মাদরাসা শিক্ষার সম্প্রসারণ ও মানোন্নয়নে উদ্যোগ নেওয়া হয়েছে: নূরুল হক

মাদরাসা শিক্ষার সম্প্রসারণ ও মানোন্নয়নে উদ্যোগ নেওয়া হয়েছে: নূরুল হক সারাদেশে মাদরাসা শিক্ষার সম্প্রসারণ ও মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিঞা মো. নূরুল হক। শনিবার চাঁপাইনবাবগঞ্জ শহরের শহীদ সাটু হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাবালুন নূর আল জামিয়াতুল ইসলামিয়ার উদ্যোগে হিফজুল হাদিস পাঠ প্রতিযোগিতা ও হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সম্মাননা সম্মেলন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অধ্যাপক মিঞা মো. নূরুল হক বলেন, বিগত সময়ে বিভিন্ন আইনি জটিলতার কারণে মাদরাসা শিক্ষার বিস্তার বাধাগ্রস্ত হয়েছিল। বর্তমানে নতুন বিধিমালা–২০২৫ সংশোধনের মাধ্যমে শর্ত শিথিল করা হয়েছে এবং মাদরাসা প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় জমির পরিমাণ কমানো হয়েছে। এ শিথিল নীতির আওতায় নতুন নতুন মাদরাসার অনুমোদন দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রাইভেট পর্যায়ের মাদরাসাগুলোকে উৎসাহিত করা হচ্ছে এবং সেখান থেকে ভালো ফলাফলও পাওয়া যাচ্ছে। তিনি আরও বলেন, ব্রিটিশ আমলে এ দেশে মাদরাসা শিক্ষা বন্ধ করে দিয়ে একটি সেক্যুলার শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছিল, যেখানে মানুষের নৈতিক ও আদর্শিক গঠনের সুযোগ কম ছিল। শুধু ডিগ্রিনির্ভর শিক্ষা নয়, চরিত্রবান মানুষ গড়ে তুলতে মাদরাসা শিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে জাবালুন নূর আল জামিয়াতুল ইসলামিয়ার সভাপতি মাওলানা আবু জার গিফারীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন জামায়াত নেতা অধ্যাপক রফিকুল ইসলাম, মো. আবু বকর, মো. আব্দুল আলিম, মো. গোলাম রব্বানীসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বৈশাখী টেলিভিশনের বিশ বছর পূর্তি উদযাপন

বৈশাখী টেলিভিশনের বিশ বছর পূর্তি উদযাপন বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখীর বিশ বছর পূর্তি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে। শনিবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভা শেষে কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। সুজনের সভাপতি আসলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন দৈনিক চাঁপাই দর্পণের সম্পাদক ও প্রকাশক আশরাফুল ইসলাম রঞ্জু, সিটিজে’র সভাপতি রফিকুল আলম, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদি হাসান, সিনিয়র সাংবাদিক ও মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি ডাবলু কুমার ঘোষ এবং আইনজীবী নূরে আলম সিদ্দিক আসাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিটিজে’র সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল। সূচনা বক্তব্য প্রদান করেন বৈশাখী টেলিভিশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুল ওয়াহাব। বক্তারা বলেন, গত দুই দশক ধরে বৈশাখী টেলিভিশন দেশের মানুষের কথা ও সমাজের বাস্তবতা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আগামীতেও বস্তুনিষ্ঠ, সাহসী ও জনস্বার্থভিত্তিক সংবাদ প্রচারে চ্যানেলটি অগ্রণী ভূমিকা রাখবে— এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ প্রচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপদ ও সহযোগিতাপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সর্বদা পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি। এর আগে বৈশাখী টেলিভিশনের বিশ বছর পূর্তি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রেস ক্লাবে এসে আলোচনা সভায় মিলিত হয়।

