বাল্যবিবাহ ও শিশু নির্যাতন প্রতিরোধে সমন্বয় ও সহযোগিতা সভা অনুষ্ঠিত

বাল্যবিবাহ ও শিশু নির্যাতন প্রতিরোধে সমন্বয় ও সহযোগিতা সভা অনুষ্ঠিত বাল্যবিবাহ এবং শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে সরকারি কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিদের অংশগ্রহণে এক সমন্বয় ও সহযোগিতা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বালুগ্রাম আদর্শ ডিগ্রি কলেজ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। ইউনিসেফ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহায়তায় ‘স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ (এসএসবিসি)’ প্রকল্পের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম। সভায় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জের প্রোগ্রাম ম্যানেজার উত্তম মন্ডল, রেডিও মহানন্দার সহকারী স্টেশন ম্যানেজার রেজাউল করিম, স্থানীয় চিকিৎসক মশিউল করিম, এসএসবিসি প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর তোহরুল ইসলাম, সরকারি ও বেসরকারি ক্লিনিকের স্বাস্থ্য সহকারীরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় বাল্যবিবাহ ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ, শিশুর অধিকার নিশ্চিতকরণ, বিভিন্ন স্বাস্থ্য সমস্যা ও স্বাস্থ্যসেবা প্রাপ্তি, অপ্রয়োজনীয়ভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষতিকর দিক এবং এ বিষয়ে অভিভাবক ও সচেতন নাগরিকদের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সরকারি কর্মকর্তা, স্থানীয় পল্লী চিকিৎসক, কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী এবং বিভিন্ন এনজিও প্রতিনিধি মিলিয়ে প্রায় ৩০ জন অংশগ্রহণ করেন। বক্তারা সবাই মিলে সমন্বিত উদ্যোগের মাধ্যমে শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
শিবগঞ্জে কৃষকদের মাঝে গম বীজ, সার ও বীজ সংরক্ষণ পাত্র বিতরণ

শিবগঞ্জে কৃষকদের মাঝে গম বীজ, সার ও বীজ সংরক্ষণ পাত্র বিতরণ শিবগঞ্জ উপজেলায় রবি মৌসুম ২০২৫-২৬-এ গমের আবাদ ও উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বিকেলে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ ৭৫ জন কৃষকের হাতে গম বীজ, বিভিন্ন ধরনের রাসায়নিক সার ও বীজ সংরক্ষণ পাত্র তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন মিয়া, ভেটেরিনারি সার্জন আবু ফেরদৌস, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। অনুষ্ঠানে প্রত্যেক কৃষককে ২০ কেজি গম বীজ, ৩৫ কেজি ইউরিয়া, ২০ কেজি টিএসপি, ১৮ কেজি এমওপি, ১৭ কেজি জিপসাম, ১ কেজি জিংক, ১ কেজি বোরণ, ৩টি বীজ সংরক্ষণ পাত্র এবং একটি করে সাইনবোর্ড প্রদান করা হয়। কর্মসূচির মাধ্যমে কৃষকদের আধুনিক ও পরিকল্পিতভাবে গম চাষে উদ্বুদ্ধ করা হবে বলে সংশ্লিষ্টরা জানান। তারা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের ফলে চলতি মৌসুমে শিবগঞ্জ উপজেলায় গমের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।
জেলা চাল কল মালিক গ্রুপের বার্ষিক সাধারণ সভা

