কানসাট বাজারে সু স্টোরে আগুন মালামাল পুড়ে ছাই

কানসাট বাজারে সু স্টোরে আগুন মালামাল পুড়ে ছাই শিবগঞ্জ উপজেলার কানসাট বাজারে এইচ এন সু স্টোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।  শনিবার দুপুরে এই অগ্নিকাণ্ড ঘটে। এইচ এন সু স্টোরের মালিক মো. আহসান হাবিব জানান, প্রতিদিনের মতই দুপুরে দোকান লাগিয়ে বাড়ি যাই। এর ১০ মিনিট পর আমাকে একজন ফোন দিয়ে বলে দোকানে আগুন লেগেছে। আমি এসে দেখি ফায়ার সার্ভিস এসে আগুন নেভাচ্ছে। ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, দোকানের প্রায় ৪ লাখ টাকার মালামাল সব পুড়ে শেষ হয়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেলাম। শিবগঞ্জ ফায়ার স্টেশন লিডার আতিয়ার রহমান জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪ লাখ টাকা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আইপিএসের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। মাসব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে শনিবার ‘এক শহীদ এক বৃক্ষ’ কর্মসূচি পালন করা হয়। সকাল ১০টায় জেলাশহরের ফুড অফিস মোড় এলাকায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে (নির্মাণাধীন) একটি পারিজাত ও একটি কর্পুর গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সাদাম। এসময় উপস্থিত ছিলেন— জুলাই আন্দোলনে শেরেবাংলানগর এলাকায় নিহত শহীদ তারেক হোসেনের পিতা আসাদুল ইসলাম, মিরপুর-২ এলাকায় নিহত শহিদ মতিউর রহমানের পরিবারের সদস্য, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, কৃষিবিদ জহুরুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাহিমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ করা হয় এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মো. মুখতার আলী। এসময় জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ জানান, মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে শুক্রবার ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। আজ (গতকাল শনিবার) বৃক্ষ রোপণ করা হলো। আগামী ৩৬ জুলাই পর্যন্ত নানান কর্মসূচি পালন করা হবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই জেলাতে এইসব কর্মসূচি পালন করা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জের মনোহরপুরে ভাঙছে পদ্মা নদী, বাড়ছে পানি

চাঁপাইনবাবগঞ্জের মনোহরপুরে ভাঙছে পদ্মা নদী, বাড়ছে পানি চাঁপাইনবাবগঞ্জের নদীগুলোয় বন্যার বৃদ্ধি পাচ্ছে। পদ্মায় প্রতিদিন গড়ে ৩০ সেন্টিমিটার করে পানি বাড়ছে। পানি বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে চলছে নদী ভাঙন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর এলাকায় এবারো পদ্মা নদীর বামতীরে তীব্র ভাঙন দেখা দিয়েছে। ভাঙনে নদী তীরবর্তী এলাকার মানুষ সর্বস্বান্ত হচ্ছে। ভাঙন থেকে রক্ষা পেতে এরই মধ্যে অনেকেই বাড়িঘর অন্যত্র সরিয়ে নিয়েছেন। ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে কাজ করছে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড। এদিকে সদর উপজেলার নারায়ণপুর ও শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের পদ্মা নদীর ডানতীরে বসবাসরত কয়েকটি গ্রামের মানুষ তীব্র ভাঙনে বিপাকে পড়েছেন। প্রতিদিনই নদী ভাঙনে সর্বস্বান্ত হচ্ছে মানুষ। চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব বলেন— মনোহরপুরে পদ্মার ভাঙনে বেশ কিছু পরিবার তাদের ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিয়েছেন। ভাঙন প্রতিরোধ জরুরি ভিত্তিতে কাজ করা হচ্ছে। তিনি বলেন— পদ্মায় প্রতিদিন গড়ে ৩০ সেন্টিমিটার করে পানি বাড়ছে। আজ (গতকাল) শনিবার পানি বেড়েছে ২৩০ সেন্টিমিটার। বর্তমানে বিপৎসীমার ২.৩০ সেন্টিমিটার নিচ দিয়ে পদ্মা প্রবাহিত হচ্ছে। পদ্মার বিপৎসীমা হচ্ছে ২২.০৫ মিটার।

