যুক্তরাষ্ট্রের হামলায় ভেনেজুয়েলায় অন্তত ৪০ জন নিহত

যুক্তরাষ্ট্রের হামলায় ভেনেজুয়েলায় অন্তত ৪০ জন নিহত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার লক্ষ্যে চালানো যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সামরিক অভিযানে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে সেনাবাহিনীর পাশাপাশি বেসামরিক মানুষও রয়েছেন বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়। খবর আল-জাজিরার। নাম প্রকাশ না করার শর্তে ভেনেজুয়েলার এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, ‘মার্কিন  হামলায় অন্তত ৪০ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও সেনাসদস্য রয়েছে।’মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে ১৫০টির বেশি মার্কিন বিমান মোতায়েন করা হয়, যাতে সামরিক হেলিকপ্টারগুলো নিরাপদে সেনা নামাতে পারে। এরপর সেই সেনারাই মাদুরোর অবস্থানে হামলা চালায়। ভেনেজুয়েলার সূত্র জানায়, কারাকাস বিমানবন্দরের পশ্চিমে দরিদ্র উপকূলীয় এলাকা ‘কাটিয়া লা মার’ এলাকার একটি আবাসিক ভবনেও বিমান চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে রোসা গঞ্জালেজ নামে ৮০ বছর বয়সী এক নারী ও তার পরিবারের সদস্যরা নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেছেন, মাদুরোকে আটক করে দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ফ্লোরিডায় একটি সাংবাদিক সম্মেলনে ট্রাম্প জানান, আপাতত ভেনেজ়ুয়েলার শাসনভার যুক্তরাষ্ট্রের হাতেই থাকবে। তিনি বলেন, “যতদিন না আমরা নিরাপদ, সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করতে পারছি, ততদিন আমরাই ওই দেশ পরিচালনা করব। ভেনেজ়ুয়েলার স্বার্থ বোঝে না এমন কারো হাতে আমরা ক্ষমতা ছেড়ে দেওয়ার ঝুঁকি নিতে পারি না।” সেই সঙ্গে ট্রাম্প ইঙ্গিত দেন, ভেনেজুয়েলার বিশাল তেলের ভাণ্ডার ব্যবহার করে তা অন্যান্য দেশে বিক্রি করার পরিকল্পনা রয়েছে ওয়াশিংটনের। ইরাক যুদ্ধের পর কোনো দেশে এমন সরাসরি ক্ষমতা দখলের ঘটনা নজিরবিহীন। সমালোচকরা ইতিমধ্যেই এই অভিযানের বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। যদিও মার্কিন কর্মকর্তাদের মতে, মাদুরোকে বন্দি করার প্রক্রিয়াটি সম্পূর্ণ আইনত।

নিউ ইয়র্কে বন্দি মাদুরোর ভিডিও প্রকাশ করল যুক্তরাষ্ট্র

নিউ ইয়র্কে বন্দি মাদুরোর ভিডিও প্রকাশ করল যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোতে গতকাল শনিবার ‘অপারেশন অ্যাবসলিউট রিজলভ’ নামক এক ঝটিকা অভিযানের মাধ্যমে কারাকাস থেকে আটক করে মার্কিন বাহিনী। মার্কিন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আটকের পর মার্কিন একটি যুদ্ধজাহাজে করে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়েছে। বর্তমানে মাদুরোকে নিউ ইয়র্কের স্টুয়ার্ট বিমানঘাঁটি থেকে হেলিকপ্টারে করে নিউ ইয়র্ক সিটির ব্রুকলিন বরোতে নিয়ে যাওয়া হয়েছে। মাদুরোকে সেখানকার মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দি করে রাখা হয়েছে। ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে উচ্চ-নিরাপত্তার আসামিদের রাখা হয়। এই কারাগারে এর আগে এল চ্যাপো এবং জেফরি এপস্টাইনের মতো হাই-প্রোফাইল বন্দিদের রাখা হয়েছিল। হোয়াইট হাউজের ‘র‍্যাপিড রেসপন্স’ অ্যাকাউন্ট থেকে পোস্ট করা দেখা যাচ্ছে যে, মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে একটি করিডোর দিয়ে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছেন। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, “অপরাধী হেঁটে যাচ্ছেন।”মাদুরোর হাত হ্যান্ডকাফ দিয়ে বাঁধা রয়েছে এবং তার চোখেমুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। তার বিরুদ্ধে মাদক-সন্ত্রাস, যুক্তরাষ্ট্রে কোকেন পাচার এবং অবৈধ অস্ত্র রাখার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই মাদুরোকে নিউ ইয়র্কের ফেডারেল আদালতে হাজির করা হতে পারে। ভেনেজুয়েলায় সামারিক অভিযান চালিয়ে মাদুরোকে আটক এবং যুক্তরাষ্ট্রে স্থানান্তর আন্তর্জাতিক রাজনীতিতে এক নজিরবিহীন ঘটনা। বিশ্বজুড়ে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়ায় সৃষ্টি হয়েছে। রাশিয়া এবং চীন এই অভিযানের তীব্র নিন্দা জানিয়ে একে ‘সার্বভৌমত্বের লঙ্ঘন’ বলে অভিহিত করেছে। অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়ন এবং লাতিন আমেরিকার অনেক দেশ বিষয়টিকে সতর্কভাবে পর্যবেক্ষণ করছে।

ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হলেন ডেলসি রদ্রিগেজ

ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হলেন ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের সাংবিধানিক চেম্বার এ নির্দেশ দিয়েছেন। খবর আল-জাজিরার। আদালতের আদেশে বলা হয়, ‘প্রশাসনিক ধারাবাহিকতা এবং জাতির সামগ্রিক প্রতিরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে’ রদ্রিগেজ ‘বলিভারিয়ান রিপাবলিক অব ভেনেজুয়েলার প্রেসিডেন্টের কার্যালয়ের’ দায়িত্ব গ্রহণ করবেন। আদালত আরো জানিয়েছে, প্রেসিডেন্টের অনুপস্থিতির প্রেক্ষাপটে রাষ্ট্রের ধারাবাহিকতা, সরকার পরিচালনা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য কোন আইনগত কাঠামো প্রযোজ্য হবে তা নির্ধারণে আদালত আরো আলোচনা ও পর্যালোচনা করবেন। এই সিদ্ধান্তের মাধ্যমে আপাতত ভেনেজুয়েলার রাষ্ট্রক্ষমতায় অন্তর্বর্তী নেতৃত্বের ব্যবস্থা কার্যকর হলো। এদিকে, রবিবার (৪ জানুয়ারি) দিনের শুরুর দিকে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা দখল করবে না, যদি রদ্রিগেজ ‘যুক্তরাষ্ট্র যা চায় তা করেন’। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, রদ্রিগেজ যুক্তরাষ্ট্র যা চাইবে, তা করতে তিনি প্রস্তুত- এমনই ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্পের এমন বক্তব্য অনেকের কাছেই বিস্ময়কর মনে হয়েছে। কারণ ডেলসি রদ্রিগেজ এবং তার ভাই হোর্হে রদ্রিগেজ, যিনি বর্তমানে ভেনেজুয়েলার জাতীয় পরিষদের নেতৃত্ব দিচ্ছেন; দীর্ঘদিন ধরেই মাদুরো সরকারের সবচেয়ে দৃঢ় সমর্থক। ডেলসি রদ্রিগেজ মাদুরোর সরকারের ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং যুক্তরাষ্ট্রের হামলার পর তিনিই প্রথম কোনো শীর্ষ কর্মকর্তা, যিনি প্রকাশ্যে প্রতিক্রিয়া জানান। তিনি যুক্তরাষ্ট্রের কাছে মাদুরো ও তার স্ত্রীর জীবিত থাকার প্রমাণ দেওয়ার আহ্বান জানান।

