বিদ্রোহী ১৮ নারী ফুটবলারের সঙ্গে বাফুফের চুক্তি সম্পন্ন

বিদ্রোহী ১৮ নারী ফুটবলারের সঙ্গে বাফুফের চুক্তি সম্পন্ন সাফজয়ী ১৮ নারী ফুটবলার গ্রুপ বেঁধে ব্রিটিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে তুচ্ছ অভিযোগ তুলে বিদ্রোহ করেছিলেন। পিটার থাকলে তারা খেলবেন না। পিটারও অবস্থান নিয়েছিলেন। শেষ পর্যন্ত দুই পক্ষের এগিয়ে আসায় আপাতত সমস্যা সমাধান হয়েছে। বিদ্রোহ করা ১৮ ফুটবলারের সঙ্গে বাফুফের চুক্তি সম্পন্ন হয়েছে। ভুটানে লিগ খেলতে গেছেন ১০ ফুটবলার, ঢাকায় বাফুফের ক্যাম্পে রয়েছেন আট ফুটবলার। সবার সঙ্গেই চুক্তি সম্পন্ন হয়েছে বলে বাফুফের দাবি। বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন। তিনি বলেন, ‘১৮ ফুটবলার চুক্তি করেছে। ১০ জন ভুটানে গেছেন লিগ খেলতে, তারা ওখানে বসে চুক্তিপত্রে স্বাক্ষর করে পাঠিয়েছেন।’ কিছু কিছু ফুটবলারের বেতন বাড়ানো হয়েছে। ৫ হাজার টাকা করে বেড়েছে বলে জানা গেছে। ভুটানের খেলোয়াড়রা কবে আসবেন, তা জানা নেই বাফুফের। লিগ শুরু হবে ১০ মে। খেলার ফাঁকে ফাঁকে লম্বা সময় বিরতি রয়েছে। লিগের খেলা শেষ হবে আগস্ট। নাম বেতন রূপনা চাকমা ৫৫ হাজার শিউলি আজিম ৫৫ হাজার শামসুন্নাহার (সিনিয়র) ৫৫ হাজার মনিকা চাকমা ৫৫ হাজার মারিয়া মান্দা ৫৫ হাজার ঋতুপর্ণা চাকমা ৫৫ হাজার তহুরা খাতুন ৫৫ হাজার শামসুন্নাহার (জুনিয়র) ৫৫ হাজার সানজিদা আক্তার ৫৫ হাজার সাবিনা খাতুন ৫৫ হাজার নিলুফা ইয়াসমিন নিলা ৫৫ হাজার কৃষ্ণা রানী সরকার ৫৫ হাজার মাসুরা পারভিন ৫৫ হাজার মোসাম্মাৎ সাগরীকা ৩০ হাজার সুমাইয়া মাতসুশিমা ৩০ হাজার সাথী বিশ্বাস ২২ হাজার স্বর্ণা রানী মণ্ডল ২২ হাজার নাসরিন আক্তার ২০ হাজার
বেবি বাম্প নিয়ে মেট গালার কার্পেটে কিয়ারা

বেবি বাম্প নিয়ে মেট গালার কার্পেটে কিয়ারা প্রথমবার মেট গালার ব্লু গালিচায় হাঁটলেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। গতকাল (৫ মে) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে অনুষ্ঠিত মেট গালার গালিচায় রূপের দ্যুতি ছড়ান এই তারকা। কিয়ারাই প্রথম ভারতীয় অভিনেত্রী যে, বেবি বাম্প নিয়ে মেট গালার কার্পেটে দেখা দিলেন। এ অনুষ্ঠানে তোলা বেশ কয়েকটি ছবি অন্তর্জালে ছড়িয়ে পড়েছে। প্রখ্যাত ভারতীয় ডিজাইনার গৌরব গুপ্তের তৈরি পোশাকে সজ্জিত হন কিয়ারা। তার সাংস্কৃতিক শিকড় এবং তার ব্যক্তিগত বিবর্তন উভয়ই এই পোশাকের মাধ্যমে উদযাপন করেছেন। কিয়ারার পোশাকের শিরোনাম ছিল ‘ব্রেভহার্টস’। ফ্যাশনের চেয়েও বেশি ছিল— নারীত্ব, বংশ এবং রূপান্তরের প্রতি শ্রদ্ধা। নির্ভুল ভাস্কর্যের সঙ্গে তৈরি গাউনটিতে ঘুংরু এবং স্ফটিক দিয়ে সজ্জিত একটি প্রাচীন সোনার বক্ষবন্ধনী রয়েছে। দুটি প্রতীকী রূপ— মাদার হার্ট এবং বেবি হার্ট। একটি চেন নাভির কর্ড দ্বারা সংযুক্ত ছিল, যা দৃশ্যত মাতৃত্বের বন্ধন বর্ণনা করে। কালো-সোনালি এই পোশাকে হবু মা কিয়ারার চোখে-মুখে উজ্জ্বল দীপ্তি ছিল। কিয়ারা আদভানির সঙ্গে অবস্থান করছেন তার বর-অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। মেট গালায় অংশ না নিলেও, অন্তঃসত্ত্বা স্ত্রীকে একা ছাড়েননি। তাকে সঙ্গ দেওয়ার জন্য, আগলে রাখার জন্য মার্কিন মুলুকে রয়েছেন এই অভিনেতা।
