শিবগঞ্জে পুকুর পাহারাদারের মরদেহ উদ্ধার

শিবগঞ্জে পুকুর পাহারাদারের মরদেহ উদ্ধার শিবগঞ্জ উপজেলা থেকে তোজাম্মেল হক নামে এক পুকুর পাহারাদারের চোখ খোঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি শাহবাজপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পারদিলালপুর গ্রামের মৃত জোনাব আলীর ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ সকাল ৭টার দিকে শাহবাজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মুসলিমপুর গ্রামের শেষ প্রান্তে ‘নোনা পুকুর’ নামে একটি পুকুরের পাড়ে তোজাম্মেলের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুরে জেলা হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশের প্রাথমিক ধারণা, তোজাম্মেলকে গতকাল দিবাগত রাতের কোনো এক সময় হত্যা করা হয়েছে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, তোজাম্মেলের চোখে এবং ডান হাতেও আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
চাঁপাইনবাবগঞ্জে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা শনিবার বিকেলে মহিলা কল্যাণী সংস্থার মর্জিনা হক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি প্রফেসর ইব্রাহিম হোসেন। কমিটির সাধারণ সম্পাদক মসিউল করিম বাবু সভার কার্যক্রম উপস্থাপন করেন। সভায় আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস যথাযোগ্যভাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ উপলক্ষে কমিটির সব সদস্যকে নিজ নিজ দায়িত্ব সততার সাথে পালন করার আহ্বান জানানো হয়। সভায় আরও উপস্থিত ছিলেন— রোকসানা আহমদ, মফিজ উদ্দিন, ডা. শফিক উল আলম, লুৎফর রহমান মাসুম, ফাইজুর রহমান মানি, হুমায়ন কবির, মমতাজ মহল, মেহেদি হাসান, হুমায়ন কবিরসহ অন্যান্য সদস্যরা।
গোমস্তাপুরে শিক্ষার্থীদের মধ্যে কোরআন বিতরণ

গোমস্তাপুরে শিক্ষার্থীদের মধ্যে কোরআন বিতরণ গোমস্তাপুরে ৩০ জন মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। আজ সকালে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের সন্তোষপুরে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত সহজ কোরআন শিক্ষা মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়।
ডায়রিয়া : চাঁপাইনবাবগঞ্জে একদিনে ৩৯ জন নতুন রোগী

ডায়রিয়া : চাঁপাইনবাবগঞ্জে একদিনে ৩৯ জন নতুন রোগী চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ার প্রকোপ কমে-বাড়ে চললেও গত ২৪ ঘণ্টায় পরিস্থিতি আবারও কিছুটা খারাপের দিকে। শনিবার সকাল পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে নতুন করে ৩৯ জন রোগী ভর্তি হয়েছেন। পূর্বে ভর্তি রোগীদের নিয়ে হাসপাতালে মোট ৫৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ২০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। শনিবার প্রকাশিত জেলা হাসপাতালের দৈনিক ডায়রিয়া পরিস্থিতি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে এক দিনে নতুন করে ২ জনের ডেঙ্গু শনাক্ত

চাঁপাইনবাবগঞ্জে এক দিনে নতুন করে ২ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। শনাক্ত হওয়া রোগীরা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ভর্তি আছেন। বর্তমানে জেলা ও উপজেলার বিভিন্ন হাসপাতালে মোট ১২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে— জেলা হাসপাতালে: ৬ জন পুরুষ ও ২ জন মহিলা—মোট ৮ জন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে: ২ জন পুরুষ গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে: ২ জন পুরুষ গত ২৪ ঘণ্টায় কেউ সুস্থ হয়ে ছাড়পত্র পাননি। তবে জেলা হাসপাতালে ভর্তি একজন রোগীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শনিবার সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের দৈনিক ডেঙ্গু প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ২ হাজার ৭৪৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম পর্যায়েই চাঁপাইনবাবগঞ্জের চার উপজেলাকে অন্তর্ভুক্ত

স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম পর্যায়েই চাঁপাইনবাবগঞ্জের চার উপজেলাকে অন্তর্ভুক্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বলেছেন, “চাঁপাইনবাবগঞ্জের শিশুরা সত্যিই সৌভাগ্যবান। দেশের স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম পর্যায়েই এ জেলার চারটি উপজেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।” শনিবার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে উপবৃত্তি বিতরণ ব্যবস্থাপনা উন্নয়নসংক্রান্ত এক দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত এ প্রশিক্ষণে উপজেলা শিক্ষা অফিসার, সহকারী শিক্ষা অফিসার, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা অংশ নেন। মহাপরিচালক জানান, উপবৃত্তির টাকা যেন সরাসরি শিক্ষার্থীদের কাজে লাগে, বিশেষ করে খাতা-কলম, স্কুলড্রেস ও ব্যাগ কেনার ক্ষেত্রে, এ বিষয়ে অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জের বিদ্যালয়গুলোর সার্বিক অগ্রগতি সন্তোষজনক। আগামী ১ ডিসেম্বর শুরু হতে যাওয়া বার্ষিক পরীক্ষায় শিক্ষার্থীদের উৎসাহিত করতে তিনি শিক্ষক-কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের সিদ্ধান্তের কথা উল্লেখ করে মহাপরিচালক বলেন, সহকারী শিক্ষকদের দাবি সম্পর্কেও ইতিবাচক অগ্রগতি হচ্ছে। এ ছাড়া শিক্ষার মানোন্নয়নে এ বছর তিনটি পরীক্ষার পাশাপাশি শিখন-ঘাটতি নিরূপণে দুটি অ্যাসেসমেন্ট সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি। সভাপতির বক্তব্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, আগামী ১ জানুয়ারি জেলার ৭০৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যের নতুন বই বিতরণের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। একই দিনে উৎসবমুখর পরিবেশে প্রাক-প্রাথমিকের নতুন শিক্ষার্থীদের বরণ করার ব্যবস্থাও করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (উপবৃত্তি) মীর্জা মো. হাসান খসরু এবং রাজশাহী বিভাগীয় উপপরিচালক মো. সানাউল্লাহ।
পদ্মায় জেলের জালে ২০ কেজির বাঘাইড়

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় জেলের জালে ২০ কেজির বাঘাইড় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সীমান্তবর্তী পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়া ২০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ২১ হাজার টাকায় বিক্রি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর নিউ মার্কেট মাছবাজার সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ১১টার দিকে চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখেরআলী এলাকায় পদ্মা নদী থেকে নৌকায় করে কডজালে ধরা মাছটি বিক্রির জন্য বাজারে নিয়ে আসেন এরশাদ আলী নামে এক জেলে ও তাঁর দল। পরে জীবন্ত মাছটি মেসার্স জুলমত ফিশ ট্রেডার্স নামে একটি আড়তে নিলামে কেজিপ্রতি ১ হাজার ৫০ টাকা দরে বিক্রি হয়। মেসার্স জুলমত ফিশ ট্রেডার্সের স্বত্বাধিকারী জুলমত আলী জানান, আজ সকালে মাছটি ধরা পড়ে। জেলের কাছ থেকে কেনার পর এটি বিক্রির জন্য ঢাকার বাজারে পাঠানো হয়েছে।
শিবগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বীর মুক্তিযোদ্ধা আয়েশ উদ্দীন

শিবগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বীর মুক্তিযোদ্ধা আয়েশ উদ্দীন শিবগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা আয়েশ উদ্দীন (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২২ নভেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে মোবারকপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কালিচক টিকোরি গ্রামের নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার দুপুর আড়াইটায় কালিচক গ্রামের পারিবারিক গোরস্থান প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর জানাজার নামাজ শেষে ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাহার আলী, শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র ভৌমিক, ইউপি চেয়ারম্যান মাহমুদুল হক হায়দারী, সাবেক চেয়ারম্যান তৌহিদুর রহমান মিয়া, বীর মুক্তিযোদ্ধা ইসাহাক আলী ও এরফান আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাহবুবুর রহমান মিজানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চাঁপাইনবাবগঞ্জে ছাদ থেকে পড়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ছাদ থেকে পড়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু সদর উপজেলায় একতলা ভবনের ছাদ থেকে পড়ে সানজিদা আক্তার সাথী ওরফে যুথী নামের এক কিশোরির মৃত্যু হয়েছে। সে বারঘরিয়া ইউনিয়নের চামাগ্রাম এলাকার জুয়েল ইসলামের মেয়ে এবং চামাগ্রাম হেনা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে একই এলাকায় নানা খাইরুল ইসলামের বাড়ির ছাদে একটি নির্মানাধীণ ্ঘরের একপাশের দেয়ালে ভর দিয়ে পাশের আমগাছের পাতা ছিঁড়ছিল যুথী। এক পর্যায়ে ওই দেয়াল ভেঙ্গে নীচে পড়ে যায়। এতে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে জেলা হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন আকন্দ জানান, যুথীর বাবা-মায়ের বিচ্ছেদে সে মায়ের সাথে নানার বাড়িতেই থাকত। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃুত্য মামলা হয়েছে।
সিরিজে লিড নিল নিউজিল্যান্ড

