শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারালো বাংলাদেশ 

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারালো বাংলাদেশ  অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে পুল পর্বের ম্যাচে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। চীনের দাঝুতে শনিবার (৫ জুলাই) পুল ‘এ’-এর ম্যাচে শ্রীলঙ্কাকে ১৩-০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এর আগে হংকংয়ের বিপক্ষে ৩-০ গোলের জয়ে পুল পর্ব শুরু করেছিলো তারা। ম্যাচের অষ্টম মিনিটে শ্রীলঙ্কার গোলমুখ খুলে দেন দ্বীন ইসলাম। সেই পথ ধরে শ্রীলঙ্কার জালে একের পর এক গোল দিতে থাকেন বাংলাদেশের খেলোয়াড়েরা। শেষ পর্যন্ত ১৩-০ গোলের বড় জয় তুলে নেয় বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয়ের পথে হ্যাটট্রিক করেছেন মোহাম্মদ আব্দুল্লাহ (৪টি) ও ইসমাইল হোসেন। জোড়া গোল করেন সাজেদুল সাজেদ ও দ্বীন ইসলাম। একটি করে গোল মোহাম্মদ মেহেদী ও বিশাল আহমেদের। টানা দুই জয় ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলে শীর্ষে আছে বাংলাদেশ। রোববার (৬ জুলাই) নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক চিনের। শ্রীলঙ্কাকে ৯-০ গোলে উড়িয়ে পুল পর্ব শুরু করেছিল তারা। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম কোয়ার্টারেই তিন গোল করে ম্যাচে চালকের আসনে বসে যায় বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে আব্দুল্লাহ দুইবার, দ্বীন ইসলাম ও ইসলাম একটি করে গোল করলে বড় জয়ের পথে ছুটতে থাকে দল। তৃতীয় কোয়ার্টারে মাত্র একটি গোল হজম করে তারা। তবে চতুর্থ ও শেষ কোয়ার্টারে তাদের জালে আরও চার বার উৎসব করে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

গোমস্তাপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী দিবস পালিত

গোমস্তাপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী দিবস পালিত মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে গোমস্তাপুরে শোভাযাত্রা, সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। এই উপলক্ষে আজ বিকেলে বিজিবি রহনপুর বিওপির আয়োজনে এসব পালন করা হয়। উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন বিজিবি রহনপুর কোম্পানি কমান্ডার সুবেদার শেখ আব্দুল জাব্বার, বাঙ্গাবাড়ি বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল ওয়াদুদ, রামদাস বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার হায়দার আলী।

