সাত টি-টোয়েন্টির জন্য ১৬ সদস্যের দলে অধিনায়ক লিটন

সাত টি-টোয়েন্টির জন্য ১৬ সদস্যের দলে অধিনায়ক লিটন চলতি মাসেই পাকিস্তানে পাঁচ টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। পাকিস্তান সফরের আগে সংযুক্ত আরব আমিরাতেও হবে একটি টি-টোয়েন্টি সিরিজ। যেখানে খেলবে আরো দুই টি-টোয়েন্টি ম্যাচ। আগামী বছরের বিশ্বকাপকে ভাবনায় রেখে টি-টোয়েন্টিতে ম্যাচ বাড়িয়েছে বাংলাদেশ। দুই সফরের জন্য রবিবার (৪ মে) ১৬ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুর হোম অব ক্রিকেটে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এ দল ঘোষণা করেন। ১৬ সদস্যের বাংলাদেশ দল: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, মাহেদী হাসান (সহ অধিনায়ক), তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম। দলে এসেছেন: শরিফুল ইসলাম, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয় ও নাহিদ রানা। বাদ পড়েছেন: আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিপন মন্ডল, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ (ইনজুরি)।
ভোক্তা পর্যায়ে ১৯ টাকা কমিয়ে এলপিজির নতুন দাম নির্ধারণ

ভোক্তা পর্যায়ে ১৯ টাকা কমিয়ে এলপিজির নতুন দাম নির্ধারণ ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমেছে। মে মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৯ টাকা কমিয়ে ১ হাজার ৪৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। এতদিন যা ছিল ১ হাজার ৪৫০ টাকা। আজ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ সংস্থাটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নতুন এ দাম ঘোষণা করেন। আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন দর কার্যকর হবে বলে জানানো হয়। এছাড়াও গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমেছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৬৬ টাকা ৪১ পয়সা থেকে কমিয়ে ৬৫ টাকা ৫৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসা সহজ করল চীন

বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসা সহজ করল চীন চীনে চিকিৎসা গ্রহণে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া সহজ করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস। নতুন ব্যবস্থায় ‘গ্রিন চ্যানেল’ নামে একটি বিশেষ সুবিধা চালু করা হয়েছে, যার মাধ্যমে দ্রুত এবং কম জটিলতায় ভিসা পাওয়া যাবে। আজ দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই উদ্যোগটি বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাস্থ্যখাতে সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবে নেওয়া হয়েছে। গত মার্চে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফরে দ্বিপক্ষীয় আলোচনায় এ বিষয়ে ঐকমত্যে পৌঁছে দুই দেশ। দূতাবাস জানায়, নতুন ব্যবস্থার আওতায় চিকিৎসা ভিসার আবেদনকারীরা পূর্বের মতো বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদিত সনদপত্র জমা দেয়ার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পাবেন। এখন থেকে অনুমোদিত ট্রাভেল এজেন্সিগুলোই ব্যাংক ডিপোজিট সার্টিফিকেট এবং রক্তের সম্পর্কের গ্যারান্টিপত্র ইস্যু করতে পারবে, যা আবেদনকারীর প্রক্রিয়া সহজ করবে।
বিবাহের প্রলোভন সংক্রান্ত বিধান বাতিল প্রশ্নে হাইকোর্টের রুল

বিবাহের প্রলোভন সংক্রান্ত বিধান বাতিল প্রশ্নে হাইকোর্টের রুল নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশে সন্নিবেশিত বিবাহের প্রলোভন সংক্রান্ত বিধানটি কেন অসাংবিধানিক ও বাতিল হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত রিটের শুনানি শেষে বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে আজ এ আদেশ দেয়। আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইশরাত হাসান। গত ২৫ মার্চ জারি করা গেজেটে নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ- ২০২৫ এ ধারা ৯ (ক) এর পরে নতুন ধারা ৯ (খ) সন্নিবেশিত করা হয়েছে।
সৌদি আরব পৌঁছেছেন ২২ হাজার ২০৩ হজযাত্রী

সৌদি আরব পৌঁছেছেন ২২ হাজার ২০৩ হজযাত্রী বাংলাদেশ থেকে গতকাল রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ২২ হাজার ২০৩ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। মোট ৫৪টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ৫৩৯ হজযাত্রী রয়েছেন। এখন পর্যন্ত ৭৫ হাজার ৫৮০টি ভিসা ইস্যু করা হয়েছে। গতকাল হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। হেল্প ডেস্কের তথ্য মতে, ৫৪টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২২টি, সৌদি এয়ারলাইন্সের ১৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৫টি ফ্লাইট পরিচালনা করেছে। চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে।
দীর্ঘতম প্রেস কনফারেন্সের রেকর্ড মালদ্বীপ প্রেসিডেন্টের

