সোনামসজিদে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ব্যবসায়ী নিহত

সোনামসজিদে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ব্যবসায়ী নিহত শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকায় পাথরভর্তি একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোশারফ হোসেন নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত ব্যক্তি উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি গ্রামের আয়েস উদ্দিনের ছেলে। আজ বিকেল সাড়ে ৩টার দিকে সোনামসজিদ বিজিবি চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মোশারফ হোসেন মোটরসাইকেলযোগে শিবগঞ্জ থেকে নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় সোনামসজিদ বিজিবি চেকপোস্ট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথরভর্তি ট্রাকের সাথে মোটরসাইকেলটির মুখোমুখী সংঘর্ষ হয়। এতে গুরুত্বর আহত হন মোশারফ হোসেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রানীহাটি এলাকায় মারা যান তিনি। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জব্দ করা হয়েছে ঘাতক ট্রাকটি।

চাঁপাইনবাবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মধ্যে কম্বল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মধ্যে কম্বল বিতরণ চাঁপাইনবাবগঞ্জে শতাধিক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫নং ওয়ার্ডের ইসলামপুর মহল্লায় সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিশু শিক্ষার্থীদের মধ্যে কম্বলগুলো বিতরণ করা হয়। এসময় নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া, অবসরপ্রাপ্ত শিক্ষক মোহা. শাহ আলম, সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। প্রশাসনের সহযোগিতায় ও সদর উপজেলা নির্বাহী অফিসারের ব্যবস্থাপনায় এইসব কম্বল বিতরণ করা হয়।

নাচোলে জি ৩ রুই মাছ চাষ বিষয়ে মাঠ দিবস

নাচোলে জি ৩ রুই মাছ চাষ বিষয়ে মাঠ দিবস চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির রহনপুর ইউনিটের মৎস্যচাষিদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সকালে অনুষ্ঠিত মাঠ দিবসের আলোচনায় ‘জি ৩ রুই মাছ চাষ’ বিষয়ে মৎস্যচাষিদের বিভিন্ন পরামর্শ দেন প্রয়াসের মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক। এসময় উপস্থিত ছিলেন- প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির রহনপুর ইউনিটের ব্যবস্থাপক মোহা. জামাল হোসেন, সফল মৎস্য খামারি মো. ফারুক হোসেনসহ অন্যরা। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসফ)’র আর্থিক ও কারিগরি সহযোগিতায় বাস্তবায়নাধীন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কৃষি ইউনিটের মৎস্য খাতের আওতায় এই মাঠ দিবসের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।

চাঁপাইনবাবগঞ্জে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও স্বনির্ভরকরণের লক্ষে সেলাইমেশিন, গবাদিপশু ও নগদ অর্থ বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও স্বনির্ভরকরণের লক্ষে সেলাইমেশিন, গবাদিপশু ও নগদ অর্থ বিতরণ   চাঁপাইনবাবগঞ্জে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও স্বনির্ভরকরণের লক্ষে দরিদ্র অসচ্ছল পরিবারদের মধ্যে সেলাইমেশিন, গবাদিপশু ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এছাড়াও প্রতিবন্ধীদের হুইলচেয়ার দেয়া হয়েছে। সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ২৩টি ছাগল, ১১টি সেলাইমেশিন, ৬টি হুইলচেয়ার, ১টি ড্রিল মেশিন ও ৫ জনকে নগদ টাকা দেয়া হয়। সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের চুনাখালি এনায়েতুল্লাহ আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এসব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল। প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বলেন- রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার ও গণহত্যার বিচার শেষ করে নির্বাচন দিতে হবে। শহীদদের রক্তের সাথে কাউকে বেঈমানি করতে দেওয়া হবে না। জনগণ চায়, অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার কাজ ও গণহত্যার বিচার শেষ করে নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির কাছে রাষ্ট্রের দায়িত্ব তুলে দেওয়া হোক। সংস্কার ও গণহত্যার বিচার শেষ না করে নির্বাচন দিলে ওই নির্বাচন হবে শহীদের রক্তের সাথে তামাশা আর আহতদের সাথে ঠাট্টা করার শামিল। তিনি আরো বলেন, মানুষের প্রয়োজনে মানবিক সেবা করাই জামায়াতে ইসলামীর বৈশিষ্ট্য, যেখানেই মানুষ বিপদে-আপদে পড়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সেখানেই সবার আগে ছুটে যান। জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় অগ্নিদুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা এবং যে কোনো প্রাকৃতিক দুর্যোগের পর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জরুরি সহায়তা নিয়ে হাজির হয় আমাদের নেতাকর্মী। আমরা সমাজসেবা দলমত, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে বিবেচনা করি। জামায়াতে ইসলামী সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠের বিভাজনে বিশ্বাস করে না, জামায়াতে ইসলামী রাষ্ট্রের প্রতিটি মানুষকে নাগরিক হিসেবে সমান দৃষ্টিতে মূল্যায়ন করে। পরে মাদ্রাসা মাঠে চকবহরম লাকী স্টার ক্লাবের আয়োজনে টিভি কাপ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন মো. নূরুল ইসলাম বুলবুল। খেলায় নিচুধুমী একাদশ ২-১ গোলে চ্যাম্পিয়ান হয়। এতে রানার্সআপ হয় জমজম ফার্মেসি। চুনাখালি এনায়েতুল্লাহ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. এন্তাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৬নং রানীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ মো. রহমত আলী, চাঁপাইনবাবগঞ্জ সদর আমির হাফেজ মাওলানা আব্দুল আলিম, বিশিষ্ট সমাজসেবক মাওলানা মো. হাবিবুর রহমান।

গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ক দ্বিমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত 

গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ক দ্বিমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে দ্বিমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর ও প্রশাসনিক কর্মকর্তারা এতে অংশ নেন। দিনব্যাপী আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। সভায় প্রকল্পের সামগ্রিক উদ্দেশ্য, বাংলাদেশের গ্রামীণ এলাকায় জনগণ বিশেষত নারী, জাতিগত সংখ্যালঘু এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচারের সুযোগ বৃদ্ধি করার লক্ষে গ্রাম আদালত পরিচালনায় এবং নথি ব্যবস্থাপনায় হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরদের/ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের দায়িত্ব এবং করণীয় ও দিকনির্দেশনা দেওয়া হয়। গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সেলিম উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন গ্রাম আদালত প্রকল্পের ইউএনডিপির প্রজেক্ট অ্যানালাইসিস্ট সুমন চাকমা ও এই প্রকল্পের রাজশাহী অঞ্চলের সমন্বয়কারী মারুফ আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেনÑ সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র ও গ্রাম আদালত প্রকল্পের জেলা সমন্বয়কারী হাফিজ আল আসাদ।

জেলা আইনজীবী সমিতির তফসিল ঘোষণা : নির্বাচন ২৪ ফেব্রুয়ারি

জেলা আইনজীবী সমিতির তফসিল ঘোষণা : নির্বাচন ২৪ ফেব্রুয়ারি আগামী ২৪ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন। এবার ভোটার রয়েছেন ২১৫ জন। এরই মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, গত ৪ ফেব্রুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ৬ ফেব্রুয়ারি বিকেল ৩টা পর্যন্ত খসড়া ভোটার তালিকা বিষয়ে আপত্তি ও শুনানি নিষ্পত্তি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। গত ৯ ফেব্রুয়ারি ছিল মনোনয়নপত্র বিক্রয়ের দিন। সোমবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং মনোনয়নপত্র বাছাই ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। আগামীকাল বুধবার প্রার্থিতা প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। আর আগামী ২৪ ফেব্রুয়ারি সকাল ১০টা হতে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে জেলা আইনজীবী সমিতি ভবনে ভোটগ্রহণ করা হবে। পরে গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। ঘোষিত চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী সভাপতি পদে মো. ওবায়দুল হক, মো. আব্দুল ওদুদ, আলহাজ মুহাম্মদ ইসাহাক, আলহাজ মো. মনিরুল ইসলাম ও মোহা. আকরামুল ইসলাম আকরাম; সিনিয়র সহসভাপতি পদে আলহাজ মো. হাসান জামিল বাবলু, মোহা. ইউনুস মিঞা ফিটু, মিসেস আঞ্জুমান আরা; সহসভাপতি পদে মোহা. তারেক আজিজ, আল. মোহা. সোহরাব আলী-২, মোহা. মিজানুর রহমান; সাধারণ সম্পাদক পদে মোহা. শামসুদ্দীন, মোহা. ফেরদৌসুল আলম ডলার, মোহা. নূরুল ইসলাম