বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান আলীর দাফন সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার হাজীপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান আলী মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গত সোমবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তিনি মৃত রস্তুম আলীর ছেলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার পোল্লাডাঙ্গা কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।
এর আগে উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তাহমিদা আক্তারের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল প্রয়াত বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করে।
জানাজায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নুরুল হক, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. তৈমুর রহমান, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুর রহমানসহ এলাকার বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।