উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত

উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, সভায় ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।
মাঠ পর্যায়ে ভূমি কর্মকর্তাদের পদবী পরিবর্তনের উদ্যোগ

মাঠ পর্যায়ে ভূমি কর্মকর্তাদের পদবী পরিবর্তনের উদ্যোগ মাঠ পর্যায়ে ভূমি কর্মকর্তাদের পদবী পরিবর্তনের উদ্যোগ নিয়েছে ভূমি মন্ত্রণালয়। গত রোববার এ বিষয়ে ভূমি মন্ত্রণালয় থেকে নতুন প্রস্তাব পাঠানো হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে। ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার উপসচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন ভূমি মন্ত্রণালয়ের পক্ষে এই পদ পরিবর্তনের চিঠিতে স্বাক্ষর করেন। ভূমি মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ পর্যায়ে কর্মরত পৌর ভূমি অফিসে এবং মহানগর ভূমি অফিসের জন্য ‘ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা’ ও ‘ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা’ এ দু’টি পদের নাম পরিবর্তন করে যথাক্রমে ‘ভূমি সহকারী কর্মকর্তা’ এবং ‘ভূমি উপ-সহকারী কর্মকর্তা’ হিসেবে পদনাম পরিবর্তনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ পর্যায়ে কর্মরত ‘ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা’ ও ‘ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা’ পদের নাম পরিবর্তন সংক্রান্ত ভূমি মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে- ভূমি মন্ত্রণালয়ের গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার কার্যবিবরণীর ‘৫.১ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা এ দু’টি পদের নাম পরিবর্তন করে যথাক্রমে ভূমি সহকারী কর্মকর্তা এবং ভূমি উপ-সহকারী কর্মকর্তা হিসেবে পদের পদনাম সংশোধনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করা হবে’ মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত মোতাবেক জনপ্রশান মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করা হলে জনপ্রশাসন মন্ত্রণালয় হতে নির্দেশনা প্রদান করে। চিঠিতে বলা হয়েছে, ‘ভূমি সহকারী কর্মকর্তা’ ও ‘ভূমি উপ-সহকারী কর্মকর্তা’ পদটি ইউনিয়ন ভূমি অফিস, পৌর ভূমি অফিস ও মহানগর ভূমি অফিসে বিদ্যমান। এক্ষেত্রে নিয়োগ বিধিমালার তফসিলে বর্তমান পদনামের পূর্বে ‘ইউনিয়ন’ শব্দটি বাদ দেওয়া হলে একই কর্মকর্তাকে ইউনিয়ন/পৌর/মহানগর ভূমি অফিসে পদায়ন করা যাবে। ফলে পৌর ভূমি অফিস এবং মহানগর ভূমি অফিসের নামের সঙ্গে সামঞ্জস্য রেখে পদনাম পরিবর্তনের প্রয়োজন হবে না। এতে বর্তমান নামজনিত সংকট ও বিড়ম্বনা দূর হবে। যাতে বেতন ভাতাদি খাতে অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে না।
মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরে নির্বাচন

মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরে নির্বাচন মিয়ানমারের জান্তা সরকার বৃহস্পতিবার দেশটিতে দীর্ঘদিন ধরে চলমান জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। ইয়াঙ্গুন থেকে এএফপি জানিয়েছে, ডিসেম্বরে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন সামনে রেখে জান্তা সরকার প্রস্তুতি জোরদার করছে। তবে বিরোধী দলগুলো ওই নির্বাচন বর্জন করেছে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সমালোচনা করছে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে সেনাবাহিনী জরুরি অবস্থা জারি করেছিল। তিন বছরের বেশি সময় পর তা প্রত্যাহারের ঘোষণা এল। জান্তার মুখপাত্র জাও মিন তুন বৃহস্পতিবার সাংবাদিকদের পাঠানো এক বার্তায় বলেন, ‘আজ থেকে জরুরি অবস্থা বাতিল করা হল।’
যুদ্ধবিরতি লঙ্ঘনে অভিযোগ কম্বোডিয়া-থাইল্যান্ডের

পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনে অভিযোগ কম্বোডিয়া-থাইল্যান্ডের থাইল্যান্ড ও কম্বোডিয়া বুধবার একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। এই যুদ্ধবিরতি সম্প্রতি তাদের সীমান্তে সংঘর্ষ বন্ধে কার্যকর হয়েছিল। ব্যাংকক থেকে এএফপি এ সংবাদ জানায়। পাঁচ দিন ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৪৩ জন নিহত হওয়ার পর মঙ্গলবার দুই দেশ একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায়। দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী মন্দির নিয়ে চলা বিরোধ ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তজুড়ে রূপ নিয়েছিল উন্মুক্ত যুদ্ধে। কম্বোডিয়ার প্রেসিডেন্ট খুয়োন সুদারি অন্যান্য দেশগুলোর প্রতি যুদ্ধবিরতি পর্যবেক্ষণ ও নিশ্চিত করার আহ্বান জানান। তিনি জেনেভায় অনুষ্ঠিত ষষ্ঠ বিশ্ব সংসদীয় সম্মেলনে বলেন, ‘যুদ্ধবিরতি রক্ষায় আন্তর্জাতিক পর্যবেক্ষক ও পরিদর্শক দল মোতায়েন করা জরুরি। যারা চুক্তি লঙ্ঘন করছে, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে।’ থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সিসাকেত প্রদেশে থাই সেনাবাহিনীর ওপর কম্বোডিয়ান বাহিনীর ছোট আগ্নেয়াস্ত্র ও গ্রেনেড হামলা চালানো হয়, যা বুধবার সকাল পর্যন্ত চলতে থাকে। এটি যুদ্ধবিরতি চুক্তির চূড়ান্ত লঙ্ঘন। থাই সরকারের মুখপাত্র জিরায়ু হুয়াংসাব বলেন, রাতভর সংঘর্ষের পরও ‘থাই বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছিল এবং স্থানীয় সময় সকাল ৮টা থেকে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক ছিল। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা অভিযোগ করেন, থাইল্যান্ড দুইবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এই লড়াইয়ের কারণে দুই দেশ মিলে সীমান্ত এলাকা থেকে ৩ লাখের বেশি মানুষকে সরিয়ে নিয়েছে। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভল্কার তুর্ক দুই দেশকে পুরোপুরি চুক্তি বাস্তবায়নের ও শান্তি প্রতিষ্ঠায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘এই গুরুত্বপূর্ণ চুক্তিকে উভয় পক্ষকে আন্তরিকভাবে সম্মান জানাতে হবে। যাতে চলমান কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সংঘাতের মূল কারণ সমাধান করা যায়। থাইল্যান্ডের সুরিন শহরের এক মন্দিরে, যেখানে আশ্রয় ও খাদ্য রান্নার ব্যবস্থা করা হয়েছে, সেখানকার স্বেচ্ছাসেবক ৬৫ বছর বয়সী থানিন কিট্টিওরানুন বলেন, আমরা বিশ্বাস করি না কম্বোডিয়া যুদ্ধবিরতি মেনে চলবে। তবে কম্বোডিয়ার পক্ষ থেকে একজন এএফপি সাংবাদিক জানিয়েছেন, যুদ্ধবিরতির শুরু থেকে বুধবার সকাল পর্যন্ত কম্বোডিয়ার পক্ষ থেকে কোনো গোলাবর্ষণের শব্দ শোনা যায়নি, যদিও বৃহস্পতিবার থেকে লাগাতার গোলাবর্ষণ চলছিল। চীন জানিয়েছে, সাংহাইয়ে চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডংয়ের নেতৃত্বে থাই ও কম্বোডিয়ান কর্মকর্তাদের বৈঠকে দুই পক্ষ যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। মঙ্গলবার যুদ্ধবিরতির শুরুর প্রথম ঘণ্টাগুলোতেই থাইল্যান্ড কম্বোডিয়ার বিরুদ্ধে হামলা চালিয়ে পারস্পরিক আস্থাকে ক্ষুণ্ন করার অভিযোগ তোলে। তবে পরে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়।
২৭ দিনে রেমিট্যান্স প্রবাহ ৩৩.৬ শতাংশ বৃদ্ধি

