অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে ১৩০৮ জন গ্রেফতার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে ১৩০৮ জন গ্রেফতার সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’সহ পুলিশের বিভিন্ন অভিযানে আজ রোববার দুপুর পর্যন্ত মোট ১ হাজার ৩ শ’ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার থেকে শুরু হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’। পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর বাসসকে রোববার সন্ধ্যায় এ তথ্য জানান। তিনি জানান, গতকাল শনিবার  রাত থেকে আজ দুপুর পর্যন্ত ১ হাজার ৩০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে শনিবার থেকে গাজীপুরসহ সারাদেশে যৌথবাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান শুরু হয়।

‘বিশ্ব সরকার সম্মেলনে’ যোগ দিতে মঙ্গলবার আরব আমিরাত যাচ্ছেন প্রধান উপদেষ্টা 

‘বিশ্ব সরকার সম্মেলনে’ যোগ দিতে মঙ্গলবার আরব আমিরাত যাচ্ছেন প্রধান উপদেষ্টা  প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইতে অনুষ্ঠেয় ‘বিশ্ব সরকার সম্মেলন ২০২৫’-এ যোগ দেবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে, প্রধান উপদেষ্টা বৈশ্বিক নানা চ্যালেঞ্জ এবং আন্তর্জাতিক বিষয়গুলোতে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি উপস্থাপনের সুযোগ পাবেন।’ পাবলিক ডিপ্লোমেসি উইংয়ের মহাপরিচালক আলম আরও বলেন, প্রধান উপদেষ্টা শীর্ষ সম্মেলনের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলেও আশা করা হচ্ছে। তিনি বলেন,‘শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের সময়, প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে উপস্থিত রাজনৈতিক ও ব্যবসায়ী নেতাদের সাথে সৌজন্য বৈঠক করবেন বলেও ধারণা করা হচ্ছে।’ আলম জানান, সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম গত ১৩ জানুয়ারি প্রধান উপদেষ্টাকে শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। এর জবাবে, প্রধান উপদেষ্টা তার অংশগ্রহণ নিশ্চিত করেছেন। ২০১৩ সালে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের নেতৃত্বে প্রতিষ্ঠিত বিশ্ব সরকার শীর্ষ সম্মেলন সরকারি অভিজ্ঞতা এবং উদ্ভাবন বিনিময়ের জন্য একটি বিশ্বব্যাপী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। গত দশক ধরে,এটি একটি উজ্জ্বল ভবিষ্যত গঠনে সহায়তা করার জন্য ১৪০ টিরও বেশি দেশের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, নীতিনির্ধারক, চিন্তাবিদ এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা এ সম্মেলনে যোগ দিচ্ছেন। বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ঐতিহাসিকভাবে শক্তিশালী ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে,যা অর্থনৈতিক সহযোগিতা ও সাধারণ রাজনৈতিক স্বার্থের মাধ্যমে আরও জোরদার হয়েছে। উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি প্রবাসী সংযুক্ত আরব আমিরাতে বসবাস করেন, যারা রেমিট্যান্সের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখছেন। এ ছাড়াও বস্ত্র, কৃষি পণ্য ও জ্বালানির মতো খাতে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারিত হচ্ছে।

ধানমন্ডি ৩২ ইস্যুতে দিল্লির মন্তব্য ‘অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত’ : ঢাকা

ধানমন্ডি ৩২ ইস্যুতে দিল্লির মন্তব্য ‘অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত’ : ঢাকা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ধানমন্ডি ৩২-এ সংঘটিত ঘটনার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্যকে ‘অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত’ বলে অভিহিত করেছে। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বলেন, ‘২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল, যা আমরা অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত বলে মনে করি।’ তিনি আরও বলেন, ‘আমরা প্রতিবেশী দেশের নানা অভ্যন্তরীণ অবাঞ্ছিত পরিস্থিতি লক্ষ্য করেছি, কিন্তু বাংলাদেশ কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করা থেকে বিরত থাকে। আমরাও অন্যদের কাছ থেকে একই আচরণ আশা করি।’ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোমেসি উইংয়ের মহাপরিচালক রফিকুল আলম উল্লেখ করেন, ‘ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সময় রাজনৈতিক বক্তব্য দিয়ে যাচ্ছেন, যা বাংলাদেশের জনগণের কাছে ভালোভাবে গ্রহণযোগ্য হচ্ছে না।’ তিনি জানান, ‘৫ ফেব্রুয়ারি তার এক বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২-এ সৃষ্ট পরিস্থিতি সম্পর্কে অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে নিজের অবস্থান পরিষ্কার করেছে।’

