অনলাইন জুয়া বন্ধে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

অনলাইন জুয়া বন্ধে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের অনলাইন জুয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্লাটফর্মে এর প্রচার-প্রচারণা বন্ধের স্থায়ী সমাধান বের করতে সাত সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসির) চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক (আইজি) এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)’র প্রধানের প্রতি এই নির্দেশ দেওয়া হয়েছে। কমিটি গঠনের ৯০ দিনের মধ্যে আদালতে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটিকে। এ সংক্রান্ত এক রিটে প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজী এর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ রুলসহ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহিন এম রহমান। আদেশের বিষয়ে এই আইনজীবী বলেন, ‘যে সাতজনকে বিবাদী করা হয়েছিল রিটে, তাঁদের প্রত্যেকের দপ্তরের একজন করে মোট সাতজন প্রতিনিধির সমন্বয়ে কমিটি গঠন করতে বলা হয়েছে। কমিটি গঠনের পর বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে ৯০ দিনের মধ্যে এই কমিটিকে আদালতে প্রতিবেদন দিতে হবে।’ গণমাধ্যমের অনলাইন প্লাটফর্ম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইন জুয়ার বিজ্ঞাপন প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে গত ১৬ এপ্রিল রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিম রাফিদ। অনলাইন জুয়ার বিজ্ঞাপন নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে তিনি এই রিটটি করেন। রিটে বলা হয়, অনলাইন জুয়ার বিস্তার রোধে বিবাদীদের নিষ্ক্রিয়তা সংবিধান পরিপন্থি, প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭ এবং ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশ, ১৯৭৬ এর ৯২ ধারার লঙ্ঘন এবং একই সঙ্গে তা জনস্বার্থের পরিপন্থি।
নিয়োগের দীর্ঘসূত্রিতা ও অনিয়ম দূর করতে দুটি পিএসসি করার সিদ্ধান্ত

নিয়োগের দীর্ঘসূত্রিতা ও অনিয়ম দূর করতে দুটি পিএসসি করার সিদ্ধান্ত সরকারি নিয়োগে দীর্ঘসূত্রিতা ও অনিয়ম দূর করতে দুটি পিএসসি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সরকারি নিয়োগে দীর্ঘসূত্রিতা ও অনিয়ম দূর করতে দুটি পিএসসি গঠনের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। আজ বিকেলে দেয়া এক ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান। পোস্টে তিনি লিখেছেন, পিএসসি নিয়ে সর্বশেষ ক্যাবিনেট মিটিংয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দীর্ঘসূত্রিতা, অনিয়ম এসব বিষয়ে আলোচনার পর সরকার দুটি পিএসসি করার সিদ্ধান্ত নিয়েছে। পোস্টে চাকরিপ্রত্যাশীদের আন্দোলন নিয়ে উপদেষ্টা আসিফ লিখেন, ‘আন্দোলন শুরু হওয়ার পরপরই যারা দায়িত্বে আছেন, তাদের কাছে ছাত্রদের দাবিগুলো পৌঁছে দিয়েছি। গত সোমবার আন্দোলনকারীদের একটা টিমের সঙ্গে বসার কথা থাকলেও দুঃখজনকভাবে সেটা হয়ে ওঠেনি। তবে ছাত্রদের দাবিগুলো আমার পক্ষ থেকে কনসার্ন অথরিটিকে বারবার পাঠানো হয়েছে।’ উপদেষ্টা আরও লিখেছেন, বেকারত্ব নিরসনে এখন পর্যন্ত একক মন্ত্রণালয় হিসেবে পুলিশের পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় থেকে সর্বোচ্চ নিয়োগ বিজ্ঞপ্তি গিয়েছে এবং নিয়োগ প্রক্রিয়া চলমান। সামনের কয়েক মাসে আরও অন্তত ১০ হাজার নিয়োগ হবে। পিএসসির বিষয়ে সিদ্ধান্ত নেয়ার অথবা ডিক্টেট করার অথরিটি আমার নেই। আমার দিক থেকে যতটা সম্ভব করছি, সামনেও করে যাব, ইনশাআল্লাহ। উপদেষ্টা আসিফ বলেন, যত কাজই থাকুক না কেন; ছাত্রদের বিষয়গুলো সবসময়ই আমার জন্য প্রথম প্রায়োরিটি থাকে। কুয়েটেও আন্দোলন চরম পর্যায়ে আসার প্রায় ১০ দিন আগেই কুয়েটের একটা প্রতিনিধিদল বাসায় এসেছিল। তাদের দাবি, স্মারকলিপিটি পরদিনই শিক্ষা উপদেষ্টার হাতে নিজে গিয়ে পৌঁছে দিয়েছি। নিয়মিত আপডেট রেখেছি, দাবি মেনে নেয়ার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার চেষ্টা করেছি। ফেসবুকে না বললেই যে কাজ হচ্ছে না, এটা ধরে নেয়া উচিত না।
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। রবিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এই আদেশ দেন। দণ্ডিত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের কোদালকাটি রোডপাড়ার নজরুল ইসলামের ছেলে ফারুক হোসেন (৩৫)। মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ জানান, ২০২২ সালের ১৯ ডিসেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলী মধ্যচর এলাকায় ফারুকের বাড়িতে বিক্রয়ের উদ্দেশ্যে মাদক মজুত রয়েছে। এরপর র্যাবের একটি দল দিবাগত রাত সোয়া ১টার দিকে ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় বিশেষ কায়দায় মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ১ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ ফারুককে আটক করে র্যাব। ওই দিন র্যাবের এসআই মো. শাহজাহান আলী বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এসআই আকতারুজ্জামান তদন্ত শেষে ফারুককে অভিযুক্ত করে ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার শুনানি শেষে আদালত এই দণ্ড দেন।
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির পৃথক অভিযানে গাঁজাসহ দুজন আটক

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির পৃথক অভিযানে গাঁজাসহ দুজন আটক চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে ডিএনসি। আটক দুজন হলেন- মোসা. রিমা (২৭) ও মো. রুবেল হোসেন (২৬)। পৃথক অভিযানে গাঁজাসহ এ দুজনকে আটক করা হয়। ১১ কেজি গাঁজাসহ আটক আটক রিমা জেলা শহরের স্বর্ণকারপট্টির মো. রবিউল ইসলাম এর স্ত্রী। গত শনিবার রাত ৮টার দিকে তাকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সদস্যরা তাকে আটক করেন। তবে রিমার স্বামী রবিউল ইসলাম পালিয়ে যায়। ডিএনসি জেলা কার্যালয়ের পরিদর্শক ইলিয়াস হোসেন জানান, ডিএনসির উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের নেতৃত্বে একটি বিশেষ টিম জেলাশহরের পুরাতন বাজার স্বর্ণকারপট্টি এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এসময় ১১ কেজি গাঁজাসহ একাধিক মামলার আসামি রিমাকে আটক করা হয়। তবে তার স্বামী রবিউল ইসলাম পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা হতে গাঁজা নিয়ে চাঁপাইনবাবগঞ্জে আসেন এবং বিশেষ কৌশলে পানিভর্তি ড্রাম ও বালতির মধ্যে গাঁজাগুলো লুকিয়ে রাখেন। অপর এক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম বাজার দরগাপাড়ার মৃত আনু মিয়ার ছেলে মো. রুবেল হোসেনকে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। শনিবার বিকেলে তাকে আমনুরা থেকে আটক করা হয়। আটক দুজনের বিরুদ্ধে পরিদর্শক মো. ইলিয়াস হোসেন তালুকদার ও উপপরিদর্শক খোন্দকার সুজাত আলী বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।
চাঁপাইনবাবগঞ্জে ডিপ্লোমা নার্সিং কোর্সকে স্নাতক সমমানের দাবিতে সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জে ডিপ্লোমা নার্সিং কোর্সকে স্নাতক সমমানের দাবিতে সমাবেশ চাঁপাইনবাবগঞ্জে মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক (পাস) কোর্সের সমমানের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা শহরের বাতেন খাঁর মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. মাসিদুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী রিফাত, সদস্য সচিব শাওয়াল আলী, সদস্য মাকসুদা খাতুন, সুমাইয়া আক্তার, সীমাসহ নার্সিং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা যথাযথ কর্তৃপক্ষ এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, আমাদের যৌক্তিক দাবি মেনে নিন। আমরা রাস্তায় নয়, কর্মস্থলে থাকতে চাই। তারা নার্সিং ডিপ্লোমা কোর্সকে স্নাতক (পাস কোর্স) সমমান দেওয়ার দাবি জানান। দাবি পূরণ না হলে ক্লাস বর্জনসহ আরো কঠোর আন্দোলন কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা। বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।
প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিতে দরকার টেকসই ব্যবস্থাপনা

প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিতে দরকার টেকসই ব্যবস্থাপনা আয়ক্ষয় রোধের মাধ্যমে দারিদ্র্য পরিস্থিতির উন্নয়নে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার প্রসারের ওপর গুরুত্বারোপ করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলেছেন, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য প্রয়োজন কার্যকর, টেকসই ব্যবস্থাপনা। স্বাস্থ্য সংক্রান্ত ব্যয় নির্বাহের চাপ মানুষের দারিদ্র্য নিরসনের অন্যতম প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন তারা। রবিবার রাজধানীর পিকেএসএফ ভবনে আয়োজিত ‘টেকসই স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়নে করণীয়’ শীর্ষক এক অনুষ্ঠানে এ অভিমত ব্যক্ত করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। সভায় জাতীয় পর্যায়ের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের প্রতিনিধি, সহযোগী সংস্থার নির্বাহী পরিচালক ও পিকেএসএফ’র ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। পিকেএসএফ’র ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের বলেন, “পিকেএসএফ টেকসইভাবে মানুষের আয়বৃদ্ধির মাধ্যমে দারিদ্র্য নিরসন এবং দারিদ্র্য-পরবর্তী উন্নয়নকে প্রাধান্য দেয়। কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তার চিকিৎসা ব্যয় মেটাতে মানুষের নিজের পকেট থেকে যে পরিমাণ ব্যয় করতে হয়, তা তাদের আয়ক্ষয়ের অন্যতম প্রধান কারণ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় দেশব্যাপী প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ করতে হবে। এ লক্ষে পিকেএসএফ পূর্ববর্তী বিভিন্ন কর্মসূচি ও প্রকল্পের আওতায় বাস্তবায়িত স্বাস্ব্যসেবা সংক্রান্ত কাজের অভিজ্ঞতার আলোকে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রম ঢেলে সাজানোর পরিকল্পনা করেছে। এরই অংশ হিসেবে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে।” স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সদস্য ড. আহমেদ এহসানূর রহমান বলেন, “স্বাস্থ্যসেবাকে রাজনৈতিক অঙ্গীকারের অংশ করতে হবে। প্রাথমিক স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। সরকারকে আইন প্রণয়ন করে এ অধিকার নিশ্চিত করতে হবে। আইনে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে রাষ্ট্র নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কী ভূমিকা নেবে।” ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ বলেন, “বর্তমানে তিন বছরের শিশুও স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছে; ৩০-৩৫ বছর বয়সী মানুষ ডায়াবেটিসে ভুগছে; এগুলো জনস্বাস্থ্যের জন্য অশনিসংকেত। এর জন্য দায়ী অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, জীবনাচরণ এবং মাদকের অপব্যবহার। এ সমস্যা সমাধানে স্কুলভিত্তিক সচেতনতামূলক প্রচার কার্যক্রম জরুরি, যা দীর্ঘমেয়াদে স্বাস্থ্যবান্ধব সমাজ গঠনে সহায়ক হবে।” ওয়াটারএইড’র আঞ্চলিক পরিচালক ড. খায়রুল ইসলাম বলেন, “বিপর্যয় সৃষ্টিকারী অসুস্থতা দরিদ্র মানুষকে আবারো দারিদ্র্যের চক্রে ফেলে দেয়। বর্তমানে বাংলাদেশে ব্যক্তিগত খরচে স্বাস্থ্যব্যয়ের হার ৭৩ শতাংশ, যা তাদের দারিদ্র্য নিরসনে বড় বাধা।” আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের সভাপতি ডা. মোহাম্মদ আব্দুস সবুর বলেন, “সঠিক জীবনাচরণ, স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ এবং পরিবেশবান্ধব আবাসন নিশ্চিতের মাধ্যমে প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা সম্ভব, যা আমাদের বিপর্যয় সৃষ্টিকারী রোগব্যাধি থেকে সুরক্ষিত রাখবে।” সভায় পিকেএসএফ’র স্বাস্থ্য ও পুষ্টি সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি, সাফল্য ও চ্যালেঞ্জ তুলে ধরা হয়। উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতার আলোকে কার্যকর সুপারিশ তুলে ধরেন। অনুষ্ঠানে আরো বক্তব্য দেনÑ বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের সভাপতি ড. এস. কে. রয়, সাজেদা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহেদা ফিজ্জা কবির এবং সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেসের (সিদীপ) নির্বাহী পরিচালক মিফতা নাইম হুদা।
চাঁপাইনবাবগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীর গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীর গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার গোমস্তাপুর উপজেলা থেকে আজমাইল হোসেন নামে এক তরুণের গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় ও পরিবার সূত্র এবং পুলিশ জানায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে পার্বতীপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মাধাইপুর গ্রামে নিজ বাড়ির ষ্টোরঘরের সিলিং ফ্যানের সাথে ফাঁস দেয়া অবস্থায় আজমাইলকে ঝুলতে দেখে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে ওই গ্রামের মনিরুল ইসলামের ছেলে এবং গোমস্তাপুরের রহনপুর পিএম কলেজ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিল। পরিবারের বরাতে পুলিশ জানায়, ঘটনার সময় বাড়িতে আজমাইল ছাড়া কেউ ছিল না। বাড়ির প্রধান গেট ভেতর থেকে আটকানো ছিল। পরিবারের সদস্যরা বাড়ি এসে আজমাইলকে ডেকে না পেয়ে বিকল্প উপয়ে বাড়িতে প্রবেশ করে ষ্টোরঘরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) রইস উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে আজমাইল আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এর কারণ এখনো জানা যায় নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
নাচোলে স্বেচ্ছাসেবী সংগঠনের মাসিক সভা

নাচোলে স্বেচ্ছাসেবী সংগঠনের মাসিক সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলের নেজামপুর ইউনিয়নের রাওতাড়ায় ইলা মিত্র মঠ প্রাঙ্গণে স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ জনকল্যাণ’র মাসিক সভা ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় বাংলাদেশ জনকল্যাণের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এসব কর্মসূচির আয়োজন করে। আয়োজনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জনকল্যাণের সভাপতি বদরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন— সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, মাদকবিরোধী প্রচারকারী সাংবাদিক শাহারিয়া শাহাদাৎ, সমাজসেবক হক সাহেব, সদস্য রাফিউল ইসলাম আরো অনেকে। এ সময় সংগঠনের সদস্যরা সমাজসেবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের যুবসমাজকে রক্ষা করতে হলে আর আমাদের সুস্থ থাকতে হলে অবশ্যই মাদককে না বলতে হবে। এছাড়া কোনো বাল্যবিয়ে হতে দেওয়া যাবে না। এতে আমাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে এগিয়ে যাবে। মাতৃমৃত্যু হার কমাতে হলে অবশ্যই বাল্যবিয়ে বন্ধ করতে হবে।
ইসলামপুরে তিন শতাধিক গরু-ছাগলের ফ্রি চিকিৎসা

ইসলামপুরে তিন শতাধিক গরু-ছাগলের ফ্রি চিকিৎসা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের খড়িতলা বাররশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার শতাধিক খামারির তিন শতাধিক গরু ও ছাগলকে ফ্রি চিকিৎসা দেয়া হয়েছে। বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৫ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ ভেটেরিনারি অ্যাসোসিয়েশন এই ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করে। পাশাপাশি বিনামূল্যে কৃমিনাশক, রুচিবর্ধক ওষুধ বিতরণ করা হয়। রেনাটা ও এসকেএফ ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় আয়োজিত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. রাজিন বিন রেজাউল, সাধারণ সম্পাদক ডা. মীম ওবাইদুল্লাহ, সহসভাপতি ডা. আব্দুল্লাহ আল মামুন, সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রক্সিসহ ডা. মাহমুদুল হাসান, ডা. নিয়ামত আলী, মো. মেহেদি হাসান ও মো. সাব্বির রেজা।
চাঁপাইনবাবগঞ্জের মাটিতে সন্ত্রাসীদের জায়গা হবে না : সুধী সমাবেশে রাজশাহী রেঞ্জের ডিআইজি

চাঁপাইনবাবগঞ্জের মাটিতে সন্ত্রাসীদের জায়গা হবে না : সুধী সমাবেশে রাজশাহী রেঞ্জের ডিআইজি বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান সুধীজনদের উদ্দেশ্যে বলেছেন, আপনাদের এখানে (চাঁপাইনবাবগঞ্জে) যেসব সন্ত্রাসীরা রয়েছে, তাদের আশ্রয়-প্রশয় দিয়েন না। আপনারা যদি আপনাদের সমর্থন প্রত্যাহার করেন, তাহলে এই মাটিতে সন্ত্রাসীদের জায়গা হবে না। আমরা চাই, এখানে উপস্থিত সব দলের সমর্থন ও সহযোগিতা। এরই মধ্যে আপনারা সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন। সেটা অটুট রাখেন। দেখেন আমরা কি করি। শনিবার বিকেলে শহরের শহীদ সাটু কমপ্লেক্স অডিটোরিয়ামে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, আপনারা বলেন, পুলিশ জনগণের বন্ধু। কিন্তু আমি বলব, পুলিশ ভালো মানুষের বন্ধু। আর অপরাধী ও সন্ত্রাসীদের জম। তিনি বলেন— আইনের শাসন প্রতিষ্ঠা হলে সমাজে শান্তি আসবে। সর্বোপরি সমাজে শান্তি আসলে রাষ্ট্রে শান্তি আসবে। আমরা চাই নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে। যে সমাজে সকল অংশীজনের সহযোগিতায় মানুষের জীবন ও সম্পদের সুরক্ষায় মানবাধিকার নিশ্চিত হবে এবং অন্তর্ভুক্তিমূলক দেশ গঠনে সহায়তা করবে। এটাই হচ্ছে আমাদের (পুলিশের) কাজ। আমরা চাই পেশাদার পুলিশ। সেই লক্ষে আমরা কাজ করছি। আসামি গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন— আপনারাই বলছেন, ফ্যাসিস্ট সরকারের আমলে পুলিশ তুলে নিয়ে গেছে। এখন যদি আবার আমরা সেই কাজটি করি, তাহলে আগের পুলিশের থেকে আমাদের পার্থক্য থাকবে কি? তাই আমরা কিছু প্রসিডিওর মেনে কাজ করার চেষ্টা করছি। আসেন না, আপনারা আমাদের সাথে থাকেন, দেখেন কী করতে পারি। মোহাম্মদ শাহজাহান বলেন— প্রতিটি নাগরিকের সাংবিধানিক দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব যদি সঠিকভাবে পালন করা হয়, তাহলে সমাজ থেকে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু আমরা তা মানতে চাই না। আইন না মানার যে সংস্কৃতি তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কিশোর গ্যাং প্রসঙ্গে তিনি বলেন— আমরা কিশোর গ্যাংয়ের সদস্যদের ধরি। তারপর বড়ভাইয়ের ফোন আসে, তারপর আরো বড়ভাইয়ের ফোন আসে। কাজেই তারা ছাড়া পেয়ে যায়। তবে আপনারা পুলিশকে সহযোগিতা করলে আমি কথা দিচ্ছি— এখন থেকে আর কোনো কিশোর গ্যাং মাথাচাড়া দিতে পারবে না। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর, মাদককারবারী, সন্ত্রাসী, কিশোর গ্যাংসহ সকল প্রকার অপরাধ দমনে পুলিশকে সহযোগিতার অনুরোধ জানান রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সুধীজনদের মধ্যে বক্তব্য দেন— জেলা জামায়াতের আমির মো. আবুজার গিফারী, নায়েবে আমির সাবেক এমপি মো. লতিফুর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুখলেশুর রহমান, সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলাম তসি, সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি খাইরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য ইসমাইল বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সভাপতি জহিরুল হক বুলু বিশ্বাস, বিএনপি নেতা রফিকুল ইসলাম বুলবুল, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাহিম, সাব্বির আহমেদ, মোত্তাসিন বিশ্বাস, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জিসহ অন্যরা। অনুষ্ঠানে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবুল কালাম সাহিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাতসহ জেলা পুলিশের সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।