চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে নবাবগঞ্জ সিটি কলেজের হলরুমে এই সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান। প্রধান আলোচক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজী বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. এম মুর্শেদ জামান মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারিন্দ্র মেডিকেল কলেজের সাবেক সহকারী অধ্যাপক ডা. আল মামুন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজী বিভাগের রেজিস্টার ডা. মারুফ আল হাসান, রাজশাহী মেডিকেল কলেজের মেডিকেল অফিসার ডা. মার্জয়া আফরিন বন্যা। অনুষ্ঠানে রক্তরোগ বিশেষজ্ঞরা জানান, থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তের রোগ। মানবকোষে রক্ত তৈরি করার জন্য দুটি জিন থাকে। কোনো ব্যক্তির রক্ত তৈরির একটি জিনে ত্রুটি থাকলে তাকে থ্যালাসেমিয়া বাহক বলে। আর দুটি জিনেই ত্রুটি থাকলে তাকে থ্যালাসেমিয়া রোগী বলে। তবে সব বাহকই রোগী হন না। শিশু জন্মের এক থেকে দুই বছরের মধ্যে থ্যালাসেমিয়া রোগ ধরা পড়ে। এই রোগের লক্ষণগুলো হলো ফ্যাকাশে হয়ে যাওয়া, দুর্বলতা, ঘন ঘন রোগসংক্রমণ, শিশুর ওজন না বাড়া, জন্ডিস, খিটখিটে মেজাজ ইত্যাদি। শেষে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
রাজশাহী-ঢাকা রুটে চলা ৪টি আন্ত:নগর ট্রেন চাঁপাইনবাবগঞ্জ থেকে চালুসহ ৮ দফা দাবিতে মানববন্ধন

রাজশাহী-ঢাকা রুটে চলা ৪টি আন্ত:নগর ট্রেন চাঁপাইনবাবগঞ্জ থেকে চালুসহ ৮ দফা দাবিতে মানববন্ধন রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী চারটি আন্ত:নগর ট্রেন চাঁপাইনবাবগঞ্জ থেকে চালানো সহ ৮ দফা দাবিতে মানববন্ধন ও স্মারককলিপি প্রদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। আজ সুশাসনের জন্য নাগরিক-সুজন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় চত্বরে মানববন্ধনের আয়োজন করে। শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনি-পেশার প্রতিনিধি এবং সাধারণ মানুষ কর্মসূচীতে যোগ দিয়ে একাত্মতা প্রকাশ করেন। ঘন্টারও বেশি সময়ের মানববন্ধনে আয়োজকরা আগামী ৭ দিনের মধ্যে কর্তৃপক্ষ দাবি পূরণের আশ^াস না দিলে আগামী ১৪ মে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে ষ্টেশনে ‘বনলতা’ ট্রেন অবরোধের কর্মসূচী দেন। মানববন্ধনে বক্তব্য দেন জেলা সুজন সভাপতি আসলাম কবীর, সম্পাদক মনোয়ার হোসেন, জেলা আইনজীবী সমিতি সভাপতি মোহাম্মদ ইসাহাক, জেলা চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ,শাহ নেয়ামতুল্লাহ কলেজ অধ্যক্ষ কামরুজ্জামান, জেলা হাসপাতালের চিকিৎসক ইসমাইল হোসেন ও মাহফুজ রায়হান,জেলা বৈষম্যবিরোদী ছাত্র আন্দোলন আহব্বায়ক আব্দুর রাহিম,নাগরিক কমিটি যুগ্ম আহব্বায়ক আবু হেনা বাবলু, প্রবীন হিতৈষী সংঘের আফসার আলী,মর্ডান মাকেট কমিটি সভাপতি গোলাম মোস্তফা,জেলা