সেন্টু, মোহা. মাহমুদুল ইসলাম কনক; সহ-সাধারণ সম্পাদক পদে মোহা. গোলাম মোস্তফা-৫, ফরিদ আহাম্মেদ জনি, মো. ইকবাল আজম হীরা, মোহা. মাইনুল ইসলাম-২, এম আব্দুস সালাম; অর্থ সম্পাদক পদে তরিকুল ইসলাম আজিজি, মোহা. তসিবুর রহমান, মোহা. ফরহাদ হেসেন মিলন; গ্রন্থাগার সম্পাদক পদে মু. আবুল কালাম আযাদ, শাহিন কাদির; সাংস্কৃতিক সম্পাদক পদে তানভির রহমান নীতু, শেখ মো. শফিকুল ইসলাম বুলু, নাহিদ ইবনে মিজান প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া ৪টি নির্বাহী সদস্য পদে ১১ জন মনোনয়ন দাখিল করেছেন। এবার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিটি মনোনয়নপত্র ১ হাজার টাকা, সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি পদে ৭০০ টাকা, অনান্য সকল পদে প্রতিটি ৬০০ টাকা এবং ভোটার লিস্ট প্রতি সেট ১০০০ টাকা দাম ধরা হয়েছে। নির্বাচন আচরণ বিধি যথাযথভাবে সবার জন্য বাধ্যতামূলক অনুসরণীয় বলে ঘোষিত তফসিলে বলা হয়েছে। এদিকে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষে আচরণবিধি প্রণয়ন করা হয়েছে। আচরণবিধিতে বলা হয়েছে, ১. কোনো প্রার্থী ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটের প্রচারণা চালাতে পারবেন না। তবে যদি কোনো ভোটার অসুস্থ অবস্থায় বাড়িতে অবস্থান করেন, তবে কেবলমাত্র সেই ক্ষেত্রে এই বিধি শিথিলযোগ্য হবে। ২. প্রার্থীগণ দলবদ্ধভাবে বিভিন্ন উপজেলা বা থানা পর্যায়ে নির্বাচন প্রচারণা চালাতে পারবেন না। নির্বাচন প্রচারণা কেবলমাত্র আইনজীবী সমিতির ভবন এলাকায় সীমাবদ্ধ থাকবে। ৩. ভোট গ্রহণের আগের দিন ২৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত ভোটের প্রচারণা কার্যক্রম চলবে। রাত ১২টার পর ভোটের প্রচারণা কার্যক্রম করা যাবে না। ৪. অসুস্থ ভোটারকে কোনো আইনজীবী সাথে করে ভোট কেন্দ্রে (কক্ষে) নিয়ে যেতে পারবেন না। অসুস্থ ব্যক্তির আত্মীয়স্বজন বা অন্য কেউ না থাকলে নির্বাচন কমিশনের সদস্যগণের মধ্যে একজন সেই অসুস্থ ব্যক্তিকে ভোট কেন্দ্রে (কক্ষে) ভোট প্রদানে সহায়তা করতে পারবেন। ৫. ভোট কেন্দ্রের (কক্ষে) লাগা উত্তর দিকের ঘরে কোনো প্রার্থী বা কোনো আইনজীবী অযথা ঘুরাঘুরি করতে পারবেন না এবং ওই ঘরে চেয়ার নিয়ে কোনো প্রার্থী বা কোনো আইনজীবী বসতে পারবেন না। ৬. যে কোনো পক্ষ প্যানেল পরিচিতি ব্যানার : প্যানেলের প্রার্থীগণের সকলের একত্রে ব্যানার তৈরি করতে পারবেন সর্বোচ্চ দুটি। ব্যানার দুটি বারের সম্মুখে ঝুলিয়ে প্রচার করতে পারবে। ব্যানারের সাইজ সর্বোচ্চ ১০ ফুট বাই ৪ ফুটের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। প্যানেলের প্রার্থীর একক ব্যানার করা যাবে না। ৭. একক প্রার্থীর ব্যানার পরিচিতি : প্যানেলের বাইরে এককভাবে কেউ কোনো পদে প্রতিদ্বন্দ্বিতা করলে তিনি এককভাবে সর্বোচ্চ দুটি ব্যানার তৈরি করে বারের সম্মুখে ঝুলিয়ে প্রচার করতে পারবেন। ব্যানারের সাইজ সর্বোচ্চ ৫ ফুট বাই ৩ ফুটের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। ৮. প্রার্থীগণ প্রচারের স্বার্থে হ্যান্ডবিল বিতরণ করতে পারবেন।

