শিবগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

শিবগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা শিবগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি তৌফিক আজিজ, শিবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ জোবদুল হক, শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সঞ্জয় কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার উম্মে সুমাইয়া খাতুন, শাহাবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান নিজামুল হক রানা, চককীর্তি ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিয়া, দূর্লভপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম আজম, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম, মোবারকপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহামুদুল হক হায়দারী সহ উপজেলার সকল দপ্তরের অফিসারগণ। সভায় উপজেলার বিভিন্ন সড়কের যানজট, অবৈধ স্থাপনা, পানি নিস্কাসন, মাদক, বাল্য বিয়ে, চোরাচালান রোধ ও কিশোর গাং দমন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
নিজেকে কখনো আবেদনময়ী মনে করিনি: সামান্থা রুথ প্রভু

নিজেকে কখনো আবেদনময়ী মনে করিনি: সামান্থা রুথ প্রভু ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। প্রথমবারের মতো ‘পুষ্পা’ সিনেমার আইটেম গানে কোমর দুলিয়েছেন তিনি। ২০২১ সালের ১০ ডিসেম্বর ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার এই গানের একটি লিরিক্যাল ভিডিও ইউটিউবে মুক্তি পায়। ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ শিরোনামের এই গান মুহূর্তের মধ্যেই আলোচনায় চলে আসে। সামান্থার এই আইটেম গানটি বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিওর তালিকায় সবার উপরে জায়গা করে নেয়। তারপর ৮-৮০ বছর বয়সি মানুষও এই গানে নেচেছেন। তুমুল জনপ্রিয় এই গান নিয়ে কথা বলেছেন সামান্থা। গালাতা ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে বিভিন্ন দিক নিয়ে কথা বলেন এই তারকা।সামান্থা রুথ প্রভু বলেন, “এমন বিশেষ একটি গানের জন্য আমাকে কে ভাববে? তাও যে গানটিতে সত্যি আমাকে আকর্ষণীয় দেখাতে হবে! আমি সবসময়ই সুন্দর, পাশের বাড়ির মেয়ের মতো অভিনয় করতাম। এটি কেবল কোরিওগ্রাফির বিষয় নয়। বরং এটি একটি সাহসী, আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব।” গানটিতে কেবল নাচের বিষয়ই ছিল না। বরং আচরণগত ব্যাপারও ছিল। তা জানিয়ে সামান্থা বলেন, “এটি কেবল নাচের বিষয় ছিল না। এটি আচরণেরও ব্যাপার ছিল। একজন নারী যে স্বভাবে উগ্র, আত্মবিশ্বাসী এবং যৌনতায় স্বাচ্ছন্দ্যবোধ করেন। অথচ এ সবের কিছুই আমার মধ্যে নেই।” নিজেকে আবেদনময়ী মনে করেন না সামান্থা। তার ভাষায়, “আমি আমার জীবনে, কখনো নিজেকে সুন্দরী, আবেদনময়ী নারী মনে করিনি। আমার মনে হয়, ‘ও ও আন্তাভা’ আমার জন্য একটি সুযোগ ছিল।” গানটির প্রথম দিনের শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে সামান্থা রুথ প্রভু বলেন, “প্রথম শটে ৫০০ জুনিয়র আর্টিস্টের সামনে নেচেছিলাম। সত্যি বলতে আমি খুবই নার্ভাস ছিলাম।”জনপ্রিয়তার কথা চিন্তা করে এ সিনেমার দ্বিতীয় পার্ট নির্মাণ করেছেন পরিচালক সুকুমার। গত বছরের ডিসেম্বরে মুক্তি পায় এটি।এ সিনেমায়ও আইটেম গান রাখা হয়েছে। সিক্যুয়েলটির আইটেম গানেও সামান্থাকে নাচের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু রাজি হননি ৩৮ বছরের সামান্থা। তার পরিবর্তে নেওয়া হয় শ্রীলীলাকে। সামান্থার মতো আলোড়ন তুলতে না পারলেও প্রশংসা কুড়ান শ্রীলীলা। বক্স অফিসেও দারুণ সাড়া ফেলে সিনেমাটি।
একাধিক বৈঠকের পর আইএমএফের ঋণ পাচ্ছে বাংলাদেশ

একাধিক বৈঠকের পর আইএমএফের ঋণ পাচ্ছে বাংলাদেশ ঋণের শর্ত পূরণে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে একাধিক বৈঠকের পর বাংলাদেশের অর্থনীতির জন্য স্বস্তির খবর মিলেছে। চলতি অর্থবছরে ৪.৭ বিলিয়ন ডলারের ঋণ প্যাকেজের আওতায় জুন মাসে ১.৩ বিলিয়ন ডলার ছাড় করতে যাচ্ছে আইএমএফ। বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইএমএফ অবশিষ্ট তহবিল ছাড়ে সম্মত হয়েছে। বাংলাদেশ ব্যাংক টাকা-ডলারের যে বিনিময় হার পদ্ধতি ঠিক করেছে, তার নাম ‘ক্রলিং পেগ’। এ ব্যবস্থার মাধ্যমে বিনিময় হার নমনীয় করার বিষয়ে মতবিরোধ থাকায় এত দিন ঋণ ছাড়ের এ কিস্তি আটকে ছিল। শেষ পর্যন্ত আইএমএফ তা মেনে নিয়েছে। ফলে ঋণ প্যাকেজের তৃতীয় কিস্তি হিসেবে জুনে ১.৩ বিলিয়ন ডলার ছাড় হচ্ছে। এ বিষয়ে আগামী বুধবার (১৪ মে) কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানেই আইএমএফের সঙ্গে ঋণ ছাড়সংক্রান্ত চূড়ান্ত সমঝোতার ঘোষণা আসবে বলে জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর দুবাই থেকে ভার্চুয়ালি ওই সংবাদ সম্মেলনে যুক্ত হবেন বলে জানা গেছে। বিশ্লেষকরা মনে করছেন, এ ঋণ ছাড় বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি বিনিয়োগকারী ও আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের আস্থাও বাড়াবে। উল্লেখ্য, ২০২৩ সালের জানুয়ারিতে আইএমএফ বাংলাদেশের জন্য তিন বছরের ঋণ কর্মসূচি অনুমোদন করে। যার আওতায় এখন পর্যন্ত দুটি কিস্তি ছাড় হয়েছে। আসন্ন এই তৃতীয় কিস্তির মাধ্যমে মোট ছাড়কৃত ঋণের পরিমাণ দাঁড়াবে প্রায় ৩.৩ বিলিয়ন ডলার।
খরচের কারণে বিয়ে করছেন না বলিউডের ভাইজান

খরচের কারণে বিয়ে করছেন না বলিউডের ভাইজান তার সমবয়সী সহকর্মীদের অনেকেই সংসার করছেন কিন্তু সেদিক থেকে ৫৯ বছর বয়সী সালমান খান এখনো অবিবাহিত। বিয়ে না করার কারণ হিসেবে কেউ কেউ মনে করেন প্রেমের ব্যর্থতা, কেউ আবার মনে করেন দুই ভাইয়ের বিয়ের ব্যর্থতা। তবে বিয়ে না করার আসল কারণ কী, তা ২০১৮ সালেই প্রকাশ্যে এনেছিলেন অভিনেতা। ২০১৮ সালের টিআইই গ্লোবাল সামিটে উপস্থিত হয়ে বিয়ে নিয়ে করা প্রশ্নের উত্তরে অভিনেতা যা বলেছিলেন, তা রীতিমতো হাস্যকর। বিয়ের প্রসঙ্গ উঠতেই সালমান বললেন, ‘আমার কাছে এত টাকা কই!? আমার বাবার যখন বিয়ে হয়েছিল, তখন মাত্র ১৮০ টাকা খরচ হয়েছিল। কিন্তু এখন বিয়ে মানেই একটি বড় অনুষ্ঠান। কোটি কোটি টাকা ব্যয় হয় এই বিয়ের জন্য। এত টাকা খরচ করার ক্ষমতা আমার নেই, শুধুমাত্র এই কারণেই আমি একজন অবিবাহিত পুরুষ হয়ে রয়ে গেছি। তিনি মজা করে আরও বলেন, ‘আমি তো সুরজ বরজাতিয়াকে বারবার বলেছিলাম বিয়েকে এত বড় করে না দেখাতে সিনেমার মধ্যে। ম্যায়নে পেয়ার কিয়া, হাম সাথ সাথ হ্যায় সিনেমায় বিয়ে নিয়ে যা দেখানো হয়েছিল, তারপরেই বিয়ে মানুষের কাছে একটি বড় অনুষ্ঠানে পরিণত হয়।’ প্রসঙ্গত, ঐশ্বরিয়া রাই বচ্চন থেকে ক্যাটরিনা কাইফ, একাধিক নারীর প্রেমে পড়েছিলেন সালমান। দুর্ভাগ্যবশত কোনও সম্পর্কই বেশিদিন টেকেনি। বর্তমানে রোমানিয়ান অভিনেত্রী তথা টিভি উপস্থাপিকা ইউলিয়া ভান্তুরের সঙ্গে সম্পর্ক রয়েছে ভাইজানের, এমনটাই শোনা যাচ্ছে বলিপাড়ায়।
একই দিনে শুরু আইপিএল-পিএসএল, প্রভাব পড়বে বাংলাদেশ সিরিজে

একই দিনে শুরু আইপিএল-পিএসএল, প্রভাব পড়বে বাংলাদেশ সিরিজে ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে বন্ধ হয়ে যায় দুই দেশের ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। যুদ্ধ বন্ধের পর আবারও স্বাভাবিক হতে শুরু করেছে এই দুই দেশের জনজীবন। এরইমাঝে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে ১৭ মে থেকে পুনরায় শুরু হবে মাঠের খেলা। এবার তাতে যোগ দিলো পিএসএল। ১৭ মে তারিখেই মাঠে গড়াচ্ছে স্থগিত হওয়া পিএসএল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি নিজের এক্সে দেওয়া এক পোস্টে ফের খেলা শুরুর ঘোষণা দিয়েছেন। নতুন সূচি অনুযায়ী ১৭ মে থেকে শুরু হবে পিএসএলের বাকি খেলাগুলো। ফাইনাল হবে ২৫ মে। পিএসএলের নতুন এই সূচির সুবাদেই পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান সিরিজ। দুই দেশের মধ্যেকার ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করা ছিল ২৫ মে তারিখ থেকেই। ফাইনাল ২৫ তারিখেই হলে, পিছিয়ে যাবে বাংলাদেশ সিরিজ। টুর্নামেন্ট নতুন করে শুরুর ঘোষণা দিয়ে মহসিন নাকভি লিখেছেন, ‘এইচবিএল পিএসএল-টেন ঠিক সেখান থেকেই শুরু হবে যেখানে সেটা ছিল। ৬ দল। শূন্য শঙ্কা। আসুন সবাই এক হয়ে ক্রিকেটের চেতনাকে সম্মান জানাই। ১৭ মে থেকে শুরু হচ্ছে ৮ রোমাঞ্চকর। যেটা আমাদের নিয়ে যাবে ২৫ মে ফাইনালের পথে। সব দলের জন্য শুভকামনা।’পাকিস্তানের গণমাধ্যমগুলো আগেই আভাস দিয়েছিল, ১৬ থেকে ১৮ মে তারিখের মধ্যে পিএসএল শুরু হতে পারে। যদিও এই দফায় বিদেশি ক্রিকেটারদের পাওয়া যাবে কি না তা নিয়ে রয়েছে শঙ্কা। বিদেশি ক্রিকেটারদের দুবাইয়ে সরিয়ে নেওয়ার পর অনেকেই নিজ নিজ দেশে ফিরে গেছেন।
সারাদেশে সাময়িকভাবে বন্ধ এনআইডি সেবা

সারাদেশে সাময়িকভাবে বন্ধ এনআইডি সেবা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম সারাদেশে সাময়িকভাবে বন্ধ রয়েছে। এনআইডি সার্ভারে প্রবেশের সময় ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) না আসায় এই সমস্যা দেখা দিয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর। তিনি বলেন, আমাদের সার্ভারে লগইন করতে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়ার পর একটি ওটিপি প্রয়োজন হয়। কিন্তু এখন সেই ওটিপি আসছে না। ফলে কর্মকর্তা-কর্মচারীরা সার্ভারে ঢুকতে পারছেন না, এনআইডি সেবাও বন্ধ রয়েছে। তিনি আরও জানান, এটি সার্ভারের সমস্যার কারণে নয়। ইসি এনআইডি কার্যক্রম পরিচালনার জন্য যে ওটিপি সেবা ব্যবহার করছে, সেই সেবাদাতা প্রতিষ্ঠানের সিস্টেমে ত্রুটি দেখা দিয়েছে। প্রতিষ্ঠানটি সমস্যার সমাধানে কাজ করছে। ওটিপি সংক্রান্ত ত্রুটি দূর হলেই সব কার্যক্রম আবারও চালু হবে।
দ্বিতীয় মেয়াদে প্রথম সরকারি সফরে সৌদি আরবে ট্রাম্প

দ্বিতীয় মেয়াদে প্রথম সরকারি সফরে সৌদি আরবে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এই প্রথম সৌদি আরবে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে বিমানবন্দরে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিন দিনের মধ্যপ্রাচ্য সফরে কাতার ও সংযুক্ত আরব আমিরাতেও যাবেন ট্রাম্প। এই সফরে তিনি যুক্তরাষ্ট্রের জন্য বড় বিনিয়োগ টানতে চাইছেন। মঙ্গলবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সৌদি আরবে পৌঁছে দেশটির রাজধানী রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে প্রাথমিকভাবে এক বৈঠকে বসেছেন ডোনাল্ড ট্রাম্প ও মোহাম্মদ বিন সালমান। বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও উপস্থিত রয়েছেন। ট্রাম্পের জন্য রিয়াদে এক জাঁকজমকপূর্ণ রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করা হয়েছে। এ সফরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও রয়েছেন। এর আগে ট্রাম্প তার প্রথম মেয়াদেও ঐতিহ্য ভেঙে প্রথম সফর হিসেবে সৌদি আরবকে বেছে নিয়েছিলেন। সাধারণত মার্কিন প্রেসিডেন্টরা প্রথমে যুক্তরাজ্য, কানাডা বা মেক্সিকো সফর করেন। আল-জাজিরা জানিয়েছে, সৌদি আরবে ট্রাম্পের লক্ষ্য হলো মার্কিন শিল্পখাতে এক ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ নিশ্চিত করা। এই অঙ্ক সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আগের ঘোষিত ৬০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতির তুলনায় অনেক বেশি। মার্কিন সময় ভোর ২টা ৪৯ মিনিটে (সৌদি সময় সকাল ৯টা ৪৯ মিনিটে) এয়ার ফোর্স ওয়ান রিয়াদে অবতরণ করে। সৌদি আকাশসীমায় প্রবেশের সময় এফ-১৫ যুদ্ধবিমানগুলো তাকে ঘিরে রাখে, যা কূটনৈতিক সম্মানের প্রতীক হিসেবে দেখা হয়।
কানে পোশাকেই এবার বিধি-নিষেধ জারি

কানে পোশাকেই এবার বিধি-নিষেধ জারি বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসব। আজ মঙ্গলবার এবারের ৭৮তম আসর বসতে যাচ্ছে ফ্রান্সের কান শহরের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনে। এরই মধ্যে উৎসবের আমেজে বিশ্বের সিনেমাপ্রেমীরা পৌঁছে গেছেন কান সমুদ্রসৈকতে। সারা বিশ্বের অভিনয়শিল্পী, নির্মাতা ও প্রযোজকদের মিলনমেলায় পরিণত হতে যাচ্ছে এ আয়োজন। প্রতিবারের মতো এবার চাকচিক্যময় আয়োজনে কমতি রাখেনি কান কর্তৃপক্ষ। তবে যে চোখ-ধাঁধানো পোশাক কানের মূল আকর্ষণ, সেই পোশাকেই এবার বিধি-নিষেধ জারি করেছেন আয়োজকরা। এ বছর রেড কার্পেটের ফ্যাশন কিছুটা সংযত হতে চলেছে। নতুন পোশাক নীতিমালা চালু করেছে উৎসব কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রেস কোডের মূল উদ্দেশ্য পোশাক নিয়ন্ত্রণ করা নয়, বরং রেড কার্পেটে সম্পূর্ণ নগ্নতা নিষিদ্ধ করাই তাদের লক্ষ্য। ৭৮তম আসর শুরু করার প্রাক্কালে রেড কার্পেটের পোশাক নীতিমালায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন নিয়ম অনুযায়ী, সম্পূর্ণ নগ্নতা এবং অতিরিক্ত বিব্রতকর পোশাক রেড কার্পেট এবং উৎসবের অন্যান্য এলাকায় নিষিদ্ধ করা হয়েছে। উৎসবের আয়োজকরা জানিয়েছেন, এই পরিবর্তনের মূল লক্ষ্য হলো ফরাসি আইন অনুযায়ী শালীনতা বজায় রাখা এবং অতিথিদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে এমন পোশাক পরিহার করা। বিশেষ করে, অতিরিক্ত বড় গাউন বা ট্রেনযুক্ত পোশাক অতিথিদের চলাচল এবং থিয়েটারে বসার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে। তাই কিছু পোশাকের ওপর এবার নিষেধাজ্ঞা জারি করেছে কান কর্তৃপক্ষ। যার মধ্যে রয়েছে ট্রান্সপারেন্ট বা ‘নেকেড ড্রেস।’ সম্পূর্ণ বা অর্ধ নগ্নতা প্রদর্শন করে এমন পোশাক। বিশেষ করে দীর্ঘ ট্রেনযুক্ত গাউন। ব্যাকপ্যাক বা ওভারসাইজড হ্যান্ডব্যাগ এবং সাধারণ স্নিকার্স পরাও নিষিদ্ধ করা হয়েছে। এবারের কান উৎসবে নারীদের জন্য দীর্ঘ গাউন, ককটেল ড্রেস, বা টেইলার্ড প্যান্টসুট এবং পুরুষদের জন্য ডার্ক স্যুট ও বো টাই অনুমোদন দেওয়া হয়েছে। এলিগ্যান্ট জুতা বা স্যান্ডেল, হিল সহ বা হিল ছাড়া জুতাও পরতে পারবেন আমন্ত্রিতরা। তবে স্নিকার্স নয়। উল্লেখ্য, এর আগেও কান উৎসবে পোশাকসংক্রান্ত বিতর্ক সৃষ্টি হয়েছিল। ২০১৫ সালে সমতল জুতা পরার কারণে কিছু নারী অতিথিকে রেড কার্পেট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। এছাড়া সাম্প্রতিক সময়ে বিভিন্ন উৎসবে পোশাক বিতর্কের কারণে নতুন করে ভাবতে বাধ্য হন কান কর্তৃপক্ষ। ২০২২ সালে একটি টপলেস প্রতিবাদ এবং ২০২৫ সালের গ্র্যামিতে বিয়াঙ্কা সেনসোরির ট্রান্সপারেন্ট পোশাকে বিতর্ক সৃষ্টি হয়।
এনবিআর বিলুপ্তিতে কর্মকর্তাদের প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা

এনবিআর বিলুপ্তিতে কর্মকর্তাদের প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, এনবিআর বিলুপ্ত হয়ে দুটি বিভাগ গঠিত হলেও প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের দুশ্চিন্তার কারণ নেই। সব দেশেই এমন আলাদা বিভাগ থাকে। এনবিআরের উচ্চপর্যায়ের কর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করেই করা হয়েছে। রাজস্ব আদায়ে এর প্রভাব পড়বে না। মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, ‘রাজস্ব আদায়ে প্রভাব পড়বে না। এখন পর্যন্ত রাজস্ব আদায় গতবারের তুলনায় ২ শতাংশ বেশি হয়েছে। খুব হতাশাব্যাঞ্জক নয়, আমরা আরও প্রত্যাশা করছি। অন্তত গতবারের তুলনায় কম হবে না।’ আগামী বাজেট সম্পর্কে অর্থ উপদেষ্টা বলেন, ‘বাজেটে বড় ঘাটতি থাকবে না। প্রকল্প, এডিপি বাস্তবায়ন-এসব করা হবে বাস্তবতার ভিত্তিতে। ব্যাংক থেকে ধার করে, টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করা হবে না। কিছুটা তো ঘাটতি থাকবে। সেটা পূরণ করতে আমরা আইএমএফ ও বিশ্বব্যাংকের সঙ্গে কথা বলেছি, সে ক্ষেত্রে আমরা মোটামুটি সফল’। সালেহউদ্দিন আহমেদ বলেন, বিশ্বের সব দেশেই রাজস্ব নীতি ও বাস্তবায়ন বিভাগ পৃথক। যারা নীতি প্রণয়ন করবেন, তাদের পেশাদার হতে হবে; অর্থাৎ দেশের জিডিপি, অর্থনীতি, পরিসংখ্যান-এসব বিষয়ে ধারণা থাকতে হবে। যারা নীতি প্রণয়ন করবেন, তারা আবার রাজস্ব সংগ্রহও করবেন, তা হতে পারে না।
৭ গোলের মহারণে রিয়ালকে হারিয়ে শিরোপার দোরগোড়ায় বার্সা

৭ গোলের মহারণে রিয়ালকে হারিয়ে শিরোপার দোরগোড়ায় বার্সা লা লিগা শিরোপার আরেক ধাপ কাছে চলে এলো বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে রুদ্ধশ্বাস এক ‘এল ক্লাসিকো’তে পিছিয়ে পড়েও দুর্দান্ত এক জয় তুলে নেয় তারা। ম্যাচে হ্যাটট্রিক করেন কিলিয়ান এমবাপ্পে, কিন্তু শেষ হাসি হেসেছে বার্সাই। ম্যাচের শুরুতেই আগুন ঝরান এমবাপ্পে। মাত্র ১৪ মিনিটেই জোড়া গোল করে রিয়ালকে এগিয়ে নেন। কিন্তু প্রথমার্ধের মধ্যেই বাজিমাত করে বার্সা—এরিক গার্সিয়া ও লামিন ইয়ামাল একটি করে এবং রাফিনহা করেন জোড়া গোল। দ্বিতীয়ার্ধে আবারও গোল করেন এমবাপ্পে, যা তার অভিষেক মৌসুমে রিয়ালের জার্সিতে সর্বোচ্চ গোলসংখ্যার রেকর্ড (মোট ৩৯ গোল)। এরপর ফেরমিন লোপেজ একবার জালে বল পাঠালেও হ্যান্ডবলের কারণে তা বাতিল হয়। উত্তেজনায় ঠাসা ম্যাচের শেষে ৪-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। এই জয়ে তিন ম্যাচ হাতে রেখে রিয়ালের থেকে ৭ পয়েন্টে এগিয়ে গেল বার্সা। ইন্টার মিলানের কাছে চ্যাম্পিয়ন্স লিগের হারের পর দলের কোনো পরিবর্তন না এনে কোচ হান্সি ফ্লিক দেখালেন আস্থা। শুরুতে কিছুটা ক্লান্ত দেখালেও বার্সা দ্রুত ফিরে পায় ছন্দ। গোলরক্ষক ভয়েচেক সেজনি এমবাপ্পেকে ফাউল করলে পেনাল্টি থেকে প্রথম গোল করেন ফরাসি তারকা। এরপর ভিনিসিয়ুস জুনিয়রের পাস থেকে দ্বিতীয় গোলটি করেন তিনি। কিন্তু এরপর শুরু হয় বার্সার পাল্টা আক্রমণ। কর্নার থেকে গার্সিয়ার হেডে ব্যবধান কমে আসে। এরপর ১৭ বছরের লামিন ইয়ামাল দুর্দান্ত এক শটে সমতা ফেরান। মুহূর্ত বাদেই রাফিনহা গোল করে দলকে এগিয়ে নেন। এরপর আবারও রাফিনহার গোল—বার্সার আধিপত্য নিশ্চিত করে। দ্বিতীয়ার্ধের শুরুতে ইয়ামাল আবারও বল জালে পাঠালেও অফসাইডের কারণে তা বাতিল হয়। পরে এমবাপে হ্যাটট্রিক পূর্ণ করলে ম্যাচে উত্তেজনা ফিরে আসে। শেষ মুহূর্তে রাফিনহার একটি সহজ সুযোগ মিস এবং রিয়ালের তরুণ ভিক্টর মুনিওজের ভুলে আর সমতা ফেরাতে পারেনি রিয়াল। চলতি মৌসুমে এটি বার্সার রিয়ালের বিপক্ষে চতুর্থ জয়—লা লিগা, স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রের ফাইনালে আগেই জিতেছিল তারা। রিয়াল এই মৌসুমে ক্লাসিকোতে মোট ১৬ গোল হজম করেছে—যা তাদের রক্ষণভাগের দুরবস্থার পরিচয় দেয়। অপরদিকে, বার্সার উন্নতি চোখে পড়ার মতো। আগামী বৃহস্পতিবার এস্পানিওলের বিপক্ষে জয় পেলেই নিশ্চিত হবে বার্সার লিগ শিরোপা। অন্যদিকে, রিয়াল মায়োর্কার বিপক্ষে হেরে গেলে আগেই চ্যাম্পিয়ন হয়ে যাবে বার্সা।