কলেজ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ সম্পাদক বাবুল আখতার,জেলা পুজা উদযাপন কমিটি সভাপতি ডাবলু কুমার ঘোষ,জেলা চা দোকান মালিক সমিতি সভাপতি কামরুজ্জমান মুক্তা,সদর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা মোখলেসুর রহমান,জেলা যুবদলের সাবেক সম্পাদক আব্দুর রহমান সহ অনেকে। বক্তরা বলেন, রাজশাহী-ঢাকা রুটে ৫টি আন্ত:নগর ট্রেন চললেও শুধু ‘বনলতা’ রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত চলে। অথচ বিভিন্ন মহল দীর্ঘদিন থেকে সকল ট্রেনই চাঁপাইনবাবগঞ্জ থেকে চালাানোর দাবিতে আন্দোলন করছে। অথচ দাবিটি পূরণ না হওয়ায় ২৫ লক্ষাধিক জনসংখ্যার জেলাবাসীকে বিভিন্ন দূর্ভোগ পোহাতে হচ্ছে। আম সহ বিভিন্ন দিকে সমৃদ্ধ ও সম্ভাবনার জেলাবাসী নিরাপদ আধুনিক যোগাযোগ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। মানবন্ধন শেষে জেলা প্রসাসকের মাধ্যমে রেল উপদেষ্টা ও সচিব এবং সড়ক উপদেষ্টা ও সচিবকে স্¥রকলিপি দেয়া হয়। ৮দফার অন্য দাবিগুলো হচ্ছে- চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত নতুন ডবল লাইন নির্মাণ, চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে ষ্টেশনের প্লাটফর্ম আধুনিকায়ন, জেলার রহনপুর রেলওয়ে শুল্ক ষ্টেশনকে পূর্ণাঙ্গ রেলবন্দর ঘোষণা,সকল আন্ত:নগর ট্রেনের জন্য রহনপুর পর্যন্ত কানেকটিং ট্রেন চালু, সদর উপজেলার আমনুরা বাইপাস ষ্টেশনে যাত্রাবিরতি রাখা, আমনুরাকে আধুনিক জংশনে রুপান্তর এবং ঢাকা থেকে নাটোর, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ সদর হয়ে জেলার সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত মহাসড়ককে ৬ লেনে উন্নত করা।
শিবগঞ্জে দিনব্যাপী আম সম্মেলন

শিবগঞ্জে দিনব্যাপী আম সম্মেলন শিবগঞ্জ উপজেলার কানসাটে আম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ দিনব্যাপী অনুষ্ঠিত সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রায় সাড়ে ৩’শ আম চাষী এবং উদ্যোক্তা অংশ নেন। ম্যাংগো ডেভেলপমেন্ট ফোরাম নামে একটি সংগঠন আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। সম্মেলনে আম সংশ্লিস্ট সমস্যা, সম্ভাবনা ও রপ্তানী পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথি বলেন, চাঁপাইনবাবগঞ্জের আম দেশের গর্ব। এটি রপ্তানী আয়েরও উৎস হতে পারে। তবে তার জন্য প্রক্রিয়াজাতকরণ,নিরাপদ উৎপাদন,আধুনিক সংরক্ষণ ও পরিবহন এবং আন্তর্জাতিক মানের প্যাকেজিং ব্যবস্থা থাকতে হবে। আম সংশ্লিষ্ট যে কোন ব্যাপারে জেলা প্রশাসন সহযোগিতা করবে। শিবগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার তৌফিক আজিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ, সম্মেলনের আহব্বায়ক শহীদুল হক হায়দারী, উদ্যেক্তা ও রপ্তানীকারক শামীম ইসমাইল খান শামীম সহ সংশ্লিষ্টরা। বক্তরা বলেন, কৃষক ও উদ্যোক্তারা একযাগে কাজ করে আম উন্নয়ন ও রপ্তানীতে