কত কোটি টাকার মালিক সাই পল্লবী?

কত কোটি টাকার মালিক সাই পল্লবী? ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী সাই পল্লবী। সাধারণত রোমান্টিক-ড্রামা ঘরানার সিনেমায় বেশি দেখা যায় তাকে। তেলেগু, তামিল, মালায়ালাম ভাষার সিনেমায় অভিনয় করে ভার্সেটাইল অভিনয়শিল্পী হিসেবে দারুণ খ্যাতি কুড়িয়েছেন। সাই পল্লবীর ন্যাচারাল অভিনয় তার ক্যারিয়ারে ভিন্ন মাত্রা যোগ করেছে। নাচেও ভীষণ পারদর্শী। কিছুদিন আগে তার নাচের একটি ভিডিও ভাইরাল হয়েছে। তার অনবদ্য পারফরম্যান্সে ভক্ত-অনুরাগীদের পাশাপাশি সহকর্মীরাও মুগ্ধ! কেবল যশ-খ্যাতি নয়, অর্থ-বিত্তের মালিক ‘প্রেমাম’ তারকা। চলতি বছরের হিসাব অনুযায়ী, ৪৭-৫০ কোটি রুপির (বাংলাদেশি মুদ্রায় ৬৩-৭১ কোটি টাকা) মালিক সাই পল্লবী। তার এই অর্থের বড় অংশ এসেছে দক্ষিণী সিনেমা থেকে। বিজ্ঞাপনে কাজ করার ক্ষেত্রে ভীষণ খুঁতখুঁতে সাই পল্লবী। স্কিনকেয়ার বা ফেয়ারনেসে ক্রিমের বিজ্ঞাপন কোনোভাবেই গ্রহণ করেন না। তারপরও বেশ কিছু নির্বাচিত বিজ্ঞাপনে দেখা গেছে তাকে। এখান থেকেও বেশ অর্থ আয় করেছেন সাই পল্লবী। সাই পল্লবী প্রতি সিনেমার জন্য আড়াই থেকে ৩ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। নিতেশ তিওয়ারি নির্মিত ‘রামায়াণ’ সিনেমায় অভিনয় করছেন সাই পল্লবী। তবে এ সিনেমার জন্য ডাবল পারিশ্রমিক নিয়েছেন। সীতা হতে সাই পল্লবী নিয়েছেন ৬ কোটি রুপি। এতে রাম চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর। এর আগে ‘থান্ডেল’ সিনেমায় নাগা চৈতন্যর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন সাই পল্লবী। এ সিনেমার জন্য পারিশ্রমিক নেন ৫ কোটি রুপি। ২০০৫ সালে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পা রাখেন সাই পল্লবী। ২০১৪ সালে মালায়ালাম ভাষার ‘প্রেমাম’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। এতে অভিনয় করে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতে নেন এই অভিনেত্রী। ২০১৭ সালে তেলেগু ভাষার ‘ফিদা’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন সাই পল্লবী। তার পরের গল্প সবারই জানা।

ঈদুল আজহায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে

ঈদুল আজহায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে ঈদুল আজহা উপলক্ষে আগামী ২১ মে থেকে অনলাইনে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। তিনি বলেন, যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে। সোমবার (১২ মে) রাজধানীর বিদ্যুৎ ভবনে বিজয় হলে ঈদুল আজহার প্রস্তুতিমূলক সভায় তিনি এসব তথ্য জানান। সচিব ফাহিমুল ইসলাম বলেন, আগামী ৭ জুনকে ঈদুল আজহার দিন ধরে ট্রেনের টিকিট অগ্রিম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। বরাবরের মতো এবার ঈদের আগে বিশেষ ব্যবস্থায় সাত দিনের ট্রেনের টিকিট বিক্রি করবে রেলওয়ে। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের এ ট্রেন যাত্রার টিকিট আগামী ২১ মে থেকে বিক্রি শুরু হবে। তিনি বলেন, আগামী ৩১ মে থেকে যাত্রা শুরুর ১০ দিন আগের আন্তঃনগর ট্রেনের টিকিট অগ্রিম হিসেবে বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করার সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের টিকিট দুপুর ২টায় বিক্রি শুরু হবে। তিনি আরও বলেন, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩১ মের টিকিট বিক্রি হবে ২১ মে; ১ জুনের টিকিট বিক্রি হবে ২২ মে; ২ জুনের টিকিট বিক্রি হবে ২৩ মে; ৩ জুনের টিকিট বিক্রি হবে ২৪ মে; ৪ জুনের টিকিট বিক্রি হবে ২৫ মে; ৫ জুনের আসন বিক্রি হবে ২৬ মে এবং ৬ জুনের আসন বিক্রি হবে ২৭ মে। সভা শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, সেতু সচিব মোহাম্মদ আবদুর রউফ প্রমুখ।

নিজের বক্তব্য ঘিরে বিভ্রান্তি, ফেসবুক পোস্টে ক্ষমা চাইলেন রিশাদ

নিজের বক্তব্য ঘিরে বিভ্রান্তি, ফেসবুক পোস্টে ক্ষমা চাইলেন রিশাদ ভারত-পাকিস্তান সংঘাতের কারণে স্থগিত করা হয় পিএসএল। ক্রিকেটারদেরও নিরাপদে পৌঁছে দেওয়া হয় দুবাইতে। ফিরে আসেন আসরটিতে খেলতে যাওয়া বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানাও। কিন্তু ফেরার সময় নিজের ও বিদেশি ক্রিকেটারদের অভিজ্ঞতা জানান রিশাদ। সেগুলো নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় ক্ষমা চেয়েছেন এই লেগ স্পিনার। গতকাল রাতে নিজের ফেসবুকে পেইজে এক পোস্টের মাধ্যমে রিশাদ ক্ষমা চাওয়ার পাশাপাশি জানান, মিডিয়া বিষয়গুলোকে অতিরঞ্জিত করে প্রকাশ করছে। তিনি বলেন, ‘আমি জানতে পেরেছি আমার সম্প্রতি করা কিছু মন্তব্য নিয়ে গণমাধ্যমের ভুল ব্যাখ্যায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। দুবাই বিমানবন্দরে বাংলাদেশি সাংবাদিকদের দেওয়া একটি সাক্ষাৎকারে সেই মন্তব্য করেছিলাম। এটাতে পুরো প্রসঙ্গ উঠে আসেনি এবং অনিচ্ছাকৃতভাবে আবেগকে অতিরঞ্জিত করে তুলে ধরা হয়েছে। ’ সতীর্থদের কাছে দুঃখপ্রকাশ করে রিশাদ বলেন, ‘আমার কারণে সৃষ্ট ভুল বোঝাবুঝির জন্য আমি অনুশোচনা প্রকাশ করছি। কারান এবং মিচেলের কাছেও নিঃশর্ত ক্ষমা চেয়েছি আমি। সতীর্থদের জন্য আমার মধ্যে গভীর শ্রদ্ধা রয়েছে এবং আমি (লাহোর) কালান্দার্সের ভ্রাতৃত্ববোধকে ধারণ করি- যেখানে আমরা সবাই যেকোনো পরিস্থিতিতে একে অপরের পাশে দাঁড়াই। পাকিস্তান সুপার লিগ আবার শুরু হলে আমি নিজের দলে যোগদানের জন্য মুখিয়ে আছি। ’মূলত কাশ্মীরের পেহেলগাম হামলাকে কেন্দ্র করে পাকিস্তানে হামলা চালায় ভারত। প্রতিউত্তরে ভারতেও হামলা চালায় পাকিস্তান। এরইমধ্যে রাওয়ালপিন্ডিতে ম্যাচ গড়ানোর আগে ড্রোন হামলা করে ভারত। তখন ম্যাচটি স্থগিত করা হয়। পরে পুরো আসরই স্থগিত করে দেওয়া হয়। আর ক্রিকেটারদের পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। ফেরার পথে দুবাইয়ের ট্রানজিটে গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন রিশাদ। তিনি ক্রিকবাজকে বলেন, ‘স্যাম বিলিংস, ড্যারিল মিচেল, কুশল পেরেরা, ডেভিড ভিসা, টম কারান…সবাই ভয় পেয়ে গিয়েছিলেন। দুবাইয়ে নামার পর মিচেল বললেন, তিনি আর কখনও পাকিস্তানে যাবেন না, বিশেষ করে এমন পরিস্থিতিতে। ’ইংল্যান্ডের টম কারানকে নিয়ে রিশাদ বলেন, ‘বিমান ধরার জন্য এয়ারপোর্টে গিয়ে তিনি (কারান) শুনতে পান সেটি বন্ধ হয়ে গেছে। যা শুনে ছোট বাচ্চার মতো কাঁদতে শুরু করেন কারান। ওই সময় তাকে সামলাতে দুই-তিনজন লোক লেগেছিল। ’এই বক্তব্যগুলোর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা। তৈরি হয় বিভ্রান্তি। সেই বিভ্রান্তিই সংশোধন করতে পরিস্কার বিবৃতি দেন রিশাদ।

