ভোলাহাট সীমান্ত দিয়ে ৮ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ

ভোলাহাট সীমান্ত দিয়ে ৮ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে ৮ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী-বিএসএফ। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে জেলার ভোলাহাট উপজেলার চাঁনশিকারি সীমান্ত দিয়ে তাদেরকে ঠেলে দেয়া হয়। এ তথ্য নিশ্চিত করে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানিয়েছেন, জেলার ভোলাহাট উপজেলার হোসেনভিটা চাঁনশিকারী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১৯৯ এর নিকট দিয়ে ৪ জন নারী ও ৪জন পুরুষ অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে। পরবর্তীতে চাঁনশিকারী বিওপি’র টহলদল তাদেরকে আন্তর্জাতিক সীমারেখার শূন্য লাইনে আটক করে। আটককৃত ব্যক্তিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শেখালীপুর গ্রামের মো. গোলাবের ছেলে মো. ফায়েক (২৮), খুলনা জেলার দিঘলিয়া থানার ডোমরা গ্রামের আব্দুর রহমান সরদারের ছেলে মো. আজিম সরদার (২৫), ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার বেলদহী গ্রামের মো. শফির উদ্দিনের ছেলে রুস্তম আলী (৪৪), রাজশাহী জেলার চারঘাট থানার চকমুক্তাপুর গ্রামের তোফাজ্জেলের ছেলে মো. মোফাজ্জেল হোসেন (৩৫), তানোর থানার হরিদেবপুর গ্রামের গোবরধন দাসের স্ত্রী দুখী দাস (৫৫), খুলনা জেলার দিঘলিয়া থানার ডোমরা গ্রামের আজিম উদ্দিনের স্ত্রী মোছা. মিম খাতুন (১৯), নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার কাঞ্চনরানীপুর গ্রামের আতিকুর রহমানের মেয়ে মোছা. রত্না আক্তার নুপুর (২২), বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার পিছি বারইখালী গ্রামের ইব্রাহিমের স্ত্রী মোছা. নাদিরা খাতুন (৩৭)। লে. কর্নেল গোলাম কিবরিয়া আরো বলেন-আটককৃত ব্যক্তিরা ২০১৭ সাল হতে ২০২৪ সালের বিভিন্ন সময়ে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়েছিল। পরবর্তীতে অবৈধ অনুপ্রবেশের জন্য তাদেরকে ভারতীয় পুলিশ বিভিন্ন সময় আটক করে এবং তারা ভারতের মুর্শিদাবাদ কেন্দ্রীয় জেলে আটক অবস্থায় ছিল। আটককৃত ব্যক্তিদেরকে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য স্থানীয় ভোলাহাট থানায় হস্তান্তর করা হবে।

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় ভটভটি চালক নিহত

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় ভটভটি চালক নিহত চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় শরিফ হোসেন (৪৫) নামে এক ভটভটি চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার-নয়ানগন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শরিফ উপজেলার বালিয়াডাঙ্গা-গোরস্থান মোড় এলাকার মৃত হারুন ওরফে হয়রান আলীর ছেলে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান জানান, সকালে নয়ানগর এলাকায় পেছন থেকে একটি ট্রাক্টর আমনুরাগামী লোহার সামগ্রী বোঝাই একটি ভটভটিকে ধাক্কা দেয়। এতে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি আমগাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন শরিফ। খবর পেয়ে পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনানুগ ব্যবস্থাগ্রহণ শেষে পরিবারে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

চাঁপাইনবাগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

চাঁপাইনবাগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দিবসটির এবারে প্রতিপাদ্য ছিলো “দুগ্ধের অপার শক্তিতে, মেতে উঠি একসাথে”। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের হয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, স্থানীয় সরকার শাখার উপপরিচালক উজ্জল কুমার ঘোষ। আলোচনা শেষে ১৫ জন শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে নগদ টাকা ও সার্টিফিকেট প্রদান করা হয়। বিশেষ অতিথির বক্তব্য দেন, সিভিল সার্জন ডা. এ. কে. এম শাহাব উদ্দীন ও জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান। দুধের পুষ্টিগুণ নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন শিবগঞ্জ উপজেলার ভেটেরিনারী সার্জন ডা. আবু ফেরদৌস। এসময় অন্যানোর মধ্যে বক্তব্য দেন, নাচোল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কাওসার আলী, বরেন্দ্র কৃষি উদ্যোগের মুনজের আলম, ছাত্র প্রতিনিধি আব্দুর রহিম। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় দুগ্ধ দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রাণিসম্পদ দপ্তর।

