সীমান্তের দেড়শ গজের মধ্যে বাংলাদেশ-ভারতের কৃষক ছাড়া কেউ প্রবেশ করবে না
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কিরনগঞ্জ সীমান্তে গত শনিবার প্রায় দিনব্যাপী দু’দেশের নাগরিকদের মুখোমুখি সংঘর্ষ, বিএসএফ’র সাউন্ড গ্রেনেড ও ককটেল নিক্ষেপ, গাছ কাটা, ফসলহানি ও কয়েক বাংলাদেশীর আহতের ঘটনার পর ওইদিন বিকালে ওই সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে পরিস্থিতি শান্ত হয়ে আসে। আজ সকাল সাড়ে ১০টায় ওই ঘটনার ধারাবাহিকতায় একই ব্যাটালিয়নের আওতাধীন শিবগঞ্জের সোনামসজিদ বিওপি সম্মেলন কক্ষে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সীমান্ত সম্পর্কিত আলোচনার পর সিদ্ধান্ত হয়, সীমান্তের দেড়শ গজের মধ্যে বাংলাদেশী ও ভারতীয় কৃষক ব্যতীত অন্য কেউ প্রবেশ করবে না। সীমান্তের যে কোন সমস্যা বিজিবি-বিএসএফ আলোচনার মাধ্যমে সমন্বিতভাবে সমাধান করবে। দু’দেশের মিডিয়া কর্তৃক সীমান্ত সম্পর্কিত যে কোন অপপ্রচার বা গুজব ছড়ানো যাবে না। দু’দেশের স্থানীয় নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ ও মাদকসহ যে কোন চোরচালান থেকে বিরত থাকতে হবে। আজ দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এ সব তথ্য নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন(৫৯বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। তিনি জানান, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়। বেঠকে বিজিবি পক্ষে নেতৃত্ব দেন রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে এ রউফ ও বিএসএফ পক্ষে নেতত্ব দেন মালদা সেক্টরের ডিআইজি অরুন কুমার গৌতম। বৈঠকে আংশ নেন ৫৯ বিজিবি অধিনায়ক ও স্টাফ অফিসারগণ এবং সংশ্লিস্ট ১১৯ বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক সুরজ সিং ও স্টাফ অফিসারগণ।