মিস ওয়ার্ল্ডের মঞ্চে রিকশার হুডওয়ালা গাউনে বাংলাদেশের প্রতিযোগী

মিস ওয়ার্ল্ডের মঞ্চে রিকশার হুডওয়ালা গাউনে বাংলাদেশের প্রতিযোগী ভারত-পাকিস্তানের উত্তেজনার মাঝেই শনিবার (১০ মে) হায়দ্রাবাদের তেলেঙ্গনায় শুরু হলো বিশ্বসুন্দরী প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ডের ৭২তম আসর। এই প্রতিযোগীতায় অংশ নিচ্ছে বাংলাদেশ। দেশের হয়ে প্রতিনিধিত্ব করছে মডেল আকলিমা আতিকা কনিকা।  শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে অভিনব রিকশার ডিজাইনের গাউনে নজর কাড়েন আকলিমা। ছবিতে দেখা যায়, হুডসহ সত্যিকারের রিকশা ম্যাটেরিয়াল দিয়ে চোখধাঁধানো আউটফিটটি ডিজাইনের গাউনে র‍্যাম্পে হাজির হন আকলিমা। এরপর থেকেই বেশ আলোচনা হচ্ছে তার লাল টকটকে বেইসে বর্ণিল রিকশা গাউনটি নিয়ে। সেই সঙ্গে তার গ্রেসফুল হাঁটা ও সাবলীল উপস্থাপনে আবেদন বেড়েছে এই গাউনের। জানা যায়, আকলিমার এই পোশাকটি তৈরি করেছেন বাংলাদেশের শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ফ্যাশন শিক্ষার্থী রাইসা আমিন শৈলী। নিজের ডিজাইন করা এই অভিনব গাউনে মিস ওয়ার্ল্ডের মঞ্চে বাংলাদেশের প্রতিযোগীকে দেখে উচ্ছসিত রাইসা। এ নিয়ে সামাজিকমাধ্যমেও প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। ২০২৪ সালের আগস্ট মাসে ধানমন্ডির জ্যামে বসে রিকশার ভিড়েই এই ডিজাইনের অনুপ্রেরণা পান রাইসা। তখনও জুলাই বিপ্লবের লাল রং একেবারে তাজা। মায়ের ঐকান্তিক সহযোগিতা আর ইন্সপিরেশনে এই তরুণ ডিজাইনার রিকশা ম্যাটেরিয়াল দিয়েই তৈরি করেছেন এই গাউন। এর বর্ণিল নকশার মাঝেই চোখে পড়ছে পেছনে লেখা মা-বাবার দোয়া। রাইসার ভাষ্য, রিকশার পেছনে প্রায়ই লেখা থাকে মা-বাবার দোয়া। মা-বাবারা যেমন সন্তানদেরকে পেছন থেকে সামনে এগিয়ে যাওয়ার সাহস দিয়ে থাকেন, সেই ইন্সপিরেশন থেকেই গাউনে এই নকশা করেছি। বলে রাখা যায়, মিস ওয়ার্ল্ডের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী হিসেবে আকলিমা শুধুমাত্র একজন সুন্দরী প্রতিযোগী নন, বরং একজন সচেতন, আত্মপ্রত্যয়ী ও আন্তর্জাতিক মঞ্চে দেশের সঠিক প্রতিচ্ছবি তুলে ধরতে সক্ষম নারী। বাহ্যিক সৌন্দর্য ছাপিয়েও যোগ্যতা, ব্যক্তিত্ব এবং আন্তর্জাতিক মঞ্চে নিজেকে তুলে ধরার পূর্ব অভিজ্ঞতা আছে আকলিমার। তিনি ইতোমধ্যই দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ফেস অব এশিয়া ২০২৪ প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে লড়েছেন। ।