ভূমিকা বাড়াতে পারেন। সম্ভাবনার এই খাতে সমন্বিত প্রশিক্ষণ, অবকাঠামো এবং বাজার ব্যবস্থাপনা নিয়ে কাজ করতে হবে। এই জন্যই এই সম্মেলন আয়োজন করা হয়েছে। এতে জড়িতদের অভিজ্ঞতা বিনিময় হবে। বক্তরা আরও বলেন, বাংলাদেশ থেকে মধ্য্যপ্রাচ্য, ইউরোপ এমনকি আমেরকিার দেশগুলোতেও আম যাচ্ছে। এর পরিমান বাড়াতে আন্তর্জাতিক মান অর্জন বাড়াতে হবে। সঠিকভাবে বালাইনাশক প্রয়োগ,শীতাতপ নিয়ন্ত্রিত পরিবহন ও সংরক্ষণ, মানসম্মত প্যাকেজিং ইত্যাদি বাড়াতে সরকারি বেসরকারি অংশীদারিত্ব দরকার। আমের যথাযথ রপ্তানী বাজার চিহ্নিত কওে প্রচারণা চালাতে হবে। রপ্তানীর নিয়মনীতি যুগোপযোগি করতে হবে। শুধু তাজা আম রপ্তানী কওে রপ্তানী বাড়বে না। প্রক্রিয়াজাত করে পাঠাতে হবে। তবেই রপ্তানী বাড়বে।
নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে মাদক ও নৈতিক অবক্ষয় প্রতিরোধকল্পে আলোচনা

নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে মাদক ও নৈতিক অবক্ষয় প্রতিরোধকল্পে আলোচনা ‘মাদকমুক্ত তারুণ্য চাই’- এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে মাদক ও নৈতিক অবক্ষয় প্রতিরোধকল্পে সচেতনতামূলক আলোচনা সভা, প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় এসব কর্মসূচির আয়োজন করে। এছাড়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথবাক্য পাঠ করানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মার্শাল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানসহ অন্যরা। অনুষ্ঠানে ১০ জন প্রতিযোগীকে পুরস্কার দেওয়া হয়।
বাল্যবিয়ে বন্ধ এবং মুক্তকরণে করণীয় শীর্ষক আলোচনা ও পরিকল্পনামূলক সভা অনুষ্ঠিত
বাল্যবিয়ে বন্ধ এবং মুক্তকরণে করণীয় শীর্ষক আলোচনা ও পরিকল্পনামূলক সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ বন্ধ, শিশুর অধিকার ও সুরক্ষা এবং বাল্যবিবাহ মুক্তকরণে আলোচনা ও করণীয় শীর্ষক আলোচনা ও পরিকল্পনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার চাঁপাইনবাবগঞ্জ সদরের ঝিলিম ইউনিয়নের বাবুডাইং এর জোটকা পাড়ায়, এসএসবিসি প্রকল্পের সহায়তায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর চাঁপাইনবাবগঞ্জ শাখা এই কর্মসূচির আয়োজন করে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আওতায় আয়োজিত কর্মশালায় অংশগ্রহণ করেন, আদিবাসী, স্থানীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি শিশু ও যুব সমাজের প্রতিনিধি ও ধর্মীয় নেতবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, হুজরাপুর মন্দিরের পুরোহিত শ্রী চৈতন্য দাস, সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের ব্যবস্থাপক উত্তম মন্ডল, রেডিও মহানন্দার সহকারী স্টেশন ম্যানেজার রেজাউল করিম, সহকারী প্রযোজক বাহাউদ্দীন, গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক আবদুর রহিমসহ অন্যান্যরা। এসময় হুজরাপুর মন্দিরের পুরোহিত শ্রী চৈতন্য দাস তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে মন্দির সংস্কারসহ মন্দিরে বিদ্যুৎ এর সুব্যবস্থা করার জন্য আহ্বান জানান। এছাড়াও রেডিও মহানন্দার সহকারী স্টেশন ম্যানেজার রেজাউল করিম বলেন, আদিবাসীরা তাদের সমস্যার কথাগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে না ধরায় বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়। তিনি তাদেরকে তাদের সমস্যার কথা সঠিক জায়গায় তুলে ধরার জন্য আহ্বান জানান। এছাড়াও বাল্য বিয়ের বিভিন্ন ক্ষতিকারক দিক তুলে ধরে তিনি বলেন বাল্যবিয়ের কারনে তারা মাতৃত্বকালীন ভাতা থেকে বঞ্চিত হচ্ছে। এসময় তিনি বাল্যবিয়ে প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। এছাড়াও উপস্থিত সকলে আদিবাসীদের শিক্ষাভাতা, বয়স্কভাতা, বিধবাভাতা এবং আশ্রয়ন প্রকল্পে বাসস্থানের ক্ষেত্রে যেন অগ্রাধিকার দেওয়া হয় এই বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তার কাছে অনুরোধ জানান। এসময় সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেইঞ্জ প্রকল্পের ব্যবস্থাপক উত্তম মন্ডল বাল্যবিয়ে বন্ধে ও প্রতিরোধে অভিভাবক ও সমাজের বিভিন্ন স্তরের মানুষের নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস উপস্থিত সকলকে বাল্যবিয়ে প্রতিরোধে শপথবাক্য পাঠ করান। এসময় তিনি মন্দির সংস্কারসহ মন্দিরে বিদ্যুৎ এর সুব্যবস্থা করার জন্য অতিশীঘ্রই উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলে এ সম্যস্যা সমাধানের জন্য প্রতিশ্রুতি দেন।
চাঁপাইনবাবগঞ্জে দেড়কেজি হেরোইন মামলায় কারবারীর যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে দেড়কেজি হেরোইন মামলায় কারবারীর যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে এক কেজি পাঁচশত গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় আকতার”জ্জামান ওরফে আখতার নামে এক ব্যাক্তিকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে তাঁকে কুড়ি হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছযমাস বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন আসামীর উপস্থিতিতে আদেশ প্রদান করেন। দন্ডিত আখতার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের হাকিমপুর চুলংপাড়া গ্রামের আলাউদ্দীনের ছেলে। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী রেজাউল করিম বলেন,২০২০ সালের ২০ এপ্রিল ভোররাতে জেলা গোয়েন্দা পুলিশের(ডিবি) অভিযানে নিজ বসত বাড়ি থেকে ১ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ আটক হন আখতার। এ ঘটনায় ওইদিন চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করেন ডিবি’র তৎকালীন ্উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান। ২০২০ সালের ৩০ মে মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও ডিবি’র তৎকালীন ্উপ-পরিদর্শক (এসআই) অনুপ কুমার সরকার আদালতে চার্জশীট দাখিল করেন। ১২ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে আজ আখতারকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন।
