কিশোর অপরাধ প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান

কিশোর অপরাধ প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান চাঁপাইনবাবগঞ্জে কিশোর অপরাধ প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাজশাহী বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ আয়োজিত ‘কিশোর অপরাধ প্রতিরোধে এবং মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতামূলক সভা’য় তিনি এ আহ্বান জানান। আক্তার জামীল বলেন- আমাদের নিজের ওপর অর্পিত দায়িত্বটা সঠিকভাবে পালন করতে হবে, যে যার অবস্থান থেকে কিশোর অপরাধ ও মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, উপজেলা শিক্ষা অফিসার মো. মাহমুদুজ্জামান, সদর থানার সেকেন্ড অফিসার মো. কবির হোসেন, শেহালা যগদীশ রায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ বেগম লাকি। সভা সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মনিরা রহমান।
চাঁপাইনবাবগঞ্জে ৬১ কৃষককে কৃষি ঋণ দিল ৩৫টি ব্যাংক

চাঁপাইনবাবগঞ্জে ৬১ কৃষককে কৃষি ঋণ দিল ৩৫টি ব্যাংক ‘এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই’- এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে স্থাপিত মঞ্চে প্রধান অতিথি হিসেবে এই ঋণ বিতরণ করেন রাজশাহী বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সামাদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অগ্রণী ব্যাংক পিএলসি, বাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক সুধীর রঞ্জন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর উপপরিচালক মো. রবিউল ইসলাম। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)’র ডিজিএম শওকত শহিদুল ইসলাম, অগ্রণী ব্যাংক পিএলসি’র অঞ্চল প্রধান মো. রফিকুল ইসলামসহ চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি ঋণ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসির চাঁপাইনবাবগঞ্জ জোনাল অফিসের মো. নাজির হাসান। অনুষ্ঠানে প্রকাশ্যে ৩৫টি ব্যাংক ৬১ জন কৃষক ও কৃষি উদ্যোক্তাকে প্রায় অর্ধকোটি টাকার কৃষি ঋণ প্রদান করে। জেলা প্রশাসন ও লিড ব্যাংক হিসেবে অগ্রণী ব্যাংক পিএলসি চাঁপাইনবাবগঞ্জ এই ঋণ বিতরণের আয়োজন করে।
ভোলাহাটে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

ভোলাহাটে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘রক্তদানে হয় না ক্ষতি, রক্ত দিব চার মাস প্রতি’- এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ভোলাহাট স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এ ক্যাম্পেইনের আয়োজন করে। বুধবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত আয়োজিত ব্লাড গ্রুপিং কার্যক্রমে বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। ভোলাহাট স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফাহাদ হোসেন শুভর সভাপতিত্বে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের উদ্বোধন করেন সংগঠনটির উপদেষ্টা মু. ফুয়াদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন- উপদেষ্টা নূর জালাল, বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদ উদ্দিন, ওয়াল্টন ভোলাহাট শাখার পরিচালক জাহাঙ্গীর আলম, সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক রুবেল আহমেদ, কার্যনিবাহী কমিটির সহসভাপতি মো. ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোজাহিদুল ইসলাম শান্ত, মো. ওলিউল্লাহসহ আরো অনেকে।
শিবগঞ্জে তারুণ্যের উৎসব ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শিবগঞ্জে তারুণ্যের উৎসব ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত শিবগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় ২৬ রানে কানসাট ইউনিয়ন ক্রিকেট দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শাহবাজপুর ইউনিয়ন ক্রিকেট দল। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজহার আলী। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াব, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আক্তার, ভেটেরিনারি সার্জন আবু ফেরদৌস, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ফারুক আহমেসহ অন্যরা। এছাড়া স্থানীয় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ ক্রীড়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নিয়েছে।
চর অনুপনগরে বাল্যবিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সংলাপ অনুষ্ঠিত

চর অনুপনগরে বাল্যবিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সংলাপ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করার বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, প্রভাব বিস্তারকারী স্টেকহোল্ডার/অংশীজনদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা চর অনুপনগর ইউনিয়নের অনুপনগর উচ্চ বিদ্যালয়ে এই সংলাপের আয়োজন করা হয়। ইউনিসেফের সহায়তায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্প সংলাপের আয়োজন করে। সংলাপে সভাপতিত্ব করেন কাকনহাট আলিম মাদ্রাসার শিক্ষক মো. মতিউর রহমান। ‘চলো আমরা করি প্রতিবাদ, সহিংসতা বন্ধে তুলি রেডকার্ড’- এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সংলাপে বক্তব্য দেন, অনুপনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তরিকুল ইসলাম, এসএসবিসি প্রকল্পের প্রতিনিধি মো. আব্দুর রহিম, মাওলানা মো. আব্দুর রাজ্জাক, অনুপনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. সমির আলী, শিক্ষার্থী মোসা. হাবিবা খাতুন খুসি সহ অন্যরা। সংলাপে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ইউনিয়ন পরিষদে সদস্য, মসদিদের ইমাম সহ অন্যরা অংশ নেন। এতে বাল্যবিয়ের ক্ষতিকর প্রভাব এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। শেষে অংশগ্রহণকারীরা বাল্যবিয়েকে লালকার্ড প্রদর্শণ করেন।
পলশায় পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির উদ্যোগে কৃষি ও ক্ষুদ্র ঋণসহ কম্বল বিতরণ

পলশায় পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির উদ্যোগে কৃষি ও ক্ষুদ্র ঋণসহ কম্বল বিতরণ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলশা মহেষপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে সমিতির সদস্যদের মধ্যে কৃষি ও ক্ষুদ্র ঋণ এবং কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পলশা বাজারে সমিতির কার্যালয়ে অনুষ্ঠানে ৩০০ জনকে কম্বল এবং সমিতির ৩৫ জন সদস্যকে ২৫ লাখ ২০ হাজার টাকা কৃষি ও ক্ষুদ্র ঋণ দেয়া হয়। সমিতির ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফজলে রাব্বি রেনুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা সমবায় অফিসার মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন- সদর উপজেলা সমবায় অফিসার আনিছুর রহমান, চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বুলবুল। সমিতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সমিতির সাধারণ সম্পাদক মেসবাহুল হক। অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা সমবায় অফিসের সরেজমিনে তদন্তকারী পলাশ কুমার প্রামিনক, উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক রিয়াদ ফয়সাল, সমিতির কোষাধ্যক্ষ শামসুল আলম ও সদস্য আব্দুস সামাদ।
শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ নিহত ২

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ নিহত ২ চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহসড়কে সড়ক দুর্ঘটনা কমছে না। গত দুই দিনে এই মহাসড়কে এক এসএসসি পরীক্ষার্থীসহ দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার ব্যাটারিচালিত রিকশাভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে রিয়াদ চৌধুরী (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হন। সকালে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ঝিল্লিপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াদ নীলফামারী জেলার মধুপুর গ্রামের রতন চৌধুরীর ছেলে। তিনি চাঁপাইনবাবগঞ্জ ফুলকুঁড়ি ইসলামিক অ্যাকাডেমির এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তার বাবা চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে লাইন টেকনিশিয়ান হিসেবে কর্মরত। বিষয়টি নিশ্চত করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির মহারাজপুর সাব-জোনাল আফিসের সহকারী জেনারেল ম্যানেজার (ওঅ্যান্ডএম) শেখর চন্দ্র সাহা। তিনি বলেন, আমাদের অফিসের রতন চৌধুরীর ছেলে রিয়াদ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তিনি এবার এসএসসি পরীক্ষার্থী ছিলেন। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, মঙ্গলবার সকালে রিয়াদ মোটরসাইকেলযোগে কোচিং সেন্টারে যাওয়ার পথে ঝিল্লিপাড়া মোড়ে ব্যাটারিচালিত রিকশাভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে রিয়াদ ঘটনাস্থলেই মারা যায়। নিহতের বাবা চাঁপাইনবাবগঞ্জে মহারাজপুর পল্লী বিদ্যুৎ অফিসে কর্মরত বলে তিনি জানান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি। ওসি আরো জানান, এর আগে সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের সোনামসজিদ বিজিবি স্কেলের সামনে ট্রাকচাপায় মোশারফ হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হন। নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী গ্রামের মৃত আয়েশ উদ্দিনের ছেলে।
সদর উপজেলার বারঘরিয়ায় উন্নয়নে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা

সদর উপজেলার বারঘরিয়ায় উন্নয়নে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নে তারুণ্যের উৎসব-২০২৫ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বারঘরিয়া ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বারঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুন-অর-রশিদের সভাপতিত্বে আলোচনায় বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক নাকিব হাসান তরফদার। এ সময় বিশেষ অতিথির বক্তব্যে নাকিব হাসান তরফদার বলেন, “তারুণ্য আমাদের দেশের সবচেয়ে বড় শক্তি। সঠিক দিকনির্দেশনা ও সহযোগিতা পেলে তারা দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে সক্ষম।” তিনি বলেন, স্থানীয় সরকার ব্যবস্থায় তরুণদের সম্পৃক্ততা বাড়াতে হবে। স্মার্ট সেবা প্রদান এবং উন্নয়ন কর্মকাণ্ডে তরুণদের অংশগ্রহণ সময়ের দাবি। বারঘরিয়া ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ বলেন, “আমাদের ইউনিয়নের তরুণরা শুধু বারঘরিয়া নয়, পুরো দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে আমরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারি।” তিনি বলেন, স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে পরিষেবাগুলো আরো সহজ ও আধুনিক করতে চাই। সভায় আরো বক্তব্য দেন- ইউপি সদস্য তাসিকুল ইসলাম, মহিলা সংরক্ষিত আসনের সদস্য মোসা. সুলেখা বেগম, মনোনীত প্রতিনিধি মো. শহিদুল ইসলাম রেজা, উপসহকারী কৃষি কর্মকর্তা নূরজাহান খাতুন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মো. হাসান হাফিজুর রহমান ও ইউপি হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর মো. আল আমীন। সভায় ইউনিয়ন পরিষদের কর্মচারী, ইউপি সদস্যবৃন্দ এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। আলোচনা সভা শেষে উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে বারঘরিয়া ইউনিয়ন পরিষদের সুবিধাভোগীদের মধ্যে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।
সোনামসজিদে বিজিবি-বিএসএফ এর সৌজন্য সাক্ষাৎ

সোনামসজিদে বিজিবি-বিএসএফ এর সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ বিওপিতে বিজিবির রিজিয়ন কমান্ডার ও বিএসএফের ইন্সপেক্টর জেনারেল (আইজি) পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বিজিবির ৫৯ মহানন্দা ব্যাটালিয়নের বাস্তবায়নে মঙ্গলবার এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাতে সীমান্ত সংক্রান্ত দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে চলমান সুসম্পর্ক আরো সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করা হয়। এছাড়া সীমান্তে আকস্মিক যে কোনো সমস্যা সংশ্লিষ্ট কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে সমাধানে একমত পোষণ করা হয়। সৌজন্য সাক্ষাৎে বিজিবির পক্ষে নেতৃত্ব দেনÑ রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান। বিএসএফের পক্ষে নেতৃত্ব দেনÑ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল শ্রী মানিন্দ্র প্রতাপ সিং পাওয়ার। এছাড়াও বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার এবং বিএসএফের মালদা সেক্টর কমান্ডারসহ উভয় দেশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।
শিবগঞ্জে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ

শিবগঞ্জে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ তারুণ্যের উৎসব উপলক্ষে শান্তি শৃঙ্খলা উন্নয়নে ও সামাজিক সচেতনতামূলক যুবদের ভূমিকা, পলিথিন বর্জন করে পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধি, প্লাস্টিক পণ্যের বিকল্প ব্যবহার এবং কিশোর-কিশোরীদের পুষ্টি বিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিবগঞ্জে জনসচেতনামুলক সভা ও গবাদি পশু পালনে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। আজ বিকেলে কানসাট যুব উন্নয়ন সংস্থার আয়োজনে ও উপজেলা যুব উন্নয়ন অফিসের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াবের সভাপতিত্বে ও কানসাট যুব উন্নয়ন সংস্থার সভাপতি ইমরান আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান ও কানসাট ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম। এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসের কোষাধ্যক্ষ ইসাম উদ্দিন, আনোয়ার হোসেন, প্রশিক্ষক আব্দুল কাদের ও আহসান হাবীবসহ অন্যরা। পরে গবাদি পশু পালনে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র দেয়া হয়।