ফুল আর কুড়াল নিয়ে ফারিণের এ কেমন ‘ইনসাফ’

ফুল আর কুড়াল নিয়ে ফারিণের এ কেমন ‘ইনসাফ’ একের পর তারকাদের লুক প্রকাশ করে আলোচনায় রয়েছেন নির্মাতা সঞ্জয় সমদ্দার। তার নতুন সিনেমা ‘ইনসাফ’র প্রধান নারী চরিত্র তাসনিয়া ফারিণের লুক প্রকাশ করছেন এই নির্মাতা। রোববার (১১ মে) সন্ধ্যায় সামাজিকমাধ্যমে প্রকাশিত হয়েছে তাসনিয়া ফারিণের একক পোস্টার। যেখানে ফারিণকে একেবারেই ভিন্ন আবহে দেখা গেছে। পোস্টারে এই অভিনেত্রীর এক হাতে ফুল আর অন্য হাতে কুড়াল দেখা গেছে।  পোস্টার দেখে অনেকেই বলছেন, এ কেমন ‘ইনসাফ’? কেননা, এক হাতে ফুল, অন্য হাতে কুড়াল- এমন সাংঘর্ষিক চরিত্রে আগে কখনও দেখা যায়নি এই অভিনেত্রীকে।  ফেসবুকে সিনেমার পোস্টার প্রকাশ করে সঞ্জয় সমদ্দার লেখেন, ‘রক্তের ইনসাফে গোলাপের স্থান নেই..’। পোস্টারটি একই ক্যাপশনসহ নিজের পেজেও শেয়ার করেছেন তাসনিয়া ফারিণ।  এর আগে গেল ৪ মে সন্ধ্যায় ‘ইনসাফ’র দ্বিতীয় পোস্টার উন্মোচন করেন নির্মাতা। রক্তাক্ত ভয়ংকর অবতারে দেখা যায় মোশাররফ করিমকে। যেখানে চোখে সানগ্লাস, মুখে ফ্রেঞ্চকাট দাড়ি, পোশাকে রক্তের ছিটেফোঁটা, হাতে কুড়াল, আর ঘাড়ে ঝুলছে থেটোস্কোপ, সবমিলিয়ে এক প্রতিশোধপরায়ণ চরিত্রে হাজির হন এই অভিনেতা। তারও আগে সিনেমার আরেক অভিনেতা শরীফুল রাজের রক্তস্নাত পোস্টার প্রকাশ করে নির্মাতা সঞ্জয় সমদ্দার। তিনটি পোস্টার দেখে আন্দাজ করা যাচ্ছে অ্যাকশন ও থ্রিলার ঘরানার একটি সিনেমা হতে যাচ্ছে ‘ইনসাফ’। বর্তমানে চলছে শেষ মুহূর্তের কাজ। আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। প্রযোজনায় রয়েছে তিতাস কথাচিত্র এবং টিওটি ফিল্মস।