নাচোলে ভ্রাম্যমান আদলতের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নাচোলে ভ্রাম্যমান আদলতের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা নাচোলে ভেজাল ও অস্বাস্থ্যর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে বিশাল হোটেল, ইসলামী হোটেল ও রাজফুড ক্যাসেলকে ১০হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা। এছাড়াও নাচোল মধ্য বাজারে আরো ২টি ছোট খাবারের দোকানকে ১হাজার ৫’শত টাকা করে জরিমানা করা হয়েছে। আজ রবিবার বেলা ১১টার দিকে বাসস্ট্যান্ড মোড় এলাকায় অভিযান চালিয়ে ভেজাল ও অস্বাস্ব্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া দাদের জরিমানা করেন। ভেজাল বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া।

দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে তালেব-সাহবুদ্দীন-রশীদ প্যানেলের পরিচিতি সভা

দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে তালেব-সাহবুদ্দীন-রশীদ প্যানেলের পরিচিতি সভা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের দ্বিবার্ষিক নির্বাচন-২০২৫ আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন উপলক্ষে মো. আবু তালেব-কাজী সাহবুদ্দীন-মোহা. মামুনুর রশীদ প্যানেলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের আলাউদ্দিন চাইনিজ ও ফাস্টফুডের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী এবং আতিক অটোরাইস মিলের স্বত্বাধিকারী মফিজ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেলটির সভাপতি আলহাজ মো. আবু তালেব। এ সময় উপস্থিত ছিলেন আদর্শ গ্রুপের চেয়ারম্যান সাদিকুল ইসলাম, মেসার্স আল ফাতিহা ট্রেডার্সের মোহাম্মদ জহিরুল কাইউম বাবর, মেসার্স সেলিম এন্টারপ্রাইজের মোহাম্মদ সেলিম রেজা, মেসার্স রিয়াদ এন্টারপ্রাইজের মো. মিজান সাহেব, মেসার্স ফারুক এন্টারপ্রাইজের মো. ফারুক হোসেন, মেসার্স এন.এম. এন্টারপ্রাইজের আসাদুল হক বিয়েলসহ প্যানেলের সকল প্রার্থী। এ সময় আবু তালেব জানান, তার প্যানেল নির্বাচিত হলে বন্দর সংশ্লিষ্ট কাস্টমসসহ সকলকে নিয়ে ব্যবসায়ীদের সম্মিলিত প্রচেষ্টায় ব্যবসার গতি বাড়ানোর উদ্যোগ নেয়া হবে। দুর্নীতিমুক্ত একটি অ্যাসোসিয়েশন গঠন করা হবে। পূর্বে আমাদের সময়ে যেভাবে বন্দর দিয়ে ফল, মাছসহ সব ধরনের পণ্য আমদানি হতো, আবারো এর ব্যবস্থা করা হবে। তিনি আরো বলেন, আমি পরাজিত হলেও আপনাদের সবার প্রতি সহযোগিতা অব্যাহত রাখব। এর আগে গত শনিবার রাতে শিবগঞ্জ পৌর এলাকার একটি অভিজাত হোটেলে প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় মো. নজরুল ইসলাম সুজন নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। গতকাল রবিবার বিকেল ৩টায় দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির অনুপস্থিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডিত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বালুবাগান মহল্লার মো. ইব্রাহিমের ছেলে। মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আব্দুল ওদুদ জানান, ২০২১ সালের ২৬ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে বালুবাগান মহল্লায় মো. নজরুল ইসলাম সুজনের বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়। এসময় তার শোবার ঘর থেকে ৬০০ পিস নেশা-জাতীয় মাদকদ্রব্য (বুপ্রেনরফিন ইঞ্জেকশন)সহ সুজনকে আটক করা হয়। এ ব্যাপারে সংস্থাটির পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার বাদী হয়ে সদর থানায় ওই দিনই মামলা দায়ের করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আরো জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের উপপরিদর্শক আসাদুর রহমান মো. নজরুল ইসলাম সুজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে এই দণ্ডাদেশ প্রদান করেন আদালত।

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ পরিবাকে দেয়া হলো ২৫ লাখ টাকা

