পাকিস্তানের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত

পাকিস্তানের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত বাংলাদেশ সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১৮ জুলাই ঢাকায় পা রাখবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি সূত্রের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম জিও নিউজ। জিও নিউজ জানিয়েছে, এই সিরিজের প্রাথমিক সূচি ইতোমধ্যে চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এবং তা পাঠানো হয়েছে পিসিবির কাছে অনুমোদনের জন্য। প্রস্তাবিত সূচি অনুযায়ী, সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ জুলাই, দ্বিতীয় ম্যাচ ২২ জুলাই এবং তৃতীয় ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে ২৪ জুলাই। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। উল্লেখ্য, এই সিরিজটি আইসিসির নির্ধারিত ফিউচার ট্যুরস প্রোগ্রাম এফটিপির অন্তর্ভুক্ত নয়। বিসিবি ও পিসিবির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের আলোচনার ভিত্তিতেই এই দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। এদিকে, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার চলমান টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি আজ রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এর আগে সিরিজের দ্বিতীয় ম্যাচে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে বাংলাদেশকে ৫৭ রানে হারিয়ে সিরিজে ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিক পাকিস্তান।
বলিউড অভিনেতা মুকুল দেব আর নেই

বলিউড অভিনেতা মুকুল দেব আর নেই না ফেরার দেখে পাড়ি জমালেন বলিউডের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব। শুক্রবার (২৩ মে) মৃত্যু হয় এ অভিনেতার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। হিন্দি, পাঞ্জাবি, দক্ষিণ ভারতীয় ছবি ও টেলিভিশনেরও জনপ্রিয় মুখ ছিলেন মুকুল দেব। শনিবার (২৪ মে) অভিনেতার মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় জানান অভিনেতা মনোজ বাজপেয়ী। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন মুকুল দেব। ভর্তি ছিলেন আইসিইউ-তে। মনোজ বাজপেয়ী টুইট করেন, ‘আমার এই মুহূর্তে ঠিক কী অনুভূতি হচ্ছে, তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। মুকুল ছিলেন আমার আত্মিক ভাই। শিল্পী হিসাবে ওর উষ্ণতা ও আবেগ ছিল অতুলনীয়। খুব তাড়াতাড়ি চলে গেল, খুব অল্প বয়সে। ওর পরিবারের এই ক্ষতিতে শোকাহত। প্রত্যেকের জন্য প্রার্থনা করছি। মিস ইউ মেরি জান… যতক্ষণ না আমাদের আবার দেখা হয়, ওম শান্তি।’ ‘সন অফ সর্দার’ সিনেমায় মুকুল দেবের সঙ্গে কাজ করা অভিনেতা বিন্দু দারা সিং মুকুলের মৃত্যুর খবরটি ইন্ডিয়া টুডে-কে নিশ্চিত করেছেন। তিনি শোকপ্রকাশ করে বলেন, ‘মুকুলকে আর বড় পর্দায় অভিনয় করতে দেখা যাবে না- এটা খুব কষ্টের। বাবা-মায়ের মৃত্যুর পর থেকেই মুকুল নিজেকে গুটিয়ে নিয়েছিল। সে বাড়ি থেকে বের হতো না, বা কারও সঙ্গে দেখা করত না। শেষ কয়দিনে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। তার ভাই ও যারা তাকে ভালোবাসতেন, তাদের প্রতি আমার সমবেদনা। মুকুল এক অসাধারণ মানুষ ছিলেন। আমরা সবাই তাকে ভীষণ মিস করব।’ মুকুলের বন্ধু এবং অভিনেত্রী দীপশিখা নাগপালও তার সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে শ্রদ্ধা জানান। ইন্ডিয়া টুডে-কে তিনি বলেন, ‘মুকুল কখনোই নিজের অসুস্থতা নিয়ে কারও সঙ্গে কিছু বলত না। আমাদের একটা বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, যেখানে আমরা প্রায়ই কথা বলতাম। সকালে ঘুম থেকে উঠে ওর মৃত্যুর খবর পাই। তখন থেকেই ওর নম্বরে বারবার ফোন করছি, ভাবছি যদি ধরেই ফেলে!’ প্রসঙ্গত, মুকুল দেব-এর জন্ম ১৯৭০ সালের ১৭ সেপ্টেম্বর এক পাঞ্জাবি পরিবারে। তিনি একজন ভারতীয় অভিনেতা ছিলেন যিনি হিন্দি, পাঞ্জাবি, তেলুগু, তামিল, কন্নড়, বাংলা এবং মালয়ালম ছবিতে অভিনয় করেছেন। আবার একই সঙ্গে টেলিভিশনেও কাজ করেছেন। ১৯৯৬ সালে টিভি সিরিজ ‘মুমকিন’ দিয়ে তার অভিনয় জীবন শুরু হয়। আবার ওই একই বছর ‘দাস্তাক’ ছবিতে সুস্মিতা সেনের সঙ্গে অভিনয় করে তিনি বলিউডে আত্মপ্রকাশ করেন। পরবর্তী সময়ে ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’, ‘সন অফ সর্দার,’ ‘আর… রাজকুমার’, ‘ডন’ এবং ‘জয় হো’-র মতো ব্যবসাসফল ছবিতে তিনি অভিনয় করেন। আবার তিনি ‘আওয়ারা’, ‘বচ্চন’, ‘সুলতান: দ্য স্যাভিয়ার’-এর মতো বাংলা ছবিতে জিৎ-এর সঙ্গে অভিনয় করেছিলেন। দিল্লির সেন্ট কলম্বাস স্কুল থেকে পড়াশোনা করেন মুকুল দেব। ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ অ্যাভিয়েশন থেকে বিমান চালনাও শিখেছিলেন তিনি। মুকুল ভারতের জনপ্রিয় অভিনেতা রাহুল দেবের ভাই।
আবুধাবি পুড়ছে রেকর্ড ৫০ ডিগ্রি সেলসিয়াসে

আবুধাবি পুড়ছে রেকর্ড ৫০ ডিগ্রি সেলসিয়াসে সংযুক্ত আরব আমিরাতে গ্রীষ্ম এখনো পুরোপুরি জেঁকে বসেনি, তার আগেই দেশটির রাজধানী আবুধাবিতে তাপমাত্রা পৌঁছেছে রেকর্ড ৫০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে। গতকাল আল শোয়ামেখে এই তাপমাত্রা রেকর্ড করা হয় বলে জানিয়েছে দেশটির আবহাওয়া কেন্দ্র। সংবাদমাধ্যমটি জানিয়েছে, আরব আমিরাতের বাসিন্দারা এখন গ্রীষ্মের শুরুর সময়টা কাটাচ্ছেন। অন্য বছরের মতো এবারও এ সময়ে আকাশ মূলত পরিষ্কারই থাকছে, কোথাও কোথাও আছে মেঘের আনাগোনা, কিন্তু আর্দ্রতা বাড়ছে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বাতাস থাকলেও সূর্যের প্রখর তাপের কারণে তাতে স্বস্তি মিলছে না। গতকাল দেশটির আবহাওয়া কেন্দ্র ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (এনসিএম) এক্সে লিখেছে, আজ সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে আবু ধাবির আল শোয়োমেখে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৫০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ২০০৩ সাল থেকে রেকর্ড রাখা শুরু করার পর এটাই মে মাসের রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা বলে জানিয়েছেন এনসিএম প্যারিসভিত্তিক একটি বার্তা সংস্থা খালিজ টাইমস। এর আগে ২০০৯ সালের মে মাসে সর্বোচ্চ তাপমাত্রা ৫০ দশমিক ২ ডিগ্রি উঠেছিল। গত মাসে সংযুক্ত আরব আমিরাত তাদের সবচেয়ে উষ্ণ এপ্রিল পার করেছে। এ মাসে দেশটি গড় সর্বোচ্চ তাপমাত্রা দেখেছে ৪২ দশমিক ৬ ডিগ্রি। এর আগে ২০১৭ সালের এপ্রিলে দেশটিতে গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
সন্ধ্যায় বিএনপি-জামায়াতের সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা

সন্ধ্যায় বিএনপি-জামায়াতের সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা দেশের রাজনৈতিক উত্তেজনা ও নানান গুঞ্জনের মধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে পৃথক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপি এবং সাড়ে ৮টায় জামায়াতে ইসলামীর সঙ্গে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠক হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য নিশ্চিত করে জানায়, বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এবং জামায়াতে ইসলামীর নেতৃত্ব দেবেন দলটির আমির শফিকুর রহমান। আজ পূর্ব নির্ধারিত একনেকের নিয়মিত বৈঠকের পর উপদেষ্টা পরিষদের এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা বলেছেন ওয়াহিদউদ্দিন মাহমুদ

পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা বলেছেন ওয়াহিদউদ্দিন মাহমুদ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, প্রধান উপদেষ্টা আমাদের সাথে থাকছেন। উনি বলেননি উনি পদত্যাগ করবেন। অন্য উপদেষ্টারাও থাকছেন। আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, সে দায়িত্ব পালন করতে এসেছি। আজ বেলা ১২টা ২০ মিনিটের দিকে এনইসি সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকটি শুরু হয়। এদিন বেলা ২টা ২০ মিনিটের দিকে বৈঠক শেষ হয়। পরে রুদ্ধদ্বার বৈঠক শেষে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা এসব কথা বলেন। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষ হওয়ার পরই অনির্ধারিত বৈঠকটি শুরু হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে ১৯ জন উপদেষ্টা উপস্থিত ছিলেন।
ঈদে আসছে নতুন টাকা, থাকছে না কোনও ব্যক্তির ছবি

ঈদে আসছে নতুন টাকা, থাকছে না কোনও ব্যক্তির ছবি ঈদুল আজহা উপলক্ষে বাজারে আসছে নতুন টাকা। এ লক্ষ্যে ইতোমধ্যে নতুন টাকা ছাপানোও শুরু হয়ে গেছে। তবে নতুন এই টাকায় থাকছে না কোনও ব্যক্তির ছবি। এমনটিই জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। আজ সকালে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনে দেশের প্রথম ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম উদ্বোধন শেষে গভর্নর বলেন, নতুন নোটে থাকবে দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা। ঈদ বাজারে প্রথমে ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট আসবে। টাঁকশাল থেকে জানা গেছে, ২০ টাকার নোট ছাপা প্রায় সম্পন্ন। আগামী সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের কাছে হস্তান্তর করা হবে। এরপরে ৫০ ও ১০০০ টাকার নোট বাংলাদেশ ব্যাংককে বুঝিয়ে দেবে টাঁকশাল। এরপর কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নেবে এই টাকা কবে বাজারে আসবে।
হাইতিতে সন্ত্রাসী হামলায় শিশুসহ ৫০ জন নিহত

হাইতিতে সন্ত্রাসী হামলায় শিশুসহ ৫০ জন নিহত ক্যারিবিয়ান অঞ্চলের দেশ হাইতির একটি শহরে একটি গ্যাং হামলায় শিশুসহ অন্তত ৫০ জন নিহত হয়েছেন। গতকাল মধ্য হাইতির প্রেভাল শহরে এই ঘটনা ঘটে। আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু। প্রত্যক্ষদর্শীরা এই হামলাকে ‘গণহত্যা’ বলে বর্ণনা করেছেন। স্থানীয় গণমাধ্যমকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীরা ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়, একটি গির্জায় হামলা চালায় এবং বেসামরিক নাগরিকদের হত্যা করে। স্পেনের ইএফই সংবাদ সংস্থাকে একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, গণহত্যার স্থানে পৌঁছানো প্রায় অসম্ভব, কারণ গণহত্যাস্থল এখনো সশস্ত্র সন্ত্রাসী দলটির নিয়ন্ত্রণে রয়েছে। মরদেহের মধ্যে ১৪টি শিরচ্ছেদ এবং পুড়িয়ে ফেলা অবস্থায় পাওয়া গেছে।
ভারতের নতুন টেস্ট অধিনায়ক ২৫ বছর বয়সী শুভমান গিল