গত এপ্রিল মাসে সড়কে গেছে ৫৮৩ জনের প্রাণ

গত এপ্রিল মাসে সড়কে গেছে ৫৮৩ জনের প্রাণ এপ্রিল মাসে বাংলাদেশে ৫৬৭টি সড়ক দুর্ঘটনায় ৫৮৩ জন নিহত ও ১ হাজার ২০২ জন আহত হয়েছেন। ওই মাসে রেলপথে ৩৫টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ৫ জন আহত এবং নৌপথে ৮টি দুর্ঘটনায় ১০ জন নিহত ও এক জন নিখোঁজ হয়েছেন। সড়ক, রেল ও নৌপথে মোট ৬১০টি দুর্ঘটনায় ৬২৮ জন নিহত এবং ১ হাজার ২০৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৬ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। এপ্রিলে ২১৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২২৯ জন নিহত ও ২২৪ জন আহত হয়েছেন, যা মোট দুর্ঘটনার ৩৭ দশমিক ৯১ শতাংশ, নিহতের ৩৯ দশমিক ২৭ শতাংশ ও আহতের ১৮ দশমিক ৬৪ শতাংশ। ওই মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে ১৩৮টি সড়ক দুর্ঘটনায় ১৩৬ জন নিহত ও ৩৭৭ জন আহত হয়েছেন। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা হয়েছে সিলেট বিভাগে। এ বিভাগে ২৮টি সড়ক দুর্ঘটনায় ৩১ জন নিহত ও ৫১ জন আহত হয়েছেন। সড়ক দুর্ঘটনার শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে ১০ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ১৩৫ জন চালক, ১১২ জন পথচারী, ৭২ জন পরিবহন শ্রমিক, ৭৫ জন শিক্ষার্থী, ১৫ জন শিক্ষক, ১০০ জন নারী, ৭০ জন শিশু, দুই জন সাংবাদিক, এক জন চিকিৎসক , এক জন মুক্তিযোদ্ধা, দুই জন প্রকৌশলী এবং ৮ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী।
ভারতের বিভিন্ন রাজ্যে ‘নিরাপত্তা মহড়া’ আয়োজনের নির্দেশ

ভারতের বিভিন্ন রাজ্যে ‘নিরাপত্তা মহড়া’ আয়োজনের নির্দেশ নিরাপত্তা মহড়া আয়োজনে বেশ কয়েকটি রাজ্যকে নির্দেশ দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামীকাল বুধবার এ মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যেই এ নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। এতে বলা হয়েছে, শেষবার এমন মহড়া হয় ১৯৭১ সালে। সেকারণে এ নির্দেশনা বিশেষ তাৎপর্যপূর্ণ। এবার সম্ভাব্য শত্রু মোকাবিলায় বেশ কয়েকটি পদক্ষেপ নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো– বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বাজানো, শত্রুর আক্রমণ থেকে নিজেদের রক্ষার জন্য বেসামরিক নাগরিক, বিশেষ করে শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান, রাতে ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি, গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষায় ব্যবস্থা নেওয়া, নিরাপদ আশ্রয়ে যাওয়ার মহড়া আয়োজন প্রভৃতি। গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় ২৬ জন বেসামরিক নিহত হওয়ার পর থেকে ভারত-পাকিস্তান উত্তেজনা বাড়ছেই। এনডিটিভি জানায়, পাঞ্জাবের ফিরোজাবাদে মঙ্গলবার রাতে ক্যান্টনমেন্ট এলাকায় আধ-ঘণ্টার ব্ল্যাকআউট মহড়া হয়েছে। সেনা কর্তৃপক্ষ স্থানীয় বিদ্যুৎ বিভাগকে নির্ধারিত সময়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখার অনুরোধ করেছিল। এই মহড়ার উদ্দেশ্য যুদ্ধকালীন পরিস্থিতিতে ব্ল্যাকআউট কৌশল প্রয়োগের প্রস্তুতি। কাশ্মীরে জঙ্গি হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাকিস্তান ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন। মোদি বলেছেন, “যারা এই ষড়যন্ত্র করেছে বা হামলা চালিয়েছে তারা কল্পনাতীত শাস্তি পাবে।’ কাশ্মীরে হামলার বদলা নিতে সশস্ত্র বাহিনীকে পালটা আক্রমণের পূর্ণ স্বাধীনতাও দিয়েছেন তিনি। আর এবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয় দেশজুড়ে বিভিন্ন রাজ্যে ৭ মে মহড়া পরিচালনার নির্দেশ দিল। এদিকে, গতকাল সোমবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ সতর্ক করে বলেছেন, পাকিস্তানে হামলা চালালে ভারতকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
সরকার ১১০৪ কোটি ৪১ লাখে কিনবে দুই কার্গো এলএনজি

সরকার ১১০৪ কোটি ৪১ লাখে কিনবে দুই কার্গো এলএনজি দেশের জ্বালানি চাহিদা মেটাতে ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’-অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে পৃথক দুটি দরপত্রের মাধ্যমে দুই কার্গো এলএনজি ক্রয়ের লক্ষ্যে উদ্যোগ নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এরমধ্যে সিঙ্গাপুর ভিত্তিক মেসার্স ভিটল প্রা.লি. সর্বনিম্ন দরদাতা হিসেবে এই দুই কার্গো এলএনজি সরবরাহ করবে। এতে মোট ব্যয় হবে ১১০৪ কোটি ৪১ লাখ ৮৪ হাজার ৩৩৬ টাকা। দেশের বিদ্যমান ও ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা মেটানোর লক্ষ্যে দেশীয় উৎপাদিত গ্যাসের পাশাপাশি কক্সবাজারের মহেশখালীতে স্থাপিত দু’টি ভাসমান এলএনজি টার্মিনালের মাধ্যমে জি টু জি ভিত্তিতে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কাতার থেকে ২.৫ এমটিপিএ (মিলিয়ন টন পার এনাম) এবং ওমান থেকে ১.০ এমটিপিএ এলএনজি অর্থাৎ মোট ৩.৫ এমটিপিএ (৫৬ কার্গো) এলএনজি ক্রয় করা হচ্ছে। এছাড়া, চাহিদার আলোকে অ্যানুয়াল ডেলিভারি প্রোগ্রাম (এডিপি) এর আওতায় স্পট মার্কেট থেকেও এলএনজি কেনা হয়।
রামচন্দ্রপুরে নিরাপদ আম উৎপাদন শীর্ষক কর্মশালা

রামচন্দ্রপুরে নিরাপদ আম উৎপাদন শীর্ষক কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে ‘আম রপ্তানির জন্য চুক্তিবদ্ধ চাষের মাধ্যমে উত্তম কৃষিচর্চা (জিএপি ও হ্যাজার্ড অ্যানালাইসিস ক্রিটিক্যাল পয়েন্টের (এইচএসিসিপি) মাধ্যমে নিরাপদ আম উৎপাদন এবং এর প্রক্রিয়াজাতকরণ পণ্যের প্রশিক্ষণ কর্মশালা-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলার সদর উপজেলার রামচন্দ্রপুরহাটে রানীহাটি ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রানীহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রহমত আলী। বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলহাজ মো. শুকুরুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সহসভাপতি মো. মনোয়ারুল ইসলাম ডালিম, রামচন্দ্রপুর হর্টিকালচার সেন্টারের নার্সারি তত্ত্বাবধায়ক খন্দকার মো. মাহতাব হোসেনসহ অন্যরা। প্রশিক্ষণ কর্মশালার প্রধান আলোচক ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা কার্যালয়ের শস্য বিশেষজ্ঞ কৃষিবিদ ড. জহুরুল ইসলাম। কর্মশালায় মানবদেহের জন্য ক্ষতিকর কেমিকেলমুক্ত আম উন্নত পদ্ধতিতে উৎপাদন, আমের রোগ-পোকা দমন ও পরিচর্যার মাধ্যমে ফলন বৃদ্ধি এবং আম ও আমজাত পণ্য রপ্তানির সুযোগ বৃদ্ধিকরণের অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত ৭০ জন আমচাষি ও ব্যবসায়ীরা। প্রশিক্ষণ কর্মশালায় সর্বস্তরের আমচাষি ও ব্যবসায়ীরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
শিবগঞ্জে কাঁচা ঘাস খেয়ে ৩ গাভীর মৃত্যু ও অসুস্থ ২ গরু

শিবগঞ্জে কাঁচা ঘাস খেয়ে ৩ গাভীর মৃত্যু ও অসুস্থ ২ গরু শিবগঞ্জে কাঁচা ঘাস খেয়ে তিনটি গাভী মারা গেছে। এতে আরো দুটি গরু অসুস্থ হয়ে পড়েছে। মারা যাওয়া গাভী তিনটির বর্তমান বাজারমূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা। আজ সকালে উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিশ্বনাথপুর ছয় ঘরিয়া গ্রামের সাদেকুল ইসলাম ঘোষের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকালে উপজেলার বাখোরালি বাজার থেকে কাঁচা ঘাস কিনে পাঁচটি গাভীকে খাওয়ালে কিছুক্ষণ পর গাভীগুলো অসুস্থ হয়ে পড়ে। এ সময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে যোগাযোগ করেন সাদেকুল ঘোষ। এক ঘণ্টা পর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদাৎ হোসেন ঘটনাস্থলে এসে অসুস্থ গাভীগুলোকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং মৃত তিনটি গাভীর আলামত সংগ্রহ করে নিয়ে যান। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদাৎ হোসেন বলেন, অল্প বয়সের কাঁচা ঘাস নাইট্রোপয়োজন সৃষ্টি হওয়ায় অতিরিক্ত কাঁচা ঘাস খাওয়ার কারণে গাভীগুলো মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। আলামত সংগ্রহ করে রাজশাহী পরীক্ষাগারে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর বৃদ্ধি করবে বৃষ্টি

বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর বৃদ্ধি করবে বৃষ্টি চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর বৃদ্ধি করবে ম্যানেজড একুইফার রিচার্জ (এমএআর) কার্যক্রম। ঘরের ছাদে কিংবা টিনের ছাইনিতে পড়া বৃষ্টির পানি ফিলট্রেশন করে পাইপলাইনের মাধ্যমে একটি নির্দিষ্ট বোরহোলে ফেলা হবে। এরফলে বৃষ্টির পানি গড়িয়ে ড্রেনে বা জলাশয়ে কিংবা খাল বিলে না গিয়ে সরাসরি বোরহোলে পড়বে এবং ভূগর্ভের পানির স্তর পুনর্ভরণ হবে। খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় এবং ভূগর্ভস্থ পানির স্তর উন্নয়নের লক্ষ্যে এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ (ইসিসিসিপি)-ড্রাউট প্রকল্পের আওতায় এই কার্যক্রমটি বাস্তবায়ন করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে এই কাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আব্দুস সামাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। তিনি তার বক্তব্যে জানান, ২০২৪-২৫ অর্থবছরে সদর উপজেলার সাতটি ইউনিয়নে মোট ৪০টি এমএআর স্থাপন কার্যক্রম শুরু হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন, সহকারী কমিশনার জাহিদ হাসান, ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম লুৎফুল হাসান। অনুষ্ঠানে প্রয়াসের পরিচালক এবং ইসিসিসিপি ড্রাউট প্রকল্পের ফোকাল পারসন পঙ্কজ কুমার সরকার সূচনা বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রয়াসের কনিষ্ঠ সহকারি পরিচালক আব্দুস সালাম। এসময় ইসিসিসিপি ড্রাউট প্রকল্প সমন্বয়কারী বকুল কুমার ঘোষ, ঝিলিম ইউনিয়নের প্রশাসিনক কর্মকর্তা মৃনাল কান্তি পালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রকল্পটিতে আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে গ্রিন ক্লাইমেট ফান্ড জিসিপি ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো বরেন্দ্র অঞ্চলে খরা প্রতিরোধে বৃষ্টির পানি ভূগর্ভে সংরক্ষণের মাধ্যমে পানির স্তর বাড়ানো। এমএআর স্থাপনার পাশাপাশি খাল ও পুকুর খননের মাধ্যমে ভূ-উপরিস্থ পানির ধারণ ক্ষমতা বৃদ্ধি এবং খরা সহনশীল ফসল ও ফল চাষে পানি ব্যবস্থাপনায় কার্যকর অবদান রাখা হচ্ছে। এই প্রকল্প জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবেলায় একটি সময়োপযোগী ও উদ্ভাবনী উদ্যোগ হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিবৃন্দ। উল্লেখ্য, ভূগর্ভের পানির স্তর দিনদিন ভয়াবহারে নিচে নেমে যাওয়ায় চলতি বোরো মৌসুমে এবার ঝিলিম ইউনিয়নসহ সদর, নাচোল ও গোমস্তাপুর উপজেলার ৮টি ইউনিয়নে ধান চাষে কৃষকদের নিরুৎসাহিত করে বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ।
ভোলাহাট প্রেসক্লাবের সাবেক সভাপতির মেয়ে ‘জামাইয়ের’ মৃত্যু

ভোলাহাট প্রেসক্লাবের সাবেক সভাপতির মেয়ে ‘জামাইয়ের’ মৃত্যু ভোলাহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক ভোলাহাট সংবাদের সম্পাদক গোলাম কবিরের ছোট মেয়ে জামাই সিভিল ইঞ্জিনিয়ার সাব্বির হোসাইন আর নেই। তিনি আজ রবিবার বেলা ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল¬াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন বছরের একটি শিশু সন্তান, বাবা-মা, শ্বশুর-শাশুড়িসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর দাফন আজ রাত ৯টায় ঘোড়াদহ কেন্দ্রীয় কবরস্থানে সম্পন্ন হবে। সাব্বির হোসাইন পাবনা জেলার সুজানগর উপজেলার ঘোড়াদহ গ্রামের বিল¬াল খানের সন্তান। তিনি ভোলাহাট উপজেলার সাংবাদিক গোলাম কবিরের ছোট মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সুখী সংসার করছিলেন। গত ২২ এপ্রিল ঢাকার শেরেবাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে তাঁর ব্রেইন টিউমারের অপারেশন করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয় এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বস ত্যাগ করেন। তাঁর বিদেহী আতœার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের পক্ষ থেকে সবাইকে দোয়ার অনুরোধ জানিয়েছে মরহুমরে শ্বশুর গোলাম কবির, মহান আল¬াহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করেন। সাব্বির হোসাইনের অকালমৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিক, রাজনীতিবিদ এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ।
নতুন সিনেমায় আকাশচুম্বী পারিশ্রমিক শ্রদ্ধার

নতুন সিনেমায় আকাশচুম্বী পারিশ্রমিক শ্রদ্ধার জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। বলিউডের প্রথম সারির নায়িকাদের একজন তিনি। অভিনয় ক্যারিয়ারে বেশ কয়েকটি ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। বিশেষ করে গত বছর মুক্তি পায় তার অভিনীত ‘স্ত্রী টু’ সিনেমা। মুক্তির পর বক্স অফিসে সিনেমাটি ঝড় তুলেছিল। এবার জানা গেল, নতুন সিনেমার জন্য আকাশচুম্বী পারিশ্রমিক নিচ্ছেন ‘আশিকি’খ্যাত এই তারকা। বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে জানিয়েছে, ‘স্ত্রী টু’ সিনেমার কেন্দ্রীয় চরিত্র রূপায়ন করেন শ্রদ্ধা কাপুর। এ চরিত্রের জন্য ৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৭ কোটি ১২ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নেন তিনি। একতা কাপুরের পরবর্তী সিনেমায় দেখা যাবে তাকে। এ সিনেমার জন্য ১৭ কোটি রুপি বাংলাদেশি মুদ্রায় ২৪ কোটি ৪২ লাখ টাকার বেশি)। শুধু তাই নয়, সিনেমাটির লভ্যাংশও নেবেন এই অভিনেত্রী। বক্স অফিস সম্পর্কিত একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, “শ্রদ্ধা কাপুরের ক্যারিয়ারে এটি সর্বোচ্চ পারিশ্রমিক। বর্তমানে হিন্দি সিনেমায় প্রধান নারী চরিত্র রূপায়নকারীর সর্বোচ্চ পারিশ্রমিকের মধ্যে একটি এটি। ১৭ কোটি রুপিতে শ্রদ্ধাকে চুক্তিবদ্ধ করাতে পেরে খুশি একতা কাপুরও। রাহি অনিল বার্ভের সিনেমাটি শ্রদ্ধার হিন্দি সিনেমার সর্বাধিক আয়কারী চলচ্চিত্র ‘স্ত্রী টু’-এর পরবর্তী পর্ব হতে যাচ্ছে।” পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, একতা কাপুরের থ্রিলার ঘরানার এ সিনেমার নাম এখনো চূড়ান্ত হয়নি। এটি পরিচালনা করবেন রাহি অনীল বার্ভে। চলতি বছরের দ্বিতীয়ার্ধে সিনেমাটির শুটিং শুরুর কথা রয়েছে। তবে পারিশ্রমিক বৃদ্ধির বিষয়ে শ্রদ্ধার কোনো মন্তব্য পাওয়া যায়নি। শ্রদ্ধা কাপুর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘স্ত্রী টু’। এটি পরিচালনা করেন অমর কৌশিক। এতে তার বিপরীতে অভিনয় করেন রাজকুমার রাও। কমেডি-হরর ঘরানার এ সিনেমা গত বছরের ১৫ আগস্ট বিশ্বের প্র্রায় ৩ হাজার পর্দায় মুক্তি পায়। ১২০ কোটি রুপি বাজেটের এ সিনেমা মোট আয় করে ৮৭৪ কোটি রুপির বেশি।