২৭ দিনে রেমিট্যান্স প্রবাহ ৩৩.৬ শতাংশ বৃদ্ধি বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে, জুলাই মাসের প্রথম ২৭ দিনে রেমিট্যান্স প্রবাহ ৩৩ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ হাজার ৯৯ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। গত বছরের একই সময়ে, দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ১ হাজার ৫৭২ মিলিয়ন ডলার। প্রবাসী বাংলাদেশিরা ২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড পরিমাণ ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে প্রাপ্ত সর্বোচ্চ পরিমাণ। আগের অর্থবছরে (অর্থবছর ২০২৩-২৪) প্রাপ্ত ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলারের তুলনায় রেমিট্যান্স ২৬ দশমিক ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
পুলিশের চার ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

পুলিশের চার ডিআইজিকে বাধ্যতামূলক অবসর বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন চার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার (২৮ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছেন সিনিয়র সচিব নাসিমুল গণি। বাধ্যতামূলক অবসরে যাদের পাঠানো হয়েছে তারা হলেন—ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত ডিআইজি আতিকা ইসলাম, রেলওয়ে পুলিশ ঢাকায় সংযুক্ত ডিআইজি মো. মাহবুব আলম, শিল্পাঞ্চল পুলিশে সংযুক্ত ডিআইজি মো. মনির হোসেন এবং পুলিশ টেলিকম ঢাকায় সংযুক্ত ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো। বিধি অনুযায়ী তারা অবসর সুবিধাপ্রাপ্ত হবেন।
নায়িকা বললেন, লজ্জা পাচ্ছি

নায়িকা বললেন, লজ্জা পাচ্ছি মোহিত সুরি নির্মিত রোমান্টিক-ড্রামা ঘরানার বলিউড সিনেমা ‘সাইয়ারা’। সিনেমাটিতে জুটি বেঁধেছেন নবাগত আহান পান্ডে ও অনীত পড্ডা। গত ১৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। মুক্তির আগেই আলোচনা তৈরি করেছিল আর মুক্তির পর রীতিমতো ঝড় তুলেছে এটি। আহান পান্ডে ও অনীত পড্ডা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। মুম্বাই এয়ারপোর্টে দেখা গেল অনীত পড্ডাকে। পাপারাজ্জিদের ক্যামেরা থেকে মুখ লুকানোর অনেক চেষ্টা করেও ব্যর্থ হন ২২ বছর বয়সি এই অভিনেত্রী। যার একাধিক ভিডিও এখন অন্তর্জালে ভাইরাল। এ ভিডিওতে দেখা যায়, অনীতের গায়ে নীল রঙের শার্ট, মাথায় কালো ক্যাপ, মুখে মাস্ক। কাঁধে ব্যাগ নিয়ে হাঁটছেন তিনি। এসময় পাপারাজ্জিদের একজন তাকে মাস্ক খুলে ক্যামেরায় পোজ দিতে বলেন। জবাবে অনীত বলেন, “আমার লজ্জা লাগছে।” মুখ থেকে মাস্ক খুললেও পুরোপুরি ক্যামেরায় পোজ দেননি। কেবলই হাসতে হাসতে হেঁটে চলে যান এই অভিনেত্রী। তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে রয়েছেন অনীত। তার রূপের ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা। সারা নামে একজন লেখেন, “সে ভীষণ ইনোসেন্ট।” একজন লেখেন, “সে কেবল খ্যাতি কুড়িয়েছে, এ পরিস্থিতিতে মিডিয়া হ্যান্ডেল করা তার জন্য কঠিন।” তৃষা নামে একজন লেখেন, “সে এসবে অভ্যস্ত নয়।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সিয়াসাত ডটকম জানিয়েছে, সিঙ্গাপুরে ‘সাইয়ারা’ সিনেমার সাকসেস পার্টির আয়োজন করেছেন নির্মাতারা। সেখানে যোগ দিতে গতকাল ভারত ছাড়েন অনীত পড্ডা। মুম্বাই বিমানবন্দরে প্রবেশের মুখে এমন পরিস্থিতির মুখে পড়েন এই তারকা। অনীত পড্ডা একেবারে নতুন না হলেও মূলধারার সিনেমায় এটাই তার বড় সুযোগ। এর আগে কাজলের সঙ্গে ‘সালাম ভেঙ্কি’ ও ‘বিগ গার্লস ডোন্ট ক্রাই’ সিরিজে অভিনয় করেছেন তিনি। তবে ‘সাইয়ারা’ সিনেমা তাকে রাতারাতি খ্যাতি এনে দিয়েছে। ‘সাইয়ারা’ সিনেমা মুক্তির পর থেকে দর্শক-সমালোচকদের ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। এটি প্রযোজনা করেছে যশরাজ ফিল্মস। ৪৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬৩ কোটি ২০ লাখ টাকা) বাজেটের ‘সাইয়ারা’ বক্স অফিসে ঝড় তুলেছে। ১০ দিনে সিনেমাটি আয় করেছে ৩৭১ কোটি রুপি।
থাইল্যান্ডে বন্দুক হামলায় নিহত ৫

