চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৭

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৭ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা কয়েকদিন থেকে কমতির দিকে রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭ জন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ভেতর বিভাগে শনাক্ত হয়েছেন ৬ জন নারী এবং গোমস্তাপুরে শনাক্ত হয়েছেন একজন পুরুষ। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছেন ১৯ জন রোগী। তাদের মধ্যে ৪ জন পুরুষ, ১২ জন মহিলা ও ৩ জন শিশু রয়েছেন। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ৪ জনকে। এই ৪ জনের মধ্যে ৪ জনই পুরুষ। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৫১১ জনে। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ১২২ জনে। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে রবিবার এই তথ্য জানানো হয়েছে।
জেলায় বন্যার পানিতে ডুবে দুই চাচাতো ভাইসহ ৩ শিশুর মৃত্যু

জেলায় বন্যার পানিতে ডুবে দুই চাচাতো ভাইসহ ৩ শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ পৌর এবং শিবগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় মহানন্দা ও পদ্মা নদীর বন্যার পানিতে ডুবে আপন দুই চাচাতো ভাইসহ ৩ শিশুর মৃত্যু হয়েছে। শিশুরা হল- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরমোহনপুর চাকপাড়া মহল্লার গ্রাম্য চিকিৎসক কাওসার আলী লিটনের একমাত্র সন্তান মোজাহিদুর রহমান রেহান ওরফে হাদি ও লিটনের সহদোর নির্মাণ শ্রমিক মতিউর রহমান খোকনের ছেলে আবদুল্লাহ আল আরিয়ান এবং শিবগঞ্জের পাঁকা ইউনিয়নের চরপাঁকা দশরিশয়া বাবুপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে আবু সাইদ। এর মধ্যে মোজাহিদ ও আরিয়ান স্থানীয় কিন্ডারগার্টেনে পড়ে। আজ দুপুর ও সকালে ঘটনাগুলো ঘটে। পরিবার, হাসপাতাল, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে খেলতে বেরিয়ে বাড়ির নিকটেই নীচু স্থানে উঠে আসা মহানন্দার বন্যার পানির কিনারে দাঁড়িয়ে ছিপ নিয়ে মাছ ধরছিল দুই চাচাতো ভাই মোজাহিদ ও আরিয়ান। এসময় কোনভাবে তারা পানিতে পড়ে ডুবে যায়। এর মধ্যেই পরিবারের সদস্যরা দু’ভাইয়ের খোঁজ করে তাদের পানি থেকে উদ্ধার করে। দ্রুত তাদের জেলা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মনিরা খাতুন বিকাল ৪টায় দু’জনকেই মৃত ঘোষণা করেন। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে পরিবারের সকলের অগোচরে খেলতে খেলতে বাড়ির পেছনে গর্তে উঠে আসা পদ্মা’র বন্যার পানিতে ডুবে যায় সাইদ। কিছুক্ষণের মধ্যেই খোঁজ করে বাড়ির পেছনে পানিতে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম কিবরিয়া ঘটনাগুলো নিশ্চিত করেছেন। পুলিশ মরদেহগুলো উদ্ধার করেছে। এব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ বলে জানিয়েছে পুলিশ।
সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের সংবাদ সম্মেলন

সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের সংবাদ সম্মেলন পেঁয়াজ সরবরাহ স্বাভাবিক রাখতে ভারত থেকে পেঁয়াজ আমদানিতে আইপি বা ইমপোর্ট পারমিট নীতি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারকরা। আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। সংবাদ সম্মেলনে সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি একরামুল হক বলেন, সম্প্রতি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সীমিত পরিমাণে আইপি দিচ্ছে। কখনো ৫০ টন, আবার কখনো ৩০ টন। অথচ ভারত থেকে প্রতিটি ট্রাকে সাধারণত ২৫ থেকে ৩০ টন পেঁয়াজ আসে। ফলে ৩০ টনের আইপি দিলে এলসি, শুল্ক, সিঅ্যান্ডএফসহ অন্যান্য খরচ বেড়ে যাবে। এর প্রভাব সরাসরি বাজারে পড়বে এবং দাম অস্থিতিশীল হয়ে উঠবে। তিনি আরো বলেন, আগের মতো উন্মুক্তভাবে