সিরিজে লিড নিল নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। আজ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড ৯ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। সিরিজের প্রথম ম্যাচ ৭ রানে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। শ্বাসরুদ্ধকর দ্বিতীয় ম্যাচ ৩ রানে জিতে সিরিজে সমতায় আনে নিউজিল্যান্ড। নেলসনে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৩৫ বলে ৪৭ রানের শুরু পায় নিউজিল্যান্ড। ওপেনার টিম রবিনসন ২৩ রানে ফেরার পর তিন নম্বরে নামা রাচিন রবীন্দ্রকে নিয়ে ২৮ বলে ৫০ রানের জুটি গড়েন কনওয়ে। রাচিন ১৫ বলে ২৬ রানে আউট হলেও টি-টোয়েন্টিতে ১২তম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন কনওয়ে। রান আউটের ফাঁদে পড়ে ৬ চার ও ২ ছক্কায় ৩৪ বলে ৫৬ রানে থামেন তিনি। ১৩ ওভারে দলীয় ১১৪ রানে কনওয়ে ফেরার পর নিউজিল্যান্ডকে লড়াকু সংগ্রহ এনে দেন ড্যারিল মিচেল। তার ২ চার ও ৩ ছক্কায় সাজানো ২৪ বলের ৪১ রানের ইনিংসের সুবাদে ২০ ওভারে ৯ উইকেটে ১৭৭ রান পায় নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের ম্যাথু ফোর্ড ও জেসন হোল্ডার ২টি করে উইকেট নেন। জবাবে আবারও ব্যাটারদের ব্যর্থতায় ৮৮ রানে অষ্টম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। উপরের সারির ব্যাটারদের মধ্যে অ্যালিক আথানাজে ২৩ বলে ৩১ ও আকিম অগাস্তে ১৬ বলে ২৪ রান করেন। এছাড়া আর কোন ব্যাটারই দুই অংকে পা রাখতে পারেননি। ১৩তম ওভারে আট ব্যাটারের বিদায়ে হার সময়ে ব্যাপার হয়ে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু নবম উইকেটে রোমারিও শেফার্ড ও শামার স্প্রিঙ্গারের গড়া ৩৯ বলে রেকর্ড ৭৮ রানের জুটিতে জয়ের সম্ভাবনা জাগে ওয়েস্ট ইন্ডিজের। টি-টোয়েন্টিতে নবম ও দশম উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি। শেফার্ড ও স্প্রিঙ্গারের রেকর্ড জুটিতে শেষ ৭ বলে ১২ রান প্রয়োজন পড়ে ওয়েস্ট ইন্ডিজের। ১৯তম ওভারের শেষ বলে স্প্রিঙ্গারকে শিকার করে জুটি ভাঙ্গেন নিউজিল্যান্ড পেসার জ্যাকব ডাফি। ১ উইকেট হাতে নিয়ে শেষ ৬ বলে ১২ রানের সমীকরণ দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজের। নিউজিল্যান্ড পেসার কাইল জেমিসনের করা শেষ ওভারের প্রথম চার বল মাত্র ২ রান তুলে ক্যারিবীয়রা। পঞ্চম ডেলিভারিতে শেফার্ড আউট হলে জয়ের আনন্দে মেতে উঠে নিউজিল্যান্ড। ১৬৮ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৪ চার ও ৩ ছক্কায় শেফার্ড ৩৪ বলে ৪৯ এবং ৩টি করে চার-ছক্কায় ৩৯ রান করেন ২০ বল খেলা স্প্রিঙ্গার। ৩টি করে উইকেট নিয়ে নিউজিল্যান্ডের জয়ে অবদান রাখেন ডাফি ও সোধি। ম্যাচ সেরা হন সোধি। আগামীকাল একই ভেন্যুতে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি খেলতে নামবে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।