আমি আর প্রসেনজিৎ যখন পর্দায় থাকি,সবকিছু ভুলে যাই

আমি আর প্রসেনজিৎ যখন পর্দায় থাকি,সবকিছু ভুলে যাই ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় জুটি প্রসেনজিৎ ও ঋতুপর্ণা সেনগুপ্ত। এই জুটির প্রথম চলচ্চিত্র ‘নাগপঞ্চমী’ মুক্তি পায় ১৯৯৪ সালে। তারপর অনেক জনপ্রিয় বাংলা সিনেমা উপহার দিয়েছেন রোমান্টিক এই জুটি। ২০০২ সালে এই জুটির অভিনীত ‘প্রতিহিংসা’ সিনেমা মুক্তি পায়। তারপর সময়ের সঙ্গে অনেক কিছুই বদলে যায়। মাঝে ১৪ বছর একসঙ্গে কোনো সিনেমায় দেখা যায়নি তাদের। দীর্ঘ ১৪ বছরের বিরতি ভেঙে ‘প্রাক্তন’ সিনেমার মাধ্যমে একসঙ্গে ফেরেন তারা। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি পরিচালিত এ সিনেমাটি ২০১৬ সালের ২৭ মে মুক্তি পায়। এ সিনেমা মুক্তির পর ভূয়সী প্রশংসা কুড়ান তারা। ‘প্রাক্তন’ মুক্তির পর আরো দুটো সিনেমায় একসঙ্গে অভিনয় করেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা। প্রসেনজিৎ-ঋতুপর্ণা অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমা। ২০০০ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। এ সিনেমার ‘চোখ তুলে দেখো না’ গানটি এখনো দর্শক হৃদয়ে দোলা দেয়। ২৫ বছর পর ফের সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। আগামী ৩০ মে কলকাতায় মুক্তি পাবে এটি। এ সিনেমা মুক্তির পর কীভাবে ২৫ বছর কেটে গেল, তা নিয়ে বিস্মিত ঋতুপর্ণা। ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, “আমার কাছে খুব বিস্ময়ের ব্যাপার, কীভাবে ২৫ বছর কেটে গেল বুঝতে পারলাম না। ২৫ বছর ধরে একটা সিনেমাকে আমরা বয়ে নিয়ে এসেছি। আজও সব বিয়েবাড়িতে এই গানটা বাজে। জীবনে কিছু জিনিস থেকে যায়।” ২৫ বছর কেটে গেলেও প্রসেনজিৎ-ঋতুপর্ণার রসায়ন এখনো তেমনি আছে। যদিও মাঝে দীর্ঘ সময় এ জুটিকে একসঙ্গে দেখা যায়নি। তবে তাদের প্রত্যাবর্তন মাঝের বিরতি ভুলিয়ে দিয়েছে। ঋতুপর্ণা বলেন, “আমি আর প্রসেনজিৎ যখন পর্দায় থাকি তখন সবকিছু ভুলে যাই। আমাদের কাছে তখন ওই চরিত্রগুলোই বাস্তব হয়ে ওঠে। ওর বাইরে কোনো জীবন আছে, সেটা ভুলে যাই। আমাদের তখন ওই মুহূর্তগুলো হয়ে ওঠে আপসহীন।” রোমান্টিক সিনেমায় দারুণ জীবন্ত ঋতুপর্ণা-প্রসেনজিৎ। এ জুটি অনেকগুলো রোমান্টিক সিনেমায় অভিনয় করেছেন। অভিনয় করতে গিয়ে কখনো পরস্পরের প্রতি দুর্বল হয়ে পড়েননি? এমন প্রশ্নের জবাবে ঋতুপর্ণা বলেন, “আমাদের কাছে প্রেমটা অন্যরকম। দু’জন দু’জনের প্রতি রয়েছে আস্থা, নির্ভরতা ও ভরসা। সেটা এতটা সুন্দর যে আমরা বছরের পর বছর কথা না বললেও সেই জায়গা রয়ে যাবে।” ভারতীয় বাংলা সিনেমাপ্রেমীদের কাছে প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির দর্শকপ্রিয়তা আকাশচুম্বী। দীর্ঘ দিনের গুঞ্জন, ব্যক্তিগত জীবনে এ জুটি প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। সত্যি কী প্রসেনজিৎ-ঋতুপর্ণার মাঝে প্রেম ছিল বা আছে? গত বছর এই প্রশ্নের মুখে পড়েছিলেন তারা। প্রথমে এ প্রশ্নের উত্তর দেন প্রসেনজিৎ। তিনি বলেছিলেন, “আপনি বলতে পারবেন, উত্তম-সুচিত্রার কি প্রেম ছিল? কিছু জিনিস অজানা থাকুক। যখন আমরা থাকব না, তখনো যাতে এই আলোচনাটা চলে।” একই প্রশ্নের জবাবে ঋতুপর্ণা সেনগুপ্ত তখনো রহস্য করে বলেছিলেন, “পরবর্তী প্রজন্মে যেন এটাই হাতড়ে যায়, ওদের মধ্যে কী ছিল!” ঋতুপর্ণার এ বক্তব্যের পর প্রসেনজিৎ বলেছিলেন, “আসলে কিছু সম্পর্ক বিশ্লেষণের বাইরে; সেটাকে ওরকমভাবেই রাখা ভালো।” প্রসেনজিৎ-ঋতুপর্ণা দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে আলাদা আলাদাভাবে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন। তার মধ্যে ৫০টি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। তাদের অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অযোগ্য’। গত বছর মুক্তি পায় এটি।
গুরুতর অসুস্থ নুসরাত ফারিয়া চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে

গুরুতর অসুস্থ নুসরাত ফারিয়া চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে গেল রোববার (১৮ মে) সকালে থাইল্যান্ডে যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন নুসরাত ফারিয়া। পরের দিন আদালত থেকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় তাকে। তবে মঙ্গলবার (২০ মে) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তার জামিন মঞ্জুর করেন। কারাগার থেকে বের হয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি এই অভিনেত্রী। তবে এই সময়ে যারা পাশে ছিলেন, তাদের উদ্দেশে ফেসবুক পেজের এক স্ট্যাটাসে কৃতজ্ঞতা প্রকাশ করেন এই নায়িকা। এরপর ইনস্টাগ্রাম পোস্টে আবারও নিজের অনুভূতি তুলে ধরেন তিনি। এরপর ফারিয়ার আর কোনো বক্তব্য পাওয়া যায়নি। শুক্রবার (২৩ মে) এক ফেসবুক পোস্টে এ চিত্রনায়িকা জানিয়েছেন, তিনি গুরুতর অসুস্থ, চিকিৎসার অংশ হিসেবেই সব ধরনের যোগাযোগ বন্ধ রেখেছেন। ফারিয়া লেখেন, আমি জানি, আপনারা অনেকেই আমার খোঁজ-খবর নেওয়ার চেষ্টা করছেন। আপনাদের ভালোবাসা ও উদ্বেগ আমাকে সত্যিই ছুঁয়ে যাচ্ছে। তবে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, বর্তমানে আমি গুরুতর অসুস্থতায় ভুগছি এবং বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি। চিকিৎসার অংশ হিসেবে এখন কিছু সময়ের জন্য বাইরের সঙ্গে সকল ধরনের যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। ফোন ব্যবহারের ওপরও রয়েছে কড়াকড়ি নিষেধাজ্ঞা। যোগ করে ঢাকাই সিনেমার এই অভিনেত্রী লেখেন, এই পরিস্থিতিতে কারো সঙ্গে কথা বলতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আশা করি, আপনারা বিষয়টি বুঝবেন। আমি বিশ্বাস করি, এই কঠিন সময়টা দ্রুতই পেরিয়ে আবার সুস্থভাবে আপনাদের মাঝে ফিরে আসতে পারব। গত কয়েকদিনকে দুঃসহ সময় উল্লেখ করে ফারিয়া লেখেন, গত কয়েকদিন ছিল আমার জীবনের সবচেয়ে দুঃসহ ও সংবেদনশীল সময়। মানসিক ও শারীরিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলাম। কিন্তু আপনাদের ভালোবাসা, সমর্থন ও সাহচর্য আমাকে এগিয়ে চলার শক্তি দিয়েছে। আপনাদের সকলের প্রতি- আপামর জনসাধারণ, প্রতি আমি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞ। গণমাধ্যমের বন্ধুদের ধন্যবাদ জানিয়ে এই চিত্রতারকা লেখেন, বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই সাংবাদিক ও গণমাধ্যমের বন্ধুদের, যাদের মানবিকতা ও ইতিবাচক ভূমিকাটি এই সময়ে আমার জন্য ছিল অত্যন্ত প্রয়োজনীয় ও অনুপ্রেরণাদায়ক। আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত নিজের ভেতরের সাহস খুঁজে পেতাম না। আমি আজীবন মনে রাখব এই ভালোবাসা ও নিরন্তর সহমর্মিতার কথা। সবার প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা। খুব শিগগিরই আবার দেখা হবে। উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর ভাটারা এলাকায় গুলিবিদ্ধ হন এনামুল হক (৩৫)। চলতি বছরের ৩ মে এনামুল হক ঢাকার সিএমএম আদালতে ২৮৩ জনের বিরুদ্ধে নালিশি মামলা করেন। মামলার দুই সপ্তাহ পর গ্রেপ্তার করা হয় নুসরাত ফারিয়াকে।
১৫ দিনে ওজন কমাতে পারি-ভালো আছি- ঐশ্বরিয়া