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ পরিবাকে দেয়া হলো ২৫ লাখ টাকা চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারকে ২৫ লাখ টাকা অনুদান দেয়া হয়েছে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি-বিআরটিএ পরিচালিত ট্রাস্টি বোর্ড থেকে মঞ্জুরিকৃত ২৫ লাখ টাকার প্রত্যেককে ৫ লাখ টাকা করে এই অনুদান দেয়া হয়। রবিবার সকালে জেলা প্রশাসকের মাধ্যমে অনুদানের চেকগুলো বিতরণ করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবুল কালাম সাহিদ, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল মান্নান, বিআরটিএ-চাঁপাইনবাবগঞ্জ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. শাহজামান, জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আব্দুল ওদুদসহ অন্যরা। নিহতদের মধ্যে ২০২৪ সালের ১৫ মে জেলার নাচোল উপজেলার জোবদুল হকের ছেলে আতাউর রহমান, ৩০ মে সদর উপজেলার সুলতান আলীর ছেলে রেজাউল্লাহ, ১৪ জুন নাচোল উপজেলার আব্দুল মতিনের ছেলে জাহিদ হাসান, ২৮ সেপ্টেম্বর শিবগঞ্জ উপজেলার আফসার আলীর ছেলে শাহজাহান আলী এবং ১ অক্টোবর গোমস্তাপুর উপজেলার আইনাল হকের ছেলে নূর আমিন সড়ক দুর্ঘটনায় নিহত হন। নিহত হবার পর পরিবারগুলো বিআরটিএ কর্তৃক পরিচালত ট্রাস্টি বোর্ডে ক্ষতিপুর দাবি করে আবেদন করলে এই ৫ জনের পরিবারের অনুকূলে ৫ লাখ টাকা করে মঞ্জুর করা হয়। রবিবার জেলা প্রশাসন ও জেলা বিআরটিএ এই চেকগুলো বিতরণের আয়োজন করে।

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে সীমান্ত অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত

ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ লংমার্চ কর্মসূচি ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে সীমান্ত অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত ফেলানিসহ সীমান্তে ভারতীয় বিএসএফ বাহিনীর গুলিতে নিহতদের রুহের মাগফিরাত কামনা, ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ ও ফারাক্কার পানির ন্যায্য হিস্যার দাবিতে ঢাকা-রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সামাজিক জেয়াফতের আয়োজন করা হয়। রবিবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে এ উপলক্ষে জেয়াফতের আয়োজনের পাশাপাশি সংক্ষিপ্ত প্রতিবাদ সভারও আয়োজন করা হয়। ‘বাংলাদেশ জনগনে’র ব্যানারে আয়োজিত সভায় ভারতের আগ্রাসনের বিরুদ্ধে এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা, আওয়ামী লীগ ও তাদের দোসরদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। সেই সাথে চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন সীমান্তে ভারতের আগ্রাসী ভূমিকা এবং অভ্যন্তরীণ বিষয়ে ভারতীয় হস্তক্ষেপের চেষ্টার প্রতিবাদ জানিয়ে সভায় বক্তব্য দেয়া হয়। এ সময় ভারত ও ফ্যাসিস্টবিরোধী বিভিন্ন ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হয়। এছাড়া বিভিন্ন স্লোগানে স্লোগানে হাই স্কুল মাঠ মুখরিত করে তোলেন অংশগ্রহণকারীরা। শেষে মডেল হাই স্কুল মাঠ থেকে কিরণগঞ্জ বর্ডার অভিমুখে একটি লংমার্চ শুরু হলে পৌর এলাকার পাইলিং মোড়ে বিজিবি ও পুলিশ তাদের আটকে দেয়। সেখানেই দুটি গরু জবাই করে ভারত ও ফ্যাসিবাদবিরোধী স্লোগান দেন তারা। ভারত এদেশে আর দাদাগিরি করতে পারবে না বলেও হুশিয়ারি দেয়া হয়। ‘বাংলাদেশের জনগণ’ সংগঠনের প্রতিনিধি ওয়ারেছুল ইসলাম নাসির বলেন, ফারাক্কার ন্যায্য পানির হিস্যা এবং ভারতীয় আগ্রাসন প্রতিরোধে সীমান্তের নাগরিকদের সচেতন, সজাগ ও উদ্বুদ্ধ করতেই এই লংমার্চের আয়োজন করা হয়েছে। সীমান্তের সকল নাগরিকদের সচেতন করা হচ্ছে। আমরা পুরো দেশের নাগরিকরা সীমান্তবাসীর সাথে রয়েছি। পাশাপাশি সীমান্তে সকল ধরনের আগ্রাসন ও হত্যা বন্ধের হুশিয়ারি দেন তিনি। ‘বাংলাদেশের জনগণে’র মুখপাত্র আবু মোস্তাফিজ বলেন, ১৯৭১ সাল থেকে ভারত বাংলাদেশকে শোষণ করে এসেছে। সীমান্তে বড়ভাইয়ের মতো আচরণ করেছে। ফ্যাসিস্ট হাসিনা ভারতের সাথে জিরো লাইনে ভারতকে বেড়া নির্মাণের অনুমতি দিয়ে দেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করার চেষ্টা করেছে। কিন্তু আর এসব মেনে নেয়া হবে না। চাঁপাইনবাবগঞ্জের মানুষ যেভাবে বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে কাস্তে হাতে বিএসএফকে প্রতিহত করেছে, ঠিক একইভাবে দেশের সকল মানুষকে প্রতিবাদমুখর হয়ে উঠতে হবে। স্থানীয় কলেজ শিক্ষক আবদুল্লাহ আল মামুন জানান, দেশের জন্য যারা কাজ করছে, ভারতের অন্যায়ের প্রতিবাদে যারা সোচ্চার হয়েছে তাদের উৎসাহ দিতেই তিনি এ কর্মসূচিতে যোগ দিয়েছেন। এর আগে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার এবং রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ লংমার্চে যোগ দেন এবং সবাইকে সোচ্চার হয়ে নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ জানানোর আহ্বান জানান।

এলিমিনেটরে হারের বৃত্ত ভাঙতে স্থানীয় খেলোয়াড়দের দিকে তাকিয়ে রংপুর

এলিমিনেটরে হারের বৃত্ত ভাঙতে স্থানীয় খেলোয়াড়দের দিকে তাকিয়ে রংপুর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে খুলনা টাইগার্সের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে স্থানীয় খেলোয়াড়দের বড় অবদান রাখতে হবে বলে মনে করেন রংপুর রাইডার্সের অলরাউন্ডার মাহেদি হাসান। আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের এলিমিনেটর ম্যাচে খুলনার মুখোমুখি হবে রংপুর। এ ম্যাচের বিজীয় দল ফাইনালের আশা বাঁচিয়ে রেখে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে খেলবে। আর হেরে যাওয়া দল বিপিএল থেকে বিদায় নিবে। এলিমিনেটর ম্যাচটি শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে। গত দুই আসরে বিপিএলের এলিমিনেটর রাউন্ড থেকে বাদ পড়েছিলো রংপুর। এবার এলিমিনেটর বাঁধা টপকে যাওয়াই রংপুরের মূল লক্ষ্য বলে জানান মাহেদি। আজ মাহেদি বলেন, ‘গত দুই বছর ধরে আমরা এলিমিনেটর ম্যাচে হেরে যাওয়ায় ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছি। এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। এ বছরও আমাদের সুযোগ আছে। এবার আমরা এলিমিনেটর বাঁধা টপকাতে চাই।’ তিনি আরও বলেন, ‘আমরা ফাইনালে যেতে চাই। ফাইনালে উঠার জন্য আগামীকালের ম্যাচটি গুরুত্বপূর্ণ। আমাদের সাতজন স্থানীয় খেলোয়াড় আছে, এ ম্যাচে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আমাদের চার বিদেশি খেলোয়াড়ও ছন্দে আছে। কিন্তু নক আউট ম্যাচে স্থানীয় খেলোয়াড়দের বড় ভূমিকা রাখা উচিত।’ গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত গ্লোবাল সুপার লিগ (জিএসএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের শিরোপার স্বাদ নিয়ে বিপিএল খেলতে নামে রংপুর। জয়ের ধারা অব্যাহত রেখে বিপিএলে টানা আট ম্যাচ জিতে প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করে রংপুর। কিন্তু‘ নবম ম্যাচ থেকে খেই হারায় তারা। শেষ চার ম্যাচের সবগুলোতেই হেরে যায় দলটি। পয়েন্ট টেবিলের তৃতীয়স্থানে নেমে যাওয়ায় এলিমিনেটর খেলতে হবে নুরুল হাসান সোহানের দলকে। প্রথম কোয়ালিফাইয়ারে খেলবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও চট্টগ্রাম কিংস। প্রথম কোয়ালিফাইয়ারের বিজয়ী দল সরাসরি ফাইনালে খেলবে। আর হেরে যাওয়া দল দ্বিতীয় কোয়ালিফাইয়ারে খেলবে এলিমিনেটর ম্যাচের বিজয়ী দলের সাথে। যা অঘোষিত সেমিফাইনাল হিসেবে বিবেচিত। লিগ পর্বের শেষ চার ম্যাচ হারলেও দলের আত্মবিশ্বাসে চিড় ধরেনি বলে জানিয়েছেন মাহেদি। তিনি বলেন, ‘আমরা যদি শীর্ষ দুই দলের মধ্যে শেষ করতে পারতাম, তাহলে ভালো হতো। তারপরও আমরা ভেঙ্গে পড়িনি। আমাদের চ্যালেঞ্জ হলো বড় কিছু অর্জন করা।’ তিনি আরও বলেন, ‘যদি আমরা শীর্ষ দুইয়ের মধ্যে থাকতে পারতাম তাহলে আমরা দু’বার সুযোগ পেতাম। আমরা এখন নকআউট পর্বে রয়েছি। এটা এখন আমাদের জন্য ডু-অর-ডাই ম্যাচ হয়ে গেছে। এটা নিশ্চিত যে আমরা নিজেদের সেরাটা উজার করে দিবো।’ শেষ চার ম্যাচে হার নিয়ে খুব বেশি চিন্তা না করে নিজেদের সামর্থ্যরে উপর আস্থা রাখতে চান মাহেদি। তিনি বলেন, ‘আমাদের সামর্থ্যের উপর আস্থা আছে। প্রতিটি খেলোয়াড়ই ম্যাচ জয়ের জন্য মাঠে নামবে। কিন্তু প্রতিদিন একইরকম যায় না। আমরা শীর্ষ দু’দলের মধ্যে থাকতে পারিনি। কিন্তু বিষয়টা এই নয় যে সব কিছু শেষ হয়ে গিয়েছে।’ মাহেদি বলেন, ‘আমাদের এখনও সুযোগ আছে। আমরা এই সুযোগকে ইতিবাচকভাবেই নিচ্ছি। আমি মনে করি দলের সবাই ভালো ছন্দে আছে। কারণ এই সময়ে আমরা যদি দল হিসেবে ভেঙ্গে পড়ি আমরা এখান থেকে বের হতে পারবো না।’

কোচিং ক্যারিয়ারে মনোযোগ দিতে নির্বাচক পদ ছাড়লেন হান্নান

কোচিং ক্যারিয়ারে মনোযোগ দিতে নির্বাচক পদ ছাড়লেন হান্নান কোচিং ক্যারিয়ারে মনোযোগ দিতে বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক ওপেনার হান্নান সরকার। তিনি জানিয়েছেন, শনিবার বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। এক মাসের নোটিশের মেয়াদ পূরণ করতে এ মাসের শেষ পর্যন্ত দায়িত্ব পালন করবেন হান্নান। আজ সাংবাদিকদের হান্নান বলেন, ‘যদিও কাজটি (নির্বাচক) আনন্দদায়ক এবং সম্মানজনক। আমি মনে করি আমার ভবিষ্যৎ ক্যারিয়ার কোচিংয়ে।’ তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি কোচিংয়ের মাধ্যমে আমি বাংলাদেশ ক্রিকেটে আরও বেশি অবদান রাখতে পারবো। এমন নয় যে হঠাৎ করেই এই সিদ্ধান্ত নিয়েছি। অনেক দিন ধরেই এ বিষয়টি নিয়ে ভাবছিলাম। এখন আনুষ্ঠানিকভাবে এটি জানিয়েছি।’ ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত বাংলাদেশ দলের হয়ে ১৭টি টেস্ট ও ২০টি ওয়ানডে খেলেছেন হান্নান। নির্বাচক প্যানেলে যোগ দেওয়ার আগে কোচিং ক্যারিয়ারের সাথে যুক্ত হয়েছিলেন তিনি। ২০১০ ও ২০১১ সালে বিসিবি থেকে লেভেল-১ এবং লেভেল-২ কোর্স সম্পন্ন করেন হান্নান। ঘরোয়া আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল), জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল), বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বিভিন্ন দলের সাথে যুক্ত ছিলেন সাবেক ওপেনার হান্নান।