যান্ত্রিক ত্রুটিতে সাময়িক বন্ধ মেট্রোরেল

যান্ত্রিক ত্রুটিতে সাময়িক বন্ধ মেট্রোরেল যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রো রেল চলাচল সাময়িক বন্ধ রয়েছে। আজ বিকাল ৫টা ২০ মিনিট থেকে মেট্রো রেল চলাচল বন্ধ রয়েছে। রাজধানীর মিরপুর-১১ নম্বর স্টেশনে নেটওয়ার্ক সমস্যার কারণে টিকিট কাউন্টার বন্ধ রাখা হয়েছে। স্টেশন থেকে কোনো যাত্রী বের হতে পারছেন না। স্টেশনের দায়িত্বরতরা জানান, নেটওয়ার্ক সমস্যার কারণে মেট্রো রেল চলাচল সাময়িক বন্ধ রয়েছে।
মালয়েশিয়ায় ৩ ঘণ্টার অভিযানে ৭ বাংলাদেশিসহ আটক ৪৯

মালয়েশিয়ায় ৩ ঘণ্টার অভিযানে ৭ বাংলাদেশিসহ আটক ৪৯ মালয়েশিয়ার নিলাই এলাকার দেশা পালমায় প্রায় ৩ ঘণ্টার অভিযানে ৪৯ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আটককৃতদের মধ্যে সাত বাংলাদেশি রয়েছেন। গতকাল রাতে বিভিন্ন অপরাধের জন্য তাদের আটক করা হয়েছে। এক বিবৃতিতে ইমিগ্রেশনের ডেপুটি ডিরেক্টর জেনারেল (অপারেশনস) জাফরি এমবক তাহা বলেন, অভিযানে মোট ২৬০ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়। এদের মধ্য থেকে ইন্দোনেশিয়ার দুইজন পুরুষ এবং চার নারী, বাংলাদেশের সাতজন পুরুষ, মিয়ানমারের ১৪ জন পুরুষ, নেপালের চারজন পুরুষ, ভারতের আট জন পুরুষ এবং এক নারী, পাকিস্তানের পাঁচ জন পুরুষ, নাইজেরিয়ার দুইজন পুরুষ এবং ইয়েমেনের দুইজন পুরুষ রয়েছেন। আটকদের কোনো বৈধ পাস বা নথি নেই। কেউ কেউ অনুমোদিত সময়ের বেশি সময় ধরে অবস্থান করছিলেন।
পদক পাচ্ছেন ৬২ পুলিশ সদস্য

পদক পাচ্ছেন ৬২ পুলিশ সদস্য সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকার জন্য এবার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) পদক পাচ্ছেন ৬২ পুলিশ কর্মকর্তা ও সদস্য। এ বছরের পুলিশ সপ্তাহের জন্য এরই মধ্যে পুলিশ সদরদপ্তর থেকে পুরস্কারপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। চলতি সপ্তাহেই বিষয়টি গেজেট আকারে প্রকাশিত হবে। আগামী ২৯ এপ্রিল রাজারবাগে পুলিশ সপ্তাহে প্রধান উপদেষ্টা ড. ইউনূস পুলিশ কর্মকর্তা ও সদস্যদের এসব পদক তুলে দেবেন। আগামী ২৯ এপ্রিল রাজারবাগ পুলিশ লাইনস অডিটরিয়ামে হবে ‘পুলিশ সপ্তাহ’। অন্তর্বর্তী সরকারের আমলের প্রথম এ পুলিশ সপ্তাহ অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী।
এয়ারলাইনসগুলোকে ‘আবশ্যিক নির্দেশনা’ জারি করেছে ভারত