১৫ দিনে ওজন কমাতে পারি-ভালো আছি- ঐশ্বরিয়া একজন নারীর শরীরে মাতৃত্বের পর যে পরিবর্তন আসে, তা খুবই স্বাভাবিক। মা হওয়ার পর শরীরের গঠন বদলানো, ওজন বেড়ে যাওয়া- এসবকে এখনও অনেকেই নেতিবাচকভাবে দেখে থাকেন। সাধারণ নারী থেকে শুরু করে তারকারাও এর ব্যতিক্রম নন। সন্তান জন্মের পর থেকে প্রায়ই চেহারা আর গড়ন নিয়ে কটাক্ষের শিকার হয়ে আসছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। বিশ্বসুন্দরী খেতাব জয়ী এই অভিনেত্রীকে গেল কয়েক বছর ধরেই সামাজিকমাধ্যমে ওজন বৃদ্ধি, সাজপোশাক, এমনকি চুলের স্টাইল নিয়েও নানা রকম মন্তব্য শুনতে হয়েছে। অনেকেই বলছেন, মুখে ফোলাভাব এসেছে- অবধারিতভাবে ধারণা করছেন, হয়তো কোনও রকম অস্ত্রোপচার করিয়েছেন। সম্প্রতি বিশ্বের মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়ার উপস্থিতি নজর কেড়েছে। তার ঝলমলে লুক মুগ্ধ করলেও, ওজন নিয়ে বিদ্রূপ করতে ছাড়েননি অনেকেই। কারও মন্তব্য, ‘চেহারায় আগের সেই লাবণ্য নেই’, আবার কেউ লিখেছেন, ‘মুখ ফুলে গিয়েছে, আর ভালো লাগে না। ’ এসব নেতিবাচক মন্তব্য নিয়ে এবার মুখ খুলেছেন ঐশ্বরিয়া নিজেই। সরাসরি জানিয়ে দিলেন, “আমি মোটা হয়েছি তো আপনাদের কী সমস্যা হয়েছে? আমার চেহারা নিয়ে আপনাদের এত আগ্রহ কেন?” তিনি আরও বলেন, “এই মুহূর্তে আমি আমার মেয়ে আরাধ্যার বিষয়েই সবচেয়ে বেশি ভাবি। আমার ওজন নিয়ে আমি চিন্তিত নই। চাইলে ১৫ দিনের মধ্যেই ওজন কমিয়ে ফেলতে পারি। কিন্তু আমি যেমন আছি, তাতেই ভালো আছি। অন্যরা কী ভাবল, তাতে আমার কিছু যায় আসে না। ” নিজের মত প্রকাশে দ্বিধাহীন এই অভিনেত্রী আরও একবার প্রমাণ করলেন, শরীর নয়, ব্যক্তিত্বই একজন নারীর সবচেয়ে বড় শক্তি।
গুজবে কান না দিয়ে দেশবাসীকে সচেতন থাকার আহ্বান সেনাবাহিনীর

