গোবরাতলায় ভিজিএফের চাল বিতরণ : চেয়ারম্যানের পক্ষে মানববন্ধন

গোবরাতলায় ভিজিএফের চাল বিতরণ : চেয়ারম্যানের পক্ষে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভিজিএফের চাল বিতরণ না করা নিয়ে গত ১১ জুন গোবরাতলা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. রবিউল ইসলাম টিপুর বিরুদ্ধে যে মানববন্ধন করা হয়েছে তাকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করা হয়েছে। চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে দাবি করে সেই মানববন্ধনের বিরুদ্ধে পাল্টা মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলার সদর উপজেলার মহিপুর কলেজ মোড়ে ইউনিয়ন পরিষদের সামনে ‘গোবরাতলা ইউনিয়নবাসী’র ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলা মানববন্ধনে ভিজিএফ কর্মসূচির দুই শতাধিক সুবিধাভোগী অংশ নেন। এ সময় বক্তারা বলেন, ঈদের আগে দুস্থ-অসহায় মানুষদের ভিজিএফের চাল দেয়ার কথা থাকলেও তারা পাননি। ইউনিয়ন পরিষদ থেকে জানানো হয়েছে, ৮ জন সদস্য সুবিধাভোগীর তালিকা না দেয়ায় ভিজিএফের চাল বিতরণ করা হয়নি। বক্তারা আরো বলেন, ইউনিয়নের সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পকে বাধাগ্রস্ত করছেন ইউনিয়ন পরিষদের ৮ সদস্য। তাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবিও জানান তারা। মানববন্ধনে বক্তব্য দেন— ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আবুল হায়াত আবেদিন, স্থানীয় বাসিন্দা সৈয়দ মওদুদ আহমেদ, শাহিন আহমেদসহ ইউনিয়নের বিভিন্ন স্তরের জনসাধারণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, এর আগে গত ১১ জুন ভিজিএফের চাল বিতরণ না করাসহ বিভিন্ন ধরনের অভিযোগ তুলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রবিউল ইসলাম টিপুর বিরুদ্ধে ওই একই স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জের হত্যা মামলার আসামি বগুড়ায় গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের হত্যা মামলার আসামি বগুড়ায় গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জের হত্যা মামলার এক আসামিকে বগুড়ায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মো. আমিরুল ইসলাম (২৪) একটি হত্যা মামলার ৫নং আসামি। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ও র‌্যাব-১২ বগুড়া যৌথ অভিযান চালায়। গ্রেপ্তার আমিরুল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের মো. আব্দুর রাকিবের ছেলে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ এই তথ্য জানিয়েছে। র‌্যাব আরো জানায়, গত ৮ জুন পূর্ব শত্রুতার জেরে কামালপুর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে মাসুদ রানার (৪১) ওপর পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায় এজাহারনামীয় আসামিরা। আশঙ্কাজনক অবস্থায় মাসুদ রানাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদেরকে গ্রেপ্তার করতে গোয়েন্দা তৎপরতা শুরু করে র‌্যাব। এরই একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, বগুড়া জেলার আদমদীঘি উপজেলা এলাকায় হত্যা মামলার ৫নং পলাতক আসামি আমিরুল ইসলাম অবস্থান করছে। এমন খবর পেয়ে র‌্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ও র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার যৌথ আভিযানিক দল সান্তাহার রেলস্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় রেলস্টেশন ওভারব্রিজের নিচ হতে উল্লেখিত হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি আমিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। হত্যা চেষ্টা মামলার ২ জন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রানীহাটি কলেজ মোড় এলাকা থেকে হত্যা চেষ্টা মামলার ২ ও ৩ নং আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন— জেলার শিবগঞ্জ উপজেলার বাবুপুর মিরাটুলি গ্রামের মো. একরামুল হকের ছেলে হত্যা চেষ্টা মামলার ২ নম্বর আসামি মো. রাশিদুল (২৮) ও মো. আলেকের ছেলে একই মামলার ৩নং আসামি মো. রিংকু (২৪)। গত ১৩ জুন র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল এই অভিযান চালায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য জানিয়েছে। র‌্যাব আরো জানায়, গ্রেপ্তারকৃতরা অন্য আসামিদের সঙ্গে নিয়ে বাদিনীর ছেলে মো. রানা বাবু (২৮)কে পূর্ব শত্রুতার জেরে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। পরবর্তীতে বাদিনী ও স্থানীয় লোকজন রানা বাবুকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসার জন্য প্ররণ করে। পরবর্তীতে ভিকটিমের মা বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।

চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত ২০ জন

চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত ২০ জন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ২০ জন। তাদের মধ্যে ১৫ জন পুরুষ ও ৫ জন মহিলা রয়েছেন। ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের ডেঙ্গু বিষয়ক তথ্যে জানা গেছে, পূর্বের রোগী ভর্তি ছিল ৩৩ জন। তাদের মধ্যে ১০ জন পুরুষ, ১ জন মহিলা ও ২ জন শিশুকে ছাড়পত্র দেয়া হয়েছে। আর একজন রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে ভর্তি আছে ৩৯ জন রোগী। তাদের মধ্যে ১৭ জন পুরুষ, ১৮ জন মহিলা ও ৪ জন শিশু রোগী রয়েছে। চলতি বছরের শুরু থেকে রবিবার পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৫৬৪ জনে। ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ এসব তথ্য নিশ্চিত করেছেন।

চাঁপাইনবাবগঞ্জে পাঁচ দিনের কৃষক প্রশিক্ষণ শুরু

চাঁপাইনবাবগঞ্জে পাঁচ দিনের কৃষক প্রশিক্ষণ শুরু ‘কৃষিই সমৃদ্ধি’— এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে পাঁচ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ শুরু হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০২৪-২৫ অর্থবছরের ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট (সিএসএডব্লিউএম) (ডিএই পার্ট) প্রকল্পের আওতায় এই পশিক্ষণের আয়োজন করা হয়। প্রতিনিধিত্বশীল কৃষকদের দক্ষতা উন্নয়নে কৃষি কাজে আধুনিক পানি (সেচ ও নিকাশ) ব্যবস্থাপনা বিষয়ক এই প্রশিক্ষণে ৩০ জন নারী ও পুরুষ কৃষক অংশগ্রহণ করছেন। রবিবার সকাল ১০টা থেকে জেলাশহরের বেলেপুকুরে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নকীব হোসেন মিলনায়তনে এই প্রশিক্ষণের আয়োজন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়। জেলা কার্যালয়ের উপরিচালক কৃষিবিদ ড. ইয়াছিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন এবং প্রশিক্ষণের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. আজিজুর রহমান। এ সময় জেলা প্রশিক্ষণ অফিসার মো. আতিকুল ইসলাম, শস্য বিশেষজ্ঞ কৃষিবিদ জহুরুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন— প্রতিনিধিত্বশীল কৃষকদের দক্ষতা উন্নয়নে কৃষি কাজে আধুনিক পানি (সেচ ও নিকাশ) ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ হলো একটি কর্মশালা বা কোর্স, যা নির্বাচিত বা প্রতিনিধিত্বশীল কৃষকদের কৃষি কাজে সেচ এবং নিষ্কাশন (নিকাশ) ব্যবস্থাপনার আধুনিক পদ্ধতিগুলো সম্পর্কে তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা হয়। এই প্রশিক্ষণ কৃষকদের ফসলের উৎপাদনশীলতা বাড়াতে এবং পানির সর্বোত্তম ব্যবহার করতে সহায়তা করে। এই পাঁচ দিনের প্রশিক্ষণে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং কৃষিতে বাস্তবে কাজে লাগাতে পারবেন।

চাঁপাইনবাবগঞ্জে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন

চাঁপাইনবাবগঞ্জে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন শিবগঞ্জ উপজেলায় পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাতিজাদের ছুরিকাঘাতে নজরুল ইসলাম নামে এক কৃষিজীবী নিহত হয়েছেন। তিনি মোবারকপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের উপরটোলা গ্রামের সিদ্দিক আলী বিশ^াস ওরফে গুদর হাজীর ছেলে। একই ঘটনায় আহত হয়েছেন নিহতের অপর আপন ভাতিজা এবং একই ওয়ার্ডের ইউপি সদস্য সুজন আলী ওরফে সবুজ। তিনি একই গ্রামের হজরত আলী কালুর ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল রাত ৮টার দিকে ধোপপুকুর গ্রামে ঘটনাটি ঘটে। জমি নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে আরাফাতের দুই ছেলে আনাস ও আব্বাসের ছুরিকাঘাতে পেটের দু’দিকে জখম হন নজরুল। অপরদিকে গলায় চাচাতো ভাইদের ছুরিকাঘাতে আহত হন সুজন। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেবার পর চিকিৎসক নজরুলকে মৃত ঘোষণা করেন। আহত সুজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম কিবরিয়া জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ। ওসি আরও বলেন, সম্প্রতি ওই পরিবারের মধ্যে জমিজমা নিয়ে মীমাংসা বৈঠক হয়েছিল বলে শোনা গেছে। ঘটনার পূর্বমূহুর্তে কিছু হয়েছিল কিনা সে বিষয়টি সহ পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

২২ জুন পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস

২২ জুন পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস ৩৮ জেলায় চলমান তাপপ্রবাহের মধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে ঝরেছে স্বস্তির বৃষ্টি। তবে তীব্র গরমের দাপট এখনো বিদ্যমান। সেই সঙ্গে দেশের সর্বোচ্চ তাপমাত্রাও ছাড়িয়েছে ৩৮ ডিগ্রির ঘর। এই অবস্থায় আষাঢ়ের প্রথম দিন আগামীকাল থেকে সারা দেশে প্রতিদিন বৃষ্টি হবে। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে জানান, আগামীকাল বৃষ্টি হবে, পরের দিন থেকে বৃষ্টিপাতের তীব্রতা বাড়বে। যা ২২ জুন পর্যন্ত সারা দেশে প্রতিদিন বৃষ্টি হবে।’ তিনি জানান, টানা বৃষ্টিতে চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, কক্সবাজারের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারী বরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া, ঢাকা, নারায়ণগঞ্জ, মাদারীপুর ও কিশোরগঞ্জ জেলাসহ রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। এতে আরো বলা হয়েছে যে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ইরানের ৯ পরমাণু বিজ্ঞানী নিহতের দাবি ইজরাইলের

ইরানের ৯ পরমাণু বিজ্ঞানী নিহতের দাবি ইজরাইলের ইসরাইলি সামরিক বাহিনী শনিবার জানিয়েছে, আগের দিন শুক্রবার ইরানের পরমাণু স্থাপনাগুলোতে তাদের বিমান হামলায় নয়জন শীর্ষস্থানীয় ইরানি পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। জেরুজালেম থেকে এএফপি এ খবর জানায়। ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে নিহতদের নাম উল্লেখ করে বলেছে, ‘অপারেশন রাইজিং লায়ন-এর শুরুতে ইসরাইলি বিমান বাহিনীর হামলায় ইরান সরকারের পরমাণু অস্ত্র কর্মসূচীকে এগিয়ে নিয়ে যাওয়া নয়জন জ্যেষ্ঠ বিজ্ঞানী এবং বিশেষজ্ঞ নিহত হয়েছেন।’ সামরিক বাহিনী বলেছে, ‘তাদের নির্মূল করা ইরানি শাসকগোষ্ঠীর গণবিধ্বংসী অস্ত্র অর্জনের ক্ষমতার ওপর একটি চরম আঘাত।’ সেনাবাহিনী জানিয়েছে, ‘গোয়েন্দা অধিদপ্তর কর্তৃক সংগৃহীত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের’ ভিত্তিতে এই হামলা চালানো হয়েছে।

বিশ্বব্যাংকের ২৫০ মিলিয়ন ডলারের সহায়তা অনুমোদন

বিশ্বব্যাংকের ২৫০ মিলিয়ন ডলারের সহায়তা অনুমোদন বাংলাদেশের সরকারি খাতের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দক্ষতা বৃদ্ধির লক্ষে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালনা পর্ষদ ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন অনুমোদন করেছে। স্ট্রেংদেনিং ইনস্টিটিউশনস ফর ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টিবিলিটি (এসআইটিএ) শীর্ষক এই প্রকল্প বাংলাদেশের গুরুত্বপূর্ণ সরকারি খাতগুলোর আধুনিকায়ন, তথ্যের স্বচ্ছতা, রাজস্ব আহরণ, সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনা, সরকারি ক্রয় ও আর্থিক তদারকির ক্ষেত্রে চলমান সংস্কার কার্যক্রমকে সহায়তা করবে। এই প্রকল্পের আওতায় পাঁচটি গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, জাতীয় রাজস্ব বোর্ড, পরিকল্পনা বিভাগ, বাংলাদেশ সরকারী ক্রয় কর্তৃপক্ষ এবং মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের শাসন কাঠামো ও সক্ষমতা শক্তিশালী করা হবে। বিশ্বব্যাংকের বাংলাদেশে ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন বলেন, ‘ব্যবসায়িক প্রক্রিয়াগুলোর ডিজিটালাইজেশনের মাধ্যমে এই বিনিয়োগ স্বচ্ছতা বৃদ্ধিতে ও দুর্নীতি হ্রাসে সহায়তা করবে। এতে বাংলাদেশ এমন আধুনিক সরকারি প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবে, যা একটি উদীয়মান অর্থনীতির চাহিদা পূরণে সক্ষম।’ তিনি বলেন, ‘এই প্রকল্প সরকারি সেবার গুণগত মান ও প্রবেশগম্যতা বাড়াবে এবং এর মাধ্যমে জনগণের মধ্যে সরকারি প্রতিষ্ঠানের প্রতি আস্থা বৃদ্ধি পাবে।’

শিবগঞ্জে ঈদ সামগ্রী বিতরণ: গোমস্তাপুরে ভিজিএফের চাল বিতরণ শুরু

শিবগঞ্জে ঈদ সামগ্রী বিতরণ: গোমস্তাপুরে ভিজিএফের চাল বিতরণ শুরু শিবগঞ্জ উপজেলায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে আনসার ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শিবগঞ্জ উপজেলা চত্বরে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের বাহিনীর ভাতাভোগী সদস্যদের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এদিকে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভা এলাকার অসহায় ও দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়েছে। আজ সকালে পৌরসভা কার্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক জাকির মুন্সী। উল্লেখ্য, রহনপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের অসহায় ও দুস্থ ৪ হাজার ৬২১ জনকে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হবে। ১ম দিন ১,২,৩,৪ ও ৫ নং ওয়ার্ডের বাসিন্দাদেও চাল দেওয়া হয়।

ঈদ উপলক্ষে ১০ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দর

ঈদ উপলক্ষে ১০ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দর পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দরে আমদানী ও রপ্তানী এবং সিএন্ডএফ সংক্রান্ত সকল কার্যক্রম টানা ১০দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে বন্দর কার্যক্রম আগামী ৫ জুন বৃহস্পতিবার থেকে আগামী ১৪ জুন শনিবার পর্যন্ত বন্ধ থাকবে। আগামী ১৫ জুন বন্দরের কার্যক্রম পূণরায় যতারীতি চালু হবে। তবে বন্ধের মধ্যেও পণ্য লোড-আনলোড, পরিবহন, গুদামজাতকরণসহ কিছু আভ্যন্তরীণ কার্যক্রম চালু থাকবে। বন্দর সূত্র জানায়, সোনামসজিদ আমদানী ও রপ্তানীকারক গ্রুপ এবং বন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন যৌথ সিদ্ধান্তে এ সংক্রান্ত একটি পত্রে বাংলাদেশ এবং ভারতের সংশ্লিস্ট সকল পক্ষকে বন্ধের বিষয়টি অবহিত করেছে। আজ বিকেলে বন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন আহব্বায়ক মোস্তাফিজুর রহমান ঈদ উপলক্ষে ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে সোনামসজিদ ইমিগ্রেশন সূত্র জানায়, ঈদ উপলক্ষে বন্দরে আমদানী ও রপ্তানী কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের দু’দেশে যাতায়াত ঈদের দিন সহ প্রতিদিনই স্বাভাবিক থাকবে।