থাইল্যান্ডে বন্দুক হামলায় নিহত ৫ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি জনপ্রিয় বাজারে আজ সোমবার এক বন্দুকধারীর গুলিতে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজনকে নিরাপত্তা বাহিনীর সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুসারে, ব্যস্ত বাজারে গুলি চালিয়ে আত্মহত্যা করা বন্দুকধারীসহ মোট ছয়জন নিহত হয়েছেন। ব্যাংককের হাসপাতালগুলোর তদারকিকারী এরাওয়ান জরুরি চিকিৎসা কেন্দ্রের মতে, নিহত ছয়জনের মধ্যে বাজারে কর্মরত চারজন নিরাপত্তারক্ষী, একজন নারী এবং বন্দুকধারী রয়েছেন। থাই রাজধানীর জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র চাতুচাক বাজার থেকে অল্প দূরে অবস্থিত ওর টর কোর মার্কেটে এই হামলা চালানো হয়েছে। ব্যাংককের বাং সু জেলার উপ-পুলিশ প্রধান ওরাপাত সুকথাই ফ্রান্সভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, “হামলার উদ্দেশ্য তদন্ত করছে পুলিশ। এখনও পর্যন্ত এটি একটি গণহত্যা।” পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বন্দুকধারীও আত্মহত্যা করেছে। উপ-পুলিশ প্রধান আরো বলেছেন, তারা এই গণহত্যার সঙ্গে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে বর্তমান সীমান্ত সংঘর্ষের ‘কোনো সম্ভাব্য যোগসূত্রের জন্য’ তদন্ত করছেন। প্রসঙ্গত, দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ কম্বোডিয়া ও থাইল্যান্ড গত বৃহস্পতিবার থেকে ভয়াবহ সীমান্ত সংঘাতে লিপ্ত হয়েছে। যুদ্ধবিমান, কামান, ট্যাংক নামিয়ে দুই দেশের স্থল বাহিনী মুখোমুখি যুদ্ধে নেমে পড়ে। দুই পক্ষের সীমান্ত সংঘর্ষে চার দিনে ৩২ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এদের মধ্যে থাইল্যান্ডের ১৩ জন আর কম্বোডিয়ার ৮ জনই বেসামরিক। যুদ্ধবিরতির জন্য আজ সোমবার মালয়েশিয়ায় স্থানীয় সময় বিকেল ৩টায় আলোচনায় বসতে যাচ্ছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গত সপ্তাহে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন। গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, থাইল্যান্ড ও কম্বোডিয়া যুদ্ধবিরতিতে কাজ করতে সম্মত হয়েছে।
ম্যানচেস্টার টেস্ট ড্র করল ভারত

গিল-জাদেজা-সুন্দরের সেঞ্চুরিতে ম্যানচেস্টার টেস্ট ড্র করল ভারত অধিনায়ক শুভমান গিল-রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্ট ড্র করল সফরকারী ভারত। পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিক ইংল্যান্ড। প্রথম ও তৃতীয় টেস্টে ইংল্যান্ড এবং দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছিল ভারত। ম্যানচেস্টারে প্রথম ইনিংসে ৩১১ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে চতুর্থ দিন শেষে ২ উইকেটে ১৭৪ রান করেছিল ভারত। ৮ উইকেট হাতে নিয়ে ১৩৭ রানে পিছিয়ে ছিল টিম ইন্ডিয়া। লোকেশ রাহুল ৮৭ ও গিল ৭৮ রানে অপরাজিত ছিলেন। পঞ্চম দিন ৩ রান যোগ করে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের বলে আউট হন রাহুল। ৮টি চারে ২৩০ বলে ৯০ রান করেন তিনি। শূন্য রানে ২ উইকেট পতনের পর তৃতীয় উইকেটে গিলের সাথে ১৮৮ রানের জুটি গড়েন রাহুল। রাহুল ফেরার পর টেস্টে নবম ও চলতি সিরিজে চতুর্থ সেঞ্চুরি তুলে নেন গিল। অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ সেঞ্চুরিতে দুই কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান এবং সুনীল গাভাস্কারের বিশ্ব রেকর্ড স্পর্শ করেন গিল। রেকর্ড সেঞ্চুরির পরই বিদায় নেন তিনি। ১২ চারে ২৩৮ বলে ১০৩ রান করেন গিল। দলীয় ২২২ রানে চতুর্থ ব্যাটার হিসেবে গিলের বিদায়ে ম্যাচ নিয়ে চিন্তায় পড়ে ভারত। কারণ তখনও দিনের দুই সেশন খেলা বাকী। ঐসময় ৬ উইকেট হাতে নিয়ে ৮৯ রানে পিছিয়ে ভারত। পঞ্চম উইকেটে ইংল্যান্ড বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন সুন্দর ও জাদেজা। মাটি কামড়ে ধরে খেলতে থাকেন তারা। দ্বিতীয় সেশনে লিড নিয়ে অবিচ্ছিন্ন থেকে ৪ উইকেটে ৩২২ রানে বিরতিতে যান সুন্দর ও জাদেজা। এসময় সুন্দর ৫৭ ও জাদেজা ৫৩ রানে অপরাজিত ছিলেন। তৃতীয় সেশনেও ইংল্যান্ড বোলারদের উপর আধিপত্য বিস্তার করে খেলেছেন সুন্দর ও জাদেজা। এতে দু’জনই সেঞ্চুরির দেখা পান। সুন্দর টেস্ট ক্যারিয়ারের প্রথম এবং জাদেজা পঞ্চম সেঞ্চুরির স্বাদ নেন। সুন্দর ও জাদেজার সেঞ্চুরির পর টেস্ট ড্র মেনে নেয় ভারত ও ইংল্যান্ড। ৯টি চার ও ১টি ছক্কায় ২০৬ বলে সুন্দর ১০১ এবং ১৩ বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারিতে জাদেজা ১০৭ রানে অপরাজিত থাকেন। ক্রিস ওকস ২ উইকেট নেন। ম্যাচ সেরা হন ইংল্যান্ডের স্টোকস। আগামী ৩১ জুলাই দ্য ওভালে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট খেলতে নামবে দু’দল।
মালয়েশিয়ার মধ্যস্থতায় ‘নিঃশর্ত’ যুদ্ধবিরতিতে সম্মত থাইল্যান্ড ও কম্বোডিয়া

মালয়েশিয়ার মধ্যস্থতায় ‘নিঃশর্ত’ যুদ্ধবিরতিতে সম্মত থাইল্যান্ড ও কম্বোডিয়া থাইল্যান্ড ও কম্বোডিয়া সোমবার মধ্যরাত থেকে ‘নিঃশর্ত’ যুদ্ধবিরতিতে যাবে বলে ঘোষণা করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। পুত্রাজায়া থেকে এএফপি জানায়, মালয়েশিয়ায় অনুষ্ঠিত মধ্যস্থতামূলক আলোচনার পর প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, কম্বোডিয়া ও থাইল্যান্ড উভয় পক্ষ একটি অভিন্ন সমঝোতায় পৌঁছেছে, স্থানীয় সময় অনুযায়ী ২৮ জুলাই, ২০২৫ তারিখ মধ্যরাত থেকে ‘তাৎক্ষণিক ও নিঃশর্ত’ যুদ্ধবিরতি কার্যকর হবে।