মেয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক কিশোর গ্রেপ্তার

মেয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক কিশোর গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৭ বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় দশম শ্রেণীতে পড়ুয়া এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে গোবরাতলা ইউনিয়নের পলশা গ্রামে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, খাবার লোভ দেখিয়ে শিশুটিকে নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে ওই কিশোর। এ সময় বাড়ির লোকজন ও প্রতিবেশীরা ঘটনাটি টের পান। পরে ঘটনাটি সংশ্লিস্ট ইউপি সদস্যের মধ্যস্থতায় ওইদিনই স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলে তা ব্যর্থ হয়। পরে আজ সকালে এ ঘটনায় শিশুর মা ওই কিশোর এবং তার বাবাকে আসামী করে সদর থানায় মামলা করেন। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার পর পুলিশ ওই কিশোরকে গ্রেপ্তার করে দুপুরে আদালতে পাঠায়। শিশুটির মেডিক্যাল টেষ্ট সম্পন্ন হয়েছে। আদালতে শিশুর ২২ ধারায় জবানবন্দী গ্রহণের জন্য আবেদন করা হয়েছে এবং মামলার তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।

চাঁপাইনবাবঞ্জে গণশিক্ষা কার্যক্রম পূনরায় চালুর দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবঞ্জে গণশিক্ষা কার্যক্রম পূনরায় চালুর দাবিতে মানববন্ধন   চাঁপাইনবাবঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের আওতাধীন নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি ৮ম পর্যায়ে পূণরায় চালুর দাবিতে এবং উর্ধতণ কর্তৃপক্ষের আশ্বাসে চলমান প্রকল্প সংশ্লিস্ট শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের জানুয়ারী’২৫ থেকে প্রাপ্য বেতনÑভাতা পরিশোধসহ ৫ দফা দাবিতে মানববন্ধন এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করা হয়েছে। আজ সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গোমস্তাপুরে বজ্রপাতে নিহত কৃষককে আর্থিক সহায়তা প্রদান

গোমস্তাপুরে বজ্রপাতে নিহত কৃষককে আর্থিক সহায়তা প্রদান গোমস্তাপুরে বজ্রপাতে শাহাবুদ্দিন ওরফে ওজকার নামে এক কৃষক নিহত হয়েছে। গতকাল রাত ৮ টার দিকে ঝড়বৃষ্টি হওয়ার সময় সন্তেষপুর গ্রাম সংলগ্ন বিলের খোলারট্যাক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শাহাবুদ্দিন উপজেলার আলিনগর ইউনিয়নের কামাত সন্তেষপুর গ্রামের বাসিন্দা তাজামুল হকের ছেলে। ওই সময় তিনি পাওয়ার টিলারে করে ধান নিয়ে এলাকায় ফিরছিল। এদিকে আজ সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি নিহতের স্ত্রীর হাতে নগদ ১০ হাজার টাকা প্রদান করেন। এ সময় বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