শিবগঞ্জে ই-কমার্স ভিলেজ মেলার সমাপনী

শিবগঞ্জে ই-কমার্স ভিলেজ মেলার সমাপনী শিবগঞ্জে গ্রামপর্যায়ে ই-কমার্স প্রসারের লক্ষ্যে ই-কমার্স ভিলেজ মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে বিজনেস প্রমোশন কাউন্সিল ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-এর যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মেলার সমাপনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজহার আলী। এসময় আরো উপস্থিত ছিলেন, ই-কমার্স ভিলেজ প্রকল্পের কো-অর্ডিনেটর এস এম ইকরামুল হক, স্থানীয় উদ্যোক্তা আহসান হাবীব, ইসমাইল হোসেন শামীম খান, বিপিসি ও ই-ক্যাবের প্রতিনিধিসহ অন্যরা। অনুষ্ঠানে উপজেলার তরুণ উদ্যোক্তা, অনলাইন ব্যবসায়ীরা ও স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশ নেয়। শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। দুদিনব্যাপী এই আয়োজনের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তারা ডিজিটাল ব্যবসা ও অনলাইন মার্কেটপ্লেস সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়।

নাচোলে ভুটভুটি উল্টে চালক নিহত

নাচোলে ভুটভুটি উল্টে চালক নিহত চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভুটভুটি উল্টে এর চালক জুয়েল রানা (৪৫) নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে নাচোল-আমনুরা সড়কের ফুলকুঁড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক জেলার গোমস্তাপুর উপজেলার আজগড়া গ্রামের মৃত জাইগীর হোসেনের ছেলে। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে জুয়েল রানা রাজশাহী জেলার কাকনহাট ললিতনগরে একটি বাগান থেকে আমপাড়ার জন্য শ্রমিকদের তার ভুটভুটিতে করে নিয়ে যাচ্ছিল। পথে নেজামপুর ইউনিয়নের ফুলকুঁড়ি মোড় এলাকায় পৌঁছালে শ্যালোমেশিন চালিত স্টেয়ারিং (ভুটভুটি) গাড়ির সামনের চাকা রাস্তার ভাঙা গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এঘটনায় জুয়েল রানাসহ অন্যরা রাস্তার ওপর ছিটকে পড়ে। এতে জুয়েল রানা মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। অন্যরাও আহত হয়। খবর পেয়ে নাচোল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আহতদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত ডাক্তার জুয়েল রানাকে মৃত ঘোষণা করেন। ওসি আরো জানান, আহতরা একই এলাকার মৃত আমজাদ আলীর ছেলে আজিজুল হক (৬০), মুরাদ (৩০), শনি (৩০), বৈদ্যনাথপুর গ্রামের জাহানের ছেলে সেরাজুল (৪০) ও সাইদুলের ছেলে মারুফ (২০)। আহতদের মধ্যে শনি ও মুরাদের জখম গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৭৭ ডেঙ্গু রোগী সনাক্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৭৭ ডেঙ্গু রোগী সনাক্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭৭ জন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ভেতর বিভাগে ৪১ জন এবং বহির্বিভাগে ৩৬ জন শনাক্ত হয়েছেন। অন্যান্য উপজেলায় কোনো রোগী শনাক্ত হননি। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে মঙ্গলবার এই তথ্য জানানো হয়েছে। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছেন ৬১ জন। তাদের মধ্যে ২২ জন পুরুষ, ৩৩ জন মহিলা ও ৬ জন শিশু রয়েছেন। এছাড়া শিবগঞ্জে ১ জন, গোমস্তাপুরে ১ জন রোগী ভর্তি রয়েছেন। আর বহির্বিভাগে শনাক্তরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ঘরে ফিরে গেছেন। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ৩৪ জনকে। এই ৩৪ জনের মধ্যে ১৬ জন পুরুষ, ১২ জন মহিলা ও ৬ জন শিশু রয়েছেন। অন্যদিকে অবস্থার অবনতি হওয়ায় ১ জনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকেও ১ জনকে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১০০১ জনে। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫১৪ জনে।

বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের পরিচালক হিসেবে মনোনয়ন পেলেন রিমন

বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের পরিচালক হিসেবে মনোনয়ন পেলেন রিমন বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের পরিচালক হিসেবে মনোনয়ন পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জের কৃতী সন্তান তরুণ ব্যবসায়ী আখতারুল ইসলাম রিমন। গতকাল মঙ্গলবার সকালে দৈনিক গৌড় বাংলাকে রিমন নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। আখতারুল ইসলাম রিমন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি ও ব্যবসা প্রতিষ্ঠান আয়ান ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী। বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের পরিচালক হিসেবে মনোনীত করার জন্য আখতারুল ইসলাম রিমন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি, বিজনেস ফোরামের সভাপতি নুরুল মোস্তফা ও সাধারণ সম্পাদক আলি হায়দার চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। রিমন গৌড় বাংলাকে বলেন, নতুন দায়িত্ব আমাকে নতুন উদ্যোগ, দৃঢ় পরিকল্পনা ও আন্তরিক সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশ-আলজেরিয়ার মধ্যে ব্যবসায়িক সম্পর্ক মজবুত ও সম্প্রসারিত করার ক্ষেত্রে উদ্বুদ্ধ করবে। তিনি বলেন, দুই দেশের ব্যবসায়ীদের সহজ যোগাযোগ, তরুণ উদ্যোগীদের জন্য প্ল্যাটফর্ম তৈরি এবং নতুন বাণিজ্যিক সম্পর্ক গড়তে কাজ করব আমরা। দুই দেশের ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতায় শিল্প, কৃষি ও সেবা খাত উন্নয়ন ঘটবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রসঙ্গত, বাংলাদেশ ও আলজেরিয়ার বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এরই ধারাবাহিকতায় গত ২৭ জুন চাঁপাইনবাবগঞ্জ সফরে আসেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি। ওই দিন তিনি বলেছিলেন, আলজেরিয়ায় গিয়ে বাংলাদেশীরা আমবাগান গড়ে তুললে বিনামূল্যে জমি দেয়া হবে। পাশাপাশি বিদ্যুৎ, গ্যাসসহ অন্যান্য সুযোগ-সুবিধাও নিশ্চিত করা হবে।

ভোলাহাটের সেই রোমানের পাশে দাঁড়াল প্রশাসন

ভোলাহাটের সেই রোমানের পাশে দাঁড়াল প্রশাসন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অটোরিকশা চালিয়ে বাবার চিকিৎসা ও সংসারের খরচ যুগিয়ে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া রোমান আলীর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। তাকে পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য শিক্ষা সহায়তার চেক তুলে দিয়েছেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জেলা প্রশাসক শিক্ষা খরচ বাবদ তাৎক্ষণিক সহায়তা তুলে দেন এবং ভবিষ্যতে পাশে থাকার আশ্বাস দেন। এ সময় উপজেলার মুশরীভূজা গ্রামের দরিদ্র মেধাবী শিক্ষার্থী মো. নিয়ামত আলীকেও আর্থিক সহায়তা দেওয়া হয়। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগে তৃতীয় স্থান অধিকার করে ভর্তির সুযোগ পেয়েছেন। গৌড় বাংলায় রোমান আলীর জীবনসংগ্রাম ও কৃতিত্ব নিয়ে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামানের নজরে এলে তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসককে অবহিত করে। পরে জেলা প্রশাসক এই উদ্যোগ নেন। উল্লেখ্য, ভোলাহাট উপজেলার তাঁতীপাড়া গ্রামের রোমান আলী বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়ে সকল বিষয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। ছোটবেলা থেকেই বাবার অসুস্থতা, সংসারের অভাব-অনটনের মধ্যেও রোমান অটোরিকশা চালানোর পাশাপাশি পড়ালেখা চালিয়ে গেছেন। এদিকে উপজেলা নির্বাহী অফিসার রোমানের পড়ালেখার জন্য আর্থিকভাবে সবসময় পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে বন্ধে ধর্মীয় নেতাদের প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে বন্ধে ধর্মীয় নেতাদের প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ বন্ধে, ধর্র্র্মীয় নেতাদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক ৩দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। “বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়তে সকলের উদ্দ্যোগ প্রয়োজন” শ্লোগানে আজ সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে কর্মশালাটির সমাপনী অনুষ্ঠিত হয়। ইউনিসেফের অর্থায়নে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ধর্মীয় নেতাদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার শেষ দিন ছিল আজ। প্রশিক্ষণে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ২০ জন ইমাম, কাজী, হিন্দু ও খ্রিষ্টান ধমের ধর্মগুরুগণ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণটি সমন্বয় করেন এসবিসি প্রকল্পের প্রোগ্রাম অফিসার মি. উত্তম মণ্ডল। ৩ দিনের প্রশিক্ষণে আলোচক ছিলেন— ইসলামিক চিন্তাবিদ এবং বক্তা মুফতী মাওলানা হানিফ মো. আব্দুল কাদের, উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জয়নাল আবেদিন, চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার এ বি জি এম গোলাম কিবরিয়া, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ম্যানাজার জেমস বিশ্বাস। প্রশিক্ষণে অংশগ্রহণকারীগণ বাল্যবিয়ে বন্ধে জনঅংশগ্রহণমূলক কর্মপরিকল্পনা গ্রহণের পাশাপাশি শপথ করেন, যেখানে বাল্যবিয়ে সেখানেই প্রতিরোধ গড়ে তুলবেন।

আজ ‘হাসির রাজা’খ্যাত দিলদারের মৃত্যুবার্ষিকী 

আজ ‘হাসির রাজা’খ্যাত দিলদারের মৃত্যুবার্ষিকী  সিনেমার দুঃখ ভোলানো মানুষ তিনি। পর্দায় তাকে দেখে হাসবেন না এমন দর্শক পাওয়া কঠিন। যতক্ষণ তিনি অভিনয় করবেন, ততক্ষণই মুগ্ধ হয়ে সবাই শুধু তাকেই দেখবেন। দেশীয় চলচ্চিত্রের ইতিহাসে কৌতুক অভিনেতা হিসেবে দিলদারের তুলনা তিনি নিজেই। ঢাকাই চলচ্চিত্রের ‘হাসির রাজা’খ্যাত এই অভিনেতার মৃত্যুবার্ষিকী রোববার (১৩ জুলাই)। দেখতে দেখতে কেটে গেল ২২টি বছর, দিলদার নেই। ২০০৩ সালের এই দিনে ৫৮ বছর বয়সে তিনি জীবনের মায়া কাটিয়ে চিরদিনের মতো পৃথিবী ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী রোকেয়া বেগম এবং মাসুমা আক্তার ও জিনিয়া আফরোজ নামে দুই কন্যাসন্তান রেখে গেছেন। দিলদারের জন্ম ১৯৪৫ সালের ১৩ জানুয়ারি চাঁদপুরে। এসএসসি পাস করার পর পড়াশোনা বাদ দিয়ে দেন এই অভিনেতা। ১৯৭২ সালে ‘কেন এমন হয়’ নামের সিনেমা দিয়ে অভিনয় জীবন শুরু করেন দিলদার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। দুর্দান্ত অভিনয় দিয়ে হয়ে ওঠেন দর্শকপ্রিয় অভিনেতা। দিলদারের তুমুল জনপ্রিয়তা দেখে তাকে নায়ক করে নির্মাণ করা হয়েছিল ‘আব্দুল্লাহ’ সিনেমা। এটি দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। এতে দিলদারের নায়িকা ছিলেন নূতন। চলচ্চিত্রে সুদীর্ঘ ক্যারিয়ারে তিনি উপহার দিয়ে গেছেন- ‘বেদের মেয়ে জোসনা’, ‘বিক্ষোভ’, ‘অন্তরে অন্তরে’, ‘কন্যাদান’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘শুধু তুমি’, ‘স্বপ্নের নায়ক’, ‘আনন্দ অশ্রু’, ‘অজান্তে’, ‘প্রিয়জন’, ‘প্রাণের চেয়ে প্রিয়’, ‘নাচনেওয়ালী’সহ আরও অনেক জনপ্রিয় সিনেমা। দিলদার সেরা কৌতুক অভিনেতা হিসেবে ২০০৩ সালে ‘তুমি শুধু আমার’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হন।