আমি মহান অভিনেতা নই, আমি কার্থি হতে পারব না

আমি মহান অভিনেতা নই, আমি কার্থি হতে পারব না সদ্যই মুক্তি পেয়েছে সুরিয়ার ‘রেট্রো।’ ২০২৪ সালে ‘কাঙ্গুভা’র ব্যর্থতার পর ‘রেট্রো’ সুরিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ সিনেমা। এর ট্রেলারও বেশ আশা জাগিয়েছে। তবে মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে সিনেমাটি। নেটিজেনদের সমালোচনাও শোনা যাচ্ছে রেট্রোকে ঘিরে। সুরিয়ার অভিনয় ঘিরেই নেটিজেনদের আলোচনা চলছে। তবে দক্ষিণী এ তারকা স্পষ্ট জানিয়ে দিয়েন, তিনি কোনো মহান অভিনেতা নন। তিনি সর্বোচ্চ চেষ্টা করেন নিজের সেরাটা দিতে। ‘রেট্রো’-তে একসঙ্গে কাজ করেছেন সুরিয়া ও পরিচালক কার্তিক সুব্বারাজ। সম্প্রতি সিনেমাটির একটি প্রচারণামূলক আলোচনায় উপস্থিত ছিলেন কার্তিক সুব্বারাজ, সংগীত পরিচালক সান্তোষ নারায়ণন ও সুরিয়া। যেখানে অভিনেতা বেশ বিনয়ী ভঙ্গিতে নিজের অভিনয় নিয়ে কথা বলেন সুরিয়া। পরিচালক কার্তিক জানান, কিভাবে সুরিয়া ছোট ছোট প্রতিটি দৃশ্যেও অত্যন্ত যত্ন ও মনোযোগ দিয়ে কাজ করেছেন। সুরিয়ার অভিনয়ের প্রশংসা করেন এ পরিচালক। জবাবে সুরিয়া বলেন, ‘আমি মহান অভিনেতা নই। অনেকে বলেন আমি বেশি অভিনয় করি। এটা তাদের মত। আমি শুধু সেই কথা মনে রাখি, যা পরিচালক বালা একদিন আমাকে বলেছিলেন। তিনি বলেছিলেন, ক্যামেরার সামনে শুধু সৎ থেকো। যদি তুমি চরিত্রের আবেগ থেকে বেরিয়ে যাও আর আমি সেটা বুঝতে না পারি, তাহলে আমাকে বলো। আমি খুশি হব।’ তিনি আরো বলেন, ‘আমি বালার ইউনিভার্সিটিতেই পড়েছি। আমি নিজের সর্বোচ্চ চেষ্টা করি। প্রতিবার সফল হই না, কিন্তু আমি আন্তরিকভাবে চেষ্টা করি।’ অনুষ্ঠানে উঠে আসে সুরিয়ার ভাই কার্থির কথাও। সুরিয়া স্বীকার করেন যে, তার ছোট ভাই কার্থি রুপালি পর্দায় একেবারে ভিন্ন ধরনের শক্তি নিয়ে আসেন। তিনি বলেন, “কিছু জিনিস আমি পারি, আবার কিছু জিনিস পারি না। যেমন ‘মেইয়াঝাগান’ সিনেমার মতো কোনো চরিত্র আমি পারব না। আমি কার্থি হতে পারি না। আমি মেইয়াঝাগান হতে পারি না। কিছু জিনিস আমি খোলাখুলিভাবে মেনে নিই যে আমি পারি না।” সুরিয়া ও পূজা হেগড়ে অভিনীত ‘রেট্রো’ মুক্তি পায় ১ মে এবং এটি বক্স অফিসে নানির ‘হিট ৩’-এর সঙ্গে মুখোমুখি হয়। কার্তিক সুব্বারাজ পরিচালিত সিনেমাটি নিয়ে দর্শকদের প্রত্যাশা অনেক বেশি থাকলেও এটি সেভাবে সাড়া ফেলতে পারছে না। বিপরীতি ‘হিট ৩’ তামিল বক্স অফিস দখলে রেখেছে।
এ বছর সাংবাদিকতার ‘নোবেল’ পুলিৎজার বিজয়ীদের নাম ঘোষণা

