দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইমার্জিং সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইমার্জিং সিরিজের দল ঘোষণা বাংলাদেশের তিনটি ওয়ানডে এবং দুটি চারদিনের ম্যাচের সিরিজ খেলতে চলতি মাসে বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। আসন্ন সিরিজটি সামনে রেখে বাংলাদেশ ইমার্জিং দল ঘোষণা করেছে বিসিবি। আজ ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। দলের আছেন অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলি। সিরিজের ওয়ানডে ম্যাচগুলো রাজশাহীতে অনুষ্ঠিত হবে, আর চারদিনের ম্যাচ দুটি চট্টগ্রাম ও ঢাকায় অনুষ্ঠিত হবে। আগামী ১২ মে রাজশাহীতে মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। এ ছাড়া ১৪ ও ১৬ মে পরের দুটি ম্যাচ একই ভেন্যুতে হবে। ওয়ানডে সিরিজ শেষে আগামী ২০ মে চট্টগ্রামে প্রথম চার দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচ হবে ২৭ মে ঢাকায়। বাংলাদেশ ইমার্জিং দল: জিসান আলম, মাহফিজুল ইসলাম রবিন, রায়ান রাফসান, আহরার আমিন পিয়ান, আরিফুল ইসলাম, আকবর আলি, প্রিতম কুমার, শেখ পারভেজ জীবন, ওয়াসি সিদ্দিকী, মাহফুজুর রহমান রাব্বি, রাকিবুল হাসান, তোফায়েল আহমেদ, আসাদুজ্জাম পায়েল, মারুফ মৃধা, রিপন মন্ডল।
মনে হয় না তারা খেলা বোঝে – সমালোচকদের উদ্দেশ্যে তাইজুল

মনে হয় না তারা খেলা বোঝে – সমালোচকদের উদ্দেশ্যে তাইজুল জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টটা পেছনে ফেলা বেশ কঠিনই হয়ে যাচ্ছে বাংলাদেশের জন্য। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে ৫ উইকেট নিয়ে সংবাদ সম্মেলনে আসা তাইজুল ইসলামের জন্য আজ যেমন প্রথম প্রশ্নটাই ছিল ওই ম্যাচ নিয়ে। প্রথম ইনিংসে ১০ ওভারে ৫৩ রান দিয়ে উইকেট শূন্য থাকার পর দ্বিতীয় ইনিংসে ১০ ওভারে ৫৩ রান দিয়ে সিলেটে তিনি নিয়েছিলেন ২ উইকেট। তাইজুলও স্বীকার করেছেন, ওই ম্যাচটা ভালো যায়নি তাঁর জন্য। তবে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনই টেস্ট ক্যারিয়ারের ১৬তম পাঁচ উইকেট পেয়েছেন। বড় রানের পথে ছুটে চলা জিম্বাবুয়ে এখন তাই দিন শেষে ৯ উইকেট হারিয়ে করেছে ২২৭ রান। সিলেটে বাজে পারফরম্যান্সের পর চট্টগ্রামে পাঁচ উইকেট পাওয়া কতটা স্বস্তির? উত্তরে তাইজুল বললেন, ‘এটা সন্তুষ্টির বিষয়। কারণ একটা খেলোয়াড় যখন ৫০টা টেস্ট খেলে ফেলবে, সিলেটে যেভাবে আমি বল করেছি, সেটা ভালো ছিল না। নিজেকে ফিরে পেয়েছি, এটা একটা ভালো লাগার বিষয়। সবচেয়ে বড় জিনিস হচ্ছে দলকে আমি সাহায্য করতে পেরেছি।’ সিলেট টেস্টে তাইজুল যেমন ভালো করেননি, বাংলাদেশও হেরে গেছে ৩ উইকেটে। তাতে ১০ ম্যাচ পর টেস্ট জয়ের দেখা পেয়েছে জিম্বাবুয়ে। এখন তাঁরা দাঁড়িয়ে ২১ বছর পর বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের সামনে। সিলেটের ওরকম হারের পর স্বাভাবিকভাবেই সমালোচনার তিরে বিদ্ধ হয়েছেন ক্রিকেটাররা। তবে সমালোচকদের উদ্দেশে তাইজুল আজ বলেছেন, ‘একটা ম্যাচ দেখে যারা সমালোচনা করে, আমার মনে হয় না তারা খেলা বোঝে।’ তাইজুল আজ টানা দুই বলে ওয়েলিংটন মাসাকাদজা ও রিচার্ড এনগারাভাকে ফিরিয়ে জাগিয়ে তুলেছিলেন হ্যাটট্রিকের সম্ভাবনাও। ওয়ানডে অভিষেকেই জিম্বাবুয়ের বিপক্ষে হ্যাটট্রিক করলেও সাদা পোশাকে এখনো সেই স্বাদটা পাওয়া হয়নি অভিজ্ঞ এই বাঁহাতি স্পিনারের। সুযোগ তৈরি করে আজও তা না হওয়ায় কি একটু আফসোসই সঙ্গী হয়েছে? তাইজুলের উত্তর, ‘আফসোস নেই। হ্যাটট্রিক জীবনে বারবার আসে না। হয় নাই, একটু খারাপ তো লাগতেই পারে।’
ফাহাদের ৬ শিকার, জাওয়াদের সেঞ্চুরিতে সমতায় অনূর্ধ্ব-১৯ দল

ফাহাদের ৬ শিকার, জাওয়াদের সেঞ্চুরিতে সমতায় অনূর্ধ্ব-১৯ দল শ্রীলঙ্কা সফর হার দিয়ে শুরু করলেও ঘুরে দাঁড়াতে দেরি করেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে সমতায় ফিরেছে আজিজুল হাকিম তামিমের দল। কলম্বোতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৯১ বল হাতে রেখেই ৯ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশের যুবারা। জয়ের নায়ক দুইজন—বল হাতে আল ফাহাদ আর ব্যাট হাতে জাওয়াদ আবরার। প্রথমে বিধ্বংসী বোলিংয়ে শ্রীলঙ্কাকে ২১১ রানে গুটিয়ে দেন আল ফাহাদ। মাত্র ৪৪ রান খরচায় তুলে নেন ৬ উইকেট। তার গতি আর আগ্রাসনের সামনে ভেঙে পড়ে স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন চামিকা হেনাতিগালা। ২১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে দ্রুত উইকেট হারায় বাংলাদেশ। মাত্র ৫ রানে আউট হয়ে ফেরেন ওপেনার কালাম সিদ্দিকি। তবে এরপর থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন জাওয়াদ আবরার এবং অধিনায়ক আজিজুল হাকিম তামিম। দুজনে মিলে গড়েন অনূর্ধ্ব-১৯ ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশের দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ রানের রেকর্ড— ১৮০ রানের অবিচ্ছেদ্য জুটি। আগের রেকর্ড ছিল এনামুল হক বিজয় ও লিটন দাসের (১৭৯ রান)। রেকর্ড গড়ার পথে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকান জাওয়াদ। ১০৬ বলের ইনিংসে ১৪ চার ও ৬ ছক্কায় ১৩০ রান করে অপরাজিত থাকেন এই ওপেনার। তার ব্যাট থেকে এসেছে ৯২ রান শুধুই বাউন্ডারিতে, যা যুব পর্যায়ে বাংলাদেশের ক্রিকেটে নতুন রেকর্ড। এর আগে পিনাক ঘোষ ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯০ রান তুলেছিলেন বাউন্ডারি থেকে। জাওয়াদের দুর্দান্ত সঙ্গী অধিনায়ক আজিজুল তামিমও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন। তিনি অপরাজিত থাকেন ৬৯ রানে। আগামী ১ মে কলম্বোতেই অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ওয়ানডে।
গোমস্তাপুর ও ভোলাহাটে কৃষি প্রণোদনার ধান বীজ বিতরণ

গোমস্তাপুর ও ভোলাহাটে কৃষি প্রণোদনার ধান বীজ বিতরণ গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে আউশ (উফশী) ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ বেলা ১০টায় গোমস্তাপুর উপজেলা পরিষদ চত্বরে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কৃষকদের মধ্যে এসব উপকরণ বিতরণ করা হয়। পরে একই স্থানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম, কৃষক আলাউদ্দিন পারভেজ। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফজলুর রহমান, রাকীব উদ্দীন, জুবাইদা আবেদিন, মিঠুন চন্দ্র দেবনাথ উপকারভোগী কৃষকরা। উল্লখ্য, ২০২৪-২৫ অর্থবছরের খরিফ-১ মৌসুমে আউশ (উফশী) ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে উপজেলার ৬ হাজার জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ১ বিঘা জমির জন্য ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার প্রণোদনা হিসেবে বিতরণ করা হচ্ছে। অন্যদিকে ভোলাহাটে কৃষকদের মধ্যে বিনামূল্যে আউশ (উফশী) ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। দিকে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের সামনে দুই হাজার কৃষককে এ প্রণদনা দেওয়া হয়। কৃষি অফিস সূত্রে জানাযায়, ২০২৪-২৫ অর্থবছরের খরিফ-১ মৌসুমে আউশ (উফশী) ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে উপজেলার ২ হাজার জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার প্রণোদনা হিসেবে দেয়া হচ্ছে। বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) নিশাত আনজুম অনন্যা। এ সময় উপস্থিত ছিলেনÑ উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষে সহকারী প্রকৌশলী মো. লোকমান হাকিম, জনসাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মো. আজমীর শেখসহ অন্যরা।
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন ‘দ্বন্দে কোন আনন্দ নাই, আপস কর ভাই- লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই’-প্রতিপাদ্যে এবং উৎসবমূখর পরিবেশে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়েছে। আজ সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচী উদ্বোধন করা হয়। এরপর জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন পথ ঘুরে শোভাযাত্রাটি জেলা জজ আদালতের সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়। কর্মসূচীতে অংশ নেন জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মিজানুর রহমান, জেলা প্রশাসক আব্দুস সামাদ, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক আনিসুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ ইসাহাক, সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম কনক, পাবলিক প্রসিকিউটর আব্দুল ওয়াদুদ, জেলা লিগ্যাল এইড অফিসার আবু সাঈদসহ অন্যরা।
চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে ৯৫ গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের একটি মামলায় মিলন বাবু নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে তাকে ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাস কারাদেন্ডর আদেশ দেয়া হয়েছে। আজ বিকাল ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মিজানুর রহমান একমাত্র আসামীর অনুপস্থিতিতে (পলাতক) আদেশ প্রদান করেন। দন্ডিত মিলন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিৎপুরের যুক্ত রাধাকান্তপুর বহলাবাড়ি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল ওয়াদুদ বলেন, ২০২০ সালের ৩১ ডিসেম্বর বিকালে র্যাব-৫ ব্যাটালিয়নের শিবগঞ্জের নয়ালাভাঙ্গা ইউনিয়নের দালালপাড়া বোলতলা মোড় এলাকা থেকে ৯৫ গ্রাম হেরোইনসহ আটক হয় মিলন। এঘটনায় পরদিন ২০২১ সালের ১ জানুয়রী শিবগঞ্জ থানায় মিলনকে একমাত্র আসামী করে শিবগঞ্জ থানায় মামলা করেন র্যাবের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান। ২০২১ সালের ৩১ জানুয়ারী মামলার তদন্ত কর্মকর্তা(আইও) এবং শিবগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক(এসআই) জুয়েল ইসলাম একমাত্র মিলনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ১২ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে আদালত আজ পলাতক মিলনকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষনা করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড.আব্দুর রাজ্জাক।
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে হেরোইনসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে হেরোইনসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জ শহরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৩০ গ্রাম হেরোইন, ১টি হেরোইন পরিমাপক ডিজিটাল যন্ত্র, নগদ ৬৩ হাজার ৪১০টাকা এবং একটি পত্রিকার দু’টি পরিচয়পত্র (আইডি কার্ড)সহ শ্যামল রবিদাস নামে এক ব্যাক্তি আটক হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, আজ সকালে মিস্ত্রিপাড়া মহল্লার শ্যামলের ভাড়া করা বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি সদর উপজেলার হাট রামচন্দ্রপুর এলাকার সুধির চন্দ্র রবিদাসের ছেলে। আজ দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানটি নিশ্চিত করে পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক চোরাচালান চক্রের সদস্য শ্যামলকে ওইসব মালামালসহ আটক করা হয়। তার বিরুদ্ধে আগের একটি মাদক মামলা রয়েছে। এটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
পোপ ফ্রান্সিসকে শ্রদ্ধা জানাতে ভ্যাটিকান সিটিতে প্রধান উপদেষ্টা

পোপ ফ্রান্সিসকে শ্রদ্ধা জানাতে ভ্যাটিকান সিটিতে প্রধান উপদেষ্টা প্রয়াত পোপ ফ্রান্সিসকে শেষ শ্রদ্ধা জানাতে ভ্যাটিকান সিটির সেইন্ট পিটার্স ব্যাসিলিকায় গিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় গতকাল সেখানে পৌঁছান তিনি। আজ স্থানীয় সময় দুপুরে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। এর আগে তার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় ব্যাসিলিকায় শায়িত রাখা হয়েছে, যেখানে বিশ্বনেতাসহ লাখো মানুষ শ্রদ্ধা জানাতে সমবেত হচ্ছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পোপ ফ্রান্সিস ছিলেন অধ্যাপক ইউনূসের কাজের একজন বড় ভক্ত। এদিকে, পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নিতে ভ্যাটিকানে উপস্থিত হয়েছেন বিশ্বের বহু নেতৃবৃন্দ ও রাজপরিবারের সদস্যরা। এই অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রায় ১৩০টি বিদেশি প্রতিনিধি দল অংশ নিয়েছে, যার মধ্যে ৫০ জন রাষ্ট্রপ্রধান ও ১২ জন রাজা-রানী রয়েছেন।
গরমে লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকবে: জ্বালানি উপদেষ্টা

গরমে লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকবে: জ্বালানি উপদেষ্টা বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, এবার গরমে লোডশেডিং সীমিত পর্যায়ে রাখতে চাই। আমাদের প্রজেকশনে আছে ১৮ হাজার মেগাওয়াট। লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকবে। আজ দুপুরে বিদ্যুৎ ভবনের বিজয় হলে ফোরাম ফর এনার্জি রিপোর্টারস বাংলাদেশ (এফইআরবি) আয়োজিত জ্বালানি সংকট উত্তরণের পথ শীর্ষক সেমিনারে এসব বলেন তিনি। তিনি বলেন, গ্রাম ও শহরের বিদ্যুৎ সরবরাহে কোনো পার্থক্য থাকবে না এবার। গ্রাম ও শহরের মধ্যে সমন্বয় থাকবে। জ্বালানি আমদানি করতে পারবো। আমাদের বিদ্যুৎ সরবরাহ রাখতে হবে।
দেশে দ্বিতীয় কার্গো বিমানবন্দর চালু হচ্ছে আগামীকাল

দেশে দ্বিতীয় কার্গো বিমানবন্দর চালু হচ্ছে আগামীকাল ভারত বাংলাদেশের ট্রানজিট সুবিধা স্থগিত করে দেওয়ার পর প্রথমবারের মতো আগামীকাল সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট চালু করতে যাচ্ছে বাংলাদেশ। আজ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া এই তথ্য জানান। তিনি বলেন, সিলেট থেকে প্রথম মালবাহী বিমান চালুর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, যা ঢাকার পর বাংলাদেশের দ্বিতীয় কার্গো পরিচালনাকারী বিমানবন্দর হবে। গ্যালিস্টেয়ার এভিয়েশনের মাধ্যমে পরিচালিত একটি চার্টার্ড এয়ারবাস এ-৩৩০-৩০০ মালবাহী বিমানের রবিবার সন্ধ্যায় স্পেনের উদ্দেশে ৬০ টন তৈরি পোশাক পণ্য নিয়ে রওনা দেবে।