সিনেমার বিশেষ শোতে অতিথি শতাধিক রিকশাচালক

সিনেমার বিশেষ শোতে অতিথি শতাধিক রিকশাচালক ‘আয়নাবাজি’খ্যাত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। তার নতুন সিনেমা ‘রিকশা গার্ল’। দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে সিনেমাটি যেমন প্রশংসিত হয়েছে, তেমনি পুরস্কারও জিতেছে। গত ২৪ জানুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এটি। সাধারণত, সিনেমার বিশেষ প্রদর্শনীতে বিশেষ শ্রেণি-পেশার মানুষ আমন্ত্রণ পেয়ে থাকেন। এবার প্রান্তিক মানুষের জন্য ‘রিকশা গার্ল’ সিনেমার প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আগামী মঙ্গলবার বিকেল ৪টায় কেরানীগঞ্জের জয় সিনেমাসের লায়ন শপার্স ওয়ার্ল্ড সিনেমাসে এই প্রদর্শনী হবে। ‘রিকশা গার্ল’ সিনেমার অভিনেত্রী নভেরা বলেন, “যখন শুটিং চলছিল তখনই এ ধরনের একটি পরিকল্পনা হয়েছিল। এটি বাস্তবে রূপ লাভ করতে যাচ্ছে। এর আগে ‘মেড ইন বাংলাদেশ’ সিনেমার একটি প্রদর্শনী হয়েছিল গার্মেন্টস শ্রমিকদের নিয়ে। ওই শোতে আমি থাকতে পারিনি। আশা করছি, এ সিনেমার প্রদর্শনীতে উপস্থিত হয়ে দর্শকের সঙ্গে আনন্দ ভাগাভাগি করব। শো শেষে তাদের সঙ্গে কথা বলব; সিনেমা নিয়ে তাদের মতামত শুনব।” এদিকে, মুক্তির তিন সপ্তাহের মাথায় ‘রিকশা গার্ল’ উন্মুক্ত হতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। আগামী ১২ ফেব্রুয়ারি, ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে সিনেমাটি। শিল্পমনা নারী নাঈমাকে ঘিরে এগিয়েছে ‘রিকশা গার্ল’ সিনেমার কাহিনি। ছবি আঁকতে পছন্দ করে সে। সংসারের একমাত্র উপার্জনক্ষম বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্রোতের প্রতিকূলে লড়াই শুরু হয় নাঈমার। ছবি এঁকে যেহেতু পয়সা মেলে না, তাই উপায়ন্তর না পেয়ে রিকশা নিয়ে রাস্তায় বের হয় সে। জটিল হতে থাকে সিনেমার গল্প। প্রশ্ন উঠে, নাঈমা কীভাবে তার স্বপ্নপূরণ করবে। যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিন্সের উপন্যাস অবলম্বনে ‘রিকশা গার্ল’ তৈরি হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায়। প্রযোজনা করেছেন এরিক জে অ্যাডামস, ফরিদুর রেজা সাগর, জিয়াউদ্দিন আদিল ও শিহাব আহমেদ সিরাজী। করোনা মহামারির আগেই শেষ হয় ‘রিকশা গার্ল’ সিনেমার শুটিং। ২০২০ সালে মুক্তির কথা থাকলেও বদলে যায় পরিকল্পনা। দেশে মুক্তির আগে বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এটি। বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারও জিতেছে ‘রিকশা গার্ল’। দেশে সিনেমাটি মুক্তির আগ পর্যন্ত বিশ্বের ৩০টির বেশি আন্তর্জাতিক উৎসবে প্রদর্শনের পাশাপাশি ২০২২ সালে যুক্তরাষ্ট্রের ১৮ রাজ্যের ৫২টি শহরে এটি প্রদর্শিত হয়।

বাংলাদেশের দল ঘোষণা: আছেন হামজা চৌধুরী

বাংলাদেশের দল ঘোষণা: আছেন হামজা চৌধুরী এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশ রয়েছে ‘সি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ ভারত, সিঙ্গাপুর ও হংকং। আগামী ২৫ মার্চ থেকে শুরু হবে বাছাইপর্বের খেলা। তার আগে আজ রোববার (০৯ ফেব্রুয়ারি, ২০২৫) এএফসি এশিয়ান কাপের জন্য ৩৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রত্যাশিতভাবে দলে জায়গা পেয়েছেন লেস্টার সিটির (বর্তমানে শেফিল্ড ইউনাইটেড) বাংলাদেশি প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী। এছাড়াও আরেকজন প্রবাসী ফুটবলার রয়েছেন। তার নাম ফাহমেদুল ইসলাম। তিনি ফেনীর ছেলে। ইতালিয়ান ফোর্থ ডিভিশনের ক্লাব ওলবিয়া ক্যালসিওর হয়ে খেলেন তিনি। সেক্ষেত্রে আগামী ২৫ মার্চ বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়ে যেতে পারে হামজা ও ওলবিয়ার। দলে জায়গা পেয়েছেন ডেনমার্ক প্রবাসী বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক জামাল ভূঁইয়াও। ৩৮ সদস্যের দলে সর্বোচ্চ ১৪ জন আছেন বসুন্ধরা কিংসের খেলোয়াড়। ৮ জন আছেন আবাহনী লিমিটেড থেকে। প্রাথমিক দলে ডাক পাওয়া ৩৮ ফুটবলার নিয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে। ক্যাম্প শুরুর সময় প্রাথমিক তালিকায় থাকা বেশ কয়েকজন খেলোয়াড় রদবদল হতে পারে বলেও জানানো হয়েছে বাফুফে থেকে। আগামী ২৫ মার্চ শিলংয়ে বাছাইপর্বের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১০ জুন ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে দ্বিতীয় ম্যাচে। ০৯ অক্টোবর ঘরের মাঠে হংকংকে আতিথ্য দিবে বাংলাদেশ। আর ১৪ অক্টোবর যাবে হংকংয়ের মাঠে খেলতে যাবে লাল-সবুজের প্রতিনিধিরা। ১৮ নভেম্বর পঞ্চম ম্যাচে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ও ২০২৬ সালের ৩১ মার্চ ষষ্ঠ তথা বাছাইপর্বের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাঠে খেলবে হামজা-ফাহিমরা। বাংলাদেশের ৩৮ সদস্যের প্রাথমিক দল: গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবন, আনিসুর রহমান জিকো ও সাকিব আল হাসান। ডিফেন্ডার: হাসান মুরাদ, শাকিল আহাদ তপু, মেহেদী হাসান, রহমত মিয়া, মোহাম্মদ শাকিল হোসেন, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা, ইয়াসিন খান ও জাহিদ হোসেন শান্ত। মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম, পাপন সিংহ, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা, চন্দন রায়, মজিবর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরী। ফরোয়ার্ড: রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, রাব্বি হোসেন রাহুল, শাহরিয়ার ইমন, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পিয়াস আহমেদ নোভা ও ফাহমেদুল ইসলাম (ইতালি প্রবাসী)।

বিপিএলে বল হাতে আলো ছড়িয়েছেন তাসকিন

বিপিএলে বল হাতে আলো ছড়িয়েছেন তাসকিন সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে রান উৎসবের মাঝেও বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ।  দুর্বার রাজশাহীর হয়ে ১২ ম্যাচে ১২ দশমিক ০৪ গড়ে ২৫ উইকেট নিয়েছেন তাসকিন। এর মাধ্যমে বিপিএল ইতিহাসে এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারে সাকিব আল হাসানের রেকর্ড ভেঙ্গেছেন তিনি। ২০১৮-১৯ মৌসুমে ২৩ উইকেট নিয়ে রেকর্ড গড়েছিলেন সাকিব। এছাড়াও বিপিএল ইতিহাসে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন তাসকিন। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ১৯ রানে ৭ উইকেট শিকার করেছেন তিনি। শুধুমাত্র বিপিএল ইতিহাসেই নয় এমন ইনিংসের সুবাদে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে সেরা বোলিং পারফরমেন্সে শীর্ষে তিনে জায়গা করে নিয়েছেন তাসকিন। টুর্নামেন্টের প্লে-অফে রাজশাহী উঠতে পারলে উইকেট সংখ্যাকে আরও বাড়ানোর সুযোগ পেতেন তাসকিন। ধারাবাহিকতা ধরে রেখেছেন পেসার তানজিম হাসান সাকিবও। ৯ ম্যাচে ১৮ দশমিক ১৮ গড়ে ১৬ উইকেট শিকার করে তালিকার সপ্তম স্থানে ছিলেন তিনি। ১২ ম্যাচে ১৩ উইকেট নিয়ে বোলার তালিকার দশমস্থানে আছেন খুলনা টাইগার্সের বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ। এবারের আসরে তার সেরা পারফরমেন্স ছিল এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ১৬ রানে ৩ উইকেট। ১২ ম্যাচে ১৩ উইকেট নেন ঢাকার পেসার মুস্তাফিজুর রহমান। বল হাতে নিজের সেরাটা দিতে না পারায় দলের ম্যাচ জয়ে অবদান রাখতে পারেননি ফিজ। ১২ ম্যাচে ৮ দশমিক ১৩ ইকোনমি রেটে ১০ উইকেট নিয়েছেন তরুণ পেসার নাহিদ রানা। ব্যাটিং সহায়ক উইকেটে গতি দিয়ে প্রতিপক্ষ ব্যাটারদের চাপে রেখেছেন তিনি। ১০ ম্যাচে ৮ দশমিক ৪২ ইকোনমি রেটে ৭ উইকেট নিয়েছেন লেগ-স্পিনার রিশাদ হোসেন। শ্বাসরুদ্ধকর ফাইনালে ৬ বলে ২টি ছক্কায় ১৮ রানের ক্যামিও ইনিংসে বরিশালের শিরোপা নিশ্চিত করেছেন রিশাদ। ২০১৭ সালে ইংল্যান্ডে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলেছিলো বাংলাদেশ। এখন পর্যন্ত আইসিসির টুর্নামেন্টে এটাই সেরা সাফল্য টাইগারদের। আগামী ১৩ ফেব্রুয়ারি দেশ ছাড়তে পারে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের সাথে ‘এ’ গ্রুপে থাকা বাংলাদেশ। ২০ ফেব্রুয়ারি দুবাইতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে  চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু করবে টাইগাররা। এরপর ২৪ ও ২৭ ফেব্রুয়ারি যথাক্রমে নিউজিল্যান্ড এবং স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। দু’টি ম্যাচই রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে।

ফিলিস্তিন ইস্যুতে জরুরি আরব সম্মেলন আয়োজন করবে মিসর

ফিলিস্তিন ইস্যুতে জরুরি আরব সম্মেলন আয়োজন করবে মিসর ফিলিস্তিনের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আগামী ২৭ ফেব্রুয়ারি একটি জরুরি আরব সম্মেলনের আয়োজন করবে মিসর। রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। কায়রো থেকে এএফপি জানায়, মিসর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত পরিকল্পনার বিরুদ্ধে আঞ্চলিক সমর্থন জোরদার করতে এই সম্মেলনের আয়োজন করছে। ট্রাম্প প্রস্তাব দিয়েছেন, গাজার ফিলিস্তিনিদের মিসর ও জর্দানে সরিয়ে নেওয়া হবে এবং যুক্তরাষ্ট্র উপকূলীয় অঞ্চলটিকে নিয়ন্ত্রণ করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘ফিলিস্তিনি ইস্যুতে সাম্প্রতিক গুরুতর পরিস্থিতি মোকাবিলায় আরব দেশগুলোর শীর্ষ পর্যায়ের দীর্ঘ আলোচনার পর এই জরুরি সম্মেলনের ডাক দেওয়া হয়েছে। ফিলিস্তিনও সম্মেলনের জন্য আহ্বান জানিয়েছে।’ বিবৃতিতে আরও বলা হয়, সম্মেলনের আয়োজন করতে মিসর বর্তমানে আরব লিগের সভাপতি বাহরাইনের সঙ্গে সমন্বয় করছে। শুক্রবার মিসরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তি ফিলিস্তিনি জনগণের জোরপূর্বক স্থানান্তরের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান তৈরি করতে জর্ডান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতসহ আঞ্চলিক অংশীদারদের সঙ্গে আলোচনা করেছেন। এর আগে, ট্রাম্প গাজাকে যুক্তরাষ্ট্রের প্রশাসনিক নিয়ন্ত্রণে রেখে ‘মধ্যপ্রাচ্যের রিভেরা’ হিসেবে পুনর্গঠনের ধারণা দেন। তবে তার পরিকল্পনায় ফিলিস্তিনিদের মিসর ও জর্ডানে পুনর্বাসনের কথা বলা হয়। এই মন্তব্য বিশ্বজুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে, আরব দেশগুলো একযোগে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তিতে দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে।