চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভোটার দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভোটার দিবস উদযাপন তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে-স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়েছে। আজ সকালে দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা নির্বচান অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে¡ অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক নাকিব হাসান তরফদার, ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক গোলাম মোস্তফা, এক্সিম ব্যাংক কৃষি বিশ^বিদ্যালয়ের রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) মুসা নাজুল বাপ্পি, অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রামানিকসহ অন্যরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, ভোটার হওয়া এবং ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই একজন নাগরিক দেশের শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করে থাকেন। তাই ভোটার হওয়ার সময় সঠিক তথ্য ও নির্ভূল তথ্য দেয়া উচিত। গোমস্তাপুর:  গোমস্তাপুরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনার সভার আয়োজন করা হয়। আজ সকালে শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৃৃষ্ণ চন্দ্র, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহমেদ, আনসার ও ভিডিও কর্মকর্তা ফরহাদ আলম চৌধুরী, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল, ডিএসবির উপপরিদর্শক আনিসুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা। শিবগঞ্জ:  শিবগঞ্জেও জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহ্ মোহাম্মদ আবুল কালাম আজাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহদাৎ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা রোভার স্কাউটের সহসভাপতি রবিউল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শাহাদাত ও উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক সামিউল আলমসহ অন্যরা। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য উপজেলার বিভিন্ন এলাকায় ২২ জনকে নতুন ভোটারের ছবি তোলাসহ বিভিন্ন সেবা দেওয়া হয়।

গাজায় ত্রাণ বন্ধ করলো ইসরায়েল

গাজায় ত্রাণ বন্ধ করলো ইসরায়েল ফিলিস্তিনের গাজায় সব ধরনের মানবিক ত্রাণের প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। গাজায় ইসরায়েল-হামাসের প্রথম ধাপের যুদ্ধবিরতির মেয়াদ শেষে এমন পদক্ষেপ নিয়েছে দেশটি। খবর আল জাজিরার। এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি প্রথম ধাপের মেয়াদ শেষ হওয়ার পর আলোচনা চালিয়ে যেতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত উইটকফ একটি প্রস্তাব দিয়েছেন। ইসরায়েল ওই প্রস্তাবে সম্মত হয়েছে। তবে হামাস এই প্রস্তাব মানতে রাজি হয়নি। বিবৃতিতে আরো বলা হয়, “এই পরিস্থিতির আলোকে প্রধানমন্ত্রী নেতানিয়াহু আজ সকালে গাজা উপত্যকায় সবধরনের পণ্য প্রবেশ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।” ১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া ৪২ দিনের যুদ্ধবিরতির প্রথম ধাপ শনিবার দিবাগত রাত ১২টায় শেষ হয়। পূর্ব আলোচনা অনুযায়ী, প্রথম ধাপ শেষে দ্বিতীয় ধাপ বাস্তবায়ন হবার কথা ছিল। দ্বিতীয় ধাপের মূল সুর ছিল বাকি জিম্মিদের মুক্তি এবং গাজায় স্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়ন। গত ছয় সপ্তাহজুড়ে দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা, দরকষাকষি ও বাস্তবায়নের দাবি জানিয়ে এসেছে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস। কিন্তু ইসরায়েলের অসহযোগিতামূলক আচরণে তা আলোর মুখ দেখেনি। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের পরিবর্তে প্রথম ধাপের মেয়াদ বাড়ানোর মডেল নিয়ে আসেন। এই প্রস্তাব মতে, এপ্রিলের মধ্যভাগ পর্যন্ত সাত দিন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে এবং এই সময়ের মধ্যে বাকি সব ইসরায়েলি জিম্মি মুক্তি পাবেন। তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এটি প্রত্যাখান করেছে। তাদের দাবি, সাময়িক যুদ্ধবিরতি নয়, হতে হবে স্থায়ী সমাধান। এক বিবৃতিতে হামাস বলেছে, গাজায় মানবিক সহায়তা বন্ধে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সিদ্ধান্ত ‘সস্তা ব্ল্যাকমেইল’। নেতানিয়াহু যুদ্ধবিরতি চুক্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলেও হামাস দাবি করেছে। হামাস আরো জানায়, ইসরায়েলের পদক্ষেপ ‘যুদ্ধাপরাধ  এবং চুক্তির বিরুদ্ধে একটি স্পষ্ট ‘আক্রমণ’। গাজায় ইসরায়েলের এ ধরনের অনৈতিক সিদ্ধান্ত বন্ধে ব্যবস্থা নিতে মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে হামাস।

আজকে আমি কট খেয়েছি 

আজকে আমি কট খেয়েছি  রাজধানীতে ছিনতাইকারীর কবলে পড়েছেন অভিনেতা হারুন রশিদ বান্টি। শনিবার (১ মার্চ) রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে একথা জানান তিনি। ঘটনার বর্ণনা দিয়ে হারুন রশিদ বান্টি বলেন, “কাঞ্চন ৩০০ ফিট থেকে কুড়িল বিশ্বরোড রাত-বিরাতে সাবধানে। আজকে আমি কট খেয়েছি কাল আপনি খেতে পারেন। ওই রোডে রাতে সিএনজি স্টার্ট বন্ধ হলে ধরে নেবেন আপনি কট। যেমনটা আমার হয়েছে। শরীরের ওপর দিয়া যায় নাই টাকার উপর দিয়ে গেছে। নাটক করি বলে মোবাইলটা দিয়া গেছে। ধন্যবাদ ছিনতাইকারী ভাইয়েরা।” সহকর্মীদের সতর্ক করার উদ্দেশ্যে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন উল্লেখ করে অভিনেতা বলেন, “আমি স্ট্যাটাস দিয়েছি এই কারণে যে আমাদের মিডিয়ার ভাই-বোনরা কেউ যেন এই ভুলটা না করে।”

বাংলাদেশ-পাকিস্তান পরিত্যক্ত ম্যাচের টিকিটের মূল্য ফেরত দেবে পিসিবি

বাংলাদেশ-পাকিস্তান পরিত্যক্ত ম্যাচের টিকিটের মূল্য ফেরত দেবে পিসিবি চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। এরমধ্যে দু’টি ম্যাচের টিকিটের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবারের আসরে গত ২৫ ফেব্রুয়ারি ‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা, ২৭ ফেব্রুয়ারি ‘এ’ গ্রুপে বাংলাদেশ-পাকিস্তান এবং ২৮ ফেব্রুয়ারি ‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়। এরমধ্যে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে পিসিবি। কারন এই দু’ম্যাচ টস ছাড়াই পরিত্যক্ত হয়েছে। এই দু’টি ম্যাচ রাওয়ালপিন্ডিতে নির্ধারিত ছিল। আইসিসির নিয়ম অনুযায়ী, বৈশ্বিক আসরে কোন ম্যাচ বৃষ্টির কারণে টস ছাড়া পরিত্যক্ত হয়, তাহলে সেই ম্যাচের টিকিটের মূল্য ফেরত দেবে আয়োজকরা। এক বিবৃতিতে পিসিবি বলেছে, ‘রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে একটি বলও মাঠে গড়ানো ছাড়াই পরিত্যক্ত হওয়া দু’টি ম্যাচের টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে। ২৫ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা এবং ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ টস ছাড়াই পরিত্যক্ত হয়।’ ১০ থেকে ১৪ মার্চের মধ্যে টিকিটের টাকা ফেরত দেওয়া হবে। তবে হসপিটালিটি বক্স এবং পিসিবি গ্যালারির টিকিটের মূল্য ফেরত দেবে না পিসিবি।

আগামীকাল থেকে শুরু হচ্ছে ডিপিএল

আগামীকাল থেকে শুরু হচ্ছে ডিপিএল আগামীকাল তিন ভেন্যুতে তিনটি ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে লোভনীয় ক্রিকেট প্রতিযোগিতা ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তিন ভেন্যু- মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম (এসবিএনসিএস) এবং বিকেএসপি-৩ এবং ৪ নম্বর মাঠে লিগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এবারের লিগে ঢাকার মোট ১২টি ক্লাব অংশ নেবে। লিগের প্রথম দিন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড-অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, বিকেএসপি-৩ নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাব-গুলশান ক্রিকেট ক্লাব এবং বিকেএসপি-৪ নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব-রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের মুখোমুখি হবে। লিগ শুরুর আগে গতকাল ১২ দলের অধিনায়কের মিরপুর স্টেডিয়ামে ট্রফি উন্মোচন করা হয়। ডিপিএলকে বাংলাদেশ ক্রিকেটের মেরুদন্ড হিসেবে অভিহিত করে মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল বলেন, দেশের ঐতিহ্যবাহী এবং প্রাচীনতম এই লিগ দেশের প্রায় সকল ক্রিকেটারের রুটি-রুজি হিসেবে বিবেচিত। তামিম বলেন, ‘আমি সবসময় ডিপিএলকে আমাদের ক্রিকেটের মেরুদন্ড হিসেবে মনে করি। তাই  এটি আম্পায়ারিং হোক বা ক্রিকেট সকল দৃষ্টিকোণ থেকে আরেকটি সফল আসর হবে বলে আমি আশা করি।’ টি-স্পোর্টসে মোট ২৭টি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে। এর বাইরেও টি-স্পোর্টস ডিজিটালে ৮৩টি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি ৮ মে

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি ৮ মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা আবেদনের শুনানির জন্য আগামী ৮ মে দিন নির্ধারণ করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ আজ শুনানির এই দিন নির্ধারণ করেন। আদালতে এসময় রাষ্ট্র পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। রিভিউ আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস এবং আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এর আগে ত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে বিএনপি, জামায়াতে ইসলামী, পাঁচ বিশিষ্ট নাগরিক ও এক ব্যক্তিসহ মোট চারটি আবেদন করা হয়। একপর্যায়ে এসব আবেদন একসাথে শুনানির জন্য নির্ধারণ করেন সর্বোচ্চ আদালত। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয় ১৯৯৬ সালে। এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট এম সলিম উল্লাহসহ তিনজন আইনজীবী হাইকোর্টে রিট করেন। ২০১১ সালের ১০ মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে করা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে তা বাতিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ঘোষিত রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপসহ বেশ কিছু বিষয়ে আনা পঞ্চদশ সংশোধনী আইন ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাস হয়। এরপর ২০১১ সালের ৩ জুলাই এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। এদিকে গত ১৭ ডিসেম্বর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তি-সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করে রায় দেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একগুচ্ছ সিদ্ধান্ত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একগুচ্ছ সিদ্ধান্ত রাজধানী ঢাকাসহ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে বলেও জানানো হয়। আজ রোববার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো হচ্ছে ১. চিহ্নিত অপরাধী, সন্ত্রাসী এবং মাদক ও চোরা কারবারিদের ধরতে গত ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে বিশেষ অপারেশন শুরু হয়েছে। ২. পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল বাড়ানো ও দক্ষতার সঙ্গে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালনের জন্য পুলিশ, প্রশাসন, বিচার বিভাগ ও পাবলিক প্রসিকিউটরদের অংশগ্রহণে সারা দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্বসহ আইন প্রয়োগ’ বিষয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। ৩. পুলিশের বিভিন্ন ইউনিট প্রধান, উপ-পুলিশ কমিশনার, বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে নিয়োজিত ব্রিগেড প্রধান ও অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ প্রতিটি ঘটনার বিষয়ে গৃহীত সিদ্ধান্তের বিষয়ে গণমাধ্যমে ব্রিফ করা। ৪. রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশিচৌকি/চেকপোস্ট ও অপরাধপ্রবণ এলাকায় টহল সংখ্যা বাড়ানো হয়েছে। সেনাবাহিনী, পুলিশের বিভিন্ন ইউনিট ও বিজিবি’র সমন্বয়ে যৌথবাহিনী টার্গেট এলাকাসমূহে জোরদার অপারেশন পরিচালনা করছে। ৫. রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে নিয়মিত প্যাট্রলের পাশাপাশি নৌবাহিনী এবং কোস্টগার্ডের অতিরিক্ত প্যাট্রল নিয়োজিত করা হয়েছে। ৬. ছিনতাইকারী, ডাকাত, কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধপ্রবণ স্থানগুলোতে কম্বাইন্ড অভিযান পরিচালনা করে অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে। ৭. থানাভিত্তিক সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ করে ত্বরিত পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। ৮. ঢাকা শহরের আশপাশে বিশেষ করে টঙ্গী, বসিলা, কেরানীগঞ্জ, মুন্সীগঞ্জ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো হয়েছে। ৯. ডিএমপি’র পুলিশ সদস্য, বিজিবি, আনসার ও বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যদের জন্য মোটরসাইকেল ক্রয়ের পদক্ষেপ নেয়া হয়েছে যাতে করে তাৎক্ষণিকভাবে অলিগলিতে টহল দিয়ে অপরাধীদের ধরা সম্ভব হয়। ১০. মিথ্যা, গুজব ও প্রোপাগাণ্ডার বিপরীতে সত্য তথ্য প্রচারে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা। ১১. স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজিপি, ডিএমপি কমিশনারসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ভোর ও গভীর রাতে ঝটিকা সফরে থানা, চেকপোস্ট ও টহল কার্যক্রম পরিদর্শন ও মনিটরিং করছেন। ১২. স্বরাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যে দেশের সকল প্রশাসনিক বিভাগে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেছেন। ১৩. ঢাকা মেট্রোপলিটন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির কার্যকর উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে গঠিত বিভিন্ন চেকপোস্ট এবং টহল দলের রাত্রিকালীন কার্যক্রম মনিটরিং করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদেরকে নিয়মিত দায়িত্ব প্রদান করা হয়েছে। ১৪. মামলা যাচাই-বাছাই করে প্রকৃত অপরাধীদের শনাক্তকরণে জেলা ও মেট্রোপলিটন পর্যায়ে মামলা মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। এতে করে নিরপরাধ ব্যক্তিরা মামলার হয়রানি থেকে রেহাই পাচ্ছেন। ১৫. জুলাই বিপ্লবের শহীদ পরিবারের মামলাসমূহ নিয়মিতভাবে গুরুত্বের সঙ্গে মনিটরিং করা হচ্ছে যাতে প্রকৃত অপরাধীদের শনাক্তপূর্বক আইনের আওতায় নিয়ে আসা ও ন্যায়বিচার নিশ্চিত করা যায়। ১৬. আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রতিটি ঘটনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

নৃশংসতা নথিভুক্তির ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

স্বৈরাচারী শাসনামলের নৃশংসতা নথিভুক্তির ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শাসক শেখ হাসিনার শাসনামলে সংঘটিত সকল নৃশংসতার সঠিক নথিভুক্তির ওপর গুরুত্বারোপ করেছেন। এর মধ্যে শাপলা চত্বরে আন্দোলনকারীদের ওপর দমনপীড়ন, দেলোয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে রায় ঘোষণার পর আন্দোলনকারীদের ওপর পুলিশের নিষ্ঠুরতা এবং বছরের পর বছর ধরে ঘটে যাওয়া বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অন্তর্ভুক্ত রয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, ‘এই দেশে জনগণের বিরুদ্ধে সংঘটিত সকল নৃশংসতার যথাযথ নথিভুক্তির প্রয়োজনীয়তা রয়েছে। যদি এসব ঘটনার যথাযথ নথিভুক্তি না করা হয়, তাহলে সঠিক তথ্য জানা ও ন্যায়বিচার নিশ্চিত করা কঠিন হবে।’ আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস এবং জাতিসংঘ আবাসিক সমন্বয়কারীর দপ্তরের জ্যেষ্ঠ মানবাধিকার উপদেষ্টা হুমা খান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ বলেন। আবাসিক সমন্বয়কারী লুইস বলেন, ‘জনগণের ওপর ঘটে যাওয়া নৃশংসতার ঘটনাসমূহ যথাযথ অধিভুক্ত করতে জাতিসংঘ প্রযুক্তিগত সহায়তা প্রদান এবং এ বিষয়ে বাংলাদেশের মানুষের সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে। এটি এ ধরনের ঘটনা প্রতিরোধ এবং সত্য প্রতিষ্ঠার একটি প্রক্রিয়া।’ ২০২৪ সালের জুলাই ও আগস্টে আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিষয়ে অনুসন্ধানীমূলক প্রতিবেদন প্রকাশ করায় প্রধান উপদেষ্টা জাতিসংঘকে ধন্যবাদ জানায়। তিনি বলেন, ‘আমরা অত্যন্ত খুশি যে জাতিসংঘ মানবাধিকার লঙ্ঘনের ওপর প্রতিবেদন প্রকাশ করেছে। এটি প্রকাশ করা সহজ কাজ ছিল না, তবে যথা সময়ে এটি তারা প্রকাশ করেছে। আবাসিক সমন্বয়কারী লুইস প্রধান উপদেষ্টাকে জানান যে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফোলকার তুর্ক আগামী ৫ মার্চ জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ৫৫তম অধিবেশনে এই প্রতিবেদনের বিষয়ে সদস্য রাষ্ট্রগুলোকে ব্রিফ করবেন। আবাসিক সমন্বয়কারী আশা প্রকাশ করেন যে, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আসন্ন বাংলাদেশ সফরকালে রোহিঙ্গা সঙ্কটকে পুনরায় বৈশ্বিক মনোযোগে আনবেন, বিশেষ করে যখন এক্ষেত্রে আর্থিক সহায়তা হ্রাস পাচ্ছে। তিনি বলেন, ‘আমরা আর্থিক সহায়তা হ্রাস পাওয়ার বিষয়ে খুবই উদ্বিগ্ন।’ তিনি বলেন, প্রতি মাসে শুধুমাত্র রোহিঙ্গাদের খাদ্য সরবরাহ নিশ্চিত করতে ১৫ মিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন হয়, যা অন্যান্য মৌলিক চাহিদার সঙ্গে যুক্ত। জাতিসংঘের মহাসচিব গুতেরেস আগামী ১৩ থেকে ১৬ মার্চ বাংলাদেশ সফর করবেন।