মোশাররফ করিমের সঙ্গী ৮ নায়িকা

মোশাররফ করিমের সঙ্গী ৮ নায়িকা অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’ শিগগির মুক্তি পাবে ওটিটি প্লাটফর্ম হইচই-তে। কমেডি ঘরানার এই সিরিজের প্রধান চরিত্রে রয়েছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তার সঙ্গে থাকছেন একঝাঁক তারকা অভিনেত্রী— তানজিকা আমিন, রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, জুই করিম, ফারহানা হামিদ, নতুন মুখ অদিতি এবং বৃষ্টি। নিজের চরিত্র নিয়ে মোশাররফ করিম বলেন, “দুর্দান্ত গল্প ও চরিত্রের কারণেই এই সিরিজে যুক্ত হয়েছি। তাছাড়া অমিতাভ রেজার সঙ্গে বড় পরিসরে এটাই আমার প্রথম কাজ।” নতুন মোশাররফ করিমকে দেখা যাবে সিরিজটিতে। এই অভিনেতা বলেন, “দর্শক ‘বোহেমিয়ান ঘোড়া’তে সম্পূর্ণ নতুন কিছু পাবেন। এই সিরিজে রুনা খান গরম মেজাজের ও আত্মবিশ্বাসী এক ভিন্নধর্মী নারীর চরিত্রে অভিনয় করেছেন।” এছাড়া তানজিকা আমিন, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, জুই করিম এবং ফারহানা হামিদও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্র রূপায়ন করেছেন। অদিতি ও বৃষ্টি এ সিরিজের মাধ্যমে ওটিটিতে পা রাখবেন। পরিচালক অমিতাভ রেজা চৌধুরী বলেন, “সবার জন্য এটি ছিল দুর্দান্ত এক জার্নি। এখন শুধু অপেক্ষা হইচইয়ের দর্শকের কাছে আমাদের ‘বোহেমিয়ান ঘোড়া’ পৌঁছানোর। এই সিরিজে আব্বাস (মোশাররফ করিম) কীভাবে ভালোবাসা, প্রত্যাশা আর সন্দেহ একসঙ্গে সামলান, সেই কৌতুকপূর্ণ জটিলতা তুলে ধরা হয়েছে। সঙ্গে রয়েছে নানা ধরনের রোড অ্যাডভেঞ্চার।”

ভারত-পাকিস্তানকে ট্রাম্পের নতুন প্রস্তাব

ভারত-পাকিস্তানকে ট্রাম্পের নতুন প্রস্তাব পেহেলগাম ইস্যুতে টানা ১৯ দিনের উত্তেজনা ও শেষ চার দিনের সংঘাতের পর যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত-পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই শনিবার (১০ মে) সন্ধ্যায় প্রথমে যুদ্ধবিরতির কথা জানান। পরে দুই দেশের পক্ষ থেকেই বিষয়টি নিশ্চিত করা হয়। যুদ্ধবিরতির ২৪ ঘণ্টা না যেতেই এবার ভারত-পাকিস্তানকে নতুন প্রস্তাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট। রোববার (১১ মে) নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, আগ্রাসন যে থামানো উচিত, সেটি দুই দেশের নেতারা বুঝতে পারায় আমি গর্বিত। ‘এই সংঘর্ষে অনেক নিরীহ মানুষের মৃত্যু হতে পারত। কিন্তু যেভাবে দুই দেশ এগিয়ে এসে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, তা প্রশংসার যোগ্য। দুদেশের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যে ভূমিকা নিয়েছে, তার জন্যও আমি গর্বিত।’ পোস্টে মার্কিন প্রেসিডেন্ট কয়েক দশক ধরে চলা কাশ্মীর সমস্যা মেটাতে দুই দেশের সঙ্গে কাজ করার প্রস্তাব দেন। তিনি আরও লিখেছেন, এই সমস্যার সমাধানের যাতে একটি রাস্তা বেরিয়ে আসে, তার জন্য ভারত-পাকিস্তান দু‌দেশের সঙ্গেই কাজ করতে আমি আগ্রহী। তবে, কাশ্মীর সমস্যা সমাধানে ট্রাম্পের এই প্রস্তাবে ভারত ও পাকিস্তান আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