আইপি দেওয়া হলে আমদানিকারকরা সুবিধা পাবেন। তাদের সময় ও খরচ সাশ্রয় হবে এবং বাজারে সরবরাহ স্বাভাবিক থাকবে। আর সরবরাহ বেশি থাকলে দামও নিয়ন্ত্রণে থাকবে। আমদানিকারক গ্রুপের নেতৃবৃন্দের দাবি, সীমিত আইপি বরাদ্দ অব্যাহত থাকলে বাজারে সরবরাহ ব্যাহত হবে, ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবেন। তাই পেঁয়াজ সরবরাহ স্বাভাবিক রাখতে বর্তমান আইপি নীতি পুনর্বিবেচনা করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন, সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, কোষাধ্যক্ষ নাজমুল হোসেন, দপ্তর সম্পাদক মাসুম বিল্লাহসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
আগামীকাল জাতীয় মৎস্য সপ্তাদের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

আগামীকাল জাতীয় মৎস্য সপ্তাদের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৮ থেকে ২৪ আগস্ট দেশব্যাপী উদ্যাপিত হবে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫। দেশের মৎস্য সম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন এবং টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মৎস্য সপ্তাহ পালন করা হবে। সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এতে সভাপতিত্ব করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। উদ্বোধন অনুষ্ঠানে মৎস্য খাতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৬ জন ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক ২০২৫ প্রদান করা হবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জের পদক বিতরণ করা হবে। সারা দেশে সপ্তাহব্যাপী র্যালি, সেমিনার, প্রযুক্তি প্রদর্শন, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, মতবিনিময় সভা, সমাপনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে থাকছে ১৮ আগস্ট বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সকাল ১০টায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর আনু্ষ্ঠানিক শুভ উদ্বোধন ও মৎস্য পদক বিতরণ অনুষ্ঠান। ১৯ আগস্ট সকাল সাড়ে ৮টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে সড়ক র্যালি, সকাল ১০টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রযুক্তি প্রদর্শন ও ঢাকা মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা। ২০ আগস্ট সকাল ১০টায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)-এ মৎস্য অভয়াশ্রমের গুরুত্ব ও ভবিষ্যৎ করণীয় বিষয়ক সেমিনার। ২১ আগস্ট সকাল ১০টায় কারওয়ান বাজার মৎস্য আড়তে মৎস্য বিষয়ক আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন। ২২ আগস্ট সকাল ১০টায় চট্টগ্রামে মৎস্য ও মৎস্যপন্য রপ্তানি বৃদ্ধিতে সম্ভাবনা ও করণীয় শীর্ষক আলোচনা সভা। ২৩ আগস্ট সকাল ১০টায় মৎস্যভবনে মৎস্যজীবী, মৎস্যচাষী, জেলে এবং আড়ৎদারদের সাথে মতবিনিময় সভা ও ভ্রাম্যমাণ প্রচার প্রচারণা। ২৪ আগস্ট বিকেল ৪টায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এ জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর মূল্যায়ন, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর সমাপ্তি হবে। জেলা ও উপজেলা পর্যায়ের কর্মসূচি হিসেবে থাকছে: প্রতিটি জেলা ও উপজেলায় র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, সফল মৎস্য উদ্যোক্তাদের পুরস্কার প্রদান, পোনা অবমুক্তকরণ, মতবিনিময় সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, নিরাপদ মাছ চাষ ক্যাম্পেইন, তরুণদের অংশগ্রহণে কর্মশালা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মৎস্যজীবীদের নিয়ে ক্রীড়া আয়োজনসহ সাংস্কৃতিক অনুষ্ঠান। সপ্তাহের শেষ দিনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর মূল্যায়ন, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর সমাপ্তি হবে। জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ সফলভাবে উদ্যাপনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকল সংগঠন, মৎস্যজীবী, উদ্যোক্তা ও জনগণের সহযোগিতা কামনা করছে। ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে মর্মান্তিক বিমান দুর্ঘটনার কারণে ২২ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর উদ্বোধন অনুষ্ঠানসহ সকল কর্মসূচি স্থগিত করা হয়। এ ঘটনায় নিহতদের প্রতি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করেছে।
ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা বাতিল করল যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা বাতিল করল যুক্তরাষ্ট্র ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার নির্ধারিত বৈঠক বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ভারতে আসবে না। ফলে দ্বিপক্ষীয় বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা আপাতত স্থগিত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রফিটের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, আগস্টের ২৫ থেকে ২৯ তারিখে নির্ধারিত মার্কিন প্রতিনিধি দলের ভারত সফর বাতিল করা হয়েছে। এর ফলে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত ৫০ শতাংশ শুল্ক কমার সম্ভাবনা আপাতত নেই। আগামী ২৭ আগস্ট থেকেই ভারতের উপরে ৫০ শতাংশ কর ধার্য করতে পারে ট্রাম্প প্রশাসন। এর আগে ভারতের ওপরে ২৫ শতাংশ কর চাপিয়েছিল যুক্তরাষ্ট্র। পরে রাশিয়া থেকে তেল কেনার ‘শাস্তি’ হিসাবে অতিরিক্ত ২৫ শতাংশ কর চাপানোর কথা জানায় ওয়াশিংটন। ২৭ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হলে কিছু ভারতীয় পণ্যের ওপর শুল্ক ৫০ শতাংশে উন্নীত হবে। চলমান বাণিজ্যযুদ্ধে যুক্তরাষ্ট্রের যত শুল্ক আরোপ করেছে, তার মধ্যে এটি অন্যতম সর্বোচ্চ হার। নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে পাঁচ ধাপের আলোচনার পরও বাণিজ্য চুক্তি নির্ধারণ সম্ভব হয়নি। এর প্রধান কারণ ছিল ভারতের বিস্তীর্ণ কৃষি ও দুগ্ধ খাত উন্মুক্ত করার প্রস্তাব এবং রাশিয়ার তেল কেনা বন্ধ করার বিষয়ে দুই দেশের মতভেদ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যে বলেছেন, “ভারত কখনো কৃষক, মৎস্যজীবী বা খামারিদের স্বার্থের সঙ্গে আপস করবে না। আমরা জানি, এর জন্য বড় মূল্য দিতে হতে পারে, তবুও আমরা তৈরি।” যুক্তরাষ্ট্র ভারতের কৃষি ক্ষেত্রে আরো বেশি প্রবেশাধিকারের দাবি জানিয়েছে। বিশেষত, ভুট্টা, সয়াবিন ও তুলো রপ্তানির পথ খুলে দিতে চায় তারা। তবে ভারত সরকার এখনই কৃষি ও দুগ্ধখাত পুরোপুরি উন্মুক্ত করতে রাজি নয়। কারণ এর ফলে দেশের কৃষকরা ক্ষতিগ্রস্ত হতে পারেন, এমন আশঙ্কা রয়েছে। অন্যদিকে, রাশিয়ার কাছ থেকে তেল কেনার ব্যাপারে ভারতের যুক্তি, দেশের ভোক্তাদের সাশ্রয়ী মূল্যে জ্বালানি খরচ নিশ্চিত করার জন্যই রাশিয়ার কাছ থেকে তেল আমদানি অব্যাহত রাখা হয়েছে। দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে ষষ্ঠ দফার আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের ভারত সফর পুনর্নির্ধারিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে।
রজনীকান্তের সিনেমা কুলি’র ৩ দিনে আয় ৩৬২ কোটি টাকা

রজনীকান্তের সিনেমা কুলি’র ৩ দিনে আয় ৩৬২ কোটি টাকা দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত অভিনীত নতুন সিনেমা ‘কুলি’। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন বরেণ্য অভিনেতা নাগার্জুনা আক্কিনেনি ও বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। তামিল ভাষার এ সিনেমা পরিচালনা করেছেন লোকেশ কঙ্গরাজ। গত ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির আগেই আলোচনায় উঠে আসে রজনীকান্তের ‘কুলি’। দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে এটি। অগ্রিম টিকিট বুকিং নিয়েও কাড়াকাড়ি শুরু হয়েছিল। বড় বাজেটের এ সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তির আগেই ৬৬ শতাংশ খরচ তুলে ফেলেন নির্মাতারা। আর মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছে এটি। বলি মুভি রিভিউজের তথ্য অনুসারে, মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী ‘কুলি’ সিনেমা আয় করে ১৫১.৯ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করে ৯৪ কোটি রুপি, তৃতীয় দিনে আয় করে ৬০ কোটি রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ৩০৬ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪২৪ কোটি টাকা)। স্যাকনিল্কের তথ্য অনুসারে, তিন দিনে কুলি সিনেমা শুধু ভারতে আয় করেছে ১৫৮.৩৫ কোটি রুপি (গ্রস), বিদেশে আয় করেছে ১০৩.২৫ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ২৬১.৬ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩৬২ কোটি ৪৭ লাখ টাকা)। পিঙ্কভিলার তথ্য অনুসারে, রজনীকান্তের ‘কুলি’ সিনেমা নির্মাণে ব্যয় হয়েছে ৩৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৫১৯ কোটি ৮৩ লাখ টাকা)। মুক্তির আগেই আন্তর্জাতিক, ডিজিটাল, মিউজিক এবং স্যাটেলাইট স্বত্ব বিক্রি করে প্রায় ২৫০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩৪৬ কোটি ৫৬ লাখ টাকার বেশি) আয় করেছে। সিনেমাটির আন্তর্জাতিক স্বত্ব ৬৮ কোটি রুপিতে বিক্রি হয়েছে। লোকেশ কঙ্গরাজ পরিচালিত এই সিনেমা তামিল চলচ্চিত্রের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম চুক্তি হিসেবে জায়গা করে নিয়েছে। অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘কুলি’ সিনেমায় দেবা চরিত্রে অভিনয় করেছেন রজনীকান্ত। তার চরিত্রটি রহস্যেঘেরা। তাছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—উপেন্দ্র, শ্রুতি হাসান, সত্যরাজ, রচিতা রাম, কালি ভেঙ্কট, চার্লি প্রমুখ। সিনেমাটির আইটেম গানে পারফর্ম করেছেন পূজা হেগড়ে।
স্কোয়াড ঘোষণা: এশিয়া কাপের দলেও নেই বাবর ও রিজওয়ান

স্কোয়াড ঘোষণা: এশিয়া কাপের দলেও নেই বাবর ও রিজওয়ান দীর্ঘদিন ধরে টি-টোয়েন্টি দলের বাইরে থাকা বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে এশিয়া কাপের দলেও রাখেনি পাকিস্তান। চোট কাটিয়ে ফিরেছেন টপ অর্ডার ব্যাটসম্যান ফাখার জামান। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের জন্য রোববার ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। এই দল নিয়েই এশিয়া কাপের আগে সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ খেলবে তারা। পাকিস্তানের জার্সিতে বাবর সবশেষ ম্যাচ খেলেছেন গত বছরের ডিসেম্বরে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ওই ম্যাচ দেশের হয়ে রিজওয়ানেরও সবশেষ টি-টোয়েন্টি। এরপর আরও চারটি টি-টোয়েন্টি সিরিজ খেলেছে পাকিস্তান। কিন্তু কোনোটিতেই সুযোগ পাননি অভিজ্ঞ দুই ব্যাটসম্যান। দেশের হয়ে এখন পর্যন্ত ১২৮ টি-টোয়েন্টি খেলে তিন সেঞ্চুরি ও ১২৯.২২ স্ট্রাইক রেটে চার হাজার ২২৩ রান করেছেন বাবর। পাকিস্তানের হয়ে সাড়ে তিন হাজার রানও করতে পারেননি আর কেউ। ১০৬ ম্যাচ খেলে এক সেঞ্চুরি ও ১২৫.৩৭ স্ট্রাইক রেটে তিন হাজার ৪১৪ রান নিয়ে তালিকায় দুইয়ে রিজওয়ান। হ্যামস্ট্রিংয়ের চোটে সবশেষ ওয়েস্ট ইন্ডিজে সফরের মাঝপথে ছিটকে যান ফাখার। এশিয়া কাপে তাকে পাওয়া নিয়ে শুরুতে কিছুটা সংশয় জেগেছিল। সেই সমস্যা কাটিয়ে উঠেছেন বিস্ফোরক ব্যাটসম্যান। গত জুলাইয়ে বাংলাদেশ সফরে আন্তর্জাতিক টি-টোয়েন্টির স্বাদ পান সালমান মির্জা। এই সংস্করণে তিন ম্যাচে সাত উইকেট নেওয়া বাঁহাতি পেসারকে ফেরানো হয়েছে এশিয়া কাপের দলে। আরেক পেসার মোহাম্মদ ওয়াসিমকেও ফেরানো হয়েছে। পাকিস্তানের হয়ে গত জানুয়ারিতে সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। এই সংস্করণে ২৯ ম্যাচ খেলে নিয়েছেন ৩৬ উইকেট। আগামী ১২ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবে পাকিস্তান। এক দিন পর তারা মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের। গ্রুপ পর্বে সালমান আলি আগার নেতৃত্বাধীন দলের শেষ প্রতিপক্ষ স্বাগতিক আরব আমিরাত, ১৭ সেপ্টেম্বর। এশিয়া কাপের ঠিক আগে আফগানিস্তান ও আরব আমিরাতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। ২৯ অগাস্ট আফগানদের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ দিয়ে শুরু হবে মাঠের লড়াই। আগামী ৭ সেপ্টেম্বর শেষ হবে এই সিরিজ। এশিয়া কাপের পাকিস্তান দল: সালমান আলি আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফাখার জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নাওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (কিপার), মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।
একনেকে ১১ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে ৯ হাজার ৩৬১ কোটি ৯২ লাখ টাকা

একনেকে ১১ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে ৯ হাজার ৩৬১ কোটি ৯২ লাখ টাকা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১১টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ৯ হাজার ৩৬১ কোটি ৯২ লাখ টাকা। রোববার (১৭ আগস্ট) শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠকে প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপার্সন ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ; আইন, বিচার ও সংসদবিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল; স্বরাষ্ট্র এবং কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.); শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন। পরিকল্পনা উপদেষ্টার কার্যালয় জানায়, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৬১ কোটি টাকা ব্যয়ে ১১টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৬ হাজার ৬৭৭ কোটি টাকা, প্রকল্প ঋণ ২ হাজার ৪২৮ কোটি ৪ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২৫৬ কোটি ৮৯ লাখ টাকা। এর মধ্যে নতুন প্রকল্প ৫টি, সংশোধিত প্রকল্প ২টি এবং ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে মেয়াদ বৃদ্ধির ৩টি প্রকল্প রয়েছে। অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে- আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রংপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প; বাপবিবোর বিদ্যমান শিল্পসমৃদ্ধ এলাকার ৩৩/১১ কেভি আউটডোর উপকেন্দ্রের আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন প্রকল্প; বিএমআর অব কেরু অ্যান্ড কোং (বিডি) লি. (২য় সংশোধিত) প্রকল্প; রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ স্থাপন প্রকল্প; ৫টি নির্ধারিত মেডিকেল কলেজ হাসপাতালে (সিলেট, বরিশাল, রংপুর, রাজশাহী এবং ফরিদপুর) বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপন (১ম সংশোধিত) প্রকল্প; ঢাকার আজিমপুর সরকারি কলোনির ভেতরে সরকারি কর্মচারীদের জন্য বহুতল আবাসিক ফ্ল্যাট নির্মাণ (জোন-সি) প্রকল্প; ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ২টি বহুতল আবাসিক ভবন নির্মাণ প্রকল্প; ঢাকা এনভায়রনমেন্টাল সাসটেনেবল ওয়াটার সাপ্লাই (তৃতীয় সংশোধিত) ও বান্দরবান পৌরসভা এবং বান্দরবান জেলার ৩টি উপজেলা সদরসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার সম্প্রসারণ ও উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্প; চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন প্রকল্প; উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ (দ্বিতীয় পর্যায়) (প্রস্তাবিত প্রথম সংশোধিত) প্রকল্প। সভায় পরিকল্পনা উপদেষ্টার নিজস্ব ক্ষমতাবলে এরইমধ্যে অনুমোদিত ৯টি প্রকল্প সর্ম্পকে একনেক সদস্যদের অবহিত করা হয়। প্রকল্পগুলো হচ্ছে- ১. হাতিয়া দ্বীপ, নিঝুম দ্বীপ ও কুতুবদিয়া দ্বীপ শতভাগ নির্ভরযোগ্য ও টেকসই বিদ্যুতায়ন (২য় সংশোধিত), ২. রাজশাহী এবং রংপুর বিভাগে নেসকোর আওতাধীন এলাকায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্বাপন (১ম সংশোধিত) প্রকল্প, ৩. বরগুনা জেলার ২টি পৌরসভা অবকাঠামো উন্নয়ন প্রকল্প, ৪. তিন পার্বত্য জেলায় দুর্যোগ ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক উন্নয়ন (২য় সংশোধিত) প্রকল্প, ৫. লাঙ্গলবন্দ মহাষ্টমী পুণ্যস্নান উৎসবের অবকাঠামো উন্নয়ন (২য় সংশোধিত), ৬. তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি (২য় সংশোধিত), ৭. সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (২য় সংশোধিত) প্রকল্প, ৮. কপোতাক্ষ নদ ও তৎসংলগ্ন এলাকার জলাবদ্ধতা দূরীকরণ (২য় পর্যায়) (১ম সংশোধিত), ৯. বিদ্যালয় বহির্ভূত কিশোর-কিশোরীদের জন্য দক্ষতা কেন্দ্রিক সাক্ষরতা (২য় সংশোধিত) প্রকল্প।
ইয়েমেনে ইসরায়েলের বিমান হামলা

ইয়েমেনে ইসরায়েলের বিমান হামলা ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) স্থানীয় সময় রোববার (১৭ আগস্ট) জানিয়েছে, তারা ইয়েমেনের রাজধানী সানার দক্ষিণে ইরান-সমর্থিত হুতিদের ব্যবহৃত একটি জ্বালানি অবকাঠামো স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা যায়, হাজিজ পাওয়ার স্টেশন এই হামলার লক্ষ্য ছিল। সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরায়েলি বাহিনী ইয়েমেনের গভীরে একটি জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়েছে, যা হুতি সন্ত্রাসী শাসনের সেবা দিচ্ছিল।’ তবে বিবৃতিতে সুনির্দিষ্টভাবে কোন স্থাপনাটি লক্ষ্যবস্তু ছিল, তা উল্লেখ করা হয়নি। হুতিদের আল-মাসিরা টিভি একটি সিভিল ডিফেন্স সূত্রের বরাতে জানিয়েছে, সানার দক্ষিণে অবস্থিত হাজিজ বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। সূত্র: ফ্রান্স-২৪, আল-মাসিরা টিভি, টাইমস অব ইসরায়েল।
মেসির গোল, ইন্টার মায়ামির জয়

মেসির গোল, ইন্টার মায়ামির জয় স্কোয়াডে নাম থাকলেও শুরুর একাদশে ছিলেন না মেসি। অপেক্ষার অবসান দ্বিতীয়ার্ধের শুরুতেই। তাকে পেয়ে বেড়ে যায় দলের খেলার ধার। কিন্তু গোল হচ্ছিল না। শেষ পর্যন্ত তার একটু জাদুর ছোঁয়াতেই দূর হলো দলের দুর্ভাবনা। একটু পর তার আরেকটি জাদুকরি মুহূর্ত নিশ্চিত করে দিল দলের জয়। চোট কাটিয়ে তিন ম্যাচ পর মাঠে ফিরেই ইন্টার মায়ামির জয়ের নায়ক মেসি। মেজর লিগ সকারে তার দল ৩-১ গোলে হারাল লস অ্যাঞ্জেলস গ্যালাক্সিকে।রোববার (১৭ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে গ্যালাক্সিকে আতিথ্য দেয় মায়ামি। ম্যাচে বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণের দিক থেকে অনেক এগিয়ে ছিল লিওরা। প্রথমার্ধের শেষ দিকে জর্ডি আলবার গোলে এগিয়ে যায় দলটি। ১-০ তে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি হিসেবে মাঠে নামেন মেসি। খানিক পর জোসেপের গোলে স্কোরলাইনে সমতা টানে গ্যালাক্সি। ম্যাচের ৮৪ মিনিটে ডি পলের পাস থেকে জালে বল জড়ান লিও। ১৯ গোল নিয়ে মৌসুমে সর্বোচ্চ গোলের তালিকায় শীর্ষে এখন এলএমটেন। পাঁচ মিনিট পর মৌসুমের দশম অ্যাসিস্ট আসে রেকর্ড আটবারের বর্ষসেরার পা থেকে। মেসির অ্যাসিস্ট থেকে জয়সূচক গোলটি করেন সুয়ারেজ। এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় ৪৫ পয়েন্ট নিয়ে চারে উঠে এলো মায়ামি। উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার লিগ কাপের কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে টাইগ্রেসের মুখোমুখি হবে মেসি-সুয়ারেজরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়।