গুজবে কান না দিয়ে দেশবাসীকে সচেতন থাকার আহ্বান সেনাবাহিনীর বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি স্বার্থান্বেষী মহল বিভ্রান্তি ছড়াতে চাইছে উল্লেখ করে এ বিষয়ে দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ সেনাবাহিনীর ফেসবুক পেজে এক বার্তায় এ আহ্বান জানানো হয়। এতে বলা হয়, সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে বিভেদ তৈরির অপচেষ্টা চলছে। তাই গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে এতে আরও বলা হয়, গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না। সত্যতা যাচাই করুন, সচেতন থাকুন।
সৌদি পৌঁছেছেন ৫৪ হাজার ৪৯৭ বাংলাদেশী হজযাত্রী

সৌদি পৌঁছেছেন ৫৪ হাজার ৪৯৭ বাংলাদেশী হজযাত্রী বাংলাদেশ থেকে আজ দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ৫৪ হাজার ৪৯৭ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এখন পর্যন্ত সরকারি-বেসরকারি মোট ১৪১টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৮৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৯ হাজার ৯১৪ হজযাত্রী রয়েছেন। এখন পর্যন্ত ৮৬ হাজার ৮৭০টি ভিসা ইস্যু করা হয়েছে। আজ হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক। হেল্প ডেস্কের তথ্য মতে, চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮ পুরুষ ও ১ জন নারী।
মধ্যরাতে ইন্দোনেশিয়ায় ভূমিকম্প; ক্ষতিগ্রস্ত শতাধিক স্থাপনা

মধ্যরাতে ইন্দোনেশিয়ায় ভূমিকম্প; ক্ষতিগ্রস্ত শতাধিক স্থাপনা ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের কাছে ৫ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এ তথ্য জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা – ইউএসজিএস। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ১০০ টিরও বেশি ঘরবাড়ি। স্থানীয় সময় আজ দিবাগত রাত ২টা ৫২ মিনিটে কম্পন অনুভূত হয়। ইউএসজিএস জানিয়েছে, ভূপৃষ্ঠের ৬৮ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে ভূমিকম্পটি। এর উৎপত্তিস্থল ছিল বেংকুলু প্রদেশের কাছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, এ ঘটনায় সুনামির কোনো সম্ভাবনা নেই।
আগামী ১৭ জুন টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন ম্যাথিউস

আগামী ১৭ জুন টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন ম্যাথিউস টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কার অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। বাংলাদেশের বিপক্ষে আগামী ১৭ জুন গলেতে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্ট দিয়েই টেস্ট ক্রিকেটে ১৬ বছরের দীর্ঘ পথচলা শেষ করবেন তিনি। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক আবেগঘন বার্তায় ম্যাথিউস লেখেন, শ্রীলঙ্কার হয়ে গত ১৭ বছর ধরে ক্রিকেট খেলা আমার জন্য সর্বোচ্চ সম্মান ও গর্বের বিষয়। আমি ক্রিকেটকে সবকিছু দিয়েছি, বিনিময়ে ক্রিকেট আমাকে আজ এই পর্যন্ত আসার সুযোগ করে দিয়েছে। ৩৭ বছর বয়সী এই অলরাউন্ডার জানান, টেস্ট থেকে অবসর নিলেও দেশের প্রয়োজন হলে সাদা বলের ক্রিকেটে এখনও তাকে পাওয়া যাবে। টেস্ট ক্যারিয়ারে ম্যাথিউস খেলেছেন ১১৮টি ম্যাচ। ব্যাট হাতে তার রান ৮ হাজার ১৬৭, গড় ৪৪ দশমিক ৬২। সেঞ্চুরি ১৬টি, ফিফটি ৪৫টি। টেস্টে শ্রীলঙ্কার হয়ে তার চেয়ে বেশি রান আছে শুধু কুমার সাঙ্গাকারা (১২,৪০০) ও মাহেলা জয়াবর্ধনের (১১,৮১৪)। ২০০৯ সালে অভিষেক হয়েছিল ম্যাথিউস শ্রীলঙ্কার অধিনায়কের দায়িত্বে ছিলেন ২০১৩ থেকে ২০১৭ পর্যন্ত।
সাকিবের উইকেট পাওয়ার দিনে লাহোরের জয়

