ভোলাহাট সীমান্তে ফেনসিডিল ও মোটরসাইকেলসহ যুবক আটক
ভোলাহাট উপজেলা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অভিযানে ২১৫ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ এক যুবক গ্রেপ্তার হয়েছে। আটক যুবক ভোলাহাটের ফুটানীবাজার আলালপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে নাজমুল হোসেন নাজিম। আজ সকালে মহানন্দা বিজিবি ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ভোররাতের ভোলাহাট বিওপির একটি টহলদল গোয়েন্দা সূত্রের খবরে সীমান্তের ভেতরে ভোলাহাট ইউনিয়নের হাউসপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে ২১৫ বোতল ফেনসিডিল ও মোটরসাইকেলসহ আটক হয় নাজিম। মহানন্দা ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, এঘটনায় আটক যুবককে জব্দ মালামালসহ ভোলাহাট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।