দীর্ঘতম প্রেস কনফারেন্সের রেকর্ড মালদ্বীপ প্রেসিডেন্টের ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির রেকর্ড ভেঙে দিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। একটানা প্রায় ১৫ ঘণ্টা ধরে একটি সংবাদ সম্মেলনে ভাষণ দিয়েছেন তিনি। এর মাধ্যমে সবচেয়ে দীর্ঘ সময় ধরে সংবাদ সম্মেলনের রেকর্ড গড়েছেন মোহাম্মদ মুইজ্জু। এএফপির প্রতিবেদন অনুযায়ী, গতকাল মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয় এক বিবৃতিতে জানায়, গতকাল স্থানীয় সময় সকাল ১০টার দিকে মুইজ্জু সেই সংবাদ সম্মেলন শুরু করেন এবং মাঝখানে প্রার্থনার জন্য সংক্ষিপ্ত বিরতি দেওয়া ছাড়া যেটি ১৪ ঘণ্টা ৫৪ মিনিট ধরে অব্যাহত ছিল। এএফপি জানায়, মুইজ্জুর এই বর্ধিত সংবাদ সম্মেলনটি এমন এক দিনে অনুষ্ঠিত হয়েছে, যেদিনটি ছিল বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, নতুন বিশ্ব রেকর্ড গড়া সংবাদ সম্মেলনটি শেষ হতে মধ্যরাত পার হয়ে যায়। সেখানে একটানা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে থাকেন প্রেসিডেন্ট মুইজ্জু। এসময় তথ্যনির্ভর, ভারসাম্যপূর্ণ ও পক্ষপাতহীন সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন। দীর্ঘ এ সেশনে সাংবাদিকদের কাছে জনসাধারণের জমা দেওয়া প্রশ্নেরও উত্তর দেন প্রেসিডেন্ট। তিনি আরও জানান, আরএসএফ পরিচালিত ২০২৫ সালের ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্সে দুই ধাপ এগিয়ে ১০৪ তম অবস্থানে উঠে এসেছে মালদ্বীপ।
ক্রিকেটে সূর্যোদয় আমিরাতের, কপাল পুড়লো যুক্তরাষ্ট্রের

ক্রিকেটে সূর্যোদয় আমিরাতের, কপাল পুড়লো যুক্তরাষ্ট্রের বিশ্ব নারী ক্রিকেটে এক নতুন সূর্যোদয় ঘটাল সংযুক্ত আরব আমিরাতের মেয়েরা। প্রথমবারের মতো আইসিসির ওয়ানডে স্ট্যাটাস অর্জন করেছে তারা। ২০২৫ থেকে ২০২৯ সালের চক্রের জন্য এই স্ট্যাটাস কার্যকর হবে। আর তাদের এই অর্জনে কপাল পুড়েছে যুক্তরাষ্ট্রের মেয়েদের। তাদের হটিয়েই ইউএই-এর মেয়েরা ইতিহাস গড়েছে। মূলত পারফরম্যান্সের ভিত্তিতেই মধ্যপ্রাচ্যের দেশটিকে সুখবর শুনিয়েছে আইসিসি। গেল পরশু সংস্থাটির ঘোষিত নতুন চক্রে ১৬টি নারী দলকে ওয়ানডে মর্যাদা দেয়া হয়েছে, যার মধ্যে পাঁচটি সহযোগী দেশ রয়েছে। তারা হলো থাইল্যান্ড, নেদারল্যান্ডস, পাপুয়া নিউ গিনি (পিএনজি), স্কটল্যান্ড এবং নতুন সংযোজন হিসেবে সংযুক্ত আরব আমিরাত। টি টোয়েন্টিতে শক্তিশালী পারফরম্যান্স করেই ১৬তম দল হিসেবে যুক্ত হয়েছে তারা।
শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমের ইন্তেকাল

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমের ইন্তেকাল শিবগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অ ইন্না ইলাহি রাজিউন)। আজ সকাল ১১টায় জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি মনাকষা ইউনিযনের ১ নং ওয়ার্ডের চৌকা খড়িয়াল গ্রামের বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলে ও দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রখে গেছেন। আজ সন্ধ্যা ৬টার সময় নিজ গ্রামের আমবাগানে তাঁকে রাষ্ঠ্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা, মোয়াজ্জেম হোসেন মন্টু, ওয়ার্ড সদস্য কাজল আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। রাতে খড়িয়াল কেন্দ্রীয় গোরস্থানে জানাজা নামাজের পর ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
প্রয়াসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রয়াসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ৯টায় জেলাশহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রধান কার্যালয়ের নকীব হোসেন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। প্রয়াসের পরিচালক (কার্যক্রম) পঙ্কজ কুমার সরকারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, যুগ্ম পরিচালক নাসের উদ্দিন, সিনিয়র সহকারি পরিচালক আবুল খায়ের খান, সহকারী পরিচালক জুলফিকার আলী, মু. তাকিউর রহমান, সহকারী পরিচালক ফারুক আহমেদ, তানভির আহম্মেদ রিয়াদ, ফিরোজ আলম, আবুল কালাম আজাদ ও শাহাদাত হোসেনসহ, সকল আরএম, জোন প্রধান, আরএম (এমই), প্রকল্প ফোকাল পার্সন, প্রকল্প ব্যবস্থাপক ও সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ। সভায় প্রয়াসের চলমান কার্যক্রম ও সংস্থার কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি বিষয়ে আলোচনা হয়। সেই সাথে সংস্থার কার্যক্রম দক্ষতার সাথে এগিয়ে নিতে উপস্থিত কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন, প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন।
শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ শ্রীলঙ্কার মাটিতে বেশ ছন্দে রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ছয় ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডেতে খেলতে নেমে ওপেনার জাওয়াদ আবরারের সেঞ্চুরিতে লঙ্কানদের ৩৩৭ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দেয় লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর বোলারদের নৈপুণ্যে ১৪৬ রানের বড় জয় পেয়েছে যুবা টাইগাররা। এই জয়ে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। বাকী দুই ম্যাচের একটিতে জিতলেই সিরিজ নিজেদের করে নেবে যুবা টাইগাররা। আজ কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৩৬ রান সংগ্রহ করে যুবা টাইগাররা, যা বিদেশের মাটিতে ওয়ানডেতে অনূর্ধ্ব-১৯ দলের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে ওয়ানডেতে বাংলাদেশ যুবাদের সর্বোচ্চ পুঁজি ছিল ৩৪০ রান। ২০১৯ সালের সেই ম্যাচেও প্রতিপক্ষ ছিল লঙ্কান যুবারা।