সাকিবের উইকেট পাওয়ার দিনে লাহোরের জয় দীর্ঘ ৬ মাসেরও বেশি সময় পর গত ১৮ মে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছিলেন সাকিব আল হাসান। পাকিস্তান সুপার লিগ – পিএসএল-এ পেশোয়ার জালমির বিপক্ষে অঘোষিত কোয়ার্টার ফাইনালে লাহোর কালান্দাসেঅর হয়ে মাঠে নামেন এই অলরাউন্ডার। দল জিতলেও সেদিন নিজেকে মেলে ধরতে পারেনি। ব্যাটিয়ে নেমে প্রথম বলেই সাজঘরে ফিরে যান তিনি। বল হাতেও কোনো উইকেট পাননি তিনি। তবে দ্বিতীয় ম্যাচে উইকেটের দেখা পেয়েছেন সাকিব। গতকাল রাতে করাচি কিংসের বিপক্ষে এলিমিনেটর খেলতে নামে লাহোর। করাচি কিংসকে ৬ উইকেটে হারিয়ে দলটা জায়গা করে নিয়েছে পাকিস্তান সুপার লিগের কোয়ালিফায়ারে। লাহোর দলে বাংলাদেশি ছিলেন ৩ জন। সাকিব ছাড়াও অন্য ২ জন ছিলেন রিশাদ হোসেন আর মেহেদি হাসান মিরাজ, যারা আবার সাকিবের মতোই স্পিনার। অভিজ্ঞতার বিচারে তাই সাকিব একাই জায়গা পেয়েছেন একাদশে।
নেইমারের প্রত্যাবর্তনের ম্যাচে সান্তোষের বিদায়

নেইমারের প্রত্যাবর্তনের ম্যাচে সান্তোষের বিদায় ব্রাজিলিয়ান তারকা নেইমার চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন। অবশেষে কোপা দো ব্রাজিলের তৃতীয় রাউন্ডের দ্বিতীয় লেগে সিআরবির বিপক্ষে মাঠে ফেরেন তিনি। আজ সকালে অনুষ্ঠিত ম্যাচে বেঞ্চে থেকে শুরু করলেও দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে মাঠে নামান সান্তোস কোচ ক্লেবার হাভিয়ার। তবে প্রত্যাবর্তনের ম্যাচটি মোটেও সুখকর হয়নি নেইমারের জন্য। ১ম লেগে ১১ গোলে ড্র হওয়ার পর ২য় লেগও শেষ হয় গোলশূন্য ড্রয়ে। ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। যদিও টাইব্রেকারে প্রথম শটে গোল করেন নেইমার, তবু শেষ পর্যন্ত ৫৪ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় সান্তোস। গত এপ্রিলের মাঝামাঝি অ্যাতলেটিকো মিনেইরোর বিপক্ষে ম্যাচে বাঁ পায়ে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান নেইমার। এটি ছিল তার চলতি মৌসুমের দ্বিতীয় বড় ইনজুরি। ব্রাজিলিয়ান লিগে আগামী রবিবার সান্তোসের পরের ম্যাচে শুরুর একাদশে দেখা যেতে পারে নেইমারকে। আগামী ৩০ জুন শেষ হচ্ছে সান্তোসের সঙ্গে নেইমারের চুক্তির মেয়াদ। তবে ক্লাবটিতে নতুন চুক্তি আর তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আছে এখনও।
শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা কশিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা কশিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শিবগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা কশিম উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। আজ সকাল ৬টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের খড়িয়াল গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ২ মেয়েসহ বহু গুণগ্রাহি রেখে গেছেন। আজ বিকাল সাড়ে ৫ টায় খড়িয়াল গ্রামের ঈদগাহে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর জানাজা নামাজ শেষে গ্রামের গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন শিবগঞ্জের সহকারী কমিশনার(ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার পরিদর্শক(তদন্ত) এস এম শাকিল হাসান, বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন মন্টু, গোলাম মোস্তফা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুবুর রহমান মিজানসহ অনান্য মুক্তিযোদ্ধা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।