৯০ দিনের জন্য পারস্পরিক শুল্ক প্রত্যাহারে সম্মত যুক্তরাষ্ট্র-চীন

৯০ দিনের জন্য পারস্পরিক শুল্ক প্রত্যাহারে সম্মত যুক্তরাষ্ট্র-চীন যুক্তরাষ্ট্র এবং চীন প্রাথমিকভাবে ৯০ দিনের জন্য একে অপরের পণ্যের ওপর শুল্ক ব্যাপকভাবে প্রত্যাহার করতে সম্মত হয়েছে। সোমবার (১২ মে) দুই দেশের এক যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। খবর বিবিসির। সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির কর্মকর্তাদের সপ্তাহান্তে ম্যারাথন বাণিজ্য আলোচনার পর এই ঘোষণা আসলো। যৌথ বিবৃতি অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্র চীনা পণ্যের উপর সাময়িকভাবে তার শুল্ক ১৪৫ শতাংশ থেকে ৩০ এ কমিয়ে আনবে। অন্যদিকে চীন আমেরিকান আমদানির উপর তার শুল্ক ১২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করবে। বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে, চীনের ওপর যুক্তরাষ্ট্রের তুলনামূলক কিছুটা বেশি শুল্ক আরোপ বজায় রাখার লক্ষ্য হলো, শক্তিশালী ওপিওয়েড ড্রাগ ফেন্টানাইলের অবৈধ ব্যবসা রোধে বেইজিংয়ের উপর আরো চাপ সৃষ্টি করা। তবে মার্কিন কর্মকর্তারা বলেছেন, সমস্যা মোকাবিলায় চীনের আগ্রহ দেখে তারা ইতিবাচকভাবে অবাক হয়েছেন। যৌথ বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে, ৯০ দিনের জন্য এই শুল্ক বিরতি বুধবার (১৪ মে) থেকে শুরু হবে।  এতে আরো বলা হয়েছে, উভয় দেশ ‘অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য একটি প্রক্রিয়া প্রতিষ্ঠা করবে’। পরবর্তী আলোচনা মার্কিন যুক্তরাষ্ট্র, চীন বা কোনো সম্মত তৃতীয় পক্ষের দেশে অনুষ্ঠিত হতে পারে। এর আগে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বড় অগ্রগতি হয়েছে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার (১১ মে) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘সুইজারল্যান্ডে চীনের সঙ্গে ভালো বৈঠক হয়েছে। অনেক বিষয়ে আলোচনা হয়েছে; অনেক ক্ষেত্রেই ঐকমত্য হয়েছে। বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলক পদ্ধতিতে পুরো বিষয়টি নতুন করে সাজানো হয়েছে। চীন ও যুক্তরাষ্ট্র উভয়ের কল্যাণে আমরা দেখতে চাই, মার্কিন ব্যবসার-বাণিজ্যের জন্য চীন দুয়ার খুলে দিচ্ছে। বড় অগ্রগতি হয়েছে।’ গত কয়েক দিন ধরে সুইজারল্যান্ডের জেনেভায় চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা চলছে। এই আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং চীন সরকারের প্রতিনিধিত্ব করছেন ভাইস প্রেসিডেন্ট হি লাইফেং।

বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপমাত্রা

বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপমাত্রা আবহাওয়ার পূর্বাভাসে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে কয়েকদিনের অসহ্য তাপমাত্রা কমে আসবে। সোমবার (১২ মে) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ (সোমবার) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। এছাড়া, খুলনা বিভাগের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দেশের অন্যত্র তা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এতে আরো বলা হয়েছে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রাজবাড়ী, খুলনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও যশোর জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ, ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগসহ রংপুর, দিনাজপুর, নীলফামারী, গাইবান্ধা, ময়মনসিংহ, জামালপুর এবং শেরপুর জেলাসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙামাটিতে ১৯ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। উল্লেখ্য, আজ ভোর ৬ টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাঙামাটিতে ৮৬ মিলিমিটার বা মিমি। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ। ঢাকায় বাতাসের গতি পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৮ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ২৭ মিনিটে।

পরিবর্তনের মানসিকতা নিয়ে চিকিৎসাসেবায় আত্মনিয়োগ করুন

পরিবর্তনের মানসিকতা নিয়ে চিকিৎসাসেবায় আত্মনিয়োগ করুন পরিবর্তনের মানসিকতা নিয়ে চিকিৎসাসেবায় আত্মনিয়োগ করার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (১২ মে) ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে সিভিল সার্জন সম্মেলন-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে চিকিৎসকদের প্রতি এ আহ্বান জানান তিনি।  দেশে প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে সিভিল সার্জন সম্মেলন। স্বাস্থ্য খাত সংস্কার উদ্যোগের অংশ হিসেবে জেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদের কাছে চ্যালেঞ্জ ও করণীয় সম্পর্কে জানবেন নীতিনির্ধারকেরা।  জেলা সিভিল সার্জনদের নিয়ে দু’দিনব্যাপী সম্মেলন আজ শুরু হয়েছে। সম্মেলনে কার্য অধিবেশনগুলোতে স্বাস্থ্যসংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিবসহ সিনিয়র কর্মকর্তারা দিকনির্দেশনা দেবেন।  প্রধান উপদেষ্টা সিভিল সার্জনদের উদ্দেশে বলেন, “আমাদের যতটুকু চিকিৎসা সরঞ্জাম বা সুযোগ-সুবিধা রয়েছে, এই পরিস্থিতির মধ্যে যদি আমরা পরিবর্তনের জন্য নিজের মন ঠিক করতে পারি তাহলে আমি নিশ্চিত, দেশে স্বাস্থ্যসেবার ২৫ শতাংশ উন্নতি হয়ে যাবে।”  তিনি আরো বলেন, “সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধনের মধ্য দিয়ে নতুন মানসিকতার উন্মোচন করছি এবং সেইসঙ্গে বাংলাদেশের স্বাস্থ্য খাতের নতুনভাবে পথচলা শুরু হলো।” অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বক্তব্য রাখেন। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতি বছর ৬৪ জেলা প্রশাসকদের নিয়ে ডিসি সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে জেলার নানা বিষয় উঠে আসে। এবার সেই আদলে ৬৪ জেলার স্বাস্থ্য প্রশাসকদের নিয়ে প্রথমবার সিভিল সার্জন সম্মেলন হচ্ছে।  সম্মেলনের আগে সেবার ক্ষেত্রে সমস্যা ও চ্যালেঞ্জগুলো পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। সিভিল সার্জনরা তাদের মতামত মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।

টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন কোহলি

টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার জন্য বিসিসিআইকে চিঠি দিয়েছিলেন বিরাট কোহলি। জানা যায়, বোর্ড সেটা গ্রহণ করেনি। তবে থেমে থাকেননি এই ভারতীয় ব্যাটার। আজ নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দেন তিনি।  ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি বলেন, ‘ব্যাগি ব্লু  পরে টেস্ট ক্রিকেটে আমার ১৪ বছর হয়ে গেছে। আমি কল্পনাও করিনি, এই যাত্রা এবং এই ফরম্যাট আমাকে এই পর্যন্ত নিয়ে আসবে। এটা আমাকে পরীক্ষা করেছে, গঠন করেছে, আর সারাজীবনের জন্য শিখিয়েছে। ’‘সাদা পোশাকে খেলার নিজস্বতা আছে। শান্ত পরিবেশ, লম্বা একটি দিন এবং ছোট ছোট কিছু মুহূর্ত যা কেউ হয়তো দেখেনা। কিন্তু নিজের সঙ্গে থাকে সারাজীবন। এই সংস্করণ থেকে বিদায় নেওয়া সহজ নয়। কিন্তু সঠিক মনে হয়েছে আমার কাছে। আমি আমার সবকিছু এখানে দিয়েছি। আর এটি আমার আশার চেয়েও বেশি কিছু দিয়েছে। ’‘আমি বিদায় নিচ্ছি হৃদয়ভরা কৃতজ্ঞতা নিয়ে। কৃতজ্ঞতা জানাই এই খেলাকে, যাদের সঙ্গে খেলেছি তাদের এবং যারা আমাকে এই যাত্রায় সঙ্গ দিয়েছে সবাইকে। আমি সবসময় টেস্ট ক্যারিয়ারের দিকে তাকাবো হাসিমুখেই। ’ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১১ সালের জুনে টেস্ট অভিষেক হয় কোহলির। শুরুটা ভালো না হলেও ধীরে ধীরে দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন তিনি। ২০১৪-১৫ মৌসুমে অ্যাডিলেডে দুই ইনিংসেই করেন সেঞ্চুরি। পরে অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্ন ও সিডনিতেই পান সেঞ্চুরির দেখা। ওই সিরিজে ৬৯২ রান করে আসেন লাইমলাইটে।  এই সিরিজে মাহেন্দ্র সিং ধোনি অবসর নিরে অধিনায়কের দায়িত্ব ওঠে কোহলির কাঁধে। এরপর তার নেতৃত্বে ৬৮ ম্যাচের ৪০ টেস্টেই জয়লাভ করে ভারত। সৌরভ গাঙ্গুলি (৪৯ টেস্টে ২১ জয়) ও ধোনিকে (৬০ টেস্টে ২৭ জয়) ছাপিয়ে ভারতের ইতিহাসের সফলতম টেস্ট অধিনায়ক হন তিনি। এখনও এই রেকর্ড তারই দখলে।  অসংখ্য রেকর্ড গড়া এই তারকার রয়েছে ভারতের জার্সিতে সাতটি ডাবল সেঞ্চুরির রেকর্ড। অধিনায়ক হিসেবে ২০ সেঞ্চুরি ও ৫ হাজার ৮৬৪ রান করা এই ব্যাটারের ধারেকাছেও নেই কেউ। সবমিলিয়ে ১২৩ খেলা কোহলি ৩০ সেঞ্চুরি ও ৩১ ফিফটিতে ৯ হাজার ২৩০ রানে শেষ করেন ক্যারিয়ার।

কোচিং বাণিজ্য বন্ধে মোবাইল কোর্ট পরিচালনার দাবি

কোচিং বাণিজ্য বন্ধে মোবাইল কোর্ট পরিচালনার দাবি কোচিং বাণিজ্য বন্ধ করার জন্য সরকারের কাছে মোবাইল কোর্ট পরিচালনার আহ্বান জানিয়েছেন অভিভাবক ঐক্য ফোরাম সভাপতি মো. জিয়াউল কবির দুলু। সোমবার (১২ মে) এক বিবৃতিতে তিনি বলেন, সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আশানুরূপ কোনো লেখাপড়া হয় না। কতিপয় শিক্ষক নৈতিকতা বিবর্জিত হয়ে শিক্ষার্থীদের পরীক্ষার খাতায় কম নম্বর দিয়ে, ফেল করানোর ভয়ভীতি প্রদর্শন করে শিক্ষার্থীদের নিজ কোচিং সেন্টারে যেতে বাধ্য করে এবং অভিভাবকরা উপায়হীন হয়ে সন্তানকে পরীক্ষায় ফলাফল ভালো করানোর জন্যই শিক্ষকের কোচিংয়ে পাঠাতে উৎসাহিত হয়। শিক্ষা মন্ত্রণালয় শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধের জন্য হাইকোর্ট আমার দাখিল করা রিট মামলার আদেশের প্রেক্ষিতে ২০১২ সালে একটি নীতিমালা জারি করেন। ওই নীতিমালায় বলা হয়েছে, শিক্ষকরা নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদেরকে কোচিং বা প্রাইভেট পড়াতে পারবেন না। এজন্য একটি মনিটরিং কমিটিও গঠন করা হয়েছিল। গত ১৩ বছরে রাজধানী ঢাকায় বিভাগীয় কমিশনের দপ্তরে ওই মনিটরিং কমিটির মাত্র একটি সভা হয়েছিল। ঢাকা বিভাগের কমিশনার অফিসের কর্মকর্তারা আদৌ এ মনিটরিং কমিটির খোঁজ বর্তমানে জানেন না। এ সুযোগে কোচিং বাণিজ্যের সঙ্গে জড়িত শিক্ষকরা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অধ্যক্ষ/প্রধান শিক্ষক ও গভর্নিং বডি/এডহক কমিটির চেয়ারম্যান ও সদস্যদেরকে মাসিক হারে চাঁদা দিয়ে ম্যানেজ করে কোচিং বাণিজ্য ও শিক্ষা বাণিজ্য চালিয়ে যাচ্ছে।  আরও বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় ও মাউশি সম্প্রতি শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ করার নীতিমালাটি ওয়েবসাইটে সার্কুলার আকারে জারি করে শিক্ষকদের সতর্ক করে দিয়েছেন। কিন্তু এ লোক দেখানো বিজ্ঞপ্তি দিয়ে ঘুনে ধরা সমাজের কতিপয় নৈতিকতা বিবর্জিত শিক্ষককে এ অনৈতিক কোচিং ব্যবসা থেকে ফিরিয়ে আনা সম্ভব না। এজন্য প্রয়োজন মোবাইল কোর্ট পরিচালনা করে সারাদেশে সাড়াশি অভিযান চালানো। এর ফলেই মনে হয় কোচিং বাণিজ্য দমিয়ে রাখা সম্ভব। পাশাপাশি কোচিং বাণিজ্য বন্ধে আইন প্রণয়ন করেই শিক্ষকদের ক্লাসরুমে ফিরিয়ে আনতে হবে নতুবা শিক্ষাকে বা আগামী প্রজন্মকে রক্ষা করা সম্ভব নয়।