চাঁপাইনবাবগঞ্জে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অব্যাহত
চাঁপাইনবাবগঞ্জে প্রশাসন, প্রতিষ্ঠানের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অব্যাহত রয়েছে। মহানন্দা প্রবীণ নিবাসে জেলা প্রশাসনের উদ্যোগে কম্বল বিরতণ করা হয়েছে। গত বুধবার রাতে জেলার সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের দক্ষিণ শহর এলাকায় অবস্থিত প্রবীণ নিবাসের নিবাসীদের মধ্যে কম্বলগুলো বিতরণ করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। এসময় জেলা প্রশাসকের সহধর্মিণী ও কন্যাসহ সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা, মহানন্দা প্রবীণ নিবাসের পক্ষে ডা. মো. আব্দুস সালামসহ অন্যরা উপস্থিত ছিলেন। এদিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নে শীতার্ত ও দুস্থ অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ চত্বরে শীতবস্ত্রগুলো বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন আয়োজিত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলাম, ইউনিয়ন পরিষদের সদস্য শরিফ উদ্দিন, নারী সদস্য রেবিনা ও সামেনা বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় ওই ইউনিয়নের ২০০ জন শীতার্ত ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের নাচোলেও শীতার্তদের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি।
এ উপলক্ষে সিসিডিবি নাচোল শাখা অফিসের উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় কার্যালয়ের শাখা ব্যবস্থাপক মাহফুজ আলমের সভাপতিত্বে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন- সিসিডিবির চাঁপাইনবাবগঞ্জ এলাকা সমন্বয়কারী সবুয়েল অধিকারী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑ চাঁপাইনবাবগঞ্জের শাখা ব্যবস্থাপক আলমগীর হোসেন, হিসাবরক্ষক সুনি পাহান, মাঠ সংগঠক আব্দুল কাদের ও সোহেল রানা এবং তানজিরুল ইসলাম।
অনুষ্ঠানে দুই শতাধিক দুস্থ-অসহায়দের মধ্যে কম্বল বিতরণ করা হয়।