জেলা চাল কল মালিক গ্রুপের বার্ষিক সাধারণ সভা চাঁপাইনবাবগঞ্জ জেলা চাল কল মালিক গ্রুপের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের একটি রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা চাল কল মালিক গ্রুপের সভাপতি মো. আনোয়ার হোসেন। শুরুতে সংগঠনের কার্যক্রম তুলে ধরে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. মফিজ উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটির সাবেক চেয়ারম্যান ও এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. আকবর হোসেন, সহ-সভাপতি ফারুক হোসেন ও কোষাধ্যক্ষ আমিনুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভা সঞ্চালনা করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা চাল কল মালিক গ্রুপের নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আমিনুল ইসলাম সেন্টু। সাধারণ সভায় সংগঠনের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মো. মফিজ উদ্দিন। এ সময় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে জেলা চাল কল মালিক গ্রুপের নিজস্ব জমিতে একটি নতুন ভবন নির্মাণের বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনায় আসে। সভায় উপস্থিত সদস্যরা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে বিভিন্ন মতামত ও প্রস্তাব উপস্থাপন করেন।
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে নেশাজাতীয় সিরাপ জব্দ

শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে নেশাজাতীয় সিরাপ জব্দ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা থেকে নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার দিবাগত গভীর রাত থেকে শনিবার সকাল পর্যন্ত পরিচালিত অভিযানে এসব সিরাপ উদ্ধার করা হয়। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি বিষয়টি নিশ্চিত করে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক চোরাকারবারীরা বিজিবির নজর এড়াতে বিভিন্ন নতুন কৌশল অবলম্বন করছে। তবে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যদের নিয়মিত ও সতর্ক অভিযানের কারণে এসব অপতৎপরতা সফল হচ্ছে না। বিজ্ঞপ্তি অনুযায়ী, মহানন্দা ব্যাটালিয়নের অধীন সোনামসজিদ ও তেলকুপি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। সীমান্তের শূন্যরেখা থেকে আনুমানিক ৩০ থেকে ৫০ গজের মধ্যে প্লাস্টিকের বস্তায় মোড়কজাত অবস্থায় ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ১৩৮ বোতল ভারতীয় চকোপ্লাস এবং ৪৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ ডিএক্স সিরাপ জব্দ করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা। অভিযানের সময় চোরাকারবারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, গত কয়েক দিনে এই ব্যাটালিয়নের অভিযানে শিবগঞ্জ সীমান্ত এলাকা থেকে বিভিন্ন ধরনের মোট ৩৮৫ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়েছে।
নাচোলের সুমাইয়া ল্যাঙ্গুইস্টিক অলিম্পিয়াডের জাতীয় মঞ্চে

নাচোলের সুমাইয়া ল্যাঙ্গুইস্টিক অলিম্পিয়াডের জাতীয় মঞ্চে নিজের মেধা, অধ্যবসায় ও শিক্ষকদের আন্তরিক সহযোগিতায় সাধারণ পরিবারের সন্তান হয়েও অসাধারণ সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছে মোসা. সুমাইয়া আক্তার জুঁই। চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থী সম্প্রতি ল্যাঙ্গুইস্টিক অলিম্পিয়াডে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে বিদ্যালয় ও এলাকার মুখ উজ্জ্বল করেছে। সুমাইয়া আক্তার জুঁই বর্তমানে সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী এবং শ্রেণিতে রোল নম্বর ১। রাজশাহী সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত ‘ল্যাঙ্গুইস্টিক অলিম্পিয়াড ২০২৬’-এর আঞ্চলিক পর্বে অংশ নিয়ে সে রাজশাহী অঞ্চলের ‘ক’ বিভাগে মনোনীত হয়। এর ফলে আগামী ফেব্রুয়ারি মাসে ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় পর্যায়ের মূল প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে সে। ল্যাঙ্গুইস্টিক অলিম্পিয়াড মূলত ভাষাকে একটি বুদ্ধিবৃত্তিক চ্যালেঞ্জ হিসেবে উপস্থাপন করে শিক্ষার্থীদের বিশ্লেষণী ও ভাষাগত দক্ষতা বিকাশের একটি আন্তর্জাতিক মানের প্ল্যাটফর্ম। বাংলাদেশ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই) মাতৃভাষা চর্চা ও ভাষাবিজ্ঞানের প্রসারে নিয়মিতভাবে এই প্রতিযোগিতার আয়োজন করে থাকে। জানা যায়, গত ১২ ডিসেম্বর রাজশাহী সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত আঞ্চলিক প্রতিযোগিতায় সুমাইয়া তার তীক্ষ্ণ চিন্তাশক্তি ও বিশ্লেষণধর্মী দক্ষতার মাধ্যমে কঠিন প্রশ্নসমূহ সফলভাবে মোকাবিলা করে ঢাকার পর্বে উত্তরণ নিশ্চিত করে। তার এই সাফল্য শুধু ব্যক্তিগত নয়, বরং বিদ্যালয় ও পুরো নাচোল উপজেলার জন্য এক গর্বের অর্জন। সুমাইয়ার পরিবার সাধারণ হলেও তার স্বপ্ন অনেক বড়। সে ভবিষ্যতে একজন চিকিৎসক হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চায়। নিয়মিত পাঠ্যক্রমের পাশাপাশি নিজের লক্ষ্য অর্জনে সে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম সুমাইয়ার সাফল্যে গভীর সন্তোষ প্রকাশ করে বলেন, “সুমাইয়া অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী একজন শিক্ষার্থী। তার স্বপ্ন পূরণে বিদ্যালয় কর্তৃপক্ষ সবসময় পাশে আছে। আমরা আশাবাদী, ঢাকার জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায়ও সে সাফল্যের স্বাক্ষর রাখবে।” আগামী ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিতব্য মূল প্রতিযোগিতায় সুমাইয়ার অংশগ্রহণ নিশ্চিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী ও এলাকাবাসী তার জন্য শুভকামনা জানিয়েছেন। সবার প্রত্যাশা—নিজের মেধা ও পরিশ্রমের মাধ্যমে সুমাইয়া জাতীয় পর্যায়েও সাফল্য অর্জন করবে এবং ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন বাস্তবায়নের পথে আরও একধাপ এগিয়ে যাবে।
২০০ টাকায় বিপিএল দেখার সুযোগ, সর্বোচ্চ টিকিট ২ হাজার

২০০ টাকায় বিপিএল দেখার সুযোগ, সর্বোচ্চ টিকিট ২ হাজার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর শুরু হতে যাচ্ছে আগামী ২৬ ডিসেম্বর। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের বিপিএলের। আসর শুরুর আগেই সিলেট পর্বের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। ঘোষিত মূল্য অনুযায়ী, মাত্র ২০০ টাকায় গ্রিন গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা। সবচেয়ে বেশি দাম নির্ধারণ করা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের জন্য, যার মূল্য ২ হাজার টাকা। এছাড়া ক্লাব হাউজের টিকিট ৫০০ টাকা, শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিট ২৫০ টাকা এবং শহীদ তুরাব স্ট্যান্ডের টিকিট ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ক্লাব হাউজের জিরো ওয়েস্ট জোনে বসে খেলা দেখতে খরচ হবে ৬০০ টাকা। রোববার (২১ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে শুরু হচ্ছে সিলেট পর্বের টিকিট বিক্রি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্ধারিত ওয়েবসাইট www.gobcbticket.com.bd থেকে অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শকরা। এবার মাঠে এসে সরাসরি টিকিট কেনার কোনো ব্যবস্থা থাকছে না। অনলাইনে কেনা টিকিট দেখালেই প্রবেশ করা যাবে স্টেডিয়ামে। সূচি