চাঁপাইনবাবগঞ্জে অন্ধ কল্যাণ সমিতির রজতজয়ন্তী উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে অন্ধ কল্যাণ সমিতির রজতজয়ন্তী উদযাপন বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার রজতজয়ন্তী উৎসব নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। শনিবার দিনব্যাপী শোভাযাত্রা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই উপলক্ষ উদযাপন করা হয়। সকাল ১০টায় জেলা শহরের বালিগ্রামে অবস্থিত সমিতির কার্যালয় চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও সমিতির পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন উড্ডয়নের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এরপর সমিতি প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি চাঁপাইনবাবগঞ্জ–সোনামসজিদ মহাসড়কের শান্তিমোড় প্রদক্ষিণ করে পুনরায় সমিতি কার্যালয়ে ফিরে এসে আলোচনা সভায় মিলিত হয়। সমিতির জেলা শাখার চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব মো. মাহবুব আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব শাব্বীর আহমদ এবং সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন। আলোচনা সভায় আরও বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য মো. লতিফুর রহমান, সমিতির ভাইস চেয়ারম্যান প্রকৌশলী সাদিকুল ইসলাম এবং রজতজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মুকুল। অনুষ্ঠানের সূচনা বক্তব্য প্রদান করেন সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিম।

আমনুরায় কৃষিভিত্তিক ইপিজেড হলে ৫০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে

আমনুরায় কৃষিভিত্তিক ইপিজেড হলে ৫০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ বলেছেন, জেলার সদর উপজেলার আমনুরায় রেলওয়ে স্টেশন সংলগ্ন বিস্তীর্ণ কৃষিজমি রয়েছে। সেখানে কৃষিভিত্তিক ইপিজেড বা বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হলে জেলা ও আশপাশের এলাকার উৎপাদিত কৃষিপণ্য রেলপথে সহজে পরিবহন করা সম্ভব হবে। পাশাপাশি এতে প্রায় ৫০ হাজার বেকারের কর্মসংস্থান সৃষ্টি হবে। শনিবার দুপুরে জেলার ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি জানান, শনিবার চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার ব্যবসায়ীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়েছে। অনুমোদিত দাবিগুলোর মধ্যে রয়েছে—চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী সরাসরি রাত্রিকালীন অন্তঃনগর ট্রেন চালু, সোনামসজিদ স্থলবন্দর থেকে সিরাজগঞ্জ পর্যন্ত সড়ক চার লেনে উন্নীতকরণ, বারঘরিয়া থেকে যাদুপুর-নয়াগোলা হয়ে আমনুরা পর্যন্ত বাইপাস সড়ক নির্মাণ ও নয়াগোলায় মহানন্দা নদীর ওপর সেতু নির্মাণ, আমনুরা রেলস্টেশনের পাশে কৃষিভিত্তিক ইপিজেড স্থাপন, সোনামসজিদ স্থলবন্দর উন্নয়নে সাসেক প্রকল্পের ৩২০ কোটি টাকা দ্রুত অনুমোদন ও বাস্তবায়ন, রহনপুর রেলস্টেশনকে পূর্ণাঙ্গ রেলবন্দর ঘোষণা, ব্যবসায়ীদের জন্য সিঙ্গেল ডিজিট ব্যাংক সুদের হার পুনর্বহাল, মহানন্দা নদীর তীর ঘেঁষে বাইপাস সড়ক নির্মাণ এবং চাঁপাইনবাবগঞ্জ শহরের পানি সমস্যার সমাধানে গোদাগাড়ীর ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট সম্প্রসারণ। আব্দুল ওয়াহেদ বলেন, চাঁপাইনবাবগঞ্জের সার্বিক উন্নয়নের স্বার্থে এসব দাবি আপনাদের মাধ্যমে তুলে ধরা হলো। সাংবাদিকদের লেখনী ও প্রচারের মাধ্যমে এসব দাবি বাস্তবায়নে সহযোগিতা কামনা করছি। তিনি আরও বলেন, সোনামসজিদ স্থলবন্দর থেকে প্রতিবছর সরকার প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা রাজস্ব পায়। কিন্তু বন্দরটির অবকাঠামোগত উন্নয়ন হয়নি। ফলে ভারতের মহদীপুরে পণ্যবাহী ট্রাক তিন-চার দিন আটকে থাকায় ব্যবসায়ীদের বড় অঙ্কের লোকসান গুনতে হয় এবং পণ্যের দাম বৃদ্ধি পায়। তাই সোনামসজিদ স্থলবন্দরকে আধুনিক বন্দর হিসেবে গড়ে তোলা জরুরি। তিনি জানান, কাস্টমস কর্মকর্তাদের আবাসন সুবিধা না থাকায় ২৪ ঘণ্টা বন্দর কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না। এ ছাড়া রহনপুর রেলবন্দরকে পূর্ণাঙ্গ রেলবন্দর হিসেবে গড়ে তোলার দাবিও পুনর্ব্যক্ত করেন তিনি। সবশেষে তিনি বলেন, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের পক্ষ থেকে সরকারের কাছে এসব দাবি তুলে ধরার জন্য গণমাধ্যমের সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে।

এরফান ব্র্যান্ডের পণ্য বিক্রয় কেন্দ্রের উদ্বোধন

এরফান ব্র্যান্ডের পণ্য বিক্রয় কেন্দ্রের উদ্বোধন ‘ঐতিহ্যের পথে, শুদ্ধতার টানে—চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে আরো বৃহৎ পরিসরে যাত্রা’—এই স্লোগানকে সামনে রেখে এরফান ব্র্যান্ডের নতুন পণ্য বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বাতেন খাঁ মোড়ে আনুষ্ঠানিকভাবে এই বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন এরফান গ্রুপের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এরফান গ্রুপের জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম, সিনিয়র ব্যবস্থাপক মো. রেজাউল করিম, এরফান গ্রুপের জামে মসজিদের খতিব আব্দুল্লাহ আল মোমিনসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা ও শুভানুধ্যায়ীরা। অনুষ্ঠানে নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান বলেন, গ্রাহকদের জন্য উন্নত মান ও বিশুদ্ধ পণ্য সরবরাহের লক্ষ্যে এই শোরুমে বাছাইকৃত চিনি, গুড়া চাল ও বিভিন্ন প্রকার চাল, সরিষার তেল, মুড়ি, লাচ্ছা সেমাই, খিল সেমাই, নুডুলস, হট টমেটো সস, জুসি, পাউডার জুসি, মটর ভাজা, ডাল ভাজাসহ দৈনন্দিন প্রয়োজনীয় বিভিন্ন মানসম্মত কনজিউমার পণ্য পাওয়া যাবে।

শীতবস্ত্র বিতরণ এরফান গ্রুপের

শীতবস্ত্র বিতরণ এরফান গ্রুপের দেশের জন্য মানুষের পাশে’— এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্রুপের ব্যবস্থাপনায় প্রতি বছরের মতো এবারো অসহায়, দুস্থ ও দরিদ্র শীতার্তদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার চাঁপাইনবাবগঞ্জ পৌরভার ১ নম্বর ওয়ার্ডের কল্যাণপুর ফকল্যাণ্ড মোড়ে কম্বলগুলো বিতরণ করেন এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটির সাবেক চেয়ারম্যান ও এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম। এসময় উপস্থিত ছিলেন— এরফান গ্রুপের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান, জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম, সিনিয়র ব্যবস্থাপক মো. রেজাউল করিম, এরফান গ্রুপ জামে মসজিদের খতিব আব্দুল্লাহ আল মোমিন, ইমাম এমদাদুল হক, সমাজসেবক আব্দুস সামাদ লাট্টু মোড়লসহ অন্য কর্মকর্তাগণ। কম্বল বিতরণের আগে এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সিআইপি মাহবুব আলম জানান, দীর্ঘদিন থেকেই এরফান গ্রুপ চাঁপাইনবাবগঞ্জ জেলা ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় দরিদ্র, অসহায়, দুস্থ ও রোগাক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্নভাবে সহায়তা, খাদ্যসামগ্রী ও কম্বল বিতরণ করে আসছিলেন আমার পিতা মরহুম এরফান আলী। আমি তার দেখানো পথে একইভাবে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এসব কাজ করে যাবো ইনশাআল্লাহ।

বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ নেশাজাতীয় সিরাপ

বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ নেশাজাতীয় সিরাপ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় আবারো নেশাজাতীয় চকোপ্লাস সিরাপ জব্দ করেছে ৫৯ বিজিবি। বুধবার ভোর পৌনে ৫টার দিকে সীমান্ত পিলার ১৮৯/মেইন হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের ভেতরে দাইপুকুরিয়া ইউনিয়নের জামাইপাড়া গ্রামে অভিযান চালিয়ে এই সিরাপগুলো জব্দ করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি এই তথ্য জানিয়েছে। বিজিবি আরো জানায়, ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের শিয়ালমারা বিওপির একটি বিশেষ টহল দল জামাইপাড়া গ্রামে অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ওই স্থান তল্লাশি করে ১০২ বোতল ভারতীয় নেশাজাতীয় চকোপ্লাস সিরাপ জব্দ করা হয়। প্রসঙ্গত, এই ব্যাটালিয়ন বিগত কয়েক দিনে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭২২ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে। এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

নাচোল মাদক বিরোধী ক্রিকেট প্রতিযোগিতা

নাচোল মাদক বিরোধী ক্রিকেট প্রতিযোগিতা খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’— এই স্লোগানকে বুকে ধারণ করে জনসচেতনতা সৃষ্টির লক্ষে মাদকবিরোধী খেলাধুলা অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায়  বুধবার চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় ‘মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫’ আয়োজন করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের সভাপতিত্বে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— নাচোল উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম রব্বানী সরদার। নাচোল রেলস্টেশন মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাদিকুল ইসলাম, চন্দ্রসখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. রহিমা খাতুন, চন্দ্রসখা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. ইব্রাহিম গলিলুল্লাহ, মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. এনামুল হক। খেলা শেষে চ্যম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার ও মাদকবিরোধী মেডেল বিতরণ করা হয়। অনুষ্ঠানে মাদকবিরোধী শপথবাক্য পাঠ করানো হয়। উপস্থিত সকলেই মাদককে ‘না’ বলুন স্লোগানে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন।

টেলিকমিউনিকেশন অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন

টেলিকমিউনিকেশন অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন বাংলাদেশ টেলিকমিউনিকেশন অধ্যাদেশ (সংশোধনী)–এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এই অধ্যাদেশে ভবিষ্যতে বাংলাদেশে এক মিনিটের জন্যও ইন্টারনেট বন্ধ না রাখার বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (২৪ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। প্রেস সচিব বলেন, সংশোধিত অধ্যাদেশের মাধ্যমে বিদ্যমান টেলিকমিউনিকেশন আইনগুলো আধুনিক ও যুগোপযোগী করা হয়েছে। বিশেষভাবে ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্ন রাখার বিষয়ে জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে এই আইনের মাধ্যমে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর ক্ষমতা, কার্যকারিতা ও জবাবদিহিতা আরও সুসংহত করা হয়েছে। তিনি আরও বলেন, নতুন অধ্যাদেশে গ্রাহকের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও সেবার মান নিশ্চিত করার পাশাপাশি প্রতারণা ও অবৈধ কার্যক্রম প্রতিহতের বিধান রাখা হয়েছে। ব্যক্তিগত তথ্যের সুরক্ষা সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) বিলুপ্ত হবে কি না—এ বিষয়ে একটি কমিটি গঠন করে পর্যালোচনা করা হবে বলেও জানান প্রেস সচিব। এদিকে বাজেট প্রসঙ্গে শফিকুল আলম বলেন, সংশোধিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৮৮ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরে খাদ্য মূল্যস্ফীতি ৭ শতাংশে নেমে আসবে বলে সরকার আশা করছে। পাশাপাশি জিডিপি প্রবৃদ্ধির হার ৫ শতাংশ হবে বলেও তিনি উল্লেখ করেন।

পোস্টাল ভোটে নিবন্ধিত ৬ লাখ ৭২ হাজার, ব্যালট পেয়েছেন পৌনে ২ লাখ প্রবাসী

পোস্টাল ভোটে নিবন্ধিত ৬ লাখ ৭২ হাজার, ব্যালট পেয়েছেন পৌনে ২ লাখ প্রবাসী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে এখন পর্যন্ত পোস্টাল ভোটে নিবন্ধন করেছেন ৬ লাখ ৭২ হাজার ১২ জন ভোটার। এর মধ্যে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরাও রয়েছেন। নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে। গত পাঁচ দিনে বিশ্বের বিভিন্ন দেশে ১ লাখ ৬৮ হাজার ৯০০ জন প্রবাসী ভোটারের কাছে ব্যালট পাঠানো হয়েছে বলে বাসসকে নিশ্চিত করেছেন ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই)’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান। ইসি’র ওয়েবসাইটে আজ বুধবার সকাল ১১টা পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী, নিবন্ধিত ভোটারদের মধ্যে পুরুষ ৬ লাখ ২১ হাজার ৮০০ জন এবং নারী ৫০ হাজার ২১০ জন। প্রবাসী ভোটারদের মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ ১ লাখ ৪৯ হাজার ৯১৬ জন নিবন্ধন করেছেন। এ ছাড়া কাতারে ৫৬ হাজার ১৪৪ জন, ওমানে ৪১ হাজার ৭৩৭ জন, মালয়েশিয়ায় ৩৯ হাজার ১০৫ জন, সংযুক্ত আরব আমিরাতে ৩০ হাজার ১০০ জন, যুক্তরাষ্ট্রে ২৪ হাজার ৮৪৯ জন, কুয়েতে ২২ হাজার ১২৩ জন, যুক্তরাজ্যে ২০ হাজার ২০৯ জন এবং সিঙ্গাপুরে ১৭ হাজার ৩৪৬ জন ভোটার নিবন্ধন করেছেন। অন্যদিকে, দেশে অবস্থানরত ভোটারদের মধ্যে ‘ইন কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন ১ লাখ ৫৫ হাজার ৭৫০ জন। জেলা ও আসনভিত্তিক নিবন্ধন জেলাভিত্তিক নিবন্ধনে শীর্ষে রয়েছে কুমিল্লা, যেখানে ৬৪ হাজার ১৩২ জন ভোটার পোস্টাল ভোটে নিবন্ধন করেছেন। ঢাকায় ৫৫ হাজার ৬৪০ জন, চট্টগ্রামে ৫৪ হাজার ৭৬৯ জন, নোয়াখালীতে ৩৬ হাজার ৫৯০ জন, সিলেটে ২৬ হাজার ৭৪৯ জন এবং চাঁদপুরে ২৫ হাজার ৩১৮ জন নিবন্ধন করেছেন। আসনভিত্তিক হিসাবে ফেনী-৩ আসনে সর্বোচ্চ ৯ হাজার ৬১১ জন ভোটার নিবন্ধন করেছেন। এছাড়া চট্টগ্রাম-১৫ আসনে ৮ হাজার ৯৩০ জন, কুমিল্লা-১০ আসনে ৮ হাজার ৪৩৮ জন এবং নোয়াখালী-১ আসনে ৮ হাজার ৩৮৪ জন ভোটার পোস্টাল ভোটে নিবন্ধন করেছেন। ব্যালট পাঠানো শুরু গত শুক্রবার সন্ধ্যা থেকে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয়। ইসি আগামী ২১ জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবে। প্রতীক বরাদ্দের পর ভোটাররা অ্যাপ বা ওয়েবসাইটে প্রার্থীর তালিকা দেখে ব্যালট পেপারে নির্ধারিত ঘরে টিক বা ক্রস চিহ্ন দিয়ে ভোট দিতে পারবেন। সালীম আহমাদ খান জানান, প্রতীক বরাদ্দের আগে কেউ ভোট দিলেও তা বাতিল হবে না, যদি ভোটটি সঠিক প্রার্থীর পক্ষে পড়ে। তবে নিয়ম অনুযায়ী প্রতীক বরাদ্দের পর প্রার্থী দেখে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও জানান, প্রবাসীদের নিবন্ধনের শেষ সময় ২৫ ডিসেম্বর। এরপর আর সময় বাড়ানো হবে না। নিবন্ধনের সময়সীমা ও নির্দেশনা ইসি জানায়, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা ১৮ থেকে ২৫ ডিসেম্বর, আইনি হেফাজতে থাকা ভোটাররা ২১ থেকে ২৪ ডিসেম্বর এবং নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত নিবন্ধন করা যাবে। পোস্টাল ব্যালট পেতে হলে নিবন্ধনের সময় ভোটারের অবস্থানকালীন দেশের সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা দিতে হবে। ভুল ঠিকানা দিলে ব্যালট পাঠানো সম্ভব হবে না বলে জানিয়েছে ইসি। উল্লেখ্য, গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের উদ্বোধন করেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১৪৮টি দেশে ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করা হয়।