নৈশক্লাবের ছাদধসে মৃতের সংখ্যা বেড়ে ২২৬ জনে দাঁড়িয়েছে

নৈশক্লাবের ছাদধসে মৃতের সংখ্যা বেড়ে ২২৬ জনে দাঁড়িয়েছে ডোমিনিকান রিপাবলিকের একটি নাইটক্লাবের ছাদ ধসে নিহতের সংখ্যা বেড়ে ২২৬ জনে দাঁড়িয়েছে বলে কর্তৃপক্ষ শনিবার এ তথ্য জানিয়েছেন। সব নিহতের মৃতদেহ তাদের প্রিয়জনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন। গত মঙ্গলবার নৈশক্লাবে ছাদধসের এ দুর্ঘটনা ঘটে। ডোমিনিকান রিপাবলিকের রাজধানী সান্তো ডোমিঙ্গো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর আতাল্লাহ সাংবাদিকদের জানিয়েছেন, গত মঙ্গলবার ভোরে জেট সেট ক্লাবের ভেতরে এই দুর্ঘটনায় ২২১ জন নিহত এবং আরো চারজন হাসপাতালে মারা যায়। গতকাল শনিবার এক কোস্টারিকান নাগরিকের মৃত্যু হয়েছে। পরে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় এর ফলে মৃতের সংখ্যা ২২৬ জনে দাঁড়িয়েছে। যদিও আতাল্লাহ সতর্ক করেছিলেন যে অন্যান্য গুরুতরভাবে দগ্ধ ব্যক্তিরা এখনও হাসপাতালে তাদের জীবনের জন্য লড়াই করছেন। ক্লাবটিতে ঘটে যাওয়া এই বিপর্যয়, যা ক্যারিবীয় দেশটির কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ট্র্যাজেডি। মেরেঙ্গুয়ে গায়ক রুবি পেরেজকে দেখতে কয়েক’শ লোক জড়ো হয়েছিল। ৬৯ বছর বয়সী এই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। গত বৃহস্পতিবার জাতীয় থিয়েটারে তাকে শেষ বিদায় জানানো হয়। যেখানে প্রেসিডেন্ট লুইস আবিনাদার এবং গায়িকার মেয়ে জুলিঙ্কা উপস্থিত ছিলেন, যিনি এই দুর্যোগ থেকে বেঁচে যান। ২০০৫ সালে পূর্বাঞ্চলীয় শহর হিগুয়েতে এক কারাগারের অগ্নিকাণ্ডে নিহত ১৩৬ জন বন্দীর সংখ্যাকে ছাড়িয়েছে ছাদ ধসে মৃতের সংখ্যা। প্রেসিডেন্টের কার্যালয় আগে জানিয়েছিল যে নাইটক্লাবের ধ্বংসস্তূপ থেকে ১৮৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
আমরা সবাই এক পরিবারের সদস্য: প্রধান উপদেষ্টা

আমরা সবাই এক পরিবারের সদস্য: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস । ছবি : প্রধান উপদেষ্টার ফেসবুক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নানা মত, ধর্ম ও রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য। এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় ও সমতলের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী সবমিলিয়ে এদেশের মানুষের বিচিত্র ভাষা,সংস্কৃতি ও ঐতিহ্য । আজ রোববার ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে ‘সম্প্রীতি ভবন’- এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন। পহেলা বৈশাখকে সম্প্রীতির প্রতীক উল্লেখ করে ড. ইউনূস বলেন, ‘আগামীকাল পহেলা বৈশাখ, আমাদের সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রত্যেকে নিজ নিজ উপায়ে, নিজেদের রীতি অনুযায়ী আগামীকাল পহেলা বৈশাখ উদযাপন করবেন। সর্বজনীন এ উৎসবে অংশ নেবেন।’ তিনি বলেন, ঢাকার এই আন্তজার্তিক বৌদ্ধ বিহার বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির এক অন্যতম নিদর্শন। প্রতিষ্ঠার পর থেকে এটি বৌদ্ধ ধর্মাবলম্বীসহ বাংলাদেশের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অধ্যাপক ইউনূস বলেন, গৌতম বুদ্ধের অহিংসা ও সাম্যের বাণীর প্রতি শ্রদ্ধা রেখে বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং কারিগরি শিক্ষাসহ বিভিন্ন জনকল্যাণকর কর্মসূচি পালন করে আসছে এ বৌদ্ধ বিহার। আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের ‘সম্প্রীতি ভবন’ বাংলাদেশের সম্প্রীতি ও মানবতার ঐতিহ্যকে ধারণ করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে গৌরবময় ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। শিক্ষা বিস্তারে বৌদ্ধ বিহারগুলোর অবদানের কথা উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, অতি প্রাচীন সময় থেকেই এ অঞ্চলের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হয়েছিল এখানকার বৌদ্ধ বিহারগুলো। এগুলো আমাদের ঐতিহ্য ও সভ্যতার নির্দশন। পৃথিবীর দূর-দূরান্ত থেকে ভিক্ষু ও ছাত্ররা এ বিহারগুলোতে আসতেন। মহামানব বুদ্ধের শান্তি ও সম্প্রীতির বাণী বিশ্বে ছড়িয়ে দিতেন। শুধু ধর্মীয় আচার ও শিক্ষা নয়, সমাজে জনকল্যাণকর কর্মসূচিরও কেন্দ্র ছিল এদেশের বৌদ্ধ বিহারগুলো। মহামানব গৌতম বুদ্ধ বিশ্বমানবতার কল্যাণে সম্প্রীতি ও সাম্যের বাণী প্রচার করে গেছেন উল্লেখ করে তিনি বলেন, মহামানব বুদ্ধ বলেছেন, শান্তি, সুখ থেকে আমরা কাউকে বঞ্চিত করতে পারি না; এমনকি ক্ষুদ্র জীবকেও। এদেশের বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্কর একজন বিশ্ববরেণ্য জ্ঞানী। মহামানব বুদ্ধের বাণী তিনি বহন করে নিয়েছিলেন সেই মহাচীনের তিব্বতে। চীনে এখনো তাঁকে সর্বোচ্চ মর্যাদায় শ্রদ্ধা জানানো হয়। বৌদ্ধ ধর্মের নির্দশন, স্থাপনা, ঐতিহ্য ও পণ্ডিতগণ মানব সভ্যতার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন। ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের স্থাপনা ও সামগ্রিক পরিবেশের ভূয়সী প্রশংসা করে সরকার প্রধান বলেন, ‘যেটুকু আজ এখানে দেখলাম, তা হৃদয়গ্রাহী ও আবেগ আপ্লুত করে। কাজেই এটা কেবল বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় স্থান হলে, তা হবে খণ্ডিত একটা বিষয়। বরং হতে হবে দেশের সব জনগোষ্ঠির ইতিহাসের অংশ, এখানে যেন এই প্রজন্মের সব ছেলেমেয়েরা আসে, সেই ব্যবস্থা থাকতে হবে।’ আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবন স্থাপনকে মহান কৃতিত্বের কাজ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘সেনাবাহিনীর যেসব সদস্য এই কাজের সঙ্গে সম্পৃক্ত আছেন, তাঁরা মহান কৃতিত্বের কাজ করছেন। এটি সম্মানেরও ব্যাপার।’ তিনি সম্প্রীতি ভবন স্থাপনের সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা এমন কৃতিত্বের সঙ্গে স্থাপনের কাজ শেষ করবেন, যাতে যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকতে পারেন। পরবর্তী প্রজন্ম যেন আপনাদের নির্মাণ শৈলীর প্রশংসা করে।’ বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন আয়েজিত ‘সম্প্রীতি ভবন’ ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম খালিদ হোসেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া বক্তব্য রাখেন।
১৬ দিনের ব্যবধানে মিয়ানমারে আবারও ভূমিকম্প

১৬ দিনের ব্যবধানে মিয়ানমারে আবারও ভূমিকম্প গত ২৮ মার্চের পর মিয়ানমারে আবারও আঘাত হেনেছে মধ্যম শক্তির এক ভূমিকম্প। রোববার (১৩ এপ্রিল) সকালে দেশটির মধ্যাঞ্চলের ছোট শহর মেইকতিলার কাছে ভূমিকম্পটির উৎপত্তি হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস)। মাত্র ১৬ দিন আগেই ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্পে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় মিয়ানমারের মান্দালয় প্রদেশ। সেই ক্ষয়ক্ষতি এখনো কাটিয়ে উঠতে পারেনি দেশটি। এরই মধ্যে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে আবারও কেঁপে উঠল দেশটির বিভিন্ন অঞ্চল। সবশেষ তথ্য অনুযায়ী, ২৮ মার্চের ভূমিকম্পে ৩ হাজার ৬৪৯ জন মারা গেছেন দেশটিতে। এছাড়া, আহত হয়েছেন আরও ৫ হাজার ১৮ জন। মিয়ানমারের আবহাওয়া বিভাগ জানিয়েছে, রোববারের ভূমিকম্পটি মান্দালয় থেকে ৯৭ কিলোমিটার দূরের ওন্ডউইনে মাটির ২০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। ওন্ডউইনের বাসিন্দারা বার্তাসংস্থা এপিকে জানিয়েছেন, কম্পনের মাত্রা এতটাই বেশি ছিল যে অনেকে বাড়ি থেকে বের হয়ে যান। এই ভূমিকম্পে কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, রাজধানী নেপিদো থেকে এক ব্যক্তি ফোনে এপিকে জানিয়েছেন, তারা সেখানে কোনো ধরনের কম্পন টের পাননি। পাঁচ বছর ধরে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। এর মধ্যে আবার আঘাত হেনেছে ভূমিকম্প, যা সেখানকার পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যা আরও খারাপ হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্প মিয়ানমারের খাদ্য উৎপাদনে ব্যাপক প্রভাব ফেলেছে। এছাড়া সেখানে মেডিকেল ইমার্জেন্সি ঘোষণা করা হতে পারে। কারণ, ভূমিকম্পে আক্রান্ত স্থানগুলোর প্রায় সব হাসপাতাল, ক্লিনিক ধ্বংস হয়ে গেছে। অবশ্য, নতুন ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
৩৩ শতাংশ বাড়ানো হয়েছে শিল্পখাতে গ্যাসের দাম

৩৩ শতাংশ বাড়ানো হয়েছে শিল্পখাতে গ্যাসের দাম শিল্পখাতে গ্যাসের দাম ৩৩ শতাংশ বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রোববার (১৩ এপ্রিল) বিকেলে আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় বিইআরসি। সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, শিল্প গ্রাহকদের প্রতি ঘনমিটার গ্যাসের বিল ৩০ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে। ক্যাপটিভে গ্যাসের দাম ৩০ দশমিক ৫০ টাকা থেকে বেড়ে ৪২ টাকা হয়েছে। নতুন শিল্পের পাশাপাশি এখন যারা অনুমোদিত লোডের বেশি গ্যাস ব্যবহার করছেন, সেসব শিল্প প্রতিষ্ঠানকেও ৩০ টাকার পরিবর্তে ৪০ টাকা দরে বিল দিতে হবে। নতুন এই দর চলতি এপ্রিল মাসের বিল থেকেই কার্যকর হবে বলে জানান জালাল আহমেদ। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য মিজানুর রহমান, সদস্য সৈয়দা সুলতানা রাজিয়া, আব্দুর রাজ্জাক ও শাহীদ সারোয়ার।
যুক্তরাষ্ট্রের খাদ্য সহায়তা হ্রাসে দুর্ভিক্ষের মুখে কোটি আফগান : জাতিসংঘ

যুক্তরাষ্ট্রের খাদ্য সহায়তা হ্রাসে দুর্ভিক্ষের মুখে কোটি আফগান : জাতিসংঘ আফগানিস্তানে মার্কিন খাদ্য সহায়তা হ্রাস ব্যাপক খাদ্যসংকটকে আরও ঘনীভূত করতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। সংস্থাটি জানিয়েছে, বর্তমানে তাদের সক্ষমতা মাত্র অর্ধেক প্রয়োজনীয় মানুষের কাছে পৌঁছাতে পারছে, তাও অর্ধেক রেশন দিয়ে। এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডব্লিউএফপির ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর মুটিনতা চিমুকা জানান, আফগানিস্তান বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মানবিক সংকটে রয়েছে। তিনি দাতাদের প্রতি সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। কাবুল থেকে এএফপি জানায়, জাতিসংঘের হিসাবে, ৪ কোটি ৫০ লাখ জনসংখ্যার এক-তৃতীয়াংশ খাদ্য সহায়তার ওপর নির্ভরশীল। এর মধ্যে ৩১ লাখ মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে। চিমুকা বলেন, ‘আমাদের হাতে যে সামান্য সংস্থান রয়েছে, তাতে সারা বছরজুড়ে মাত্র ৮ মিলিয়ন মানুষকে সহায়তা দেওয়া সম্ভব হবে। তাও যদি আমরা অন্যান্য উৎস থেকে প্রত্যাশিত সহায়তা পুরোপুরি পাই।’ তিনি জানান, সংস্থাটি আগে থেকেই অর্ধেক রেশন বিতরণ করছে, যাতে স্বল্প সম্পদে বেশি মানুষের কাছে পৌঁছানো যায়। ‘সাধারণত এই সময়ে ২০ লাখ মানুষকে দুর্ভিক্ষ প্রতিরোধে সহায়তা করা হয়। এটা বিশাল এক সংখ্যা, যা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন।’ এ বছর বৈশ্বিকভাবে ডব্লিউএফপির তহবিল ৪০ শতাংশ কমে গেছে। আফগানিস্তানের জন্য সহায়তাও বিগত বছরগুলোতে হ্রাস পেয়েছে। ফলে দৈনিক ন্যূনতম ২,১০০ কিলোক্যালোরি পূরণের জন্য নির্ধারিত পূর্ণ রেশনও অর্ধেক করে দিতে বাধ্য হয়েছে সংস্থাটি। ‘এটা খুবই মৌলিক সহায়তা, কিন্তু জীবন রক্ষার জন্য অত্যাবশ্যক, ‘বলেন চিমুকা। বিশ্বসম্প্রদায়ের উচিত এমন একটি সহায়তা নিশ্চিত করা।’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরপরই তিন মাসের জন্য সব বিদেশি সহায়তা স্থগিত করে নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। জরুরি খাদ্য সহায়তা এর আওতার বাইরে থাকার কথা থাকলেও সম্প্রতি ডব্লিউএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ১৪টি দেশে এই সহায়তা কেটে দিচ্ছে, যার মধ্যে আফগানিস্তানও রয়েছে। এটি কার্যকর হলে তা ‘কোটিরও বেশি মানুষের জন্য মৃত্যুদণ্ড’ হবে বলে আখ্যায়িত করেছে সংস্থাটি। পরবর্তীতে যুক্তরাষ্ট্র ছয়টি দেশের জন্য সহায়তা পুনর্বহাল করলেও তালেবান-শাসিত আফগানিস্তান সে তালিকায় ছিল ন। চিমুকা বলেন, ‘যদি বাড়তি তহবিল না আসে, তাহলে হয়তো আমাদের বলতে হবে—আমরা আপনাদের আর সহায়তা দিতে পারছি না। তখন তারা কীভাবে বাঁচবে?’ তিনি বলেন, আফগানিস্তানে দারিদ্র্য ও বেকারত্ব চরমে। পাকিস্তান থেকে বহু আফগান শরণার্থী ফিরিয়ে আনা হচ্ছে, যাদের বাড়িঘর বা প্রয়োজনীয় সম্পদ কিছুই নেই। আফগানিস্তানে জাতিসংঘ সহায়তা মিশন (ইউএনএএমএ) এ সপ্তাহে আন্তর্জাতিক দাতাদের দেশটিকে সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, ২০২৫ সালে ২ কোটি ২৯ লাখ মানুষ মানবিক সহায়তার প্রয়োজনীয়তায় রয়েছে। আফগানিস্তানে জাতিসংঘের আবাসিক ও মানবিক সমন্বয়ক ইন্দ্রিকা রত্নায়েক এক বিবৃতিতে বলেন, ‘যদি আমরা আফগান জনগণকে দারিদ্র্য ও দুর্ভোগের চক্র থেকে বের করে আনতে চাই, তবে তাৎক্ষণিক সহায়তার পাশাপাশি দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা ও সহনশীলতার ভিত্তি তৈরির কাজও চালিয়ে যেতে হবে।’ বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানে আন্তর্জাতিক সহায়তা কমে গেলে আঞ্চলিক অভিবাসন বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। উল্লেখ্য, জার্মানি ও ব্রিটেনসহ অন্যান্য দেশও তাদের বৈদেশিক সহায়তা বাজেট কাটছাঁট করেছে। তবে যুক্তরাষ্ট্রের কাটছাঁট সবচেয়ে বেশি। পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, গত অর্থবছরে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে বিশ্ব খাদ্য কর্মসূচিকে ২৮ কোটি ডলার দিয়েছে, যা সবচেয়ে বড় অনুদান ছিল। ডব্লিউএফপি ছাড়াও আফগানিস্তানে কাজ করা অন্যান্য জাতিসংঘ সংস্থা, স্থানীয় ও আন্তর্জাতিক এনজিওগুলোও অর্থ সংকটে পড়েছে, কেউ কেউ এমনকি, কাজ বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। এছাড়া, জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) সঙ্গে আফগানিস্তানে পরিচালিত দুটি কর্মসূচিও বন্ধ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই সংস্থা যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবার প্রসারে কাজ করত। কৃষিভিত্তিক জীবনধারার ওপর নির্ভরশীল আফগান জনগণের প্রায় ৮০ শতাংশই এই সংকটে আক্রান্ত হচ্ছে, বিশেষ করে অপুষ্টি প্রতিরোধ ও কৃষিভিত্তিক সহায়তামূলক প্রকল্পগুলোতে।
মার্কিন চলচ্চিত্র আমদানি কমাবে চীন

মার্কিন চলচ্চিত্র আমদানি কমাবে চীন যুক্তরাষ্ট্র থেকে চলচ্চিত্র আমদানি ‘পরিমিতভাবে’ কমানোর ঘোষণা দিয়েছে চীন। আমদানি পণ্যে উচ্চমাত্রায় শুল্ক আরোপ নিয়ে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশের টানাপোড়েনের মধ্যে বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছে চীনের চলচ্চিত্র প্রশাসন। বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। চীনের চলচ্চিত্র প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়েছে, চীনের ওপর মার্কিন সরকারের নির্বিচারে শুল্ক আরোপের ভুল পদক্ষেপ আমেরিকান চলচ্চিত্রের ওপর আমাদের দর্শকদের অনুকূল আবেগ আরো হ্রাস করতে বাধ্য। আমরা বাজারে নীতি অনুসরণ করব। দর্শকদের পছন্দকে সম্মান করব এবং মার্কিন চলচ্চিত্র আমদানি পরিমিতভাবে কমানো হবে।’
জয়ের ধারা অব্যাহত রাখতে কাল আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ

জয়ের ধারা অব্যাহত রাখতে কাল আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ রেকর্ড জয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে যাত্রা শুরু করে বাংলাদেশ। জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে আগামীকাল লিগ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে টাইগ্রেসরা। পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় মাঠে নামবে নিগার সুলতানার দল। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ১৭৮ রানের বড় ব্যবধানে হারায় থাইল্যান্ড নারী দলকে। ওয়ানডে ইতিহাসে রান বিবেচনায় এটিই সবচেয়ে বড় জয় টাইগ্রেসদের। এছাড়াও থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচে বহু রেকর্ডের জন্ম দেয় বাংলাদেশ। নিজেদের ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় রান, দেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এবং দলের দুই স্পিনার মিলে প্রতিপক্ষের ১০ উইকেট শিকার করেন। টস হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৩ উইকেটে ২৭১ রান করে বাংলাদেশ। ফারজানা হক ৫৩ ও শারমিন আকতার ৯৪ রানে অপরাজিত থাকেন। চার নম্বরে ব্যাট হাতে নেমে ৭৮ বলে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির স্বাদ নেন নিগার। বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির নয়া রেকর্ড গড়েন তিনি। শেষ পর্যন্ত ৮০ বল খেলে ১৫টি চার ও ১টি ছক্কায় ১০১ রান করেন নিগার। অধিনায়ক নিগারের সেঞ্চুরিতে ৫০ ওভারে ৩ উইকেটে ২৭১ রান করে বাংলাদেশ। ওয়ানডে ফরম্যাটে এটিই বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রান। এরপর বল হাতে থাইল্যান্ডকে ২৮.৫ ওভারে ৯৩ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ বোলাররা। ফাহিমা খাতুন ২১ রানে এবং জান্নাতুল ফেদৌস ৭ রান খরচায় নেন ৫ উইকেট নেন। নারী ওয়ানডেতে একই ইনিংসে দুই বোলারের ৫ উইকেট নেওয়ার ঘটনা এটিই প্রথম। দারুন জয়ে বাছাই পর্ব শুরু করতে পেরে খুশি বাংলাদেশ দলনেতা নিগার। তিনি বলেন, ‘টুর্নামেন্টের প্রথম ম্যাচেই জয়। দলের জন্য অবদান রাখতে পেরে অনেক ভালো লাগছে। আশা করি, দলের পারফরমেন্স অব্যাহত থাকবে। জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নামব আমরা।’ বাছাই পর্বের শুরুটা ভালো হয়নি আয়ারল্যান্ডের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তানের কাছে ৩৮ রানে হারে তারা। প্রথমে ব্যাট করে ২১৭ রানে গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে সব উইকেট হারিয়ে ১৭৯ রানের বেশি তুলতে পারেনি আইরিশরা।
সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার

সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার আগামী ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ শনিবার ঐকমত্য কমিশনের দুই সদস্যের সঙ্গে বৈঠকে এই তাগিদ দেন তিনি। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ এবং সদস্য ড. বদিউল আলম মজুমদার। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দার এ সময় উপস্থিত ছিলেন। বৈঠকে অধ্যাপক আলী রীয়াজ ও ড. বদিউল আলম মজুমদার জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে কমিশনের চেয়ারম্যানকে অবহিত করেন। তারা জানান যে বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশসমূহ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে পৃথকভাবে আলোচনা চলমান রয়েছে। শনিবার পর্যন্ত মোট ৮টি দলের সাথে আলোচনা সম্পন্ন হয়েছে। আগামী বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাথে আলোচনার কথা রয়েছে। তারা আরও জানান যে সংস্কার কার্যক্রমের বিষয়ে জনমত যাচাই এবং সে বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ সময় প্রধান উপদেষ্টা এবং কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য নিয়ে রাজনৈতিক দলের সাথে আলোচনা তথা সামগ্রিক সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেয়ার তাগিদ দেন।
ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সভাপতি হলেন ইঞ্জিনিয়ার নূরুল

ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সভাপতি হলেন ইঞ্জিনিয়ার নূরুল চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, ঢাকার ২০২৫-২০২৮ মেয়াদের নির্বাহী কমিটির সভাপতি পদে ইঞ্জিনিয়ার মো. নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট দেলওয়ার হোসেন নির্বাচিত হয়েছেন। শনিবার সমিতির অ্যাডহক কমিটি ও নির্বাচন পরিচালনা কমিটির যৌথ সভায় এ ফলাফল ঘোষণা করা হয়। অ্যাডহক কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. মশিউর রহমান ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. খায়রুল আনাম ফলাফল ঘোষণা করেন। পরে নবনির্বাচিত কমিটির নিকট দায়িত্বভার হস্তান্তর করেন। নির্বাহী কমিটির নির্বাচিত অন্য সদস্যরা হলেন— সহসভাপতি ফিরোজ আহম্মেদ ও ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম; সহসাধারণ সম্পাদক ফুরকান হাবিব; কোষাধ্যক্ষ মো. ইসমাইল হক; সাংগঠনিক সম্পাদক মো. সারিউল ইসলাম রাজু (সদর), মেজর (অব.) মো. আমিরুল ইসলাম (শিবগঞ্জ), মোহা. আবুল কালাম আজাদ (ভোলাহাট), মো. মশিদুল হক (নাচোল) ও মো. কামরুল হাসান (গোমস্তাপুর); প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জহিরুল ইসলাম; ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জিয়াউল হক সবুজ, শিক্ষা ও ছাত্রবিষয়ক সম্পাদক প্রকৌশলী শামিম আহমেদ; সমাজকল্যাণ সম্পাদক মো. আনারুল ইসলাম; মহিলা বিষয়ক সম্পাদক মোসা. রেবেকা সুলতানা ও দপ্তর সম্পাদক সৈয়দ নাজমুল ইসলাম মানিক। এছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন— মো. আবুল কালাম আজাদ, মো. দুরুল হুদা, আব্দুল কাদের, আনোয়ারুল শোয়েব, মো. শফিকুল ইসলাম, সারিউল ইসলাম, মো. শহিদুল ইসলাম, মো. মইফুল ইসলাম, মোহাম্মদ আশফাকুল আশেকীন, মো. মাহ্্ফুজ আলম, আনোয়ারুল ইসলাম মাসুম ও অ্যাড. ইব্রাহিম খলিল।
চাঁপাইনবাবগঞ্জে শিশু সুরক্ষা ও সংহিসতা প্রতিরোধে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপনী

চাঁপাইনবাবগঞ্জে শিশু সুরক্ষা ও সংহিসতা প্রতিরোধে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপনী চাঁপাইনবাবগঞ্জে শিশুর সুরক্ষা, সংহিসতা প্রতিরোধ ও মোকাবিলার জন্যে বিশেষ কৌশল হিসেবে ধর্মীয় নেতাদের মতামত ও প্রশিক্ষণ বিষয়ক ১০-১২ এপ্রিল পর্যন্ত ৩ দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে, এসএসবিসি প্রকল্পের সহায়তায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এই কর্মসূচির আয়োজন করে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আওতায় আয়োজিত কর্মশালায় অংশগ্রহণ করেন স্থানীয় ধর্মীয় নেতারা। অনুষ্ঠানে ইমাম আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালা পরিচালিত হয়। প্রশিক্ষণে ধর্মীয় নেতাদের বাল্য বিয়ে নিরোধ আইন, কারণ ও প্রতিরোধ, বন্ধে অভিভাবক ও ধর্মীয় নেতাদের করণীয় শীর্ষক আলোচনা করেন, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার নারী ও শিশু কর্মকর্তা রোকসি খানম, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মুফতী মো. আবদুল হানিফ কাদের ও ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আতাউর রহমান এবং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের ব্যবস্থাপক উত্তম মন্ডল, আবদুর রহিমসহ অন্যান্যরা। প্রশিক্ষণে বক্তারা বাল্যবিয়ে ও শিশুর প্রতি সংহিসতা বন্ধে সচেতনতামূলক কার্যক্রম আরো জোরদার করার আহ্বান জানান। এই সময়ে ধর্মীয় নেতাদের বাল্য বিয়ে নিরোধ আইন, কারণ ও প্রতিরোধ, বন্ধে অভিভাবক ও ধর্মীয় নেতাদের করণীয় শীর্ষক আলোচনা ও মতামত গ্রহণ করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় ২০ জন ইমাম ও পুরোহিত অংশগ্রহণ করেন এবং প্রত্যেকে নিজ নিজ গ্রাম ও ওয়ার্ডকে বাল্যবিবাহ মুক্ত করার কর্মপরিকল্পনা গ্রহণ করেন।