এয়ারলাইনসগুলোকে ‘আবশ্যিক নির্দেশনা’ জারি করেছে ভারত ভারতের উত্তরাঞ্চল, বিশেষ করে দিল্লি থেকে পশ্চিমা দেশগুলোতে ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইনসগুলোর জন্য কিছু ‘আবশ্যিক নির্দেশনা’ জারি করেছে ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। আজ টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, এয়ারলাইনসগুলোকে যাত্রীদের চেক-ইন সময়েই জানাতে হবে যে তাদের রুট পরিবর্তন হয়েছে, ফ্লাইট সময় বেড়েছে এবং মাঝপথে জ্বালানি নেয়ার জন্য ও ক্রু পরিবর্তনের জন্য বিরতি নিতে হতে পারে। পাকিস্তান তাদের আকাশসীমা ভারতীয় উড়োজাহাজগুলোর জন্য বন্ধ করে দেয়ায় এসব ফ্লাইটে ‘দীর্ঘ সময় এবং কারিগরি বিরতি’ লাগবে। ডিজিসিএ-এর সিএফও ক্যাপ্টেন শ্বেতা সিং স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, এ ধরনের বিরতির সময় যাত্রীদের সাধারণত বিমানেই থাকতে হবে। তাই এয়ারলাইনসগুলোকে তাদের খাবারের প্রস্তুতি, জরুরি চিকিৎসাসেবা ও অ্যাম্বুল্যান্স সুবিধা নতুন করে সাজানোর নির্দেশ দেওয়া হয়েছে।
কোপা দেল রে ফাইনালে ১১ বছর পর মুখোমুখি বার্সা-রিয়াল

কোপা দেল রে ফাইনালে ১১ বছর পর মুখোমুখি বার্সা-রিয়াল সবশেষ ২০১৩-১৪ মৌসুমে কোপা দেল রে’র ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। সে ম্যাচে কাতালানদের ২-১ গোলে হারিয়ে কোপা দেল রে’র শিরোপা উচিয়ে ধরেছিল লস ব্লাঙ্কোসরা। ১১ বছর পর আবারও এই টুর্নামেন্টের শিরোপা জয়ের ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে এই দুই স্প্যানিশ জায়ান্ট। শিরোপার লড়াইয়ে আজ এস্তাদিও লা কার্তুজা ডি সেভিলায় বাংলাদেশ সময় রাত ২টায় মাঠে নামবে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ। গত বুধবার রাতে গেটাফের বিপক্ষে ইনজুরিতে পড়েছেন রিয়াল মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা ও ডিফেন্ডার ডেভিড আলাবা। যার কারণে এই ম্যাচে খেলতে পারবেন না এই দুই রিয়াল তারকা। এছাড়াও দলের গুরুত্বপূর্ণ সদস্য ভিনিসিয়সের অফ ফর্ম দলের চিন্তার অন্যতম কারণ।
র্যাবের অভিযানে আড়াই কেজি হেরোইনসহ আটক ১

র্যাবের অভিযানে আড়াই কেজি হেরোইনসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলে আড়াই কেজি হেরোইনসহ এক যুবককে আটক করা হয়েছে বলে র্যাব জানিয়েছে। আটক যুবক গোদাগাড়ী উপজেলার জাহানাবাদ চাতরাপুকুর গ্রামের আব্দুল বাসিরের ছেলে ইউসুফ আলী। আজ সকাল সাড়ে ১০টায় র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের হড়মা গ্রামের মরা নদী ও পদ্মার মুখ এলাকা থেকে তাকে আটক করে বলে র্যাব জানায়। আজ সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব আরো জানায়, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে মাদকের একটি চালান সরবরাহ হবে এমন তথ্যে র্যাবের দলটি পূর্ব পরিকল্পনা মোতাবেক গোপনে পদ্মার মুখ এলাকায় অবস্থান নেয়। এসময় একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক হওয়ায় চালককে থামানো হয়। পরবর্তীতে তল্লাশি করে আড়াই কেজি হেরোইন পাওয়া যায়। এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলেও র্যাব জানায়।
৬২ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের

৬২ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের কিশোরকণ্ঠ ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ শহরের আয়োজনে কিশোরকণ্ঠ পাঠক ফোরাম মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ বিকেলে শহরের ফুড ক্লাবে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিশোর কন্ঠ ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার চেয়ারম্যান আব্দুল আজিজের সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান ইউসুফ আল গালিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর হাসাপাতালের আরএমও ডা. আব্দুস সামাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুঁলকুড়ি ইসলামিক একাডেমির প্রধান শিক্ষক আব্দুল আহাদ, কিশোর কন্ঠ ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শফিক এনায়েতুল্লাহ। এবার কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে প্রায় ১ হাজারের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে থেকে ৬২ জনকে বৃত্তি দেয়া হয়। তার মধ্যে ট্যালেন্টপুল গ্রেডে ২১ জন, সাধারণ গ্রেডে ৪১ জন শিক্ষার্থী রয়েছেন। প্রত্যেক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে নগদ অর্থ, সার্টিফিকেট, ক্রেস্ট, বই ও শিক্ষা সামগ্রি তুলে দেওয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৭

চাঁপাইনবাবগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৭ চাঁপাইনবাবগঞ্জ শহর কেন্দ্রের ব্যস্ততম নিমতলা মোড় এলাকায় পূর্ব শত্রুতার জের ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দু’গ্রুপ তরুন-যুবকের উত্তেজনার পর গত মঙ্গলবার রাতে প্রকাশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টির চাঞ্চল্যকর ঘটনায় আজ বিকাল পর্যন্ত ৭ জন গ্রেপ্তার হয়েছে। আজ জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ব্যাপারে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপারশেন এন্ড ক্রাইম) ওয়াসিম ফিরোজ। প্রত্যক্ষদর্শী, স্থানীয়রা ও পুলিশ জানায়, গত মঙ্গলবার রাত ৯টার দিকে নিমতলা মোড় এলাকায় এলোপাতাড়ি অন্তত: ৫টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করে মিলু গ্রুপ। এতে এক নারীসহ অন্তত: ৪ জন সাধারণ মানুষ আহত হয়। একটি দোকানের দুটি কম্পিউটার চুরমার হয়ে যায়। ঘটনার পর ঘটনাস্থল থেকে উদ্ধার হয় অবিস্ফোরিত ২টি ককটেল। এর আগে ওইদিন বিকাল সাড়ে ৫টার দিকে ওই এলাকায় প্রতিপক্ষ বেলাল গ্রুপের সাথে একটি মিমাংসা ভেস্তে যাবার পর দেশী ধারাল অস্ত্র সজ্জিত মিলু গ্রুপের ৫০/৬০ জন যুবক এলাকায় মহড়া দিয়ে এ ঘটনা ঘটিয়ে আতংক সৃষ্টি করে চলে যায়। এ সময় মানুষ দৌড়াদুড়ি করে পালিয়ে যায়। ঘটনার পর ওই রাতেই(২৩ এপ্রিল) নিমতলা মোড়ের দোকানদার সুমন হোসেন পাটোয়ারী ২৪ জনকে এজাহারনামীয় ও আরও ১৫/২০ জনকে অজ্ঞাতনামা আসামী করে বিস্ফোরকসহ দন্ডবিধির একাধিক ধারায় থানায় সদর মামলা করেন। অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, মামলার পর ওই রাতেই পুলিশ বিবাদমান দু’গ্রুপের ৪ জনকে গ্রেপ্তার করে। চলমান অভিডানে আজ বিকাল পর্যন্ত গ্রেপ্তার হয় আরও ৩ জন। গ্রেপ্তার ৬ জন শহরের পিটিআই বস্তি ও একজন শহরের মসজিদপাড়া মহল্লার বাসিন্দা। মালমার তদন্ত চলছে এবং জড়িত অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ক্যাথলিক চার্চের প্রধান এবং ভ্যাটিকান সিটি স্টেটের রাষ্ট্রপ্রধান পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। এর আগে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগদানের জন্য আজ বাংলাদেশ সময় দুপুর ১২টা ২৫ মিনিট ভ্যাটিকান শহরের উদ্দেশে কাতার ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। কাতারের প্রটোকল প্রধান ইব্রাহিম বিন ইউসুফ আবদুল্লাহ ফখরু দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে বিদায় জানান। প্রধান উপদেষ্টা আগামী রবিবার সকাল ৮টার দিকে বাংলাদেশ সময় দুপুর ১২টা লিওনার্দো দ্যা ভিঞ্চি রোম ফিউমিসিনো বিমানবন্দর থেকে রওনা হবেন এবং সোমবার ভোরে ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
জেমস থেকে শাকিব, বিচ্ছেদের পরও আর মন দিতে পারেননি