নাচোলে ভ্যানচালক রাজু হত্যা মামলায় ৩ জন গ্রেপ্তার

নাচোলে ভ্যানচালক রাজু হত্যা মামলায় ৩ জন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রাজু আহম্মেদ (২১) নামের ব্যাটারিচালিত রিকশাভ্যান চালক হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন— নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার উত্তর সিঙ্গেরগাড়ী তেলমনপাড়া গ্রামের মো. তরিকুল ইসলাম ওরফে ভ্যালেনের ছেলে মধু বিক্রেতা মো. খাদেমুল ইসলাম মধু (২৪) এবং চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর মসজিদপাড়ার মো. আমানত আলীর ছেলে রিকশাভ্যান মেকার আমিনুর রহমান (২২) ও তার পিতা মো. আমানত আলী। শনিবার (২৮ জুন) বেলা ১১টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ এসব তথ্য জানান। জেলা পুলিশের এই কর্মকর্তা আরো জানান, নিহত রাজু আহম্মেদ ও মধু গত ২২ জুন রবিবার রাতে একসঙ্গে মাদক সেবন করে। এ সময় রাজুকে পরিকল্পিতভাবে অতিরিক্ত মদ পান করায় মধু। সে (মধু) বছর দশেক আগে নীলফামারী থেকে নাচোলে এসে বিয়ে করে বসবাস শুরু করে এবং বিভিন্ন স্থানে মধু সংগ্রহ করে। মধুকে সবাই একজন মধু বিক্রতা হিসেবে চিনে। মাঝে স্ত্রীকে তালাকের পর নাচোল রেলস্টেশন পাড়ায় বসবাস শুরু করে। সেখনেই ভ্যানচালক রাজুর সঙ্গে তার পরিচয়। তারা একসঙ্গে মাদক সেবন করত। ওয়াসিম ফিরোজ আরো জানান, রাজুর ভ্যানটি ছিনতাইয়ের পরিকল্পনা করে মধু। ঘটনার দিন রাজু ও মধু একসঙ্গে চোলাইমদ পান করে। রাজু অতিরিক্ত মদ পান করায় সে আর ভ্যান চালাতে পারেনি। মধুই ভ্যান চালিয়ে ফতেপুর ইউনিয়নের পারিলা গ্রামের একটি আমবাগানের পাশে নিয়ে গিয়ে মধুর চাক ভাঙার ধারালো চাকু দিয়ে রাজুকে গলা কেটে হত্যা করে রাস্তার পাশে মরদেহ ফেলে ভ্যান নিয়ে পালিয়ে যায় মধু। পরে সে আমিনুর রহমানের কাছে নগদ ১৪ হাজার টাকায় রিকশাভ্যানটি বিক্র করে তার গ্রামের বাড়ি নীলফামারী চলে যায়। মধুকে জিজ্ঞাসাবাদে নিজেকে হত্যাকারী হিসেবে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে বলে জানান জেলা পুলিশের এই কর্মকর্তা। তিনি আরো জানান, ঘটনার পর দিন সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত রাজু আহম্মেদের মা মোছা. সুলতানা বেগম (৪৮) বাদী হয়ে নাচোল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আজ্ঞাতনামাদের আসামি করা হয়। এরপর মামলার অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তারের লক্ষে জেলা পুলিশের গোয়েন্দা শাখা ও নাচোল থানা পুলিশ যৌথভাবে জোর তৎপরতা শুরু করে। বিভিন্ন তথ্য উপাত্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৭ ভোর রাতের দিকে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানা এলাকা হতে রাজু হত্যায় সরাসরি জড়িত মো. খাদেমুল ইসলাম মধুকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে মধু জানায়, সে একজন মধু ব্যবসায়ী; দীর্ঘদিন ধরে ওই এলাকায় মধুর ব্যবসা করে আসছে। এলাকার সবাই তাকে মধুওয়ালা বলে চিনে। একসময় নাচোলের বীরেনবাজার এলাকায় বিয়ে করে ঘরজামাই হিসেবে বসবাস করত। তার একটি ছেলেসন্তানও রয়েছে। কিন্তু প্রায় ৪ মাস আগে তার বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকে সে নাচোল রেলস্টেশন এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতে থাকে। একই এলাকায় রাজুও বসবাস করায় তার সঙ্গে বন্ধুত্ব হয়। তারা একসঙ্গে নিয়মিত গাঁজা সেবন করত। অতিরিক্ত পুলিশ সুপার জানান, হত্যাকাণ্ডের পর মরদেহ পাশেই ফেলে দিয়ে ভ্যানে থাকা ন্যাকড়া দিয়ে ভ্যানের রক্ত মুছে ভ্যানটি নিয়ে মিরকাডাঙ্গা গ্রামের দিকে যায় মধু। কিছুদুর যাওয়ার পর ভ্যান থামিয়ে রাস্তার পাশে জমিতে জমে থাকা পানিতে নিজের হাত ধুয়ে নেয়। সেখানেই রক্তমাখা ন্যাকড়াটি ফেলে দেয় (যা পর দিন উদ্ধার হয়) এবং মৃত রাজুর ব্যবহৃত মোবাইল ফোনটি কাদার মধ্যে ঢুকিয়ে রাখে, যা আসামির দেখানো মতে পরে উদ্ধার করা হয়। ওই রাতে আসামি খাদেমুল মল্লিকপুর, গোমস্তাপুর ও চাঁনপুরসহ বিভিন্ন এলাকায় ভ্যানটি নিয়ে ঘুরে বেড়াতে থাকে। রাত শেষ হলে সকাল অনুমান সাড়ে ৮টার দিকে রিকশাভ্যান মেকার আমিনুর রহমান ও তার পিতা মো. আমানত আলীর কাছে ২০ হাজার টাকায় দরদাম ঠিক করে নগদ ১৪ হাজার টাকা নিয়ে ভ্যানটি বিক্রি করে দেয়। বাকি টাকা বিকাশে নিবে বলে চাঁপাইনবাবগঞ্জ হয়ে রাজশাহী জেলার গোদাগাড়ী বাজারে অবস্থান করে পর দিন সকালে বিআরটিসি বাসে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় মধু। গ্রেপ্তার খাদেমুলের দেওয়া তথ্য মতে, ২ ও ৩ নং আসামির বাড়ি হতে মৃত রাজু আহাম্মেদের ভাড়ায়চালিত অটোভ্যানটিসহ তিনটি রিকশা ভ্যান উদ্ধার করা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসান তারেক, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ শাহীন আকন্দ ও নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