অনুযায়ী, উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। একই দিনে দ্বিতীয় ম্যাচে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম রয়্যালস। ছয় দলের এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে দেশের তিনটি ভেন্যুতে—সিলেট, চট্টগ্রাম ও ঢাকা। মোট ৩৪ ম্যাচের মধ্যে সিলেট ও চট্টগ্রাম ভেন্যুতে হবে ১২টি করে ম্যাচ। বাকি ১০টি ম্যাচ, যার মধ্যে এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনাল রয়েছে, অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ২৬ ডিসেম্বর শুরু হওয়া সিলেট পর্ব শেষ হওয়ার পর ৫ জানুয়ারি শুরু হবে চট্টগ্রাম পর্ব। এরপর ১৬ জানুয়ারি ঢাকা পর্ব দিয়ে টুর্নামেন্টের শেষ ধাপে প্রবেশ করবে বিপিএল। ১৯ জানুয়ারি এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার, ২১ জানুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর জন্য রিজার্ভ ডেও রাখা হয়েছে। সিলেট পর্বের টিকিট মূল্য: গ্র্যান্ড স্ট্যান্ড: ২,০০০ টাকা ক্লাব হাউজ: ৫০০ টাকা ক্লাব হাউজ (জিরো ওয়েস্ট জোন): ৬০০ টাকা শহীদ আবু সাঈদ স্ট্যান্ড: ২৫০ টাকা শহীদ তুরাব স্ট্যান্ড: ২০০ টাকা গ্রিন গ্যালারি: ২০০ টাকা
সচিবালয় আন্দোলনের ঘটনায় ১৪ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত

সচিবালয় আন্দোলনের ঘটনায় ১৪ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত ‘সচিবালয় ভাতা’র দাবিতে আন্দোলনের ঘটনায় গ্রেপ্তার হওয়া সচিবালয়ের ১৪ জন কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে দায়ের করা মামলায় আদালত চার্জশিট গ্রহণ করায় সরকারি বিধি অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ থেকে একাধিক প্রজ্ঞাপন জারি করে এই সাময়িক বরখাস্ত কার্যকর করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। বরখাস্ত হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির এবং সহসভাপতি শাহীন গোলাম রাব্বানী ও নজরুল ইসলাম। এ ছাড়া বরখাস্ত হওয়া অন্যরা হলেন— স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা রোমান গাজী, অফিস সহায়ক আবু বেলাল, অতিরিক্ত সচিবের ব্যক্তিগত কর্মকর্তা মো. তায়েফুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা বিকাশ চন্দ্র রায়, কর্মচারী ইসলামুল হক ও মো. মহসিন আলী; জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক কামাল হোসেন ও মো. আলিমুজ্জামান; অর্থ মন্ত্রণালয়ের অফিস সহায়ক বিপুল রানা বিপ্লব; তথ্য মন্ত্রণালয়ের অফিস সহায়ক ও সংযুক্ত পরিষদের প্রচার সম্পাদক মিজানুর রহমান সুমন এবং মন্ত্রিপরিষদ বিভাগের অফিস সহায়ক নাসিরুল হক। উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর ‘সচিবালয় ভাতা’র দাবিতে আন্দোলন চলাকালে সরকারি কর্মচারীরা অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে প্রায় সাত ঘণ্টা সচিবালয়ে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশের সহায়তায় রাত সোয়া ৮টার দিকে তিনি সচিবালয় ত্যাগ করেন। পরদিনও আন্দোলন অব্যাহত রেখে সচিবালয়ের রাস্তা অবরোধ করা হলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যায়ক্রমে আন্দোলনকারীদের গ্রেপ্তার করে। পরে তাদের ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয় এবং আদালত তাদের রিমান্ডে পাঠান। প্রসঙ্গত, সরকার দাবি পূরণে আশ্বাস দেওয়ার পরও আন্দোলন অব্যাহত রাখায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সরকারের পক্ষ থেকে সতর্ক করা হলেও আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার না করায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নেয়।
নির্বাচন ‘বিঘ্নিত’ করার অভিযোগে শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা

নির্বাচন ‘বিঘ্নিত’ করার অভিযোগে শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা সামরিক বাহিনী পরিচালিত আসন্ন নির্বাচন ‘বিঘ্নিত’ করার অভিযোগে ২০০ জনেরও বেশি ব্যক্তির বিরুদ্ধে মামলা করার উদ্যোগ নিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা। বুধবার দেশটির জান্তা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি। রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের বরাতে জান্তা সরকারের স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রী টুন টুন নাউং জানান, নির্বাচনী প্রক্রিয়া নস্যাৎ করার চেষ্টার অভিযোগে মোট ২২৯ জনের বিরুদ্ধে নতুন আইনের আওতায় মামলা করা হবে। মানবাধিকার পর্যবেক্ষক সংস্থাগুলো বলছে, ভিন্নমত দমন করতেই এই আইন প্রণয়ন ও প্রয়োগ করা হচ্ছে। তাদের মতে, নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী কণ্ঠ দমন করাই জান্তার মূল উদ্দেশ্য। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারে আগামী ২৮ ডিসেম্বর থেকে ধাপে ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে জান্তা সরকার। এই ভোটকে তারা ‘জাতীয় পুনর্মিলনের পথে একটি পদক্ষেপ’ হিসেবে তুলে ধরছে। তবে বাস্তবতায় বিরোধী গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা দেশের বিস্তীর্ণ অঞ্চলে এই নির্বাচন আয়োজন কার্যত অসম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলোর শীর্ষ প্রতিনিধিরা এই নির্বাচনকে সামরিক শাসন দীর্ঘায়িত করার কৌশল হিসেবে দেখছেন এবং তা প্রত্যাখ্যান করেছেন। উল্লেখ্য, আসন্ন নির্বাচনকে ‘বাধা, বিঘ্ন ও ধ্বংস’ থেকে রক্ষার অজুহাতে চলতি বছরের জুলাইয়ে একটি কঠোর আইন প্রণয়ন করে জান্তা সরকার। ওই আইনে নির্বাচন নিয়ে সমালোচনা করা বা নির্বাচনবিরোধী বিক্ষোভে অংশ নিলে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
অস্কারের শর্টলিস্টে ‘হোমবাউন্ড’
অস্কারের শর্টলিস্টে ভারতের ‘হোমবাউন্ড’ অস্কারের ৯৮তম আসরের আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছে ভারতের সিনেমা ‘হোমবাউন্ড’। নীরাজ গেওয়ান পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন ঈশান খাট্টার, জাহ্নবী কাপুর ও বিশাল জেঠোয়া। এর আগে ছবিটি ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের আঁ সাঁর্তে রিগা বিভাগে নির্বাচিত হয়। পাশাপাশি ৫০তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ ওয়ারশো ও জুরিখ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘হোমবাউন্ড’। উত্তর ভারতের একটি গ্রামের দুই বাল্যবন্ধুর গল্প নিয়ে নির্মিত এই সিনেমায় সমাজে মর্যাদা অর্জনের স্বপ্নে জাতীয় পুলিশ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সংগ্রাম তুলে ধরা হয়েছে। স্বপ্নপূরণের একেবারে কাছাকাছি এসে বন্ধুত্বে ফাটল ধরে তাদের। জীবিকার প্রয়োজনে তারা গ্রাম ছাড়লেও করোনা মহামারিতে তাদের জীবনের সব হিসাব-নিকাশ ও আশা-ভরসা ভেঙে পড়ে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) অস্কারের আয়োজক অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস ১২টি বিভাগের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে। আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে সদস্যদের ভোটে ১৫টি ছবি শর্টলিস্টে জায়গা পেয়েছে। এই তালিকা থেকে চূড়ান্তভাবে পাঁচটি ছবি মনোনীত হবে। ‘হোমবাউন্ড’-এর পাশাপাশি শর্টলিস্টে রয়েছে আর্জেন্টিনার বেল ন, ব্রাজিলের দ্য সিক্রেট এজেন্ট, ফ্রান্সের ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট, জার্মানির সাউন্ড অব ফলিং, জাপানের কোকুহো, নরওয়ের সেন্টিমেন্টাল ভ্যালু, দক্ষিণ কোরিয়ার নো আদার চয়েস, তাইওয়ানের লেফট-হ্যান্ডেড গার্লসহ মোট ১৫টি দেশের ছবি। চূড়ান্ত মনোনয়ন নির্ধারণে ভোটগ্রহণ শুরু হবে ২০২৬ সালের ১২ জানুয়ারি এবং চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। প্রতিটি বিভাগে মনোনীত হবে পাঁচটি করে ছবি, তবে সেরা চলচ্চিত্র বিভাগে মনোনয়ন থাকবে ১০টি। ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের চূড়ান্ত মনোনয়ন তালিকা ঘোষণা করা হবে ২২ জানুয়ারি। আগামী ১৫ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউডের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। অনুষ্ঠানটি টানা দ্বিতীয়বারের মতো সঞ্চালনা করবেন কোনান ও’ব্রায়েন। এবিসি নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২০০টিরও বেশি দেশে সরাসরি সম্প্রচার করা হবে এই আয়োজন।
আইপিএলের প্রায় পুরো মৌসুমে খেলতে পারবেন মোস্তাফিজ

আইপিএলের প্রায় পুরো মৌসুমে খেলতে পারবেন মোস্তাফিজ আইপিএলের প্রায় পুরো মৌসুমে খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) পাচ্ছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। নিলামে রেকর্ড দামে তাকে দলে নেওয়া কলকাতা নাইট রাইডার্সের জন্য এটি স্বস্তির খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান নাজমূল আবেদীন ফাহিম। আগামী বছরের ২৬ মার্চ শুরু হবে আইপিএলের ১৯তম আসর, ফাইনাল অনুষ্ঠিত হবে ৩১ মে। এই টুর্নামেন্টে একমাত্র বাংলাদেশি হিসেবে কলকাতার জার্সিতে খেলবেন মোস্তাফিজ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আবুধাবিতে অনুষ্ঠিত নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভেড়ায় কলকাতা, যা আইপিএল ইতিহাসে কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ দাম। তবে পুরো মৌসুমে মোস্তাফিজকে পাওয়া নিয়ে শুরুতে শঙ্কা তৈরি হয়েছিল। কারণ এপ্রিল মাসে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে নিউজিল্যান্ডের, যেখানে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ রয়েছে। সে ক্ষেত্রে জাতীয় দলের ব্যস্ততার কারণে আইপিএলে তার অনুপস্থিতির আশঙ্কা ছিল। এ বিষয়ে নাজমূল আবেদীন ফাহিম জানান, সিরিজ চলাকালীন সর্বোচ্চ ৮ থেকে ১০ দিনের জন্য মোস্তাফিজকে দেশে ফিরতে হতে পারে। ওই সময় তিনি ওয়ানডে বা টি-টোয়েন্টির যেকোনো একটি সিরিজ খেলবেন। এরপর আবার আইপিএলে যোগ দেবেন। ফলে বলা যায়, প্রায় পুরো মৌসুমেই কলকাতার হয়ে খেলতে পারবেন কাটার মাস্টার। এদিকে প্রথমবার কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মোস্তাফিজ। কলকাতার ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন,“হাই কেকেআর ফ্যানস, আমি মোস্তাফিজুর রহমান। কেকেআর টিমের অংশ হতে পেরে আমি খুবই খুশি ও আনন্দিত। শিগগিরই দেখা হবে।” এর মধ্য দিয়ে চতুর্থ বাংলাদেশি হিসেবে কলকাতার জার্সি গায়ে তুলতে যাচ্ছেন মোস্তাফিজ। এর আগে মাশরাফী বিন মোর্ত্তজা, সাকিব আল হাসান ও লিটন দাস এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। সব মিলিয়ে আইপিএলে এটি হবে মোস্তাফিজের ষষ্ঠ ফ্র্যাঞ্চাইজি।