জেমস থেকে শাকিব, বিচ্ছেদের পরও আর মন দিতে পারেননি শোবিজ তারকাদের নিয়ে ভক্ত অনুরাগীদের আগ্রহের অন্ত নেই। তাদের সবকিছু নিয়েই ভক্তদের কৌতুহল। প্রিয় তারকা কি খাচ্ছেন, কি পরছেন, কাকে ফলো করছেন, কাকে মন দিচ্ছেন; সবকিছু। এসব কৌতুহলের মধ্যে প্রিয় তারকার ব্যক্তিজীবন নিয়েও জানতে চান তারা, যার মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণ থাকে প্রেম ও বিয়েতে। সব ভালোর মধ্যেও কিছু খবর ভক্তদের মন ভেঙে দেয়ে। তারকাদের সংসার ভাঙ্গার খবর মেনে নিতে পারেন না ভক্তরা। ঢাকাই শোবিজে অনেক তারকাই দীর্ঘদিন সংসার করেও সেটি টিকিয়ে রাখতে পারেননি। জেমস- ভালোবেসে ১৯৯১ সালে মডেল ও অভিনেত্রী কানিজ রাবেয়া রথিকে বিয়ে করেছিলেন নগরবাউল জেমস। কিন্তু সে সংসার টেকেনি, ২০০৩ সালে বিচ্ছেদ হয় তাদের। এরপর জেমস বিয়ে করেন বেনজির সাজ্জাদকে। বেনজিরকে বিয়ে করার জন্য জেলেও যেতে হয়েছিল জেমসকে। এতকিছুর পর সে সংসারও টিকল না এই মহাতারকার। দুই বিচ্ছেদের পর আর কার সঙ্গেই সংসার শুরু করতে পারেননি জেমস। শাকিব খান- ঢাকাই সিনেমার শীর্ষ এই নায়ক ২০০৮ সালে ভালোবেসে গোপনে বিয়ে করেছিলেন অপু বিশ্বাসকে। তাদের সংসারে একটি সন্তানও রয়েছে, আব্রাম খান জয়। ২০১৮ সালে একটি টেলিভিশন চ্যানেলে লাইভে এসে সেই বিয়ের খবর জানিয়েছিলেন অপু, যা পছন্দ হয়নি শাকিব খানের। এর তিন মাসের মধ্যেই ডিভোর্স দেন অপু। এরপর তার জীবনে আসে আরেক নায়িকা শবনম বুবলী। ২০১৮ সালের জুলাইয়ে তাকে বিয়ে করেন শাকিব। সে সংসারেও একটি ছেলে সন্তান রয়েছে, নাম শেহজাদ খান বীর। এরপর বুবলীকে ডিভোর্স দেন নায়ক। এক সাক্ষাতকারে নায়ক স্পষ্ট জানিয়ে দেন, অপু এবং বুবলী দুজনেই তার কাছে অতীত। এরপর এই নায়ক আর কারো সঙ্গে এখনো ঘর বাধেন নি। আরিফিন শুভ- ভালোবেসে ২০১৫ সালে ফ্যাশন ডিজাইনার অর্পিতার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন আরিফিন শুভ। অর্পিতার বাড়ি ওপার বাংলা কলকাতায়। তিনি বিয়ের প্রায় আট বছর আগে থেকে ঢাকায় কর্মরত ছিলেন। হঠাৎ করেই গেল বছরে তাদের বিচ্ছেদের খবর সামনে আসে। গত ২০ জুলাই স্ত্রী অর্পিতার সঙ্গে সাড়ে নয় বছরের দাম্পত্যজীবনের বিচ্ছেদ হয়েছে বলে জানান আরিফিন শুভ। এরপর তিনি আর বিয়ে করেননি। শরিফুল রাজ- ২০২১ সালে অক্টোবরে ভালোবেসে পরীমনিকে বিয়ে করেন শরিফুল রাজ। ২০২২ সালের ১০ জানুয়ারি পরীমনি নিজের গর্ভাবস্থার ব্যাপারে গণমাধ্যমকে জানানোর আগ পর্যন্ত তারা বিবাহের খবর গোপন রাখেন। পরে ২২ জানুয়ারি তারা পুনরায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। ২০২২ সালের ১০ আগস্ট পুত্র সন্তানের বাবা হন রাজ। রাজ ও পরীর সন্তানের নাম শাহীম মুহাম্মদ রাজ্য। মনের অমিল, বনিবনা না হওয়ায় ২০২৩ সালে সেপ্টেম্বরে বিচ্ছেদ ঘটে তাদের। বিচ্ছেদের পর এখনও কারো সঙ্গে সংসার পাতেননি এই নায়ক।