এ বছর সাংবাদিকতার ‘নোবেল’ পুলিৎজার বিজয়ীদের নাম ঘোষণা সাংবাদিকতার ‘নোবেল’ খ্যাত যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ পুরস্কার ‘পুলিৎজার’ বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। পুলিৎজারে এবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স পেয়েছে অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার। যুক্তরাষ্ট্রে অন্যতম প্রাণঘাতী মাদক ফেন্টানিলের সহজলভ্যতা এবং এর শিথিল নিয়ন্ত্রণ নিয়ে নির্ভীক অনুসন্ধানী প্রতিবেদন করে এ বছর পুরস্কারটি পেয়েছে এই বার্তা সংস্থা। স্থানীয় সময় সোমবার এবারের পুলিৎজার পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়। ব্রেকিং নিউজের জন্য এবারের সম্মানজনক পুলিৎজার পুরস্কার পেয়েছে ওয়াশিংটন পোস্ট। আর নিউ ইয়র্ক টাইমস এবার চারটি শাখায় পুলিৎজার জিতেছে। ১৯১৭ সাল থেকে এ পুরস্কার দেওয়া হচ্ছে। সাংবাদিকতা ছাড়াও সাহিত্য, সংগীত ও নাটকে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার দেওয়া হয়। কলাম্বিয়া ইউনিভার্সিটির একটি বোর্ড প্রতিবছর এ পুরস্কার ঘোষণা করে। ভয়াবহ মাদক ফেন্টানিলকে কেন্দ্র করে রয়টার্সের সাত পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শিরোনাম ছিল ‘ফেন্টানিল এক্সপ্রেস’। এই মাদক সংকটে এখন পর্যন্ত ৪ লাখ ৫০ হাজারের বেশি আমেরিকান প্রাণ হারিয়েছেন। এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে। নিউ ইয়র্ক টাইমস এবারে চারটি পুলিৎজার জিতে নিয়েছে। এর মধ্যে রয়েছে ব্যাখ্যামূলক সাংবাদিকতা বিভাগে আফগানিস্তান যুদ্ধের গভীর বিশ্লেষণ। আন্তর্জাতিক প্রতিবেদন বিভাগে সাংবাদিক ডেকলান ওয়ালশের সুদান যুদ্ধের প্রতিবেদন। ব্রেকিং নিউজ ফটোগ্রাফি বিভাগে ফটোসাংবাদিক ডাগ মিলসের তোলা ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলির মুহূর্তের ছবি এবং স্থানীয় প্রতিবেদন বিভাগে ফেন্টানিল সংকটের স্থানীয় প্রভাব নিয়ে বাল্টিমোর ব্যানারের সঙ্গে যৌথ অনুসন্ধান প্রতিবেদন। এ নিয়ে নিউ ইয়র্ক টাইমসের মোট পুলিৎজার সংখ্যা দাঁড়ালো ১৩৯, যা সর্বোচ্চ। এছাড়া বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের রাজনৈতিক ও ব্যক্তিগত পর্যায়ে ধারাবাহিক পরিবর্তনের বিষয়ে প্রতিবেদন করে জাতীয় সংবাদ শাখায় সাংবাদিকতার জন্য পুলিৎজার পেয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। গর্ভপাত নিয়ে কঠোর আইন থাকা অঙ্গরাজ্যগুলোয় জরুরি প্রয়োজনের সময় চিকিৎসকদের বিলম্বের জেরে মারা যাওয়া অন্তঃসত্ত্বা নারীদের মৃত্যুর ঘটনা নিয়ে প্রতিবেদন করে পাবলিক সার্ভিস শাখায় পুলিৎজার পেয়েছে প্রোরিপাবলিকা। সম্পাদকীয় শাখায় পুলিৎজার পেয়েছে হিউস্টন ক্রোনিকল। চিত্রায়িত প্রতিবেদন ও ধারাভাষ্য শাখায় পুরস্কার জিতে নিয়েছে ওয়াশিংটন পোস্ট। ফিচার লিখে পুলিৎজার পেয়েছেন মার্কিন সাময়িকী এসকোয়ারের প্রদায়ক মার্ক ওয়ারেন। ধারাভাষ্যে পুরস্কার পেয়েছেন নিউইয়র্কার পত্রিকার প্রদায়ক ফিলিস্তিনের গাজার মোসাব আবু