শিবগঞ্জে হেরোইনসহ গ্রেপ্তার লালচাঁন ‘ডাকাত’

শিবগঞ্জে হেরোইনসহ গ্রেপ্তার লালচাঁন ‘ডাকাত’ শিবগঞ্জ উপজেলা থেকে অন্তত; ২০টি হত্যা, ডাকাতি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন মামলার আসামী লালচাঁন ইসলামকে হেরোইনসহ আটক করেছে পুলিশ। আজ সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কানসাট ইউনিয়নের বাগানবাড়ি এলাকার একটি আমবাগানে অভিযান চালিয়ে লালচাঁনকে আটক করে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল। আজ দুপুরে তাঁকে আটকের বিষয়টি নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম। গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেয়া শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) ইমরান হোসেন জানান, লালচাঁনের নামে একাধিক হত্যা, একাধিক ডাকাতি, ছিনতাই, মাদক সহ বিভিন্ন অভিযোগে শিবগঞ্জ সহ চাঁপাইনবাবগঞ্জের ৫টি থানতেই অন্তত: ২০টি মামলা রয়েছে। আরও মামলা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ দীর্ঘদিন থেকেই তাঁকে খুঁজছিল। ঢাকা থেকে কানসাট ফিরে হেরোইন বিক্রির সময় তিনি আটক হন। আটকের সময় তার কাছ থেকে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এঘটনায় মাদক আইনে তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান পুলিশ কর্মকর্তা ইমরান।

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে নতুন আক্রান্ত ৩২ জন

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে নতুন আক্রান্ত ৩২ জন চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরো ৩২ জন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ জন এবং বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন ১৭ জন। ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক তথ্যে জানা গেছে, পূর্বের রোগী ভর্তি ছিল ৩২ জন। তাদের মধ্যে মধ্যে ৬ জন পুরুষ, ১৯ জন মহিলা ও ৭ জন শিশু ছিলেন। একই সময়ে ছাড়পত্র দেয়া হয়েছে ৬ জনকে। ছাড়পত্রপ্রাপ্তদের মধ্যে ৪ জন পুরুষ ১ জন মহিলা ও ১ জন শিশু রয়েছেন। এছাড়া একজনকে রাজশাহীয় মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে রোগী ভর্তি আছেন ৪০ জন। তাদের মধ্যে ৮ জন পুরুষ, ২৬ জন মহিলা ও ৬ জন শিশু রয়েছেন। চলতি বছরের শুরু থেকে গতকাল শনিবার পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৮৪৪ জনে। এছাড়া বহির্বিভাগে শনাক্ত রোগীর সংখ্যা হচ্ছে ৩১০ জন। ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ এসব তথ্য নিশ্চিত করেছেন।

চাঁপাইনবাবগঞ্জে সরকারিভাবে করোনা পরীক্ষা শুরু; ১৫ মিনিটে মিলবে রিপোর্ট

চাঁপাইনবাবগঞ্জে সরকারিভাবে করোনা পরীক্ষা শুরু; ১৫ মিনিটে মিলবে রিপোর্ট চাঁপাইনবাবগঞ্জে সরকারিভাবে করোনা ভাইরাস পরীক্ষা শুরু হয়েছে।  শনিবার সকাল ১০টার দিকে ২৫০ শয্যাবিশষ্ট জেলা হাসপাতালের নতুন ভবনে করোনা পরীক্ষার উদ্বোধন করা হয়। এসময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ, আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুস সামাদসহ প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ানরা উপস্থিত ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম দিন যে কয়জন রোগীর করোনা পরীক্ষা করা হয়েছে, তাদের সকলে নেগেটিভ রেজাল্ট এসেছে। অর্থাৎ কারো দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়নি। তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ জানান, চিকিৎসকের পরামর্শ নিয়ে যে কেউ হাসপাতালে ১০০ টাকা ফি দিয়ে করোনা পরীক্ষা করতে পারবে। মাত্র ১২-১৫ মিনিটের মধ্যে রিপোর্ট ডেলিভারি দেয়া হচ্ছে। মাসুদ পারভেজ আরো জানান, করোনা রোগীদের জন্য দুুটি ওয়ার্ড প্রস্তত রাখা হয়েছে। এখানে নারী ও পুরুষের জন্য ৫টি করে মোট ১০টি বেড রয়েছে। এছাড়া পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনেরও ব্যবস্থা রয়েছে। এর আগে ২০২১-২২ সালে করোনার হটস্পট হিসেবে চিহ্নিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা। করোনার দুই ঢেউয়ে সে সময় মারা যান ১৬৪ জন রোগী।

সোনামসজিদ স্থল ও রহনপুর শুল্ক স্টেশনে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

সোনামসজিদ স্থল ও রহনপুর শুল্ক স্টেশনে ‘কমপ্লিট শাটডাউনে’ আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের চলছে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি। শনিবার সকাল থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ও রহনপুর শুল্ক স্টেশনেও এই কর্মসূচি পালন করেন কাস্টমস কর্মকর্তারা। ফলে এই দুটি বন্দর দিয়ে সব ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোঁজ নিয়ে জানা গেছে, শুল্কায়ন বন্ধ থাকায় আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। এতে করে সোনামসজিদ স্থলবন্দরে জিরো পয়েন্টে আটকা পড়েছে পণ্যবাহী ট্রাক। চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ জিরো পয়েন্টে অবস্থিত কাস্টমস ভবনের মূল ফটক বন্ধ করে দিয়ে ভেতরে অবস্থান করেন কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা। ভবনের সামনে ঝুলিয়ে দেয়া হয় তাদের কর্মসূচি সংবলিত কমপ্লিট শাটডাউনের ব্যানার। গতকাল শনিবার দুপুরে জিরো পয়েন্টে মেসার্স বাবুল এন্টারপ্রাইজের ও অপর এক রপ্তানিকারকের প্লাস্টিক সামগ্রীর ১৩টি ট্রাক ভারতে প্রবেশের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অন্যদিকে ভারতীয় ভূখণ্ডে অন্তত আড়াইশ পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশের জন্য অপেক্ষা করছে বলে জানা গেছে। মেসার্স বাবুল এন্টারপ্রাইজের বাবুল হোসেন জানান, এনবিআরের এ কর্মসূচির কারণে রপ্তানির পণ্য সোনামসজিদ জিরো পয়েন্টে শুল্কায়ন না হওয়ায় তার ৬টি প্লাস্টিক সামগ্রী বোঝাই পণ্যবাহী ট্রাক আটকে রয়েছে। এতে করে তাকে লোকসান গুণতে হবে। লোকসান মাথায় নিয়েই আজ রবিবার দুপুর পর্যন্ত পরিস্থিতি দেখার পর ধর্মঘট প্রত্যাহার না হলে ট্রাক ফেরত নেয়ার চেষ্টা করবেন বলে জানান তিনি। বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাঈনুল ইসলাম জানান, এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের ঘোষিত শাটডাউনের কারণে বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দরের ভেতর উভয় দেশের ট্রাক থেকে পণ্য খালাস অব্যাহত রয়েছে। ইমিগ্রেশন কর্মকর্তা এসআই জামিরুল ইসলাম জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও যাত্রী পারাপার চালু রয়েছে। অন্যদিকে রহনপুর শুল্ক স্টেশনেও সব ধরনের আমদানি কার্যক্রম বন্ধ রয়েছে বলে জানান রহনপুর স্টেশন ম্যানেজার আবদুল্লাহ আল মামুন। সেখানেও কাস্টমসে কর্মরতরা তাদের কার্যালয়ে ব্যানার টানিয়ে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন। এ ব্যাপারে সোনামসজিদ কাস্টমসে কর্মরত এক কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে জানান, কেন্দ্র ঘোষিত কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে রহনপুর ও সোনামসজিদে তাদের শাটডাউন কর্মসূচি চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত সব কার্যক্রম বন্ধ থাকবে। প্রসঙ্গত, সব পক্ষের অংশগ্রহণের ভিত্তিতে রাজস্ব খাতের সংস্কার এবং এনবিআরের চেয়ারম্যানের অপসারণের দাবিতে গতকাল শনিবার থেকে ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি পালন করছেন সংস্থাটির আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা। পাশাপাশি সারাদেশের শুল্ককর কার্যালয়ে শুরু হয়েছে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি।

আম ব্যবসায়ী ওমর সানী

আম ব্যবসায়ী ওমর সানী নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। কয়েক বছর আগে রেস্তোরাঁ ব্যবসায় নেমেছেন তিনি। এবার জানা গেল অভিনেতা আম ব্যবসাও করছেন। ‘মাটির কোলে’ নামে একটি ফেসবুক পেজের মাধ্যমে সরাসরি মানুষের ঘরে ঘরে আম পৌঁছে দিচ্ছেন। এ নিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন ওমর সানী। তাতে তিনি বলেন, “কাঁচা আম, পাকা আম— সারা পৃথিবীর একটা আশ্চর্যের বিষয়। আমরা গর্ব করে বলতে পারি, আমার জেলা চাঁপাই নবাবগঞ্জ, আমাদের জেলা রাজশাহী। যারা এই সুস্বাদু আমগুলো পেতে চান, তারা আমাদের অনলাইন পেজে অর্ডার করুন, এই জেলার বাগান থেকে ফরমালিন মুক্ত আম সরাসরি আপনার বাসায় পৌঁছে যাবে।” ওমর সানীর এ ভিডিওতে নেটিজেনদের অনেকে মন্তব্য করেছেন। অনেকে আম নিতে আগ্রহ প্রকাশ করেছেন। কেউ কেউ জানতে চেয়েছেন— আম খারাপ হলে ফেরত নেবেন কি না! তবে আমের দাম ‘বেশি’ বলে অনেকে মন্তব্য করেছেন। বর্তমানে চলচ্চিত্রে খুব একটা নিয়মিত না হলেও নানারকম ব্যাবসায়ীক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত সময় পার করছেন ওমর সানী। চলচ্চিত্রে অভিনয় থেকে কিছুটা দূরে থাকলেও, সমাজ ও দেশের উন্নয়নমূলক কাজে ভূমিকা রাখতে চান এই নায়ক। ওমর সানি ১৯৯২ সালে নুর হোসেন বলাই পরিচালিত ‘এই নিয়ে সংসার’ চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। এরপর ‘চাঁদের আলো’, ‘দোলা’, ‘আখেরি হামলা’ এবং ‘মহৎ’সহ একাধিক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন।

আরচ্যারিতে বাংলাদেশের স্বর্ণ জয়

আরচ্যারিতে বাংলাদেশের স্বর্ণ জয় এশিয়ান কাপ আরচ্যারিতে বাংলাদেশের আরচ্যার আব্দুর রহমান আলিফ স্বর্ণ জিতেছেন। ফাইনালে জাপানের মিয়াতা গাকুতোকে ৬-৪ সেট পয়েন্টে পরাজিত করেন আসিফ। সিঙ্গাপুরে অনুষ্ঠিত আজ শুক্রবার (২০ জুন) রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টের প্রথম সেটে আলিফ ২৮ স্কোর করেন। তার প্রতিপক্ষ জাপানি আরচ্যার মিয়াতা করেন ২৭ পয়েন্ট। তাতে বাংলাদেশের আলিফ ২-০ সেট পয়েন্টে লিড পায়৷ দ্বিতীয় সেটে আলিফ ২৯ আর জাপানি আরচ্যার ২৮ করলে বাংলাদেশের স্বর্ণ জয়ের সম্ভাবনা বাড়ে। পরের দুই সেটের একটি জিতলে শেষ সেট প্রয়োজন হতো না। বাংলাদেশের আরচ্যার আলিফ তৃতীয় ও চতুর্থ সেটে হেরে যান৷ মিয়াতার ২৮ ও ২৭ স্কোরের বিপরীতে আলিফ করেন ২৭ ও ২৬। ফলে ৪-৪ সেট পয়েন্টে সমতা আসে। পঞ্চম ও শেষ সেট শিরোপা নির্ধারণীতে পরিণত হয়। আলিফ শেষ সেটে ৩০ এর মধ্যে ২৯ পয়েন্ট সংগ্রহ করেন। জাপানি আরচ্যার মিয়াতা ২৬ পয়েন্ট পেলে আলিফ শেষ সেট জেতেন৷ এতে ৬-৪ সেট পয়েন্টে রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের স্বর্ণ নিশ্চিত হয়। আলিফ বাংলাদেশের উদীয়মান রিকার্ভ আরচ্যার। বিকেএসপির এই আরচ্যার জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলছেন কয়েক বছর যাবত। এশিয়ান কাপ আরচ্যারির স্বর্ণ জয় তার ক্যারিয়ারের সেরা সাফল্য। তার আগে বাংলাদেশের রোমান সানা এমন কৃতিত্ব অর্জন করেছিলেন৷

দেশের খাদ্য পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক: খাদ্য উপদেষ্টা

দেশের খাদ্য পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক: খাদ্য উপদেষ্টা খাদ্য এবং ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, দেশে বোরো ধানের বাম্পার ফলন হওয়ায় খাদ্য পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক পরিস্থিতিতে রয়েছে। আজ শুক্রবার পটুয়াখালি জেলা সার্কিট হাউজে অনুষ্ঠিত চলতি মৌসুমের বোরো সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন, মজুদ ও বিতরণ বিষয়ে পটুয়াখালী ও বরগুনা জেলার খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। খাদ্য উপদেষ্টা বলেন, তবে আমরা সন্তোষজনক অবস্থানে থাকলেও, বসে থাকলে চলবে না। কারণ খাদ্য দ্রব্য ক্রমাগত খরচ হচ্ছে, আবার যোগ হচ্ছে। এ বছর বোরো আবাদ যেমন ভাল হয়েছে, আমনটাও যদি ভাল হয়, তাহলে বিদেশ থেকে আর চাল আমদানি করতে হবে না। আলী ইমাম মজুমদার বলেন, বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে সাড়ে ১৭ লাখ টন ধান ও চাল সংগ্রহ করা হবে। এরমধ্যে সাড়ে ৩ লাখ টন ধান ও ১৪ লাখ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।তিনি বলেন, কৃষককে প্রাইস সাপোর্ট দেয়ার জন্য গত বছরের তুলনায় কেজি প্রতি চার টাকা বৃদ্ধি করে ধান ৩৬ টাকা এবং চাল ৪৯ টাকা কেজি দরে কেনা হচ্ছে। ২৪ এপ্রিল থেকে সারাদেশে বোরো মৌসুমের ধান-চাল কেনা শুরু হয়েছে এবং এ সংগ্রহ অভিযান ৩১ আগস্ট পর্যন্ত চলবে।