বদরুদ্দীন উমরের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

বদরুদ্দীন উমরের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক মুক্তিকামী মানুষের আন্দোলন সংগ্রামের অন্যতম অগ্রনায়ক, রাজনীতিবিদ, প্রগতিশীল চিন্তাবিদ, সমাজবিজ্ঞানী ও লেখক বদরুদ্দীন উমরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ রোববার এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে পেশাজীবন শুরু করে পরবর্তী সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেয়া বদরুদ্দীন উমর ছিলেন আমাদের মুক্তবুদ্ধি ও প্রগতি সংগ্রামের এক উজ্জ্বল বাতিঘর। ভাষা আন্দোলনে তাঁর সক্রিয় ভূমিকা, গবেষণা, ঔপনিবেশিক মানসিকতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং সমাজতান্ত্রিক দর্শনের প্রতি তাঁর অবিচল নিষ্ঠা আমাদের বুদ্ধিবৃত্তিক ইতিহাসকে সমৃদ্ধ করেছে। তিনি ফ্যাসিবাদী ও স্বৈরাচারী সরকারের পরিবর্তনের জন্য গোড়া থেকেই গণঅভ্যুত্থানের কথা বলেছেন এবং জুলাই আন্দোলনকে উপমহাদেশের একটি অভূতপূর্ব গণ-অভ্যুত্থানের স্বীকৃতি দিয়েছেন। প্রফেসর ইউনূস বলেন, জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর শুধু একজন তাত্ত্বিক ছিলেন না, ছিলেন একজন সংগ্রামী, যিনি আজীবন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেছেন। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমরকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করে সরকার। বদরুদ্দীন উমরের মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের চিন্তাশীল মানুষদের জন্য তাঁর লেখনী ও জীবনদর্শন এক অনন্য পথনির্দেশ হিসেবে কাজ করবে। শোকবার্তায় বদরউদ্দীন উমরের শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধান উপদেষ্টা। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় আক্রান্ত ৯৪ বছর বয়সী বদরুদ্দীন উমর আজ সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৬দিন পর গৃহবধুর মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৬দিন পর গৃহবধুর মরদেহ উদ্ধার শিবগঞ্জ উপজেলা থেকে  নিখোঁজের ৬দিন পর কেয়া বেগম (২২) নামে ৫  বছরের এক পুত্র সন্তানের জননী এক গৃহবধুর পুকুরে ভাসমান অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি মনাকষা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তারাপুর মোড়লপাড়া গ্রামের সৌদি প্রবাসী সুমন রেজা’র স্ত্রী এবং এক্ই গ্রামের মির্জা শাহারিয়ার মেয়ে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার(৩ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে কেয়ার বাবার বাড়ি থেকে প্রায় ৩ শত গজ দূরে তাঁর বাবার নিজস্ব পুকুরে মাছ ধরতে গিয়ে জেলেরা কচুরিপানার মধ্যে মরদেহ ভাসতে দেখে পরিবারকে জানালে কেয়ার বাবা সেখানে উপস্থিত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সংশ্লিষ্ট ইউপি সদস্য ও কেয়ার আত্মীয় মো: সেরাজুল বলেন, কয়েকমাস যাবৎ কেয়া মানসিক সমস্যায় ভূগছিল। তাঁকে চিকিৎসা করানো হচ্ছিল। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, গত ২৮ আগষ্ট ভোর ৫টার দিকে  বারার বাড়ি থেকে নিখোঁজ হন কেয়া। এ ঘটনায় পরদিন ২৯আগষ্ট শিবগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। এছাড়া এতদিন খোঁজ করেও পরিবার কেয়ার কোন সন্ধান পান নি। মরদেহের ময়নাতদন্তের পর তাঁর মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম কিবরিয়া বলেন, মরদেহে বাহ্যিকভাবে আঘাতের কোন চিহ্ন বোঝা যাচ্ছে না। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ।