পোস্টাল ভোটের ছবি-ভিডিও শেয়ার করলে এনআইডি ব্লক করবে ইসি

পোস্টাল ভোটের ছবি-ভিডিও শেয়ার করলে এনআইডি ব্লক করবে ইসি পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে সংশ্লিষ্ট ভোটারের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করা হবে। পাশাপাশি প্রচলিত আইনে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। এমন সতর্কবার্তা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (৩ জানুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ইসি জানিয়েছে, পোস্টাল ব্যালটে ভোট প্রদান-সংক্রান্ত কোনো ছবি, ভিডিও বা তথ্য ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে এনআইডি ব্লক করাসহ প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ভোটের গোপনীয়তা রক্ষা করা প্রত্যেক ভোটারের সাংবিধানিক অধিকার ও দায়িত্ব। ব্যালট বা ভোট প্রদানের কোনো দৃশ্য প্রকাশ করলে ভোটের গোপনতা ক্ষুণ্ন হয়, যা আইনের লঙ্ঘন। সে কারণে পোস্টাল ভোট-সংক্রান্ত কোনো ছবি, ভিডিও বা পোস্ট শেয়ার না করার জন্য ভোটারদের অনুরোধ জানিয়েছে কমিশন। ইসির কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। এই নির্বাচনে প্রবাসী ভোটার, কয়েদি এবং সরকারি চাকরিজীবীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাবেন। ডাকযোগে ভোট দেওয়ার কারণে এসব ভোটার সাধারণ ভোটারদের তুলনায় কয়েক সপ্তাহ আগেই ভোট প্রদান করেন। ভোটের গোপনীয়তা নিশ্চিত করতেই কমিশন এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে। এনআইডি ব্লক হলে নাগরিকরা বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবা থেকে বঞ্চিত হতে পারেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে দেশে ও বিদেশে অবস্থানরত প্রায় ১৩ লাখ ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।

সংসদ নির্বাচন: প্রার্থীর সর্বোচ্চ ব্যয়সীমা ২৫ থেকে ৮৪ লাখ টাকা, না মানলে ৭ বছর জেল

সংসদ নির্বাচন: প্রার্থীর সর্বোচ্চ ব্যয়সীমা ২৫ থেকে ৮৪ লাখ টাকা, না মানলে ৭ বছর জেল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা সর্বোচ্চ ২৫ লাখ থেকে ৮৪ লাখ টাকা পর্যন্ত ব্যয় করতে পারবেন। এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীর আসনের ভোটার সংখ্যার ওপর নির্ভর করবে তার ব্যয়সীমা। আর এই ব্যয়সীমা লঙ্ঘন করলে হতে পারে সাত বছর জেল ও জরিমানা। নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যে সংসদ নির্বাচনের আসনভিত্তিক ভোটার তালিকা প্রণয়ন করা হয়েছে। মনোনয়নপত্র নেওয়ার সময় সেই তালিকার সিডি প্রার্থিরা সংগ্রহও করেছেন। নির্বাচনী ব্যয় সেই তালিকা মোতাবেক আইনে নির্ধারিত সীমার মধ্যে রাখতে হবে।  গণপ্রতিনিধিত্ব আদেশের অনুচ্ছেদ ৪৪ (খ) এর দফা তিন অনুযায়ী, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী ব্যয়, তাকে মনোনয়ন প্রদানকারী রাজনৈতিক দল থেকে তার জন্য কার ব্যয়সহ ভোটার প্রতি ১০ টাকা হারে অথবা মোট ২৫ লাখ টাকার মধ্যে যা সবোর্চ্চ, তার অধিক হবে না।  আসনভিত্তিক ভোটার তালিকা পর্যালোচনায় দেখা গেছে, সবচেয়ে বেশি ভোটার গাজীপুর-২ আসনে। আট লাখ চার হাজার ৩৩৩ জন ভোটারের এ আসনে মাথাপিছু ১০ টাকা করে ব্যয় হলে ব্যয় করা যাবে ৮৪ লাখ তিন হাজার ৩৩০ টাকা। ভোটারের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা-১৯ আসন। সাত লাখ ৪৭ হাজার ৭০ জন ভোটারের এই আসনে একই হারে ব্যয়সীমা দাঁড়ায় ৭৪ লাখ ৭০ হাজার ৭০০ টাকা।  তৃতীয় সর্বোচ্চ ভোটার গাজীপুর-১ আসনে।

গণভোটের প্রচারে ইসির ৮০ লাখ লিফলেট, ব্যানার ৫৭ হাজার

গণভোটের প্রচারে ইসির ৮০ লাখ লিফলেট, ব্যানার ৫৭ হাজার গণভোটের প্রচারে সারা দেশে প্রায় ৮০ লাখ ৪২ হাজার লিফলেট এবং ৫৭ হাজার ব্যানার প্রস্তুত করছে নির্বাচন কমিশন ইসি। আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটের প্রচারে সারা দেশে ব্যানার ও লিফলেট দিয়ে ব্যাপকভাবে এই প্রচার শুরু করছে ইসি। আজ ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা রুহুল আমিন মল্লিক জানান, গণভোটের প্রচারে জনবহুল স্থানে ১০ ফিট বাই ৪ ফিট এবং ভোটকেন্দ্রের সামনে ৩ ফিট বাই ৫ ফিট আকারের বিপুলসংখ্যক ব্যানার টানানো হবে। ৫ জানুয়ারি থেকে এসব লিফলেট বিতরণ শুরু হবে। এ ছাড়া রিটার্নিং অফিসারের অফিসের সামনে এবং জনবহুল স্থানে প্রদর্শনের জন্য ১০ ফিট বাই ৪ ফিট সাইজের প্রায় ১৫ হাজার বড় ব্যানার এবং ভোটকেন্দ্রের সামনে স্থাপনের জন্য ৩ ফিট বাই ৫ ফিট আকারের ৪২ হাজার ৭৬৬টি ব্যানার প্রস্তুত করা হচ্ছে।

দেশজুড়ে বিপুল সংখ্যক ক্লোন ও নকল আইএমইআই ফোন শনাক্ত

দেশজুড়ে বিপুল সংখ্যক ক্লোন ও নকল আইএমইআই ফোন শনাক্ত সদ্য চালু হওয়া ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার এনইআইআর সিস্টেমে দেশজুড়ে ক্লোন ও নকল মোবাইল ফোন ব্যবহারের এক উদ্বেগজনক চিত্র ধরা পড়েছে। এতে দেখা গেছে, বর্তমানে মোবাইল নেটওয়ার্কগুলোতে লাখ লাখ ভুয়া ও ডুপ্লিকেট আইএমইআই নম্বর সক্রিয় রয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, এনইআইআর সিস্টেমে দেশজুড়ে অসংখ্য অস্বাভাবিক আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি) নম্বর শনাক্ত হয়েছে। ক্লোন ও নকল হ্যান্ডসেট বন্ধে গত ১ জানুয়ারি থেকে বহুল প্রতীক্ষিত এনইআইআর সিস্টেম চালু করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। এই ব্যবস্থা চালুর পরপরই জালিয়াতির এসব চাঞ্চল্যকর তথ্য সামনে এলো।

জিম্বাবুয়ের বিশ্বকাপ দল ঘোষণা, ফিরলেন ক্রেমার-মুজারাবানি

জিম্বাবুয়ের বিশ্বকাপ দল ঘোষণা, ফিরলেন ক্রেমার-মুজারাবানি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরকে সামনে রেখে তারুণ্য ও অভিজ্ঞতার এক দারুণ ভারসাম্যপূর্ণ স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে। অনুমিতভাবেই দলের নেতৃত্ব থাকছে বর্তমান সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার সিকান্দার রাজার হাতে। তবে জিম্বাবুয়ের ঘোষিত এই ১৫ সদস্যের দলে সবথেকে বড় চমক হিসেবে হাজির হয়েছেন সাবেক অধিনায়ক গ্রায়েম ক্রেমার। দীর্ঘ ৭ বছরের নির্বাসন ও বিরতি কাটিয়ে সরাসরি বিশ্বকাপের বিশ্বমঞ্চে প্রত্যাবর্তন করছেন এই অভিজ্ঞ লেগ-স্পিনার। বোলিং ইউনিটে মুজারাবানি স্বস্তি: জিম্বাবুয়ের বোলিং আক্রমণের অন্যতম প্রধান অস্ত্র ব্লেসিং মুজারাবানিকে নিয়ে সংশয় থাকলেও শেষ পর্যন্ত তাকে ঘিরেই পরিকল্পনা সাজিয়েছে বোর্ড। পিঠের চোটের কারণে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ মিস করলেও বিশ্বকাপের আগেই ফিটনেস ফিরে পেয়েছেন এই দীর্ঘদেহী পেসার। মুজারাবানির অন্তর্ভুক্তি দলের পেস আক্রমণকে বহুগুণ শক্তিশালী করবে। তবে কপাল পুড়েছে বাঁ-হাতি স্পিনার নিউম্যান নিয়ামহুরির। স্কোয়াডে জায়গা হারিয়েছেন তিনি। অভিজ্ঞতার মিশেল ও রাজার সেনাপতিরা: অধিনায়ক সিকান্দার রাজা দলে পাচ্ছেন ব্রেন্ডন টেলরের মতো কিংবদন্তি ক্রিকেটারকে, যার উপস্থিতি ব্যাটিং অর্ডারে বাড়তি গভীরতা যোগ করবে। এছাড়া শন উইলিয়ামসের বিকল্প হিসেবে সম্প্রতি দলে জায়গা করে নেওয়া ক্লাইভ মাদান্দেও সুযোগ পেয়েছেন বিশ্বকাপের মূল দলে। টনি মুনিয়োঙ্গা, রায়ান বার্ল এবং রিচার্ড এনগারাভাদের মতো পরিচিত মুখগুলো জিম্বাবুয়ের ‘রোডেশিয়ান’ গর্জন ধরে রাখতে প্রস্তুত। বিশ্বকাপের সূচি ও সমীকরণ: ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে জিম্বাবুয়ে লড়বে গ্রুপ ‘বি’-তে। যেখানে তাদের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও ওমানের বিপক্ষে। ৯ ফেব্রুয়ারি ওমানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে জিম্বাবুয়ে। গ্রুপ পর্বে তাদের সবকটি ম্যাচই হবে শ্রীলঙ্কায়। ক্রেমারের প্রত্যাবর্তন এবং মুজারাবানির ফেরা জিম্বাবুয়ের জন্য বড় আশীর্বাদ। মন্থর গতির লঙ্কান উইকেটে রাজার স্পিন আর অভিজ্ঞ টেলরের ব্যাটিং জিম্বাবুয়েকে এই গ্রুপের ‘ডার্ক হর্স’ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। জিম্বাবুয়ের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড: সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, গ্রায়েম ক্রেমার, ব্র্যাড ইভানস, ক্লাইভ মাদান্দে, টিনোটেন্দা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিয়োঙ্গা, তাশিঙ্গা মুসেকিয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাবা ও ব্রেন্ডন টেলর।

শুটিং শুরুর পরই আল্লু অর্জুনের সিনেমার আয় ৮১৪ কোটি টাকা?

শুটিং শুরুর পরই আল্লু অর্জুনের সিনেমার আয় ৮১৪ কোটি টাকা? ‘পুষ্পা’ তারকা আল্লু অর্জুনকে নিয়ে পরিচালক অ্যাটলি কুমারের বড় বাজেটের সিনেমা নির্মাণের ফিসফাস দীর্ঘ দিন ধরে উড়ছিল। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নতুন যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা দেন আল্লু অর্জুন। কেবল তাই নয়, শুটিং ফ্লোরে গড়িয়েছে সিনেমাটি। আপাতত এর নাম রাখা হয়েছে—এএ২২×এ৬’।  শুটিং শুরুর পরই মোটা অঙ্কের অর্থ আয়ের খবর পাওয়া গেছে। সিনে জোশ এক প্রতিবেদনে জানিয়েছে, শুরু থেকেই তুমুল আলোচনায় রয়েছে ‘এএ২২×এ৬’ সিনেমা। আল্লু অর্জুনের এ সিনেমার সব ভাষার ডিজিটাল স্ট্রিমিং স্বত্ব কেনা নিয়ে দৌড়ঝাঁপ করছে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম। এর মধ্যে নেটফ্লিক্স ৬০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৮১৪ কোটি টাকার বেশি) দিয়ে স্বত্ব কেনার প্রস্তাব দিয়েছে। এ নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে; এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সম্ভাব্য এই চুক্তি সিনেমাটি ঘিরে প্রত্যাশা ও বিশালতার পরিসরের জানান দিচ্ছে। বর্তমানে মুম্বাইয়ে জোরকদমে সিনেমাটির শুটিং চলছে। কড়া সময়সূচির মধ্য দিয়ে কাজ এগোচ্ছে। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন—দীপিকা পাড়ুকোন, জাহ্নবী কাপুর, রাশমিকা মান্দানা, মৃণাল ঠাকুর প্রমুখ। ‘এএ২২×এ৬’ সিনেমায় প্রথমবার একসঙ্গে কাজ করছেন আল্লু অর্জুন ও ব্লকবাস্টার পরিচালক অ্যাটলি কুমার। সিনেমাটির বাজেট ১ হাজার কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৩৫৬ কোটি টাকার বেশি); যা ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমাগুলোর মধ্যে একটি হতে যাচ্ছে।  সান পিকচার্স প্রযোজিত এ সিনেমার সঙ্গে যুক্ত রয়েছেন হলিউডের শীর্ষস্থানীয় ভিএফএক্স বিশেষজ্ঞরাও। ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে সিনেমাটির কাজ শেষ করার লক্ষ্য স্থির করেছেন নির্মাতারা। ২০২৭ সালের গ্রীষ্মে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।

‘মহল্লা’য় রহস্যজনক চরিত্রে মেঘনা আলম

‘মহল্লা’য় রহস্যজনক চরিত্রে মেঘনা আলম সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা মিস আর্থ বাংলাদেশ মেঘনা আলম প্রথমবারের মতো অভিনয়ে নাম লেখালেন। ফরিদুল হাসানের পরিচালনায় দেশের একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত ধারাবাহিক নাটক ‘মহল্লা’য় রহস্যময় চরিত্রে দেখা যাবে তাকে। এটিই মেঘনা আলমের অভিনয়জীবনের প্রথম কাজ। অভিনয় অভিজ্ঞতা প্রসঙ্গে মেঘনা আলম বলেন, “মিস আর্থ হওয়ার আগে মিডিয়া বা বিনোদন জগতে আমার কোনো কাজের অভিজ্ঞতা ছিল না। তখন আমি নেতৃত্ব ও রাজনীতি বিষয়ে প্রশিক্ষক হিসেবে কাজ করতাম। তবে শৈশব থেকেই স্বপ্ন ছিল— একদিন মুকুট পরে দেশের সেরা সুন্দরীর প্রতীক হয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করব। সেই স্বপ্ন পূরণ হয়েছে। এবার অভিনয়ে এলাম। প্রথম কাজের অভিজ্ঞতা সত্যিই দারুণ উপভোগ্য ছিল।” নাটকটির সংশ্লিষ্ট সূত্র জানায়, ধারাবাহিক ‘মহল্লা’র ২৭তম পর্বে মেঘনা আলমকে দেখা যাবে। পর্বটি প্রচারিত হবে আগামী ৩ জানুয়ারি, শনিবার রাত ৮টা ৪০ মিনিটে। উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি মেঘনা আলম পরিবেশ আন্দোলন ও কৃষিভিত্তিক বিভিন্ন ইস্যুতে সেমিনার-সিম্পোজিয়ামে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। একই সঙ্গে তিনি একজন রাজনৈতিক প্রশিক্ষক হিসেবেও কাজ করছেন। শুধু তাই নয়, আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।