চাঁপাইনবাবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা, নসিমন চালক নিহত

চাঁপাইনবাবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা, নসিমন চালক নিহত চাঁপাইনবাবগঞ্জে একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিলে মমিন (৩৬) নামে নসিমন চালক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মমিন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহিপুর ভাটোপাড়া গ্রামের তোতার ছেলে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, ভোরে মহিপুর থেকে আম নিয়ে চাঁপাইনবাবগঞ্জ শহরে আসার পথে নয়াগোলা মোড়ে নসিমনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন মমিন। ফলে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা লাগে। এতে নসিমন চালক মমিন গুরুতর আহত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।

নাচোলে শিক্ষকদের কর্মবিরতি

নাচোলে শিক্ষকদের কর্মবিরতি চাঁপাইনবাবগঞ্জের নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা মঙ্গলবার কর্মবিরতি করেছেন। সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত এ কর্মবিরতি করেন তারা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাউকে দায়িত্ব না দিয়ে এক সপ্তাহের ছুটিতে যাওয়ার প্রতিবাদে এ কর্মবিরতি বলে জানা গেছে। সকাল ১০টার দিকে সরেজমিন স্কুলে গিয়ে অফিসকক্ষে শিক্ষকদের বসে সময় পার করতে দেখা গেছে। এ বিষয়ে জ্যেষ্ঠ শিক্ষক আনিকুল ইসলাম জানান, সম্প্রতি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাইরুল ইসলামের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে এলাকার সুধীজন ও প্রাক্তন শিক্ষার্থীরা জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিস, উপজেলা নির্বাহী অফিসার ও দুদক বরাবর স্মারকলিপি দিয়েছে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে দুদক ও শিক্ষা অফিসের তদন্ত কাজ চলমান রয়েছে। কিন্তু এরই মধ্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়ম না মেনে কাউকে দায়িত্ব না দিয়েই ১৮ মে থেকে এক সপ্তাহের ছুটিতে বাইরে রয়েছেন। তিনি আরো বলেন, এদিকে গত ১৯ মে এসএসসির পাবলিক পরীক্ষার ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বোর্ডে খাতা পাঠানোর জন্য কেন্দ্র সচিবের বিভিন্ন স্থানে স্বাক্ষর দিয়ে পাঠাতে হবে। কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। এতে করে শিক্ষকরা পড়েছেন বিপাকে। কর্মবিরতি চলবে কিনা এ বিষয়ে আনিকুল ইসলাম জানান, এখনো সিদ্ধান্ত হয়নি। আগামীকাল (আজ বুধবার) স্কুলে গিয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এ বিষয়ে পরিচালনা কমিটির সভাপতি দুরুল হোদা জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাইরুল ইসলামের বিরুদ্ধে শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের আনীত অভিযোগগুলো তদন্ত চলমান রয়েছে। তবে তার অসুস্থতাজনিত মানবিক কারণে এক সপ্তাহের ছুটি দেয়া হয়েছে। তবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ছুটিকালীন কাউকে দায়িত্ব দেয়ার বিষয়টি এড়িয়ে যান সভাপতি। এছাড়া শিক্ষকদের কর্মবিরতির বিষয়টিও তিনি জানেন না বলে জানান। এদিকে মাধ্যমিক শিক্ষা অফিসের দায়িত্বে থাকা মোস্তাফিজুর রহমান জানান, আমার কাছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাইরুল ইসলামের ছুটির একটি আবেদন এসেছে। তবে সে আবেদনে দায়িত্বরত কোনো শিক্ষকের নাম নেই। তিনি বলেন, শিক্ষকদের কর্মবিরতির বিষয়টি জানার চেষ্টা করবেন। উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাইরুল ইসলামের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, প্রশাসনিক ও অর্থনৈতিক দুর্নীতির আনীত অভিযোগগুলো দুদক ও শিক্ষা অফিসের তদন্ত টিম কার্যক্রম পরিচালনা করছে। তবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়মবহির্ভূতভাবে ছুটি নিয়ে বাইরে রয়েছেন। এছাড়া শিক্ষকদের কর্মবিরতির বিষয়টি শিক্ষা অফিসকে অবহিত করা হয়েছে। তারা তদন্তসাপেক্ষে ব্যবস্থা নিবে।