সদর উপজেলার চরঅনুপনগরে খরাসহিষ্ণু ফল ও ফসল চাষে প্রশিক্ষণ

সদর উপজেলার চরঅনুপনগরে খরাসহিষ্ণু ফল ও ফসল চাষে প্রশিক্ষণ বরেন্দ্র অঞ্চলের খরা পরিস্থিতি মোকাবিলায় কৃষকদের টেকসই চাষাবাদে উৎসাহিত করতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরঅনুপনগর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে খরাসহিষ্ণু ফল ও ফসলের চাষাবাদ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ। বুধবার সকাল ১০টা থেকে ইউনিয়ন পরিষদ হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রাউট (ইসিসিসিপি-ড্রাউট) এর আওতায় এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)’র সহযোগিতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে সিসিএজি সদস্য ও স্থানীয় কৃষকদের জলবায়ু পরিবর্তনের প্রভাব, এর প্রতিকারমূলক ব্যবস্থা, টেকসই কৃষি অনুশীলন এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির কৌশল সম্পর্কে সচেতন করা হয়। অংশগ্রহণকারীদের খরাসহিষ্ণু ফল ও ফসল নির্বাচন, বসতবাড়ির পরিত্যক্ত জায়গায় বাগান তৈরি, মাটির গুণাগুণ উন্নয়ন, পানি সংরক্ষণ এবং রাসায়নিক সারের বিকল্প হিসেবে ভার্মি কম্পোস্ট তৈরির পদ্ধতি শেখানো হয়। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন— কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান ও নাসরিন সুলতানা এবং এই প্রকল্পের কৃষিবিদ মো. ফয়জুল হক। প্রশিক্ষণে বরেন্দ্র অঞ্চলের বাস্তব পরিস্থিতি তুলে ধরে কার্যকর দিকনির্দেশনা দেন প্রকল্প সমন্বয়কারী বকুল কুমার ঘোষ। প্রশিক্ষণে ঋণ কার্যক্রম সম্পর্কেও আলোচনা করা হয়। এ বিষয়ে দিকনির্দেশনা দেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-১২ এর ব্যবস্থাপক মোছা. ইতিআরা খাতুন। সার্বিকভাবে প্রশিক্ষণে সহযোগিতা করেন সিএমও সিভিল রোকনুজ্জামান। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের কার্যক্রম তাদের খরা মোকাবিলায় কৃষি পদ্ধতির পরিবর্তন ও অভিযোজনের সাহস জোগাবে।

চাঁপাইনবাবগঞ্জে আরো ৮ জনের ডেঙ্গু সনাক্ত 

চাঁপাইনবাবগঞ্জে আরো ৮ জনের ডেঙ্গু সনাক্ত  চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ১ জন ও বহির্বিভাগে ৩ জন এবং শিবগঞ্জে ৩ জন ও নাচোলে ১ জন শনাক্ত হয়েছেন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছেন ৭ জন। তাদের মধ্যে ২ জন পুরুষ, ৪ জন মহিলা ও ১ জন শিশু রোগী রয়েছেন। অন্যদিকে জেলা হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ২ জনকে। দুজনই পুরুষ রোগী ছিলেন। অন্যদিকে শিবগঞ্জে ভর্তি আছেন ৩ জন পুরুষ রোগী। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে বুধবার এই তথ্য জানানো হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা হচ্ছে ১ হাজার ৭৭৫ জন। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা হচ্ছে ১ হাজার ২৪৩ জন।

নির্বাচনে নিত্যনতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে : সিইসি

নির্বাচনে নিত্যনতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে : সিইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে বলে উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে দুই দিনব্যাপী কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সিইসি বলেন, ‘নিত্যনতুন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে। এই চ্যালেঞ্জগুলো আগে ছিল না। নানাবিধ চ্যালেঞ্জের মধ্যে রয়েছে-রাজনীতি, আইনশৃঙ্খলা বা অন্যান্য বিষয় সংক্রান্ত। আগেও আইনশৃঙ্খলার চ্যালেঞ্জ কমবেশি ছিল। তবে এখন হয়তো এর মাত্রাটা একটু বেশি।’ এআইয়ের চ্যালেঞ্জের প্রসঙ্গ উল্লেখ করে সিইসি বলেন, কিন্তু অন্যান্য চ্যালেঞ্জের তুলনায় এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স)-এর ব্যবহার এবং সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের চ্যালেঞ্জ আগে ছিল না। কেমন চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হবে, যেটা আমরা এখনো জানি না। আমাদের নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। সুতরাং আমরা সেন্ট্রাল ডেটা সেল করব মিস ইনফরমেশন এন্ড ডিসইনফরমেশন মোকাবিলা করার জন্য। আর এটাকে আমাদের প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যেতে হবে। ম্যাসেজটা গ্রামে-গঞ্জে, চর এলাকা, পাহাড়ী এলাকায়সহ সব জায়গায় নিয়ে যেতে হবে। যারা ট্রেনিং নিবেন তারা এই দায়িত্ব পালন করবেন। মিস ইনফরমেশন এন্ড ডিসইনফরমেশন যাতে প্রপারলি অ্যাড্রেস হয় সেই ম্যাসেজ আপনারা পৌঁছে দেবেন। তিনি বলেন, যেকোনো নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করার সক্ষমতার বিষয়ে আপনারা জোর দেবেন। তিনি ভোট গ্রহণে সম্পৃক্ত নির্বাচন কর্মকর্তাদের আইন, বিধি জানার পাশাপাশি নৈতিকতা, সততার সাথে নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশনা দেন। সিইসি বলেন, ট্রেনিংকে সিরিয়াসলি নিতে হবে। প্রশিক্ষণের ওপর আমাদের সফলতা নির্ভর করছে। প্রশিক্ষণের বটম লাইন হচ্ছে- পেশাদারিত্ব ও নিরপেক্ষতা।

তরুণরাই দেশের ভবিষ্যত পুনর্গঠন করবে : পররাষ্ট্র উপদেষ্টা

তরুণরাই দেশের ভবিষ্যত পুনর্গঠন করবে : পররাষ্ট্র উপদেষ্টা জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বাংলাদেশের তরুণরাই শেষ পর্যন্ত জাতীয় রাজনীতি ও প্রতিষ্ঠানগুলোকে নতুন করে সাজাবে। এর মাধ্যমে তারা দেশকে অতীতের বিভাজন থেকে সরিয়ে আরো গঠনমূলক ও জ্ঞানভিত্তিক ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। আজ শুক্রবার ‘বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা ড. মো. তৌহিদ হোসেন এ কথা বলেন। সম্মেলনে নীতিনির্ধারক, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা দক্ষিণ এশিয়া অঞ্চলের রাজনীতি, অর্থনীতি ও ভূ-রাজনীতির আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ‘তারা (তরুণরা) হয়তো চলার পথে ভুল করবে, কিন্তু সময় ও অভিজ্ঞতার সাথে তারা একটি শক্তিশালী ও নিরপেক্ষ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলবে।’ ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপদেষ্টা বলেন, ‘তাদের দৃঢ়তা ও সাহস না থাকলে আজ আমরা যে পরিবর্তন দেখছি, তা সম্ভব হতো না।’ তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, নতুন প্রজন্ম বাংলাদেশকে অতীতের রাজনৈতিক অস্থিতিশীলতায় ফিরে যেতে দেবে না।

টানা বৃষ্টিতে ভেস্তে যেতে পারে বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ

টানা বৃষ্টিতে ভেস্তে যেতে পারে বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ বাংলাদেশ-নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামীকাল। এই সিরিজকে ঘিরে সিলেটের ক্রিকেটপ্রেমীদের মাঝেও আছে উন্মাদনা। তবে টানা বৃষ্টির কারণে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ আয়োজন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। গত কয়েকদিন ধরে সিলেটে টানা ভারী বর্ষণ হচ্ছে। এতে স্টেডিয়ামের আউটফিল্ড ভিজে গেছে এবং উইকেট ঢেকে রাখা হলেও মাঠ পুরোপুরি খেলার উপযোগী করতে সময় লাগতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আরও কয়েকদিন সিলেটে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই বৃষ্টি বাধায় সিরিজের সবগুলো ম্যাচ আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ১ ও ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ১৬৫ জন

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ১৬৫ জন সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। আজ শুক্রবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৭১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬ জন এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ৩৯ জন করে রোগী ভর্তি হয়েছেন। এডিস মশাবাহিত এই রোগটিতে আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত ১১৮ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৬৭ জন পুরুষ ও ৫১ জন নারী। আর এ বছরে জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৩০ হাজার ৫৪১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

নাচোলে গুণীজন সংবর্ধনা ও স্বেচ্ছাসেবী মিলন মেলা

নাচোলে গুণীজন সংবর্ধনা ও স্বেচ্ছাসেবী মিলন মেলা নাচোলে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন নাচোল শাখার উদ্যোগে “গুণীজন সংবর্ধনা ও স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে নাচোল উপজেলা পরিষদ মিলনায়তনে নাচোল ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, গোলাবাড়ী আদর্শ কলেজের অধ্যক্ষ গাজিউল হক, নাচোল কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক(রসায়ন) আমেনা খাতুন লাইলী, প্রভাষক শফিকুল আলম, লেখক আলাউদ্দিন বটু, চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের উপদেষ্ঠা খাইরুল ইসলাম, মিজানুর রহমান, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু সহ অন্যরা। এছাড়াও গুণীজনের মধ্য থেকে দেন সাংস্কৃতি ব্যাক্তিত্ব বীরেন সরকার, আল্পনা শিল্পী দেখন বর্মন প্রমূখ। আলোচনা শেষে নাচোল উপজেলার বিভিন্ন এলাকার গুণীজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুসভার উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুসভার উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ চাঁপাইনবাবগঞ্জে বুধবার দুপুরে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৮০ জন শিক্ষার্থীর মধ্যে আমলকি, ছাইতন, বহেরা, চালতা, হরিতকি গাছের চারা বিতরণ করে চাঁপাইনবাবগঞ্জের বন্ধুসভার বন্ধুরা। এসময় রোপণকৃত চারার যত্ন নিতে শিক্ষার্থীদের উৎসাহ দেয়া হয়। দুপুর পৌনে ১টার দিকে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের হাতে হাতে এসব গাছের চারা তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন— বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-অর-রশিদ, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসরুফা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাফিউল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, পরিবেশ ও সমাজকল্যান সম্পাদক রাকিবুল হাসান বিশাল, বন্ধু উৎস আসেফ, আহমেদ ওয়ালিদসহ বিদ্যালয়ের অন্য শিক্ষকবৃন্দ। গাছ বিতরণ শেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন— বিদ্যালয়ের প্রধান হারুন-অর-রশিদ, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন।