নাচোলে মানব পাচার সচেতনতা মাস উপলক্ষে ওরিয়েন্টেশন মিটিং অনুষ্ঠিত

জানুয়ারি-মানব পাচার সচেতনতা মাস উপলক্ষে নাচোল উপজেলায় মানব পাচার,বাল্য বিবাহ এবং দূযোর্গ ব্যবস্থাপনা কমেটির সাথে যৌথ ওরিয়েন্টেশন মিটিং অনুষ্ঠিত হয়েছে। আসুন সবাই মিলে মানব পাচার এবং নিষ্ঠুর পরিনতির বিরুদ্ধে লড়াই করি, সকলের জন্য একটি নিরাপদ, বৈষম্যহীন এবং ন্যায়সঙ্গত বাংলাদেশ নির্মান করি এই প্রতিপাদ্যে নাচোল উপজেলায় মহিলা ডিগ্রি কলেজে মানব পাচার, বাল্য বিবাহ এবং দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে যৌথ ওরিয়েন্টেশন মিটিং অনুষ্ঠিত হয়। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ফাইট স্লেøভারি এ্যান্ড ট্রাফিকিং-ইন-পারসনস আ্যকটিভিটি-উইনরক ইন্টারন্যাশনাল (এফএসটিআইপি) র প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন মিটিং এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা সরকার নাচোল উপজেলা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবউন্নয়ন অফিসার মো. আলমগীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার মৃণাল কান্তি সরকার, উপাধক্ষ্য নাচোল মহিলা ডিগ্রি কলেজ আশিস কুমার চক্রবর্তি, উপজেলা প:প: অফিসার মো আব্দুল কাদের, উপজেলা পল্লিউন্নয়ন কর্মকর্তা মো: হারুন আর রশিদ, প্রকল্পটির ব্যবস্থাপক মো:দুরুল ইসলামসহ নাচোল উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। ওরিয়েন্টেশন মিটিং সঞ্চালনা করেন জেলা প্রজেক্ট অফিসার শহিদুল ইসলাম মুকুল। প্রকল্পটি বাস্তবায়ন করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।