শ্রীলঙ্কায় বাস খাদে পড়ে নিহত ২১

শ্রীলঙ্কায় বাস খাদে পড়ে নিহত ২১ শ্রীলঙ্কায় তীর্থযাত্রীবাহী একটি বাস গভীর খাদে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির জ্যেষ্ঠ পরিবহন কর্মকর্তারা। রোববার (১১ মে) ভোরে দক্ষিণাঞ্চলের তীর্থস্থান কাটারাগামা থেকে মধ্যাঞ্চলের কুরুনেগালা শহরের দিকে যাত্রাকালে এ দুর্ঘটনা ঘটে। দুই শহরের দূরত্ব প্রায় ২৫০ কিলোমিটার। দেশটির মধ্যাঞ্চলের পার্বত্য এলাকা কোটমালের মধ্য দিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়। বাসটিতে ৭০ জনের বেশি যাত্রী ছিল, যা ধারণক্ষমতার চেয়ে অন্তত ২০ জন বেশি। ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, বাসটির ছাদ এবং পাশের অংশ ছিঁড়ে গেছে, বেশির ভাগ আসন মেঝে থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং বাসটি উল্টে একটি চা-বাগানে গিয়ে পড়েছে। স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানান, দুর্ঘটনার কারণ হিসেবে যান্ত্রিক ত্রুটি কিংবা চালকের ঘুমিয়ে পড়ার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বাসটি সরকার মালিকানাধীন ছিল। পরিবহন উপমন্ত্রী প্রসন্ন গুনাসেনা জানান, আহতদের দ্রুত দুটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের শনাক্তের কাজ চলছে। তিনি বলেন, স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে সহায়তা না করলে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারত। একজন বেঁচে যাওয়া যাত্রী জানান, তিনি সামনের দিকে বসা ছিলেন এবং সামান্য আহত হয়ে প্রাণে বেঁচে গেছেন। স্থানীয় সাংবাদিকদের তিনি বলেন, বাসটি বাঁদিকে হেলে ছিল, একটি মোড় পার হওয়ার সময়ই চালক নিয়ন্ত্রণ হারান। শ্রীলঙ্কায় প্রতিবছর গড়ে ৩ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। রোববারের এ দুর্ঘটনাকে দেশটির সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ভয়াবহ সড়ক দুর্ঘটনা হিসেবে উল্লেখ করা হচ্ছে। এর আগে, ২০০৫ সালের এপ্রিল মাসে পোলগাহাওয়েলায় একটি বাস রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে সংঘর্ষে ৩৭ জন যাত্রী নিহত হন। ২০২১ সালের মার্চে পাসারায় আরেকটি বাস খাদে পড়ে চালকসহ ১৩ জন নিহত হন। সেই দুর্ঘটনাস্থলও রোববারের ঘটনাস্থল থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে। এই ধরনের দুর্ঘটনা শ্রীলঙ্কার দুর্গম ও আঁকাবাঁকা সড়কগুলোর ঝুঁকিপূর্ণ অবস্থার বিষয়টি আরও একবার সামনে এনে দিয়েছে।

ভুটানকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ভুটানকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে নজড়কাড়া পারফরম্যান্সে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ দল। ভারতের অরুণাচল প্রদেশের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে আজ রোববার (১১ মে) ‘এ’ গ্রুপের নিজেদের শেষ ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে শেষ চারে পা রেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথম ম্যাচে মালদ্বীপের সঙ্গে ২-২ গোলের ড্র করায় আজকের ম্যাচটি ছিল কার্যত বাঁচা-মরার। জয় না পেলে তাকিয়ে থাকতে হতো গ্রুপের বাকি ম্যাচের ফলাফলের দিকে। তবে কোনো জটিল সমীকরণের অপেক্ষা না রেখে মাঠেই নিজেদের কাজ সেরে ফেলেছে বাংলাদেশ।    

গোমস্তাপুরে কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে ধান কাটা-মাড়াইয়ের উদ্বোধন

