বায়ুদূষণে আজও শীর্ষে ঢাকা, দ্বিতীয় স্থানে ভিয়েতনামের হ্যানয়
বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজও শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২৪৩ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। আজ সকাল ৯টা ৪৫ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এসব তথ্য জানা গেছে। আজ বিশ্বের শহরগুলোর তালিকায় আজ দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় ২১০ ও ভারতের দিল্লি ১৯১। শহরদুটির বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। উজবেকিস্তানের তাসখন্ত ও নেপালের কাঠমুন্ডু তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে। শহরদুটির বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।