তোহা। আর সমালোচনামূলক লেখায় পুরস্কার পেয়েছেন ব্লুমবার্গ সিটি ল্যাবের প্রদায়ক আলেকজান্দ্রা লানজে। পুলিৎজার পুরস্কার ২০২৫ বিজয়ীদের তালিকা————– সাংবাদিকতা বিভাগ পাবলিক সার্ভিস: প্রোরিপাবলিকা ব্রেকিং নিউজ: দ্য ওয়াশিংটন পোস্ট তদন্তমূলক প্রতিবেদন: রয়টার্স ব্যাখ্যামূলক প্রতিবেদন: আজম আহমেদ, ক্রিস্টিনা গোল্ডবাউম ও ম্যাথিউ আইকিন্স (দ্য নিউ ইয়র্ক টাইমস) স্থানীয় প্রতিবেদন: আলিসা ঝু, নিক থিয়েম ও জেসিকা গ্যালাঘার (দ্য বাল্টিমোর ব্যানার ও দ্য নিউ ইয়র্ক টাইমস) জাতীয় প্রতিবেদন: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল আন্তর্জাতিক প্রতিবেদন: ডেকলান ওয়ালশ ও দ্য নিউ ইয়র্ক টাইমস ফিচার প্রতিবেদন: মার্ক ওয়ারেন (এসকোয়ার) মন্তব্য: মোসাব আবু তোহা (দ্য নিউ ইয়র্কার) সমালোচনা: আলেক্সান্দ্রা ল্যাঙ্গ (ব্লুমবার্গ সিটিল্যাব) সম্পাদকীয় লেখা: রাজ মাঙ্কাদ, শ্যারন স্টেইনম্যান, লিসা ফাল্কেনবার্গ ও লিয়া বিনকোভিৎজ (দ্য হিউস্টন ক্রনিকল) চিত্রিত প্রতিবেদন ও মন্তব্য: অ্যান টেলনেস (দ্য ওয়াশিংটন পোস্ট) ব্রেকিং নিউজ ফটোগ্রাফি: ডগ মিলস (দ্য নিউ ইয়র্ক টাইমস) ফিচার ফটোগ্রাফি: মোজেস সামান (দ্য নিউ ইয়র্কার) অডিও প্রতিবেদন: দ্য নিউ ইয়র্কার সাহিত্য বিভাগ গল্প: পার্সিভাল এভারেট (‘জেমস’) নাটক: ব্র্যান্ডেন জ্যাকবস-জেনকিন্স (‘পারপাস’) ইতিহাস: এড্ডা এল. ফিল্ডস-ব্ল্যাক (‘কম্বি: হ্যারিয়েট টুবম্যান, দ্য কম্বি রিভার রেইড, অ্যান্ড ব্ল্যাক ফ্রিডম ডিউরিং দ্য সিভিল ওয়ার’) ও ক্যাথলিন ডুভাল (‘নেটিভ নেশনস: অ্যা মিলেনিয়াম ইন নর্থ আমেরিকা’) জীবনী: জেসন রবার্টস (‘এভরি লিভিং থিং’) স্মৃতিকথা: টেসা হালস (‘ফিডিং গোস্টস: অ্যা গ্রাফিক মেমোয়ার’) কবিতা: মেরি হাও (‘নিউ অ্যান্ড সিলেক্টেড পোয়েমস’) সাধারণ নন-ফিকশন: বেনজামিন নাথানস (‘টু দ্য সাকসেস অব আওয়ার হোপলেস কজ: দ্য মেনি লাইভস অব দ্য সোভিয়েত ডিসিডেন্ট মোমেন্টে’) সংগীত: সুসি ইবারা (‘স্কাই আইল্যান্ডস’) বিশেষ পুরস্কার এবং উদ্ধৃতি: চাক স্টোন (মরণোত্তর)
ঈদুল আজহায় ১০ দিনের ছুটি অনুমোদন

ঈদুল আজহায় ১০ দিনের ছুটি অনুমোদন আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সব মিলিয়ে টানা ১০ দিনের ছুটি অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (৬ মে) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে ছুটি শুরু হবে আগামী ৫ জুন, শেষ হবে ১৪ জুন। তবে ঈদের ছুটি শুরুর আগে ১৭ মে ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিন শনিবার সব সরকারি অফিস খোলা থাকবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক পেজে এ তথ্য জানান। একই পোস্টে তিনি সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুমোদন হওয়ার তথ্যও জানান। শফিকুল আলম পোস্টে বলেন, ‘ক্যাবিনেট সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর খসড়া অনুমোদন করেছে। ঈদুল আজহা উপলক্ষে মোট ১০ দিনের ছুটি থাকবে বলে সিদ্ধান্ত হয়েছে। এ ছুটির জন্য আগামী ১৭ মে ও ২৪ মে, শনিবার সরকারি অফিস খোলা থাকবে। ’ চাঁদ দেখা সাপেক্ষ আগামী ৭ জুন বাংলাদেশে কোরবানির ঈদ হতে পারে। ঈদের আগের দুইদিন ও পরের তিনদিন মিলিয়ে মোট ৬ দিনের ছুটি আগেই ঘোষণা করা হয়েছিল।এর সঙ্গে নির্বাহী আদেশে ১১ ও ১২ জুনের ছুটি যোগ করা হয়েছে। এর পরের দুইদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে এবার ৫ থেকে ১৪ জুন একটানা দশ দিনের দীর্ঘ ছুটি মিলছে সরকারি চাকরিজীবীদের। এর আগে এবার ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ছিল।
মেট গালায় প্রথম ভারতীয় পুরুষ ইতিহাস গড়লেন শাহরুখ খান

মেট গালায় প্রথম ভারতীয় পুরুষ ইতিহাস গড়লেন শাহরুখ খান ফ্যাশন দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘মেট গালা ২০২৫’-এর লালগালিচায় প্রথম ভারতীয় পুরুষ অভিনেতা হিসেবে পা রাখলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টা (ভারতীয় সময় মঙ্গলবার দিবাগত রাত তিনটা ৩০ মিনিট) শুরু হয় বহু প্রতিক্ষীত ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৫। গ্লোবাল সুপারস্টারের মেট গালা ছিল একেবারে নতুন অভিজ্ঞতা। নিজের চেনা জগৎ থেকে বেরিয়ে তিনি অংশ নিলেন এমন এক অনুষ্ঠানে, যেখানে পোশাক ও ব্যক্তিত্বের প্রকাশে থাকে ভিন্নমাত্রা। নিউ ইয়র্কের প্রতিবেদন থেকে জানা যায়, নিউ ইয়র্কের ম্যানহাটনে আয়োজিত এবারের গালায় থিম ছিল ‘সুপারফাইন: টেইলরিং ব্ল্যাক স্টাইল’। আর সেই থিমের নিজস্ব ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছিলেন শাহরুখ। ডিজাইনার সব্যসাচী মুখার্জির তৈরি করা মুর্শিদাবাদি সিল্কের মোঘল অনুপ্রাণিত কোর্ট জ্যাকেট, কালো ট্রাউজার ও খোলা ক্রেপ দে চাইন শার্টে তিনি ছিলেন নজরকাড়া। গলায় ছিল হীরায় মোড়া বিশাল ‘কে’পেনড্যান্ট আর একগুচ্ছ জুয়েলড চেইন, হাতে ছিল বাঘের মাথা বসানো একটি ঝকঝকে ছড়ি। মেট গালায় ছবি তোলার সময় একটু মজা করে নিজের পোশাক প্রসঙ্গে শাহরুখ বলেন, ‘এটা একটু র্যাপারদের মতো’। সেই সঙ্গে জানালেন ফ্যাশন দুনিয়া তার পরিচিত জায়গা নয়। তিনি জানান, তিনদিনের এই নিউ ইয়র্ক সফরে একদিন কাটিয়েছেন ‘সাক্স ও বার্গডর্ফ গুডম্যান’-এ, নিখুঁত একটি জিন্স খুঁজে। কারণ, ‘আমি জিন্স আর টি-শার্টের লোক,’—বললেন কিং খান। অনুষ্ঠানে অংশ নেয়ার সিদ্ধান্তটি তিনি নিয়েছেন অনেকটা হঠাৎ করে। উদ্দেশ্য—পশ্চিমা দুনিয়ায় দক্ষিণ এশিয়ান অভিনেতাদের ঘিরে প্রচলিত স্টিরিওটাইপ ভাঙা। ‘ওরা আজও আমাদের দেখে এক্সোটিক চরিত্র হিসেবে। এখনও অনেক সময় পিটার সেলার্সের ‘বার্ডি নুম নুম’-এর মতো চরিত্র দেয়া হয়,’ বললেন শাহরুখ খান। মেট গালার সন্ধ্যায়, শাহরুখ কোনো চরিত্রে অভিনয় করেননি। তিনি নিজে একজন স্টাইলিশ কিংবদন্তি, যিনি হয়তো আর কখনো ফিরবেন না এই আয়োজনে, কিন্তু একবার এসেই রেখে গেলেন অবিস্মরণীয় ছাপ