গোমস্তাপুরে কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে ধান কাটা-মাড়াইয়ের উদ্বোধন   চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সমলয় পদ্ধতিতে চাষাবাদকৃত জমির বোরো ধান কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে কাটা-মাড়াইয়ের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর ব্লকের রাইহো গ্রামের একটি ক্ষেতে এই ধান কাটার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। এ উপলক্ষে একই স্থানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাঠ দিবস অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. ইয়াছিন আলী। অন্য অতিথিদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, কৃষক ইমরুল কায়েশ বক্তৃতা করেন। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জেসমিন আকতার লাবনী, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলামসহ উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা ও অন্য কৃষকরা। উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার বলেন, উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর ব্লকের রাইহো গ্রাম এলাকায় ৫৫ জন কৃষককে নিয়ে ৫০ একর জমিতে প্রথমবারের মতো সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষাবাদ করা হয়েছে। ওই জমিতে প্রদর্শনী হিসেবে উচ্চ ফলনশীল জাত ব্রি ধান-৮৮ রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে রোপণ করা হয়েছিল। এখন কম্বাইন হারভেস্টারের মাধ্যমে তা কাটা-মাড়াই শুরু হলো। তিনি আশা করছেন, এবার বাম্পার ফলন হবে। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ বলেন, চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য আম, আমের পাশাপাশি ধানের উৎপাদন ভালো হয়। ভালো উৎপাদনের ফলে দেশের অন্যান্য এলাকায় চাহিদা মিটিয়ে থাকে এই অঞ্চলের ধান। আমরা দেখলাম, কীভাবে যান্ত্রিক পদ্ধতিতে ধান কর্তন করা হয়। এর আগে যান্ত্রিক পদ্ধতিতে চারা রোপণ করা হয়েছিল। এগুলো আসলেই প্রদর্শনী। আপনাদের দেখানো ও জানানো। আপনাদের উদ্বুদ্ধ করানো হলো এই কর্মসূচির মাধ্যমে। তিনি বলেন, যদি আগের পদ্ধতিতে শ্রমিককে টাকা দিয়ে ধান কাটতেন, তাহলে একদিনে কতটুকু ধান কর্তন করতে পারতেন। এই পার্থক্যটা কতটুকু, চোখের সামনে দেখতে পাচ্ছেন। কৃষি কর্মকর্তা বলে গেছেন, ২ থেকে ৩ বিঘা জমি কর্তন করতে দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগতে পারে। এতে আপনারা উৎসাহী হন। সময়, শ্রমিক কম লাগছে। আমরা যদি সমলয় পদ্ধতি ব্যবহার করতে পারি, তাহলে সবুজ বিপ্লব বাস্তবায়ন ঘটানো সম্ভব। এর আগে জেলা প্রশাসক গোমস্তাপুর ইউনিয়নে ভার্মি কম্পোস্ট প্ল্যান্ট (জৈব সার তৈরি) ও রহনপুর ইউনিয়নের বংপুরে পলিনেট হাউস পরিদর্শন এবং পার্বতীপুর ইউনিয়নের এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পুষ্টি বাগানের উদ্বোধন করেন।

প্রফেসর এলতাসউদ্দিন আর নেই

প্রফেসর এলতাসউদ্দিন আর নেই দেশের প্রথিতযশা শিক্ষাবিদ, গবেষক, লেখক প্রফেসর মুহম্মদ এলতাসউদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার বেলা ১২টা ৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। মরহুমের ইচ্ছে অনুযায়ী গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চাঁদলাই গ্রামে বাবার কবরের পাশে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে। মরহুমের ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ডিপার্টেমেন্টের প্রফেসর মো. আফজাল হোসাইন জানান, আজ রবিবার বাদ এশার বনানী চেয়ারম্যানবাড়ী জামে মসজিদে প্রথম জানাজা, আগামীকাল সোমবার সকাল ৯টায় রাজশাহী টিটি কলেজ মসজিদে দ্বিতীয় জানাজা এবং চাঁপাইনবাবগঞ্জস্থ চাঁদলাই গ্রামে বড় মসজিদ প্রাঙ্গণে বাদ জোহর তৃতীয় জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হবে। ১৯৩১ সালে চাঁপাইনবাবগঞ্জ শহরের চাঁদলাই গ্রামে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন এলতাসউদ্দিন। তাঁর পিতা এসাহাক মন্ডল ও মা আফরোজা বেগম। ১৯৪৮ সালে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় প্রথম বিভাগে প্রথম হন তিনি।

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ধানকাটা শ্রমিকের মৃত্যু 

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ধানকাটা শ্রমিকের মৃত্যু  চাঁপাইনবাবগঞ্জে রবিবার বজ্রপাতে মো. কাইমুল (৫৫) নামের এক ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের সাতনইল উত্তর ভবানীপুর মহল্লার সাইফুদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বুলনপুর এলাকায় সকালে অন্যের জমিতে ধান কাটতে যান কাইমুল। বিকেল সাড়ে ৩টার দিকে জমিতে থাকা অবস্থায় বজ্রপাতে আহত হলে স্থানীয় লোকজন ও পরিবারের স্বজনরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ভিকটিম কাইমুলকে মৃত ঘোষণা করেন। এই তথ্য নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ মো. মদিবুর রহমান বলেন- আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।