প্লাষ্টিক দূষণ রোধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

প্লাষ্টিক দূষণ রোধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন বিশ্ব পরিবেশ উদযাপন উপলক্ষে প্লাষ্টিক দূষণ রোধসহ ১৪ দফা বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জেলা সনাক-টিআইাবি প্রায় ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করে। প্লাষ্টিকের নানা ক্ষতিকর দিক তুলে ধরে এসময় বক্তব্য দেন সনাক সভাপতি এড. সাইফুল ইসলাম রেজা, সহ-সভাপতি আশরাফুল আম্বিয়া সাগর, সদস্য মজিবুর রহমান, এনামুল হক, কানাই চন্দ্র দাস, কুশল কুমার শীল, উন্নয়ন সংগঠন এসআইএল ইন্টারন্যাশনালের নিকোলাস মুরুমু, আশা’র শফিকুল ইসলাম, ডেমোক্রাসি ওয়াচের রেজাউল করিমসহ অন্যরা। দিবসটি উপলক্ষে প্লাষ্টিক দূষণরোধে টিআইবি’র সুনর্দিষ্ট ১৪ দফা দাবি উপস্থাপন করেন আরমানি খাতুন। টিআইবি এরিয়া ম্যানেজার শফিকুল আলমের সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার অর্ধশতাধিক মানুষ অংশ নেন।

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে— ‘তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি’। বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে শনিবার জেলা প্রশাসন র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। পরে সেখান থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। র‌্যালিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

বিয়ের উপহারসামগ্রী হিসেবে পাঠানো হয়েছিল প্রাণঘাতী বোমা

বিয়ের উপহারসামগ্রী হিসেবে পাঠানো হয়েছিল প্রাণঘাতী বোমা পার্সেল খুলতেই সুতায় পড়ে টান। এরপর বিকট শব্দে সেই বোমার বিস্ফোরণ ঘটে। এতে দুইজনের মৃত্যু হয়। একজন হয় গুরুতর আহত। ঘটনাটি ঘটে ভারতের ওড়িশার বোলাঙ্গির জেলার পাটনাগড় শহরে সাত বছর আগে। সেই ঘটনায় করা হত্যা মামলার প্রধান আসামিকে সম্প্রতি যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে ওই রাজ্যের এক আদালত। মামলার বাদীপক্ষের যুক্তি শুনে আদালত মন্তব্য করেন, এটি ছিল একটি ‘ঘৃণ্য’ অপরাধ। তবে আদালতের মতে, এটি ‘সবচেয়ে বিরল ও ভয়াবহ’ ধরনের মামলা নয়, যার জন্য মৃত্যুদণ্ড প্রযোজ্য। তাই আদালত আসামিকে মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন। আসামির নাম পুঞ্জিলাল মেহের। বহুচর্চিত মামলাটি ‘ওয়েডিং বম্ব’ (বিয়ে বোমা) হত্যা মামলা নামে পরিচিত। পাটনাগড় শহরে ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি বিয়ে হয় সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার সৌম্য শেখর সাহু ও রিমার। বিয়ের পাঁচদিন পর উপহারের নাম করে পার্সেলে করে পাঠানো এক বোমা। নবদম্পতি ওই পার্সেল খোলামাত্রই বিস্ফোরণ হয়। এতে সৌম্য শেখর সাহু ও তার দাদি জেমামণি সাহুর মৃত্যু হয় এবং সৌম্যর স্ত্রী রিমা গুরুতর আহত হন। অভিযুক্ত পুঞ্জিলাল মেহের ওই পরিবারের পূর্বপরিচিত ছিলেন। নিহত যুবকের মা সংযুক্তা সাহুর সাবেক সহকর্মী ছিলেন তিনি। কলেজের এক সাবেক অধ্যক্ষ ছিলেন পুঞ্জিলাল। তার বয়স এখন ৫৬ বছর। মামলার তদন্তকারীরা জানান, পুঞ্জিলাল পেশাগত দ্বন্দ্বের কারণে দীর্ঘদিন ধরে সংযুক্তা সাহুর ওপর ক্ষুব্ধ ছিলেন। এক পর্যায়ে তিরি পরিকল্পনা করে এই পার্সেল বোমা হামলা চালান। তিনি ভুয়া নাম ও ঠিকানা ব্যবহার করে রায়পুর থেকে বোমাটি কুরিয়ার করেন। এ কাজের জন্য তিনি এমন একটি কুরিয়ার সার্ভিস বেছে নেন যেখানে সিসিটিভি বা পার্সেল স্ক্যানিং ছিল না। সূত্র: বিবিসি

নাটকের আইটেম গানে টয়া

নাটকের আইটেম গানে টয়া ভারত কিংবা বাংলাদেশ— দুই দেশের চলচ্চিত্রে আইটেম গান এখন অন্যতম প্রধান অনুসঙ্গ। মজার ব্যাপার হলো, আইটেম গান এখন বড় পর্দার বলয়ে আটকে নেই। টিভি নাটকেও ব্যবহৃত হচ্ছে। মাহমুদ মাহিন নির্মিত ‘মন বদল’ নাটকে রাখা হয়েছে জমকালো একটি আইটেম গান। এতে পারফর্ম করেছেন মুমতাহিনা চৌধুরী টয়া। জমজ বোন জারা ও সারার জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে ঈদুল আজহার বিশেষ নাটক ‘মন বদল’। এতে দুই বোনের চরিত্র রূপায়ন করেছেন তানজিম সাইয়ারা তটিনী। এতে যমজ বোনের বিপরীতে তরুণ চিকিৎসক আদিল চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। যার সঙ্গে জারার বোন সারার বিয়ে ঠিক হয়। পরিচালক মাহমুদ মাহিন বলেন, “এটি পারিবারিক ক্লাইমেক্সের গল্প। জমজ বোনদের মধ্যে যে মিল আর খুনসুটি থাকে, সেটা এই গল্পে দর্শক উপভোগ করতে পারবেন। শুধু তাই নয়, এক বোন যে আরেক বোনের জন্য চূড়ান্ত ছাড় দিতে পারে, সেটিও থাকছে এতে। গল্পটা প্রেমের, তবে বাড়তি মাত্রা যোগ করেছে জমজ বোনের বিপরীতে আদিল চরিত্রের রসায়ন। থাকছে আইটেম গানের বিশেষ চমকও!” শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে নির্মাতা বলেন, “এতে জমজ বোনের চরিত্রে দারুণ অভিনয় করেছেন তটিনী। বিশেষ চমক হিসেবে থাকছেন মুমতাহিনা টয়া। যাকে পাওয়া যাবে আইটেম গানের সঙ্গে জমকালো নাচের আয়োজনে।” নাটকটির প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, “বরাবরের মতো এবারের ঈদেও সিএমভি’র ঈদ আয়োজনে থাকছে দেশের সেরা নির্মাতা ও অভিনেতাদের নিয়ে এক ডজন বিশেষ নাটক ও টেলিফিল্ম। ‘মন বদল’ সেই তালিকারই অন্যতম সংযোজন। চাঁদরাত থেকে এই নাটকগুলো ধারাবাহিকভাবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।”

নির্মাতার সঙ্গে কথা বলে ৯ কেজি ওজন বাড়িয়েন ভাবনা

নির্মাতার সঙ্গে কথা বলে ৯ কেজি ওজন বাড়িয়েন ভাবনা অভিনেত্রী আশনা হাবিব ভাবনার সৌন্দর্য ও ফ্যাশন সেন্স, দুই-ই ভক্তদের সব সময় মুগ্ধ করে। সাধারণত যেখানে শোবিজ তারকারা নিজেদের ওজন নিয়ন্ত্রণে রাখেন সেখানে স্রোতের বিপরীতে হাঁটলেন ভাবনা। জানা গেল, কমানোর পরিবর্তে ৯ কেজি ওজন বাড়িয়েছেন এই তারকা। তবে মোটা দেখাতে নয়, বরং চরিত্রের প্রয়োজনেই এমন পদক্ষেপ তার। সামনে ‘ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ সিনেমায় দেখা যাবে ভাবনাকে। যেখানে পর্দায় একজন যাত্রাপালার নায়িকার চরিত্রে রূপদান করেছেন তিনি। আসিফ ইসলাম পরিচালিত সিনেমাটিতে চরিত্রের মানানসই লুক দিতেই ওজন বাড়িয়েছেন ভাবনা। এ বিষয়ে আরও জানা গেছে, ইতোমধ্যেই সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে। সিনেমায় নাম ভূমিকায় অর্থাৎ প্রিন্সেসের চরিত্রেই অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা। চলতি বছরের জানুয়ারিতে ফরিদপুর জেলার গোবিন্দপুরে যাত্রার সেট বানিয়ে সিনেমার দৃশ্যধারণ করা হয়। সিনেমাটির জন্য ওজন বাড়ানোর বিষয়ে ভাবনা জানান, চরিত্র ফুটিয়ে তোলার জন্য তার মনে হয়, ওজন বাড়ানো দরকার। তিনি বলেন, আমার কাছে মনে হচ্ছিল ওজন না বাড়ালে চরিত্র প্রকাশিত হবে না। ফলে আমি নিজেই নির্মাতার সঙ্গে কথা বলে ৯ কেজি ওজন বাড়িয়েছি। বর্তমানে ‘ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ সিনেমাটির পোস্টপ্রোডাকশনের কাজ চলছে।

আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি 

আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি  মাঠের বাইরে প্রশাসনিক বিভাগে অস্থিরতা। নীতিনির্ধারক পর্যায়ে চলছে পালাবদল। মাঠের ভেতরে লেজেগোবরে পারফরম‌্যান্স। মুখ রক্ষা করাও যেন কঠিন হয়ে দাঁড়িয়েছে। দুইয়ে মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট এখন কাটাচ্ছে চরম খারাপ সময়। বিব্রতকর এবং চ‌্যালেঞ্জিং এই সময়টাতেই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ। যারা প্রথম টি-টোয়েন্টিতে ৩৭ রানের বিশাল ব‌্যধানে হেরেছে। আজ হারলেই সিরিজ হাতছাড়া। এমন সমীকরণ মাথা রেখে স্থানীয় সময় রাত ৯টায় মাঠে নামতে যাচ্ছে লিটন দাসের দল। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের পর বাংলাদেশের লক্ষ‌্য ছিল পাকিস্তানে ভালো শুরুর। কিন্তু প্রথম ম‌্যাচে বাংলাদেশের কোনো পারফরম‌্যান্সই ভালো হয়নি। অধিনায়ক লিটনের যত অভিযোগ নিজেদের নিয়ে, ‘‘পুরো ম‌্যাচেই আমরা ভালো বোলিং করতে পারিনি। ভালো ব‌্যাটিং করতে পারিনি। ভালো ফিল্ডিং করতে পারিনি। কোনো কিছুতেই সন্তোষজনক নয়।’’দ্বিতীয় ম‌্যাচে মাঠে নামার আগে ভুল শোধরানোর সুযোগ পায়নি বাংলাদেশ। কারণ মাঝে একদিনের বিরতি। এদিন হোটেলেই কাটিয়েছেন ক্রিকেটাররা। তবে শক্তভাবে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী বাংলাদেশের দলপতি, ‘‘আমাদেরকে শক্তভাবে ঘুরে দাঁড়াতে হবে। এখনো দুইটি ম‌্যাচ আছে।’’পাকিস্তান আগে ব‌্যাটিং করতে নেমে ২০১ রানের বিশাল পুঁজি পায়। অথচ ২ উইকেটে তাদের রান ছিল মাত্র ৫। জবাবে বাংলাদেশ ৪ ওভারে ৩৭ রান করলেও দুই ওপেনারকে হারিয়ে ফেলে। পরে প্রবল রানরেটের চাপে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯.২ ওভারে ১৬৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। দুই দল এখন পর্যন্ত ২০ ম‌্যাচে মুখোমুখি হয়েছে। যেখানে বাংলাদেশের জয় কেবল ৩টি। বাকি ১৭টিতেই হার । প্রথম ম্যাচে দাপুটে জয়ে পাকিস্তানও চাইবে দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিজেদের করে নেয়ার।তাতে কিছুটা হলেও প্রতিদ্বন্দ্বীতার আভাস পাওয়া যাচ্ছে।  বাংলাদেশ এই ম‌্যাচে একটি পরিবর্তন আনতেও পারে। সহ অধিনায়ক মাহেদী হাসানের জায়গায় খেলতে পারে মেহেদী হাসান মিরাজকে। অফস্পিনিং অলরাউন্ডার শুরুতে দলের সঙ্গে ছিলেন না। পরবর্তীতে তাকে দলে যুক্ত করেন। তার সুযোগ হলে এবং দল শেষ পর্যন্ত জিতলে তা হবে বিরাট পাওয়া। এই পরাজয়ের মাধ্যমে টি২০’তে পাকিস্তানের মাটিতে বাংলাদেশ চারটি ম্যাচের সবকটিতেই হারের স্বাদ পেল। সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে ২০ ম্যাচের ১৭টিতেই পরাজিত হয়েছে টাইগাররা। প্রথম ম্যাচে দাপুটে জয়ে পাকিস্তানও চাইবে দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিজেদের করে নেয়ার। শুধুমাত্র ওপেনিং বাদে প্রথম ম্যাচে পাকিস্তান সব বিভাগেই সফল হয়েছে। বাংলাদেশ স্কোয়াড : লিটস দাস (অধিনায়ক), মাহেদি হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মেহেদি হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামিম পাটোয়ারি, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তানভির ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম। পাকিস্তান স্কোয়াড : সালমান আলি আগা (অধিনায়ক), শাদাব খান, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফকর জামান, হারিস রউফ, হাসান নাওয়াজ, হুসেইন তালাত, খুশদীল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব।

জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরু ইংল্যান্ডের

জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরু ইংল্যান্ডের ব্যাটারদের পর বোলারদের দুর্দান্ত নৈপুন্যে রেকর্ড জয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু করেছে স্বাগতিক ইংল্যান্ড। গতরাতে সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ড ২৩৮ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। এর মাধ্যমে টানা সাত ওয়ানডেতে হারের পর জয়ের দেখা পেল ২০১৯ বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড। রান বিবেচনায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে এটিই সবচেয়ে বড় জয় ইংল্যান্ডের। নিজেদের ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ বড় জয় ইংলিশদের। বার্মিংহামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে কোন  ব্যাটারের সেঞ্চুরি ছাড়াই ৫০ ওভারে ৮ উইকেটে ৪০০ রান করে ইংল্যান্ড। ওয়ানডেতে এই নিয়ে ষষ্ঠবার ৪শ রান করল ইংলিশরা। তবে এই প্রথম সেঞ্চুরি ছাড়া কোনো দল ৪শ রান করার নজির গড়ল। ইংল্যান্ডের হয়ে চার ব্যাটার হাফ-সেঞ্চুরি করেছেন। ৮টি চার ও ৫টি ছক্কায় ৫৩ বলে সর্বোচ্চ ৮২ রান করেন জ্যাকব বেথেল। এছাড়া বেন ডাকেট ৬০, অধিনায়ক হ্যারি ব্রুক ৫৮ ও জো রুট ৫৭ রান করেন। বল হাতে ওয়েস্ট ইন্ডিজের জেইডেন সিলেস ৮৪ রানে ৪ উইকেট নেন। ৪০১ রানের টার্গেটে খেলতে নেমে ইংল্যান্ডের বোলারদের সামনে নিজেদের মেলে ধরতে  না পারলে  ২৬ দশমিক ২ ওভারে ১৬২ রানে অলআউট হয় ক্যারিবীয়রা। দলের কেউই ৩০ রানের কোটা স্পর্শ করতে পারেননি। সর্বোচ্চ অপরাজিত ২৯ রান করেন শেষ ব্যাটার সিলেস। এছাড়া অধিনায়ক শাই হোপ ২৫, কেসি কার্টি ২২ ও গুদাকেশ মোতি ১৮ রান করেন। ইংল্যান্ডের পাঁচ বোলারই উইকেটের দেখা পেয়েছেন। এরমধ্যে ৩টি করে উইকেট নেন সাকিব মাহমুদ ও জেমি ওভারটন। ফিল্ডার হিসেবে এ ম্যাচে পাঁচ ক্যাচ নিয়েছেন ব্রুক। ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ পাঁচ ক্যাচ নেওয়া দক্ষিণ আফ্রিকার জন্টি রোডসের রেকর্ড স্পর্শ করেন ব্রুক। ম্যাচ সেরা হন বেথেল। আগামী পহেলা জুন সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলবে দু’দল।