কানসাট রাজবাড়ির ঐতিহ্য পুনরুদ্ধারে ব্যতিক্রমী সাইকেল র্যালি

কানসাট রাজবাড়ির ঐতিহ্য পুনরুদ্ধারে ব্যতিক্রমী সাইকেল র্যালি শিবগঞ্জ উপজেলার কানসাট রাজবাড়ি সংস্কারের মাধ্যমে ঐতিহ্য পুনরুদ্ধারকল্পে সরকারের সৃষ্টি আকর্ষণের লক্ষে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলাবাসীর ব্যানারে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সাইকেল র্যালি বের হয়ে কানসাট রাজবাড়ি মাঠ হয়ে পুঠিমারী বিল ঘুরে একই স্থানে এসে শেষ হয়। সাইকেল র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী। এসময় তিনি বলেন, পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে কানসাট রাজবাড়ি। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সংস্কারের মাধ্যমে ঐতিহ্য পুনরুদ্ধারকল্পে সরকারের সৃষ্টি আকর্ষণ করছি। পুরোপুরি সংস্কার হলেই দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে ঐতিহ্যবাহী রাজবাড়ি। সাইকেল র্যালিতে অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, ভেটেরিনারী সার্জন আবু ফেরদৌস, শিবগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আবদুল বাতেন ও মোবারকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদ মিঞাসহ অন্যরা। এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, কানসাট রাজবাড়ি এক সময় এই অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক ছিল। কিন্তু সংস্কারের অভাবে এই ঐতিহ্যবাহী স্থাপনাটি আজ ধ্বংসপ্রায়। সরকার যদি পদক্ষেপ নেয়, তাহলে এটি একটি পর্যটন কেন্দ্র হিসেবেও গড়ে তোলা সম্ভব। তারা আরও বলেন, শুধু সংরক্ষণ নয়, এই রাজবাড়িকে ঘিরে একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক ও পর্যটন এলাকা গড়ে তোলা সম্ভব, যা স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। উপজেলাবাসীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।
মোস্তফা জামান আব্বাসী স্মরণ শোকাহত কবিতা, গান, আড্ডা অনুষ্ঠিত

মোস্তফা জামান আব্বাসী স্মরণ শোকাহত কবিতা, গান, আড্ডা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের আমতলায় সদ্য প্রয়াত মরমী সঙ্গীত সাধক, লেখক ও গবেষক মোস্তফা জামান আব্বাসী স্মরণ শোকাহত কবিতা,গান,আড্ডা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে এই স্মরণসভার আয়োজন করেন অন্বেষণ সাহিত্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ। এসময় কবি ও নাট্যকার কামরুল আজাদের সঞ্চালনায় এবং কবি জালাল উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কবি মাহবুব আলম, কবি বিজহান অপু, কবি কবির বাদশাহ, কবি শফিকুল ইসলাম মজিদী, কবি যুবায়ের খলিল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুবুল আলম, কবি আব্দুল আজিজ, কবি হারুণ উর রশিদ, কবি আব্দুল্লাহ্, সাহিত্য সংগঠক বদরুদ্দোজা আব্দুর রউফ, কবি জারিফ আজাদসহ আরো অনেকে। অনুষ্ঠানে বক্তারা মরমী সঙ্গীত সাধক, লেখক ও গবেষক মোস্তফা জামান আব্বাসীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন।
শিবগঞ্জে নদীতে অজ্ঞাতব্যক্তির ভাসমান অর্ধগলিত মরদেহ উদ্ধার

শিবগঞ্জে নদীতে অজ্ঞাতব্যক্তির ভাসমান অর্ধগলিত মরদেহ উদ্ধার শিবগঞ্জের পাগলা নদীতে ভাসমান অজ্ঞাত পরিচয় একব্যক্তির গলায় বালিভর্তি দুটি প্লাষ্টিকের বস্তা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ সকালে স্থানীয়দের দেয়া খবরে শিবগঞ্জ থানা পুলিশ শিবগঞ্জ পৌর ৫ নং ওয়ার্ডের তর্তিপূর মহাশ্মশান এলাকায় ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে রাজশাহী থেকে আসা পুলিশ ব্যূরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) টিম ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে। ওই ব্যক্তিকে শ^াসরোধে হত্যা করে মরদেহ গুমের উদ্দেশ্যে নদীতে ফেলে দেয়া হয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম কিবরয়িা বলেন, আজ সন্ধ্যা পর্যন্ত মরদেহ শনাক্ত হয় নি। ২/৩ দিন পূর্বের মরদেহটি নদীর স্থির পানিতে পাওয়া গেছে। মরদেহের গলায় তুলসী মালা ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। রাজশাহীর গোদাগাড়ী নৌ পুলিশ ফাঁড়ি ঘটনাটি তদন্ত শুরু করেছে। এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
গৌরি চন্দ সিতুর আদ্যশ্রাদ্ধ সম্পন্ন

গৌরি চন্দ সিতুর আদ্যশ্রাদ্ধ সম্পন্ন রেডিও মহানন্দার ব্যবস্থাপনা কমিটির অন্যতম সদস্য প্রয়াত গৌরি চন্দ সিতুর আদ্যশ্রাদ্ধ ও মৎস্যমুখী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের উদয়সংঘ মোড়ের বাসভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রয়াত গৌরি চন্দ সিতুর স্বামী ও শ্রীশ্রী রামসীতা মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী সুনীল বর্মন কানাই, দুই ছেলে কল্যাণ বর্মন ও কল্লোল বর্মণ ও পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা ও শান্তিকামনা করে অংশ নেন, সাংবাদিক আনোয়ার হোসেন দিলু, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের সভাপতি ডাবলু কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক ধনঞ্জয় চক্রবর্তী, রেডিও মহানন্দা সহকারি স্টেশন ম্যানেজার রেজাউল করিম, জেলা স্কাউট ও গার্ল গাইড এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রোকসানা আহমেদ, সমাজসেবী ফারুকা বেগমসহ সনাক, কল্যাণী মহিলা সমিতিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ও সূধীজন। উল্লেখ্য, ৩০ এপ্রিল সন্ধ্যা পৌনে ৬ টার দিকে অসুস্থতার কারণে নিজ বাসভবনে তিনি পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি স্বামী, ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সৌদি আরবে পৌঁছেছেন ৪৭ হাজার ৪২০ হজযাত্রী

সৌদি আরবে পৌঁছেছেন ৪৭ হাজার ৪২০ হজযাত্রী পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৪৭ হাজার ৪২০ জন সৌদি আরবে পৌঁছেছেন। ১১৯টি ফ্লাইটে করে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৮৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪২ হাজার ৮৩৭ হজযাত্রী রয়েছেন। তবে এখন পর্যন্ত ৮৬ হাজার ৬৭৮টি ভিসা ইস্যু করা হয়েছে। আজ সকালে হজ পোর্টালে প্রকাশিত বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।
কোরবানি-সম্পর্কিত সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণে কমিটি

কোরবানি-সম্পর্কিত সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণে কমিটি বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীনকে আহ্বায়ক করে ‘কোরবানি-সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ কমিটি’ পুনর্গঠন করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত গেজেট জারি করেছে। যা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। কমিটির কার্যপরিধি বিষয়ে গেজেটে বলা হয়েছে, ‘সঠিকভাবে চামড়া সংগ্রহ ও সংরক্ষণ এবং পর্যাপ্ত লবণের সরবরাহ নিশ্চিত করার প্রক্রিয়া নির্ধারণ; চামড়ার উপযুক্ত মূল্য নিশ্চিত করা এবং কোরবানির সাথে সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ও দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করা, চামড়ার বিক্রয়লব্ধ অর্থ প্রাপ্তির ক্ষেত্রে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর স্বার্থ সুরক্ষার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান। কোরবানির হাট, পশু পরিবহণ এবং পরিবহনের সময় নিষ্ঠুরতা প্রতিরোধের বিষয়ে নির্দেশনা জারি এবং চামড়া শিল্প নগরী, সাভারসহ সারা দেশে দ্রুত ও যথাযথভাবে বর্জ্য ব্যবস্থাপনার জন্য কর্মপরিকল্পনা প্রণয়ন করা।
ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ

ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি। বাস মালিকদের সংগঠন বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, ২৯ মে ও পরবর্তী দিনের টিকিট সংগ্রহ করা যাচ্ছে আজ থেকে। এর আগে গত ১৪ মে বিকেলে ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রির কথা জানান বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ। তিনি জানান, যাত্রীরা ১৬ মে থেকে বাসের টিকিট অনলাইন ও সরাসরি কাউন্টারেÍ দু’ভাবেই কিনতে পারবেন। তবে কিছু পরিবহন সংস্থা শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই টিকিট সরবরাহ করবে। বিআরটিএর নির্ধারিত ভাড়ার তালিকাই অনুসরণ করতে হবে এবং এ বিষয়ে সব পরিবহন মালিককে নির্দেশ দেওয়া হয়েছে।
মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের দেশে ফেরার সুযোগ

মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের দেশে ফেরার সুযোগ কাগজপত্রবিহীন অবৈধ অভিবাসীদের দেশে ফেরার সময়সীমা বাড়িয়েছে মালয়েশিয়া সরকার। আজ মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এ ঘোষণা করে জানান, চলতি মাসের ১৯ তারিখ থেকে শুরু হয়ে এ সুযোগ থাকবে আগামী বছরের ৩০ এপ্রিল পর্যন্ত। প্রত্যাবাসনের এ কর্মসূচির মাধ্যমে জেল বা বিচারের মুখোমুখি হওয়া ছাড়াই নিজ নিজ দেশে ফেরার সুযোগ পাবেন অবৈধ প্রবাসীরা। তবে অপরাধের ধরন অনুযায়ী ৩০০ থেকে ৫০০ রিঙ্গিত জরিমানা দিতে হবে। মালয়েশিয়ায় বিভিন্ন দেশের ২০ থেকে ৩০ লাখ অবৈধ অভিবাসী আছে বলে মনে করছে অভিবাসন খাত নিয়ে কাজ করা এশিয়ার ২০টি দেশের আঞ্চলিক সংগঠন ক্যারাম এশিয়া। তবে বাংলাদেশের অবৈধ অভিবাসীর সঠিক কোনো চিত্র পাওয়া যায়নি।
ইস্তাম্বুলে ‘শান্তি আলোচনা’য় রাশিয়া-ইউক্রেন

ইস্তাম্বুলে ‘শান্তি আলোচনা’য় রাশিয়া-ইউক্রেন তিন বছরের মধ্যে এই প্রথম শান্তি আলোচনায় বসতে যাচ্ছে যুদ্ধরত দুই দেশ রাশিয়া ও ইউক্রেন। আজ তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে দুই দেশের প্রতিনিধিদল বৈঠক করবেন। শান্তি আলোচনায় থাকবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভøাদিমির পুতিন এ আলোচনায় অংশ নেবেন না। তার অনুপস্থিতির প্রতিবাদে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও এ আলোচনায় যোগ না দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, তুরস্কে অনুষ্ঠিতব্য ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনায় বড় কোনো অগ্রগতি হবে বলে তিনি আশাবাদী নন।
অবশেষে আইপিএল খেলার ছাড়পত্র পেলেন মুস্তাফিজ

অবশেষে আইপিএল খেলার ছাড়পত্র পেলেন মুস্তাফিজ অবশেষে আইপিএলে খেলার জন্য বিসিবির ছাড়পত্র পেয়েছেন মুস্তাফিজুর রহমান। ১৭ মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ শেষে ভারতে রওনা হবেন তিনি। বিসিবি তাকে ১৮ থেকে ২৪ মে পর্যন্ত এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) প্রদান করেছে। আজ এক আনুষ্ঠানিক বিবৃতিতে মুস্তাফিজকে এনওসি দেওয়ার দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। এদিকে বিরতির পর আগামীকাল থেকে আবারও শুরু হচ্ছে আইপিএল। তবে দিল্লির খেলা ১৮ মে। তার মানে প্রথম ম্যাচ থেকে মুস্তাফিজকে পাচ্ছে দলটি। উল্লেখ্য, আইপিএলের এবারের আসরের মেগা নিলামে নাম থাকলেও অবিক্রিত ছিলেন মুস্তাফিজুর রহমান।