গোমস্তাপুরে মুক্তমহাদলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নানা আয়োজনের মধ্যে দিয়ে রহনপুরের ঐতিহ্যবাহী স্কাউট সংগঠন রহনপুর মুক্ত মহাদলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্কাউট দীক্ষা, কেট কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির আয়োজনে আজ বিকেলে কার্যালয়ের সামনে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়। রহনপুর মুক্তমহাদলের সভাপতি শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সংগঠনের নতুন সদস্যদের দীক্ষা পাঠ ও ব্যাচ লাগিয়ে দেন তিনি। পরে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সম্পাদক মফিজ আহমেদ নাদিম। অনুষ্ঠানে অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা সদস্য ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, সংগঠনের সহসভাপতি ও গোমস্তাপুর সোলেমান মিঞা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রাকিব, কোষাধ্যক্ষ ও রহনপুর পূণর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের প্রভাষক নাজিমউদ্দিন সরকার হীরা, স্কাউট সদস্য তাহমিদ সরকারসহ অন্যরা। এ সময় এডাল্ট স্কাউটার, কাব, স্কাউট ও রোভার সদস্যরসহ অন্য সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কর্তন করেন অতিথিরা। উল্লেখ্য, রহনপুর মুক্তমহাদল ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে স্কাউটিয়ের পাশাপাশি সরকারী-বেরকারী অনুষ্ঠানে সহযোগী ও প্রাকৃতিকবিপর্যয় অংশগ্রহণ এবং সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনেও ভূমিকা পালন করে চলেছে ।