চাঁপাইনবাবগঞ্জে পরিচ্ছন্নতা বিষয়ক স্বাস্থ্য সচেতনতামূলক বিশেষ কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জে পরিচ্ছন্নতা বিষয়ক স্বাস্থ্য সচেতনতামূলক বিশেষ কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে গার্ল ইন স্কাউটদের নিয়ে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ক স্বাস্থ্য সচেতনতামূলক বিশেষ কর্মশালা বুধবার অনুষ্ঠিত হয়েছে। শহরের হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মশালায় নারী শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা সম্পর্কে ধারণা দেন গাইনি বিশেষজ্ঞ ড. জান্নাতুল ফেরদৌস সোনিয়া। সুস্থ থাকতে, ব্যক্তিগত পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতাকে গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে গার্ল ইন স্কাউটের উপদল নেতা কোর্সের দ্বিতীয় দিনে এ বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন এসএমসির কর্মকর্তা মুহম্মদ হাবিবুর রহমান। এর আগে সকালে প্রার্থনা সংগীতের মধ্য দিয়ে শুরু হয় কোর্র্সের দ্বিতীয় দিনের কার্যক্রম। এতে দড়ির বিভিন্ন কাজ, প্রতিকূল পরিবেশে বিভিন্ন বাধা অতিক্রম করে এগিয়ে চলার কৌশল ও প্রাথমিক চিকিৎসায় করণীয় বিষয়ে হাতেকলমে জ্ঞান অর্জন করেন স্কাউট সদস্যরা। হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী উনাইশা মাহজুবা জানান, অনেক কিছুই জানতে পেরেছি। বয়ঃসন্ধিকালের পরিবর্তনসহ ব্যক্তিগত পরিচ্ছন্নতার বিষয়গুলো খুব সহজভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। এছাড়া আমরা স্কাউটিংয়ের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পেরেছি। হাতেকলমে এ শিক্ষা আমাদের আগামী দিনে নিজ নিজ দল পরিচালনার ক্ষেত্রে ভূমিকা রাখবে। ভোলাহাট উপজেলার বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ও ভোলাহাট মহানন্দা মুক্ত স্কাউট গ্রুপের সদস্য সাহিদা খাতুন বলেন, আজকে অনেক মজা হয়েছে, অনেক ভালো লেগেছে। অনেক কিছুই শিখতে পেরেছি। চাঁপাইনবাবগঞ্জের আলীনগর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ইসরাত জাহান জানান, আমরা ব্যক্তিগত পরিচ্ছন্নতার অনেক বিষয় জানতাম না। আজকের অনুষ্ঠানের মাধ্যমে জানতে পেরেছি। এর মাধ্যমে আমরা সবাই উপকৃত হবো। চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস সম্পাদক গোলাম রশিদ জানান, উপদল নেতা কোর্সসম্পন্নকারী স্কাউট সদস্যরা আগামীতে তাদের দল পরিচলনার দক্ষতা অর্জন করবে। যা গার্ল ইন স্কাউটের কার্যক্রমকে গতিশীল করতে ভূমিকা রাখবে।

চাঁপাইনবাবগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- এই প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে উদ্ভাবনী ধারণা উপস্থাপন আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ও সদর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে বুধবার দুপুর ১টায় উপজেলা পরিষদের হলরুমে এ উদ্ভাবনী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) মো. রেজাউল আলম সরকার। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তরিকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেনÑ সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষা শুধু চাকরি পাওয়ার জন্য নয়। শিক্ষা বহুমুখী জ্ঞান অর্জন করার জন্য। অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীদেরকে বহুমুখী শিক্ষায় শিক্ষিত হতে হবে, পাশাপাশি কারিগরি ও এরকম নতুন কিছু উদ্ভাবনী আবিষ্কার করতে হবে।