গোমস্তাপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসের প্রস্তুতি সভা

গোমস্তাপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসের প্রস্তুতি সভা গোমস্তাপুরে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। এতে বক্তব্য দেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার ইসাহাক আলী, পল্লী উন্নয়ন অফিসার রাইসুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, রহনপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার সাহা, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ প্রভাষক আতিকুর রহমানসহ অন্যরা। সভায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালনে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
নিজের আত্মসমালোচনা জরুরি

নিজের আত্মসমালোচনা জরুরি চাঁপাইনবাবগঞ্জে তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস এই আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় তরুণরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যেভাবে স্বৈরাচার হটিয়েছে ঠিক সেভাবেই বাংলাদেশকে ফ্যাসিস্টমুক্ত, মাদকমুক্ত একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন। তারা তরুণ প্রজন্মের ভাবনাগুলো কাজে লাগানোর কথা তুলে ধরেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন— জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) নাকিব হাসান তরফদার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি এবং উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) রুমানা আফরোজ। সূচনা বক্তব্য দেন— জেলা তথ্য অফিসার আব্দুল আহাদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন— জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক শুকলাল বৈদ্য, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জের সহকারী প্রকৌশলী মুনেম শাহরিয়ার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাহিম। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন— নবাবগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া তাসনীম সারা, সাবরিদ জাহান মাহিন ও শাহাদাত হোসেন হায়াত। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, পৃথিবী বদলাতে হলে নিজেদের বদলাতে হবে। আর নিজেদের বদলাতে হলে শিক্ষার প্রয়োজন। কারণ, নিজের ভেতরে যদি শিক্ষা না থাকে তাহলে কীভাবে পৃথিবী বদলানো যাবে। তিনি বলেন, অন্যের সমালোচনা করার আগে নিজের আত্মসমালোচনা করা দরকার। এ সময় তিনি বলেন— মাদকের ব্যাপারে তথ্য দিলে আমরা ব্যবস্থা গ্রহণ করব।
অ্যাডভোকেসি সভা পরিবার পরিকল্পনা বিভাগের

অ্যাডভোকেসি সভা পরিবার পরিকল্পনা বিভাগের ‘পরিকল্পিত পরিবার—নিরাপদ মাতৃত্বের অঙ্গীকার’— এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সমম্মেলন কক্ষে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এই সভার আয়োজন করে। আগামী ৬ থেকে ১১ ডিসেম্বর দেশব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৫ উদ্যাপন উপলক্ষে এই সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক শুকলাল বৈদ্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশগ্রহণ করেন— চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. গোলাম মোস্তফা, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক আবু মাসুদ খানসহ অন্যরা। সভায় পরিকল্পিত পরিবার গড়ে তোলার গুরুত্ব, দেশের মা ও শিশু মৃত্যুর হার, বাল্যবিয়ের কুফল, জনসংখ্যা বৃদ্ধি, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকাণ্ড, সেবা প্রদান ইত্যাদি বিষয় তুলে ধরেন উপপরিচালক শুকলাল বৈদ্য। সভায় অংশগ্রহণকারীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে বলা হয়, টেকসই উন্নয়ন লক্ষ্য অনুযায়ী বাংলাদেশে মাতৃমৃত্যুর হার ২০৩০ সালের মধ্যে ৭০-এ নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে। অন্যদিকে ২০১৯ সালে কেনিয়াতে অনুষ্ঠিত আইসিপিডি+২৫ সম্মেলনে অংশগ্রহণকারী সকল দেশ শূন্য মাতৃমৃত্যু, নারীর প্রতি শূন্য সহিংসতা এবং অপূর্ণ চাহিদা শূন্য অর্জন করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছে। এ তিন শূন্য অর্জনে অন্যতম বড় বাধা বাল্যবিয়ে। বাংলাদেশের বাল্যবিয়ে নিরোধ আইন ২০১৭ অনুযায়ী বিয়ের আইনগত বয়স মেয়েদের ১৮ বছর হলেও বিডিএইচএস, ২০২২ অনুযায়ী ২০-২৪ বছর বয়সী নারীদের বিয়ের গড় বয়স ১৬ বছর। ১৫-১৯ বছর বয়সীদের মধ্যে গর্ভধারণের হার অর্থাৎ কৈশোরকালীন মাতৃত্বের হার ২৪ শতাংশ। কিশোর বয়সে সন্তান ধারণ করলে শিশুর বৃদ্ধি ব্যাহত হওয়া, মৃত সন্তান প্রসব, অপরিপক্ব প্রসব, কম ওজনের শিশুর জন্ম, মায়ের প্রজননতন্ত্রের নানারকম স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হতে হয়। অনেক সময় অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনাও ঘটে। এসব বিষয় বিবেচনায় নিয়ে এবারের সেবা ও প্রচার সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘পরিকল্পিত পরিবার, নিরাপদ মাতৃত্বের অঙ্গীকার’।
শিবগঞ্জ সীমান্তে জব্দ চকো প্লাস সিরাপ

শিবগঞ্জ সীমান্তে জব্দ চকো প্লাস সিরাপ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় ফেনসিডিলের বিকল্প চকো প্লাস সিরাপ জব্দ করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে। শীত মৌসুমে মাদক চোরাচালানে নতুন সংযোজন হিসেবে এটাকে চিহ্নিত করেছে বিজিবি। গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে ৫৯ বিজিরি সোনামসজিদ বিওপির একটি টহল দল সিরাপগুলো জব্দ করে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজিবি জানায়, সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে সীমান্ত পিলার ১৮৫/১৭-এস হতে আনুমানিক ৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টহল পরিচালনা করছিল। এসময় মালিকবিহীন নেশা-জাতীয় ১৫০ বোতল ভারতীয় চকো প্লাস সিরাপ জব্দ করা হয়। বিজিবি বলছে, শীত মৌসুমে প্রতিবেশী দেশ ভারত হতে ফেনসিডিলের বিকল্প হিসেবে চকো প্লাস সিরাপ চোরাচালানে নতুন মাত্রা যোগ করতে পারে। ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদক চোরাচালানের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৩

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৩ চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ১ জন ও বহির্বিভাগে ২ জন শনাক্ত হন। অন্যদিকে জেলা হাসপাতাল থেকে ৪ জন ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জন রোগী সুস্থ হওয়ায় তাদেরকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে জেলা ও উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৬ জন রোগী। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৩ জন পুরুষ ও ১ জন মহিলাসহ ৪ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন পুরুষ এবং গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন পুরুষ রোগী রয়েছেন। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের হিসাবমতে, ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলার বিভিন্ন হাসপাতালের আন্তঃবিভাগে মোট ডেঙ্গু শনাক্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৭৬৫ জন।
দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি মেডিকেল টেকনোলজিস্টদের

দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি মেডিকেল টেকনোলজিস্টদের দশম গ্রেডের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের হাসপাতাল ও ক্লিনিকে দ্বিতীয় দিনের মতো অর্ধবেলা কর্মবিরতি পালন করেছেন ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বৃহস্পতিবার ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি ক্লিনিকে কর্মবিরতি পালন করেন তারা। কর্মবিরতির কারণে হাসপাতাল ও ক্লিনিকে বন্ধ হয়ে যায় রোগ নির্ণয়ে সব ধরনের স্বাস্থ্য পরীক্ষা। এতে দুর্ভোগে পড়েন রোগীরা। চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে সকাল থেকেই ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা কাজ বন্ধ রেখে কর্মসূচি পালন করেন। এছাড়াও শিবগঞ্জ, নাচোল, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মবিরতি পালন করা হয়। অন্যদিকে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে কর্মবিরতি পালন করা হয়। মেডিকেল টেকনোলজিস্টরা জানান, বৃহস্পতিবার কমপ্লিট শাটডাউনের কর্মসূচি থাকলেও রোগীদের কথা বিবেচনা করে অর্ধদিবস কর্মবিরতি পালন করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পুকুরে ডুবে নুর আলম নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের শল্লা মোড় এলাকার মনিরুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ১১টার দিকে পরিবারের সকলের অগোচরে বাড়ি থেকে নিখোঁজ হয় নুর আলম। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা খোঁজ শুরু করে দুপুর ২টার দিকে বাড়ির পাশের সরকারি পুকুর থেকে নুর আলমের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
গোমস্তাপুরে কম্বল বিতরণ

গোমস্তাপুরে কম্বল বিতরণ গোমস্তাপুর উপজেলার প্রাণকেন্দ্র রহনপুরে ১হাজার ২০০ জনকে কম্বল বিতরণ করছে মেসার্স রফিক অটো রাইস মিলস। আজ সকালে রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কম্বলগুলো বিতরণ করা হয়। এই উপলক্ষে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেসার্স রফিক অটো রাইস মিলসের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সভাপতি আসাদুল্লাহ আহমদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন, সাবেক কাউন্সিলর মোস্তাফিজুর রহমান জেম, জুয়েল ইসলাম, বিএনপি নেতা জামিল আলম কাদরী, মাইনুল ইসলাম প্রমুখ। এসময় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার আশু সুস্হতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন রহনপুর স্টেশন বাজার জামে মসজিদের ইমাম আনোয়ার হোসেন।
ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৫

ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৫ ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ৫৬৫ জন ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৮ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৫৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৭ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৮ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) চার জন, সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় ৫৬৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত মোট ৯৪ হাজার ৪০৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ৪ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৯৬ হাজার ৬২৭ জন। এর মধ্যে ৬২ দশমিক চার শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ছয় শতাংশ নারী রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে মোট ৩৯৪ জনের মৃত্যু হয়েছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

বীরকে নিয়ে গাড়ির শোরুমে বুবলী, লিখলেন আমাদের ছেলে ‘গাড়িপ্রেমী’ ঢালিউড নায়িকা শবনম বুবলী সিনেমার পাশাপাশি সামাজিক মাধ্যমেও সমানভাবে সক্রিয়। নানান মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে ভালোবাসেন তিনি। এবার ছেলেকে নিয়ে প্রকাশ করা কিছু নতুন ছবিই আবার আলোচনায় এনে দিল তাকে। আজ (৩ ডিসেম্বর) দুপুরে বুবলী ছেলেকে নিয়ে মার্সিডিজের একটি বিলাসবহুল গাড়ির শোরুমে তোলা কয়েকটি ছবি শেয়ার করেন। ছবিগুলোতে দেখা যায়-শেহজাদ খান বীর লাল, নীলসহ বিভিন্ন রঙের মার্সিডিজ গাড়ির পাশে দাঁড়িয়ে পোজ দিচ্ছে। কখনও গাড়ির ভেতরে বসে, আবার কখনও শোরুমজুড়ে হাঁটাহাঁটি করে গাড়ি দেখে মুগ্ধ হচ্ছে ছোট্ট বীর। ছেলের প্রতি এই গাড়িপ্রেম তুলে ধরে বুবলী ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের গাড়িপ্রেমী ছেলে।’ মুহূর্তেই ছবিগুলো ভক্তদের নজরে আসে এবং অনেকে বীরের আগ্রহ ও স্টাইল দেখে প্রশংসায় ভরিয়ে দেন। ২০১৮ সালে গোপনে বিয়ে করেছিলেন শাকিব খান ও বুবলী। তাদের ঘর আলো করে জন্ম নেয় ছেলে শেহজাদ খান বীর। বিয়ের তথ্য প্রকাশ্যে আসার পর তাদের সম্পর্ক নিয়ে আলোচনার ঝড় উঠলেও এখন দুজনে আলাদা থাকেন; তবে সন্তানের বিষয়ে যোগাযোগ রয়ে গেছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে শেহজাদকে নিয়ে শাকিব-বুবলীকে একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। সেই ছবি সামনে আসতেই গুঞ্জন ওঠে-তারা কি আবার কাছাকাছি আসছেন? সম্প্রতি এক ইভেন্টে বুবলী জানান, ছেলে বীরের সঙ্গে তার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। হাসতে হাসতে তিনি আরও বলেন, শাকিব নাকি ছেলেকে শিখিয়েছেন-পছন্দের কোনো মেয়েকে সবার আগে মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে! বাবা-ছেলের এমন খুনসুটি দেখেই নাকি তার মন ভরে যায়।