ভারতের নতুন টেস্ট অধিনায়ক ২৫ বছর বয়সী শুভমান গিল সদ্য বিদায়ী রোহিত শর্মার জায়গায় ৫ দিনের ফরম্যাটে নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন শুভমান গিল। আজ ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত ১৮ সদস্যের দলে গিলের অধিনায়কত্বের খবর জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। দলের সহ-অধিনায়ক করা হয়েছে ঋষভ পন্তকে। ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের দীর্ঘ টেস্ট সিরিজটি শুরু হবে জুন মাসে। সেই গুরুত্বপূর্ণ সফরের দল ঘোষণার সঙ্গে সঙ্গেই আসে আরও এক চমক-রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিন এই সিরিজের দলে নেই, কারণ ৩ জনই ইতোমধ্যে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। ২৫ বছর ২৫৮ দিন বয়সে ভারতের টেস্ট অধিনায়ক হওয়ার গৌরব অর্জন করলেন শুভমান গিল। বয়সের হিসাবে তিনি ভারতের পঞ্চম সর্বকনিষ্ঠ টেস্ট অধিনায়ক। তার চেয়ে কম বয়সে ভারতের টেস্ট দলের নেতৃত্বে ছিলেন কেবল মনসুর আলি খান পতৌদি ২১ বছর, শচীন টেন্ডুলকার ২৩ বছর, কপিল দেব ২৪ বছর ও রবি শাস্ত্রী ২৫ বছর ২২৯ দিন।
চাঁপাইনবাবগঞ্জে আম রপ্তানী এবং যুব কর্মসংস্থান শীর্ষক সেমিনার

চাঁপাইনবাবগঞ্জে আম রপ্তানী এবং যুব কর্মসংস্থান শীর্ষক সেমিনার চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী যুব কর্মসংস্থান ও আম রপ্তানি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ চাঁপাইনবাবগঞ্জ ফোরাম এই সেমিনারের আয়োজন করে। জেলা শহরের শহিদ সাটু অডিটরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ ফোরামের চেয়ারম্যান নূরুল ইসলাম বুলবুল। সেমিনারে ‘আমের মানোন্নয়ন ও বাজার সম্প্রসারণ’ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব হর্টিকালচারের প্রফেসর ড. জসিম উদ্দিন, ‘লোকালি ম্যাংগো এক্সপোর্টের সমস্যা ও সমাধান বিষয়ে করণীয়’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন নওয়াবী ম্যাংগোর ফাউন্ডার ইসমাইল খান শামীম, ‘আম শিল্প এবং প্রসেসিং’ বিষয় উপস্থাপন করেন কৃষি উদ্যোক্তা মুনজের আলম মানিক, ‘এফ-কমার্স ও ব্র্যান্ডিং’ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন শরীফ আবু হায়াত অপু, ‘আম রপ্তানি গাইডলাইন’ বিষয়ে আলোচনা করেন এক্সপোর্ট সেবার জাহিদ হাসান। প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, আম কে শিল্পে রূপ দিতে হবে। আম থেকে জুস, আচারসহ বহুবিধ প্রক্রিয়াজাত পণ্য হিসেবে ব্যবহার করে পুরো বছর জুড়ে আমের ব্যবহারের মাধ্যমে আমকে শিল্পে রূপ দেওয়া সম্ভব। চাঁপাইনবাবগঞ্জে একটি আম গবেষণা কেন্দ্র থাকলেও খুবই হতাশাজনক বিষয় হচ্ছে এই গবেষণা কেন্দ্র আমকে শিল্পে রূপ দেওয়ার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এমন কি স্বাধীনতার ৫৪ বছরে কোনো সরকার আমের বহুমুখী ব্যবহার নিশ্চিত করার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তিনি আরো বলেন, আম হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের অর্থনৈতিক চালিকাশক্তি। আম রপ্তানি ছাড়াও এই জেলায় বিভিন্ন কৃষিজাত পণ্য উৎপাদন হয়ে আসছে। কৃষিতে চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীর অবদান অনস্বীকার্য। আগামী দিনে চাঁপাইনবাবগঞ্জে ম্যাংগো ইন্ডাস্ট্রি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে নূরুল ইসলাম বুলবুল বলেন, জনগণ সুযোগ দিলে চাঁপাইনবাবগঞ্জে ইকোনমিক জোন গড়ে তোলা হবে। চাঁপাইনবাবগঞ্জকে ম্যাংগো ফাউন্ডেশনের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে চাঁপাইনবাবগঞ্জ ফোরাম এই যুব কর্মসংস্থান ও আম রপ্তানি শীর্ষক সেমিনারের আয়োজন করেছে। তিনি কৃষক ও উদ্যোক্তাকে একই প্লাটফর্মে এনে মধ্যস্বত্তাভোগীদের হাত থেকে রক্ষা করে কৃষকদের লাভবান করার তার উদ্যোগের কথা জানান। এজন্য তিনি, একটি স্মার্ট অ্যাপস্ তৈরির ঘোষণা দেন। নতুন নতুন আন্তর্জাতিক বাজার সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন দেশের কুটনৈতিকদের নিয়ে একটি আম প্রদর্শন মেলার আয়োজন করার পাশাপাশি সরকারের সহায়তায় পরিবহন ব্যবস্থাপনা সহজ করে আমের বাজারজাতের মাধ্যমে আমের যথাযথ ব্যবহার নিশ্চিত করা হবে। ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে। নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূরীকরণের পাশাপাশি বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে তিনি উপস্থিত যুব উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান। দিনব্যাপী সেমিনারে জেলার ৪ শতাধিক যুব উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
বিশ্বকবি ও জাতীয় কবির জন্ম জয়ন্তী উপলক্ষে কবিতা আড্ডা

বিশ্বকবি ও জাতীয় কবির জন্ম জয়ন্তী উপলক্ষে কবিতা আড্ডা বাংলা সাহিত্যের দুই দিকপাল রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী উপলক্ষে আজ চাঁপাইনবাবগঞ্জে কবিতা আড্ডা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে অন্বেষণ সাহিত্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ স্কাউটস ভবনে এ আড্ডা অনুষ্ঠিত হয়। কবি ও নাট্যকার কামরুল আজাদের সঞ্চালনায় এবং অন্বেষণ সাহিত্য পরিষদের সভাপতি কবি জালাল উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে, প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের পিএইচডি অধ্যাপক মুহাম্মদ আলমগীর। এসময় আরো উপস্থিথ ছিলেন, ফুলকুঁড়ি ইসলামিক একাডেমীর অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আল মামুন, কবি মাহবুব আলম, চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ আব্দুস সামাদ, কবি বিজহান অপু, কবি কবির বাদশাহ, কবি শফিকুল ইসলাম মজিদী, কবি আব্দুল আজিজ, কবি হারুণ উর রশিদ, কবি আব্দুল্লাহ্, সাহিত্য সংগঠক বদরুদ্দোজা আব্দুর রউফ, কবি জারিফ আজাদ, কবি শহিলুল আলম, কবি সাখাওয়াত, কবি আল মারুফ, কবি মুজিব আল মাউড়ী, কবি ফেন্সী খাতুনসহ স্থানীয় কবি ও সাংস্কৃতিক কর্মীবৃন্দ। এসময় কবিতা আবৃতি করেন, বাচিক শিল্পী রাশিদা আনজুম ও মাসুমা আনজুম।