চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাটি খুঁড়ে ২শত বোতল ফেনসিডিল উদ্ধার করল বিজিবি
শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তের একটি আমবাগানের ভেতর মাটি খুঁড়ে দুটি বস্তায় লুকিয়ে রাখা ১৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কেউ আটক হয় নি। আজ বিকাল সোয়া চারটার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের ৫৩ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের ব্যাপারে জানানো হয়। বিজিবি জানায়, ভোররাত পৌনে চারটার দিকে ওয়াহেদপুর বিওপির একটি টহলদল শিবগঞ্জের পাঁকা ইউনিয়নের শ্যামপুর গ্রামে বিশেষ অভিযান চালানোর সময় গোপন সূত্রে ওইসব ফেনসিডিলিলের খোঁজ পায়। এরপর তল্লাশী করে ১৯৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। ৫৩বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান বলেন, জব্দ ফেনসিডিল শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। সীমান্তে বিজিবি কড়া নজরদারি চলছে বলেও জানান অধিনায়ক।