সোনামসজিদ বন্দরে বাংলাদেশ-ভারত ব্যবসায়ীদের যৌথ সভা

সোনামসজিদ বন্দরে বাংলাদেশ-ভারত ব্যবসায়ীদের যৌথ সভা সোনামসজিদ ও ভারতের মহদিপুর স্থলবন্দরের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ এবং বিদ্যমান সমস্যা সমাধানের লক্ষ্যে বাংলাদেশ ও ভারতের আমদানি-রফতানিকারকদের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের উদ্যোগে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উভয় দেশের ব্যবসায়ী নেতারা সোনামসজিদ-মহদিপুর স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে যেসব পণ্যের আমদানি-রফতানি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, সেগুলো পুনরায় চালুর দাবি জানান তারা। ভারতীয় ব্যবসায়ীরা সভায় জানান, এক সময় মসলা জাতীয় পণ্যের আমদানি-রফতানি এই বন্দর দিয়ে উল্লেখযোগ্য হারে হতো, তবে বর্তমানে তা অনেকটাই কমে গেছে। এ ধরনের পণ্যের বাণিজ্য পুনরুজ্জীবিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা। সোনামসজিদ আমদানি-রফতানিকারক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি বাবুল হাসনাত দুরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি, দপ্তর সম্পাদক এসবি মাসুম বিল্লাহ, সোনামসজিদ সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ও সদস্য সচিব রুহুল আমিন। এছাড়াও মহদিপুর রপ্তানিকারক গ্রুপের সহসভাপতি জগন্নাথ ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় ঘোষ, মহদিপুর সিএন্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তাপস কুন্ডু, সাবেক সাধারণ সম্পাদক ভূপ্রতি মন্ডলসহ দুই দেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ সভায় অংশ নেন। সভায় অংশগ্রহণকারীরা পারস্পরিক সহযোগিতা জোরদারের মাধ্যমে দুই দেশের সীমান্ত বাণিজ্য আরও সম্প্রসারণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বাল্যবিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা রোধে প্রান্তিক পর্যায়ে সংলাপ ও গম্ভীরা অনুষ্ঠিত

বাল্যবিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা রোধে প্রান্তিক পর্যায়ে সংলাপ ও গম্ভীরা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুদের প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে প্রান্তিক পর্যায়ে সচেতনতামূলক সংলাপ ও লোকজ সাংস্কৃতিক আয়োজন গম্ভীরা অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মী, আদিবাসী প্রতিনিধি ও বিভিন্ন প্রভাবশালী স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করেন। রবিবার সকালে সদর উপজেলার দেবিনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দেবিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান। তিনি বলেন, বাল্যবিবাহ একটি মারাত্মক সামাজিক সমস্যা, যা শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। এই ব্যাধি রোধে সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে বিশেষ অতিথি ছিলেন মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম। তিনি শিশু সুরক্ষা নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় প্রশাসনের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি সদস্য সায়েরা বেগম ও আব্দুল মান্নান। তারা বাল্যবিবাহ প্রতিরোধে জনপ্রতিনিধিদের সক্রিয় ভূমিকা এবং নারী ও শিশু নির্যাতন বন্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। সংলাপে এসএসবিসি প্রকল্পের ফ্যাসিলিটেটর নাইম আলী, আয়াতুল্লাহ ও আব্দুল কাদেরসহ স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও অংশীজনরা উপস্থিত ছিলেন। এদিকে বিকেলে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দেলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গম্ভীরার মাধ্যমে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। লোকজ এই সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হয়। গম্ভীরা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবরাতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নুরুল ইসলাম। তিনি বলেন, লোকজ সংস্কৃতির মাধ্যমে সামাজিক বার্তা পৌঁছে দেওয়া অত্যন্ত কার্যকর, আর গম্ভীরার মতো আয়োজন সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আদিবাসী জনপ্রতিনিধি কর্নেলিউস মুরমু, মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, রেডিও মহানন্দার সহকারী স্টেশন ম্যানেজার মো. রেজাউল করিম এবং প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট (পিএফটিআই)-এর টিম লিডার আহমেদ ফ্রান্স। এ সময় এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। গম্ভীরা পরিবেশন করেন প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের শিল্পীরা। উল্লেখ্য, ইউনিসেফ ও ওয়ার্ল্ড ভিশন চাঁপাইনবাবগঞ্জের সহায়তায় এসএসবিসি প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজকরা জানান, বাল্যবিবাহ ও শিশু নির্যাতন বন্ধে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
চীনা সামরিক বিমানের রাডার লক করা ‘বিপজ্জনক কর্মকাণ্ড’ বলে ক্ষোভ টোকিওর

চীনা সামরিক বিমানের রাডার লক করা ‘বিপজ্জনক কর্মকাণ্ড’ বলে ক্ষোভ টোকিওর দক্ষিণ-পূর্ব ওকিনাওয়ার আকাশ সীমায় জাপানি যুদ্ধবিমানের ওপর চীনা সামরিক বিমান একাধিকবার রাডার লক করেছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। টোকিও এই ঘটনাকে ‘বিপজ্জনক কর্মকাণ্ড’ হিসেবে আখ্যায়িত করেছে। গত এক মাস ধরে বেইজিং-টোকিও সম্পর্ক ক্রমশঃ উত্তপ্ত হয়ে উঠেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সাম্প্রতিক মন্তব্যের পর, বিশেষভাবে প্রতিবেশী দেশ দুটির মধ্যে সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে। তাকাইচি তার ওই মন্তব্যে ইঙ্গিত দেন যে তাইওয়ানের ওপর হামলার ক্ষেত্রে জাপান সামরিকভাবে হস্তক্ষেপ করতে পারে। তিনি বলেছিলেন যে বল প্রয়োগ জড়িত থাকা তাইওয়ানের একটি জরুরি অবস্থা জাপানের অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ পরিস্থিতি হিসেবে বিবেচিত হতে পারে। রোববার ভোরে জরুরি সংবাদ সম্মেলনে জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি ঘটনাকে ‘বিপজ্জনক ও অত্যন্ত দুঃখজনক’ বলে উল্লেখ করেন। তিনি জানান, জাপান এই ঘটনায় চীনকে কঠোর প্রতিবাদ জানিয়েছে এবং এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে। মন্ত্রণালয় আরো জানায়, শনিবার ঘটে যাওয়া এ সব ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা আহতের ঘটনা ঘটেনি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, প্রথম ঘটনাটি ঘটে ওকিনাওয়া দ্বীপের দক্ষিণ-পূর্ব সমুদ্র এলাকায়। সেখানে চীনা নৌবাহিনীর বিমানবাহী রণতরী লিয়াওনিং থেকে উড্ডয়ন করা একটি জে-১৫ যুদ্ধবিমান জাপানি আকাশ সীমায় অনুপ্রবেশের পর, পরিস্থিতি পর্যবেক্ষণে উড়তে যাওয়া জাপানি এফ-১৫ যুদ্ধবিমানের ওপর বিরতিহীনভাবে রাডার লক করে। ঘটনার প্রায় দুই ঘণ্টা পর, একই রণতরী থেকে আরও একটি জে-১৫ বিমান অন্য একটি জাপানি যুদ্ধবিমানের ওপর একই ধরনের রাডার লকঅন করে বলে জানায় মন্ত্রণালয়। বিবৃতিতে আরও বলা হয়, ‘এই ধরনের রাডার লক কেবল নিরাপদ উড্ডয়ন নিশ্চিত করার প্রয়োজনীয় সীমার বাইরে গিয়ে বিপজ্জনক আচরণের শামিল।’ বিবৃতিতে এ ধরনের ঘটনা ‘চরমভাবে দুঃখজনক’ বলেও মন্তব্য করা হয়। সামরিক বাহিনী সাধারণত ফায়ার কন্ট্রোল বা লক্ষ্য শনাক্তকরণের জন্য রাডার ব্যবহার করে থাকে। কোনো যুদ্ধবিমানের ওপর রাডার লক করা আক্রমণাত্মক উদ্দেশ্যের ইঙ্গিত হিসেবেও বিবেচিত হয়।
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদনের নতুন তারিখ নির্ধারণ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদনের নতুন তারিখ নির্ধারণ ঢালিউডের অমর নায়ক সালমান শাহর মৃত্যু রহস্য প্রায় তিন দশক পরও অমীমাংসিত। গত অক্টোবরে আদালতের রায়ে অপমৃত্যুর মামলা পরিবর্তিত হয়ে হত্যা মামলায় রূপ নেওয়ার পর বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। তবে রমনা মডেল থানার পরিদর্শক ও তদন্ত কর্মকর্তা আতিকুল ইসলাম খন্দকার নির্ধারিত দিনে প্রতিবেদন জমা দিতে পারেননি। এজন্য তিনি আদালতের কাছে সময়ের আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তদন্ত প্রতিবেদনের জন্য আরও ৫ সপ্তাহ সময় বৃদ্ধি করেন। সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হকসহ মোট ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ রাখা হয়েছে আগামী ১৩ জানুয়ারি। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক জিন্নাত আলী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। হত্যা মামলার পটভূমি গত ২০ অক্টোবর সালমান শাহর অপমৃত্যু মামলা আদালতের মাধ্যমে হত্যা মামলায় রূপ নেয়। পরদিন ২১ অক্টোবর নায়কের মামা ও চলচ্চিত্র পরিচালক আলমগীর কুমকুম রমনা থানায় মামলা দায়ের করেন। এ মামলায় সামিরা হক, খলনায়ক ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়। আসামিদের তালিকা সামিরা হক ও ডন ছাড়াও আসামি হিসেবে নাম রয়েছে— শিল্পপতি ও সাবেক প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই লতিফা হক লুচি ডেবিড জাভেদ ফারুক মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবি আব্দুস ছাত্তার সাজু রেজভি আহমেদ ফরহাদ (১৭) এ ছাড়াও আরও বেশ কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
ইংল্যান্ডকে ৮ উইকেটে উড়িয়ে এ্যাশেজে ২–০তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

ইংল্যান্ডকে ৮ উইকেটে উড়িয়ে এ্যাশেজে ২–০তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া ব্রিসবেনে অনুষ্ঠিত দিবা–রাত্রির দ্বিতীয় এ্যাশেজ টেস্টে ইংল্যান্ডকে ৮ উইকেটে পরাজিত করে সিরিজে ২–০ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। মাত্র ৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্টিভ স্মিথ গাস অ্যাটকিনসনের ওভারের শেষ বলে ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেন। লক্ষ্য তাড়া করতে গিয়ে অস্ট্রেলিয়া ২ উইকেট হারায়। এর আগে পার্থে দুই দিনের মধ্যেই ইংল্যান্ডকে বিধ্বস্ত করে সিরিজ দুর্দান্তভাবে শুরু করেছিল অজিরা। ফলে এডিলেড, মেলবোর্ন ও সিডনির বাকি তিন টেস্টেও অস্ট্রেলিয়াই বড় ফেবারিট। ম্যাচ নিয়ে স্মিথের প্রতিক্রিয়া ম্যাচ শেষে অজি অধিনায়ক স্টিভ স্মিথ বলেন,“দারুণ একটি দিন ছিল। প্রথম দুই দিন কিছুটা লড়াই হয়েছিল। তবে লাইটের আলোতে নতুন বল হাতে নেওয়ার মুহূর্ত থেকেই ম্যাচ আমাদের দিকে চলে আসে। গোলাপি বলে খেলা কঠিন—প্রতি মুহূর্তে বলের আচরণ বদলায়, সেটির সঙ্গে মানিয়েই খেলতে হয়।” ইংল্যান্ডের ব্যাটিং ব্যর্থতা ও ফিল্ডিং দুর্বলতা ইংলিশ ব্যাটারদের মধ্যে প্রথম ইনিংসে জো রুট ও জ্যাক ক্রলি এবং দ্বিতীয় ইনিংসে বেন স্টোকস ও উইল জ্যাকস ছাড়া কেউই টিকতে পারেননি। গ্যাবার বাউন্সি উইকেটে বেশ কয়েকজন ব্যাটার বাজে শট খেলে আউট হয়েছেন। ফিল্ডিংয়েও ভয়াবহ ব্যর্থ ইংল্যান্ড—প্রথম ইনিংসে ৫টি ক্যাচ মিস করে তারা। বিপরীতে অস্ট্রেলিয়া একটিও সুযোগ হাতছাড়া করেনি। বিশেষ করে জস ইংলিসের দুর্দান্ত রানআউটে স্টোকসকে ফেরানো ম্যাচের চিত্রই পাল্টে দেয়। স্টোকস ম্যাচ শেষে বলেন,“সম্পূর্ণ বিষয়ই হতাশার। ম্যাচটা অনেকটাই আমাদের হাতে ছিল—কিন্তু চাপ সামলাতে পারিনি।” অস্ট্রেলিয়ার ১৭৭ রানের লিড অস্ট্রেলিয়ার টেলএন্ডারদের দৃঢ়তায় প্রথম ইনিংসে দল তোলে ৫১১ রান, যা ইংল্যান্ডের ওপর ১৭৭ রানের লিড এনে দেয়। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ১২৮ রানে ৬ উইকেটে পড়ে আবারও বিপদে পড়ে। এই অবস্থায় স্টোকস–জ্যাকস জুটি ৯৬ রানের পার্টনারশিপ গড়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন। স্টোকস ২২৯ বলে ৫০ জ্যাকস ১৮৩ বলে ৪১ দুজনকেই শেষ পর্যন্ত ফিরিয়ে দেন অস্ট্রেলিয়ার পেসার মাইকেল নেসার। অস্ট্রেলিয়ার সহজ জয় ৬৫ রানের টার্গেটে অজিরা দলীয় ৩৭ রানে ট্রাভিস হেড এবং চার রান পর মার্নাস লাবুশেনকে হারায়। স্মিথ ও জেক ওয়েদারাল্ড ঠাণ্ডা মাথায় ম্যাচ শেষ করেন। স্মিথ অপরাজিত ২৩ ওয়েদারাল্ড অপরাজিত ১৭ ম্যাচ সেরা স্টার্ক দুই ইনিংসে মোট ৮ উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়েছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। পরবর্তী ম্যাচ এ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে ১৭ ডিসেম্বর, এডিলেডে।
গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১০ ডিসেম্বর

গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১০ ডিসেম্বর ২০২৪–২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি ও আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গুচ্ছ ভর্তি কমিটি। আগামী ১০ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া। রবিবার গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটির সচিব অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তিন ইউনিটে লিখিত পরীক্ষা লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তিনটি ইউনিটে— ইউনিট এ: বিজ্ঞান ইউনিট বি: মানবিক ইউনিট সি: ব্যবসায় শিক্ষা ২০২১, ২০২২ ও ২০২৩ সালের এসএসসি/সমমান এবং ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। পরীক্ষার তারিখ ২৭ মার্চ ২০২৫: সি ইউনিট ৩ এপ্রিল ২০২৫: বি ইউনিট ১০ এপ্রিল ২০২৫: এ ইউনিট এই বছর গুচ্ছে থাকছে ১৯ বিশ্ববিদ্যালয় এ বছরের গুচ্ছ প্রক্রিয়ায় অংশ নিচ্ছে দেশের ১৯টি বিশ্ববিদ্যালয়— ইসলামী বিশ্ববিদ্যালয় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি নেত্রকোণা বিশ্ববিদ্যালয় জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
চলতি সপ্তাহেই জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল: নির্বাচন কমিশন

চলতি সপ্তাহেই জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল: নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনার ইতোমধ্যেই জানিয়েছেন—সপ্তাহের যেকোনো দিনে তফসিল প্রকাশ করা হবে এবং তফসিল-পূর্ব প্রয়োজনীয় প্রস্তুতির বেশিরভাগই সম্পন্ন হয়েছে। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দশম কমিশন সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য দেন। সভায় সিইসি এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, বক্তব্য রেকর্ডের প্রস্তুতি সানাউল্লাহ জানান, তফসিল ঘোষণার আগে প্রচলিত নিয়ম অনুযায়ী পুরো কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে। এছাড়া সিইসির তফসিল ঘোষণার বক্তব্য রেকর্ড করার জন্য সোমবার বাংলাদেশ বেতার ও বিটিভিকে পত্র পাঠানো হবে। ভোটের সময় এক ঘণ্টা বাড়ল আসন্ন নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণ সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোট শুরু: সকাল সাড়ে ৭টা ভোট শেষ: বিকেল সাড়ে ৪টা এর ফলে সকালে আধাঘণ্টা ও বিকেলে অতিরিক্ত আধাঘণ্টা সময় পাবে ভোটাররা। ভোটার তালিকা ও ভোটকর্মী নিয়োগ নির্বাচন কমিশনার জানান— ভোটার তালিকা চূড়ান্ত হয়েছে; পরে পোস্টাল ভোট প্রদানকারীদের তথ্য যুক্ত করে আরেকটি তালিকা দেওয়া হবে। মাঠ পর্যায় থেকে পাঠানো প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং অফিসারের তালিকা যাচাই শেষে সিদ্ধান্ত হয়েছে—সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি ব্যাংকের কর্মকর্তা ভোটকর্মী হিসেবে দায়িত্ব পালন করবেন। বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের আপাতত রিজার্ভে রাখা হবে; প্রয়োজন হলে নিয়োগ দেওয়া হবে। দুটি নির্বাচন একসঙ্গে—সতর্ক ব্যবস্থাপনা জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজন হওয়ায় সময় ব্যবস্থাপনায় বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। আগের নিয়মেই নির্বাচনের আগের রাতে ব্যালট পেপারসহ সব সামগ্রী কেন্দ্রে পৌঁছে যাবে। ভোটকেন্দ্রে যথেষ্ট লজিস্টিকসহ প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করা হবে। ভোটারদের সুবিধার্থে একাধিক সিক্রেট বুথ থাকবে; জায়গা কম হলে অতিরিক্ত বুথ তৈরি করা হবে। গণভোটের প্রচারণা ও ভোটার নির্দেশনা সানাউল্লাহ জানান— গণভোট বিষয়ে সরকার বিস্তৃত কর্মসূচি হাতে নিয়েছে; ইসি সহযোগিতা করবে। ভোটাররা যাতে কেন্দ্রে প্রবেশের আগেই গণভোট প্রশ্ন সম্পর্কে স্পষ্ট ধারণা পান, সে জন্য প্রতিটি কেন্দ্রে বড় আকারে মুদ্রিত গণভোট ব্যালট ঝুলিয়ে রাখা হবে। পঙ্গু, বয়স্ক, গর্ভবতী নারী ও বিশেষ প্রয়োজনের ভোটারদের জন্য আলাদা নির্দেশনা থাকবে।
জুলাই গণঅভ্যুত্থানে নিহত ১১৪ শহীদের লাশ উত্তোলন শুরু করেছে সিআইডি

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ১১৪ শহীদের লাশ উত্তোলন শুরু করেছে সিআইডি জুলাই মাসের গণঅভ্যুত্থানে শাহাদাত বরণ করা ১১৪ জন অজ্ঞাত শহীদের পরিচয় শনাক্তের লক্ষ্যে রায়েরবাজার কবরস্থান থেকে লাশ উত্তোলন কার্যক্রম শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার সকাল সাড়ে নয়টায় লাশ উত্তোলন ও পরিচয় শনাক্তকরণ কার্যক্রম নিয়ে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ। তিনি বলেন, “আনাসের মতো যারা বুকের রক্ত ঢেলে দেশের জন্য রাজপথে লড়াই করেছিলেন, তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। এখানে যারা নামপরিচয়হীন অবস্থায় শায়িত আছেন, তাদের পরিচয় তখন যাচাই করা হয়নি। এখন তাদের পরিচয় উদঘাটন করা আমাদের জাতির প্রতি দায়িত্ব।” আন্তর্জাতিক বিশেষজ্ঞের নেতৃত্বে ফরেনসিক অপারেশন সিআইডি প্রধান জানান, জাতিসংঘের মানবাধিকার সংস্থা (OHCHR)-এর সহযোগিতায় আর্জেন্টিনার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফরেনসিক বিশেষজ্ঞ লুইস ফন্ডিব্রাইডার ঢাকায় এসে পুরো অপারেশনে নেতৃত্ব দিচ্ছেন। তিনি গত ৪০ বছরে ৬৫টি দেশে এ ধরনের ফরেনসিক কার্যক্রম পরিচালনা করেছেন। ব্রিফিংয়ে জানানো হয়— বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে একাধিক বৈঠক হয়েছে। অজ্ঞাত শহীদদের পরিবারের আবেদনের ভিত্তিতে এবং আদালতের নির্দেশে লাশ উত্তোলন করা হচ্ছে। আন্তর্জাতিক নিয়ম মেনে প্রতিটি লাশ ফরেনসিক পরীক্ষার জন্য উত্তোলন করা হবে। ডিএনএ পরীক্ষা শেষে পুনঃদাফন সিআইডি প্রধান জানান, লাশগুলোর পোস্টমর্টেম, ডিএনএ নমুনা সংগ্রহ এবং পরে ডিএনএ প্রোফাইল তৈরি করা হবে। ধর্মীয় মর্যাদা বজায় রেখে পুনঃদাফনও সম্পন্ন করা হবে। তিনি আরও বলেন, “এখন পর্যন্ত ১০ জন আবেদন করেছেন। ধারণা করা হচ্ছে, এখানে শহীদের সংখ্যা ১১৪ জনের বেশি হতে পারে। লাশ উত্তোলনের পর প্রকৃত সংখ্যা নিশ্চিত করা যাবে।” শনাক্তকরণ শেষে পরিবার চাইলে লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।এ ছাড়া, ডিএনএ সংগ্রহের পর যে কেউ আবেদন করলে সহজেই শনাক্ত করা সম্ভব হবে—এজন্য সিআইডির হটলাইন নম্বর প্রকাশ করা হবে। আন্তর্জাতিক মান বজায় রেখে কাজের অঙ্গীকার ফরেনসিক বিশেষজ্ঞ লুইস ফন্ডিব্রাইডার বলেন, “গত তিন মাস ধরে আমি সিআইডির সঙ্গে কাজ করছি। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করেই পুরো প্রক্রিয়া পরিচালনা করা হবে। আমি গ্যারান্টি দিচ্ছি—সব কাজ আন্তর্জাতিক ফরেনসিক স্ট্যান্ডার্ড মেনে সম্পন্ন হবে।”
খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান
খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান দেশের খাদ্যপণ্যে দূষণ ও ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, খাদ্যে দূষণের বিষয়টি সবার জন্য হুমকিস্বরূপ এবং এ সংকট মোকাবিলায় এখনই সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি। রোববার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় খাদ্যে ক্ষতিকর রাসায়নিক, জনস্বাস্থ্যের ঝুঁকি ও ভেজাল প্রতিরোধে করণীয় বিষয়ে অনুষ্ঠিত সভায় তিনি এ মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বলেন, “আমাদের সন্তান, বাবা-মা, পরিবার—সবার স্বার্থেই সবাইকে এক হয়ে কাজ করতে হবে। জরুরি উদ্যোগগুলো তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন করা হবে।” সভায় কৃষি, খাদ্য, স্বাস্থ্য, স্বরাষ্ট্র, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রধান উপদেষ্টার কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিএসটিআই, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং পরমাণু শক্তি কমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। খাদ্যবাহিত রোগে উদ্বেগজনক চিত্র সভায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) জানায়— বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা অনুযায়ী প্রতি বছর ১০ জনে ১ জন শিশু খাদ্যবাহিত রোগে আক্রান্ত হয়। বিশ্বে বছরে আক্রান্ত হয় ৬০ কোটি মানুষ, বাংলাদেশে আক্রান্ত হয় প্রায় ৩ কোটি শিশু। খাবারে ভারী ধাতু, কীটনাশকের অবশিষ্টাংশ, তেজস্ক্রিয়তা ও জৈব দূষণ—এই চার ধরনের দূষক পাওয়া যায়। পরীক্ষা করা ১৮০টি নমুনার মধ্যে ২২টিতে সীসা শনাক্ত হয়েছে। ইউনিসেফের তথ্য অনুযায়ী, দেশে ৩ কোটি ৫০ লাখ শিশু সীসার সংক্রমণে ভুগছে। বিএফএসএ চেয়ারম্যান জাকারিয়া জানান, সীসা মানবদেহে প্রবেশ করে মস্তিষ্ক, কিডনি, যকৃৎ ও হাড়ে জমা হয় এবং শিশুদের মানসিক বিকাশ ব্যাহত করে। তিনি বলেন, ৫ শতাংশ গর্ভবতী নারীর শরীরেও সীসার উপস্থিতি পাওয়া গেছে। পোল্ট্রি ও কৃষি খাতে অনিয়ম খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান— অনেক হাঁস–মুরগির খামারে অনিয়ন্ত্রিতভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার হয়, যা ৭–২৮ দিন শরীরে থাকে। নির্ধারিত সময়ের আগে এসব মুরগি বিক্রি হলে মানুষের শরীরে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক প্রবেশের ঝুঁকি থাকে। বড় প্রতিষ্ঠানগুলো কিছুটা নিয়ন্ত্রিত হলেও কিছু ছোট খামার এখনো গোপনে নিয়ম ভঙ্গ করছে। জরুরি নির্দেশনা প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট সব সংস্থাকে এক সপ্তাহের মধ্যে খাদ্যদূষণ মোকাবিলায় করণীয় প্রস্তাব লিখিত আকারে জমা দিতে নির্দেশ দেন। তিনি বলেন, “খাদ্য নিরাপত্তা একটি জাতীয় ইস্যু। কোন কাজটি দ্রুত শুরু করা জরুরি, তা নির্ধারণ করে অবিলম্বে বাস্তবায়ন করা হবে।” গবেষণা ও সচেতনতার তাগিদ সভায় জানানো হয়, দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ল্যাব ব্যবহার করে দ্রুত জাতীয় পর্যায়ে খাদ্যদূষণ নিয়ে সমন্বিত গবেষণা শুরু করা সম্ভব। খাদ্য উপদেষ্টা বলেন, “খাদ্য উৎপাদন বাড়াতে গিয়ে নিরাপত্তার বিষয়টি উপেক্ষিত হচ্ছে। গণমাধ্যম ও পাঠ্যপুস্তকের মাধ্যমে জনসচেতনতা বাড়ানো জরুরি।”
পোস্টাল ভোট বিডি অ্যাপে ২ লাখ ২৩ হাজার প্রবাসীর নিবন্ধন সম্পন্ন

পোস্টাল ভোট বিডি অ্যাপে ২ লাখ ২৩ হাজার প্রবাসীর নিবন্ধন সম্পন্ন পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২ লাখ ২৩ হাজার ৪৭১ জন প্রবাসী বাংলাদেশি ভোটার হয়েছেন। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে রোববার সকাল ১০টার আপডেটে এ তথ্য জানা গেছে। ইসির প্রকাশিত তথ্যমতে, নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩ হাজার ৩৬২ জন এবং নারী ভোটার ২০ হাজার ১০৯ জন। কোন দেশ থেকে কতজন নিবন্ধন করেছেন: সর্বোচ্চ নিবন্ধন এসেছে সৌদি আরব থেকে ৫১,৫৭২ জন। দেশভিত্তিক অন্যান্য সংখ্যা— যুক্তরাষ্ট্র: ১৯,৫৭৮ কাতার: ১৩,০৮৯ সংযুক্ত আরব আমিরাত: ১২,৪৯২ মালয়েশিয়া: ১২,১১৬ সিঙ্গাপুর: ১২,১০৬ যুক্তরাজ্য: ১১,১৯৬ দক্ষিণ কোরিয়া: ৯,৫১০ কানাডা: ৯,২৬৯ ওমান: ৮,৭০৭ অস্ট্রেলিয়া: ৭,৯২৩ ইতালি: ৭,৬০৭ জাপান: ৬,৯৬৯ নিবন্ধনের সময়সীমা বাড়ল ইসি জানিয়েছে, নির্বাচনি দায়িত্বে থাকা ভোটার, নিজ এলাকা থেকে বাইরে থাকা সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা ২৫ ডিসেম্বর পর্যন্ত অ্যাপের মাধ্যমে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করতে পারবেন। এর আগে সময়সীমা ছিল ১৮ ডিসেম্বর। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “বিশ্বের যেকোনো দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড করে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন।” ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমদ খান বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন। সঠিক ঠিকানা দেওয়ার অনুরোধ অ্যাপের মাধ্যমে পোস্টাল ব্যালট পাঠাতে প্রয়োজনীয় ঠিকানা সঠিকভাবে দেওয়ার জন্য প্রবাসীদের প্রতি অনুরোধ জানিয়েছে ইসি। বার্তায় বলা হয়েছে, সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা না দিলে ব্যালট পাঠানো সম্ভব হবে না। প্রয়োজনে কর্মস্থল বা পরিচিতজনের ঠিকানাও দেওয়া যেতে পারে। কীভাবে নিবন্ধন করবেন গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘Postal Vote BD’ অ্যাপ ডাউনলোড করতে হবে যে দেশ থেকে ভোট দেবেন, সে দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার অ্যাপটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এবং ১৪৮টি দেশে ভোটার নিবন্ধনের সময়সীমা ঘোষণা করেন।