জাতিসংঘের সাহায্যের প্রয়োজন ছিল। কিন্তু এখন, আমরা এমন একটি জাতি যা পুরো বিশ্ব দেখছে। এটা কীভাবে সম্ভব হয়েছিল? কারণ মানুষ এগিয়ে যাওয়ার জন্য পাগলের মতো কাজ করেছে। তারপর ফ্রান্স বা যুক্তরাজ্যের মতো দেশগুলো, যারা শতাব্দীর পর শতাব্দী ধরে অন্যদের উপনিবেশ করে আসছে, তারা এখানে এসে বলে- বাহ… তোমরা নিজেদের ওপর খুব বেশি কঠোর। কোরিয়ার জীবন এতটাই চাপের!”

ভ্যাটিকানের উদ্দেশে প্রধান উপদেষ্টা

ভ্যাটিকানের উদ্দেশে প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কাতার থেকে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে ভ্যাটিকান সিটিতে যাচ্ছেন। আজ স্থানীয় সময় সকাল ৯টা ২৫ মিনিটে তিনি কাতার ছাড়েন। কাতারের প্রটোকল প্রধান ইব্রাহিম বিন ইউসুফ আবদুল্লাহ ফখরু দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে বিদায় জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং এসব তথ্য জানায়। প্রধান উপদেষ্টা ইতালির রোমে পৌঁছালে তাকে স্বাগত জানাবেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ভ্যাটিকানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। আজ স্থানীয় সময় বিকেল সোয়া ৩টায় প্রধান উপদেষ্টা সেন্ট পিটার স্কয়ারে যাবেন এবং পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর আগামীকাল স্থানীয় সময় সকালে প্রধান উপদেষ্টা আবার পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে সেন্ট পিটার স্কয়ারে যাবেন।

২৪ ঘণ্টায় সারা দেশে বিশেষ অভিযানে ১৬৪২ গ্রেপ্তার

২৪ ঘণ্টায় সারা দেশে বিশেষ অভিযানে ১৬৪২ গ্রেপ্তার সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৭২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৫৭০ জন। আজ পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১০৭২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার ৫৭০ জন। মোট গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৬৪২ জনকে। বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা।  

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, সহনীয় পর্যায়ে ঢাকার বাতাস

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, সহনীয় পর্যায়ে ঢাকার বাতাস ঢাকার বাতাসের মানের বেশ উন্নতি দেখা গেছে। বায়ুদূষণের তালিকায় শীর্ষ ১৫-এ নেই রাজধানী ঢাকা। গতকালের তুলনায় আজ এই শহরের বাতাসে ক্ষতিকর কণার পরিমাণ কম রেকর্ড করা হয়েছে। আজ বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআইয়ের সকাল ১০টার রেকর্ড অনুযায়ী, ঢাকার বায়ুমান ৯৩, দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৮তম। আজ বায়ুদূষণে শীর্ষে আছে ভারতের দিল্লি। আজ শহরটির বায়ুমান ২১০। দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে পাঁচে থাকা অন্য শহরগুলো যথাক্রমে-ইজিপ্টের কায়রো ১৭৪, নেপালের কাঠমান্ডু ১৭৪, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ১৬১, বাহরাইনের মানামা ১৫২।

ঈদুল আজহায় ৫০ শতাংশ বোনাস এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের

ঈদুল আজহায় ৫০ শতাংশ বোনাস এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আগামী ঈদুল আজহায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট অর্ডার) শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর আসছে। উৎসব ভাতা হিসেবে মূল বেতনের ৫০ শতাংশ হারে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২৫ শতাংশ হারে উৎসব ভাতা পেয়ে থাকেন। সম্প্রতি ‘বাজেট মনিটরিং ও সম্পদ কমিটি’র সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন। সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এসংক্রান্ত প্রস্তাবে অর্থ বিভাগ সম্মতি দিয়েছে। সূত্র জানিয়েছে, আগামী ঈদুল আজহা থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হতে পারে।

গাড়িবোমা হামলায় রুশ জেনারেল নিহত

গাড়িবোমা হামলায় রুশ জেনারেল নিহত রাশিয়ায় গাড়িবোমা হামলায় এক জেনারেল নিহত হয়েছেন। আজ রুশ সূত্রের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে। একাধিক রাশিয়ান সূত্র জানিয়েছে, রাশিয়ার জেনারেল স্টাফের প্রধান অপারেশনাল বিভাগের উপ-প্রধান জেনারেল ইয়ারোস্লাভ মোসকালিক মস্কোতে একটি গাড়ি বোমা হামলায় নিহত হয়েছেন। রাশিয়ার সরকারী সংবাদ সংস্থা তাস নিরাপত্তা পরিষেবাগুলোকে উদ্ধৃত করে নিশ্চিত করেছে যে, মস্কোর পূর্ব শহরতলির বালাশিখায় বিস্ফোরণের কারণ বোমা ছিল। রাশিয়ার তদন্ত কর্তৃপক্ষ জানিয়েছে, জেনারেল ইয়ারোস্লাভ মোসকালিক মস্কোতে একটি বিস্ফোরণে নিহত হয়েছেন।

পিএসএলে আচরণবিধি লঙ্ঘনের শাস্তি পেলেন মুনরো-রিজওয়ান

পিএসএলে আচরণবিধি লঙ্ঘনের শাস্তি পেলেন মুনরো-রিজওয়ান পিএসএল আচরণবিধি লঙ্ঘনের জন্য মুলতান সুলতান্সের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান এবং ইসলামাবাদ ইউনাইটেডের কলিন মুনরোকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। দুই খেলোয়াড়ই পিএসএলের আচরণবিধির ধারা ২.১৩ লঙ্ঘন করেছেন। ঘটনাটি ঘটে ২৩ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেড ও মুলতান সুলতান্সের মধ্যে অনুষ্ঠিত ম্যাচে। ইসলামাবাদের ইনিংসের দশম ওভারে ক্রিজে থাকা মুনরো একটি ডেলিভারির পর মুলতানের বোলার ইফতিখার আহমেদের দিকে ইঙ্গিত করেন। পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে যখন মুলতান সুলতান্সের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান হস্তক্ষেপ করে মুনরোর সঙ্গে বাগবিত-ায় জড়িয়ে পড়েন।

বিশ্বকাপ বাছাইপর্ব পাকিস্তানকে ১৭৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

বিশ্বকাপ বাছাইপর্ব পাকিস্তানকে ১৭৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ টানা তিন জয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু চতুর্থ ম্যাচ গিয়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারল তারা। ফলে আজ পাকিস্তানের বিপক্ষে জিতলেই বিশ্বকাপে যাবে, এই সমিকরণ নিয়ে খেলতে নেমেছে নিগার সুলতানার দল। কিন্তু ভালো সংগ্রহ তুলতে পারেনি তারা। আজ লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশনে টস জিতে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে তারা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে করেছে ১৭৮ রান। তৃতীয় ওভারে ফারজানা হককে হারিয়ে শুরু হয় বাংলাদেশের ইনিংস। অভিজ্ঞ এই ওপেনার ফেরেন শূন্য রানে। আরেক ওপেনার দিলারাও ভালো করতে পারেননি। ১৩ রানে উইকেট হারান তিনি। ব্যাট হাতে ব্যর্থ হন নিগার সুলতানাও। টাইগ্রেস অধিনায়কের ব্যাট থেকে আসে স্রেফ ১ রান। চতুর্থ উইকেটে জুটি গড়েন শারমিন ও রিতু মনি। দুজনে যোগ করেন ৪৪ রান। শারমিন ২৪ রানে ফিরলে ভেঙে যায় এই জুটি। এরপর নাহিদার সঙ্গে ফের ৪৪ রানের জুটি গড়েন রিতু। তবে ফিফটির আগেই উইকেট বিলিয়ে দেন তিনি। ৪৮ রানে হারান উইকেট। আর নাহিদার ব্যাট থেকে আসে ১৯ রান। শেষদিকে লড়ে যান ফাহিমা খাতুন। তাকে সঙ্গ দিতে এসে বাকিরা দ্রুত উইকেট হারালেও তিনি থেকে যান অপরাজিত। ৫৩ বলে ৫৪ রানের ইনিংস খেলেন এই ব্যাটার।