চাঁপাইনবাবগঞ্জে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী

চাঁপাইনবাবগঞ্জে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ‘জ্ঞান বিজ্ঞানে করব জয়, সেরা হবো বিশ্বময়’- এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা শেষ হয়েছে। মঙ্গলবার পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই মেলা শেষ হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন- নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল আওয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইকতেখারুল ইসলাম, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার রুবিনা আনিস। সমাপনী দিনে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নবাবগঞ্জ সরকারি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক হাসনেয়াতুন নেসা। আলোচনা শেষে বিজয়ী শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। দুই দিনব্যাপী মেলায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫ উপজেলার ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উদ্ভাবকরা অংশ নিয়েছেন। যেখানে স্ব স্ব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত ধারণা নিয়ে হাজির হয়েছিলেন।

শিবগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

শিবগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ডে  ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক অনুদানের চেক প্রদান করেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৬টি পরিবারকে সাড়ে ৭ হাজার টাকা করে মোট ১ লাখ ২০ হাজার টাকা ও পানিতে ডুবে নিহত দুজনের পরিবারকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকার চেক দেয়া হয়। চেক বিতরণকালে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মিজানুর রহমান, দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম আজম, কানসাট ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য মো. ইমরান আলী।

বাকি ১৫৫ টাকা; পরিশোধ করতে বলায় দোকানিকে পিটিয়ে হত্যা : আসামীর যাবজ্জীবন

বাকি ১৫৫ টাকা; পরিশোধ করতে বলায় দোকানিকে পিটিয়ে হত্যা : আসামীর যাবজ্জীবন চাঁপাইনবাবঞ্জে পিটিয়ে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় নুর আমিন নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড, পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয়মাস কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ দুপুর ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মিজানুর রহমান একমাত্র আসামীর উপস্থিতিতে সাজা ঘোষনা করেন। নিহত রমজান চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের রাজারামপুর মিস্ত্রীপাড়া মহল্লার তৈমুর রহমানের ছেলে। অপরদিকে দন্ডিত নুর আমিন একই মহল্লার আব্দুস সাত্তারের ছেলে। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওদুদ জানান, ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারী সন্ধ্যায় রমাজনের বাড়ি সংলগ্ন ভাজা-পোড়ার দোকানের সামনে দিয়ে যাচ্ছিলেন নুর আমিন। এ সময় রমজান তাঁকে ডেকে দোকানে বাকী থাকা ১৫৫ টাকা পরিশোধের জন্য বলেন। এনিয়ে কথাকাটাটির একপর্যায়ে নুর আমিন দোকনের রুটি বেলার কাঠের বেলনা দিয়ে রমজানের মাথায় আঘাত করেন। দ্রুত তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহী যাবার পর রাত সোয়া ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রমজান আলী। এ ঘটনায় পরদিন ২৮ ফেব্রুয়ারী তাঁর স্ত্রী সুমাইয়া খাতুন একমাত্র নুর আমিনকে আসামী করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করেন। ১৯ জনের সাক্ষ্য, প্রমাণ এবং শুনানী শেষে আদালত নুর আমিনকে দোষি সাব্যস্ত করে আজ দন্ড ঘোষণা করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড.শফিক এনায়েতুল্লাহ।

২০২৫-২৬ অর্থবছরের ২ লাখ ৩০ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন

২০২৫-২৬ অর্থবছরের ২ লাখ ৩০ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন  জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনএসি) আজ পরিবহন ও যোগাযোগ খাতে সর্বোচ্চ বরাদ্দ রেখে আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য ২ লাখ ৩০ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দিয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন এনইসি চেয়ারপার্সন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে সংশ্লিষ্ট উপদেষ্টারা উপস্থিত ছিলেন। আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য ২ লাখ ৩০ হাজার কোটি টাকার এডিপির মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে আসবে ১ লাখ ৪৪ হাজার কোটি টাকা এবং প্রকল্প ঋণ ও অনুদান হিসেবে আসবে ৮৬ হাজার কোটি টাকা। তবে সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে ৮ হাজার ৫৯৯ দশমিক ৭১ কোটি টাকা যুক্ত করলে, আগামী অর্থবছরের জন্য মোট এডিপির আকার দাঁড়াবে ২ লাখ ৩৮ হাজার ৫৯৯ দশমিক ৭১ কোটি টাকা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, অনুমোদিত এডিপি ২০২৫-২৬ অর্থবছরের নতুন বাজেটের অংশ, যা ২ জুন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ঘোষণা করবেন। ড. মাহমুদ বলেন, আগামী অর্থবছরের বাজেটের মূল কৌশল হলো অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার করা, মুল্যস্ফীতি হ্রাস করা, বাজেট ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বাজেটকে টেকসই করা। তিনি আরো বলেন, ‘একই সঙ্গে দেশি বা বিদেশি ঋণের ফাঁদে না পড়ে ঋণ পরিশোধে বা উন্নয়ন ও পরিচালন ব্যয় মেটাতে যেন অতিরিক্ত চাপ না হয় তা নিশ্চিত করাই হবে আমাদের লক্ষ্য। আমরা অতিতে যে দুষ্টচক্রে পড়েছিলাম সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করব।’ রাতারাতি রাজস্ব আদায় বাড়ানো সম্ভব নয় উল্লেখ করে পরিকল্পনা উপদেষ্টা বলেন, তা সত্ত্বেও সরকার বাজেট ঘাটতি জিডিপির চার শতাংশের মধ্যে রেখে ব্যয় সমান রাখার চেষ্টা করবে। তিনি বলেন, মূল্যস্ফীতির প্রবণতা বিবেচনা করে অন্তর্বর্তীকালীন সরকার হঠাৎ করে বিভিন্ন খাতে ভর্তুকি কমাতে পারবে না। ড. মাহমুদ বলেন, শৃঙ্খলা ফিরিয়ে আনা ছাড়াও এই বাজেট ‘দায়িত্বজ্ঞানহীন’ বাজেট হবে না যেখানে স্বল্পমেয়াদে সাধারণ মানুষকে সন্তুষ্ট করার জন্য এমন কোনও ব্যয় করা হবে না যা পরবর্তীতে দায় বাড়িয়ে দিতে পারে। পরিকল্পনা উপদেষ্টা বলেন, জাপানের অর্থায়নে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্প ছাড়া নতুন কোনো মেগা প্রকল্প বা দীর্ঘমেয়াদি প্রকল্প নতুন এডিপিতে নেওয়া হয়নি। তিনি বলেন, কিছু অসুবিধা সত্ত্বেও সরকার উন্নয়ন অংশীদার এবং বিদেশি পক্ষগুলোর কাছে বছরের পর বছর ধরে বকেয়া পাওনা ধীরে ধীরে পরিশোধ করছে। সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের অবস্থা সম্পর্কে তিনি বলেন, এ বছর এটি কম হবে কারণ ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে অনেক প্রকল্প যাচাই-বাছাই করেছে, বরাদ্দ কমিয়েছে, তহবিলের অপব্যবহার রোধ করেছে যার ফলে বাস্তবায়নের ধারা কিছুটা ধীর হয়ে গেছে। পায়রা বন্দর, কর্ণফুলী টানেল এবং বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) এর মতো মেগা প্রকল্প বাস্তবায়নের কথা উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘমেয়াদে প্রকৃত ফলাফল বিবেচনা না করেই পূর্ববর্তী সরকারের আমলে এই প্রকল্পগুলো গ্রহণ করা হয়েছিল। আগামী অর্থবছরের জন্য নতুন এডিপির আকার চলতি অর্থবছরের সংশোধিত এডিপির তুলনায় ১৪ হাজার কোটি টাকা বা ৬ দশমিক ৪৮ শতাংশ বেশি। চলতি ২০২৪-২৫ অর্থবছরের মূল এডিপির আকার ছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা, যা পরবর্তীতে সংশোধিত হয়ে দাঁড়ায় ২ লাখ ১৬ হাজার কোটি টাকা। নতুন এডিপি টেকসই ও পরিবেশবান্ধব উন্নয়ন, উচ্চ প্রবৃদ্ধি অর্জন, মাথাপিছু আয় বৃদ্ধি, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের অগ্রাধিকার বিবেচনায় রেখে প্রণীত হয়েছে। এছাড়াও, কৃষি ও কৃষিভিত্তিক শিল্প, শিক্ষা, স্বাস্থ্য ও আইসিটি, পরিবহন, বিদ্যুৎ ও জ্বালানি এবং অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন নিশ্চিতকরণের মতো খাতগুলোকে নতুন এডিপিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে। নতুন এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত ৫৮ হাজার ৯৭৩ দশমিক ৩৯ কোটি টাকা। এরপর রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩২ হাজার ৩৯২ দশমিক ২৬ কোটি টাকা (১৪ দশমিক ৮ শতাংশ), শিক্ষা খাত ২৮ হাজার ৫৫৭ দশমিক ৪৩ কোটি টাকা (১২ দশমিক ৪২ শতাংশ), গৃহায়ন ও কমিউনিটি সুবিধাবলী খাত ২২ হাজার ৭৭৬ দশমিক ৪০ কোটি টাকা (৯ দশমিক ৯০ শতাংশ) এবং স্বাস্থ্য খাত ১৮ হাজার ১৪৮ দশমিক ১৪ কোটি টাকা (৭ দশমিক ৮৯ শতাংশ) বরাদ্দ পেয়েছে। এই পাঁচটি খাতে মোট বরাদ্দের প্রায় ৭০ শতাংশ বরাদ্দ পেয়েছে। শীর্ষ ১০টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে স্থানীয় সরকার বিভাগ সর্বোচ্চ ৩৬ হাজার ৯৯ কোটি টাকা বরাদ্দ পেয়েছে, এরপর রয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ৩২ হাজার ৩২৯ দশমিক ৫৭ কোটি টাকা, বিদ্যুৎ বিভাগ ২০ হাজার ২৮৩ দশমিক ৬২ কোটি টাকা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ১৩ হাজার ৬২৫ দশমিক ৩ কোটি টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ১২ হাজার ১৫৪ দশমিক ৫৩ কোটি টাকা, স্বাস্থ্য সেবা বিভাগ ১১ হাজার ৬১৭ দশমিক ১৭ কোটি টাকা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ১১ হাজার ৩৯৮ দশমিক ১৬ কোটি টাকা, নৌপরিবহন মন্ত্রণালয় ৯ হাজার ৩৮৭ দশমিক ৬২ কোটি টাকা, পানি সম্পদ মন্ত্রণালয় ৮ হাজার ৪৮৯ দশমিক ৮৬ কোটি টাকা এবং রেলপথ মন্ত্রণালয় ৭ হাজার ৭১৪ দশমিক ৯৯ কোটি টাকা বরাদ্দ পেয়েছে। নতুন এডিপিতে মোট ১ হাজার ১৭১টি প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। যার মধ্যে ৯৯৩টি বিনিয়োগ প্রকল্প, ১৯টি সম্ভাব্যতা যাচাই প্রকল্প, ৯৯টি কারিগরি সহায়তা প্রকল্প এবং ৬০টি সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়নে প্রকল্প রয়েছে। প্রস্তাবিত এডিপিতে ৭৯টি প্রকল্প পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে বাস্তবায়নের জন্য রাখা হয়েছিল এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের আওতায় বাস্তবায়নের জন্য ২২৮টি প্রকল্প রাখা হয়েছিল। এছাড়া, নতুন এডিপিতে ২৫৮টি প্রকল্প আবশ্যিকভাবে সমাপ্ত করার লক্ষ্যে রাখা হয়েছিল। যার মধ্যে ২১২টি বিনিয়োগ প্রকল্প, ১১টি সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্প, ১৮টি কারিগরি সহায়তা প্রকল্প এবং ১৭টি সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়নে প্রকল্প। সংশ্লিষ্ট সচিববৃন্দ এবং পরিকল্পনা কমিশনের সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৮ মে) বাংলাদেশ সময় দুপুরে তিনি থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দর তিনি গ্রেপ্তার হয়েছেন। দুপুরে গ্রেপ্তারের পর বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ শেষে নুসরাত ফারিয়াকে রাজধানীর ভাটারা থানায় হস্তান্তর করা হয়। বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। সেই মামলায় তাকে আটক দেখিয়ে বিমানবন্দর থেকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম। তিনি জানান, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময়কার মামলা রয়েছে ভাটারা থানায়। যেহেতু মামলা রয়েছে সেজন্য ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করেছেন। এরপর ভাটারা থানা তাকে হস্তান্তর করা হয়। দুপুর সাড়ে তিনটায় এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত জানা যায়, গ্রেপ্তারের পর নুসরাত ফারিয়াকে থানায় আনা হয়েছিল। তবে থানায় তাকে না রেখে পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।

আমদানি বন্ধ করায় ভারতই বেশি ক্ষতিগ্রস্ত হবে: বাণিজ্য উপদেষ্টা

আমদানি বন্ধ করায় ভারতই বেশি ক্ষতিগ্রস্ত হবে: বাণিজ্য উপদেষ্টা ভারতীয় বন্দর ব্যবহার করে পণ্য আমদানি-রফতানি স্থগিতের সিদ্ধান্ত অফিসিয়ালি এখনও জানা যায়নি। আনুষ্ঠানিকভাবে জানা গেলে ব্যবস্থা নেয়া হবে— এমন মন্তব্য করেছেন বানিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। রোববার (১৮ মে) সচিবালয়ে সমসমায়িক বিষয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, অনেকের মতো আমিও সামাজিক যোগাযোগমাধ্যমে এটি সম্পর্কে আলোচনা হতে দেখেছি। রিপোর্টটি এখনও হাতে এসে পৌঁছায়নি। কিছু তথ্য চাওয়া হয়েছে। সেগুলো পেলে এ ব্যাপারে আরও ভালোভাবে জানা সম্ভব হবে। তিনি বলেন, বাণিজ্যের ক্ষেত্রে দুই দেশের ভোক্তা ও ব্যবসায়ীরা এর সাথে জড়িত। ক্ষতি হলে দুই দেশেরই হবে, তবে নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশের চেয়ে ভারতীয় ব্যবসায়ীরাই বেশি ক্ষতিগ্রস্ত হবে। কারণ বাণিজ্যের ক্ষেত্রে ভারতই বাংলাদেশে বেশি রফতানি করে থাকে। তিনি আরও বলেন, দেশের বাণিজ্য সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেয়া হচ্ছে। আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান করা সম্ভব হবে। উল্লেখ্য, ভারত থেকে স্থলবন্দর দিয়ে বাংলাদেশ সুতা আমদানি বন্ধ করার এক মাসের মাথায় এবার বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে তৈরি পোশাক পণ্য, ফলমূলসহ অন্তত সাত ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত। ভারত এখন কেবল কলকাতা ও মুম্বাই সমুদ্রবন্দর দিয়ে বাংলাদেশের পণ্য আমদানি করার সুযোগ দিচ্ছে।

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি হামলায় নিহত ৩৩, অর্ধেকেরও বেশি শিশু

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি হামলায় নিহত ৩৩, অর্ধেকেরও বেশি শিশু : উদ্ধারকারি গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, ইসরাইল বর্ধিত সামরিক অভিযানের ঘোষণা দেওয়ার একদিন পর ফিলিস্তিনি ভূখণ্ডে রোববার ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছে, যাদের মধ্যে অর্ধেকেরও বেশি শিশু। গাজা উপত্যকা থেকে এএফপি এ তথ্য জানায়। সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, ভূখণ্ডের দক্ষিণে আল-মাওয়াসিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের বসবাসের কয়েকটি তাঁবুতে হামলায় ২২ জন নিহত হয়েছে।

দ্বিতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করলেন পারভেজ হোসেন ইমন

দ্বিতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করলেন পারভেজ হোসেন ইমন ওপেনার পারভেজ হোসেন ইমনের দুর্দান্ত সেঞ্চুরিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয় দিয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করল বাংলাদেশ ক্রিকেট দল। গতরাতে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ২৭ রানে হারিয়েছে আরব আমিরাতকে। টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৯১ রান করে বাংলাদেশ। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির ইনিংসে ৫৪ বলে ১০০ রান করেন পারভেজ। জবাবে ২০ ওভারে ১৬৪ রানে অলআউট হয় আরব আমিরাত। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। সতীর্থরা বড় ইনিংস খেলতে ব্যর্থ হলেও, এক প্রান্ত আগলে ৫৩ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ক্যারিয়ারের অষ্টম টি-টোয়েন্টি খেলতে নামা পারভেজ। তামিম ইকবালের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করলেন পারভেজ। এর আগে ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে ৬০ বলে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল। শেষ পর্যন্ত ৫টি চার ও ৯টি ছক্কায় ৫৪ বলে ১০০ রান করেন পারভেজ। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও গড়েন এই বাঁ-হাতি ব্যাটার। এছাড়াও বাংলাদেশ ইনিংসে তাওহিদ হৃদয় ২০, জাকের আলি ১৩, অধিনায়ক লিটন দাস ১১ ও তানজিদ হাসান ১০ রান করেন। সংযুক্ত আরব আমিরাতের মুহাম্মদ জাওয়াদুল্লাহ ২১ রানে ৪ উইকেট নেন। জবাবে সংযুক্ত আরব আমিরাতকে ঝড়ো শুরু এনে দেন অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম। তার ৩৯ বলে ৫৪ রানের ইনিংসের কল্যাণে ১১ ওভারেই ১শ পেয়ে যায় আরব আমিরাত। ওয়াসিম ফেরার পর দলের জয়ের আশা বাঁচিয়ে রাখেন রাহুল চোপড়া ও আসিফ খান। কিন্তু রাহুলের ২২ বলে ৩৫ এবং আসিফের ২১ বলে ৪২ রানের পরও হার এড়াতে পারেনি আরব আমিরাত। বাংলাদেশের হাসান মাহমুদ ৩টি, তানজিম হাসান, মাহেদি হাসান ও মুস্তাফিজুর রহমান ২টি করে উইকেট নেন। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে আগামী ১৯ মে একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ।